আগামী শনিবার ৯ তারিখে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরার জন্য শিলংয়ে ডেকে পাঠাল সিবিআই। তবে ওইদিনই রাজীব কুমার কলকাতায় ফিরতে পারবেন কিনা সেই প্রশ্ন রয়েই গেল। বৃহস্পতিবারই রাজীব কুমারকে জেরার জন্য শিলংয়ে আসার চিঠি দিয়েছে সিবিআই, এমনটাই জানা যাচ্ছে। এদিকে রবিবার কুনাল ঘোষকেও শিলংয়ে ডাকল সিবিআই।
আরও পড়ুনঃ দেশের প্রধানমন্ত্রী দুকান কাটা, বললেন মমতার মন্ত্রী মলয় ঘটক
কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে মেঘালয়ের শিলংয়ে একটি নিউট্রাল জায়গায় হাজিরা দিয়ে সিবিআই জেরার মুখোমুখি হবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এখনই গ্রেফতার করা যাবে না তাঁকে, জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। সওয়াল জবাব শুনে মঙ্গলবার এই রায় জানিয়ে দেন সুপ্রিম কোর্ট এর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চ।
আরও পড়ুনঃ ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতার সিদ্ধান্তে সিলমোহর দিল মোদী সরকার
তারপরেই সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে স্পেশ্যাল টিম গড়ে ফেলে সিবিআই। সিবিআই ডিএসপি তথাগত বর্ধন এর নেতৃত্বে ৯ সদস্যের একটি বিশেষ দল গঠন করেছে সিবিআই। তৈরি হয়ে গেছে প্রশ্নপত্র। সারদা মামলায় কলকাতার পুলিশ কমিশনারকে নাস্তানাবুদ করতে কোমর বাঁধছে সিবিআই। মনে করা হচ্ছে রাজীব কুমার ও কুনাল ঘোষ দুজনকে সামনা সামনি বসিয়ে জেরা করতে পারে সিবিআই।
আরও পড়ুনঃ কেন্দ্রে ক্ষমতায় এলে তিন তালাক বিরোধী আইন বাতিল করে দেবে কংগ্রেস
সুপ্রিম কোর্টের রায়ের পর জেরার জন্য সিবিআই নোটিশ দেবার আগেই জেরার মুখোমুখি হতে নিজেই সিবিআইকে চিঠি পাঠিয়ে দেন পুলিশ কমিশনার। দিল্লির লোধা রোডে সিবিআই হেডকোয়ার্টারে সিবিআই প্রধান ঋষি কুমার শুক্লাকে মঙ্গলবার বিকালেই মেল ও ফ্যাক্স করে দেন রাজীব কুমার। তিনি জানিয়েছিলেন, আগামী ৮ই ফেব্রুয়ারী তিনি শিলংয়ে জেরার জন্য প্রস্তুত।
আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার
তবে সিবিআই এর তরফ থেকে যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব পরিস্কার জানিয়ে দিয়েছিলেন, “সিবিআই যবে চাইবে, তবেই জেরা করা হবে রাজীব কুমারকে। তিনি যবে চাইবেন, তবে নয়। আদালতের এমনই নির্দেশ আছে”। বলা যায়, জেরা নিয়েও শুরু হয়ে যায় ঠাণ্ডা লড়াই। তারপরই বৃহস্পতিবার রাজীব কুমারকে চিঠি দেয় সিবিআই। আগামী শনিবার ৯ তারিখে তাঁকে জেরার জন্য শিলংয়ে ডেকে পাঠাল সিবিআই।
আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি
এদিকে সারদা মামলায় রাজীবকে জেরায় জেরায় নাস্তানাবুদ করতে আটঘাট বাঁধছে সিবিআই। জানা গেছে, জেরায় রাজীব কুমারকে ভাঙতেই জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন সিবিআই আধিকারিকরা। প্রশ্নের জবাবে সন্তুষ্ট না হলে সব রিপোর্ট দেওয়া হবে দেশের শীর্ষ আদালতে। জেরায় সন্তুষ্ট না হলে তারপর তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরার আবেদন করবে সিবিআই।
আরও পড়ুনঃ রিজার্ভ ব্যাঙ্ক এর বড় ঘোষণা, লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের মুখে হাসি
এদিকে রাজীব কুমারের পাশাপাশি কুনাল ঘোষকেও আবার ডেকে পাঠানোয় প্রশ্ন উঠেছে। রবিবার কি দুজনকে পাশাপাশি বসিয়ে জেরা করা হবে? রয়েছে সম্ভাবনা। তবে এতে মমতা ও তৃনমূল যে আরও চাপে পড়ে গেল সেটা বলাই যায়।
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড
আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের
আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি
আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা
আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে
আরও পড়ুনঃ নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।