দলের নেতা খু’নের মামলা সিবিআই হাতে; ঘুম উড়ল তৃণমূল নেতা মন্ত্রীর। ২০১১ সালের ৬মে খু’ন হন; বালির তৃণমূল নেতা তপন দত্ত। খু’নের অভিযোগ ওঠে; তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। এই হ’ত্যার ঘটনায় সিবিআই তদন্তের আবেদন জানিয়ে; কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত। বৃহস্পতিবার শুনানিতে সিবিআই তদন্তের বিরোধিতা করেন; মামলার অন্যতম অভিযুক্ত ষষ্ঠী গায়েনের আইনজীবী। বিচারপতি রাজশেখর মান্থা; সিবিআই তদন্তের নির্দেশ দেন।
বালির পরিবেশবিদ তথা তৃণমূল নেতা তপন দত্ত হ’ত্যা মামলায়; সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য় সিআইডিকে সমস্ত নথি; কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। বিচারপক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর, এই মামলায়; সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যা গোটা দেশের মধ্যে নজিরবিহীন।
তপন দত্ত হ’ত্যা মামলায়; দুটি চার্জশিট দেওয়া হয়। প্রথমটিতে মন্ত্রী অরূপ রায়ের নাম ছিল; তবে দ্বিতীয় চার্জশিটে মন্ত্রীর নাম, উধাও হয়ে গিয়েছিল। বিষয়টি নজর এড়াননি বিচারপতি মান্থার। তপন দত্ত খুনের মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে, সন্দেহ প্রকাশ করে বিচারপতি রাজশেখর মান্থা বলেন; “এতো ঠাকুর ঘরে কে; আমি তো কলা খাইনির মতো ঘটনা”।
আরও পড়ুন; “একশো দিনের কাজের টাকার হিসাবই দেয়নি বাংলা, ৩২৭ লাখ টাকার পেমেন্ট হয়নি”
শুনানিতে প্রতিমা দত্তের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন; “তদন্ত নিরপেক্ষ হচ্ছে না; বলে মন্তব্য করেছেন নিম্ন আদালতের বিচারক। ষষ্ঠী গায়েন অন্যায় না করলে; তাঁর আইনজীবী সিবিআই তদন্তে আপত্তি করছেন কেন”? এরপর রাজ্য সরকারের তরফে বলা হয়; “তদন্তে খামতি নেই; এখন সিবিআই তদন্তেরও কোন প্রয়োজনীয়তা নেই। তদন্ত ত্রুটিপূর্ণ হলে, আদালত আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিত”।
কিন্তু চার্জশিটের গরমিল দেখেই; হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন। হাওড়ায় জলাশয় বোজানো নিয়ে; আন্দোলন শুরু করেছিলেন তৃণমূল নেতা তপন দত্ত। “নিজের নেতাদের হাতেই খুন হবার পরে; তৃণমূলের কেউ খোঁজ নিতে আসেননি”; বৃহস্পতিবার এমন অভিযোগ করেন তপন দত্তের মেয়ে প্রিয়াঙ্কা দত্ত। “বাবার মৃত্যুর দায়ে, তৃণমূল নেতা-মন্ত্রী অরূপ দত্তের শাস্তি চাই”; একযোগে দাবি তুলেছেন মৃত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত ও মেয়ে প্রিয়াঙ্কা দত্ত। এই নিয়ে এখনও মুখ খোলেনি তৃণমূল নেতৃত্ব।