আদিবাসী, দলিত না মুসলমান, বিজেপির গবেষণায় রামভক্ত হনুমানের জাত

602
আদিবাসী, দলিত না মুসলমান, বিজেপির গবেষণায় রামভক্ত হনুমানের জাত/The News বাংলা
আদিবাসী, দলিত না মুসলমান, বিজেপির গবেষণায় রামভক্ত হনুমানের জাত/The News বাংলা

The News বাংলা: রামভক্ত হনুমান আদিবাসী, দলিত না মুসলমান? সন্দেহ ও বিতর্ক দেশের শাসক দল বিজেপির মধ্যেই। এবার হনুমানের জাত নির্ণয় করতে আসরে বিজেপির সব জাতের নেতা।

বিজেপির হিন্দু মুখ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর মতে হনুমান ছিলেন দলিত। বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজার মতে হনুমান আদিবাসী। আবার উত্তরপ্রদেশের লখনউয়ের পুর কাউন্সিলর বিজেপি নেতা বুক্কাল নবাব পরিষ্কার জানিয়ে দিলেন হনুমান ছিলেন মুসলমান। আদিবাসী, দলিত না মুসলমান, বিজেপির গবেষণায় এবার রামভক্ত হনুমানের জাত।

আরও পড়ুন: মোদীর গেরুয়া রথকে আটকাতে পারল না মমতার সরকার

‘হনুমান মুসলমান ছিলেন’, এমনই মন্তব্য করে এবার বিতর্ক তৈরি করলেন বিজেপি নেতা বুক্কাল নবাব। এই নিয়ে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। বিতর্কিত মন্তব্যকারী বুক্কাল নবাব উত্তরপ্রদেশের লখনউয়ের এক পুরসভার কাউন্সিলর। বৃহস্পতিবার, এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। এর আগেও বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন বুক্কাল নবাব।

আরও পড়ুনঃ ‘রাজনীতিতে টিকে থাকতে গেলে তেল দিতেই হবে’ বিস্ফোরক তৃণমূল সাংসদ

আদিবাসী, দলিত না মুসলমান, বিজেপির গবেষণায় রামভক্ত হনুমানের জাত/The News বাংলা
আদিবাসী, দলিত না মুসলমান, বিজেপির গবেষণায় রামভক্ত হনুমানের জাত/The News বাংলা

এখানেই থেমে থাকেন নি তিনি। বিতর্ক উসকে দিয়ে বুক্কাল নবাব বলেন, ‘হনুমান কারও একার নন। গোটা দুনিয়া তার ভক্ত। সব ধর্মের মানুষই তাকে ভক্তি-শ্রদ্ধা করেন। তবে আমার বিশ্বাস হনুমান আসলে মুসলিম ছিলেন। সেই জন্যই মুসলমানদের মধ্যে রহমান, রমজান, ফরমান, জিশান, কুরবান, ইমরান, সুলতান, সুলেমান নামের প্রচলন রয়েছে। দেখবেন নামগুলো হনুমানের সঙ্গে সঙ্গে মিলে যায়! অন্য কোনও ধর্মে এমন নাম শুনেছেন কখনও!’

আরও পড়ুন: ২২ বছর পর ফের ভূস্বর্গে রাষ্ট্রপতি শাসন

এরপরেই শুরু হয়ে যায় বিতর্ক। এদিকে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে হনুমানকে ‘দলিত’ বলে উল্লেখ করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজস্থানের আলোয়ারে ভোটের প্রচারে দলিতদের কাছে টানতে এভাবেই বজরঙ্গবলীর দৃষ্টান্ত তুলে ধরেন তিনি। তা নিয়েও চলে প্রবল বিতর্ক। ওই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে মামলা করে একটি হিন্দুত্ববাদী সংস্থা।

আদিবাসী, দলিত না মুসলমান, বিজেপির গবেষণায় রামভক্ত হনুমানের জাত/The News বাংলা
আদিবাসী, দলিত না মুসলমান, বিজেপির গবেষণায় রামভক্ত হনুমানের জাত/The News বাংলা

আরও পড়ুনঃ শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’

যোগী বলেছিলেন, হনুমান হলেন হিন্দু ধর্মের একজন দেবতা। যিনি রামের একনিষ্ঠ ভক্ত। হিন্দু পুরাণে হনুমানকে বিশেষ স্থান দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, রামভক্ত হনুমান ছিলেন দলিত। তিনি আগেও জোর গলায় দাবি করেন, হনুমান ছিলেন কর্নাটকেরই বাসিন্দা। ভগবান রামের সান্নিধ্যেই ধন্য হয়েছিল তাঁর জীবন। আর যারা ভগবান রামের আদর্শ প্রচার করে, তাঁদেরকেই ভোট দেওয়ার আবেদন জানান তিনি।

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

‘হনুমান আদিবাসী ছিলেন’। এর আগে গত ২ এপ্রিল আদিবাসীদের একটি বিক্ষোভে হনুমানের ছবিকে অসম্মান করার দাবি করে মন্তব্য করেন বিজেপির বিধায়ক জ্ঞানদেব আহুজা। তিনি বলেন, ‘এই পৃথিবীর প্রথম আদিবাসী নেতা হলেন হনুমান। সব থেকে বেশি মন্দিরও রয়েছে হনুমানজির। আমরা তাঁর অসম্মান করতে পারি না’।

আরও পড়ুনঃ শিক্ষিতদের বিধায়ক করল তেলাঙ্গানা, কবে শিখবে বাংলা

একদিকে মুখ্যমন্ত্রী যোগী বলছেন, জঙ্গলনিবাসী পবনপুত্র ছিলেন দলিত সম্প্রদায়ের। বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজার দাবি, হনুমান আদিবাসী। অন্যদিকে তাঁদের এক সহকর্মী বুক্কাল নবাব পরিষ্কার জানিয়ে দিয়েছেন হনুমান মুসলমান।

হিন্দু যোগীর দাবী হনুমান দলিত। মুসলিম বুক্কাল নবাব এর দাবী হনুমান মুসলমান। আহুজা বলছেন, হনুমান আদিবাসী। আসলে হনুমান এর জাত কি? তবে সাধারণ মানুষ হেসে বলছেন, হনুমানকে নিয়ে যাঁরা টানাটানি করছেন তারাই আসল হনুমান।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন