কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট

746
কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা
কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা

টিভির দর্শকদের জন্য আপাতত সুখবর। পয়লা ফ্রেবরুয়ারি থেকেই পে চ্যানলের জন্য টাকা দিতে হবে না দর্শকদের। ট্রাই এর নোটিফিকেশন এর উপর অন্তর্বতী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ১৮ ফ্রেবরুয়ারি পর্যন্ত আগের টাকা দিয়েই দেখতে পাবেন সব চ্যানেল। নির্দেশ উচ্চ আদালতের।

আরও পড়ুনঃ মোবাইলেই রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায় তুমুল কথা কাটাকাটি

রাজ্যের ৮০টি কেবল অপারেটরদের আবেদনে সাড়া দিল হাইকোর্টের। এই নিয়ে হলফনামা দেবে ট্রাই। পে চ্যানেলের মুনাফায় তাদের সবচেয়ে বেশি অধিকার আছে, তাই পে চ্যানেলের মুনাফার ৮০% শেয়ারের দাবি জানিয়ে ট্রাই এর দারস্থ হয়েছিল চ্যানেল মালিকরা।

কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা
কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা

সেই আবেদনে সাড়া দিয়ে ২০১৭ সালের মার্চ মাসে ট্রাই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেয় লাভের ৮০ শতাংশ পাবে চ্যানেলে মালিকরা। বাকি টাকার ৫৫% পাবে মাল্টি সার্ভিস অপারেটর অর্থাৎ যাদের মাধ্যমে চ্যানেল দেখা যায়। বাকি ৪৫% ছিল লোকাল কেবল অপারেটরদের হাতে।

আরও পড়ুনঃ পঞ্চায়েত ভোটে হিংসার পরেও লোকসভা ভোটে কম কেন্দ্রীয় বাহিনী বাংলায়

এর বিরোধতা করে লোকাল কেবল অপারেটররা। ২০১৭ এর আগে ট্রাই এর কাছে একাধিক অভিযোগ আসে। যেখানে দর্শকদের অভিযোগ ছিল তাদের পছন্দের চ্যানেল তারা দেখতেই পান না অনেক সময়। এমনকি যে চ্যানেল তাদের পছন্দের তালিকায় নেই তা দেখতে বাধ্য হন তারা।

কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা
কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা

সেই সংগে এমএসও কে দর্শক সংখার উপর টাকা দিত লোকাল কেবল অপারেটররা। দর্শকদের পছন্দ ও সুবিধার্থে নতুন বিজ্ঞপ্তিতে আলাদা আলাদা করে শেয়ার ঠিক করে দেয় ট্রাই। ২০১৭ তে জারি হলেও এক্সটেনশন দিয়ে একবছর পরে লাগু করার কথা জানায় ট্রাই। পয়লা ফ্রেব্রুয়ারিতে সেই বিজ্ঞপ্তি লাগু হবার কথা ছিল।

আরও পড়ুনঃ মমতার স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের এক রোহিঙ্গার

এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের করেন রাজ্যের ৮০ জন কেবল অপারেটর। তাদের যুক্তি, আসলে গ্রাহক স্বার্থই এখানে দেখা হচ্ছে না। বিশ্ববাংলা কেবল অপারেটর প্রেসিডেন্ট শংকর মন্ডল জানান, “বিজ্ঞাপনে চ্যানেলগুলি তাদের টাকার কথা বলছে। অথচ জিএসটি, সার্ভিস চার্জের কথা বলছেই না। চ্যানেলগুলো আসল কথা না বলায় গ্রাহকদের প্রশ্নের জবাব দিতে হচ্ছে তাদের”।

কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা
কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা

ফলে মোটের উপর কেবল অপারেটররাই তাদের গ্রাহকদের হারাবেন। বহু অপারেটররা আত্মহত্যা করতে বাধ্য হবেন। প্রসংগত এই রাজ্যেই প্রথম নয় এই বিজ্ঞপ্তির উপর নিষেধাজ্ঞা রয়েছে কেরালাতেও। তবে কেন্দ্রের এই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে কতদিন আটকে রাখা যাবে সেই নিয়েই আশঙ্কায় কেবল অপারেটররা।

আরও পড়ুনঃ ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

এই মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টেই ফয়সালা হবে বলেই মনে করা হচ্ছে। তবে আপাতত আরও তিন সপ্তাহ ঝামেলার হাত থেকে রেহাই পেলেন সাধারণ গ্রাহক, বলছেন কেবল অপারেটররা। কিন্তু তারপর কি হবে? এটাই এখন প্রশ্ন কেবল অপারেটরদের। ১৯ তারিখ ফের এই মামলা উঠবে কলকাতা হাইকোর্টে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও

জওহরলাল নেহেরুর গলায় মালা দিয়ে ৬০ বছর পরেও একঘরে ‘নেহেরুর বউ’

আম দরবারে প্রকাশ্যে মহিলার ওড়না ধরে টান কংগ্রেস মুখ্যমন্ত্রীর

মাঠ দিল না রাজ্য, মোদীর সভা ও হেলিকপ্টারের জন্য ফসল ত্যাগ শিক্ষকের

প্রিয়াঙ্কা গান্ধী মা দুর্গার সাক্ষাৎ অবতার, পোস্টার কংগ্রেসের

কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর

কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন