The News বাংলা, কলকাতাঃ সবার চোখের সামনেই পড়ে আছেন তিনি। অসহায় এক বৃদ্ধা। মাথায় ঘা। মাছিতে ভনভন করছে। দেখেও দেখল না কলকাতার আমানবিক মানুষরা।
হেস্টিংস ক্রসিং থেকে টার্ফ ভিউ রাস্তার মধ্যেই রাস্তায় পরে এক অসহায় মহিলা। অসুস্থ, নড়াচড়া করতেও পারছেন না। মাছিতে ছেয়ে গেছে গোটা শরীর। মাথায় বড় ক্ষত। আর সেখানেই বাসা বেঁধেছে অসংখ্য পোকা। কতদিন পড়ে আছেন তিনি কেউ জানে না। কারোর দেখার সময় কোথায়?

পুলিশ, প্রশাসন, পুরসভা না কোথাও কেউ এখনও পর্যন্ত কেউ জানিয়েছেন কিনা কেউ জানে না। কারন মহিলা পড়ে আছেন ওইভাবেই। পাশ দিয়ে চলে যাচ্ছেন সবাই। একটু দাঁড়িয়ে দেখার কেউ নেই। কি হল তিলত্তমার মানুষদের!!
মানুষের আপদে বিপদে এগিয়ে আসা শহর কলকাতা কি পাল্টে গেছে? একজন মহিলা রাস্তায় পড়ে আছেন দেখেও কারোর একটু মায়া দয়া হল না এতদিন ধরে ?
আরও পড়ুনঃ নিউটাউনে আইনজীবী হত্যায় সন্দেহের তীর স্ত্রীর দিকেই
তবে শেষ পর্যন্ত, রাস্তায় পড়ে থাকা ওই মহিলাকে হাসপাতালে পাঠাতে উদ্যোগী হলেন কলকাতার এক সহ নাগরিক। শনিবার সকালে শাল্মলি বাসু ওই রাস্তায় যাবার সময় মহিলাকে পড়ে থাকতে দেখে স্থানীয় ট্রাফিক গার্ড ও একজন পুলিশ অফিসারকে বিষয়টা জানান। তাতে কাজ না হওয়ায় শাল্মলি বাসু হেস্টিংস থানায় গিয়ে বিষয়টা জানান।
আরও পড়ুনঃ মমতা দাওয়াই, থুতু-পিক ফেললেই ১০০ গুন বেশি জরিমানা

তবে থানায় জানিয়েও শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও রাস্তাতেই পড়ে আছেন ওই বৃদ্ধা। বিরক্ত হয়ে ফেসবুকে পোস্ট করেন শাল্মলি বাসু। তবে এখনও টনক নড়ে নি পুলিশ প্রশাসনের। কখন এই অসুস্থ বৃদ্ধাকে কেউ হাসপাতালে নিয়ে যায় সেটাই দেখার। শাল্মলি বাসুর ফেসবুক পোস্ট দেখে অনেক বেসরকারি সংস্থা ওই মহিলাকে হাসপাতালে পৌঁছে দেবার ইচ্ছা প্রকাশ করেছেন।
আরও পড়ুনঃ ‘বেআইনি মদের টাকা যায় মমতার ভাইপো অভিষেকের বাড়িতে’ কৈলাশ বিজয়বর্গীয়
এর মধ্যেই ঘটনাস্থলের কাছে বেসরকারি মেডিকা হাসপাতালের একটি আম্বুলেন্স দেখতে পেয়ে তার মধ্যে থাকা আধিকারিকদের অনুরোধ করেন এই ভদ্রমহিলা। তবে ‘রাস্তায় দুর্ঘটনা নয় বৃদ্ধা ফুটপাথে পরে আছে’, বলে এড়িয়ে যায় মেডিকা হাসপাতালের আম্বুলেন্সটি।
আর এইভাবেই কলকাতার আমানবিক মুখ দেখা গেল। তবে কলকাতার সেই আমানবিক মুখের মাঝেই উজ্জ্বল মানবিক মুখ শাল্মলি বাসু। যিনি নিজের যতটা সম্ভব চেষ্টা করেছেন, অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়ার।