SSC Scam – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 09 Aug 2022 04:52:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg SSC Scam – The News বাংলা https://thenewsbangla.com 32 32 চাকরি চুরির পর গরু চুরি, পার্থর পর এবার কি জেলে ঢোকার পালা অনুব্রতর https://thenewsbangla.com/cow-theft-after-govt-job-theft-after-partha-is-it-time-to-go-to-jail-for-anubrata/ Tue, 09 Aug 2022 04:51:44 +0000 https://thenewsbangla.com/?p=15976 চাকরি চুরির পর গরু চুরি, পার্থর পর এবার কি জেলে ঢোকার পালা অনুব্রতর? গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে, ফের তলব সিবিআইয়ের। সূত্রের খবর, বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে, আগামীকাল বুধবার সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে, হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আজই বোলপুরে অনুব্রতর বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসবেন, সিবিআই অফিসাররা। গতকাল সোমবার তলব সত্ত্বেও, সিবিআই দফতরে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। এসএসকেএম থেকে বেরিয়ে, রাতে ফিরে আসেন বোলপুরের বাড়িতে।

বারবার সিবিআই হাজিরা এড়ানোয়, পরিস্থিতি আরও জটিল হচ্ছে অনুব্রত মণ্ডলের। গরু পাচার মামলায় ফের, তাঁকে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, অনুব্রতর কাছে ইমেলের মাধ্যমে নোটিস পাঠানো হয়েছে। তারপরে সরাসরি বোলপুর গিয়ে, তাকে নোটিশ দিচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। বুধবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ওইদিন বেলা ১১টার মধ্যে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে, বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে।

আরও পড়ুনঃ সরকারি চাকরির পর, দলীয় পদ পাইয়ে দিতেও টাকা, তৃণমূল নেতার বাড়িতে হা’মলা কর্মীদের

বুধবার তিনি হাজিরা না দিলে, কঠিন কোনও পদক্ষেপ নেওয়া হবে বলেই খবর সিবিআই সূত্রে। সেক্ষেত্রে তাঁকে গ্রেফতার করে আনা হতে পারে নিজাম প্যালেসে। গরু পাচার মামলায় ও বিপুল সম্পত্তি ধরা পরায়, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন এখন জেল হেফাজতে। যদিও এই নিয়ে অনুব্রতর তরফে, এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই ইস্যু নিয়ে চুপ, তৃণমূল নেতারাও। পার্থ চট্টোপাধ্যায়ের পর কি অনুব্রত মণ্ডল?

]]>
বৃষ্টির সন্ধ্যায় “চপ তেলেভাজা মুড়ি খাবই”, জেলে জোর আবদার পার্থ চট্টোপাধ্যায়ের https://thenewsbangla.com/partha-chatterjee-request-chop-televaja-muri-on-rainy-evening-at-presidency-jail/ Mon, 08 Aug 2022 16:09:23 +0000 https://thenewsbangla.com/?p=15954 বৃষ্টির সন্ধ্যায় “চপ তেলেভাজা মুড়ি খাবই”; জেলে জোর আবদার পার্থ চট্টোপাধ্যায়ের। ইডি হেফাজতে থাকাকালীনই খাবার নিয়ে; পার্থ নানারকম আবদার করছিলেন বলে জানা গিয়েছিল। এবার প্রেসিডেন্সি জেল হেফাজতেও, খাওয়া নিয়ে নানান ‘বায়না’ জুড়েছেন; তৃণমূলের প্রাক্তন নেতা-মন্ত্রী। সোমবার বৃষ্টির সন্ধ্যের তার জোর বায়না; “চাই তেলেভাজা চপ মুড়ি”। ডাক্তার-দের অনুমতি নিয়ে; খানিকটা বাধ্য হয়েই পার্থর সেই আবদার মেটাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। জেলের মাটিতে বসে; জমিয়ে চপ-মুড়ি-তেলেভাজা খেলেন পার্থ।

১৪ দিনের ইডি হেফাজত শেষে; গত শুক্রবার থেকে পার্থ চট্টোপাধ্যায়ের ঠিকানা হয়েছে জেল। আর প্রেসিডেন্সি জেলে বাকি সমস্যার মধ্যে; সব থেকে প্রধান হয়ে উঠেছে জেলের খাবার। ‘খাদ্যরসিক’ পার্থর জেলের খাবার, আর মুখে রুচছে না। তার ওপর জেল কর্তৃপক্ষ তাঁকে দিচ্ছে; শুধুই ডায়াবেটিক খাবার, পদ। জেলজীবনের চতুর্থ দিনে, অবশেষে কাটল সেই একঘেয়েমি। সোমবার রীতিমতো বায়না ধরে, জেলের ক্যান্টিন থেকে চপ, বেগুনি, মুড়ি আনিয়ে দেদার খেলেন পার্থ চট্টোপাধ্যায়।

বাংলায় আওয়াজ উঠে গেল, ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’

প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, সোমবার বিকেল হতেই; জেলে চপ-মুড়ির আবদার করেন পার্থ চট্টোপাধ্যায়। স্বাভাবিকভাবেই সেই আবদার নাকচ হয়ে যায়; কিন্তু পার্থবাবু নাছোড়বান্দা। চপ-তেলেভাজা-মুড়ি, তাঁর চাই-ই-চাই। অবশেষে জেলের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন; প্রেসিডেন্সি জেলের আধিকারিকরা। শেষ পর্যন্ত অনুমতি মেলায়, জেলের ক্যান্টিনে তৈরি চপ-তেলেভাজা ও মুড়ি পান পার্থ। তৃপ্তি করে সেগুলি খান, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়; হাঁফ ছাড়েন জেল আধিকারিকরা।

]]>
পার্থর সচিব ওএসডি কম্পালসারি ওয়েটিংয়ে, পরেরবার টিকিট পাবেন তো ঘনিষ্ঠ কাউন্সিলররা https://thenewsbangla.com/partha-chatterjee-secretary-osd-on-compulsory-waiting-instructions-of-nabanna/ Sat, 06 Aug 2022 12:53:19 +0000 https://thenewsbangla.com/?p=15884 পার্থর সচিব ওএসডি কম্পালসারি ওয়েটিংয়ে; পরেরবার টিকিট পাবেন তো ঘনিষ্ঠ কাউন্সিলররা। চাকরি চুরি দুর্নীতি কাণ্ডে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই; তাঁকে মন্ত্রীসভা ও দল থেকেই ছেঁটে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ও সরকার। এবার পার্থর ব্যক্তিগত সচিব এবং ওএসডিকে; কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাল নবান্ন। এরপরেই আশঙ্কার মেঘ, বিভিন্ন ক্ষেত্রে তাঁর ঘনিষ্ঠ-দের মধ্যে। কার কার উপর আর কোপ পড়বে; পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ হবার জন্য।

আপাতত জেল হেফাজতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়। এদিকে তাঁর ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য এবং অফিসার অন স্পেশ্যাল ডিউটি (ওএসডি) প্রবীর বন্দ্যোপাধ্যায়কে; কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ কর্মিবর্গ দফতর; এই সিদ্ধান্ত নিয়েছে। এই মর্মে নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ ‘খেলা হচ্ছে’, চাকরি চুরি কাণ্ডে তৃণমূল নেতার বাড়িতে চড়াও আমজনতা

২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে; মা-মাটি-মানুষের সরকার। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন; তাঁর ব্যক্তিগত সচিব ছিলেন সুকান্ত আচার্য। পরবর্তীকালে রাজ্যের শিল্পমন্ত্রী পদে থাকাকালীনও; সুকান্তই ছিলেন তাঁর ব্যক্তিগত সচিব। পরিষদীয় দফতরে পার্থর ওএসডি বা অফিসার-অন-স্পেশ্যাল-ডিউটি ছিলেন প্রবীর বন্দ্যোপাধ্যায়।

এসএসসি দুর্নীতি মামলা নিয়ে তদন্ত চলাকালীন; সুকান্ত ও প্রবীর দুজনেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে ছিল। সুকান্তর বাড়িতে তল্লাশিও চালায় ইডি; জেরার জন্য তলবও করা হয় তাঁকে। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো এই দুই আধিকারিককে; কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাল নবান্ন।

]]>
‘খেলা হচ্ছে’, চাকরি চুরি কাণ্ডে তৃণমূল নেতার বাড়িতে চড়াও আমজনতা https://thenewsbangla.com/khela-hochche-general-people-raids-tmc-leader-house-in-case-of-govt-job-theft/ Sat, 06 Aug 2022 11:45:05 +0000 https://thenewsbangla.com/?p=15872 ‘খেলা হচ্ছে’, চাকরি চুরি কাণ্ডে তৃণমূল নেতার বাড়িতে চড়াও আমজনতা। সদ্যই সামনে এসেছে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ; অর্থাৎ এসএসসি-তে বড়সড় কেলেঙ্কারির ঘটনা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছে; রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ মডেল অর্পিতা মুখোপাধ্যায়। আপাতত তারা রয়েছে জেল হেফাজতে। এই পরিস্থিতিতে এসএসসি গ্রুপ ডি-তে নিয়োগের নামে; চাকরিপ্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায়ের অভিযোগ জনতার বিক্ষোভের মুখে পড়ল পূর্ব মেদিনীপুরের এক তৃণমূল নেতা।

শিক্ষক নিয়োগে দুর্নীতিতে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরেই; চরম অস্বস্তিতে তৃণমূল শিবির। এরপরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে; চাকরির আশ্বাস দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এবার চাকরির আশ্বাস দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল; পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের দাপটে তৃণমূল নেতা শিবশঙ্কর নায়েকের বিরুদ্ধে। আর এই অভিযোগে তৃণমূল নেতাকে না পেয়ে; তার স্ত্রী ও ছেলেকে বেধড়ক মারধর করলেন চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন; বান্ধবীর ফ্লাটে কোটি টাকা, জেলের মেঝেতে শুয়ে রাত কাটছে পার্থ’র

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভা এলাকার, ভগবানপুর ১ নম্বর ব্লকের; কোটবার গ্রাম পঞ্চায়েত। এই এলাকাতেই থাকেন পঞ্চায়েতের প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শিবশংকর নায়েক। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে; গ্রামবাসীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা তিনি আদায় করেছেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ; নান্টু প্রধানের মূল এজেন্ট ছিলেন শিবশংকর। শনিবার তার বাড়িতে চড়াও হয়ে, টাকা আদায়ের জন্য; দফায় দফায় বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীদের পরিবারের সদস্যরা।

তাঁকে বাড়িতে না পেয়ে স্ত্রী, ছেলের উপরই আছড়ে পড়ল রোষ। তাদের গাছে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। দীপক মাইতি নামে এক ব্যক্তি জানান, তিনি তার ছোট ভাইয়ের গ্রুপ ডিতে চাকরির জন্য; ওই তৃণমূল নেতা-কে ৮ লক্ষ টাকা নিয়েছিলেন। পরে দু-লক্ষ টাকা তিনি ফেরত দিয়েছেন। কিন্তু, তারপর চাকরি তো দূরের কথা; টাকাও ফেরত দেওয়া হয়নি। এমনকি থানায় গেলেও অভিযোগ নেওয়া হয়নি।

ওই তৃণমূল নেতার স্ত্রীর দাবি, যদি তার স্বামী টাকা নিয়ে থাকে; তাহলে যেমন তিনি দোষী তেমনি যারা টাকা দিয়েছে তারাও দোষী। এদিকে প্রতারিতদের দাবি, অবিলম্বে শিবশংকরকে গ্রেফতার করে; সবার টাকা ফেরানো হোক।

]]>
দুই জেলে ‘অপা’, জেলে আলাদা করা হল পার্থ অর্পিতাকে https://thenewsbangla.com/partha-arpita-jail-partha-chatterjee-arpita-mukherjee-isolated-in-two-jail/ Fri, 05 Aug 2022 12:41:10 +0000 https://thenewsbangla.com/?p=15838 দুই জেলে ‘অপা’, জেলে আলাদা করা হল পার্থ অর্পিতাকে। আদালতের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়; দুজনেরই ১৪ দিনের জেল হেফাজত হল। তবে দুই ঘনিষ্ঠ জনকে রাখা হবে; দুই আলাদা জেলে। পার্থকে রাখা হবে; প্রেসিডেন্সি জেলে। ঘনিষ্ঠ অর্পিতা থাকবে; আলিপুর জেলে। জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি আধিকারিকরা। পার্থ-অর্পিতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের।

শুক্রবার পার্থ-অর্পিতার জামিনের আবেদন খারিজ করে দেয়; ব্যাঙ্কশাল আদালত। ১৮ অগাস্ট পর্যন্ত দুজনের জেল হেফাজত দেওয়া হয়; জেলে গিয়ে পার্থকে জেরা করতে পারে ইডির ২ আধিকারিক। ‘বলির পাঁঠা করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে; ওই টাকা পার্থর নয়। অর্পিতার সঙ্গে সম্পর্ক নেই; বিধায়ক পদ ছাড়ার সম্ভাবনা’, দাবি করেন পার্থর আইনজীবী। গ্রেফতার হবার পর থেকেই দুজনে; ইডি হেফাজতে ছিলেন।

আরও পড়ুনঃ ‘খাচ্ছ খাও, ধরা পড়লে পাশের লোকটাও বিরুদ্ধেই বলবে’, এবার বুঝলেন পার্থ

অর্পিতা-কে দেখিয়ে ইডির প্রশ্ন; “আপনি একে চেনেন”? পার্থর উত্তরে চমকে গেল, অর্পিতা ও ইডি দুজনেই। “অনেকেই আসত, তেমনভাবে চিনি না”; এমন উত্তর দিয়ে অর্পিতা ও ইডি-কে চমকে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। ইডির মুখোমুখি জেরায় অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার কথা; পরিস্কার অস্বীকার করেছেন পার্থ। এমনটাই দাবি করা হয়েছে ইডি সূত্রে। পাশাপাশি, ইডি সূত্রে আরও দাবি; তথ্যপ্রমাণের সঙ্গে মিলছে না পার্থর বয়ান। জেরায় তথ্য গোপনের চেষ্টা করছেন প্রাক্তন মন্ত্রী; দাবি ইডি সূত্রে। আজ পার্থ-অর্পিতাকে আদালতে তোলার সময়; এই তথ্য জানানো হবে বলে ইডি সূত্রে খবর।

আরও পড়ুনঃ অর্পিতা-কে দেখিয়ে ইডির প্রশ্ন; “আপনি একে চেনেন”? পার্থর উত্তরে চমক

ইডি সূত্রের খবর, জেরার সময় উঠে আসে টাকার প্রসঙ্গও। অর্পিতাকে দেখিয়ে পার্থকে প্রশ্ন করা হয়; “ওঁর বাড়িতে টাকা পাওয়া গিয়েছে, আপনি জানেন?” ইডি সূত্রের খবর, পার্থ তখন উত্তর দেন, “শুনেছি”। তখন তাঁকে প্রশ্ন করা হয়, এটা তাহলে কার টাকা? তার উত্তরে পার্থ জানিয়েছেন; “আমি জানি না”। এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে।

]]>
‘খাচ্ছ খাও, ধরা পড়লে পাশের লোকটাও বিরুদ্ধেই বলবে’, এবার বুঝলেন পার্থ https://thenewsbangla.com/tapas-roy-slams-partha-chatterjee-for-his-conspiracy-theory-after-ed-arrest-on-ssc-scam/ Fri, 05 Aug 2022 08:20:58 +0000 https://thenewsbangla.com/?p=15821 ‘খাচ্ছ খাও, ধরা পড়লে পাশের লোকটাও বিরুদ্ধেই বলবে’; এবার বুঝলেন পার্থ চট্টোপাধ্যায়। “সারাজীবন কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন পার্থ”; এবার একহাত নিলেন এতদিনের সহকর্মী ও বন্ধু। চাকরি চুরি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর, ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে মন্তব্য করতে শোনা গিয়েছে পার্থকে। সেই নিয়ে রাজ্যের অপসারিত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে; এবার তীব্র কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। তাঁর দাবি, “সারাজীবন বোধহয় কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন পার্থ; তাই সবকিছুর মধ্যে এখন ষড়যন্ত্র দেখটে পাচ্ছেন”।

কুণাল ঘোষের পর এবার; ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে পার্থকে একহাত নিলেন তাপস রায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়; গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে; প্রায় ৫০ কোটি টাকা নগদ টাকা উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার গহনা; দুজনের কোটি কোটি টাকার যৌথ সম্পত্তির দলিল। তারপর থেকে তাঁকে নিয়ে রাজ্য রাজনীতিতে টানাপোড়েন চলছেই। সবচেয়ে বেশি কথা শোনাচ্ছেন; তৃণমূল নেতারাই।

তিনি ষড়যন্ত্রের শিকার বলে, সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে; বলতে শোনা গিয়েছে পার্থকে। গত সপ্তাহেই তাঁকে লক্ষ্য করে এক সাংবাদিক প্রশ্ন ছুড়ে দেন; “পার্থদা, আপনি কি ষড়যন্ত্রের শিকার?” পার্থর জবাবে বলেন, “ষড়যন্ত্রের শিকার, সব পরে জানতে পারবেন”। কে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন; তা আর খোলসা করতে পারেননি পার্থ। তবে সেই নিয়ে নানা তত্ত্ব সামনে এসেছে।

আরও পড়ুন; অর্পিতা-কে দেখিয়ে ইডির প্রশ্ন; “আপনি একে চেনেন”? পার্থর উত্তরে চমক

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার পার্থকে; একহাত নিলেন তাপস। তাঁর কথায়, “ওই ষড়যন্ত্র, ষড়যন্ত্র না বলে; কী ষড়যন্ত্র সেটা আদালতে জানাক বা তদন্তকারীদের জানাক! আসলে ও সারাজীবন বোধহয় কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে; তাই ষড়যন্ত্র শব্দটার সঙ্গে প্রত্যক্ষ কোনও সম্পর্ক রয়েছে ওর”। বোঝাই যায়, দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই; পার্থর সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়িয়েছে তৃণমূল। মন্ত্রিত্ব ও দলের সদস্য পদও গিয়েছে তাঁর।

পার্থ এবং অর্পিতার নামে উদ্ধার হওয়া সম্পত্তি, টাকার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই; তা-ও স্পষ্ট করে দেওয়া হয়েছে। ষড়যন্ত্রের তত্ত্ব নিয়েও এবার নিজেদের অবস্থান জানিয়ে দিল তৃণমূল। একথা বলাই যায়, দলের প্রাক্তন মহাসচিবকে ঝেড়েই ফেলল তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়।

]]>
অর্পিতা-কে দেখিয়ে ইডির প্রশ্ন; “আপনি একে চেনেন”? পার্থর উত্তরে চমক https://thenewsbangla.com/ed-question-partha-showing-arpita-you-know-her-partha-surprised-with-answer/ Fri, 05 Aug 2022 07:15:09 +0000 https://thenewsbangla.com/?p=15818 অর্পিতা-কে দেখিয়ে ইডির প্রশ্ন; “আপনি একে চেনেন”? পার্থর উত্তরে চমকে গেল, অর্পিতা ও ইডি দুজনেই। “অনেকেই আসত, তেমনভাবে চিনি না”; এমন উত্তর দিয়ে অর্পিতা ও ইডি-কে চমকে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। মুখোমুখি জেরায় অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার কথা; পরিস্কার অস্বীকার করেছেন পার্থ। এমনটাই দাবি করা হয়েছে ইডি সূত্রে। পাশাপাশি, ইডি সূত্রে আরও দাবি; তথ্যপ্রমাণের সঙ্গে মিলছে না পার্থর বয়ান। জেরায় তথ্য গোপনের চেষ্টা করছেন প্রাক্তন মন্ত্রী; দাবি ইডি সূত্রে। আজ পার্থ-অর্পিতাকে আদালতে তোলার সময়; এই তথ্য জানানো হবে বলে ইডি সূত্রে খবর।

পার্থ-অর্পিতার সম্পর্কের ঘনিষ্ঠতা ও গভীরতাই; এখন বাংলায় চর্চার কেন্দ্রে। এরই মাঝে ইডির জেরায় পার্থ চট্টোপাধ্যায়ের দাবি; অর্পিতা মুখোপাধ্যায়কে তেমনভাবে চেনেন না তিনি। বৃহস্পতিবার অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে; জেরা করেন ইডি আধিকারিকরা। নাকতলার পুজোর সময় শুধু অর্পিতাকে দেখেছেন; জানিয়েছেন পার্থ। তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই ইডির দাবি; তথ্য গোপনের চেষ্টা করছেন তিনি।

ঠিক কী কী প্রশ্ন করছে ইডি? সূত্রের খবর, জেরায় অর্পিতাকে দেখিয়ে ইডি পার্থকে জিজ্ঞাসা করে; “আপনি এঁকে চেনেন?” তার উত্তরে নাকি পার্থ চট্টোপাধ্যায় বলেন; “না, তেমনভাবে চিনি না”। তখন ইডির তদন্তকারীরা আবার প্রশ্ন করেন; “তাহলে কীভাবে কেমনভাবে চেনেন?” ইডির এই প্রশ্নের উত্তরে পার্থ নাকি বলেছেন; “মাঝে মাঝে দেখেছি, অনেকেই আসত”। ইডির পরের প্রশ্ন; “উনি কি আপনার ক্লোজ?” তার উত্তরে পার্থ বলেন; “না…নাকতলার পুজোর সময় দেখেছি”।

আরও পড়ুনঃ “উনি কিছু খাননি”? ইডি হেফাজতেও পার্থর শরীর নিয়ে চিন্তায় অর্পিতা

ইডি সূত্রের খবর, জেরার সময় উঠে আসে টাকার প্রসঙ্গও। অর্পিতাকে দেখিয়ে পার্থকে প্রশ্ন করা হয়; “ওঁর বাড়িতে টাকা পাওয়া গিয়েছে, আপনি জানেন?” ইডি সূত্রের খবর, পার্থ তখন উত্তর দেন, “শুনেছি”। তখন তাঁকে প্রশ্ন করা হয়, এটা তাহলে কার টাকা? তার উত্তরে পার্থ জানিয়েছেন; “আমি জানি না”। এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে।

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানিয়েছেন; “টালিগঞ্জ থেকে বেলঘরিয়া, শান্তিনেকেতন থেকে সিঙ্গুরের হোটেল; কার সঙ্গে কীভাবে যোগ, সবাই জানে। এভাবে বাঁচা যাবে না”। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন; “তদন্ত চলছে, পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে সরকারের অবস্থান মুখ্যমন্ত্রী মমতা স্পষ্ট করেছেন”।

]]>
“উনি কিছু খাননি”? ইডি হেফাজতেও পার্থর শরীর নিয়ে চিন্তায় অর্পিতা https://thenewsbangla.com/arpita-mukherjee-is-regularly-looking-for-partha-chatterjee-health-even-in-ed-custody/ Thu, 04 Aug 2022 07:20:19 +0000 https://thenewsbangla.com/?p=15800 “উনি কিছু খাননি”? ইডি হেফাজতেও পার্থর শরীর নিয়ে চিন্তায় অর্পিতা। অপা, গত কয়েকদিনে রাজ্য জুড়ে সবচেয়ে চর্চিত জুটির নাম একটিই। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়; সংক্ষেপে ‘অপা’। বাংলার চর্চায় থাকা নতুন জুড়ি। পার্থর দেওয়া অর্পিতার দুটি ফ্লাটে ইতিমধ্যেই উদ্ধার হয়েছে; ৫০ কোটি নগদ টাকা ও আরও ৫০ কোটির সম্পত্তি। আর কত সম্পত্তি রয়েছে তাঁদের দুজনের নামে; দুজনের ঘনিষ্ঠতাই বা কতটা, তা নিয়ে আমজনতার আগ্রহের শেষ নেই। অর্পিতার ৩১টা জীবনবীমার পলিসি-তেও; নমিনি সেই পার্থ। আর এই ‘ভালবাসার টান’ কমেনি; ইডি হেফাজতে গিয়েও। পার্থর শরীরের দিকে; কড়া নজর বান্ধবী অর্পিতার।

সম্পর্কটা যে শুধু টাকাকড়ি কিংবা সম্পত্তির ছিল তা নয়; দুজনের মধ্যে হৃদয়ের টানও ছিল গভীর। তা না হলে কি আদালতে ঢোকার আগেও; অর্পিতার চোখেমুখে ‘স্যর’ পার্থ চট্টোপাধ্যায়ের জন্য এত চিন্তা এত উদ্বেগ ধরা পড়ে। মনের যোগ না খাকলে কি আদালতের লকআপে ঢোকার আগে; ছলছল চোখে মডেল-অভিনেত্রী জানতে চান, ‘স্যর কিছু খাননি?’ এর দ্বারাই বোঝা যায়; ঘনিষ্ঠতা কতটা ছিল।

আরও পড়ুনঃ মমতা দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই শুরু পার্থ-অর্পিতার ‘ঘনিষ্ঠতার লীলাখেলা’

বুধবার দুপুরে দুজনকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে; দুজনে খুব কাছাকাছিই দাঁড়িয়েছিলেন। কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলেনি। শুধু লকআপে প্রবেশের আগে; এক পুলিশকর্মীকে অর্পিতার প্রশ্ন ছিল; “স্যর কিছু খাননি?” এরপর নিজের মনেই বলতে থাকেন; “স্যর কিচ্ছু খাচ্ছেন না”। নিজে অবশ্য কিছুই খাননি ‘ম্যাডাম’ অর্পিতা; বন্ধু পার্থ কিছু খাচ্ছেন না বলে। এ কি অপূর্ব প্রেম!

আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র আইনজীবীদের সওয়াল জবাবে; উঠে এসেছে বহু প্রশ্ন। উঠে এসেছে অর্পিতার জীবনবিমার সংক্রান্ত তথ্য, যেখানে নমিনি আছেন পার্থ। ইডি জানিয়েছে, ২০১২ সাল থেকে দুজনের ব্যবসায়িক সম্পর্ক ছিল; একসঙ্গে দুজনে খুলেছেন কোম্পানি। ২ জনের একটি পার্টনারশিপ সংস্থার তথ্য সামনে এনে; এমনটাই দাবি করেছে ইডি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ২০১২ সালের ১ নভেম্বর খোলা হয়েছিল; ‘অপা ইউটিলিটি সার্ভিসেস’। সমান অংশীদার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়; কোম্পানিতে দু’জনেরই ৫০ শতাংশ করে শেয়ার ছিল। ইডি সূত্রে খবর, সংস্থার ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়টি; জেরায় অর্পিতা নিজেই জানান ইডি অফিসারদের।

]]>
মমতার তৃণমূল ক্ষমতায় আসার পরেই শুরু, পার্থ-অর্পিতার ‘ঘনিষ্ঠতার লীলাখেলা’ https://thenewsbangla.com/partha-chatterjee-arpita-mukherjee-relation-starts-after-mamata-banerjee-came-to-power-for-second-time/ Thu, 04 Aug 2022 05:20:51 +0000 https://thenewsbangla.com/?p=15795 মমতার তৃণমূল ক্ষমতায় আসার পরেই শুরু; পার্থ-অর্পিতার ‘ঘনিষ্ঠতার লীলাখেলা’। ২০১১ সালে তৃণমূল সরকার বাংলার ক্ষমতায় আসার পর থেকেই; শুরু হয় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় ঘনিষ্ঠতা। ২০১২ সাল থেকেই অর্পিতার সঙ্গে; একত্রে ব্যবসা শুরু হয় পার্থর। ২ জনের একটি পার্টনারশিপ সংস্থার তথ্য সামনে এনে; এমনটাই দাবি করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ২০১২ সালের ১ নভেম্বর খোলা হয়েছিল; ‘অপা ইউটিলিটি সার্ভিসেস’। এর সমান অংশীদার ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়; কোম্পানিতে দু’জনেরই ৫০ শতাংশ করে শেয়ার ছিল।

ইডি সূত্রে খবর, ওই সংস্থার ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়টি; জেরায় অর্পিতা নিজেই জানান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের। তারপর ইডি-র আধিকারিকরা সেই ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট; খতিয়ে দেখতে শুরু করেছেন। পার্থ-অর্পিতার সংস্থা গত ৯ বছরে কী কী কাজ করেছে; তা-ও খতিয়ে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে, দুর্নীতির কালো টাকা সাদা করা হত; এই সব ভুয়ো কোম্পানির মাধ্যমে।

চাকরি চুরি বা এসএসসি দুর্নীতি মামলায়; রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ফের দু’দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এর আগে পার্থ এবং অর্পিতাকে ১০ দিনের ইডি হেফাজত দিয়েছিল আদালত। বুধবার ফের তাঁদের ব্যাঙ্কশাল আদালতে তুলে; ইডির তরফে পার্থর চারদিন এবং অর্পিতার তিনদিনের হেফাজত চাওয়া হয়। শেষপর্যন্ত আদালত দু’জনকেই; দু’দিনের হেফাজতে পাঠিয়েছে।

আরও পড়ুনঃ অর্পিতার নামে ৩১ টা এলআইসি পলিসি, মরে গেলে কে হবে কোটি কোটিপতি

পার্থ-অর্পিতার জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে; ৮কোটি টাকার হদিশ পেয়েছেন ইডির আধিকারিকরা। তাঁদের সংস্থা ইচ্ছে এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের আয় নিয়ে; বিস্তর গরমিল আছে বলে দাবি ইডির। ইডি সূত্রে খবর, কসবার ইচ্ছে সংস্থার অফিসে, কোভিডের সময় অনুষ্ঠান ভাড়া ও শুটিংয়ের ভাড়া থেকে; বার্ষিক আয় ৮১ লক্ষ দেখানো হয়েছে।

আবার কোভিড কমার পর; সেই বাড়ির বার্ষিক আয় দেখানো হয়েছে ৪৩ লক্ষ টাকা। তা নিয়েই প্রশ্ন উঠেছে। ইডির এক কর্তার প্রশ্ন, কোভিডের সময় কীভাবে; অনুষ্ঠান বাড়ি ভাড়া নিয়ে বিয়েবাড়ি বা শুটিং চলছিল? যে হিসেব দেখানো হয়েছে, তাতে ৮ কোটি টাকার কাছাকাছির; হিসেব পাওয়া যাচ্ছে না। তদন্তকারীরা জানিয়েছেন, অ্যাকাউন্টের মাধ্যমে কত টাকা লেনদেন হয়েছে; তা তদন্ত করে দেখছে ইডি।

]]>
অর্পিতার নামে ৩১ টা এলআইসি পলিসি, মরে গেলে কে হবে কোটি কোটিপতি https://thenewsbangla.com/partha-chatterjee-nominee-in-arpita-mukherjee-31-lic-policies-told-ed/ Wed, 03 Aug 2022 16:19:41 +0000 https://thenewsbangla.com/?p=15792 অর্পিতা মুখোপাধ্যায়ের নামে; পাওয়া গেল ৩১টা এলআইসি পলিসি। মরে গেলে কে হবে কোটি-কোটিপতি? এটাই এখন প্রশ্ন বাংলা জুড়ে। চাকরি চুরি বা এসএসসি দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে, পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে; উদ্ধার হয়েছে ৫০ কোটিরও বেশি নগদ টাকা। পাশাপাশি সোনা, বিদেশি মূদ্রা; কোটি কোটি টাকার জমির, বাড়ি ও ফ্লাটের দলিল পাওয়া গিয়েছে। এছাড়াও পাওয়া গিয়েছে; দুজনের একাধিক যৌথ উদ্যোগের কোম্পানি ও বাংলোর সন্ধান। এবারে অর্পিতার নামে পাওয়া গেল; এলআইসির ৩১টি জীবনবীমা পলিসির সন্ধান। আর সেইসব পলিসিতে নমিনি হিসেবে; নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের।

বুধবার এমনটাই দাবি করেছে ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় এই তদন্ত সংস্থার দাবি, এক থেকে প্রমাণ হয়; অর্পিতা অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন পার্থর এবং তাদের মধ্যে আর্থিক লেনদেন ছিল। “একজন তৃণমূল কর্মী হিসাবেই চিনতাম, তার বেশি কিছু নয়”; জেরার মুখে অর্পিতা মুখোপাধ্যায় নিয়ে এমনই বলেছেন পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে; ‘অর্পিতা তৃণমূলের কেউ নয়’। এদিকে, সেই তৃণমূল কর্মী অর্পিতার ৩১টা এলআইসি জীবনবিমা-তেই একজনই নমিনি; পার্থ চট্টোপাধ্যায়।

বুধবার জোকা ইএসআই হাসপাতালে ফের; পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষা করে তাদের আদালতে তোলা হয়। সেখানে ইডির আইনজীবী সওয়াল করেন; ‘জেরায় সহযোগিতা করছেন না পার্থ চট্টোপাধ্যায়। দুপক্ষের সওয়াল-জবাব শুনে তাদের দুজন-কেই; আগামী ৫ অগাস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত।

আদালতে এদিন ইডি-র আইনজীবী বিচারপতিকে জানান; ‘প্রতিদিনই তদন্তে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে; দুজনেরই একত্রে শেয়ার সংস্থার হদিশ মিলেছে। ২০১২ সাল থেকে তাদের মধ্যে সম্পর্ক; ফলে তাদের মধ্যে আর্থিক যোগাযোগ রয়েছে। অভিযুক্ত দুজনের যে বিপুল সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে; তা কোন টাকা দিয়ে কেনা হয়েছিল তা জানা অত্যান্ত জরুরি। অর্পিতা মুখোপাধ্যায় জেরায় সহযোগিতা করলেও; পার্থ চট্টোপাধ্যায় তা করছেন না। ফলে তাদের আরও হেফাজতের প্রয়োজন। এরপরেই তাদের আবার; ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।

এখনও পর্যন্ত অর্পিতার যা যা সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে; তার আনুমানিক বাজারমূল্য ১০০ কোটির টাকারও বেশি। এর মধ্যে অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে ইতিমধ্যেই; ৫৫ কোটি ৪৩ লক্ষ টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে। এবার পাওয়া গেল; পার্থকে নমিনি করে অর্পিতার ৩১টি জীবনবীমা পলিসি।

]]>