BengaliMedia – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 10 Oct 2022 08:14:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BengaliMedia – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, একবালপুর দেখাতে পারে না https://thenewsbangla.com/bengal-media-silent-in-mominpur-ekbalpur-metiabruz-incidents-at-kolkata/ Mon, 10 Oct 2022 03:24:57 +0000 https://thenewsbangla.com/?p=16921 কি হচ্ছে দফায় দফায় গত দুদিন ধরে মোমিনপুরে? কি হয়েছে রবিবার একবালপুর থানাতে? কি চলছে দুদিন মোমিনপুরে? কোন মিডিয়ায় কোন খবর নেই। পুলিশ প্রশাসনের কোন খবর নেই। যেন কিছুই হয়নি। ঠিক কি হচ্ছে এই দুটি এলাকায়? স্থানীয় বাসিন্দারা কি বলছেন? কি হল লক্ষ্মীপুজোর রাতে, এই বাংলায়? বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, মেটিয়াবুরুজ দেখাতে পারে না। কি আশ্চর্য, তাই না?

মোমিনপুর, একবালপুর থানায় চলল, একটি বিশেষ ধর্মের মানুষের তাণ্ডব। ভাঙা হল হিন্দুদের গাড়ির দোকান। ভাঙা হল দুর্গা পুজো শেষ হয়ে যাবার পরে, রয়ে যাওয়া প্যান্ডেলের বাঁশের কাঠামো। শনিবারের হামলার পরে, রবিবার সন্ধ্যার পর থেকে ফের চলল তাণ্ডব। বাংলার কোন মিডিয়া, সে খবর দেখায়নি। এই তিন এলাকায় কোন রিপোর্টার পাঠাবার সাহস দেখায়নি, বাংলার কোন মিডিয়া। ইউক্রেনে প্রতিনিধি পাঠাতে পারলেও, অফিসের কাছে ঢিল ছোঁড়া দুরত্বে কোন প্রতিনিধি পাঠাবার সাহস কেউ দেখায়নি।

আরও পড়ুনঃ অক্টোবর ১০, লক্ষ্মী পুজোর দিন শুরু হয়েছিল নোয়াখালীর ‘হিন্দু নি’ধন’ যজ্ঞ

মোমিনপুর এলাকায়, একবালপুর থানায় তাণ্ডবের ঘটনায়, ব্যবস্থা নিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যের রাজ্যপালকে অনুরোধ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, সৈয়দ ইশতিয়াক আলম টুইট করে জানাচ্ছেন, এইসব হামলার পিছনে কারা আছে, এই নামগুলো নিয়ে তদন্ত করুক কলকাতা পুলিশ ও রাজ্য প্রশাসন।

বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, মেটিয়াবুরুজ দেখাতে পারে না
বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, মেটিয়াবুরুজ দেখাতে পারে না

সৈয়দ ইশতিয়াক আলম নিজের টুইটে অভিযোগ করেছেন, ১। গোলাম আশরফ, Phoenix Group এর মালিক ২। রেহান খান, তৃণমূল কাউন্সিলর সামস ইকবালের জামাই ও ৩। শাহবাজ আলম, ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ, এই তিনজন এই পরিকল্পনার তাণ্ডবে জড়িত। তিনি নিজের অভিযোগ টুইটে জানিয়ে ট্যাগ করেছেন, কলকাতার পুলিশ কমিশনারকে।

কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে, আদৌ কোন তদন্ত হবে কি? নাকি মোমিনপুর এলাকায়, একবালপুর থানায়, এইভাবেই ছিটেফোঁটা টিকে থাকা হিন্দুদের বারবার ভয় দেখানো হবে? তাদের উপর তাণ্ডব হবে বারবার? লক্ষ্মীপুজোর সময় কি নোয়াখালীর ঘটনা আর একবার স্মরণ করিয়ে দেওয়া হল হিন্দুদের? এটাই এখন বড় প্রশ্ন।

]]>
‘অপারেশন অক্টোপাস’, দেশের ভিতরে থাকা জঞ্জাল সাফ ভারত সরকারের https://thenewsbangla.com/indian-govt-bans-pfi-popular-front-of-india-for-five-years-under-uapa-operation-octopus/ Wed, 28 Sep 2022 03:28:48 +0000 https://thenewsbangla.com/?p=16873 ‘অপারেশন অক্টোপাস’, দেশের ভিতরে থাকা জঞ্জাল সাফ ভারত সরকারের। দফায় দফায় তল্লাশি, হানা চলছিলই। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, মুস’লিম মৌল’বাদী সংগঠন-টিকে নিয়ে এবার আরও কঠোর অবস্থান নিল কেন্দ্র সরকার। পাঁচ বছরের জন্য দেশে নিষিদ্ধ হল PFI, নিষিদ্ধ করা হল তাদের সহযোগী এবং শাখা সংগঠনগুলিকেও। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা UAPA-তে ওই সংগঠনকে নিষিদ্ধ করা হল। শুধু তাই নয়, UAPA-র ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী, দেশে নিষিদ্ধ ৪২টি জ’ঙ্গি সংগঠনের অন্তর্ভুক্তও করা হয়েছে PFI-কে।

সিঁদুরে মেঘ দেখতে পেয়েছে ভারত সরকার। ‘অপারেশন অক্টোপাস’, দেশজুড়ে পিএফআই এর দফতরে ফের হানা দিল এনআইএ। ২২শে সেপ্টেম্বর ও ২৭শে সেপ্টেম্বর, দেশ জুড়ে ১৫-১৭টি রাজ্যে এদের দফতরে হানা দেয় এনআইএ। দুদিন দেশজুড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআই বা PFI এর নানান দফতরে তল্লাশি চালায় এনআইএ বা ন্যাশান্যাল ইন্টলিজেন্স এজেন্সি বা NIA।

এই বিষয়ে আরও পড়ুনঃ ‘অপারেশন অক্টোপাস’, দেশজুড়ে পিএফআই এর দফতরে ফের হানা দিল এনআইএ

মঙ্গলবার দিল্লি থেকে আটক করা হয়েছে, সমাজকর্মী শাহিন কওসরকে। শাহিনবাগে সিএএ বিরোধী আন্দোলনের, অন্যতম প্রধান মুখ ছিলেন এই কওসর। দিল্লি বিধানসভা নির্বাচনেও, তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক, অসম, গোয়া, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশের নানা জায়গায় তল্লাশি চলেছে। ইতিমধ্যেই প্রায় ৭৫০ জনকে আটক করা হয়েছে, এই দুদিনের রেডে।

এই বিষয়ে আরও পড়ুনঃ ২০৪৭ সালের মধ্যে ভারতকে ইসলামিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে পিএফআই

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, PFI-এর শাখা সংগঠন, রেহাব ইন্ডিয়া ফাউন্ডেশন (RIF), ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়া (CFI), অল ইন্ডিয়া ইমামস কাউন্সিল (AIIC), ন্যাশনাল কনফেডারেশন অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন (NCHRO), ন্যাশনাল উইমেন্স ফ্রন্ট, জুনিয়র ফ্রন্ট, এমপাওয়ার ইন্ডিয়া ফাউন্ডেশন এবং রেহাব ফাউন্ডেশন কেরলকেও নিষিদ্ধ করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, PFI এবং তার সহযোগী ও শাখা সংগঠনগুলিকে বেআইনি ঘোষণা করা হল। UAPA-র আওতায়, ‘বেআইনি’ ঘোষিত হল ওই সংস্থা। কেন্দ্রের দাবি, PFI ও সহযোগী সংগঠনগুলি বেআইনি কাজকর্মে যুক্ত ছিল, যা দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য ক্ষতিকর। তাদের দ্বারা দেশের অন্দরে শান্তি এবং সা’ম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সিদ্ধান্ত।

]]>
করোনার পর এবার নিতে হবে ডেঙ্গির ভ্যাকসিন, আপনি তৈরি তো https://thenewsbangla.com/dengue-vaccine-trail-by-icmr-niced-arrange-dengue-vaccine-trial-in-kolkata/ Fri, 16 Sep 2022 07:07:25 +0000 https://thenewsbangla.com/?p=16835 করোনার পর এবার নিতে হবে ডেঙ্গির ভ্যাকসিন, আপনি তৈরি তো। চিন্তা উদ্বেগের মাঝেই এবার আশার আলো, শুরু হচ্ছে ডেঙ্গি ভ্যাকসিনের ট্রায়াল। কলকাতাতেও এই ভ্যাকসিনের ট্রায়াল হবে, যার ব্যবস্থা করবে নাইসেড কর্তৃপক্ষ। কলকাতায় মোট ৫০০ জন স্বেচ্ছাসেবকের মধ্যে, প্রথমে ২৫০ জনকে দেওয়া হবে পরীক্ষামূলক ডেঙ্গি ভ্যাকসিন।

খুব শীঘ্রই দেশের ২০টি প্রতিষ্ঠানের ১০ হাজার স্বেচ্ছাসেবকের ওপরে হবে, ডেঙ্গি ভ্যাকসিনের এই তৃতীয় পর্যায়ের ট্রায়াল। কলকাতায় যার পরীক্ষামূলক প্রয়োগের ব্যবস্থা করবে নাইসেড। সূত্রের খবর, ডেঙ্গি ভ্যাকসিনের, এই ক্লিনিক্যাল ট্রায়াল চলবে টানা ২ বছর ধরে।

আরও পড়ুনঃ কচুরিপানা, কাশফুল থেকে কেটলি, বাংলার যুবকদের নতুন ব্যবসার সন্ধান দিলেন মমতা

উদ্বেগ বাড়িয়ে, রাজ্য জুড়ে ও কলকাতায় পুজোর মুখে বাড়ছে, ‘ডেঙ্গি ৩’ ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে আশার খবর হল এই যে, শীঘ্রই দেশ জুড়ে ডেঙ্গি ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হতে চলেছে। সূত্রের খবর, ২ ভারতীয় সংস্থার সঙ্গে যৌথভাবে, ডেঙ্গি ভ্যাকসিনের ট্রায়াল শুরু করবে আইসিএমআর (ICMR)। সারা দেশে ২০টি প্রতিষ্ঠানের ১০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর, হবে পরীক্ষামূলক প্রয়োগ।

কলকাতাতেও এই ভ্যাকসিনের ট্রায়ালের ব্যবস্থা করবে নাইসেড কর্তৃপক্ষ। মোট ৫০০জন স্বেচ্ছাসেবকের মধ্যে, ২৫০জনকে দেওয়া হবে ডেঙ্গি ভ্যাকসিন। নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত বলেছেন, “৫০০ জনের মধ্যে ২৫০ জন ডেঙ্গি ভ্যাকসিন পাবেন। বাকি ২৫০ জনকে, দেওয়া হবে প্ল্যাসিবো। যে স্বেচ্ছাসেবকরা অংশ নেবেন, তাঁদের ডেঙ্গি অ্যান্টিবডি আছে কি না দেখে নেওয়া হবে”।

]]>
কচুরিপানা, কাশফুল থেকে কেটলি, বাংলার যুবকদের নতুন ব্যবসার সন্ধান দিলেন মমতা https://thenewsbangla.com/mamata-banerjee-new-business-ideas-for-bengal-unemployed-youth-at-utkarsha-bangla/ Fri, 16 Sep 2022 04:25:12 +0000 https://thenewsbangla.com/?p=16831 কচুরিপানা, কাশফুল থেকে কেটলি, বাংলার যুবকদের নতুন ব্যবসার সন্ধান দিলেন মমতা। বৃহস্পতিবার মেদিনীপুরের খড়্গপুরে ‘উৎকর্ষ বাংলা’র অনুষ্ঠানে, আইটিআই পাশ করা শিক্ষার্থীদের হাতে চাকরির শংসাপত্র তুলে দেওয়ার ঘোষণার পাশাপাশি, বাংলায় চাকরির বাজার ও বিস্তারের পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাশফুল দিয়ে নয়া বালিস ব্যবসা শুরুর ভাবনা, এর আগেও জানিয়েছিলেন তিনি। এবার বাংলায় কীভাবে কচুরিপানা দিয়ে, ব্যাগ ও থালা তৈরি করা যায়, সেই ব্যবসার হদিশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা।

এদিন মমতা বলেন, “দুর্গাপুজোয় ফোটা কাশফুল-গুলোকে এককাট্টা করে, তুলো মিশিয়ে লেপ, বালিশ তৈরি হতে পারে। চা-বিস্কুট, ঘুগনি, তেলেভাজার ব্যবসা করুন, পুজো আসছে, দিয়ে কুলোতে পারবেন না”। খড়গপুরের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বললেন, কচুরিপানা ও কাশফুল দিয়েও জিনিস তৈরির কথা। মমতা বলেন, “কচুরিপানা শুকিয়ে ব্যাগ তৈরি হচ্ছে, খাবার থালা তৈরি হচ্ছে, ভাবতে পারছেন আমরা কতটা এগিয়ে আছি। দুর্গাপুজোয় ফোটা কাশফুলগুলোকে এককাট্টা করে, তুলো মিশিয়ে লেপ, বালিশ তৈরি করতে পারেন”।

আরও পড়ুন; লজ্জায় শিক্ষা, ভুয়ো নিয়োগপত্রে সই করতেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময়

চপের পর কাশফুল, এবার কচুরিপানা শিল্প! মুখ্যমন্ত্রী মমতাকে এবার, এরকমই পরামর্শ দিতে দেখা গেল রাজ্যের শিক্ষিত বেকারদের। এর আগে বহুবার মুখ্যমন্ত্রী, বিভিন্ন অদ্ভুত শিল্প বা কাজের সন্ধান দিয়েছেন রাজ্যবাসীকে। উত্তরবঙ্গ সফরে গিয়ে মমতা বিভিন্ন মূল্যবান গাছের পাতা তুলে, সেগুলিকে রফতানি করার কথা বলেছিলেন। এছাড়া মমতার চা-মুড়ি থেকে, চপ-তেলেভাজা শিল্প তো আছেই।

]]>
রাজ্যে হানা দিয়েছে ডেঙ্গি থ্রি, আক্রান্ত খোদ আমাদের রক্ষাকর্তা নগরপাল https://thenewsbangla.com/dengue-3-attacked-state-affected-vineet-goyal-kolkata-police-commissioner/ Thu, 15 Sep 2022 08:28:36 +0000 https://thenewsbangla.com/?p=16817 রাজ্যে হানা দিয়েছে ডেঙ্গি-থ্রি, আক্রান্ত খোদ আমাদের রক্ষাকর্তা নগরপাল। ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তবে তাঁর অবস্থা স্থিতিশীল, বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, জ্বর হয়েছিল কলকাতার নগরপালের। রক্ত পরীক্ষা করাতে, রিপোর্টে ডেঙ্গি উঠে আসে। তারপরই বুধবার সকালে বিনীত গোয়েল-কে হাসপাতালে ভর্তি করানো হয়। এই মুহূর্তে বেলভিউ নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

ডেঙ্গির প্রকোপের মধ্যেই, এবার রাজ্যে হানা ডেঙ্গি-থ্রির। বিভিন্ন হাসপাতাল থেকে নাইসেডে, ডেঙ্গি আক্রান্তদের নমুনা পরীক্ষা করা চলছে। চলতি-মাসে পাঠানো ৫০টি নমুনার মধ্যে, ৩৫টিতেই ডেঙ্গি-থ্রি ধরা পরেছে। গতমাসে পাঠানো ৫০টি নমুনার মধ্যে, ২০টিতেই ডেঙ্গি-থ্রি ধরা পরেছিল। আক্রান্তদের বেশিরভাগই, ডেঙ্গি-থ্রি ভাইরাসের কবলে পড়েছেন।

আরও পড়ুন; “মমতার চাকরির অফার লেটার দুর্নীতি”, রাজ্য সরকার কোম্পানির লেটারহেড জাল করেছে

রাজ্যে ডেঙ্গি-থ্রি-র দাপট বাড়ছে, সংক্রমণ লাগামছাড়া। কিছুদিন ধরেই কলকাতায় ও রাজ্য জুড়ে ডেঙ্গির সংক্রমণ ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য-দফতরের তরফে ইতিমধ্যেই, কড়া সতর্কতা জারি হয়েছে। নির্দেশে বলা হয়েছে, ডেঙ্গি আক্রান্তের প্লেটলেট না কমলেও, সতর্ক থাকতে হবে। আটদিন পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের প্লেটলেটের দিকে, কড়া নজর রাখার নির্দেশ।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, সামান্য বমি, মাথা-ঘোরার উপসর্গ দেখলেই, সঙ্গে-সঙ্গে রক্তচাপ পরীক্ষা করতে হবে। প্রয়োজনে হাসপাতালে ভর্তি করতে হবে। দক্ষিণ দমদম, কামারহাটি, শ্রীরামপুর, বিধাননগর, বালি, হাওড়া-তেও নজরদারি চলছে। নতুন করে ৫৩৭জন ডেঙ্গি-আক্রান্ত, সরকারি হাসপাতালে ভর্তি ৪৮৫জন, জানিয়েছে স্বাস্থ্য দফতর।

]]>
ফের কোটি কোটি টাকার পাহাড়ের খোঁজ, কলকাতায় ফের ইডির অভিযান https://thenewsbangla.com/ed-raids-kolkata-businessmans-residence-huge-money-recovered/ Sat, 10 Sep 2022 08:22:57 +0000 https://thenewsbangla.com/?p=16752 ফের কোটি কোটি টাকার পাহাড়ের খোঁজ, কলকাতায় ফের ইডির অভিযান। শহরে ফের উদ্ধার বিপুল টাকা। কয়েক ঘণ্টা তল্লাশির পরে, পাহাড়প্রমাণ টাকার খোঁজ পাওয়া গিয়েছে। এখন পর্যন্ত যা গোনা হয়েছে, তা ৭ কোটি টাকারও বেশি। গার্ডেনরিচের পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়ির খাটের নিচ থেকে, প্যাকেটবন্দি নোট উদ্ধার করা হয়েছে। মেশিন এনে টাকা গোনা শুরু হয়েছে।

ইডি-র হানায় এখনও পর্যন্ত উদ্ধার, ৭ কোটি টাকা গার্ডেনরিচে। পরিমাণ আরও বাড়বে। পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে, উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা। গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে, ব্যবসায়ী নিসার খানের বাড়িতে খাটের তলায় প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল ওই টাকা, দাবি ইডি সূত্রে। অনলাইন গেমিংয়ে প্রতারণার অভিযোগে, ইডি এই তল্লাশি অভিযান চালাচ্ছে বলে খবর।

আরও পড়ুনঃ কলকাতা বন্দরে ২০০ কোটি টাকার মাদক উদ্ধার করল গুজরাত পুলিশ

শনিবার কলকাতার তিন জায়গায়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান চলছে। পার্ক স্ট্রিট, মোমিনপুর ও গার্ডেনরিচে এই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি’র আধিকারিকরা ৷ জানা গিয়েছে, এই তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ টাকার হদিশ পেয়েছে ইডি। গার্ডেনরিচে হওয়া তল্লাশি অভিযানে, নিসার খানের বেডরুমে খাটের তলা থেকে বান্ডিল-বান্ডিল নোট উদ্ধার হয়েছে।

আপাতত উদ্ধার হওয়া টাকার পরিমাণ, ৭ কোটি বলে জানা গিয়েছে। টাকা গোনার কাজ এখনও চলছে। পাশেই আরও এক ব্যবসায়ীর বাড়িতে, তল্লাশি চালাচ্ছে গোয়েন্দারা। গার্ডেনরিচে শাহি আস্তাবল গলির পাশেই, ময়ূরভঞ্জ রোডে এক বস্ত্র ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে এখন।

]]>
৪১ হাজার টাকার টি-শার্ট পরে, ‘ভারত জোড়ো যাত্রা’য় হাঁটছেন রাহুল, ব্যঙ্গ বিজেপির https://thenewsbangla.com/rahul-gandhi-bharat-jodo-yatra-wearing-a-41-thousand-price-t-shirt/ Fri, 09 Sep 2022 16:39:03 +0000 https://thenewsbangla.com/?p=16739 ৪১ হাজার টাকার টি-শার্ট পরে, ‘ভারত জোড়ো যাত্রা’য় হাঁটছেন রাহুল, ব্যঙ্গ বিজেপির। মোদী বনাম রাহুল, ফের পোশাকের দাম নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। ২০১৫-তে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে, একটি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১১ লাখ টাকার একটি স্যুট পরেন বলে সরব হয় কংগ্রেস। ওই ঘটনাকে কটাক্ষ করে তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, কেন্দ্রীয় সরকারকে ‘স্যুট-বুটের সরকার’ বলে একাধিক জনসভা থেকে আ’ক্রমণ করেন। আর এবার সেই রাহুল গান্ধীই নাকি ৪১ হাজার টাকা দামের টি-শার্ট পরে ভারত জোড়ো আন্দোলনে নেমেছেন, এমনটাই অভিযোগ তুলে সরগরম বিজেপি নেতারা।

পদ্ম-শিবিরের টুইটার হ্যান্ডলে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর, সেই টি-শার্ট পরা ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘ভারত দেখো যাত্রা’। বিজেপির দাবি, এক বিশ্ববিখ্যাত পোশাক সংস্থার ছাপ জানিয়ে দিচ্ছে, ‘ভারত জোড়ো’ যাত্রায় অংশ নেওয়া রাহুলের সাদা টি-শার্টটির দাম ৪১ হাজার ২১৫ টাকা। বুধবার তামিলনাড়ুর শ্রীপেরম্বুদুরে বাবা রাজীব গান্ধীর স্মৃতিস্থলে, শ্রদ্ধা নিবেদনের পর কন্যাকুমারী থেকে ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছেন রাহুল গান্ধী।

আরও পড়ুন; অত্যাচারী শাসকের রাণীর জন্য, ভারতে একদিনের রাষ্ট্রীয় শোক কেন, প্রশ্ন দেশবাসীর

এর দ্রুত জবাব এসেছে কংগ্রেসের তরফেও। রাহুল গান্ধীর দল মনে করিয়ে দিয়েছে, মোদীর পরনের সেই ১১ লক্ষ টাকার স্যুটের আর দেড় লক্ষ টাকার রোদ-চশমার কথা। কংগ্রেসের টুইটার হ্যান্ডলে বিজেপির উদ্দেশে লেখা হয়েছে, “ভারত জোড়ো যাত্রায়, এত ভিড় দেখে ভয় পেয়ে গিয়েছেন”?

]]>
অত্যাচারী শাসকের রাণীর জন্য, ভারতে একদিনের রাষ্ট্রীয় শোক কেন, প্রশ্ন দেশবাসীর https://thenewsbangla.com/queen-elizabeth-second-death-india-declares-one-day-national-mourning/ Fri, 09 Sep 2022 15:33:38 +0000 https://thenewsbangla.com/?p=16736 অত্যাচারী শাসকের রাণীর জন্য, ভারতে একদিনের রাষ্ট্রীয় শোক কেন, প্রশ্ন অনেক দেশবাসীর। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে, একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে ভারত। আগামী রবিবার ১১ সেপ্টেম্বর, অর্ধনমিত থাকবে দেশের জাতীয় পতাকা। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন, ৯৬ বছর বয়সে। একটা সময় যিনি এই ভারতেরও শাসক ছিলেন, পরাধীন ভারতের শাসন ক্ষমতা ছিল, ব্রিটেনের রানীর হাতেই।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “রানী এলিজাবেথের প্রতি সম্মান জানিয়ে, আগামী ১১ সেপ্টেম্বর একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে”। কিন্তু যারা আজ অব্দি জালিয়ানওয়ালাবাগ হ’ত্যাকান্ড থেকে শুরু করে, নিজেদের সৃষ্টি করা বাংলার ভয়াবহ দুর্ভিক্ষ নিয়ে একটুও দুঃখপ্রকাশ করেনি, যে পরিবার ভারতবর্ষ-কে ক্ষত-বিক্ষত করেছিল প্রায় ২০০ বছর ধরে, তাদের রানীর জন্য আমরা কেন শোক পালন করব? প্রশ্ন তুলেছেন অনেকেই।

আরও পড়ুনঃ ভারত সরকারের চাপে লাদাখ থেকে সেনা সরাতে বাধ্য হল চিন

রানীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রানীর সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণও, প্রধানমন্ত্রী করেছেন টুইটারে। রবিবার দেশের সমস্ত সরকারি অফিসে, দিনভর জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সরকারি কোনও অনুষ্ঠান আয়োজিত হবে না সে দিন। কয়েকদিন আগেই, ভারতীয় নেভি থেকে ব্রিটিশ দাসত্বের চিহ্ন মুছে দেওয়ার কথা, সাড়ম্বরে ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। তাহলে কেন ফের, রানীর মৃত্যুতে জাতীয় শোক? প্রশ্ন অনেক ভারতবাসির। অন্যদিকে, রানীর মৃত্যুতে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করল প্রতিবেশী বাংলাদেশ।

]]>
রাজ্যের ভুলে নষ্ট ৫ বছর, ২৩ জন টেট উত্তীর্ণকে নিয়োগের নির্দেশ বিচারপতি গাঙ্গুলির https://thenewsbangla.com/justice-abhijit-ganguly-ordered-the-appointment-of-23-tet-passers-5-years-wasted-by-wb-govt/ Tue, 06 Sep 2022 04:20:06 +0000 https://thenewsbangla.com/?p=16666 রাজ্যের ভুলে নষ্ট ৫ বছর, ২৩ জন টেট উত্তীর্ণকে নিয়োগের নির্দেশ বিচারপতি গাঙ্গুলির। বড় ভুল করেছিল রাজ্য সরকারের প্রাথমিক শিক্ষা পর্ষদ। অথচ গত ৫ বছর যাবৎ সেই ভুলের খেসারত দিচ্ছেন, বাংলার ২৩ জন চাকরিপ্রার্থী। এবার সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে, প্রাথমিক শিক্ষা পর্ষদকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, এই ২৩ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে, আগামী ২৩ দিনের মধ্যে। শূন্যপদ না থাকলে, তা তৈরি করে চাকরি দিতে হবে। চাকরিপ্রার্থীরা চাকরি পেলেন কি না, তা আগামী শুনানিতে আদালতকে জানাতে হবে।

ঠিক কি হয়েছিল? ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের টেটের পরীক্ষায়, ৬টি প্রশ্ন ভুল ছিল। সেবছরই পরীক্ষা দিয়েছিলেন, এই ২৩ জন পরীক্ষার্থী। কিন্তু ২০১৬ সালে ফল প্রকাশ হলে দেখা যায়, তাঁরা টেট পাশ করেননি। স্বাভাবিকভাবেই সেই সময় চাকরি পাননি তাঁরা। ওই পরীক্ষার্থীদের অভিযোগ ছিল, পর্ষদের প্রশ্নে ভুল ছিল, ওই ছনম্বরের জন্য চাকরি পাননি তাঁরা।

আরও পড়ুনঃ বাংলার ডাক, ৫ই সেপ্টেম্বর নয়, ২৬শে সেপ্টেম্বর পালন করুন জাতীয় শিক্ষক দিবস

অন্য একটি মামলায় দেখা যায়, ভুল প্রশ্ন থাকায় চাকরিপ্রার্থীদের নম্বর বাড়িয়েছে পর্ষদ। তারপরই হাইকোর্টের দ্বারস্থ হন এই ২৩ টেট পরীক্ষার্থী। পর্ষদকে বিচার করতে বলে হাইকোর্ট, নিজেদের ভুল স্বীকার করে নম্বর বাড়িয়ে দেয় পর্ষদ। ফলে টেট পাশ করে যান ওই ২৩ জন। এরপরই শুরু বিপত্তি। মামলাকারীদের অভিযোগ, তাঁরা নম্বর পাবে কিনা তা বিচারাধীন থাকা অবস্থায়, ২০২০ সালে নতুন নিয়োগ করে পর্ষদ। এমনকী, প্রশিক্ষণহীনরাও চাকরি করছেন।

এদিকে আদালতে পর্ষদ জানিয়েছে, আপাতত কোনও শূন্যপদ নেই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “বোর্ডের ভুলে পাঁচ বছর চাকরি পাননি ওঁরা, আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে এদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে”। একইসঙ্গে তিনি জানান, এই ধরনের যত মামলা আসবে তিনি সেগুলি বিবেচনা করবেন। ফের একবার কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল, রাজ্য সরকারের।

]]>
ক্ষুব্ধ মোদী-শাহ-নাড্ডা, জেলায় সংগঠনের হাল ফেরাতে জেলা সফরে সুনীল-সতীশ https://thenewsbangla.com/modi-shah-nadda-angry-with-bengal-bjp-leaders-districts-tour-by-sunil-bansal-satish-dhond/ Mon, 05 Sep 2022 06:53:09 +0000 https://thenewsbangla.com/?p=16646 ক্ষুব্ধ মোদী-শাহ-নাড্ডা, জেলায় সংগঠনের হাল ফেরাতে এবার জেলা সফরে সুনীল-সতীশ। একেবারে বুথস্তরে গিয়ে এবার কাজ করবেন, বঙ্গ বিজেপির নতুন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ও দলের নয়া যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন সতীশ ধন্দ। জেলায় জেলায় সংগঠনের দুর্বলতার ‘গোড়ায় গলদ’ ও বসে যাওয়া নেতা-কর্মীদের ক্ষোভের কারণ খুঁজতে, নবান্ন অভিযানের পরই জেলা সফর শুরু করবেন সুনীল বনসল ও সতীশ ধন্দরা। জেলার নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে, সংগঠনের ‘হাল-হকিকৎ’ নিয়ে তাঁরা সরাসরি রিপোর্ট দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে।

জেলায় জেলায় অযোগ্য ও কাছের লোকেদের, দায়িত্ব দেওয়া হয়েছে। দূরে সরিয়ে রাখা হয়েছে, এতদিন লড়াই করে আসা পুরনো ও যোগ্যদের। বঙ্গ বিজেপির ক্ষমতাসীন শিবিরের কিছু নেতার বিরুদ্ধে ওঠা এই স্বজনপোষণের অভিযোগ, এবার খতিয়ে দেখতে চায় দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্ব। বাদ পড়া যোগ্য পুরনো নেতা-কর্মীদের ক্ষোভের কথা শুনে, এবার তাদের মান ভাঙাতে উদ্যোগী কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুনঃ ‘মমতাকে তাড়াতে সাহায্য করবে অভিষেক’, শুভেন্দুর ‘লক্ষণ’ মন্তব্যে শোরগোল বাংলায়

আগেই দলের ৪২টি সাংগঠনিক জেলার সভাপতিদের নিয়ে বৈঠক করে, সতীশ বুঝিয়ে দিয়েছেন এবার কড়া হাতেই ধরবেন সংগঠনের রাশ। জেলা সভাপতিদের নিয়ে সেই বৈঠকে সতীশ স্পষ্ট করে দিয়েছেন, আট-দশমাস জেলা সভাপতির দায়িত্বে থাকা হয়ে গিয়েছে, এবার কাজ দেখাতে হবে। দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম-সহ একাধিক জেলায় দলের কয়েকটি সাংগঠনিক জেলার সভাপতিদের কাজে যে তিনি খুশি নন, তার ইঙ্গিত দিয়েছেন ওই বৈঠকে।

]]>