বেকার যুবকদের মুখে হাসি ফুটিয়ে বাংলায় তৈরি হচ্ছে ১০ লক্ষ চাকরি

598
বেকার যুবকদের মুখে হাসি ফুটিয়ে বাংলায় তৈরি হচ্ছে ১০ লক্ষ চাকরি/The News বাংলা
বেকার যুবকদের মুখে হাসি ফুটিয়ে বাংলায় তৈরি হচ্ছে ১০ লক্ষ চাকরি/The News বাংলা

বেকার যুবকদের মুখে হাসি ফুটিয়ে বাংলায় তৈরি হচ্ছে ১০ লক্ষ চাকরি, শুক্রবার শিল্প সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে এমন কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বেঙ্গল বিজনেস সামিটে যে পরিমাণ বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে সেটা দেখেই এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা। “আর কত লোক হাসাবেন?”, মমতার ঘোষণা শুনে এমন মন্তব্যই করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুনঃ সার্কিট বেঞ্চ উদ্বোধন করে দিয়ে মমতার ‘বাড়া ভাতে’ ছাই দিলেন মোদী

দুদিনের এই পঞ্চম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শেষ হল শুক্রবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, “এই সম্মেলনের সাফল্য অতুলনীয়। এবছরের বিনিয়োগ প্রস্তাব ছাপিয়ে গিয়েছে গত বছরের রেকর্ডকেও”। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, বাংলায় তৈরি হচ্ছে ৮ থেকে ১০ লক্ষ চাকরি।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

বেকার যুবকদের মুখে হাসি ফুটিয়ে বাংলায় তৈরি হচ্ছে ১০ লক্ষ চাকরি/The News বাংলা
বেকার যুবকদের মুখে হাসি ফুটিয়ে বাংলায় তৈরি হচ্ছে ১০ লক্ষ চাকরি/The News বাংলা

বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের সাফল্য অতুলনীয়। ভারতের আর কোনও রাজ্য এমন অনুষ্ঠানের আয়োজন করতে পারেনি। শুক্রবার শিল্প সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর এখনও পর্যন্ত প্রায় তিন লক্ষ কোটি টাকার কাছাকাছি বিনিয়োগের প্রস্তাব এসেছে। যা ছাপিয়ে গিয়েছে গত বছরের রেকর্ডকেও।

আরও পড়ুনঃ কেন্দ্রে ক্ষমতায় এলে তিন তালাক বিরোধী আইন বাতিল করে দেবে কংগ্রেস

২০১৮ সালের শিল্প সম্মেলনে বিনিয়োগের প্রস্তাব এসেছিল ২ লক্ষ ১৯ হাজার ১৯৫ কোটি টাকার। এবছরের শিল্প সম্মেলনে এখনও পর্যন্ত বিনিয়োগের প্রস্তাব এসেছে ২ লক্ষ ৮৪ হাজার ২৮৮ কোটি টাকার। এখনও পর্যন্ত মউ স্বাক্ষর হয়েছে ৮৬টি।

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার

প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের বলেন, “বাংলায় শিল্পস্থাপনের অনুকূল সব পরিবেশই আছে। দেশে মধ্যে বাংলাই বিনিয়োগের সেরা ঠিকানা। আপানারা বাংলায় আসুন। শিল্প স্থাপন করুন”। শেষ দিনে শিল্পপতিদের কাছে এমন আবেদনই করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি

মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি/The News বাংলা
মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি/The News বাংলা

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, “বাংলায় আমরা স্ট্রাইক, ধর্মঘট করি না। এখানকার শ্রমিকরা আমাদের সম্পদ। আগামী দিনে বাংলাই ভারতকে পথ দেখাবে”। বিনিয়োগের পরিমাণ দেখে শুক্রবার যথেষ্টই খুশি দেখাচ্ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের

এবারের শিল্প সম্মেলনে এখনও পর্যন্ত ২ লক্ষ ৮৪ হাজার ২৮৮ কোটি টাকা টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এর ফলে রাজ্যে আট থেকে দশ লক্ষ নতুন কর্মসংস্থান হবে বলেই মনে করছে রাজ্য সরকার। চামড়া শিল্পে কাজ পাবেন আরও অন্তত দুলক্ষ মানুষ।

আরও পড়ুনঃ রাজীব কুমারের কাছে কি আছে যা বিপদে ফেলতে পারে মমতাকে

শিল্প সম্মেলনের মঞ্চে এবছর এখনও পর্যন্ত ৮৬টি মউ স্বাক্ষর হয়েছে, সেটা আরও বাড়বে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, “আগামী দিনে বাংলাই বিনিয়োগকারীদের প্রধান গন্তব্য হবে। তিনি জানান, সিলিকন ভ্যালির জন্য আরও একশো একর জমি বরাদ্দ করা হয়েছে। সেই জমিতে ইতিমধ্যেই শিল্পস্থাপনের প্রস্তাব দিয়েছে বিভিন্ন সংস্থা”।

আরও পড়ুনঃ উড়ালপুল দিয়ে নতুন রাস্তা খুলে সুখবর আনলেন মুখ্যমন্ত্রী মমতা

সব মিলিয়ে লোকসভা ভোটের আগে বিপুল চাকরির ঘোষণা করে বড় তাস খেললেন মমতা। আর এটাকেই আক্রমণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। “সবটাই ভাঁওতা, হাস্যকর”, জানাচ্ছেন তিনি। তবে তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলা হয়েছে, “মমতার উন্নয়নই কথা বলছে”।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন