WBGovt – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 10 Oct 2022 08:14:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg WBGovt – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, একবালপুর দেখাতে পারে না https://thenewsbangla.com/bengal-media-silent-in-mominpur-ekbalpur-metiabruz-incidents-at-kolkata/ Mon, 10 Oct 2022 03:24:57 +0000 https://thenewsbangla.com/?p=16921 কি হচ্ছে দফায় দফায় গত দুদিন ধরে মোমিনপুরে? কি হয়েছে রবিবার একবালপুর থানাতে? কি চলছে দুদিন মোমিনপুরে? কোন মিডিয়ায় কোন খবর নেই। পুলিশ প্রশাসনের কোন খবর নেই। যেন কিছুই হয়নি। ঠিক কি হচ্ছে এই দুটি এলাকায়? স্থানীয় বাসিন্দারা কি বলছেন? কি হল লক্ষ্মীপুজোর রাতে, এই বাংলায়? বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, মেটিয়াবুরুজ দেখাতে পারে না। কি আশ্চর্য, তাই না?

মোমিনপুর, একবালপুর থানায় চলল, একটি বিশেষ ধর্মের মানুষের তাণ্ডব। ভাঙা হল হিন্দুদের গাড়ির দোকান। ভাঙা হল দুর্গা পুজো শেষ হয়ে যাবার পরে, রয়ে যাওয়া প্যান্ডেলের বাঁশের কাঠামো। শনিবারের হামলার পরে, রবিবার সন্ধ্যার পর থেকে ফের চলল তাণ্ডব। বাংলার কোন মিডিয়া, সে খবর দেখায়নি। এই তিন এলাকায় কোন রিপোর্টার পাঠাবার সাহস দেখায়নি, বাংলার কোন মিডিয়া। ইউক্রেনে প্রতিনিধি পাঠাতে পারলেও, অফিসের কাছে ঢিল ছোঁড়া দুরত্বে কোন প্রতিনিধি পাঠাবার সাহস কেউ দেখায়নি।

আরও পড়ুনঃ অক্টোবর ১০, লক্ষ্মী পুজোর দিন শুরু হয়েছিল নোয়াখালীর ‘হিন্দু নি’ধন’ যজ্ঞ

মোমিনপুর এলাকায়, একবালপুর থানায় তাণ্ডবের ঘটনায়, ব্যবস্থা নিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যের রাজ্যপালকে অনুরোধ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, সৈয়দ ইশতিয়াক আলম টুইট করে জানাচ্ছেন, এইসব হামলার পিছনে কারা আছে, এই নামগুলো নিয়ে তদন্ত করুক কলকাতা পুলিশ ও রাজ্য প্রশাসন।

বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, মেটিয়াবুরুজ দেখাতে পারে না
বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, মেটিয়াবুরুজ দেখাতে পারে না

সৈয়দ ইশতিয়াক আলম নিজের টুইটে অভিযোগ করেছেন, ১। গোলাম আশরফ, Phoenix Group এর মালিক ২। রেহান খান, তৃণমূল কাউন্সিলর সামস ইকবালের জামাই ও ৩। শাহবাজ আলম, ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ, এই তিনজন এই পরিকল্পনার তাণ্ডবে জড়িত। তিনি নিজের অভিযোগ টুইটে জানিয়ে ট্যাগ করেছেন, কলকাতার পুলিশ কমিশনারকে।

কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে, আদৌ কোন তদন্ত হবে কি? নাকি মোমিনপুর এলাকায়, একবালপুর থানায়, এইভাবেই ছিটেফোঁটা টিকে থাকা হিন্দুদের বারবার ভয় দেখানো হবে? তাদের উপর তাণ্ডব হবে বারবার? লক্ষ্মীপুজোর সময় কি নোয়াখালীর ঘটনা আর একবার স্মরণ করিয়ে দেওয়া হল হিন্দুদের? এটাই এখন বড় প্রশ্ন।

]]>
মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দুয়ারে রেশন’ প্রকল্প, বেআইনি বলে বাতিল https://thenewsbangla.com/mamata-banerjee-duare-ration-scheme-canceled-as-illegal-scheme-by-calcutta-high-court/ Wed, 28 Sep 2022 07:25:43 +0000 https://thenewsbangla.com/?p=16880 মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দুয়ারে রেশন’ প্রকল্প বেআইনি বলে বাতিল। বড় খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দুয়ারে রেশন’ পরিকল্পনা বাতিল করল কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য সরকারে এসেই, দুয়ারে রেশন প্রকল্প চালু করেছিলেন। তার আইনি বৈধতা নিয়ে মামলা হয়েছিল, কলকাতা হাইকোর্টে। সেই মামলায় বুধবার কলকাতা হাইকোর্ট রায় দিল, রাজ্য সরকারের ওই প্রকল্প বেআইনি।

এর আগে গত বছর অগস্ট মাসে, বাংলার রেশন ডিলারদের একটা অংশ কলকাতা হাইকোর্টে মামলা করেছিল। তাঁদের বক্তব্য ছিল, এই ভাবে মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া যায় না। দিল্লিতেও এই কর্মসূচি শুরু করার, পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু আদালত সেই অনুমতি দেয়নি। কেন্দ্রীয় আইনের পরিপন্থী বলে, আদালতে মামলা করেন রেশন ডিলাররা। কিন্তু সেই সময়ে বিচারপতি অমৃতা সিনহা, রেশন ডিলারদের আবেদন খারিজ করে দিয়েছিলেন। কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দুয়ারে রেশন’ প্রকল্প বেআইনি বলে বাতিল।

আরও পড়ুনঃ ‘অপারেশন অক্টোপাস’, দেশের ভিতরে থাকা জঞ্জাল সাফ ভারত সরকারের

এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি চিত্তরঞ্জন সাউয়ের ডিভিশন বেঞ্চ, ‘দুয়ারে রেশন’কে বেআইনি বলে রায় দিয়ে এই প্রকল্প বাতিল করে দিয়েছে। যা রাজ্যের পক্ষে, একটা বড় ধাক্কা বলেই মনে করছেন অনেকেই। মামলাকারী শেখ আবদুল মাজি বলেন, “জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের পরিপন্থী হল, দুয়ারে রেশন প্রকল্প। রাজ্য সরকার জোর করে এই প্রকল্প চালাচ্ছিল। কখনও ডিলারদের ভয় দেখিয়ে, জরিমানা করে দুয়ারে রেশন চালাচ্ছিল রাজ্য”।

]]>
চাকরির নামে ভুয়ো নিয়োগপত্র বিলি, স্বীকার করে নিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার https://thenewsbangla.com/mamata-banerjee-govt-admits-issuing-fake-employment-letters-in-the-name-of-job-offers/ Tue, 27 Sep 2022 03:52:57 +0000 https://thenewsbangla.com/?p=16862 চাকরির নামে ভুয়ো নিয়োগপত্র বিলি, স্বীকার করে নিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ভুয়ো নিয়োগপত্র বিলি বিভ্রান্তি বলে মেনে নিল রাজ্য সরকার। “এর পুনরাবৃত্তি হবে না”, আশ্বাস রাজ্যের মুখ্যসচিবের। The News বাংলায় দেখানো হয়েছিল, খবর করা হয়েছিল যে, চাকরির নিয়োগ দেওয়ার দেবার নামে কিভাবে ট্রেনিং নেবার কাগজ দেওয়া হচ্ছে। সেটাও আবার ফেক বা ভুয়ো। সেটাই এবার স্বীকার করে নিল রাজ্য সরকার।

একদিকে যখন শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে উত্তাল বাংলা। তার মধ্যেই ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পে, সরকারি উদ্যোগে দেওয়া বেসরকারি চাকরির নিয়োগপত্র নিয়েও উঠেছিল, রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। চাকরির ভুয়ো চিঠি দেওয়ার অভিযোগ করেছিলেন, চাকরিপ্রার্থীদের একাংশ। এবার সেই নিয়োগ-বিভ্রান্তির কথা স্বীকার করে নিল রাজ্য সরকারও।

আরও পড়ুনঃ প্রতারণা মামলায় আমির খানের সঙ্গে যোগ, তৃণমূলের এক মন্ত্রী এবং এক কাউন্সিলরের

নেতাজি ইনডোর স্টেডিয়ামে কয়েক-হাজার বেসরকারি চাকরি বিলি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে জানা যায়, অনেক চাকরি ফেক। চাকরি তো নয়ই, সেগুলো ছিল ট্রেনিং নেবার কাগজ তাও ফেক। গত কয়েকদিনে বেশ কয়েকজন চাকরিপ্রার্থী ভুয়ো নিয়োগপত্র পেয়েছেন, বলে অভিযোগ করেন। শুরু হয় জোর বিতর্ক।

এবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সেই অভিযোগ স্বীকার করে নিয়ে বলেন, “একটা দুর্ভাগ্যজনক ঘটনা হুগলিতে ঘটেছে। ১০৭ জনকে যে জব অফার করা হয়েছিল, সেটা নিয়ে বিভ্রান্তি হয়েছিল। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা ঠিক করেছি, এবার থেকে ডবল চেকিং করা হবে”।

]]>
প্রাথমিকে ফের শিক্ষক নিয়োগ, পুজোর আগেই প্রাথমিক টেট পরীক্ষার ঘোষণা https://thenewsbangla.com/primary-teachers-recruitment-again-announcement-of-primary-tet-exam-before-durga-puja/ Mon, 26 Sep 2022 11:31:28 +0000 https://thenewsbangla.com/?p=16851 প্রাথমিকে ফের শিক্ষক নিয়োগ, পুজোর আগেই প্রাথমিক টেট পরীক্ষার ঘোষণা রাজ্যের। আগামী ১১ই ডিসেম্বর রাজ্যে হতে চলেছে প্রাথমিক টেট পরীক্ষা। সোমবার একথা জানিয়ে দিল, প্রাথমিক শিক্ষা সংসদ। জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সেপ্টেম্বরের মধ্যে টেট করানো সম্ভব হচ্ছে না। তবে আগামী ১১ই ডিসেম্বর টেট পরীক্ষা হবে। ১১ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে, ২০২২ এর এই টেট পরীক্ষার মাধ্যমে। দুর্গা পুজোর আগে ঘোষণা হল, কালী পুজোর আগেই রেজিস্ট্রেশন শুরু হবে।

এবার থেকে প্রতি বছর টেট পরীক্ষা হবে, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা সংসদ। সোমবার একথা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদের অ্যাড হক কমিটির নতুন সভাপতি গৌতম পাল। তিনি জানিয়েছেন, এবার ১১,০০০ শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষা হবে। টেটে ফর্ম ফিল-আপ, করতে পারবেন চাকরির দাবিতে আন্দোলনকারীরাও। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজ্য সরকারের কাছে, স্বচ্ছ নিয়োগ এখন বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুনঃ আমলার মামলা লড়তে রাজ্যের খরচা কোটি কোটি টাকা, মমতার গোঁয়ার্তুমি

এদিন প্রাথমিক শিক্ষা সংসদের অ্যাড-হক কমিটির, গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। তারপর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন, সংসদ সভাপতি গৌতম পাল। এরপর সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, “পুজোর আগেই জারি হবে, ২০২২ সালের প্রাথমিক টেটের বিজ্ঞপ্তি। ১১ই ডিসেম্বর হবে টেট পরীক্ষা। এবার ১১ হাজার শূন্যপদের জন্য শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। ফর্ম পূরণ করতে হবে অনলাইনে। ফর্ম ফিল-আপ শুরু হবে লক্ষ্মীপুজোর পর, কালী পুজোর আগে।

]]>
আমলার মামলা লড়তে রাজ্যের খরচা কোটি কোটি টাকা, মমতার গোঁয়ার্তুমি https://thenewsbangla.com/mamata-banerjee-govt-spends-crores-of-rupees-to-fight-alapan-banerjee-case-against-central-govt/ Mon, 26 Sep 2022 04:18:25 +0000 https://thenewsbangla.com/?p=16842 আমলার মামলা লড়তে রাজ্যের খরচা কোটি কোটি টাকা। “মমতার গোঁয়ার্তুমির ফল ভোগ করছে, রাজ্যের মানুষ”, অভিযোগ বিজেপি ও বামেদের। কেন্দ্র সরকারের আমলা হয়েও, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না করায়, কেন্দ্রীয় সরকারের প্রাক্তন আমলা আলাপন বন্দ্যোপাধ্যায় যে মামলা লড়ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের বিরুদ্ধে, তার মাত্র একটি ধাপে রাজ্য সরকার শুধু একজন আইনজীবী ও কংগ্রেস নেতা (অভিষেক মনু সিংভি) কে বিল মেটাচ্ছে ২৫ লক্ষ টাকা। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

