পুজোয় আরও সুন্দর থাকতে সহজে দূর করুন ব্ল্যাক হেডস

606
Image Source: Google Image

নিজস্ব পরামর্শদাতা: ব্লাক হেডস কেন হয়? আর কি করেই বা এই ব্লাক হেডস দূর করা সম্ভব ঘরোয়া কোনো পদ্ধতিতে? চট করে জেনে নিন আর সুন্দর হন পুজোর ঠিক আগেই।

ব্ল্যাক হেডস দূর করার উপায়ঃ

মুখে তৈলাক্ত ভাব এবং ধুলাবালি জমে থাকার কারণে ত্বকে ব্ল্যাক হেডসের মতো সমস্যা দেখা দেয়। ব্ল্যাক হেডস এক ধরনের ব্রণ। ত্বকে এক ধরনের কালো গুঁড়ি গুঁড়ি ছোপ যা সাধারণত নাক, কপাল ও গালের আশেপাশে দেখা যায়। এটি এক ধরনের খোলা ছিদ্রযুক্ত ব্রণ যা তেল, ধু্লোবালি ও মৃতকোষ দিয়ে ভরা থাকে।

মুখে ব্ল্যাক হেডস হলে আপনার মুখের লাবণ্য হারিয়ে যায়। এতে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। একটু যত্ন নিলেই সমস্যাটি নিরাময় করা সম্ভব। আসুন পুজোর আগেই আমরা জেনে নিই ঘরে বসে ব্ল্যাক হেডস দূর করে ত্বক উজ্জ্বল ঝকঝকে করার কয়েকটি উপায়ঃ

ডিমের সাদা অংশঃ

ডিমের সাদা অংশ নাকে লাগিয়ে টিস্যু পেপারের দুটি স্তর দিয়ে মুড়ে দিন। কিছুক্ষণ অপেক্ষা করার পর শুকিয়ে গেলে তুলে ফেলুন। এতে টিস্যু পেপারে জমে থাকা ব্ল্যাকহেডস উঠে আসবে।

অ্যালোভেরাঃ
ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস, ব্রণ বা মুখের অতিরিক্ত তেল দূর করার জন্য অ্যালোভেরা জেলের তুলনা হয় না। শুধুমাত্র এই জেল মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক উজ্জ্বল দেখাচ্ছে।

লেবুঃ
লেবুর উপর চিনি বা লবণ দিয়ে ত্বকে ঘষে নিন। ১০-১২ মিনিট ঘষে নেয়ার পর মুখ ধুয়ে ফেলুন।

দারুচিনিঃ
দারুচিনি ত্বক পরিষ্কার এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে। ১ চামচ দারুচিনি গুঁড়ার সঙ্গে লেবুর রস মিশিয়ে স্ক্রাব তৈরি করে লাগান এবং ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

নারিকেল তেলঃ
প্রতিদিন রাতে ঘুমানোর আগে ত্বকে খাঁটি নারিকেল তেল লাগিয়ে ঘুমিয়ে পড়ুন এবং সকালে ধুয়ে ফেলুন।

ভিনিগারঃ
আপেল সিডার ভিনেগারে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ত্বকের যাবতীয় ব্যাকটেরিয়া দূর করে। কটন বলে ভিনিগার লাগিয়ে ত্বকে লাগান এবং শুকিয়ে গেলে কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

এছাড়া ত্বকের যত্নেঃ

• প্রতিদিন অন্তত দুই বার মুখ জল দিয়ে পরিষ্কার করুন।
• শরীর আর মুখ মোছার জন্য আলাদা তোয়ালে ব্যবহার করুন।
• তৈলাক্ত খাবার থেকে বিরত থাকুন।
. মেক আপ ভালো করে তুলে রাতে ঘুমোতে যান।
. ধুলোবালি এড়িয়ে থাকতে চেষ্টা করুন।

সামান্য কিছু ত্বক পরিচর্যা ঘরে করলেই আপনি হয়ে উঠবেন রূপসী। তাহলে আর দেরি কেন ?
আরও বিউটি টিপস পেতে লাইক করুন The News বাংলা র ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন