Mamata Banerjee – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 12 Aug 2022 06:46:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Mamata Banerjee – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পার্থকে তাড়িয়েও, অনুব্রতকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারল না তৃণমূল শৃঙ্খলারক্ষা কমিটি https://thenewsbangla.com/tmc-chandrima-bhattacharya-opens-up-on-birbhum-district-chief-anubrata-mandal-arrest/ Fri, 12 Aug 2022 06:39:02 +0000 https://thenewsbangla.com/?p=16091 পার্থকে তাড়িয়েও, অনুব্রতকে নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নিতে পারল না তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। মাত্র কয়েকদিন ব্যবধানে গ্রেফতার, তৃণমূলের দুই দাপুটে নেতা পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল। পার্থ গ্রেফতার হবার পরেই, দল থেকে তাঁকে বহিষ্কার করে তৃণমূল নেতৃত্ব। সরিয়ে দেওয়া হয় রাজ্য মন্ত্রিসভা থেকে। তবে অনুব্রতকে নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নিতে পারেনি দল ও দলনেত্রি মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল শৃঙ্খলারক্ষা কমিটি।

গরু পাচার কাণ্ডে জড়িত সন্দেহে, সিবিআইয়ের হাতে গ্রেফতার বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বরাবরই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয়। গ্রেফতারির পরে কোথায় দাঁড়াবে সেই সম্পর্ক, এই নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি কি অবস্থান নেবে দিদির প্রিয় কেষ্টর বিরুদ্ধে, সেই দিকে লক্ষ্য রাজ্যবাসীরও।

আরও পড়ুনঃ চাকরি ও গরু চুরির দায়ে গ্রেফতার পার্থ অনুব্রত, প্রতিবাদে রাস্তায় তৃণমূল

অনুব্রত গ্রেফতারের পর বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, “দুর্নীতি হলে জিরো টলারেন্স নীতি নেবে দল। দল অন্যায়ের সঙ্গে আপস করে না। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, মানুষের কাছে ক্ষতিকর বা মানুষকে কেউ ঠকিয়েছে বলে মনে হলে দল তাঁকে সমর্থন করে না”। একই সঙ্গে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকেও, আক্রমণ করেছেন চন্দ্রিমা। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সংস্থাগুলির নিরপেক্ষ আচরণ করা উচিত। তবে অনুব্রতকে নিয়ে কি ভাবছে দল? এই বিষয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবী করেছে বিরোধীরা।

]]>
চাকরি ও গরু চুরির দায়ে গ্রেফতার পার্থ অনুব্রত, প্রতিবাদে রাস্তায় তৃণমূল https://thenewsbangla.com/trinamool-congress-portest-rally-in-west-bengal-against-ed-cbi/ Fri, 12 Aug 2022 05:24:52 +0000 https://thenewsbangla.com/?p=16085 চাকরি ও গরু চুরির দায়ে গ্রেফতার পার্থ অনুব্রত, প্রতিবাদে রাস্তায় তৃণমূল। প্রথমে পার্থ চট্টোপাধ্যায় তারপরেই অনুব্রত মণ্ডলকে, গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা ইডি-সিবিআই। পরপর দুই ‘হেভিওয়েট’ নেতার গ্রেফতারির পরে, অনেকটাই ব্যাকফুটে তৃণমূল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে, প্রশ্ন তুলেছে তৃণমূল। তদন্তে নিরপেক্ষতার প্রশ্ন তুলে, শুক্রবার থেকে দুদিনের প্রতিবাদ কর্মসূচী পালন করবে, দলের ছাত্র-যুব সংগঠন। তৃণমূলের ছাত্র-যুব সংগঠনের প্রতিবাদ কর্মসূচীর পরে, ১৪ অগাস্ট সভা করবেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই নেত্রী দলের পরবর্তী কর্মসূচী ঘোষণা করবেন।

শুক্রবার প্রতিবাদ কর্মসূচী নিয়ে তৎপরতা, শুরু হয়ে গেছে তৃণমূল ছাত্র পরিষদে। এই প্রতিবাদ কর্মসূচীর নির্দেশ দিয়েছেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যান ক্লাবের পক্ষ থেকে জানান হয়েছে, কেন্দ্রীয় সরকার বাংলাকে বারবার লাঞ্ছিত ও অপমানিত করেছে। রাজনৈতিক স্বার্থে বারবার এই দুই কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে, ব্যবহার করেছে কেন্দ্র। রাজ্য সরকার তদন্তের স্বার্থে সবরকম সহযোগিতা করার পরেও ইডি-সিবিআই-কে ব্যবহার করছে কেন্দ্র।

আরও পড়ুনঃ তৃণমূল কি স্বীকার করেই নিল, “আমরা সবাই চোর”

তৃণমূল ছাত্র পরিষদের ডাকে বাংলার সমস্ত ব্লক, টাউন ও বিধানসভায় মিটিং মিছিলের আয়োজন করা হবে। শুক্রবার দুপুর ১টা নাগাদ তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের কর্মী-সমর্থকরা, জমায়েত করবেন আমহার্স্ট স্ট্রিট মোড়ে। সংগঠনের সমস্ত নেতৃত্বকে পূর্ণ শক্তি নিয়ে, সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। চুরির দায়ে ধরা পরা দুই নেতার জন্য রাস্তায় নামছে তৃণমূল।

]]>
মমতা নন, ২০২৪ লোকসভা ভোটে মোদী বিরোধী প্রধানমন্ত্রী মুখ কি নীতীশ কুমার https://thenewsbangla.com/not-mamata-banerjee-nitish-kumar-is-the-anti-modi-pm-face-in-2024-lok-sabha-poll/ Tue, 09 Aug 2022 12:58:30 +0000 https://thenewsbangla.com/?p=16001 মমতা বন্দ্যোপাধ্যায় কি নন? ২০২৪ লোকসভা ভোটে, মোদী বিরোধী প্রধানমন্ত্রী মুখ কি তাহলে নীতীশ কুমার? বিহারের মুখ্যমন্ত্রীর পর থেকে, ইস্তফা দিলেন নীতীশ কুমার। মঙ্গলবার বিহারের রাজ্যপাল ফাগু চৌহানের কাছে, নিজের ইস্তফাপত্র দিয়ে দিয়েছেন নীতীশ। বিহারে সরকারিভাবে এনডিএ জমানার অবসান ঘটল। ২০২৪ এ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধীদের প্রধানমন্ত্রীত্ব মুখ হিসাবে, তাহলে কি নীতীশ কুমার-কেই তুলে ধরছে বিরোধীরা। দেশের রাজনীতিতে উঠে গেল এমনই প্রশ্ন।

বিহারে বিজেপির বিরুদ্ধে মহাজোট, ইতিমধ্যেই গড়ে উঠেছে। নীতীশ কুমারের জেডিইউ-র সঙ্গে, আরজেডি-কংগ্রেস-বাম-হিন্দুস্তানি আওয়াম মোর্চা। টার্গেট ১২২, বিহারে এবার গড়তে চলেছে, আরজেডি-কংগ্রেস-বাম-জেডিইউ সরকার। বিজেপি-সঙ্গ ছেড়ে ইস্তফা দিলেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বাম কংগ্রেসের সমর্থনে বিহারের মসনদে, ফের লালু-নীতীশ জুটি? মুখ্যমন্ত্রিত্বের পদে নীতীশ, উপ-মুখ্যমন্ত্রী লালু-পুত্র তেজস্বী। আপাতত এমন সমীকরণ বিহারের সরকার গঠনে। এটাই কি অন্য রাস্তা দেখাচ্ছে বিরোধীদের? এটাই এখন বড় প্রশ্ন।

আরও পড়ুনঃ বিজেপির বিরুদ্ধে নীতীশ কুমারের সঙ্গে আরজেডি, কংগ্রেস, বাম, হিন্দুস্তানি আওয়াম মোর্চা

বিগত কয়েকমাস ধরেই নীতীশের সঙ্গে, জোট শরিক বিজেপি-র টানাপোড়েন চলছিল। সংখ্যার জোরে নীতীশকে নামমাত্র মুখ্যমন্ত্রী রেখে, অমিত শাহের অঙ্গুলি-হেলনেই বিহারে জোট সরকার পরিচালনা করা হচ্ছিল বলে অভিযোগ। সেই আবহে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা নীতি আয়োগের বৈঠকও এড়িয়ে যান নীতীশ। এরপরেই বাম-কংগ্রেস সহ সব বিজেপি বিরোধী দল, নীতীশ কুমারকেই মুখ্যমন্ত্রী রেখে রাজ্যে নতুন সরকার গঠনে উদ্যোগী হয়। তাহলে কি নীতীশ এবার, বিরোধীদের প্রধানমন্ত্রীত্বের দাবিদার?

]]>
শুধু বিরোধী নেতা নয়, এবার কি বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী https://thenewsbangla.com/opposition-leader-suvendu-adhikari-may-be-the-bengal-bjp-state-president/ Tue, 09 Aug 2022 09:49:14 +0000 https://thenewsbangla.com/?p=15990 শুধু বিরোধী নেতা নয়, এবার কি বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী? রাজ্য রাজনীতিতে উঠে গেছে প্রশ্ন। বর্তমানে বঙ্গ বিজেপিতে একাধিক গোষ্ঠী। সুকান্ত, অমিতাভ, শুভেন্দু, দিলীপ, রাহুল নানা শিবিরে বিভক্ত রাজ্য বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে এই গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিয়ে, বাংলায় পার্টিকে শক্তিশালী করতে। ২০১৯—এর লোকসভা ভোটে যে টিমটা বাংলা থেকে ১৮টি আসন দিয়েছিল, সেই সফল টিমকেই ২০২৪-এ বেশি করে কাজে লাগাতে চাইছেন শাহ-নাড্ডারা। তাই ফের বঙ্গ বিজেপির সংগঠনে, বড়সড় রদবদল হতে পারে বলেই জোর জল্পনা শুরু গেরুয়া শিবিরে।

বাংলার নেতাদের উপর চরম অসন্তুষ্ট, বিজেপির কেন্দ্রীয় নেতারা। তাই বঙ্গ বিজেপিতে বড়সড় সাংগঠনিক রদবদল করবে দিল্লির নেতারা। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে, দিল্লিতে বৈঠক করেছেন অমিত শাহ, জেপি নাড্ডা। বৃহস্পতিবার ফের দিল্লিতে তলব করা হয়েছে শুভেন্দুকে। এরপরই বঙ্গ বিজেপিতে, সাংগঠনিক রদবদলের জল্পনা আরও তীব্র হয়েছে।

আরও পড়ুন; চাকরি চুরির পর গরু চুরি, পার্থর পর এবার কি জেলে ঢোকার পালা অনুব্রতর

বিজেপি সূত্রে কানাঘুষো চলছে, রাজ্যে সাংগঠনিক রদবদল হলে রাজ্য সভাপতি হতে পারেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদারকে সেক্ষেত্রে, সংসদীয় দলের কোনও দায়িত্বে আনা হতে পারে। পাশাপাশি রাজ্য বিজেপিতে গুরুত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও লকেট চট্টোপাধ্যায়ের। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন), অমিতাভ চক্রবর্তীর ক্ষমতা আরও খর্ব করা হতে পারে।

]]>
চাকরি চুরির পর গরু চুরি, পার্থর পর এবার কি জেলে ঢোকার পালা অনুব্রতর https://thenewsbangla.com/cow-theft-after-govt-job-theft-after-partha-is-it-time-to-go-to-jail-for-anubrata/ Tue, 09 Aug 2022 04:51:44 +0000 https://thenewsbangla.com/?p=15976 চাকরি চুরির পর গরু চুরি, পার্থর পর এবার কি জেলে ঢোকার পালা অনুব্রতর? গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে, ফের তলব সিবিআইয়ের। সূত্রের খবর, বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে, আগামীকাল বুধবার সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে, হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আজই বোলপুরে অনুব্রতর বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসবেন, সিবিআই অফিসাররা। গতকাল সোমবার তলব সত্ত্বেও, সিবিআই দফতরে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। এসএসকেএম থেকে বেরিয়ে, রাতে ফিরে আসেন বোলপুরের বাড়িতে।

বারবার সিবিআই হাজিরা এড়ানোয়, পরিস্থিতি আরও জটিল হচ্ছে অনুব্রত মণ্ডলের। গরু পাচার মামলায় ফের, তাঁকে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, অনুব্রতর কাছে ইমেলের মাধ্যমে নোটিস পাঠানো হয়েছে। তারপরে সরাসরি বোলপুর গিয়ে, তাকে নোটিশ দিচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। বুধবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ওইদিন বেলা ১১টার মধ্যে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে, বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে।

আরও পড়ুনঃ সরকারি চাকরির পর, দলীয় পদ পাইয়ে দিতেও টাকা, তৃণমূল নেতার বাড়িতে হা’মলা কর্মীদের

বুধবার তিনি হাজিরা না দিলে, কঠিন কোনও পদক্ষেপ নেওয়া হবে বলেই খবর সিবিআই সূত্রে। সেক্ষেত্রে তাঁকে গ্রেফতার করে আনা হতে পারে নিজাম প্যালেসে। গরু পাচার মামলায় ও বিপুল সম্পত্তি ধরা পরায়, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন এখন জেল হেফাজতে। যদিও এই নিয়ে অনুব্রতর তরফে, এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই ইস্যু নিয়ে চুপ, তৃণমূল নেতারাও। পার্থ চট্টোপাধ্যায়ের পর কি অনুব্রত মণ্ডল?

]]>
সরকারি চাকরির পর, দলীয় পদ পাইয়ে দিতেও টাকা, তৃণমূল নেতার বাড়িতে হা’মলা কর্মীদের https://thenewsbangla.com/govt-jobs-theft-now-money-to-get-party-posts-tmc-leader-house-ransacked-by-tmc-workers/ Tue, 09 Aug 2022 04:13:45 +0000 https://thenewsbangla.com/?p=15973 সরকারি চাকরির পর, দলীয় পদ পাইয়ে দিতেও টাকা; তৃণমূল নেতার বাড়িতে হা’মলা দলেরই কর্মীদের। সরকারি চাকরির পর এবার তৃণমূলের দলীয় পদ পাইয়ে দিতেও টাকা নেওয়ার অভিযোগ উঠল; মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির বিরুদ্ধে। তৃণমূল নেতা ইদ্রিশ আলির বাড়িতে; রীতিমতো তা’ণ্ডব চালালেন দলের কর্মীরাই। দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন; এই তৃণমূল নেতা।

তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির উপস্থিতিতেই; তাঁর বাড়িতে চলে দলীয় কর্মীদেরই তা’ণ্ডব। অবাধে চলল ভাঙ’চুর, তছনছ করে দেওয়া হল নেতার বাড়ির আসবাব। বাড়ির ভিতরে যখন তৃণমূল বিধায়ক রয়েছেন; তখনই বাড়ির জানলায় আছড়ে পড়ল ইট, বাঁশ-লাঠির বাড়ি। বাড়ির বাইরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে টেবিল চেয়ার। অভিযোগ, তৃণমূলের দলিয় পদ পাইয়ে দিতেই; টাকা নিয়েছেন ইদ্রিস আলি।

আরও পড়ুনঃ বাংলায় আওয়াজ উঠে গেল, ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’

দলীয় পদ পাইয়ে দেওয়ার নাম করে, টাকা নেওয়ার অভিযোগে; সোমবার এভাবেই তা’ণ্ডব চলে মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বাড়িতে। তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, দলে পদ দেওয়ার লোভ দেখিয়ে; ১২ লক্ষ টাকা নেন ইদ্রিশ। কিন্তু কোন কাজ হয়নি। সব অভিযোগ অস্বীকার করে; পাল্টা আইনি ব্যবস্থার হুঁ’শিয়ারি দিয়েছেন ইদ্রিশ।

বাড়ি-গাড়ি ভাঙ’চুর ও দলীয় কর্মীদের একাংশের বি’ক্ষোভের ঘটনায়; পুলিশের দ্বারস্থ হয়েছেন ইদ্রিশ। রাতেই বিধায়কের আপ্ত-সহায়ক ভগবানগোলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে নাম রয়েছে কুঠিরামপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি; তৃণমূল নেতা মোস্তাফা শেখ-সহ ৪০-৫০ জন অজ্ঞাতপরিচয় দু’ষ্কৃতীর।

]]>
বৃষ্টির সন্ধ্যায় “চপ তেলেভাজা মুড়ি খাবই”, জেলে জোর আবদার পার্থ চট্টোপাধ্যায়ের https://thenewsbangla.com/partha-chatterjee-request-chop-televaja-muri-on-rainy-evening-at-presidency-jail/ Mon, 08 Aug 2022 16:09:23 +0000 https://thenewsbangla.com/?p=15954 বৃষ্টির সন্ধ্যায় “চপ তেলেভাজা মুড়ি খাবই”; জেলে জোর আবদার পার্থ চট্টোপাধ্যায়ের। ইডি হেফাজতে থাকাকালীনই খাবার নিয়ে; পার্থ নানারকম আবদার করছিলেন বলে জানা গিয়েছিল। এবার প্রেসিডেন্সি জেল হেফাজতেও, খাওয়া নিয়ে নানান ‘বায়না’ জুড়েছেন; তৃণমূলের প্রাক্তন নেতা-মন্ত্রী। সোমবার বৃষ্টির সন্ধ্যের তার জোর বায়না; “চাই তেলেভাজা চপ মুড়ি”। ডাক্তার-দের অনুমতি নিয়ে; খানিকটা বাধ্য হয়েই পার্থর সেই আবদার মেটাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। জেলের মাটিতে বসে; জমিয়ে চপ-মুড়ি-তেলেভাজা খেলেন পার্থ।

১৪ দিনের ইডি হেফাজত শেষে; গত শুক্রবার থেকে পার্থ চট্টোপাধ্যায়ের ঠিকানা হয়েছে জেল। আর প্রেসিডেন্সি জেলে বাকি সমস্যার মধ্যে; সব থেকে প্রধান হয়ে উঠেছে জেলের খাবার। ‘খাদ্যরসিক’ পার্থর জেলের খাবার, আর মুখে রুচছে না। তার ওপর জেল কর্তৃপক্ষ তাঁকে দিচ্ছে; শুধুই ডায়াবেটিক খাবার, পদ। জেলজীবনের চতুর্থ দিনে, অবশেষে কাটল সেই একঘেয়েমি। সোমবার রীতিমতো বায়না ধরে, জেলের ক্যান্টিন থেকে চপ, বেগুনি, মুড়ি আনিয়ে দেদার খেলেন পার্থ চট্টোপাধ্যায়।

বাংলায় আওয়াজ উঠে গেল, ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’

প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, সোমবার বিকেল হতেই; জেলে চপ-মুড়ির আবদার করেন পার্থ চট্টোপাধ্যায়। স্বাভাবিকভাবেই সেই আবদার নাকচ হয়ে যায়; কিন্তু পার্থবাবু নাছোড়বান্দা। চপ-তেলেভাজা-মুড়ি, তাঁর চাই-ই-চাই। অবশেষে জেলের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন; প্রেসিডেন্সি জেলের আধিকারিকরা। শেষ পর্যন্ত অনুমতি মেলায়, জেলের ক্যান্টিনে তৈরি চপ-তেলেভাজা ও মুড়ি পান পার্থ। তৃপ্তি করে সেগুলি খান, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়; হাঁফ ছাড়েন জেল আধিকারিকরা।

]]>
বাংলায় আওয়াজ উঠে গেল, ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’ https://thenewsbangla.com/west-bengal-people-voice-went-up-cow-thief-job-thief-tmc-leaders-in-problem/ Mon, 08 Aug 2022 14:15:38 +0000 https://thenewsbangla.com/?p=15944 বাংলায় আওয়াজ উঠে গেল; ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’। ২০২১ মে, সবে একবছর বয়স হয়েছে; ২১১ আসন নিয়ে ক্ষমতায় আসা একটা দলের সরকারের। এক-বছরের মধ্যে সেই দলটার দোর্দণ্ডপ্রতাপ দুই নেতাকে; এই বাংলার মানুষই চিৎকার করে ডাকছে, ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’। অবিশ্বাস্য, ভাবা যায়!?

বাংলার মানুষকে, ভোটারদের যারা ‘গাধা’ ভাবেন; তারা এখনও শুধরে যান। এসএসকেএম হাসপাতালে কিছু সাধারণ মানুষ আজ চিৎকার করে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রিয় নেতা অনুব্রত মণ্ডলকে রীতিমতো আওয়াজ দিল, “এই গরু চোর”। দুদিন আগেই আলিপুর জেলে, কিছুদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী থাকা পার্থ চট্টোপাধ্যায়-কে; আওয়াজ দিয়েছে “এই চাকরি চোর” বলে।

দুদিন আগেই জোকা ইএসআই হাসপাতালে, বাংলার এক সাধারণ নারী, জুতো ছুঁড়ে মেরেছে পার্থ চট্টোপাধ্যায়-কে। পুলিশ কোন ব্যবস্থা নেয়নি; মহিলার বাড়িতেও তৃণমূলের হা’মলা হয়নি। ওই মহিলা, ভাণ্ডার ও ভাতা পান বলেই জানা গেছে। অর্থাৎ ভাণ্ডার-ভাতা দিয়ে, আর বাংলার মানুষের মুখ বন্ধ করা যাচ্ছে না।

আরও পড়ুনঃ পাঁচ বছরে উনিশজন তৃণমূল নেতার অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি, ইডিকে পার্টি করল হাইকোর্ট

২০০৬ সালে ২৩৫ আসন পাবার পরে, রাইটার্সে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিরোধীদের ব্যঙ্গ করে সাংবাদিকদের বলেছিলেন; “আমরা ২৩৫, ওরা শুধু ৩৫”। ২০১১ সালে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছিল; সিপিএম সহ বামেদের। আর ২০১৬তে ২১১ আসন দিয়ে ক্ষমতায় আনা তৃণমূলের দুই বড় নেতাকে, প্রকাশ্যে ‘চোর’ বলছে বাংলার মানুষ।

বাংলার আমজনতা-কে ‘Taken For Granted’ করে ডুবেছিল বামেরা। সেই এক জিনিস করল তৃণমূল। ভাণ্ডার আর ভাতায় মানুষকে ভিক্ষা দিয়ে যারা ভেবেছিল, যত খুশি দুর্নীতি করা যাবে; আজ তাদের আওয়াজ দিচ্ছে সাধারণ মানুষ। ‘চোর-চোর’ বলে। বাংলার মানুষের ধৈর্য বেশি, তাঁরা যাদের নির্বাচন করেন, তাদের সময় দিতে পছন্দ করেন। তাই বাম ৩৪ বছর, তৃণমূল ১৫ বছর। কিন্তু জল মাথার উপর উঠলে, কিভাবে ‘খাল কেটে’ জল-জঞ্জাল সাফ করতে হয়, সেটাও তাঁরা বিলক্ষণ জানেন।

আওয়াজ কিন্তু উঠে গেছে; ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’। অপেক্ষা করুন, দুদিন বাদেই আরও শুনতে পাবেন, ‘এই কয়লা চোর’, ‘এই বালি চোর’……
(সম্পাদকীয় লিখলেন, মানব গুহ)

]]>
‘গরু চোর’ বলে বিদ্রুপ, আদালতের ভয়ে অনুব্রতকে ভর্তি নিল না এসএসকেএম https://thenewsbangla.com/sskm-did-not-admit-tmc-leader-anubrata-mondal/ Mon, 08 Aug 2022 13:01:59 +0000 https://thenewsbangla.com/?p=15936 ‘গরু চোর’ বলে বিদ্রুপ, আদালতের ভয়ে; অনুব্রতকে এবার ভর্তি নিল না এসএসকেএম। “অনুব্রত মণ্ডলকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই”; জানিয়ে দিল এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা। সোমবার চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে যান অনুব্রত; তাঁর চিকিৎসায় তৈরি হয় ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড। বীরভূম জেলা তৃণমূল সভাপতির কয়েকটি ক্রনিক রোগ ছাড়া; তেমন কোনও সমস্যা নেই বলেই জানান বিশেষজ্ঞরা। অনুব্রতর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখে তাঁরা জানিয়ে দেন; এই মুহূর্তে হাসপাতালে ভর্তির দরকার নেই বীরভূমের দাপুটে তৃণমূল নেতার। দীর্ঘক্ষণ হাসপাতালে কাটিয়ে বেরিয়ে যান তিনি।

এদিকে নিরাপত্তারক্ষী-দের বেষ্টনি নিয়ে হাসপাতাল ছাড়ার সময়, এসএসকেএম চত্বরে চিৎকার শোনা যায়; “গরু-চোর গরু-চোর”। কিছু রোগীর আত্মীয় রীতিমতো বিদ্রুপ করে; ‘গরু চোর’ বলে চিৎকার শুরু করেন হাসপাতালে। জোকা ইএসআই হাসপাতালের বাইরে, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দেখেও; এক মহিলা জুতো ছুঁড়ে মারেন। আলিপুর জেলে গিয়েও তাঁকে শুনতে হয়েছে; ‘চোর-চোর’ ডাক। এবার নিশানায় অনুব্রত। এসএসকেএম চত্বরে ‘গরু চোর’ ডাক ভেসে এল; দাপুটে তৃণমূল নেতাকে নিশানা করে।

আরও পড়ুনঃ পাঁচ বছরে উনিশজন তৃণমূল নেতার অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি, ইডিকে পার্টি করল হাইকোর্ট

গরু পাচার মামলায় সোমবার; অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। শারীরিক পরীক্ষার অজুহাতে, এদিনও সিবিআইয়ের হাজিরা; এড়িয়ে গেছেন অনুব্রত। এর আগেও গরু পাচার মামলায়, সিবিআই তাঁকে একাধিকবার নোটিস পাঠিয়েছে; প্রতিবারেই হাজিরা এড়িয়ে গিয়েছেন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে। আগামী সপ্তাহে ফের তাঁকে; তলব করতে পারে সিবিআই।

]]>
পাঁচ বছরে উনিশজন তৃণমূল নেতার অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি, ইডিকে পার্টি করল হাইকোর্ট https://thenewsbangla.com/nineteen-tmc-leaders-extraordinary-wealth-growth-in-just-five-years-ed-was-party-by-kolkata-high-court/ Mon, 08 Aug 2022 12:58:24 +0000 https://thenewsbangla.com/?p=15935 পাঁচ বছরে উনিশজন তৃণমূল নেতার অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি; মামলা গ্রহন করে ইডিকে পার্টি করল কলকাতা হাইকোর্ট। ফের বিপদে শাসক তৃণমূল। বিগত কয়েক বছরে কিভাবে হল; শাসকদলের নেতাদের সম্পত্তির অস্বাভাবিক বৃদ্ধি? মামলায় ফিরাদ-মদন-শোভনদের পার্টি করার নির্দেশ দিল হাইকোর্ট; সেই সঙ্গে পার্টি করা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি-কেও।

সম্প্রতি চাকরি চুরি দুর্নীতি-কাণ্ডে গ্রেফতার হয়েছে; প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা। বর্তমানে জেল হেফাজতে রয়েছে তারা। এরই পরিস্থিতির মধ্যে শাসক দলের একাধিক নেতার সম্পত্তি নিয়ে; নতুন করে প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে। সোমবার একটি জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে; পার্টি করার নির্দেশ দিল আদালত। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, সোমবার শুনানিতে; ইডি-কেও পার্টি করার নির্দেশ দিয়েছে। মামলায় মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ অর্জুন সিং, বিধায়ক মদন মিত্র-সহ; মোট ১৯ জন তৃণমূল নেতার নাম রয়েছে।

আরও পড়ুনঃ জেলের খাটে উঠলেন প্রভাবশালী পার্থ, মেঝেতেই পরে রইলেন ঘনিষ্ঠ অর্পিতা

কোন কোন তৃণমূল নেতার নাম রয়েছে, এই তালিকায়? এরা হলেন, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়া; বর্তমান মেয়র ফিরহাদ হাকিম; জ্যোতিপ্রিয় মল্লিক; মলয় ঘটক; ব্রাত্য বসু; অর্জুন সিং; শিলিগুড়ি মেয়র গৌতম দেব; ইকবাল আহমেদ; স্বর্ণকমল সাহা; অরূপ রায়; জাভেদ খান; অমিত মিত্র; আব্দুর রজ্জাক মোল্লা; রাজীব বন্দ্যোপাধ্যায়; শিউলি সাহা; সব্যসাচী দত্ত; বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডে। শেষ দুজন তৃণমূল নেতা; ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন।

আরও পড়ুনঃ পার্থের পরে কি মমতা, খুশিতে ‘ডগমগ’ কুণালের মুখ বন্ধ করল তৃণমূল

বিপ্লব চৌধুরী নামে এক ব্যক্তি; ২০১৭ সালে এই জনস্বার্থ মামলা করেন। মামলায় বলা হয়েছে, নির্বাচন কমিশন থেকে পাওয়া নেতা-মন্ত্রীদের তথ্য খতিয়ে দেখলে বোঝা যাবে; বছরের পর বছর কিভাবে সম্পত্তি বেড়েছে তাদের। এমনকি শাসকদলের একাধিক নেতাদের, ঘনিষ্ঠ নিরাপত্তারক্ষী-দেরও; সম্পত্তি বৃদ্ধি পেয়েছে আকাশছোঁয়া। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ; এই মামলা গ্রহণ করেন।

পাশাপাশি আর একটি মামলা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ; কাজরী বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে। তিনি একজন গৃহবধূ হওয়া সত্ত্বেও, কীভাবে তাঁর নামে পাঁচ-কোটি টাকার সম্পত্তি হল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

]]>