দলের নেতা খু’নের মামলা সিবিআই হাতে, ঘুম উড়ল তৃণমূল নেতা মন্ত্রীর

311
দলের নেতা খু'নের মামলা সিবিআই হাতে, ঘুম উড়ল তৃণমূল নেতা মন্ত্রীর
দলের নেতা খু'নের মামলা সিবিআই হাতে, ঘুম উড়ল তৃণমূল নেতা মন্ত্রীর

দলের নেতা খু’নের মামলা সিবিআই হাতে; ঘুম উড়ল তৃণমূল নেতা মন্ত্রীর। ২০১১ সালের ৬মে খু’ন হন; বালির তৃণমূল নেতা তপন দত্ত। খু’নের অভিযোগ ওঠে; তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। এই হ’ত্যার ঘটনায় সিবিআই তদন্তের আবেদন জানিয়ে; কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত। বৃহস্পতিবার শুনানিতে সিবিআই তদন্তের বিরোধিতা করেন; মামলার অন্যতম অভিযুক্ত ষষ্ঠী গায়েনের আইনজীবী। বিচারপতি রাজশেখর মান্থা; সিবিআই তদন্তের নির্দেশ দেন।

বালির পরিবেশবিদ তথা তৃণমূল নেতা তপন দত্ত হ’ত্যা মামলায়; সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য় সিআইডিকে সমস্ত নথি; কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। বিচারপক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর, এই মামলায়; সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যা গোটা দেশের মধ্যে নজিরবিহীন।

তপন দত্ত হ’ত্যা মামলায়; দুটি চার্জশিট দেওয়া হয়। প্রথমটিতে মন্ত্রী অরূপ রায়ের নাম ছিল; তবে দ্বিতীয় চার্জশিটে মন্ত্রীর নাম, উধাও হয়ে গিয়েছিল। বিষয়টি নজর এড়াননি বিচারপতি মান্থার। তপন দত্ত খুনের মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে, সন্দেহ প্রকাশ করে বিচারপতি রাজশেখর মান্থা বলেন; “এতো ঠাকুর ঘরে কে; আমি তো কলা খাইনির মতো ঘটনা”।

আরও পড়ুন; “একশো দিনের কাজের টাকার হিসাবই দেয়নি বাংলা, ৩২৭ লাখ টাকার পেমেন্ট হয়নি”

শুনানিতে প্রতিমা দত্তের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন; “তদন্ত নিরপেক্ষ হচ্ছে না; বলে মন্তব্য করেছেন নিম্ন আদালতের বিচারক। ষষ্ঠী গায়েন অন্যায় না করলে; তাঁর আইনজীবী সিবিআই তদন্তে আপত্তি করছেন কেন”? এরপর রাজ্য সরকারের তরফে বলা হয়; “তদন্তে খামতি নেই; এখন সিবিআই তদন্তেরও কোন প্রয়োজনীয়তা নেই। তদন্ত ত্রুটিপূর্ণ হলে, আদালত আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিত”।

কিন্তু চার্জশিটের গরমিল দেখেই; হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন। হাওড়ায় জলাশয় বোজানো নিয়ে; আন্দোলন শুরু করেছিলেন তৃণমূল নেতা তপন দত্ত। “নিজের নেতাদের হাতেই খুন হবার পরে; তৃণমূলের কেউ খোঁজ নিতে আসেননি”; বৃহস্পতিবার এমন অভিযোগ করেন তপন দত্তের মেয়ে প্রিয়াঙ্কা দত্ত। “বাবার মৃত্যুর দায়ে, তৃণমূল নেতা-মন্ত্রী অরূপ দত্তের শাস্তি চাই”; একযোগে দাবি তুলেছেন মৃত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত ও মেয়ে প্রিয়াঙ্কা দত্ত। এই নিয়ে এখনও মুখ খোলেনি তৃণমূল নেতৃত্ব।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন