FirhadHakim – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 26 Sep 2022 13:17:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg FirhadHakim – The News বাংলা https://thenewsbangla.com 32 32 প্রতারণা মামলায় আমির খানের সঙ্গে যোগ, তৃণমূলের এক মন্ত্রী এবং এক কাউন্সিলরের https://thenewsbangla.com/tmc-minister-and-tmc-councilor-related-with-aamir-khan-in-gardenrich-fraud-case/ Mon, 26 Sep 2022 13:17:03 +0000 https://thenewsbangla.com/?p=16859 প্রতারণা মামলায় আমিরের সঙ্গে যোগ, তৃণমূলের এক মন্ত্রী এবং এক কাউন্সিলরের। ফের বিপদে তৃণমূল। ১৭ কোটির গার্ডেনরিচ প্রতারণা মামলায়, ধৃত আমির খানের সঙ্গে যোগাযোগ ছিল পোর্ট-এলাকার রাজ্যের এক মন্ত্রী এবং তৃণমূলের এক কাউন্সিলরের। এমনটাই দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি-র। ইডির দাবি, তাদের তদন্তে আমির কাণ্ডে, বন্দর এলাকার এক তৃণমূল মন্ত্রী ও এক তৃণমূল কাউন্সিলরের নাম উঠে এসেছে।

এক তৃণমূল কাউন্সিলর ও রাজ্য মন্ত্রিসভার এক দাপুটে মন্ত্রীর নাম উঠে এসেছে আমির খানের প্রতারণা চক্রের সঙ্গে। আমিরের পরিবারের এক সদস্য, মন্ত্রী ও কাউন্সিলরের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখতেন। গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানকে গ্রেফতার করেছে, কলকাতা পুলিশ। শুক্রবার রাতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে, গ্রেফতার করা হয়েছে তাঁকে।

আরও পড়ুনঃ প্রাথমিকে ফের শিক্ষক নিয়োগ, পুজোর আগেই প্রাথমিক টেট পরীক্ষার ঘোষণা

তল্লাশি চালিয়ে গার্ডেনরিচে আমিরের বাড়ি থেকে, ১৭ কোটিরও বেশি নগদ টাকা উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনার সময় থেকেই, বেমালুম গা ঢাকা দিয়েছিলেন আমির। মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে আর্থিক প্রতারণার অভিযোগের তদন্তে নেমে, গার্ডেনরিচের শাহি আস্তাবল গলি, পার্ক স্ট্রিট, মোমিনপুরের বন্দর এলাকা, নিউটাউন-সহ শহরের ছটি জায়গায় গত ১০ সেপ্টেম্বর একসঙ্গে অভিযান শুরু করেছিল ইডি।

আমিরের ঘরের খাটের তলা থেকে বান্ডিলের পর বান্ডিল, নগদ টাকা উদ্ধার করা হয়েছিল। ইডি সূত্রের দাবি, নিউটাউনে আমিরের এক বান্ধবীর নামে ভাড়া নেওয়া ফ্ল্যাটে, শতাধিক মোবাইলের সিমকার্ড উদ্ধার হয়েছিল। সেগুলি যাচাই করেই বন্দর এলাকার, ওই প্রভাবশালী তৃণমূল কাউন্সিলারের কথা জানা গিয়েছে।

আরও পড়ুনঃ আমলার মামলা লড়তে রাজ্যের খরচা কোটি কোটি টাকা, মমতার গোঁয়ার্তুমি

তদন্তকারীদের আরও অভিযোগ, ওই কাউন্সিলারের সঙ্গে মন্ত্রিসভার প্রভাবশালী এক মন্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তদন্তকারী এক অফিসার জানান, “মন্ত্রিসভার ওই প্রভাবশালী সদস্যের সঙ্গে যে আমিরের যোগাযোগ রয়েছে, তদন্তে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু একটি ‘মিসিং লিঙ্ক’ বা ছিন্নসূত্র ছিল।

আমিরের সঙ্গে ওই মন্ত্রীর সরাসরি কোনও যোগ স্পষ্ট হচ্ছিল না। ইডির দাবি, আমির যে ওই কাউন্সিলরের মাধ্যমেই মন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতেন, সেটা পরিষ্কার। সরাসরি নয়, ওই কাউন্সিলরও আমিরের সঙ্গে যোগাযোগ রাখতেন, পরিবারের এক সদস্যের মাধ্যমে। ফলে, ফের বড় সমস্যায় তৃণমূল।

]]>
বিজেপির নবান্ন অভিযান, ‘লোকসংখ্যা’ নিয়ে দুই মত ফিরহাদ কুণালের https://thenewsbangla.com/bjp-nabanna-abhijaan-how-many-people-firhad-hakim-kunal-ghosh-on-different-views/ Wed, 14 Sep 2022 10:45:01 +0000 https://thenewsbangla.com/?p=16789 বিজেপির নবান্ন অভিযান, ‘লোকসংখ্যা’ নিয়ে দুই মত ফিরহাদ কুণালের। বিজেপির নবান্ন অভিযান, কত লোক হয়েছিল? সেই নিয়ে ভিন্ন মত বিভিন্ন তৃণমূল নেতাদের। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ‘বিহার উত্তরপ্রদেশ থেকে গু’ন্ডা নিয়ে এসেছিল বিজেপি’। আবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, “বিজেপির নবান্ন অভিযান ব্যর্থ, লোকই হয়নি”।
তাহলে কোনটা ঠিক, প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা।

বিজেপির নবান্ন অভিযান, ‘কত লোক’, মিলছে না মমতা ও অভিষেকের বক্তব্যও। কে ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রসঙ্গ, বঙ্গ বিজেপির নবান্ন অভিযান। বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দেননি, মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, “বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি। বেলুন ফুটো হয়ে গেছে, গুরুত্ব দেওয়ার দরকার নেই”। অন্যদিকে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “শুধু বাংলা নয়, বিজেপির গুন্ডামি দেখল গোটা দেশ, ক্ষমতায় এলে কী করত, ভেবেই কেঁপে উঠছি”।

আরও পড়ুনঃ লজ্জায় বাংলার শিক্ষা, তৃণমূল আমলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগও বেআইনি

দুরকম বক্তব্য ফিরহাদ হাকিম ও কুণাল ঘোষেরও। একজন বলেছেন, “লোক হয়নি”। অন্যজন বলেছেন, “বাইরের রাজ্য থেকে গু’ন্ডা আনা হয়েছিল”। নবান্ন অভিযান নিয়ে, ভিন্ন মত তৃণমূল নেতাদের।

অন্যদিকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার ভিড়ের ছবি দিয়ে লেখেন, “যারা বলছে লোক হয়নি, তারা ছবি দেখেই ভয় পেয়েছে, তাই ভুল বকছে। তৃণমূল সরকারের শেষ সময় হাজির, মানুষ এই সরকারকে আর চায় না। সেটা নবান্ন অভিযানেই প্রমাণ হয়ে গেছে”।

]]>
গার্ডেনরিচে উদ্ধার ১৫ কোটি, “বাংলার অর্থনীতি ভাঙার চেষ্টা ইডির” সরব ফিরহাদ https://thenewsbangla.com/ed-seizes-15-crores-from-kolkata-businessman-house-firhad-hakim-says-conspiracy/ Sat, 10 Sep 2022 11:49:28 +0000 https://thenewsbangla.com/?p=16755 গার্ডেনরিচে উদ্ধার ১৫ কোটি, “বাংলার অর্থনীতি ভাঙার চেষ্টা ইডির” সরব ফিরহাদ হাকিম। গার্ডেনরিচে পরিবহন ব্যবসায়ীর বাড়িতে খাটের নিচে, হাঁড়ির ভিতরে টাকার পাহাড়। ইডির অভিযানে উদ্ধার, ১৫ কোটির বেশি নগদ, মিলেছে অনেক সোনার গয়নাও। উদ্ধার হওয়া নোটের তাড়া, এখনও মেশিনে গোনা চলছে। ফলে উদ্ধার হওয়া টাকার অঙ্কটা আরও বাড়তে পারে, বলে মনে করছে ইডি কর্তারা। এদিকে কলকাতার একাধিক এলাকায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা নিয়ে, এবার মুখ খুলেছেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। “বাংলার অর্থনীতি ভাঙার চেষ্টা ইডির” সরব ফিরহাদ হাকিম।

শনিবার ‘টক টু মেয়র’ কর্মসূচিতে, ইডির হানা প্রসঙ্গে মুখ খোলেন ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় সংস্থার তৎপরতার পিছনে, প্রধানত দু’টি কারণ আছে বলে দাবি ফিরহাদের। তিনি বলেন, “কলকাতার বিভিন্ন প্রান্তে ইডির হানার পিছনে, দু’টি কারণ রয়েছে। এক, আমাদের ভয় পাওয়ানোর চেষ্টা। এসব করে তৃণমূল দলকে বার্তা দেওয়া হচ্ছে। যাতে তারা আর বিজেপির বিরুদ্ধে, রাজনৈতিক লড়াই না করে। আর দুই, বাংলার ব্যবসায়ীদের ভয় পাইয়ে দেওয়া। যাতে তারা বাংলায় ব্যবসা না করে, ওদের রাজ্যে গিয়ে ব্যবসা করে। বাংলার অর্থনীতিকে ভেঙে দেওয়ার চেষ্টা”।

আরও পড়ুনঃ ফের কোটি কোটি টাকার পাহাড়ের খোঁজ, কলকাতায় ফের ইডির অভিযান

শনিবার কলকাতার তিন জায়গায়, ইডি তল্লাশি চালায়। পার্ক স্ট্রিট, মোমিনপুর ও গার্ডেনরিচে। গার্ডেনরিচে হওয়া তল্লাশি অভিযানে, পরিবহন ব্যবসায়ি মহম্মদ নিসার খানের খাটের তলা থেকে ১৫ কোটি টাকা উদ্ধার হয়েছে।

]]>
‘সুরবদল’, মমতার পর তৃণমূলের দায়িত্বে অভিষেকেই ‘আস্থা’ ফিরহাদের https://thenewsbangla.com/after-mamata-banerjee-tmc-in-charge-will-be-abhishek-banerjee-said-firhad-hakim/ Tue, 30 Aug 2022 06:38:44 +0000 https://thenewsbangla.com/?p=16505 ছাত্র পরিষদের মঞ্চে ঘোষণা, মমতার পর তৃণমূলের দায়িত্বে অভিষেকেই ‘আস্থা’ ফিরহাদের। “ভবিষ্যত প্রজন্মকে নেতৃত্ব দেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে এগিয়ে নিয়ে যাবেন তিনি”। মেয়ো রোডের জনসভা থেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন, রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে, তাঁর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বাংলার রাজনৈতিক মহল।

তাঁকে মমতা শিবিরের বলেই জানে সবাই, আর অভিষেক খুব একটা পছন্দ করেন না তাঁকে, এরকমটাই রাজনৈতিক জল্পনা। তাই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেকাছি আসার প্রচেষ্টা শুরু করলেন ফিরহাদ হাকিম? উঠে গেছে প্রশ্ন। রবিবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে সোমবার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে জনসভা আয়োজন করেছিল তৃণমূল ছাত্র সংগঠন। সেই সভামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শা’নানোর পাশাপাশি, অভিষেকের নেতৃত্ব নিয়েও মুখ খোলেন ফিরহাদ।

আরও পড়ুন; আশঙ্কা সত্যি হল অভিষেকের, কয়লা পাচার কাণ্ডে এবার ‘ভাইপো’কে তলব

তাঁর মিনিট তিনেকের বক্তব্যে বার তিনেক উঠে এসেছে অভিষেকের নাম। “ভবিষ্যতে মমতার আদর্শে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে, সাধারণ মানুষকে নেতৃত্ব দেবেন অভিষেক”, এমন বার্তাই দিয়েছেন ফিরহাদ। বক্তব্যের শুরুতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে, ‘ছাত্র-যুব নয়নের মণি’ বলে উল্লেখ করেন কলকাতার মেয়র।

এরপর ফিরহাদ বলেন, “যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, যে ভিত তিনি তৈরি করেছেন, সাধারণ মানুষের স্বার্থে অভিষেকের নেতৃত্বে সেই লড়াই আপনারা এগিয়ে নিয়ে যাবেন। এটা আমাদের বিশ্বাস”।

]]>
“ফিরহাদ হাকিমের অতিরিক্ত সম্পত্তি পাওয়া গেলে জানবেন সাজানো”, রায় দিলেন মমতা https://thenewsbangla.com/cm-mamata-banerjee-defend-firhad-hakim-conspiracy-by-bjp/ Mon, 29 Aug 2022 13:42:27 +0000 https://thenewsbangla.com/?p=16473 “ফিরহাদ হাকিমের অতিরিক্ত সম্পত্তি পাওয়া গেলে জানবেন সাজানো”, রায় দিলেন মমতা। আরও একবার কেন্দ্রীয় তদন্ত সংস্থার ভুমিকা নিয়ে, প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সভামঞ্চ থেকে তিনি বার্তা দিলেন, “ববিকে গ্রেফতার করলে বুঝবেন, সবটা সাজানো”। দলের নেতা-মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সংস্থা তথা বিজেপি সরকারকে, একহাত নিলেন তিনি। সিবিআই ও ইডির গ্রেফতারিকে, সরাসরি ষড়যন্ত্রের তকমা দিলেন তৃণমূল সুপ্রিমো।

এদিন তৃণমূল ছাত্র পরিষদের ২৪তম প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে, বিরোধীদের উদ্দেশ্যে একের পর এক কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে বিরোধীদের আক্রমণের সুরে মমতা বলেন, ‘পার্থ-কেষ্ট-ফিরহাদ, আমরা সবাই চোর। তাহলে আপনারা কি? সাধু’। এদিন মঞ্চে হাজির ছিলেন ফিরহাদ হাকিম থেকে শুরু করে তৃণমূলের হেভিওয়েট নেতারা।

আরও পড়ুনঃ সম্পত্তি বৃদ্ধি মামলা, “এখানে কেন হবে আন্তর্জাতিক কোর্টে হবে”, দাবি মমতার

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সভামঞ্চ থেকে মমতা আশঙ্কা প্রকাশ করেন, ‘সরকার ফেলতে ষড়যন্ত্র করে আগামী দিনে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়দেরও গ্রেফতার করা হতে পারে’। মমতা এও বলেন, ‘সংবাদমাধ্যমের সঙ্গেও বিজেপির বোঝাপড়া হয়েছে’।

নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে, গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এরপরই গরু-পাচার মামলায় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে, গ্রেফতার করে সিবিআই। দুই কেন্দ্রীয় সংস্থার নজরে রয়েছেন তৃণমূলের আরও নেতা-মন্ত্রীরা। সেই প্রসঙ্গ টেনে এনে, এবার ‘ষড়যন্ত্রের তত্ত্ব’ তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

]]>
ক্ষমতায় এসে সম্পত্তি বেড়েছে বহুগুণ, মামলায় গোয়েন্দাদের বাদ দিতে আদালতে মন্ত্রীরা https://thenewsbangla.com/tmc-leaders-property-increased-after-coming-to-power-tmc-ministers-in-court-to-exclude-ed-detectives/ Fri, 12 Aug 2022 12:58:04 +0000 https://thenewsbangla.com/?p=16106 ক্ষমতায় এসে সম্পত্তি বেড়েছে বহুগুণ, মামলায় গোয়েন্দাদের বাদ দিতে আদালতে মন্ত্রীরা। “আমরা চোর নই”, অথচ বেজায় ভয় গোয়েন্দাদের। “আমরা শুধুই রোজগার করেছি”, অথচ সেটা খতিয়ে দেখতে ইডি ঢুকলেই আপত্তি। শাসক দল তৃণমূলের ১৯ জন নেতার সম্পত্তি এত ব্যাপক হারে বাড়ল কি করে? এই সংক্রান্ত মামলায় এবার ডিভিশন বেঞ্চে হাজির তৃণমূল নেতা-মন্ত্রীরা। দাবি, বাদ দিতে হবে ইডিকে। ইডিকে এই মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ প্রত্যাহারের আবেদন জানালেন, মন্ত্রী অরুপ রায়, ফিরহাদ হাকিম এবং জ্যোতিপ্রিয় মল্লিক।

কী ভাবে অফিসিয়ালি এত ব্যপক হারে বাড়ছে, শাসক দলের নেতা-মন্ত্রীদের সম্পত্তি? প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এক মামলাকারী। আবেদনে বলা হয়েছিল, ২০১১ সাল থেকে নেতা-মন্ত্রীদের নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী, বেশ কয়েকগুণ বেড়েছে তৃণমূল নেতা-মন্ত্রীদের সম্পত্তি।

সম্পত্তি বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা করা হয়েছে তাতে নাম আছে, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, মলয় ঘটক, স্বর্ণকমল সাহা, গৌতম দেব, ইকবাল আহমেদ, ব্রাত্য বসু, জাভেদ খান, অরূপ রায়, অমিত মিত্র, অর্জুন সিং, সব্যসাচী দত্ত, শিউলি সাহা, আবদুর রেজ্জাক মোল্লা, রাজীব বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুনঃ বাবাকে মেরেছিল ‘অনুব্রতর দল’, কেষ্টদার জন্য চোখে জল তৃণমূলে ‘গদি’ পাওয়া হৃদয়ের

২০১৭ সালে দায়ের হওয়া এই মামলায়, আগেই যুক্ত ছিল আয়কর দফতর। দুদিন আগে এই মামলার শুনানিতে, ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট-কে পার্টি করার নির্দেশ দিয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ইডিকে এই মামলায় যুক্ত করার কড়া নির্দেশ দিয়েছেন, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

এরপরেই সাংবাদিক সম্মেলন করে, নেতা-মন্ত্রীরা বলেন, “রোজগার করাটা কোন অন্যায় নয়। আমরা রোজগার করেছি, কোন দুর্নীতি নয়”। আর এদিন অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি মামলায়, আদালতের দ্বারস্থ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক এবং অরূপ রায়। কি কারণে?

অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত মামলায়, ইডি-কে বাদ দেওয়ার আর্জি জানান হয়েছে আদালতে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে, আদালতের দ্বারস্থ হয়েছেন তিন মন্ত্রী। রোজগার করেছি কোন দুর্নীতি নয়, কিন্তু কোন গোয়েন্দা সংস্থাকে এই মামলায় নেওয়া যাবে না, এটাই আবেদন।

]]>
তৃণমূল কি স্বীকার করেই নিল, “আমরা সবাই চোর” https://thenewsbangla.com/tmc-admits-we-all-are-thieves-tmc-protest-rally-against-ed-cbi-tmc-leaders-arrest/ Fri, 12 Aug 2022 05:03:42 +0000 https://thenewsbangla.com/?p=16082 তৃণমূল কি স্বীকার করে নিল, “আমরা সবাই চোর”। তৃণমূল কি স্বীকার করেই নিল, তারা সবাই চোর? এটাই এখন বড় প্রশ্ন। দুদিন আগেই বিশ্বের প্রথম রাজনৈতিক দল হিসাবে প্রেস কনফারেন্স করে, দলের ৬ নেতা-মন্ত্রী ঘোষণা করেছিলেন, পার্থ চোর, কিছু চোর, কিন্তু তৃণমূলের সবাই চোর নয়’। অনুব্রত গ্রেফতার হবার পরে কি, তারা বোকার মত স্বীকার করেই নিল, “আমরা সবাই চোর” ?? দলের কাজ তো তাই বলছে।

পথে নামছে তৃণমূল। দলের দুই হেভিওয়েট নেতা, পার্থ চট্টোপাধ্যায় আর অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের প্রতিবাদে নয় কিন্তু। ইডি সিবিআই এর দ্বিচারিতার প্রতিবাদে, আজ পথে নামছে তৃণমূল। অর্থাৎ ইডি সিবিআই দুরকম কাজ করছে। তৃণমূলের চোরদের ধরছে আর বিজেপির চোরদের ধরছে না। অর্থাৎ ইডি সিবিআই একটা কাজ ঠিক করছে, অন্য কাজ ঠিক করছে না। এমনটাই অভিযোগ তৃণমূলের।

তৃণমূলের অভিযোগের তীর ইডি সিবিআই এর দ্বিচারিতার দিকে। পার্থ অনুব্রত ববি শোভন কুণাল মদনকে ধরছে, অভিষেককে ডাকছে, অন্যদিকে শুভেন্দু, মুকুল, শঙ্কু এদের ডাকছেও না, ধরছে না। সামনে তৃণমূল থাকলেই চোর ধরছে ইডি সিবিআই। সামনে বিজেপি থাকলে ধরছে না, এটাই ইডি সিবিআই এর দ্বিচারিতা।

