চোখ রাখুন বাংলায় কবে প্রকাশ পাবে নতুন ভোটার তালিকা

630
চোখ রাখুন বাংলায় কবে প্রকাশ পাবে নতুন ভোটার তালিকা/The News বাংলা
চোখ রাখুন বাংলায় কবে প্রকাশ পাবে নতুন ভোটার তালিকা/The News বাংলা

The News বাংলা, কলকাতাঃ সব ঠিকঠাক চললে বাংলায় আগামী ১৪ই জানুয়ারী প্রকাশ পাচ্ছে নতুন ভোটার তালিকা। এর আগে ৪ জানুয়ারী প্রকাশ পাবার কথা ছিল ভোটার তালিকা। এই ডেটলাইনে প্রকাশ করা যাচ্ছে না ভোটার তালিকা, জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ৪ জানুয়ারির বদলে ১৪ জানুয়ারি প্রকাশ পাবে সেই তালিকা।

আরও পড়ুন: ভূমিকম্পে তাসের ঘরের মত ভেঙে পড়বে সল্টলেক নিউটাউনের বাড়িঘর

নাম তোলার সময় ন্যাশনাল ভোটার্স সার্ভিসেস পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদনের পর প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করা হয়। তারপর তা খতিয়ে দেখে আবেদন গ্রহণের বিষয়টিতে সিদ্ধান্ত নেওয়া হয়। জমা পড়া সংশ্লিষ্ট ফর্ম খতিয়ে দেখে এরোনেট (ERONET) সিস্টেমের মাধ্যমে অনলাইনে ডাউনলোড করেন অফিসাররা।

আরও পড়ুন: হাজার হাজার রুটি নষ্ট করে কৃষক আন্দোলনে ইতিহাস বাংলার বামেদের

চোখ রাখুন বাংলায় কবে প্রকাশ পাবে নতুন ভোটার তালিকা/The News বাংলা
চোখ রাখুন বাংলায় কবে প্রকাশ পাবে নতুন ভোটার তালিকা/The News বাংলা

ফলে দিল্লিতে বসেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কর্তারা দেখতে পেরেছেন ভোটার তালিকা সংশোধনের কাজ। অনলাইনে আবেদনের এই পদ্ধতি জনপ্রিয় হয়েছে অনেকটাই। কমিশন সূত্রে খবর, প্রচুর আবেদন জমা পড়ে অনলাইনে। এরোনেট (ERONET) সিস্টেমের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি করতে যাওয়ায় স্লো হয়ে যায়।

আরও পড়ুন: ভিড়ে ঠাসা কলকাতা মেট্রোতে আগুন ও ধোঁয়া, অসুস্থ বহু

অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে ডিসেম্বরে নির্বাচন কমিশনকে পরিবর্তন করতে হয় সার্ভার। যার জেরে সময়ে ভোটার তালিকা প্রকাশ করতে বেগ পেতে হচ্ছে রাজ্যকে। তবে শুধুমাত্র ERONET এর জেরে তৈরি হওয়া সমস্যাই নয়। নির্বাচন কমিশনের একটি সূত্র জানাচ্ছে, পশ্চিমবঙ্গে নাম তোলার ক্ষেত্রে ১৫ দিন অতিরিক্ত সময় দেওয়াটাও একটা কারণ প্রধান কারণ।

চোখ রাখুন বাংলায় কবে প্রকাশ পাবে নতুন ভোটার তালিকা/The News বাংলা
চোখ রাখুন বাংলায় কবে প্রকাশ পাবে নতুন ভোটার তালিকা/The News বাংলা

আরও পড়ুনঃ EXCLUSIVE: ৫৫ নম্বরের পরীক্ষায় পরীক্ষার্থীকে ৫৯ দিয়ে এসএসসি-র নতুন কীর্তি

প্রথমে ভোটার লিস্টে নাম তোলার আবেদন গ্রহণের শেষ তারিখ ছিল ৩১ অক্টোবর। ফলে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে দুমাসেরও কিছু বেশি সময় পেতেন কমিশনের অফিসাররা। পরে ডেটলাইন বাড়িয়ে করা হয় ১৫ নভেম্বর। যার জেরে চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে সময়ও পাওয়া গেছে কম। এটাও একটা অন্যতম কারণ।

আরও পড়ুন: EXCLUSIVE: ভোটের আগে বাংলার বিখ্যাত সাংবাদমাধ্যমের সঙ্গে ‘সরকারি’ সন্ধি মমতার

এদিকে এই সময়ের মধ্যেই বের করতে হবে চূড়ান্ত তালিকা। তাই এই তাড়াহুড়োতে আবার ভোটার লিস্টে কিছু গণ্ডগোল না হয়, আশঙ্কায় রাজনৈতিক বিশেষঙ্গরা। এখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবার পরই বোঝা যাবে আসল তথ্যটা।

আরও পড়ুন: বিশ্বজুড়ে ভূমিকম্পের বেশ কিছু অজানা কাহিনী

২০১৯ এর এপ্রিল-মে মাসেই লোকসভা ভোট হবে বলে মনে করা হচ্ছে। তার অনেক আগেই চূড়ান্ত লিস্ট বের করতে হবে। তারপর বিভিন্ন কেন্দ্রে ভোটার অনুযায়ী বিভিন্ন ব্যবস্থা নিতে হবে নির্বাচন কমিশন কমিশনকে। তাই সেই সময়ের আর দেরি নেই বলেই মনে করা হচ্ছে। আর এই কারণেই বাংলায় চূড়ান্ত তালিকা তৈরি করতে দেরি হল বলেই মনে করা হচ্ছে।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন