সন্ত্রাস রুখতে ব্যর্থ, সরিয়ে দেওয়া হল মমতার স্বরাষ্ট্র সচিবকে

1009
নির্বাচন কমিশনের তোপে পড়ার আশঙ্কা, মমতার কাছে যাচ্ছেন না আমলারা/The News বাংলা
নির্বাচন কমিশনের তোপে পড়ার আশঙ্কা, মমতার কাছে যাচ্ছেন না আমলারা/The News বাংলা

লজ্জাজনক সিদ্ধান্ত। সন্ত্রাস রুখতে ব্যর্থ; তাই সরিয়ে দেওয়া হল রাজ্য সরকারের স্বরাষ্ট্র সচিবকে। স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে; সরিয়ে দিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিবই দায়িত্ব সামলাবেন; স্বরাষ্ট্র সচিব এর কাজ এর। স্বাধীনতার পর এই প্রথম; এই ধরণের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ ভোট প্রচারে হিংসা, বাংলায় ভোট প্রচার ১ দিন কমিয়ে দিল নির্বাচন কমিশন

অন্যদিকে এডিজি সিআইডির পদ থেকে; সরিয়ে দেওয়া হল রাজীব কুমারকে। শুধু তাই নয়, রাজীব কুমারকে রাজ্য থেকে সরিয়ে; একেবারে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হল। বৃহস্পতিবারই সকাল ১০ টার মধ্যে; দিল্লির স্বরাষ্ট্র দফতরে তাঁকে রিপোর্ট করতে হবে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, জানালেন প্রিয়াঙ্কা শর্মা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অত্যন্ত ঘনিষ্ঠ; স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য। আর তাঁকেই ক্ষমতা থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। রাজ্যে ভোটে হিংসা আটকাতে; পুরোপুরি ব্যর্থ স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য। তাই তাঁকে সরিয়ে দেওয়া হল; বলেই জানান হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর জয়ের ভবিষ্যৎবানী করে বরখাস্ত কলেজ অধ্যাপক

অত্রি ভট্টাচার্যের বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ; নির্বাচন কমিশনের। ভোটের অফিসারদের সরকারের হয়ে; প্রভাবিত করার চেষ্টা করেছে তিনি; এমনটাই মারাত্মক অভিযোগ তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুনঃ মমতাকে সাদ্দাম হুসেনের সাথে তুলনা করলেন বিবেক ওবেরয়

স্বাধীনতার পর এই প্রথম নির্বাচন কমিশন; ৩২৪ নং ধারা প্রয়োগ করে ভোটের প্রচার ১ দিন কমিয়ে দিল। শেষ ও সপ্তম দফার ভোটে ভোট প্রচারের; শেষ সময়সীমা ছিল শুক্রবার বিকাল ৪টে। তার বদলে বৃহস্পতিবার রাত ১০ টাতেই; শেষ হচ্ছে ভোট প্রচার। নজিরবিহীন সিদ্ধান্তে গোটা ভারতের সামনে মুখ পুড়ল রাজ্যের; এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন