The News বাংলাঃ তাঁর কম বয়সে বিয়ে করা নিয়ে একসময় তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। ‘হট’ নিকোল কিডম্যান কেন এত তাড়াতাড়ি বিয়ে করছেন প্রশ্ন তুলেছিলেন অনেক পুরুষ। সেই নিকোল কিডম্যান বললেন, হলিউডে যৌন হেনস্তা থেকে বাঁচতেই সাত তাড়াতাড়ি বিয়ে করেছিলেন হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা টম ক্রুজকে।

অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান বলেছেন, হলিউডে যৌন হেনস্তা থেকে সুরক্ষা পেতেই বিখ্যাত তারকা টম ক্রুজকে বিয়ে করেছিলেন। নিকোলের যখন ২২ বয়স বয়স, তখন ক্রুজকে বিয়ে করেছিলেন তিনি।
আরও পড়ুনঃ বউয়ের জন্য সিঁদুর পরে হিন্দু প্রথা ভাঙলেন রণবীর সিং
সম্প্রতি নিউইয়র্ক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে অতীতের কথা বলতে গিয়ে ওই মন্তব্য করেন নিকোল কিডম্যান। বলেন, তিনি এখন উপলব্ধি করছেন যে, ওই সময় তাঁর সুপারস্টার স্বামী থাকায় হলিউডের অন্ধকার দিক থেকে সুরক্ষা পেয়েছিলেন তিনি।

অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান বলেছেন, টম ক্রুজের স্ত্রী হওয়ায় তিনি বিশেষ ধরনের সুরক্ষা পেয়েছিলেন, আর তা যৌন হয়রানি করতে অন্যদের নিরুৎসাহিত করেছিল। ‘খুব অল্প বয়সে বিয়ে করি, কিন্তু এটা নিশ্চিত যে ক্ষমতার জন্য তা করিনি, এটা ছিল সুরক্ষা’, কিডম্যানের ব্যাখ্যা।
আরও পড়ুনঃ বয়সে এক যুগের ফারাকে বিয়ের পিঁড়িতে মালাইকা অর্জুন
‘ভালোবাসার জন্য বিয়ে করেছি, কিন্তু খুব ক্ষমতাবান একজনের সঙ্গে বিয়ে যৌন হয়রানি থেকে রক্ষা করেছিল। আমি কাজ করতে চেয়েছি, কিন্তু তখনও খুব গোটানো স্বভাবের ছিলাম’, বলেন কিডম্যান।

১৯৯০ সালে মেগাতারকা টম ক্রুজকে বিয়ে করেন নিকোল কিডম্যান। ২০০১ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। ২০০৬ সালে তিনি ফের বিয়ে করেন কিথ আরবানকে। ৫১ বছর বয়সী নিকোল কিডম্যানকে তাঁর প্রাক্তন স্বামী টম ক্রুজকে নিয়ে সচরাচর কথা বলতে দেখা যায় না।
আরও পড়ুনঃ দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?
টম ক্রুজ ও নিকোল কিডম্যান দম্পতির দুই সন্তান আছে। তাঁরা হলেন কোন্নোর ক্রুজ ও ইসাবেলা জেইন ক্রুজ। বর্তমান স্বামী কিথ আরবানের ঘরেও তাঁর দুই সন্তান আছে, সানডে রোজ কিডম্যান আরবান ও ফেইথ মার্গারেট কিডম্যান আরবান।

নব্বইয়ের দশকে টম ক্রুজের সাথে যখন অভিনেত্রী নিকল কিডম্যানের স্বামী-স্ত্রীর সম্পর্ক ছিল, তখন ইসাবেলাকে দত্তক নিয়েছিলেন তারা। আর নিজের পালিত সেই মেয়ে ইসাবেলা ক্রুজের গোপন বিয়েতে আমন্ত্রণই পাননি হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। ইসাবেলা ও তাঁর স্বামী ম্যাক্সই চাইনি যে তাদের এই গোপন বিয়েতে কজন কাছের বন্ধু-বান্ধব ছাড়া আর কেউ উপস্থিত থাকুক।