KolkataPolice – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 10 Oct 2022 08:14:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg KolkataPolice – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মোমিনপুর ঢুকতে দেওয়া হবে না, পথেই গ্রেফতার বিজেপি রাজ্য সভাপতি https://thenewsbangla.com/mominpur-clash-sukanta-majumdar-arrested-for-trying-to-go-mominpur/ Mon, 10 Oct 2022 07:21:45 +0000 https://thenewsbangla.com/?p=16933 মোমিনপুর ঢুকতে দেওয়া হবে না, পথেই গ্রেফতার বিজেপি রাজ্য সভাপতি। মোমিনপুরে অশান্তির ঘটনায়, সরেজমিনে দেখতে, ঘটনাস্থলে যেতে চাওয়ায় সুকান্ত মজুমদারকে আটক করল কলকাতা পুলিশ। এদিন চিংড়িঘাটা মোড়েই আটকানো হয়, বিজেপি রাজ্য সভাপতিকে। ডিসি ইস্ট গৌরব লালের সঙ্গে কথা হয় সুকান্ত মজুমদারের। শেষে বিজেপি রাজ্য সভাপতি ও তাঁর দুই সঙ্গীকে আটক করে, নিয়ে যাওয়া হয় লালবাজারে। কিন্তু কেন কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না মোমিনপুরে? কি এমন হয়েছে যে, সুকান্তকে আটকানো হল মোমিনপুর ঢোকার অনেক আগেই? ওখানে তো ১৪৪ ধারাও নেই। তাহলে? এটাই এখন প্রশ্ন।

আরও পড়ুনঃ বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, মেটিয়াবুরুজ দেখাতে পারে না

কেন সুকান্তকে আটকানো হল মোমিনপুর ঢোকার আগেই? এটাই এখন বড় প্রশ্ন। তবে কলকাতা পুলিশের তরফ থেকে, এই নিয়ে কিছুই বলা হয়নি।

এদিকে মোমিনপুরে সংঘর্ষের ঘটনায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। অমিত শা-র কাছে, অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। চিঠিতে একবালপুর থানায় তাণ্ডবের অভিযোগ পর্যন্ত রয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে, বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে লেখা চিঠিতে অভিযোগ শুভেন্দু অধিকারীর।

]]>
শিক্ষার নামে স্লিপার সেল, বাংলায় দাপট বাড়ছে আল কায়দা জ’-ঙ্গি সংগঠনের https://thenewsbangla.com/stf-and-kolkata-police-starts-investigating-about-al-qaeda-indian-module/ Mon, 10 Oct 2022 06:34:12 +0000 https://thenewsbangla.com/?p=16926 শিক্ষার নামে স্লিপার সেল, বাংলায় দাপট বাড়ছে আল কায়দা জ’-ঙ্গি সংগঠনের। দিনে দিনে বাংলা হয়ে উঠছে জ’ঙ্গিদের ঘাঁটি, এমনটাই উঠে আসছে গোয়েন্দাদের তদন্তে। গত মাসে উত্তরপ্রদেশের সাহারানপুরের মাণ্ডি এলাকা থেকে গ্রেফতার হয় হাসনত শেখ। সেখানে শিক্ষকতার নামে সে, ভারতীয় আল কায়েদা বা ‘আকিস’-এর (AQIS) স্লিপার সেল চালাত বলে গোয়েন্দাদের অভিযোগ। হাসনত শেখকে জেরা করে জানা যায়, বাংলাদেশ থেকে আল কায়দার যে সব সদস্য ও নেতারা চোরাপথে এই রাজ্যে আসত, হাসনত তাদের এই রাজ্যে থাকার ব্যবস্থা করে দিত। শুধু তাই নয়, সেই সব জ’ ঙ্গিদের জাল ভারতীয় পরিচয়ও তৈরি করে দিত সে। সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে এইভাবে, বহু জ’ ঙ্গি ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে আশ্রয় নিচ্ছে জাল পরিচয়ে।

জুলাইয়ে কলকাতা পুলিশের এসটিএফ গ্রেফতার করে, বাংলাদেশী জ’ঙ্গি সংগঠন ও ভারতীয় আল কায়েদার নেতা ফয়জল আহমেদকে। বাংলাদেশ থেকে পলাতক ওই জ’ঙ্গির ফাঁ’সির আদেশও জারি করেছে বাংলাদেশের আদালত। চোরাপথে এই রাজ্যে প্রবেশ করে, পরিচয় বদলে শহিদ মজুমদার নাম নিয়ে সে চলে যায় বেঙ্গালুরুতে। বাংলাদেশের গোয়েন্দাদের কাছ থেকে একটি মোবাইল নম্বর পেয়ে এসটিএফের গোয়েন্দারা তদন্ত করতে শুরু করেন। সেই নাম্বারটি ছিল বেঙ্গালুরুর বাসিন্দা শহিদ মজুমদারের। তদন্ত করে গোয়েন্দারা নিশ্চিত হন যে, ওই শহিদ মজুমদারই আসলে এবিটি তথা আল কায়েদা জ’ঙ্গি নেতা ফয়জল আহমেদ।

আরও পড়ুনঃ বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, মেটিয়াবুরুজ দেখাতে পারে না

ফয়জলকে জেরা করেই হাসনত শেখের সন্ধান মেলে উত্তরপ্রদেশে। পুলিশের জেরার মুখে হাসনত স্বীকার করে যে, বাড়িতে সে লুকিয়ে রেখেছে আকিস বা আল কায়েদার কার্যকলাপের বহু নথি, যেগুলি একটি পেন ড্রাইভেই বন্দি রয়েছে। এসটিএফ আধিকারিকরা হানা দেন মালদহের কালিয়াচকে সুজাপুর এলাকার নাজিরপুর গ্রামে তার বাড়িতে। সেখান থেকেই উদ্ধার হয় ওই পেন ড্রাইভ।

পুলিশি তদন্তে উঠে এসেছে, কলকাতার আশপাশের কয়েকটি জেলায় মডিউল তৈরি করেছে আল কায়েদার জ’ঙ্গিরা। ওই পেন ড্রাইভ থেকে ভারতের কোন রাজ্যে কতজন যুবককে, ভারতীয় আল কায়েদা জ’ঙ্গি সংগঠনে নিয়োগ করা হয়েছে, বা দেশের বাইরে কোনও জায়গায় পাঠানো হয়েছে কি না, সেই তথ্য জানা চেষ্টা হচ্ছে। বেশ বিপদে বাংলা।

]]>
বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, একবালপুর দেখাতে পারে না https://thenewsbangla.com/bengal-media-silent-in-mominpur-ekbalpur-metiabruz-incidents-at-kolkata/ Mon, 10 Oct 2022 03:24:57 +0000 https://thenewsbangla.com/?p=16921 কি হচ্ছে দফায় দফায় গত দুদিন ধরে মোমিনপুরে? কি হয়েছে রবিবার একবালপুর থানাতে? কি চলছে দুদিন মোমিনপুরে? কোন মিডিয়ায় কোন খবর নেই। পুলিশ প্রশাসনের কোন খবর নেই। যেন কিছুই হয়নি। ঠিক কি হচ্ছে এই দুটি এলাকায়? স্থানীয় বাসিন্দারা কি বলছেন? কি হল লক্ষ্মীপুজোর রাতে, এই বাংলায়? বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, মেটিয়াবুরুজ দেখাতে পারে না। কি আশ্চর্য, তাই না?

মোমিনপুর, একবালপুর থানায় চলল, একটি বিশেষ ধর্মের মানুষের তাণ্ডব। ভাঙা হল হিন্দুদের গাড়ির দোকান। ভাঙা হল দুর্গা পুজো শেষ হয়ে যাবার পরে, রয়ে যাওয়া প্যান্ডেলের বাঁশের কাঠামো। শনিবারের হামলার পরে, রবিবার সন্ধ্যার পর থেকে ফের চলল তাণ্ডব। বাংলার কোন মিডিয়া, সে খবর দেখায়নি। এই তিন এলাকায় কোন রিপোর্টার পাঠাবার সাহস দেখায়নি, বাংলার কোন মিডিয়া। ইউক্রেনে প্রতিনিধি পাঠাতে পারলেও, অফিসের কাছে ঢিল ছোঁড়া দুরত্বে কোন প্রতিনিধি পাঠাবার সাহস কেউ দেখায়নি।

আরও পড়ুনঃ অক্টোবর ১০, লক্ষ্মী পুজোর দিন শুরু হয়েছিল নোয়াখালীর ‘হিন্দু নি’ধন’ যজ্ঞ

মোমিনপুর এলাকায়, একবালপুর থানায় তাণ্ডবের ঘটনায়, ব্যবস্থা নিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যের রাজ্যপালকে অনুরোধ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, সৈয়দ ইশতিয়াক আলম টুইট করে জানাচ্ছেন, এইসব হামলার পিছনে কারা আছে, এই নামগুলো নিয়ে তদন্ত করুক কলকাতা পুলিশ ও রাজ্য প্রশাসন।

বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, মেটিয়াবুরুজ দেখাতে পারে না
বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, মেটিয়াবুরুজ দেখাতে পারে না

সৈয়দ ইশতিয়াক আলম নিজের টুইটে অভিযোগ করেছেন, ১। গোলাম আশরফ, Phoenix Group এর মালিক ২। রেহান খান, তৃণমূল কাউন্সিলর সামস ইকবালের জামাই ও ৩। শাহবাজ আলম, ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ, এই তিনজন এই পরিকল্পনার তাণ্ডবে জড়িত। তিনি নিজের অভিযোগ টুইটে জানিয়ে ট্যাগ করেছেন, কলকাতার পুলিশ কমিশনারকে।

কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে, আদৌ কোন তদন্ত হবে কি? নাকি মোমিনপুর এলাকায়, একবালপুর থানায়, এইভাবেই ছিটেফোঁটা টিকে থাকা হিন্দুদের বারবার ভয় দেখানো হবে? তাদের উপর তাণ্ডব হবে বারবার? লক্ষ্মীপুজোর সময় কি নোয়াখালীর ঘটনা আর একবার স্মরণ করিয়ে দেওয়া হল হিন্দুদের? এটাই এখন বড় প্রশ্ন।

]]>
মহালয়ার ভিডিওয় দুর্গা সেজে, ‘মৌল’বাদী’দের হু’মকির মুখে ‘মহানায়িকা’ https://thenewsbangla.com/nusrat-jahan-in-durga-idol-dress-criticised-mockery-by-netizens-fundamentalists/ Mon, 26 Sep 2022 04:44:53 +0000 https://thenewsbangla.com/?p=16845 মহালয়ার ভিডিওয় দুর্গা সেজে, ‘মৌল’বাদী’দের হু’মকির মুখে ‘মহানায়িকা’। মহালয়ার একটি ভিডিও-তে দুর্গা সেজেছেন, তৃণমূল নেত্রী, দেশের সাংসদ নুসরত জাহান। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায়, মুসলিম ‘মৌল’বাদী’দের হু’মকির মুখে পড়েছেন কিছুদিন আগেই রাজ্য সরকারের ‘মহানায়িকা’ পুরষ্কার পাওয়া নায়িকা। “দোজখের জন্য তৈরি থাকো”, মহালয়ার ভিডিওয় দুর্গা সাজায় হুঁ’শিয়ারি নুসরতকে।

বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। এবার ফের বিতর্কে তৃণমূল সাংসদ নুসরত জাহান। মহালয়ার দিন দেবী দুর্গার সাজে, একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী-সাংসদ। আর তাতেই চটেছেন নেট-দুনিয়ার একাংশ, বিশেষ করে মুস’লিম ধর্মের মানুষরা। “দোজখের জন্য তৈরি থাকো”, সরাসরি এমন হুঁশি’য়ারিও দেওয়া হয়েছে নুসরতের সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্টবক্সে।

আরও পড়ুনঃ আমলার মামলা লড়তে রাজ্যের খরচা কোটি কোটি টাকা, মমতার গোঁয়ার্তুমি

লাল পেড়ে সাদা শাড়ি, পিঠ-খোলা ব্লাউজ আর এলো-চুলে, পুরুষ ভক্তদের বুকের ধুকপুকানি বাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন নুসরত জাহান। আলতা রাঙানো দুই পা, রাঙা হাতে ধরা পদ্মফুল, ক্যামেরার সামনে এভাবেই পোজ দিয়ে সকলকে শুভ মহালয়া জানিয়ে আগমনীর শুভেচ্ছা জানান নুসরাত। আর তারপরেই শুরু বিতর্ক।

সোশ্যাল মিডিয়াতে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই, কটুক্তি করেছেন তাঁকে। নুসরাতকে উদ্দেশ্য করে কেউ লিখলেন, “তোমার নরকেও ঠাঁই হবে না। আল্লাহর অপমান করছো”। হিন্দুরা লিখলেন, “নকল হিন্দু সেজে সনাতন ধর্মকে ছোট করা, ন্যাকামি”। কেউ কেউ আবার নুসরাতকে, তার মোটা ঠোঁটের জন্যেও ব্যঙ্গ করেছেন। যদিও নুসরাতের ভক্তরা তাঁর প্রশংসা করেছেন।

]]>
মেধাবী ছেলেটাও জ’ঙ্গি, আলকা’য়দা সন্দেহে হাসনাত শেখ গ্রেফতার, অবাক মালদা https://thenewsbangla.com/talented-muslim-boy-arrested-by-kolkata-police-stf-as-al-qaeda-hasnat-sheikh-family-surprised/ Thu, 15 Sep 2022 15:17:13 +0000 https://thenewsbangla.com/?p=16827 ‘মেধাবী ছেলেটাও জ’ঙ্গি’, আলকা’য়দা সন্দেহে হাসনাত শেখ গ্রেফতার, অবাক মালদার সুজাপুর। বাড়ি মালদার সুজাপুরে, মেধাবী ছাত্র। কিন্তু সেই আল-কায়’দার ভারতীয় উপমহাদেশ শাখার হয়ে, মূলত হাওড়া জেলায় আল-কায়’দার হয়ে সদস্য সংগ্রহ সহ জ’ঙ্গি সংগঠনের বিভিন্ন কাজকর্ম করত বলেই অভিযোগ। সন্দেহভাজন জ’ঙ্গি হাসনাত শেখ-কে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে, গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ বা স্পেশাল টাস্ক ফোর্স।

মালদার কালিয়াচকের বাসিন্দা, ওই জ’ঙ্গির নাম হাসনাত শেখ। রবিবার তাকে গ্রেফতার করে, ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে বুধবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। সরকারি কৌঁসুলি আদালতে জানান, ধৃতের বিরুদ্ধে দেশ-বিরোধী কার্যকলাপের, অকাট্য প্রমাণ রয়েছে। এ রাজ্যে সে নিষিদ্ধ জ’ঙ্গি সংগঠন আল-কায়’দার হয়ে কাজ করছিল। হাসনাতকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত, পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন; লজ্জায় শিক্ষা, ভুয়ো নিয়োগপত্রে সই করতেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময়

মালদার সুজাপুরে প্রত্যন্ত গ্রামে ছোট্ট বাড়ি, সেখানেই বেড়ে ওঠা হাসনাতের। এলাকায় মেধাবী-ছাত্র হিসাবেই পরিচিত। সকলের মুখে-মুখে ফেরে, ‘ভাল ছেলে’ মন্তব্য। আর সেই ছেলেই কিনা, আল-কা’য়দা জ’ঙ্গি সন্দেহে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের জালে ধরা পড়েছে। মানতেই পারছেন না, ধৃত হাসনাত শেখের পরিবার, প্রতিবেশীরা।

স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করে হাসনাত। এরপর উচ্চশিক্ষার জন্য, উত্তরপ্রদেশের সাহারানপুরে পাড়ি দেয় সে। এসটিএফের দাবি, সেখানেই ভারতের আল-কা’য়দা জ’ঙ্গি সংগঠন ‘আকিস’-এর নেতারা তার মগজধোলাই করে। বাংলাদেশি আকিস জ’ঙ্গি ফয়জল আহমেদ ওরফে শাহিদ মজুমদারকে জেরা করে তার সন্ধান মেলে।

]]>
রাজ্যে হানা দিয়েছে ডেঙ্গি থ্রি, আক্রান্ত খোদ আমাদের রক্ষাকর্তা নগরপাল https://thenewsbangla.com/dengue-3-attacked-state-affected-vineet-goyal-kolkata-police-commissioner/ Thu, 15 Sep 2022 08:28:36 +0000 https://thenewsbangla.com/?p=16817 রাজ্যে হানা দিয়েছে ডেঙ্গি-থ্রি, আক্রান্ত খোদ আমাদের রক্ষাকর্তা নগরপাল। ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তবে তাঁর অবস্থা স্থিতিশীল, বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, জ্বর হয়েছিল কলকাতার নগরপালের। রক্ত পরীক্ষা করাতে, রিপোর্টে ডেঙ্গি উঠে আসে। তারপরই বুধবার সকালে বিনীত গোয়েল-কে হাসপাতালে ভর্তি করানো হয়। এই মুহূর্তে বেলভিউ নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

ডেঙ্গির প্রকোপের মধ্যেই, এবার রাজ্যে হানা ডেঙ্গি-থ্রির। বিভিন্ন হাসপাতাল থেকে নাইসেডে, ডেঙ্গি আক্রান্তদের নমুনা পরীক্ষা করা চলছে। চলতি-মাসে পাঠানো ৫০টি নমুনার মধ্যে, ৩৫টিতেই ডেঙ্গি-থ্রি ধরা পরেছে। গতমাসে পাঠানো ৫০টি নমুনার মধ্যে, ২০টিতেই ডেঙ্গি-থ্রি ধরা পরেছিল। আক্রান্তদের বেশিরভাগই, ডেঙ্গি-থ্রি ভাইরাসের কবলে পড়েছেন।

আরও পড়ুন; “মমতার চাকরির অফার লেটার দুর্নীতি”, রাজ্য সরকার কোম্পানির লেটারহেড জাল করেছে

রাজ্যে ডেঙ্গি-থ্রি-র দাপট বাড়ছে, সংক্রমণ লাগামছাড়া। কিছুদিন ধরেই কলকাতায় ও রাজ্য জুড়ে ডেঙ্গির সংক্রমণ ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য-দফতরের তরফে ইতিমধ্যেই, কড়া সতর্কতা জারি হয়েছে। নির্দেশে বলা হয়েছে, ডেঙ্গি আক্রান্তের প্লেটলেট না কমলেও, সতর্ক থাকতে হবে। আটদিন পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের প্লেটলেটের দিকে, কড়া নজর রাখার নির্দেশ।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, সামান্য বমি, মাথা-ঘোরার উপসর্গ দেখলেই, সঙ্গে-সঙ্গে রক্তচাপ পরীক্ষা করতে হবে। প্রয়োজনে হাসপাতালে ভর্তি করতে হবে। দক্ষিণ দমদম, কামারহাটি, শ্রীরামপুর, বিধাননগর, বালি, হাওড়া-তেও নজরদারি চলছে। নতুন করে ৫৩৭জন ডেঙ্গি-আক্রান্ত, সরকারি হাসপাতালে ভর্তি ৪৮৫জন, জানিয়েছে স্বাস্থ্য দফতর।

]]>
“সংখ্যালঘু মহিলা পুলিশ দিয়ে আমাকে ফাঁসানোর পিসি-ভাইপোর চক্রান্ত ফাঁস” https://thenewsbangla.com/kolkata-police-plot-by-order-of-mamata-abhishek-to-frame-me-with-minority-women-police-exposed-said-suvendu-adhikari/ Thu, 15 Sep 2022 04:59:21 +0000 https://thenewsbangla.com/?p=16811 “সংখ্যালঘু মহিলা পুলিশ দিয়ে আমাকে ফাঁসানোর পিসি-ভাইপোর চক্রান্ত ফাঁস”। এমনটাই দাবি করলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্ফোরক অভিযোগ করলেন, শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে ফাঁসানোর ব্যাপারে, ‘প্লট’ সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশ কর্তাদের। মহিলা পুলিশ অফিসার, তারপরে আবার সংখ্যালঘু, এমন পুলিশ অফিসারকেই পাঠানো হয়েছিল শুভেন্দুকে গায়ে হাত দিয়ে বিরক্ত করতে। যাতে রেগে গিয়ে কোন ভুল করে ফেলেন তিনি। কিন্তু পিসি-ভাইপোর চক্রান্ত তিনি আগেই ধরে ফেলেছিলেন বলেই দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

বিস্ফোরক অভিযোগ করলেন, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, নানানভাবে শুভেন্দুকে শায়েস্তা করতেই বিভিন্ন ব্যবস্থা নিয়েছে পুলিশ, নবান্ন অভিযানে গতকালের পুলিশের প্ল্যানটা তারই অঙ্গ। ঠিক ছিল শুভেন্দুকে বিদ্যাসাগর সেতুর আগেই আটকাতে হবে। তাঁকে মহিলা পুলিশ দিয়ে ঘিরে রাখা হবে। ‘প্রভোক’ করা হবে যাতে শুভেন্দু উত্তেজিত হয়ে, হাত চালান। উত্তেজিত হয়ে হাত চালালেই, ৩৫৪ ধারায় অভিযুক্ত করে এফআইআর করা হবে।

আরও পড়ুন; “বিচারব্যবস্থার একাংশ বিজেপিকে সাহায্য করছে”, আদালতকেও দাগিয়ে দিলেন অভিষেক

অভিযোগ, পুরো দায়িত্বে রাখা ছিল, এক সংখ্যালঘু মহিলা আইপিএস-কে। সঙ্গে প্রায় ২০ জন মহিলা কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ার ছিলেন প্রথম বৃত্তে। তারপরে জেনারেল পুলিশ, পরের বৃত্তে ছিলেন আরও মহিলা পুলিশ। পুরো এলাকা কর্ডন করে ছিল, তিনটি থানার পুলিশ। শুভেন্দু স্পটে এলেই, তাঁকে বৃত্তে বন্দী করবেন মহিলা বাহিনী। ঠিক সেই মাফিক পুরো অপারেশন, অপারেট শুরু করেন ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। শুভেন্দুর হাত ধরে টানাটানি শুরু করেন, এক মহিলা পুলিশ অফিসার। সেই ছবিও মিডিয়ার ভিডিও ফুটেজে দেখা গেছে।

বুদ্ধিমান শুভেন্দু অধিকারী যে ছকটা ধরে ফেলবেন, সেটা বোঝেনি কলকাতা পুলিশ। পুলিশের পরিকল্পনা সফল হবার আগেই, সেটা নিয়ে চিৎকার করেন শুভেন্দু নিজেই। তখনই তিনি বলেন, “আমার গায়ে হাত দেবেন না। আপনি মহিলা, আমি পুরুষ”। শুভেন্দুকে এইভাবে ফাঁসানোর পরিকল্পনা, ফেল করে কলকাতা পুলিশের। ফাঁসাতে না পেরে শুভেন্দুকে, শেষপর্যন্ত অ্যারেস্ট করা হয়। শুভেন্দুর কথায় সায় দিয়ে, সব বিজেপি নেতাই এখন এই অভিযোগ করছেন। তবে রাজ্য প্রশাসন বা কলকাতা পুলিশের তরফ থেকে, এখনও এই নিয়ে কোন মন্তব্য করা হয়নি। তবে তৃণমূল নেতারা বলেছেন, “মনগড়া গল্প বলছেন, শুভেন্দু অধিকারী”।

]]>
“আমি থাকলে মাথায় গুলি করতাম, পুলিশ সংযম দেখিয়েছে”, অভিষেক বন্দ্যোপাধ্যায় https://thenewsbangla.com/abhishek-banerjee-i-would-have-shot-in-the-head-police-showed-restraint/ Wed, 14 Sep 2022 12:24:17 +0000 https://thenewsbangla.com/?p=16795 “আমি থাকলে মাথায় গুলি করতাম, পুলিশ সংযম দেখিয়েছে”, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত এসিপিকে দেখতে, এসএসকেএম গেলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন, কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়। মঙ্গলবার বড়বাজারে বিজেপি-র নবান্ন অভিযানে আক্রান্ত হন তিনি। বুধবার তাঁকে দেখে হাসপাতাল থেকে বেরিয়েই, বিজেপি-কে তীব্র আক্রমণ করলেন অভিষেক।

পরিস্কার বলেন, “আমি ওখানে থাকলে মাথায় গুলি করতাম, পুলিশ সংযম দেখিয়েছে”। নবান্ন অভিযান, “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, এদিন একযোগে বললেন মমতা অভিষেক। বিজেপির নবান্ন নিয়ে একযোগে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, বিজেপির নবান্ন অভিযান নিয়ে বুধবার পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে এমনই মন্তব্য করলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহত পুলিশ কর্মীদের দেখে এসে, সেই একই মন্তব্য করলেন, তৃণমূল সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন; নবান্ন অভিযান, “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, একযোগে মমতা অভিষেক

এদিন অভিষেক কপালের মাঝখান দেখিয়ে পরিস্কার বলেন, “আমি থাকলে ঠিক মাথায় গুলি করতাম”। অভিষেক আরও বলেন, “গায়ের জোরে গুন্ডামি, মস্তানি করেছে বিজেপি। পুলিশকে স্যালুট। যে ধৈর্য, সংবেদনশীলতা এবং সংযমের পরিচয় দিয়েছেন ওঁরা, তার জন্য কুর্নিশ জানাই। ওঁদের নিরলস পরিশ্রমের জন্যই, আজ বাংলা সুরক্ষিত। ওদের জন্যই দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। সংবাদমাধ্যমকে ধন্যবাদ, কাল প্রকৃত সত্য তুলে ধরেছেন”। অভিষেকের বক্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

]]>
নবান্ন অভিযান, “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, একযোগে মমতা অভিষেক https://thenewsbangla.com/nabanna-abhjaan-police-could-have-opened-fire-if-they-wanted-said-mamata-abhishek/ Wed, 14 Sep 2022 12:06:51 +0000 https://thenewsbangla.com/?p=16792 নবান্ন অভিযান, “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, একযোগে বললেন মমতা অভিষেক। বিজেপির নবান্ন নিয়ে একযোগে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, বিজেপির নবান্ন অভিযান নিয়ে বুধবার পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে এমনই মন্তব্য করলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহত পুলিশ কর্মীদের দেখে এসে, সেই একই মন্তব্য করলেন, তৃণমূল সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে, রণক্ষেত্রে পরিণত হয় কলকাতা, হাওড়া। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়, আন্দোলনরত বিজেপি কর্মীদের। তাঁরা ব্যারিকেড ভেঙে ফেলে, পুলিশের গাড়িতে আগুনও ধরিয়ে দেয়। সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশকর্মী ও বিজেপি কর্মী-সমর্থক আহত হয়েছেন। সেই নবান্ন অভিযান নিয়েই, এদিন বিজেপিকে নিশানা করেন মমতা। তিনি বলেন, “বিজেপির নবান্ন অভিযানে মানুষের ভোগান্তি হয়েছে, সমাজবিরোধী কাজ রাজনীতিতে খাপ খায় না। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ চাইলেই গুলি চালাতে পারত, কিন্তু এটা কাম্য নয়। শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে”।

আরও পড়ুন; বিজেপির নবান্ন অভিযান, ‘কত লোক’, মিলছে না মমতা ও অভিষেকের বক্তব্য

একই কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে আহত পুলিশ কর্মীদের দেখে বেরিয়ে এসে অভিষেক বলেন, “পুলিশকে কুর্নিশ, তারা অত্যন্ত সংযম দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। তারা চাইলেই গুলি চালাতে পারত। পুলিশ অত্যন্ত ধৈর্যর পরিচয় দিয়েছে”। “গাড়ি পোড়াবার পেট্রোল কোথা থেকে পেল, লোহার রড নিয়ে পুলিশের উপর হামলা হয়েছে”, সাংবাদিকদের বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

]]>
শুরুর আগেই ‘সুপারহিট’ বিজেপির নবান্ন অভিযান, সৌজন্যে মমতার পুলিশ https://thenewsbangla.com/nabanna-avijaan-by-bengal-bjp-makes-super-hit-by-mamata-banerjee-govt-bengal-police/ Tue, 13 Sep 2022 05:34:14 +0000 https://thenewsbangla.com/?p=16765 রাজ্যের সর্বত্র বিজেপি কর্মীদের আটকে, নবান্ন অভিযান শুরুর আগেই ‘সুপারহিট’ করে দিল মমতার পুলিশ। গতকাল বিকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে ঢুকে, বিজেপি কর্মীদের আটকে দেয় রাজ্যের পুলিশ। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন স্টেশনে, আটকানো হচ্ছে, বিজেপি কর্মী সমর্থকদের। আর এইভাবে নবান্ন অভিযান শুরুর আগেই, বিজেপিকে খবরে এনে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। রাজ্য জুড়ে বিজেপিকে আটকে, নবান্ন-অভিযান শুরু আগেই ‘হিট’ করে দিল পুলিশ।

নিম্নচাপের জেরে একটানা বৃষ্টি চলছে, গোটা রাজ্য জুড়ে। বৃষ্টি হচ্ছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে। কোথাও একনাগাড়ে বৃষ্টির পর, জল জমেছে। যান চলাচল ব্যহত হাওড়া-কলকাতা শহর জুড়ে। বিরূপ প্রকৃতি, প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করেই নবান্ন অভিযান সফল করতে মরিয়া বাংলার গেরুয়া শিবির। ঝড়বৃষ্টি উপেক্ষা করেই, রাত থেকেই শহরের বিভিন্ন-প্রান্তে জমায়েত হয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন; বিজেপির নবান্ন অভিযান, স্টেশনে ঢুকে বিজেপিকে আটকানোর চেষ্টা পুলিশের

হাওড়া, শিয়ালদহ স্টেশনে উত্তরবঙ্গ থেকে আসা ট্রেনগুলির, যাত্রীদের বেশিরভাগই এসেছেন বিজেপির নবান্ন অভিযানে যোগ দিতে। এছাড়া বর্ধমান, হুগলী, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকেও, ট্রেন, বাস, গাড়ি করে কলকাতা-মুখী বিজেপি সমর্থকরা। পাল্টা বিজেপির নবান্ন অভিযান রুখতে মরিয়া পুলিশও। রাজ্যের মূল প্রশাসনিক ভবন নবান্নের সামনে, কড়া পুলিশি প্রহরা।

তবে যেভাবে সোমবার বিকাল থেকে ও মঙ্গলবার সকাল থেকেই, বিভিন্ন স্টেশনে ঢুকে বিজেপি-কর্মীদের কোথাও আটকানো হল, কোথাও গ্রেফতার করা হল, তাতে শুরু আগেই ‘সুপারহিট’ বিজেপির নবান্ন অভিযান।

]]>