মাঝ রাস্তায় গ্রেফতার, সুকান্ত মজুমদারকে হাওড়া যেতে দিল না; মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। সুকান্ত মজুমদারকে হাওড়া যাবার পথে; নবান্নের টোল প্লাজায় আটকে লালবাজারে নিয়ে আসে; কলকাতা পুলিশ। দ্বিতীয় হুগলি সেতু থেকেই গ্রেফতার; বিজেপির রাজ্য সভাপতি। “উ’স্কানি পলিটিক্স, ওদিকে শূন্য পাওয়া একাংশের চক্রান্ত; সবই ব্যর্থ হব”; ট্যুইট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষের।
পুলিশি বাধা উপেক্ষা করে, রাস্তায় বেরনোর অভিযোগে; গ্রেফতার করা হল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। শনিবার অশান্ত হাওড়ার পরিস্থিতি; দেখতে যাচ্ছিলেন তিনি। সেখানে যেতে তাঁকে আগেও বাধা দেওয়া হয়েছিল; কলকাতা পুলিশের তরফে। তাঁকে সকালের দিকে; বাড়িতেই কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছিল। কিন্তু সমস্ত নিষেধাজ্ঞা উড়িয়ে হাওড়ার পথে যেতে গেলেই; দ্বিতীয় হুগলি সেতুর উপর টোল প্লাজার কাছে তাঁকে পুলিশ গ্রেফতার করে।
আরও পড়ুনঃ ‘অশান্তি আটকাতে সম্পূর্ণ ব্যর্থ’, হাওড়ার পুলিশে বদল করে স্বীকার করে নিল নবান্ন
নবীকে নিয়ে বিজেপি নেত্রীর, বিতর্কিত মন্তব্যের জেরে; শনিবারও উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া। উলুবেড়িয়ার মনসাতলায় অগ্নিদগ্ধ বিজেপি কার্যালয় পরিদর্শনে যান; বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তবে পথেই আটকানো হয় আরেক বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে; তবে সেসব বাধা পেরিয়ে পাঁচলায় পৌঁছে যান প্রিয়াঙ্কা। পুলিশি নিরাপত্তার জেরে নিউটাউনের বাড়ি থেকে; প্রথমে বেরতেই পারেননি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে পরে তিনি জোর করেই; বেরিয়ে বিদ্যাসাগর সেতু পর্যন্ত পৌঁছন। আর সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনঃ সংখ্যা’লঘু তা’ণ্ডবে জ্বলছে পাঁচলা, বেছে বেছে বাড়িতে আগুন-ভা’ঙচুর-বো’মাবাজি
পুলিশ প্রিজন ভ্যানে তুলে বিজেপি রাজ্য সভাপতিকে; নিয়ে আসা হল লালবাজারে। এদিকে, হাওড়ার পরিস্থিতি আরও উত্তপ্ত হতে থাকায়; জরুরি বৈঠকে বসেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব। সূত্রের খবর, নবান্নে এই বৈঠকে ছিলেন; মুখ্যসচিব, এডিজি আইনশৃঙ্খলা। এরপরেই হাওড়ায় পরপর তিনদিন অশান্তির জেরে; সরিয়ে দেওয়া হল হাওড়া সিটি পুলিশের কমিশনার সি সুধাকরকে। তাঁকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি পদে আনা হল। হাওড়া সিটি পুলিশের নতুন পুলিশ কমিশনার হলেন; প্রবীণ কুমার ত্রিপাঠী।
এমনকি সরিয়ে দেওয়া হল; হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কেও। কলকাতা পুলিশের সাউথ ওয়েস্টের; ডেপুটি কমিশনার হচ্ছেন সৌম্য রায়। হাওড়া গ্রামীণের নতুন পুলিশ সুপার হচ্ছেন; স্বাতী ভাঙ্গারিয়া।