বিজেপিতে যোগ দিলেন বেদের মেয়ে জোসনা

544
বিজেপিতে যোগ দিলেন বেদের মেয়ে জ্যোৎস্না/The News বাংলা
বিজেপিতে যোগ দিলেন বেদের মেয়ে জ্যোৎস্না/The News বাংলা

বিজেপিতে যোগ দিলেন; আরও এক অভিনেত্রী। আটের দশকের শেষে জনপ্রিয় সিনেমা; ‘বেদের মেয়ে জোসনা’-র অঞ্জু ঘোষের হাতে; পদ্ম পতাকা তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন; “পার্টির তরফ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি; রাজনীতিতে এসে উনি সফল হবেন”।

বিজেপিতে যোগ দিলেন; বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী মঞ্জু ঘোষ। বুধবার রাজ্য বিজেপির দপ্তরে তার হাতে দলীয় পতাকা তুলে দিলেন; রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে ‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত এই বাংলাদেশী অভিনেত্রী; ভারতের রাজনৈতিক দলে কীভাবে যোগ দিতে পারেন; তা নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ মমতা নিজেই নিজের কবর খুঁড়ছেন, বিষ্ফোরক মন্তব্য অপর্ণা সেনের

‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত অভিনেত্রী অঞ্জু ঘোষ; বুধবার বিজেপির রাজ্য দফতরে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে যোগ দেন বিজেপিতে। দিলীপ ঘোষ জানিয়েছেন, বহু মানুষই এখন বিজেপিতে যোগ দিতে চাইছেন। তেমন ভাবেই বিজেপিতে যোগ দিলেন; অভিনেত্রী অঞ্জু ঘোষ।

আরও পড়ুনঃ ভোটে খারাপ ফল, সিপিএম রাজ্য সম্পাদকের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত সূর্যকান্ত মিশ্রের

১৯৮৯ সালে বাংলাদেশে মুক্তি পেয়েছিল; ‘বেদের মেয়ে জোসনা’। ১৯৯১ সালে ছবিটির রিমেক হয় কলকাতায়। ওপার-এপার বাংলায় এই ছবিটি; এখনও পর্যন্ত বক্স অফিসে সবচেয়ে বেশি উপার্জন করেছে। দুটি ছবিতেই মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন; অঞ্জু ঘোষ।

জন্মসূত্রে যিনি বাংলাদেশের নাগরিক। তবে ‘বেদের মেয়ে জোসনা’-র সাফল্যের পর; কলকাতায় চলে আসেন অঞ্জু। দিলীপ ঘোষের কথায়, “অরিজিনাল ‘বেদের মেয়ে জোসনা’ এলেন আমাদের দলে; সল্টলেকে আমার বাড়ির পাশে থাকেন উনি”।

আরও পড়ুনঃ বাম আমলে ইভিএমের দাবি তোলা মমতার রাম আমলে আবার ব্যালটে ভোটের দাবি

১৯৮২ সালে সওদাগর ফিল্ম দিয়ে; অভিনয় জীবন শুরু করেন তিনি। তাঁর অভিনীত ‘বেদের মেয়ে জোসনা’; অবিশ্বাস্য রকমের সাফল্য পেয়েছিল। এদিন বিজেপির যোগদান পর্বে দিলীপ ঘোষ তাই বলেন; তারা আসল বেদের মেয়ে জ্যোৎস্না পেয়েছেন। এদিনের যোগদান পর্বে হাজির ছিলেন; বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

এরপরেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হুঁশিয়ারি; তৃণমূল পার্টি চুরচুর হয়ে যাবে। যদিও বহুদিন ধরেই সেভাবে রুপোলি পর্দায়; আর সক্রিয় ছিলেন না অঞ্জু ঘোষ। এবার বিজেপিতে যোগ দেওয়ার পর; আবার জনমানসে উসকে গেল পুরনো দিনের স্মৃতি।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন