TMCLeader – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 08 Sep 2022 04:56:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg TMCLeader – The News বাংলা https://thenewsbangla.com 32 32 একদিকে মায়ের কোল খালি, অন্যদিকে বেনারসি পরে কেক কেটে জন্মদিন পালন তৃণমূল নেত্রীর https://thenewsbangla.com/baguiati-twin-murder-case-students-murder-tmc-councilor-celebrates-birthday/ Thu, 08 Sep 2022 04:55:45 +0000 https://thenewsbangla.com/?p=16708 একদিকে মায়ের কোল খালি, অন্যদিকে বেনারসি পরে কেক কেটে জন্মদিন পালন তৃণমূল নেত্রীর। একই পুরসভা ওয়ার্ডের দুটি ছবি দেখে, লজ্জায় ঘৃণায় স্তব্ধ বাংলার মানুষ। বাগুইআটির দুই স্কুল পড়ুয়ার নৃ’শংস খু’নের ঘটনায় সরগরম গোটা রাজ্য, একদিকে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী আর অন্যদিকে শোকে মুহ্যমান দুই মাধ্যমিক পড়ুয়ার পরিবার। এখনও অধরা মূল অভিযুক্ত। এরমধ্যেই সাড়ম্বরে জন্মদিন পালন করলেন, স্থানীয় তৃণমূল কাউন্সিলর। সেই ছবি সামনে আসতেই, তুমুল-বিতর্ক শুরু হয়েছে।

নিহত দুই কিশোরের মধ্যে অভিষেক নস্করের বাড়ি, বিধাননগরের বাগুইআটির অর্জুনপুরের শিবতলা এলাকায় আট নম্বর ওয়ার্ডে। ৭ সেপ্টেম্বর, বুধবারই জন্মদিন ছিল নিহত কিশোর অভিষেক তথা বাবা-মা-বন্ধুবান্ধবদের প্রিয় প্রিন্সের। ১৫ পেরিয়ে ১৬-য় পা দেওয়ার কথা ছিল তার। সেই জন্মদিনেই পুড়ে ছাই হয়ে গেল, তার দেহ। অন্যদিকে এই শোকের আবহেও, সেই ওয়ার্ডেরই তৃণমূল কাউন্সিলর সুপর্ণা ঘোষ পাল বেনারসি পরে, কর্মী-সমর্থকদের ভিড়ে জাঁকজমক করে কেক-কেটে জন্মদিন পালন করলেন।

আরও পড়ুনঃ বাংলার সরকারি স্কুলেও ‘ডোনেশন’ দুর্নীতি, দিতে না পারায় ছাত্রের রেজিস্ট্রেশন আটকে

বুধবার নিজের জন্মদিনে, পুড়ে ছাই হল কিশোর অভিষেক, পাশেই স্থানীয় তৃণমূল কাউন্সিলর সাড়ম্বরে জন্মদিন পালন করলেন। বেনারসি পরে, কেক কেটে, জন্মদিন পালনের ছবি প্রকাশ্যে আসতেই, বিতর্ক-নিন্দার ঝড় উঠেছে। ক্ষুব্ধ স্থানীয় মানুষের বক্তব্য, “এলাকায় এরকম মর্মান্তিক ঘটনার রেশ চলাকালীন, কাউন্সিলর কী করে নিজের জন্মদিন পালন করেন”? আট-নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা ঘোষ-পাল, এই নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

]]>
‘পাগলামি’ শেষ করে, তৃতীয় ইনিংস খেলতে তৃণমূল ভবনে ফের হাজির মুকুল রায় https://thenewsbangla.com/mukul-roy-tmc-leader-at-tmc-bhavan-after-all-political-controversy/ Mon, 05 Sep 2022 15:30:34 +0000 https://thenewsbangla.com/?p=16662 ‘পাগলামি’ শেষ করে, তৃতীয় ইনিংস খেলতে তৃণমূল ভবনে ফের হাজির মুকুল রায়। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি কি, তৃণমূলে মুকুলের দ্বিতীয় ইনিংস খেলার রাস্তা প্রশস্ত করে দিল? দীর্ঘদিন পর পঞ্চায়েত ভোটের মুখে কি, ফের সক্রিয় হতে চলেছেন মুকুল রায়? সোমবার তৃণমূল ভবনে তাঁর উপস্থিতিতে, বাংলার রাজনীতিতে শুরু নতুন জল্পনা। অন্যদিকে, মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে, সরব বিজেপি। তবে বিধানসভার স্পিকার সেই দাবি খারিজ করে জানিয়ে দিয়েছেন, “মুকুল রায়ের তৃণমূলে যোগ দেওয়ার কোনও প্রমাণ নেই। তিনি এখনও বিজেপিতেই রয়েছেন”।

বিধানসভার স্পিকার মুকুলকে বিজেপির বিধায়ক বলে ঘোষণা করলেও, তিনি নিজেকে তৃণমূল শিবিরের বলেই বারবার দাবি করেছেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময়, মুকুল বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হন। কিন্তু ১১ জুন তৃণমূল ভবনে গিয়ে, শাসকদলে যোগ দেন তিনি। তারপর থেকেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে, সরব হয় বিজেপি বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ বাংলার ডাক, ৫ই সেপ্টেম্বর নয়, ২৬শে সেপ্টেম্বর পালন করুন জাতীয় শিক্ষক দিবস

মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে, অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তাঁর বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে কখনও স্পিকার, কখনও আদালতের দ্বারস্থ হয় বিজেপি পরিষদীয় দল। এদিকে সোমবার, “আমি এখনও মরে যাইনি, বেঁচে আছি”, দীর্ঘদিন পর তৃণমূল ভবনে পা দিয়েই ঘোষণা করলেন মুকুল। আর তারপরই প্রশ্ন উঠছে, ফের কি সক্রিয় রাজনীতিতে মুকুল রায়?

]]>
“তৃণমূল নিজের নেতার খু’নিদেরই, জামিন আটকাতে পারে না”, আওয়াজ তুলছে আমজনতা https://thenewsbangla.com/tmc-leader-anupam-dutta-murder-wife-minakshi-dutta-feels-insecure-main-conspirator-gets-bail/ Thu, 01 Sep 2022 04:47:35 +0000 https://thenewsbangla.com/?p=16554 “তৃণমূল নিজের নেতার খু’নিদেরই, জামিন আটকাতে পারে না”, আওয়াজ তুলছে আমজনতা। তৃণমূল নেতা অনুপম দত্ত খু’নে ‘মূল ষড়যন্ত্রীর’ জামিন মিলতেই, নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ তৃণমূল কাউন্সিলর মীনাক্ষী দত্ত। স্বামীর খু’নের চার্জশিট নিয়ে, পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন তৃণমূল নেত্রী। নিহত কাউন্সিলরের স্ত্রী, সন্তান-সহ গোটা পরিবারের নিরাপত্তা নিয়ে, পরিবারের সংশয় প্রকাশ্যে এসেছে। রাজ্য সরকারের তরফে, নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছে। কিন্তু কি করে জামিন পেল, তৃণমূল নেতা অনুপম দত্তর হ’ত্যাকারি? প্রশ্ন তৃণমূলেই।

নিহত কাউন্সিলরের স্ত্রী মীনাক্ষী দত্ত বলেন, “একটা মানুষ যদি একটা মানুষকে মে’রে দিয়ে এভাবে হঠাৎ বেরিয়ে যায়, তাহলে আমার কথা আপনি পরে ভাববেন, কোন মানুষ আজ নিরাপদে আছে? নিরাপদে তো কেউ নেই তাহলে। পুলিশের উপর এতদিন ভরসা রেখেছিলাম। এখনও আছি, দেখা যাক কী হয়”। উচ্চতর তদন্তের দাবি জানাতে চান কিনা, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “অবশ্যই আরও ভালভাবে যেন তদন্ত হয়”।

আরও পড়ুনঃ তৃণমূল ‘ছাত্রনেতা’ গিয়াসউদ্দীন থেকে বিট্টু, লজ্জার অন্ধকারে ডুবেছে বাংলার শিক্ষা

নিহত তৃণমূল কাউন্সিলরের ভাই নিরুপম দত্তর দাবি, “খুনের ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ রয়েছে। পুলিশের কাছে খুনের কথা কবুলও করেছে খুনি। গোটা ঘটনায় মূল ষড়যন্ত্রী বাপি পণ্ডিতের জড়িত থাকার প্রমাণ মিলেছে। এরপরও কীভাবে হাইকোর্টে জামিন মিলল”? একই প্রশ্ন তুলেছে নিহতের পুরো পরিবার। “তৃণমূল নিজের নেতার খু’নিদেরই, জামিন আটকাতে পারে না”, কিন্তু কেন জামিন হল খু’নির? আওয়াজ তুলছে আমজনতা।

]]>
ডাক পড়ল, কয়লা পাচার কাণ্ডে এবার কোন তৃণমূল নেতাকে তলব করল ইডি https://thenewsbangla.com/ed-called-mamata-banerjee-minister-tmc-leader-moloy-ghatak-in-coal-smuggling-case/ Wed, 31 Aug 2022 13:49:47 +0000 https://thenewsbangla.com/?p=16555 ডাক পড়ল, কয়লা পাচার কাণ্ডে এবার কোন তৃণমূল নেতাকে তলব করল ইডি? এবার আইনমন্ত্রী মলয় ঘটক-কে ডেকে পাঠাল ইডি। গত ২০২১ সালের অক্টোবর মাসে কয়লা কাণ্ডের তদন্তে, ইডির সদর দফতরে হাজিরা দিয়েছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। সে সময় একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। এরপর আবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য, দিল্লিতে তলব করা হয়েছিল গত ২ ফেব্রুয়ারি।

কয়লা পাচারকাণ্ডে মলয় ঘটকের বিরুদ্ধে, বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। তাই ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই খবর সূত্রের। ইডির তরফ থেকে বলা হচ্ছে, মলয়বাবুকে জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মলয় ঘটকের তরফ থেকে, ইডির ডাক নিয়ে এখনও কিছুই বলা হয়নি। তাকে কবে ডাকা হয়েছে, তাও তিনি জানাননি। তবে ইডি সূত্রে জানানো হয়েছে, মমতার মন্ত্রীকে ফের তলব করা হয়েছে।

আরও পড়ুনঃ মমতার ‘উপকারি’ কেষ্টর পরিবার ও ঘনিষ্ঠদের ১৬১টি সম্পত্তি, তৃণমূল ক্ষমতায় আসার পরে

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কয়লাপাচার কাণ্ডে মন্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখতে মলয়বাবুর বয়ানও রেকর্ড করা হবে। চলবে জিজ্ঞাসাবাদ। যদি, মলয় হাজিরা না দেন সেক্ষেত্রে কড়া পদক্ষেপ করতে, পিছপা হবে না ইডি। যদিও, এখনও এ নিয়ে মলয় ঘটকের তরফে, কোনও প্রতিক্রিয়া মেলেনি। জানা যাচ্ছে, কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে মলয় ঘটককে দিল্লিতে ডেকেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে, তিনি দিল্লি যাচ্ছেন কিনা তাও স্পষ্ট নয়।

]]>
তৃণমূল নেতা খু’নে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা, তৃণমূলেরই আট নেতাকে https://thenewsbangla.com/tmc-leader-murder-8-tmc-leader-sentenced-life-imprisonment-by-district-court/ Wed, 31 Aug 2022 06:19:28 +0000 https://thenewsbangla.com/?p=16545 তৃণমূল নেতা খু’নে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা, তৃণমূলেরই আট নেতাকে। তৃণমূলের প্রাক্তন উপপ্রধান মৃত্যুঞ্জয় বেরা খু’নের ঘটনায়, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হল, দলেরই আট নেতাকে। ২০১৮ সালে হুগলির কুমরুলে, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান মৃত্যুঞ্জয় বেরাকে পি’টিয়ে খু’ন করা হয়। অভিযোগ ওঠে, দলেরই তৎকালীন প্রধান চিত্তরঞ্জন সাঁতরা ও তার দলবলের বিরুদ্ধে। এই খু’নের মামলায় চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক কাজি আবুল হাসেম, তৃণমূলের প্রাক্তন প্রধান চিত্তরঞ্জন সাঁতরা সহ তৃণমূলের আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন।

২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ধনিয়াখালির গোপিনাথপুর-২নং পঞ্চায়েতের, উপপ্রধান ছিলেন মৃত্যুঞ্জয় বেরা। এখানে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রধান ছিলেন, চিত্তরঞ্জন সাঁতরা। ২০১৮ সালের মে-মাসে পঞ্চায়েতের ফল ঘোষণা হয়। সেবার গ্রাম সভা ও পঞ্চায়েত সমিতিতে বিরোধীরা মনোনয়ন জমা করতে না পারায়, জয়ী হয়েছিল তৃণমূল। পুলিশ জানায়, তারপরই পঞ্চায়েত দখলে নিয়ে তৃণমূলের দুই নেতা, চিত্তরঞ্জন সাঁতরা ও মৃত্যুঞ্জয় বেরার মধ্যে ঝামেলা শুরু হয়। পঞ্চায়েত কার দখলে থাকবে, শুরু হয় দুই নেতার লড়াই।

পঞ্চায়েত কার দখলে থাকবে ঐকমত্য না হওয়ায় ২০২১-র ২৩মে, ধনিয়াখালি বিডিও পঞ্চায়েতে বোর্ড গঠনের জন্য সভা দাকেন। সেই সভা থেকে বাইক নিয়ে ফেরার সময়, দুপুর তিনটে নাগাদ কুমরুল আলুপট্টিতে আক্রান্ত হন মৃত্যুঞ্জয় বেরা। রড, শাবল ও ধারালো অস্ত্র দিয়ে নৃ’শংসভাবে কো’পানো হয় তাঁকে। ২৫ মে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় মৃত্যুঞ্জয়ের। উপপ্রধানের মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। ঘটনায় ভাঙচুর ও আগুন জ্বালানোর অভিযোগ ওঠে, মৃত্যুঞ্জয়ের সমর্থকদের বিরুদ্ধে। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খুনের ঘটনায় উপপ্রধানের স্ত্রী শিপ্রা বেরা, ১৩ জনের নামে অভিযোগ দায়ের করেন ধনিয়াখালি থানায়। ঘটনার পর দীর্ঘদিন পলাতক ছিল অভিযুক্তরা। তদন্তে নেমে খুনের মূল অভিযুক্ত, তৎকালীন প্রধান চিত্তরঞ্জন সাঁতরাকে নদিয়া থেকে গ্রেফতার করে পুলিশ। অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়, সুরজিৎ সাঁতরা,বিশ্বজিৎ সাঁতরা ও বিশ্বজিৎ ঘোষকে। হাওড়ার উলুবেড়িয়া থেকে গ্রেফতার হয় অরূপ সিং, বিদ্যুৎ রায়, দীপু বাউড়ি ও কাজি মহম্মদ বাদশা। তবে পাঁচজন অভিযুক্ত, এখনও পলাতক রয়েছে। চুঁচুড়া আদালতের বিচারক অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে, যাবজ্জীবন সাজা ঘোষণা করেন।

]]>
“আক্রমন করলে পাল্টা হবে, আমরাও বাঁশ ঝাড় চিনি”, ঠাণ্ডা গলায় ‘শা’সানি’ তৃণমূল বিধায়কের https://thenewsbangla.com/tmc-leader-udayan-guha-warns-bengal-bjp/ Tue, 30 Aug 2022 06:52:38 +0000 https://thenewsbangla.com/?p=16508 “আক্রমন করলে পাল্টা হবে, আমরাও বাঁশ ঝাড় চিনি”, ঠাণ্ডা গলায় ‘শা’সানি’ তৃণমূল বিধায়কের। এই ভাষাতেই বিজেপিকে বেনজির আক্রমন করলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সোমবার কোচবিহার শহরে তৃণমূলের এক সভা থেকে, বিরোধী দলকে এক হাত নেন তিনি। সম্প্রতি কেএলও প্রধান, পৃথক কোচবিহার রাজ্য গড়ার ডাক দিয়েছেন। আবার অনন্ত মহারাজও এক সভায় দাবি করেছেন, কোচবিহার শীঘ্রই কেন্দ্রশাসিত অঞ্চল হবে। সেই সভায় উত্তরবঙ্গের কয়েকজন বিজেপি বিধায়ক হাজির ছিলেন বলে অভিযোগ ওঠার পরেই, রক্ত দিয়ে বাংলা বিভাজন রোখার ডাক দেন উদয়ন গুহ।

সোমবার কোচবিহারে তৃণমূলের সভা থেকে, বিভাজন রাজনীতির প্রতিবাদে এক মিছিলের ডাক দেওয়া হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর কোচবিহার শহরে, এই প্রতিবাদ মিছিল করবে তৃণমূল। এদিন উদয়ন গুহ বলেন, “বিজেপি বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছে। বাংলা ভাগ করতে চাইছে বিজেপি। ওরা বাঁশ নিয়ে আক্রমণ করলে, আমরা রজনীগন্ধা দিয়ে অভ্যর্থনা করব না। বিজেপি যেন তা মনে রাখে। ওরা যেমন বাঁশঝাড় চেনে, আমরাও তেমন বাঁশঝাড় চিনি”।

আরও পড়ুন; আশঙ্কা সত্যি হল অভিষেকের, কয়লা পাচার কাণ্ডে এবার ‘ভাইপো’কে তলব

পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “বাংলা ভাগ হতে দেব না, আমাদের ছাড়াও প্রয়োজনে অন্যের রক্তও ঝরবে। বাংলা ভাগকে রুখতে গিয়ে শুধুমাত্র আমার শরীরের রক্ত যাবে, আর তোমার শরীরের রক্ত বের হবে না, এটা হতে দেব না। রক্ত গেলে দু’জনের রক্তই যাবে। কারণ আমরা কেউ চুরি পরে বসে নেই”।

]]>
“অনুব্রতকে জামিন না দিলে গাঁ’জা কেসে ফাঁ’সাব”, বাংলায় এবার বিচারককেও হু’মকি চিঠি https://thenewsbangla.com/cbi-court-judge-received-threat-letter-to-grant-bail-to-tmc-leader-anubrata-mondal-in-cow-smuggling-case/ Tue, 23 Aug 2022 11:35:26 +0000 https://thenewsbangla.com/?p=16351 “অনুব্রতকে জামিন না দিলে গাঁ’জা কেসে ফাঁ’সাব”, বাংলায় এবার বিচারককেও হু’মকি চিঠি। গত ২০ অগাস্ট আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে, এই হু’মকি চিঠি দেওয়া হয়েছে। যারপরই গোটা বিষয়টি জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে। অবাক কাণ্ডে শিহরিত গোটা বাংলার মানুষ। আদালতের একজন বিচারক-কেও যদি এইভাবে ফাঁ’সিয়ে দেবার হু’মকি দেওয়া হয়, সেখানে সাধারণ মানুষের কি হাল হতে পারে বা হয়ে এসেছে এতদিন। কে বা কারা এই হু’মকি চিঠি পাঠিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

“অনুব্রতকে জামিন না দিলে, গাঁ’জা কেসে ফাঁ’সানো হবে বিচারকের পরিবারকে”। গত ২০ অগাস্ট বিচারক রাজেশ চক্রবর্তীকে, এই হু’মকি চিঠি দেওয়া হয়েছে। হু’মকি চিঠি পাওয়ার পরেই বিচারক রাজেশ চক্রবর্তী, ডিস্ট্রিক্ট্র চিফ জাজকে গোটা বিষয়টি জানান। এটা নিয়ে কী পদক্ষেপ নেওয়া যাতে পারে, সেটাই জানতে চেয়ে তিনি চিঠি লেখেন। এরপরেই ডিস্ট্রিক্ট্র চিফ জাজ মারফত, আসানসোলের সিবিআই বিশেষ আদালতের বিচারকের চিঠির একটি প্রতিলিপি, পাঠানো হয় কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে।

গরু-পাচার কাণ্ড মামলায়, আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে; অনুব্রতকে হাজির করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই তার জামিনের আবেদন খারিজ হয়েছে, সিবিআই আদালতে। আগামী ২৪ আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। এর মাঝেই হু’মকি চিঠি পেলেন তিনি। যদিও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না, সিবিআই আদালতের বিচারক। তবে বিষয়টা স্পর্শকাতর হওয়ায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেছেন তিনি।

]]>
“ইডি-সিবিআই-কে তথ্য দিয়েছেন কুণাল ঘোষ”, বিস্ফোরক দাবি বিজেপি নেতার https://thenewsbangla.com/kunal-ghosh-gave-information-to-ed-cbi-claims-bjp-leader-soumitra-khan/ Tue, 16 Aug 2022 07:15:57 +0000 https://thenewsbangla.com/?p=16140 “ইডি-সিবিআই-কে তথ্য দিয়েছেন কুণাল ঘোষ”, বিস্ফোরক দাবি বিজেপি নেতার। “কেন্দ্রীয় দুই গোয়েন্দা সংস্থাকে সব তথ্য দিয়েছেন কুণাল ঘোষ”, এবার বিস্ফোরক দাবি করলেন সৌমিত্র খাঁ। সৌমিত্র বলেছেন, “তৃণমূলের সর্ষের মধ্যেই ভূত রয়েছে। ইডি-সিবিআই-কে তথ্য পৌঁছে দিয়েছেন কুণাল নিজেই। জেলে থাকাকালীন, যেখানে খবর দেওয়ার দিয়ে দিয়েছেন। তৃণমূলের আরও অনেকে তথ্য পৌঁছে দিচ্ছেন, সিবিআই-ইডিকে। “পার্থ-র টাকা কোথায় আছে, সেই তথ্যও পৌঁছে গেছে এইভাবেই”, দাবি বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র।

সৌমিত্র খাঁ-র কথা শুনে, কুণাল ঘোষও পাল্টা দিয়েছেন। কুণাল বলেছেন, “সার্কাসের জোকারের কোনও গুরুত্ব আছে! আমার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে, দলনেত্রীকে অভিযোগ জানান”। কুণাল আরও বলেন, “সৌমিত্রর স্ত্রী সুজাতা, যার জন্য সৌমিত্র জিততে পেরেছে। কী দারুণ লড়ে, মেয়েটি জিতিয়েছিল সৌমিত্রকে। সে বিজেপিতে বিরক্ত ছিল। খবরটা পেয়ে আমি নেতৃত্বকে জানিয়েছিলাম। সুজাতা তৃণমূলে চলে আসে। সেই রাগ থেকে আমার বিরুদ্ধে, এই ধরণের ছেলেমানুষি কাণ্ডকারখানা করছে”।

আরও পড়ুনঃ ‘গরু চুরি’ কাণ্ডে ফাঁসা কেষ্টর মাথায় মমতার হাত, স্বস্তি অনুব্রতর

একদিকে চাকরি-চুরি বা এসএসসি-নিয়োগ দুর্নীতি মামলায়, ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫০কোটি নগদ টাকা, ৫কোটির সোনা, কোটি-কোটি টাকার সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে। অন্যদিকে গরু-পাচার মামলায় সিবিআই-য়ের হাতে, বীরভূমের হেভিওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছেন। আর এবার, খবর দেবার জন্য কুণাল ঘোষের দিকেই, আঙুল তুলে অন্যরকম বিতর্ক উসকে দিলেন সৌমিত্র খাঁ।

]]>
‘গরু চুরি’ কাণ্ডে ফাঁসা কেষ্টর মাথায় মমতার হাত, স্বস্তি অনুব্রতর https://thenewsbangla.com/tmc-leader-anubrata-mandal-happy-to-know-mamata-banerjee-support-him/ Tue, 16 Aug 2022 06:33:17 +0000 https://thenewsbangla.com/?p=16139 ‘গরু চুরি’ কাণ্ডে ফাঁসা কেষ্টর মাথায় মমতার হাত, স্বস্তি অনুব্রতর। বেহালার সভা থেকে অনুব্রত গ্রেফতারি নিয়ে মুখ খুলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের হাতে ‘গরু চুরি’ কাণ্ডে ফাঁসা, তৃণমূল নেতার পাশে দাঁড়ানোর ইঙ্গিতই দিয়েছেন তিনি। পার্থ চট্টোপাধ্য়ায়ের ক্ষেত্রে দলের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হলেও, অনুব্রত মণ্ডলের প্রতি ঘাসফুল শিবিরের সুর যে নরম, তা স্পষ্ট হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতার বক্তব্যে। সরাসরি নাম করে অনুব্রতকে কেন গ্রেফতার করা হল, সেই প্রশ্নই তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাোপাধ্যায়।

আর মমতার সেই বার্তার পেয়েই, আত্মবিশ্বাসী অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা জানান, অনুব্রত তাঁকে বলেছেন, জানতাম দিদি পাশে থাকবেন। রবিবার ইঙ্গিতে দলের অবস্থান বুঝিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে তিনি প্রশ্ন তোলেন, কী করেছিল কেষ্ট? কেন গ্রেফতার করা হল ওকে?

আরও পড়ুনঃ গরু চুরি কাণ্ডে, অনুব্রতর মেয়ে, নেতা ও পুলিসের দিকেও নজর সিবিআইয়ের

সিবিআয়ের হেফাজতে, বর্তমানে নিজাম প্যালেসই ঠিকানা অনুব্রত মণ্ডলের। সোমবার অনুব্রতের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা জানান, মমতার বার্তা আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী করেছে অনুব্রতকে। মমতার বার্তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার তিনি বলেন, “কোনও প্রভাবশালীকে ছাড় দেওয়া হবে না। তুমি দেখবে তোমার কথাতে তোমার ববি, অরূপ থাকবে না। তোমার পিছনে কেউ থাকবে না। সেই দিনটা আসছে”।

]]>
‘রাজনৈতিক ইজ্জত’ ধুলোয় মিশিয়ে, অনুব্রতকে ইঁদুরের মত ‘গরু কেসে’ ধরল সিবিআই https://thenewsbangla.com/tmc-leader-birbhum-dist-president-anubrata-mondal-arrested-by-cbi-in-cow-smuggling-case/ Thu, 11 Aug 2022 06:27:21 +0000 https://thenewsbangla.com/?p=16051 ‘রাজনৈতিক ইজ্জত’ ধুলোয় মিশিয়ে, অনুব্রতকে ইঁদুরের মত ‘গরু কেসে’ ধরল সিবিআই। অনেক টালবাহানার পর গরু পাচার মামলায়, সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার সকালে বোলপুরের নিচুপট্টির বাড়িতে হানা দেয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দেড়ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, তদন্তে অসহযোগিতার অভিযোগে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। যদিও সিবিআই এখনও অফিসিয়ালি, গ্রেফতারের কথা জানায়নি।

সূত্রের খবর, আজই আসানসোল আদালতে পেশ করা হতে পারে অনুব্রতকে। তবে বাড়ি থেকে বের করার পর কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূল নেতাকে, সে বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানায়নি সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়ের পর তৃণমূলের আরও এক হেভিওয়েট নেতা, দুর্নীতির দায়ে কেন্দ্রীয় এজেন্সির জালে।

আরও পড়ুনঃ চাকরি চুরি কেসে পার্থর পর এবার গরু চুরির মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল

আজ সকালে আদালতের নির্দেশনামা ও মেডিক্যাল রিপোর্ট নিয়ে, বোলপুরের নীচুপট্টিতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে পৌঁছে যান সিবিআই অফিসাররা। অনুব্রতর বাড়ি ঘিরে ফেলে, বিশাল কেন্দ্রীয় বাহিনী। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন, সিবিআই আধিকারিকরা। বাড়ির সকলের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পরেই, গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে।

গরুপাচার মামলায় ১০বার অনুব্রতকে তলব করে সিবিআই। ৯বার হাজিরা এড়ায়, তৃণমূল বীরভূম জেলা সভাপতি। অসুস্থতার কথা বলে গতকালও হাজিরা এড়ান অনুব্রত। গরুপাচার মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন। শুধু সায়গলেরই ১০০ কোটি টাকার বেশি সম্পত্তির হদিশ পাওয়া গেছে।

]]>