The News বাংলা, কলকাতা: না দেশ না রাজ্য কোথাও কোন প্রশ্ন করা যাবে না। দেশে গরু, রথ, রামমন্দির বা রাজ্যে পুজোর নামে আর উন্নয়নের নামে পাড়ার ক্লাবে টাকা বিতরণ, এই নিয়েই ব্যস্ত থাকতে হবে। ভারতবাসী তথা বাঙালি ব্যস্ত আছেও। তার মাঝেই ‘পেঁয়াজের এলাকা’ নামে পরিচিত নাসিকে পেঁয়াজের দাম না পেয়ে আত্মহত্যা করছেন একের পর এক চাষি। আর সেই পেঁয়াজই ২৫ টাকা কেজিতে কিনছে বাংলার মানুষ। কিন্তু কারোর কোন প্রশ্ন নেই!!
আবেগ দিয়ে কতদিন প্রশ্ন না করে থাকা যাবে? কেউ কোন অপ্রিয় প্রশ্ন করবে না? কিছু জানতে চাইবে না? রথ চলবে কি চলবে না, গরু মারা হল কি হল না, রামমন্দির হবে কি হবে না আর বাকি রইল অযথা আবেগ, ক্লাবে ক্লাবে টাকা বিতরণ, সম্প্রতি রথ যাত্রা এইসব নিয়েই ভুলে থাকুন।
আরও পড়ুনঃ জনগণকে ‘গাধা’ বানিয়ে ‘শিক্ষাগুরু নেহেরু’র যোগ্য ছাত্র সব রাজনীতিবিদ
আর তার মাঝেই কাজে না লাগলেও আসল সত্যটাও জেনে নিন। নাসিকে পেঁয়াজের দাম নেই। এবার শুরু থেকেই কেজিতে ১ টাকার বেশি পাচ্ছিলেন না নাসিকের পেঁয়াজ চাষীরা। একজন কৃষক প্রায় ৭৫০ কেজি পেঁয়াজ বিক্রি করে যে নামমাত্র ১০০০ টাকা মতন পেয়েছিলেন, ক্ষোভে ব্যঙ্গ করতে সেই টাকাটাই কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
আচ্ছে দিনে নাসিকের পেঁয়াজ চাষীদের মাথায় হাত। প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা যাবে না, অধিক ফলন হয়ে চাহিদা থাকা সত্বেও, মাঠের চাষিরা দাম পাচ্ছেন না কেন? দেশের বাইরেও পেঁয়াজ রপ্তানি করা হচ্ছে। তবু, দাম নেই নাসিকে! আত্মহত্যা করতে হচ্ছে চাষিদের!! কেন?? অপ্রিয় প্রশ্ন করা যাবে না। করলেই তুমি দেশদ্রোহী। পেঁয়াজ ছাড়ুন মশাই, রথে চরুন।
আরও পড়ুন: সাধারণ মানুষের জীবনের দাম এখন কুকুর ছাগলের চেয়েও কম
এখন আর কেজিতে ১ টাকাও পাচ্ছেন না নাসিকের পেঁয়াজ চাষিরা! সোমবার কেজিতে ৫ পয়সা দাম পেয়েছেন নাসিকের পেঁয়াজ চাষিরা। ইতিমধ্যেই বেশ কয়েকজন চাষি আত্মহত্যা করেছেন। রবিবার আরও ২ জন চাষি আত্মহত্যা করলেন। তাতে কারোর কিছু এসে যায় নি, যাবেও না। আমি, আপনি, গোটা ভারত ব্যস্ত ৫ রাজ্যের ভোটের ফলাফল জানতে। মোদী না রাহুল, কে জিতবে? কটা পেঁয়াজ চাষি মারা গেলে কি এসে গেল!!
অদ্ভুত ব্যপার এটাই, সেই নাসিকের পেঁয়াজ যার কেজিতে ৫০ পয়সাও দাম নেই, সেই পেঁয়াজ বাংলায় এসে দাম হয়ে গেল ২২ থেকে ২৫ টাকা প্রতি কেজি! কেন এই অবস্থা!? না প্রশ্ন তোলা যাবে না। কলকাতা সহ রাজ্যের সব বাজারেই পেঁয়াজ বিক্রি হচ্ছে গড়পড়তা ২০ থেকে ২৫ টাকা কেজিতে। আর সেটাও সেই নাসিকেরই পেঁয়াজ। যেখানে রবিবারও দাম না পেয়ে ২ জন চাষি আত্মহত্যা করলেন!!
তাতে কি এসে গেল? আমরা ব্যস্ত রথের লড়াই দেখতে। মোদী বনাম মমতা। রথ চলবে কি চলবে না? কলকাতা হাইকোর্ট জরুরিকালিন ভিত্তিতে কি রায় দিল? রথময় বাংলা। তার মাঝে কোথাকার পেঁয়াজ!! ছাড়ুন তো মশাই। নাসিকের ৫০ পয়সা কেজির পেঁয়াজ বাংলায় কেন ২৫ টাকা কেজি, সেই প্রশ্ন করে কি হবে!!
রাস্তায় ফেলে নষ্ট করা, জমিতেই পড়ে পড়ে নষ্ট হওয়া নাসিকের পেঁয়াজ কেন ২৫ টাকায় কিনতে হবে? প্রশ্ন করার কি দরকার। তার চেয়ে জোর গলায় বলুন, ‘মন্দির ওখানেই হবে’, অয্যোধ্যায় বা দিঘাতে!! তারপর চলুন, দুটো সেলফি তুলি দেড় কোটির রথের সঙ্গে।