এক লড়াই শেষ হতে না হতেই আবার নতুন যুদ্ধ শুরু। সারদার পর এবার রোজভ্যালি কাণ্ডে মমতা প্রশাসনের দুই পুলিশ কর্তাকে জেরার জন্য ডেকে পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি বা এনফোর্সমেনট ডিরেক্টরেট। রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে পাঠিয়ে দেওয়া হয়েছে চিঠি। দেখা না করলে পাঠান হবে দ্বিতীয় নোটিশ, জানা যাচ্ছে ইডি সূত্রে।
আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা
সারদা চিটফান্ড কাণ্ডে রাজীব কুমারের পর এবার রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে কলকাতার পুলিশের দুই ডেপুটি পুলিশ কমিশনারকে জেরা করা হবে। রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে একটি চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি বা এনফোর্সমেনট ডিরেক্টরেট। এই দুজন হলেন আইপিএস ও ডিসি এসটিএফ মুরলীধর শর্মা ও আইপিএস ও ডিসি এসইডি কল্যাণ মুখোপাধ্যায়।
আরও পড়ুনঃ ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মোদীর বিরুদ্ধে লোকসভা ভোটের ‘সারদা ইস্যু’
রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে কলকাতায় রোজভ্যালির একটি হোটেল সংক্রান্ত বিষয়ে খোঁজখবর করতেই তাঁদের ডেকে পাঠান হয়েছে বলে জানা গেছে। রোজভ্যালির ওই হোটেলে তদন্তের দায়িত্বে ছিলেন এই দুই অফিসার, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই ইডি বা এনফোর্সমেনট ডিরেক্টরেট এর চিঠি পৌঁছে গিয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছে। সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে ওই দুই আইপিএস ও ডিসি র্যাঙ্কের অফিসারকে।
আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই
তবে রাজ্যের তরফে চিঠি পাঠিয়ে জেরার কথা অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে, “মোটেও জেরা করার জন্য চিঠি নয়। কিছু প্রশ্ন ছিল, উত্তর পাঠিয়ে দেওয়া হয়েছে”। যদিও ইডি বা এনফোর্সমেনট ডিরেক্টরেট এর তরফ থেকে জানান হয়েছে, “ওই দুই আইপিএস ও ডিসি র্যাঙ্কের অফিসারকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে ডেকে পাঠান হয়েছে। না এলে দ্বিতীয় নোটিশ পাঠান হবে”।
আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে
রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে কিছু ‘মিসিং লিংক’ পেতেই এবার সরাসরি তদন্তকারী দুই আইপিএস অফিসারকেই জেরা করার সিদ্ধান্ত নিয়েছে ইডি, এমনটাই জানা গেছে। কোন জালিয়াতি কাণ্ডে এইভাবে দুই আইপিএস ও ডিসি র্যাঙ্কের অফিসারকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করার ঘটনাও অভূতপূর্ব বলে মনে করছে প্রশাসনিক মহল। তবে পুলিশের তরফ বলা হয়েছে, “এটা রুটিন ইনফরমেশন চেয়ে পাঠান হয়েছে। এরকম প্রায়ই তথ্য চাওয়া হয়, নতুন কিছুই নয়”।
আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’
যদিও তদন্তের কাজে সাহাজ্যের জন্য এবং রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে একটি হোটেল সংক্রান্ত বিষয়ে খোঁজখবর করতে ও কিছু তথ্য নেবার জন্যই এই পুলিশ অফিসারদের ডেকে পাঠান হয়েছে। কিন্তু কোনও জালিয়াতি কাণ্ডের তদন্তে যদি তদন্তকারী অফিসারদেরই এইভাবে ডেকে জেরা করতে হয়, তাহলে সেই তদন্তের ভবিষ্যৎ কি হতে পারে তা সহজেই অনুমান করা যায়। এই সারদা জালিয়াতি কাণ্ডে আদৌ কি দোষীদের শাস্তি হবে? আশঙ্কার প্রশ্ন কিন্তু অনেক আগেই উঠেছে।
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ সারদা কাণ্ডে পুলিশ কমিশনারকে সিবিআই জেরা কবে, তা নিয়েও লড়াই তুঙ্গে
আরও পড়ুনঃ রাজীব কুমারকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।