রাজ্য সরকার রীতিমতো নির্দেশনামা দিয়ে জানিয়ে দিয়েছে, মাত্র একবার আদালতে আসায় আইনজীবী অভিষেক মনু সিংভি-কে রাজ্য সরকার দিচ্ছে ২৫ লক্ষ টাকা। নির্দেশনামার Memo No. 1081-H(Law)- Sanc,/ HHA-35011(99)/34/2022

২০ সেপ্টেম্বর নবান্নের সচিব শ্রী এন ঘোষাল, সিনিয়র স্পেশ্যাল সেক্রেটারি রাজ্যের পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার কলকাতাকে নির্দেশ দিচ্ছেন –
The undersigned is directed to state that sanction of an ammount of Rs 25 lakhs only is accorded towards payment of professional fees in favour of Dr. Abhishek Manu Singhvi, St. Advocate in connection with Civil Appeal No. 197 of 2022 in WPCT No. 1028 of 2021 ( Alapan Bandyopadhyay vs State of West Bengal).
This order is issued with the concurrence of Finance Department vide their Group NUO of 2573 dated 12.9.22.

নীচে সই সচিবের। তারও তলায় লেখাঃ
কপি along with Bills in duplicate from Dr. Abhishek Manu Singhvi duly passed for payment. This amount may please be paid to Dr. Abhishek Manu Singhvi, Sr. Advocate. তারিখ 20.09.2022

আলাপন বন্দ্যোপাধ্যায় যে মামলা লড়ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের বিরুদ্ধে, তার মাত্র একটি ধাপে রাজ্য সরকার শুধু একজন আইনজীবী ও কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি-কে বিল মেটাচ্ছেন ২৫ লক্ষ টাকা। এটি তারই সরকারি মেমো। যত মামলার ডেট পড়বে, তত টাকা যাবে রাজ্য সরকারের কোষাগার থেকে।

যে সলিসিটর ফার্মের মাধ্যমে লড়ছেন তার ফিজ আলাদা। সেখানেও আলাদা টাকা যাচ্ছে। জলের মত বাংলার মানুষের হকের টাকা বেরিয়ে যাচ্ছে। এরপরেই উঠেছে, বেশ কিছু প্রশ্ন।

১. যে সরকারের ভাঁড়ারে টাকা নেই, সেই সরকার সাধারণ মানুষের করে টাকায় এই বিলাসিতা করছে কি করে ? কেন করছে?
২. শুধুমাত্র একজনের গোয়ার্তুমির জন্য, কেন্দ্রের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে লড়তে রাজ্যের কোষাগার থেকে গলে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। কিন্তু সবাই নির্বিকার কেন?
৩. এবার নিজের সরকারি কর্মীদের ডিএ না দিতেও, সুপ্রিম কোর্টে যাবে সরকার। সেখানেও গলে যাবে লক্ষ লক্ষ টাকা।
৪. যেঁ সমস্ত সরকারি শিক্ষক ডিএ, পেনশন পাননি অবসরের পর, তাঁদের সবার মামলা লড়ার খরচ রাজ্য সরকার দেবে তো।

নাকি মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাননি বলেই, শুধু আলাপন বন্দ্যোপাধ্যায়ের মামলার সন খরচা দেবে রাজ্য? কোন আইনে একজন আমলার মামলার খরচা দিচ্ছে রাজ্য সরকার? খুব শীঘ্রই এই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হতে চলেছে।

]]>
নবান্ন অভিযান, “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, একযোগে মমতা অভিষেক https://thenewsbangla.com/nabanna-abhjaan-police-could-have-opened-fire-if-they-wanted-said-mamata-abhishek/ Wed, 14 Sep 2022 12:06:51 +0000 https://thenewsbangla.com/?p=16792 নবান্ন অভিযান, “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, একযোগে বললেন মমতা অভিষেক। বিজেপির নবান্ন নিয়ে একযোগে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, বিজেপির নবান্ন অভিযান নিয়ে বুধবার পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে এমনই মন্তব্য করলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহত পুলিশ কর্মীদের দেখে এসে, সেই একই মন্তব্য করলেন, তৃণমূল সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে, রণক্ষেত্রে পরিণত হয় কলকাতা, হাওড়া। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়, আন্দোলনরত বিজেপি কর্মীদের। তাঁরা ব্যারিকেড ভেঙে ফেলে, পুলিশের গাড়িতে আগুনও ধরিয়ে দেয়। সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশকর্মী ও বিজেপি কর্মী-সমর্থক আহত হয়েছেন। সেই নবান্ন অভিযান নিয়েই, এদিন বিজেপিকে নিশানা করেন মমতা। তিনি বলেন, “বিজেপির নবান্ন অভিযানে মানুষের ভোগান্তি হয়েছে, সমাজবিরোধী কাজ রাজনীতিতে খাপ খায় না। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ চাইলেই গুলি চালাতে পারত, কিন্তু এটা কাম্য নয়। শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে”।

আরও পড়ুন; বিজেপির নবান্ন অভিযান, ‘কত লোক’, মিলছে না মমতা ও অভিষেকের বক্তব্য

একই কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে আহত পুলিশ কর্মীদের দেখে বেরিয়ে এসে অভিষেক বলেন, “পুলিশকে কুর্নিশ, তারা অত্যন্ত সংযম দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। তারা চাইলেই গুলি চালাতে পারত। পুলিশ অত্যন্ত ধৈর্যর পরিচয় দিয়েছে”। “গাড়ি পোড়াবার পেট্রোল কোথা থেকে পেল, লোহার রড নিয়ে পুলিশের উপর হামলা হয়েছে”, সাংবাদিকদের বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

]]>
লজ্জায় বাংলার শিক্ষা, তৃণমূল আমলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগও বেআইনি https://thenewsbangla.com/shame-bengal-education-university-vice-chancellor-appointment-is-also-illegal-during-tmc-era/ Wed, 14 Sep 2022 08:23:21 +0000 https://thenewsbangla.com/?p=16785 লজ্জায় বাংলার শিক্ষা, তৃণমূল আমলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগও বেআইনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে, রাজ্য সরকারের পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পুনর্বহালের সিদ্ধান্ত খারিজ করল কলকাতা হাইকোর্ট। রাজ্যের নেওয়া সিদ্ধান্ত খারিজ করার নির্দেশ দিল, হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নিতে পারে না রাজ্য সরকার, পর্যবেক্ষণ আদালতের।

সচিব হিসেবে এখন আর নবান্নে কাজ করেন না আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতার সৌজন্যে, আলাপন এখন মাসে আড়াই লাখ টাকা মাইনের রাজ্য সরকারের পরামর্শদাতা। তাঁর স্ত্রী সোনালি বন্দ্যোপাধ্যায়ের কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগও বেআইনি, ঘোষণা করে দিল হাইকোর্ট।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবার পরে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট দিয়েছিলেন এই সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, ‘কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে, পুনর্নিয়োগের এক্তিয়ার রাজ্য সরকারের নেই’। সেই সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে, সোনালি বন্দ্যোপাধ্যায়কে অপসারণের নির্দেশ দিল হাইকোর্ট।

গত বছর ২৭ অগাস্ট সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনর্বহালের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। মঙ্গলবার সেই বিজ্ঞপ্তিই খারিজ করে দিয়েছে হাইকোর্ট। রাজভবনের সিলমোহর ছাড়াই বেআইনি-ভাবে, ২৫টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের অভিযোগ করেন রাজ্যপাল জগদিপ ধনকড়। কোনওরকম বাছাই ছাড়াই, সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের পুনর্নিয়োগকে স্বজনপোষণের ‘অনন্য নজির’ বলে উল্লেখ করেন তিনি। এই নিয়োগকে বেআইনি দাবি করে, কলকাতা হাইকোর্টে এই জনস্বার্থ মামলাটি দায়ের হয়।

]]>
বিজেপির নবান্ন অভিযান, স্টেশনে ঢুকে বিজেপিকে আটকানোর চেষ্টা পুলিশের https://thenewsbangla.com/bjp-nabanna-avijaan-north-bengal-bjp-supporters-are-blocked-by-bengal-police-in-stations-platform/ Mon, 12 Sep 2022 15:56:04 +0000 https://thenewsbangla.com/?p=16761 বিজেপির নবান্ন অভিযান, স্টেশনে ঢুকে বিজেপিকে আটকানোর চেষ্টা পুলিশের। উত্তরবঙ্গে স্টেশনে ঢুকে, বিজেপি-কর্মীদের ট্রেনে উঠতে বাধা দেয় রাজ্য পুলিশ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই অভিযোগ উঠেছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর থেকে, বিজেপি-কর্মীরা নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য ট্রেন ধরতে স্টেশনে এসেছিলেন। সেখানেই বিজেপি কর্মীদের বাধা দেয়, বেশ কিছু পুলিশকর্মী। উত্তরবঙ্গ জুড়েই বাধা দেওয়ার এই ছবিটা, দেখা গিয়েছে সোমবার সারাদিন ধরে। স্টেশনে দাঁড়ানো বিজেপির স্পেশাল ট্রেনেও, উঠতে বাধা দেয় পুলিশ।

আলিপুরদুয়ার স্টেশনে ভিড় করেছিলেন, বিজেপি কর্মীরা। ট্রেন ধরে হাওড়া-কলকাতায়, আসার কথা ছিল তাঁদের। আলিপুরদুয়ার স্টেশনে ঢুকে, তাঁদের বাধা দেয় রাজ্য পুলিশ। যা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ আরপিএফ। আলিপুরদুয়ার থানার পুলিশ কীভাবে স্টেশনে ঢুকে বাধা দিতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আলিপুরদুয়ার থানার পুলিশের এক্তিয়ার নিয়েও, প্রশ্ন তুলেছে আরপিএফ অফিসাররা।

আরও পড়ুনঃ “ভিতরে ভিতরে শিল্প হয়ে গেছে, কেউ বুঝতেই পারেনি”, বড় ঘোষণা মমতার

জেলা পুলিশের দাবি, ‘প্ল্যাটফর্মে যাঁরা জমায়েত করেছিলেন, তাঁরা সরকার-বিরোধী স্লোগান দিচ্ছিলেন। চোর বলা হচ্ছিল, রাজ্য সরকারকে। সেই কারণেই বাধা দেওয়া হয়েছে’। বিজেপি কর্মীদের আটকাতে, স্টেশনে-স্টেশনে টহল দিতে দেখা যায় জেলা-পুলিশকে। বিজেপির অভিযোগ, পুলিশের বাধায় অনেকেই ট্রেনে উঠতে পারেননি।

কামাখ্যাগুড়ি-আলিপুরদুয়ার জংশন স্টেশনে, কোচবিহারেও ট্রেনে উঠতে, স্পেশাল-ট্রেনে উঠতে বিজেপি-কর্মীদের বাধা দেওয়া হয়। পদ্ম শিবিরের দাবি, বিজেপি কর্মীরা যাতে কলকাতায় না আসতে পারেন, সেই কারণেই চক্রান্ত করে এই কাজ করা হয়েছে।

]]>
গার্ডেনরিচে উদ্ধার ১৫ কোটি, “বাংলার অর্থনীতি ভাঙার চেষ্টা ইডির” সরব ফিরহাদ https://thenewsbangla.com/ed-seizes-15-crores-from-kolkata-businessman-house-firhad-hakim-says-conspiracy/ Sat, 10 Sep 2022 11:49:28 +0000 https://thenewsbangla.com/?p=16755 গার্ডেনরিচে উদ্ধার ১৫ কোটি, “বাংলার অর্থনীতি ভাঙার চেষ্টা ইডির” সরব ফিরহাদ হাকিম। গার্ডেনরিচে পরিবহন ব্যবসায়ীর বাড়িতে খাটের নিচে, হাঁড়ির ভিতরে টাকার পাহাড়। ইডির অভিযানে উদ্ধার, ১৫ কোটির বেশি নগদ, মিলেছে অনেক সোনার গয়নাও। উদ্ধার হওয়া নোটের তাড়া, এখনও মেশিনে গোনা চলছে। ফলে উদ্ধার হওয়া টাকার অঙ্কটা আরও বাড়তে পারে, বলে মনে করছে ইডি কর্তারা। এদিকে কলকাতার একাধিক এলাকায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা নিয়ে, এবার মুখ খুলেছেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। “বাংলার অর্থনীতি ভাঙার চেষ্টা ইডির” সরব ফিরহাদ হাকিম।

শনিবার ‘টক টু মেয়র’ কর্মসূচিতে, ইডির হানা প্রসঙ্গে মুখ খোলেন ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় সংস্থার তৎপরতার পিছনে, প্রধানত দু’টি কারণ আছে বলে দাবি ফিরহাদের। তিনি বলেন, “কলকাতার বিভিন্ন প্রান্তে ইডির হানার পিছনে, দু’টি কারণ রয়েছে। এক, আমাদের ভয় পাওয়ানোর চেষ্টা। এসব করে তৃণমূল দলকে বার্তা দেওয়া হচ্ছে। যাতে তারা আর বিজেপির বিরুদ্ধে, রাজনৈতিক লড়াই না করে। আর দুই, বাংলার ব্যবসায়ীদের ভয় পাইয়ে দেওয়া। যাতে তারা বাংলায় ব্যবসা না করে, ওদের রাজ্যে গিয়ে ব্যবসা করে। বাংলার অর্থনীতিকে ভেঙে দেওয়ার চেষ্টা”।

আরও পড়ুনঃ ফের কোটি কোটি টাকার পাহাড়ের খোঁজ, কলকাতায় ফের ইডির অভিযান

শনিবার কলকাতার তিন জায়গায়, ইডি তল্লাশি চালায়। পার্ক স্ট্রিট, মোমিনপুর ও গার্ডেনরিচে। গার্ডেনরিচে হওয়া তল্লাশি অভিযানে, পরিবহন ব্যবসায়ি মহম্মদ নিসার খানের খাটের তলা থেকে ১৫ কোটি টাকা উদ্ধার হয়েছে।

]]>
ফের কোটি কোটি টাকার পাহাড়ের খোঁজ, কলকাতায় ফের ইডির অভিযান https://thenewsbangla.com/ed-raids-kolkata-businessmans-residence-huge-money-recovered/ Sat, 10 Sep 2022 08:22:57 +0000 https://thenewsbangla.com/?p=16752 ফের কোটি কোটি টাকার পাহাড়ের খোঁজ, কলকাতায় ফের ইডির অভিযান। শহরে ফের উদ্ধার বিপুল টাকা। কয়েক ঘণ্টা তল্লাশির পরে, পাহাড়প্রমাণ টাকার খোঁজ পাওয়া গিয়েছে। এখন পর্যন্ত যা গোনা হয়েছে, তা ৭ কোটি টাকারও বেশি। গার্ডেনরিচের পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়ির খাটের নিচ থেকে, প্যাকেটবন্দি নোট উদ্ধার করা হয়েছে। মেশিন এনে টাকা গোনা শুরু হয়েছে।

ইডি-র হানায় এখনও পর্যন্ত উদ্ধার, ৭ কোটি টাকা গার্ডেনরিচে। পরিমাণ আরও বাড়বে। পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে, উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা। গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে, ব্যবসায়ী নিসার খানের বাড়িতে খাটের তলায় প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল ওই টাকা, দাবি ইডি সূত্রে। অনলাইন গেমিংয়ে প্রতারণার অভিযোগে, ইডি এই তল্লাশি অভিযান চালাচ্ছে বলে খবর।

আরও পড়ুনঃ কলকাতা বন্দরে ২০০ কোটি টাকার মাদক উদ্ধার করল গুজরাত পুলিশ

শনিবার কলকাতার তিন জায়গায়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান চলছে। পার্ক স্ট্রিট, মোমিনপুর ও গার্ডেনরিচে এই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি’র আধিকারিকরা ৷ জানা গিয়েছে, এই তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ টাকার হদিশ পেয়েছে ইডি। গার্ডেনরিচে হওয়া তল্লাশি অভিযানে, নিসার খানের বেডরুমে খাটের তলা থেকে বান্ডিল-বান্ডিল নোট উদ্ধার হয়েছে।

আপাতত উদ্ধার হওয়া টাকার পরিমাণ, ৭ কোটি বলে জানা গিয়েছে। টাকা গোনার কাজ এখনও চলছে। পাশেই আরও এক ব্যবসায়ীর বাড়িতে, তল্লাশি চালাচ্ছে গোয়েন্দারা। গার্ডেনরিচে শাহি আস্তাবল গলির পাশেই, ময়ূরভঞ্জ রোডে এক বস্ত্র ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে এখন।

]]>