আরও পড়ুনঃ তৃণমূল নেতা-মন্ত্রীদের পর, সিবিআই ইডির নজরে বাংলার আইপিএস-আইএএস

এখন তৃণমূলের সুরে সুর মিলিয়ে সব অভিযোগ মেনে নিয়ে বলি, হ্যাঁ ইডি সিবিআই দ্বিচারিতা করছে। তারা ঠিকঠাক কাজ করছে না। সব চোরদের ধরা উচিত, দল না দেখেই। একদলের চোর ধরে ঠিক কাজ করছ, অন্যদলের চোর ধরেও ঠিক কাজটা করো, এই দ্বিচারিতা কেন? চোর তো চোরই, যে দলেই থাকুক।

কিন্তু তৃণমূল কি ভুলে গেছে, শুভেন্দু, মুকুল, শঙ্কু এরাও তো প্রথমে তৃণমূলেই ছিল। বিজেপির যাদের বিরুদ্ধে তৃণমূলের প্রধান অভিযোগ, তারা সবাই কিন্তু Made in TMC। চুরি করার সময় তারা তৃণমূলেই ছিল। অর্থাৎ তৃণমূল কিন্তু স্বীকার করে নিল, বর্তমান, প্রাক্তন, আদি, নব্য, সবাই চোর। এখন যেদিকেই থাকুক না কেন। বিষয়টা কি এরকমটাই দাঁড়াচ্ছে না?

আর এটা প্রমাণ করতেই, আজ থেকে দুদিন মাঠে নামবে তৃণমূলের কর্মী সমর্থকরা আর তাদের দিদিমণি। যারা বোঝেইনি ইডি সিবিআই দ্বিচারিতা করছে বললে স্বীকার করে নেওয়া হয়, সব তৃণমূলী চোর।

]]>
“পার্থ চোর হলেও, তৃণমূল কিন্তু চোর নয়”, জানিয়ে দিলেন ফিরহাদ https://thenewsbangla.com/tmc-leader-minister-firhad-hakim-and-bratya-basu-comments-on-partha-chatterjee/ Wed, 10 Aug 2022 13:26:57 +0000 https://thenewsbangla.com/?p=16018 “পার্থ চোর হলেও, তৃণমূল কিন্তু চোর নয়”, জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম। অবশেষে পার্থ চট্টোপাধ্য়ায় গ্রেফতারি নিয়ে, বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার সাংবাদিকদের সামনে তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্যায় অপরাধ করেছে মানে, আমরা সবাই চোর এমনটা নয়”। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে ইডি টাকা উদ্ধার করার পর, যত দিন গেছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তত দূরত্ব বাড়িয়েছে তৃণমূল। এবার দলের প্রাক্তন মহাসচিবকে নিয়ে, ফের বিস্ফোরক জোড়াফুল শিবির। পার্থর কলঙ্কের ছোঁয়া থেকে দলকে বাঁচাতে, মাঠে নেমেছেন ফিরহাদ হাকিম ও ব্রাত্য বসু।

“প্রাক্তন সহকর্মীর কর্মকাণ্ডের জন্য লজ্জিত”, কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বুধবার জানান; “পার্থ যা করেছে, তাতে আমি লজ্জিত। আমি এই পার্থকে চিনি না”। নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে ফিরহাদ হাকিম এও জানান, “তৃণমূল করি বলে এই না, যে আমরা সবাই চোর। মানুষের জন্য কাজ করার পরও এসব শুনতে হচ্ছে। সবটাই চক্রান্ত। অপমান করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হচ্ছে। আমরা আয়কর দিই। যদি কোনও গোলমাল থাকে, আয়কর দফতর বলবে”।

আরও পড়ুনঃ শিক্ষকের চাকরি চুরি কাণ্ডে, গ্রেফতার স্কুল সার্ভিস কমিশনের দুই প্রাক্তন উপদেষ্টা

কিন্তু তৃণমূল মন্ত্রীদের এই সাংবাদিক সম্মেলনের পরে বিরোধীদের প্রশ্ন, তাহলে কি তৃণমূল মেনে নিচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত পার্থ চট্টোপাধ্যায়? স্বাভাবিক-ভাবেই কলকাতার মেয়রের মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে বঙ্গ রাজনীতিতে। ‘পার্থ চোর’ স্বীকার করে নিল তৃণমূল?

]]>