বাঁ হাতে বুক চেপে ধরে, গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি অনুব্রত মণ্ডল

227
বাঁ হাতে বুক চেপে ধরে, গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি অনুব্রত মণ্ডল
বাঁ হাতে বুক চেপে ধরে, গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি অনুব্রত মণ্ডল

বাঁ হাতে বুক চেপে ধরে; গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি অনুব্রত মণ্ডল। গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি হলেন; বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। কেন্দ্রীয় গোয়েন্দা দফতরে চিঠি দিয়ে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করেন; বীরভূমের তৃণমূল নেতা। বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ সিবিআই দফতর নিজাম প্যালেসে পৌঁছন; গরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডল। আধঘণ্টা বসিয়ে রাখার পরে; অনুব্রত মণ্ডলকে জেরা শুরু করে সিবিআই।

আরও পড়ুন; লজ্জায় ডুবল বাংলা, আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন দখল নিল কেন্দ্রীয় বাহিনী

এর আগে গত ৬ এপ্রিল, গরু পাচারকাণ্ডে সিবিআই তলবে সাড়া দিতে; অনুব্রত মণ্ডল রওনা দিয়েছিলেন নিজাম প্যালেসের উদ্দেশে। সেদিন চিনার পার্কের ফ্ল্যাট থেকে নিজাম প্যালেসে সিবিআই দফতরের দিকে যেতে গিয়ে; অবশ্য মাঝপথেই অসুস্থ বোধ করেন তিনি। ভর্তি হয়ে যান, এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। সকাল সকাল সিবিআই দফতরের উদ্দেশে রওনা দিলেও; তাঁর গাড়ি ঢুকে যায় এসএসকেএম হাসপাতালে।তারপর টানা ১৭ দিন ওই হাসপাতালেই; চিকিৎসাধীন ছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। এরপরে, চিকিৎসকদের পরামর্শ মত; চিনার পার্কের ফ্ল্যাটেই বিশ্রামে ছিলেন তিনি।

আরও পড়ুন; মমতার মন্ত্রীর দাপট, আদালতের নির্দেশও মানলেন না রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ

দীর্ঘদিনের টালবাহানার পর শেষ পর্যন্ত আজ বৃহস্পতিবার; সিবিআই-এর মুখোমুখি হলেন অনুব্রত মণ্ডল। এর আগে বহুবার, গরুপাচার কাণ্ডে জেরার জন্য; নিজাম প্যালেসে তলব করা হলেও কেষ্ট সে ডাকে সাড়া দেননি। একাধিকবার সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের কাছে; আইনজীবী মারফৎ লম্বা চিঠি পাঠান রাজ্যের এই প্রভাবশালী তৃণমূল নেতা। তিনি সিবিআই-কে জানান, ২১মের পর তিনি জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত।

আরও পড়ুন; সিবিআই তদন্তে জর্জরিত তৃণমূল নেতা-মন্ত্রীরা, শুভেন্দুকে নবান্নে ডাকল রাজ্য সরকার

তবে নির্দিষ্ট ডেডলাইন শেষ হওয়ার আগেই; বুধবার সিবিআই দফতরে ফের আইনজীবী মারফৎ চিঠি পাঠান অনুব্রত। ২১মে হাজিরার কথা বললেও, অনুব্রত সিবিআইকে জানান যে; বৃহস্পতিবারই আসতে চান নিজাম প্যালেসে। গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদে রাজি হন তিনি। সেই মতো বীরভূমের তৃণমূল নেতাকে; বৃহস্পতিবার সময় দেয় সিবিআই। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার মধ্যে; নিজাম প্যালেসে হাজিরার কথা ছিল। তার অনেক আগেই, সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ; চিনার পার্কের বাড়ি থেকে নিজাম প্যালেসে এসে পৌঁছন তিনি।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন