দেশের সেরা কলকাতার লা মার্টিনিয়র ফর বয়েজ; এর দেবাঙ্গ কুমার আগরওয়াল। দেশ জুড়ে প্রকাশিত হল; আইসিএসই (ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকন্ডারি এডুকেশন) দশম এবং দাদশ শ্রেণীর ফলাফল। ৯৯.২৫ শতাংশ নম্বর পেয়ে; দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষায় শীর্ষ স্থানে রয়েছে ৭ জন পরীক্ষার্থী।
দশম শ্রেণির পরীক্ষায় পাশের হার ৯৮.৫৪ শতাংশ। ১০০ শতাংশ নম্বর পেয়ে যুগ্ম ভাবে প্রথম হয়েছে; কলকাতার লা মার্টিনিয়র ফর বয়েজ স্কুলের; দেবাঙ্গ কুমার আগরওয়াল এবং বেঙ্গালুরুর ভিভা স্বামীনাথন। দ্বিতীয় স্থানেও কলকাতার তিন জন রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে– cisce.org সব রেজাল্ট দেখা যাবে।
অন্যদিকে আইসিএসই-তে; দশম শ্রেণীর পরীক্ষায় প্রথম হয়েছে; মুম্বইয়ের জুহি রূপেশ কাজোরিয়া ও পঞ্জাবের মনহর বনশল। তাঁদের প্রাপ্ত নম্বর ৯৯.৬০ শতাংশ। আইসিএসই-তে দ্বিতীয় হয়েছে; কলকাতার ছাত্রী অন্বেষা চট্টোপাধ্যায়; সে গার্ডেন হাই স্কুলের ছাত্রী। আইসিএসই-তে দেশের মধ্যে; তৃতীয় স্থানে কলকাতার ৮ পড়ুয়া।
আইএসসি তে দেশের মধ্যে ১৬ জন দ্বিতীয় হয়েছেন; তার মধ্যে কলকাতার ৪ ছাত্র ছাত্রী। দ্বিতীয় হয়েছেন আমতলা কারমেলের দেবদূত মণ্ডল। লেডি কুইন মিশন স্কুলের খুশী দাগা; আইএসসি তে দ্বিতীয় কাশিপুর ইংলিশ স্কুলের নির্ঝর দাস;
কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই); বোর্ড ক্লাস ১০ (আইসিএসই) ও ক্লাস ১২ (আইএসসি) পরীক্ষা পরিচালনা করে। পরীক্ষা শেষের পর বোর্ড পরীক্ষার ফল ও প্রকাশ করে। পরীক্ষা শেষের পর সমস্ত শিক্ষার্থীরা; তাদের রেজাল্ট দেখতে পাবে বোর্ডের ওয়েব সাইটে।
২০১৯ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় দেওয়া সকল শিক্ষার্থী; তাদের রেজাল্ট এই পেজে দেওয়া ডাইরেক্ট লিংক এর দ্বারা চেক করতে পারবেন। আইসিএসই ২০১৯ পরীক্ষা শুরু হয়; গত ২২ ফেব্রুয়ারী। চলে ২৫ শে মার্চ। রেজাল্ট ঘোষণার হল ৭ মে। রেজাল্ট চেক করুন অফিসিয়াল ওয়েবসাইটে –cisce.org।