এবার বাংলায় সাংসদের বাড়ি আরডিএক্স দিয়ে উড়িয়ে দেবার ভয়ঙ্কর হুমকি। প্রায় মাস দুয়েক ধরে ফোনে এই হুমকি দেওয়া চলছে। সাংসদ সহ পরিবারের মানুষদের গুলি করে মেরে দেবার হুমকি তো ছিলই। সম্প্রতি তার সঙ্গে যুক্ত হয়েছে আরডিএক্স দিয়ে বাড়ি উড়িয়ে দেবার হুমকি। প্রথমদিকে গুরুত্ব না দিলেও শেষ পর্যন্ত পুলিশে রিপোর্ট করলেন রাজ্যসভার এই সাংসদ।
আরও পড়ুনঃ ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক
এবার তৃণমূল সাংসদকে খুনের হুমকি। বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি রাজ্যসভার সংসদ শান্তনু সেনকে। সিঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন সাংসদ শান্তনু সেন। তদন্তে নেমেছে সিঁথি থানা পুলিশ। ‘The News বাংলা’-কে সাংসদ শান্তনু সেন জানিয়েছেন, “প্রথমে আমি এই ধরণের কোন ফোনের হুমকিকে গুরুত্বই দিইনি। মাস দুয়েক ধরে এই ফোনের হুমকি চলছে”। পরে দলের তরফ থেকে ও শুভানুধ্যায়ীদের অনুরোধে, রবিবার সিঁথি থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
আরও পড়ুনঃ সেনা মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, ভারতীয় কোম্পানি টাকা ঢালছে পাকিস্তানে
এমনিতেই কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের হত্যাকাণ্ডের পর রাজ্য প্রশাসন যথেষ্ট উদ্বিগ্ন। বিধায়ক খুনের পরই, নবান্নের নির্দেশে সাংসদ, বিধায়ক সহ জনপ্রতিনিধিদের অনেকের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার ব্যাপারে সক্রিয় হয়েছে পুলিশ। জেলা পুলিশ সুপারদের এই বিষয়ে সাংসদ, বিধায়ক ও অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নেতা-সাংসদ-বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের আরও সতর্ক থাকার কথাও কথাও বলা হয়েছে।
আরও পড়ুনঃ কাশ্মীরে আবার জঙ্গি হামলা, বিস্ফোরণে শহিদ আর্মি মেজর
আর সেই সময়েই শহর কলকাতার বাসিন্দা এক সাংসদকে খুন ও আরডিএক্স দিয়ে বাড়ি উড়িয়ে দেবার হুমকির ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ। সাংসদের কাছ থেকে লিখিত অভিযোগ পাবার পরই সাংসদের ফোনে আসা সমস্ত হুমকি ফোন নাম্বার ট্রাক করতে শুরু করেছে সাইবার গোয়েন্দারা। কে বা কারা সাংসদকে ফোনে হুমকি দিচ্ছে তা খুঁজে বের করবে লালবাজারের সাইবার ক্রাইম দফতর।
আরও পড়ুনঃ কাশ্মীরে পাক হামলার পর কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি জামাত জঙ্গি
বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের পর নবান্নের নির্দেশে জেলায় জেলায় এসপিরা জনপ্রতিনিধিদের সঙ্গে নিরাপত্তার বিষয়ে বৈঠক করেছেন। অপরিচিত লোকজনের সঙ্গে মুখোমুখি সাক্ষাতের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। ভিড়ে ঠাসা কোনও জায়গায় যাওয়ার ক্ষেত্রে এই সাবধানতা বেশি করে অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে তাঁদের। কয়েকটি জেলায় জনপ্রতিনিধি বিশেষে নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানোও ঘটেছে।
আরও পড়ুনঃ কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় শহিদদের মধ্যে বাংলার ২জন সেনা জওয়ান
তারপর এই ঘটনায় নড়েচড়ে বসেছে রাজ্য পুলিশ। এর পিছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। দোষীদের খুঁজে বের করে আইনের হাতে তুলে দেওয়া হবে বলেই পুলিশের তরফে জানান হয়েছে। সাংসদ হিসাবে তিনি একটা নিরাপত্তা পান। ডক্টর শান্তনু সেন রাজ্যসভার সাংসদের পাশাপাশি কলকাতা পুরসভার কাউন্সিলার ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এর জাতীয় সভাপতিও। এইরকম হেভিওয়েট এক নেতার লিখিত অভিযোগে নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন।
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।