CBI – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 17 Nov 2022 12:57:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg CBI – The News বাংলা https://thenewsbangla.com 32 32 গরু পাচারের গেরো, সিবিআই-য়ের পর অনুব্রত মণ্ডলকে এবার গ্রেফতার করল ইডি https://thenewsbangla.com/cow-smuggling-case-enforcement-directorate-ed-arrest-anubrata-mondal-after-cbi/ Thu, 17 Nov 2022 12:21:03 +0000 https://thenewsbangla.com/?p=16973 গরু পাচারের গেরো, সিবিআই-য়ের পর অনুব্রত মণ্ডলকে এবার গ্রেফতার করল ইডি। গরুপাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে, গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। বুধবার সাড়ে ৫ ঘণ্টা ধরে জেরার পর, তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় এই সংস্থা। জেরায় কোন প্রশ্নের উত্তর দেননি তিনি, এমনটাই জানা যাচ্ছে। তাঁকে কি এবার দিল্লি নিয়ে যাওয়া হবে? এটাই এখন বড় প্রশ্ন।

গরু পাচারের গেরো, সিবিআই-য়ের পর মণ্ডলবাবু এবার ইডির হাতে। তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হবে, জেরার জন্য। এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে। সিবিআই-র পর এবার ইডি। গরু পাচার মামলায় গ্রেফতার করা হল, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। শুক্রবার অনুব্রতকে আদালতে তোলা হবে ও দিল্লি নিয়ে যাবার অনুমতি নেওয়া হবে। ইডি সূত্রে খবর, তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন, বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হল।

গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে জেরা করতে, আজ আসানসোলের বিশেষ সংশোধনাগারে পৌঁছে যান এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি-র তিন প্রতিনিধি। এদিনই প্রথম এই মামলায় অনুব্রতকে জেরা করে ইডি। গরু পাচার মামলায়, ইতিমধ্যেই সায়গল হুসেনকে জেরা করেছে ইডি। তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করা হয়েছে। এবার তার সামনে হাজির করা হবে, আসল মাথা অনুব্রত মণ্ডলকে।

গরু পাচার মামলায় সিবিআই গ্রেফতার করেছিল অনুব্রত মণ্ডল ও তাঁর দেহ রক্ষী সায়গল হুসেনকে। এরপর সিবিআই তদন্তে উঠে আসে, একাধিক ব্যাঙ্কের অ্যাকাউন্টের হদিস মেলার পরও সাম্প্রতিক সময়ে আরও তিনটি অ্যাকাউন্টের হদিস পায় সিবিআই। তার মধ্যে একটি প্রাইভেট ব্যাঙ্ক, ২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এই তিনটি ব্যাঙ্কের মধ্যে রয়েছে আটটি অ্যাকাউন্ট। মোট ১৬.৪৫ কোটি টাকার হদিস রয়েছে বলে দাবি সিবিআইয়ের।

]]>
রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে https://thenewsbangla.com/debjani-mukherjee-pressured-to-frame-suvendu-adhikari-sujan-chakraborty-in-saradha-chit-fund-case/ Thu, 08 Sep 2022 06:50:51 +0000 https://thenewsbangla.com/?p=16711 রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে। বিস্ফোরক অভিযোগ সারদা কাণ্ডে গ্রেফতার হওয়া দেবযানী মুখোপাধ্যায় এর মা শর্বরী মুখোপাধ্যায় এর। “শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তী ৬ কোটি টাকা করে নিয়েছে”, বলতে হবে এটাই। দেবযানী মুখোপাধ্যায়কে চাপ দিচ্ছে সিআইডি ও জেল কর্তৃপক্ষ, ডিআইজি সিবিআই-কে লিখিত অভিযোগ করলেন শর্বরী মুখোপাধ্যায়।

এই অভিযোগের জেরে তৃণমূলের চক্রান্ত প্রকাশ্যে এল, বলেই মনে করছে রাজ্যের বিরোধী রাজনৈতিক মহল। দেবযানীর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, সিবিআই-কে চিঠি দিলেন দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায়। লিখিত চিঠিতে তিনি জানিয়েছেন, জেলেই চাপ দেওয়া হচ্ছে তাঁর মেয়েকে। বলতে হবে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৬ কোটি টাকা করে নিয়েছে, সারদা কোম্পানি থেকে”। বিস্ফোরক অভিযোগ করলেন শর্বরী মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ একদিকে মায়ের কোল খালি, অন্যদিকে বেনারসি পরে কেক কেটে জন্মদিন পালন তৃণমূল নেত্রীর

রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে
রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে

অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, “সুদীপ্ত সেন জানিয়েছেন, শুভেন্দু অধিকারী সারদা থেকে ৬কোটি টাকা নিয়েছেন”। সেটাও যে জোর করে চাপ দিয়ে বলানো হয়েছে, সেটাও প্রমাণ হয়ে গেল। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “পিসি-ভাইপোর সিআইডি-কে দিয়ে চক্রান্ত করা, প্রকাশ্যে চলে এল”। সুজন চক্রবর্তী জানিয়েছেন, “রাজ্য সরকারের সাহস থাকলে মামলা করুক, আমি হাসপাতালে শুয়ে পড়ব না”। যদিও সিআইডি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। ঘটনায় চরম অস্বস্তিতে তৃণমূল।

]]>
কয়লাপাচার কাণ্ডে, কলকাতায় মমতার মন্ত্রীদের আবাসনে হানা সিবিআই-য়ের https://thenewsbangla.com/coal-smuggling-case-cbi-raids-mamata-banerjee-ministers-residence-in-kolkata/ Wed, 07 Sep 2022 06:27:00 +0000 https://thenewsbangla.com/?p=16702 কয়লাপাচার কাণ্ডে, কলকাতায় মমতার মন্ত্রীদের আবাসনে হানা সিবিআই-য়ের। কলকাতায় মন্ত্রীদের আবাসনের বাইরে বিশাল কেন্দ্রীয়-বাহিনী, ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকেই। বুধবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায়, কয়লা-পাচার কাণ্ডে ফের সক্রিয় সিবিআই। আসানসোলে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের দুটি বাড়ি ও দফতরে তল্লাশি চলছে। কলকাতায় মন্ত্রীদের আবাসনেও পৌঁছল, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সেখানেই রয়েছেন মলয় ঘটক। কয়লা পাচার নিয়ে সেখানেই তাঁর সঙ্গে, কথা বলছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

কলকাতায় মমতার মন্ত্রীদের আবাসনে হানা সিবিআই-য়ের। রাজভবনের পাশে মন্ত্রীদের থাকার জায়গা ওই সরকারি আবাসন। বুধবার সকাল ৮টা নাগাদ সেখানে পৌঁছয়, সিবিআই আধিকারিকরা। মোট ছটি গাড়িতে চেপে সেখানে পৌঁছন গোয়েন্দারা, সঙ্গে রয়েছে সিআরপিএফ জওয়ানের বিশাল বাহিনী। সেই থেকে এখনও আবাসনের ভিতরেই রয়েছে সিবিআই আধিকারিকরা। ভিতরে রয়েছেন মলয় ঘটকও। সিবিআই গোয়েন্দারা তাঁর সঙ্গে কথা বলছেন।

আরও পড়ুনঃ কয়লাপাচার কাণ্ডে সাতসকালে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা

মন্ত্রীদের আবাসনের বাইরে, আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকেই। মলয় ঘটক, তাঁর নিরাপত্তারক্ষীরা এবং সিবিআই আধিকারিকরাই শুধু ভিতরে রয়েছেন। বাইরে মোতায়েন সিআরপিএফ জওয়ানের বিশাল দল। এর আগেও ইডি-র তরফে কয়লাপাচার কাণ্ডে, মলয়কে তলব করা হয়।

কয়লা পাচার মামলায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে, হেফাজতে নিয়েছে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়-কেও। এদিন আসানসোলে, মলয়ের দুটি বাড়িতে তল্লাশি শুরু হয় সকাল থেকেই। কলকাতার লেক গার্ডেন্সে মলয়ের বাড়িতেও তল্লাশি।

]]>
কয়লাপাচার কাণ্ডে সাতসকালে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা https://thenewsbangla.com/cbi-raid-mamata-banerjee-govt-minister-malay-ghataks-house-asansol-in-coal-smuggling-case/ Wed, 07 Sep 2022 04:16:33 +0000 https://thenewsbangla.com/?p=16694 কয়লাপাচার কাণ্ডে সাতসকালে মন্ত্রী মলয় ঘটকের তিনটি বাড়িতে একযোগে সিবিআই হানা। কয়লাপাচার মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকা ঘিরে, চলছে চিরুনি তল্লাশি। শুধুমাত্র আসানসোলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রীর বাড়িতে নয়, সিবিআই হানা দিয়েছে কলকাতার আরও তিন জায়গাতেও। সূত্রের খবর, কয়লা পাচার সংক্রান্ত আর্থিক লেনদেনের হদিশ পেতেই, সিবিআই এর এই অভিযান। আপার চেলিডাঙা, আপকার গার্ডেন ও কলকাতায়, আইনমন্ত্রীর তিনটি বাড়িতে চলছে সিবিআই অভিযান।

এদিন সকাল ৮টা নাগাদ মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের দুটি বাড়িতে ও কলকাতার বাড়িতে পৌঁছে যায়, সিবিআই ও সিআরপিএফ আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ি ঘিরে ফেলে, বাড়ির ভিতরে তল্লাশি শুরু করে সিবিআই আধিকারিকরা। কয়লা পাচারের তদন্তে নেমে, একাধিক ব্যক্তিকে, ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই। তাদের লাগাতার জেরা করে, নিত্যনতুন তথ্য উঠে আসছে বলেই দাবি তদন্তকারীদের। সেই সূত্রে ধরেই, রাজ্যের আইনমন্ত্রীর নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই নথির খোঁজে এবার মলয় ঘটকের তিনটি বাড়িতে হানা দিল, কেন্দ্রীয় তদন্তকারীরা।

আরও পড়ুনঃ “কোনও DA বকেয়া নেই”, আদালতে জানাল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার

কয়লা পাচার মামলায় তাঁকে একাধিকবার তলব করেছিল ইডি। এদিকে কলকাতার ব্যবসায়ী প্রতীক দিওয়ানের, নিউ আলিপুরের বাড়ি-সহ মোট তিনটি জায়গায় চলছে সিবিআই তল্লাশি। এই মামলায় ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়-কেও। বাংলায় কয়লা পাচার মামলায় এবার জাল গুটিয়ে আনছে সিবিআই।

]]>
শিক্ষক দিবস, টাকা দিয়ে কেনা পেশায় শ্রদ্ধা থাকে না, লজ্জার অন্ধকারে বাংলার শিক্ষা https://thenewsbangla.com/teachers-day-no-respect-for-teacher-professions-bengal-education-in-darkness-of-shame/ Mon, 05 Sep 2022 05:19:13 +0000 https://thenewsbangla.com/?p=16642 শিক্ষক দিবস, টাকা দিয়ে কেনা পেশায় শ্রদ্ধা থাকে না, লজ্জার অন্ধকারে বাংলার শিক্ষা। আমাদের বাংলায় এখন টাকা দিলেই, শিক্ষকের চাকরি কিনতে পাওয়া যায়। নেতার পরিবারের কেউ হলেই চাকরি পাওয়া যায়, যোগ্যতা না থাকলেও। এমনকি নেতাদের দেহরক্ষীদের চেনা হলেও, শিক্ষকতা করা যায় সরকারি স্কুলে। এমনকি অন্য দেশ থেকে এসে টাকা দিয়ে ভোটার আধার কার্ড বানিয়ে, আমার রাজ্যে শিক্ষকের চাকরি কেনা যায়। বাংলায় শিক্ষকের চাকরি এখন ইলিশ-পমফ্রেট মাছের বাজার, ‘ফেল কড়ি মাখ তেল’। টাকা দাও চাকরি নাও। ফলে যা হবার তাই হয়েছে। টাকা দিয়ে কেনা পেশায়, আর যাই হোক শ্রদ্ধা থাকে না। আর এর জেরেই পুলিশ, সাংবাদিক ও বুদ্ধিজীবীর মত শিক্ষকও, একটা হাসির ও ব্যঙ্গের ‘জাত’ হয়ে গেছে।

পরীক্ষায় পাশ করেও, গান্ধীর পায়ের নিচে টানা দু বছর ধরে বসে, যোগ্য শিক্ষকরা। তাদের ন্যায্য চাকরি কবেই চোখ-কান-মুখ বুজে, লাখ লাখ টাকায় বিক্রি করে দিয়েছে শাসক দলের ‘দুষ্টুমিষ্টি ভালো’ বাঁদররা। স্কুল কলেজে দাপাচ্ছে, অশিক্ষিত-অর্ধশিক্ষিত ‘বুড়ো ধামড়া’ ছাত্র নেতা। আঙুল তুলে শাসাচ্ছে শিক্ষকদের, বংশ পরম্পরার ধারা বজায় রেখে। তাদের বড় দাদাদের, ‘বুল স্টাইলে’ শিক্ষিকাকে জগ ছুঁড়ে মারার ঐতিহ্য আছে যে। শুধু কি তাই, অন্য ধর্মের শিক্ষিকা, মেয়ের গায়ে হাত দেওয়ায়, স্কুলে ঢুকে সবার সামনে শিক্ষিকার শাড়ি খুলে দেবার নজিরও ঘটিয়েছে, পরিবর্তনের বাংলা।

আরও পড়ুনঃ ‘মমতাকে তাড়াতে সাহায্য করবে অভিষেক’, শুভেন্দুর ‘লক্ষণ’ মন্তব্যে শোরগোল বাংলায়

একটা সময় বেত হাতে, স্কুল ঘুরতেন আমাদের শিক্ষকরা। ছাত্র আর নেতা তো অনেক দূরের কথা, অভিভাবকরাও রীতিমত ভয় পেতেন এই শিক্ষকদের। তারপর হঠাৎ একদিন, বাবা-মায়েদের অতিরিক্ত আদর, আদালতে শিক্ষকদের হাত থেকে বেত কেড়ে নিল। ছাত্রদের কান থেকে নিষিদ্ধ করে দিল, শিক্ষকদের তর্জনী ও বুড়ো আঙুল। আর ‘লালের শাসন’ তাদের স্কুল ছেড়ে, সম্পূর্ণ রাজনীতিতে নামিয়ে দিল। শিক্ষার কবর তখনই খোঁড়া হয়ে গিয়েছিল। ‘মা মাটি মানুষ’ সেই কবরে শিক্ষাকে ঢুকিয়ে, উপরে ‘ঘাসফুল’ গজিয়ে দিয়েছে। ‘শিক্ষার ষোলকলা’ পূর্ণ হয়েছে।

আমাদের দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি, পেশায় শিক্ষক, সর্বপল্লী রাধাকৃষ্ণান। ভারতের এই বিশিষ্ট শিক্ষাবিদের জন্মতিথিতে, আজ সর্বত্র এই দিনটি পালিত হচ্ছে তাঁর ছবি ও মূর্তিতে মালা দিয়ে। বুঝিয়ে দেওয়া, মালা দিয়ে অতীত বরণ করলাম। ব্যাস…তারপরেই কলেজে যাব অনার্সের সিট-গুলো বেচার জন্য। দাদারা শিক্ষকের চাকরি বিক্রি করছে, আর ভাইরা ছাত্রদের আসন বিক্রি করছে। আমার বাংলায় শিক্ষা এখন, বাজারে নিলাম হচ্ছে।

যারা এই বাজারের বাইরে থেকে, নিজেদের যোগ্যতা প্রমাণ করে শিক্ষক-শিক্ষিকা হয়েছেন, আর এটাকে শুধুই পেশা আর ‘আয়ের উৎস’ বলে ভাবেন না, আজও আশা করেন পরিবর্তন আসবে, সব অন্যায় ও দুর্নীতির অবসান হবে, সেই সব ব্যতিক্রমি শিক্ষক-শিক্ষিকাদের জানাই, শিক্ষক দিবসের শুভেচ্ছা, শ্রদ্ধা। (লিখলেন মানব গুহ)

]]>
“কয়লা কেলেঙ্কারি বা গরুপাচার কেলেঙ্কারি বলে কিছু নেই, সবটাই স্বরাষ্ট্রমন্ত্রক কেলেঙ্কারি” https://thenewsbangla.com/coal-scam-cow-smuggling-case-abhishek-banerjee-calls-amit-shah-pappu/ Fri, 02 Sep 2022 13:46:31 +0000 https://thenewsbangla.com/?p=16617 “কয়লা কেলেঙ্কারি বা গরুপাচার কেলেঙ্কারি বলে কিছু নেই, সবটাই স্বরাষ্ট্রমন্ত্রক কেলেঙ্কারি”; ৬ ঘণ্টার সিবিআই জেরার পরে বাইরে বেরিয়ে এমন কথাই বললেন, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, “অমিত শাহ চান বিরোধী শূন্যভাবে সব দখল করতে। আর তাতে সবচেয়ে বড় বাধা তৃণমূল কংগ্রেস। সেকারণেই তাঁকে এজেন্সি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে”।

এদিন টানা দুই দফায় জিজ্ঞাসাবাদের পর, সিজিও কমপ্লেক্স থেকে টানা সাড়ে ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বেরিয়েই এদিন বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে, আক্রমণ করলেন তৃণমূলের যুবরাজ। বললেন, “টানা জিজ্ঞাসাবাদের নেটফল জিরো”। এবং তিনি আরও বলেন, “আমি আগে যা বলেছি, এখনও তা বলছি। কয়লাপাচার মামলায় অভিযোগ প্রমাণিত হলে, একটা মঞ্চ তৈরি করবেন ফাঁ’সির, আমি মৃ’ত্যুবরণ করব”।

আরও পড়ুন; শুক্রবারের বড় খবর, সিবিআই এর হাতে গ্রেফতার তৃণমূলের চেয়ারম্যান

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রশ্ন, ‘কোলিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে, বিএসএফ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। তাহলে এই সব জায়গায় যদি কেলেঙ্কারি হয়ে থাকে, তাহলে তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে কেন কাঠগড়ায় তোলা হচ্ছে না? গরু সীমান্ত দিয়ে কীভাবে পাচার হচ্ছে? কয়লা কীভাবে পাচার হচ্ছে? এর দায় কার?

ইডির সমন পাওয়ার পরই, অমিত শাহকে তীব্র ভাষায় আক্রমণ করে টুইট করেছিলেন অভিষেক। এদিন আক্রমণের সুর ছিল আরও চড়া। তিনি বলেন, “বিজেপি অন্য দলের এক নেতাকে ‘পাপ্পু’ বলে দাবি করে। কিন্তু বাস্তব হল অমিত শাহ নিজে সবচেয়ে বড় পাপ্পু। এজেন্সি ব্যবহার না করে, তিনি রাজনীতি করতে পারেন না”।

আরও পড়ুন; ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য, ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল

তৃণমূল সাংসদের আরও প্রশ্ন, “শুধু যেসব রাজ্যে বিরোধীদের সরকার আছে, সেই রাজ্যগুলিতে ইডি-সিবিআইয়ের হানা কেন? গুজরাটে কেন সিবিআই হানা হয় না। বিহারে এতদিন বিজেপির সরকার ছিল, সেখানে এতদিন সিবিআই হানা হত না, এখন কেন হচ্ছে”?

এদিন অভিষেক ফের বললেন, “আমি দুই-বছর আগে স্টেটমেন্ট দিয়েছি, আমার সঙ্গে বিন্দুমাত্র যোগসূত্র, যদি এই কেলেঙ্কারি-মামলায় পায় বা প্রতিষ্ঠিত করতে পারে, যে ৫পয়সাও আমি নিয়েছি, তাহলে ইডি-সিবিআই দরকার নেই। একটা মঞ্চ তৈরি করবেন ফাঁ’সির, আমি মৃ’ত্যুবরণ করব। আমি আজও একই কথা বলছি”।

]]>
মমতার ‘উপকারি’ কেষ্টর পরিবার ও ঘনিষ্ঠদের ১৬১টি সম্পত্তি, তৃণমূল ক্ষমতায় আসার পরে https://thenewsbangla.com/anubrata-mondal-family-close-relatives-crores-of-property-161-property-claim-cbi/ Wed, 31 Aug 2022 11:43:02 +0000 https://thenewsbangla.com/?p=16551 মমতার ‘উপকারি’ কেষ্টর পরিবার ও ঘনিষ্ঠদের ১৬১টি সম্পত্তি তৃণমূল ক্ষমতায় আসার পরে। সিবিআই সূত্রে দাবি, অনুব্রত মণ্ডল ও তাঁর কয়েকজন ঘনিষ্ঠদের কয়েকশো কোটি টাকার ১৬১টি আইনি সম্পত্তির হদিশ পাওয়া গেছে। এর বাইরে বেনামে যে কত সম্পত্তি আছে, সেটাই খোঁজার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারি দল। কেষ্টর পরিবার ও ঘনিষ্ঠদের ১৬১টি সম্পত্তি হয়েছে, তৃণমূল ক্ষমতায় আসার পরে শেষ ৫ বছরে।

অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের নামে, ৪৭টি নথিভুক্ত সম্পত্তি রয়েছে। অনুব্রতর একার নামে ২৪টি, অনুব্রত কন্যা সুকন্যার নামে ২৬টি ও অনুব্রতর স্ত্রী ছবি মণ্ডলের নামে ১২টি জায়গায় নথিভুক্ত সম্পত্তি রয়েছে বলে দাবি সিবিআই সূত্রে। সিবিআই সূত্রের দাবি, অনুব্রত ঘনিষ্ঠ বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎবরণ গায়েনের নামে ৩২টি ও বিদ্যুতের স্ত্রী মহুয়া গায়েনের নামে ২টি জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে। আরেক অনুব্রত-ঘনিষ্ঠ কমলকান্তি ঘোষ ও তাঁর পরিবারের সদস্যদের নামেও, ১৮টি জায়গায় রেজিস্টার্ড সম্পত্তি মিলেছে বলে সিবিআই সূত্রে দাবি। আর সবটাই হয়েছে, তৃণমূল ক্ষমতায় আসার পরে।

আরও পড়ুন; তৃণমূল নেতা খু’নে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা, তৃণমূলেরই আট নেতাকে

সিবিআই সূত্রে দাবি, গরু-পাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডলের পরিবারের চালকল থেকে জমি, আরও বহু সম্পত্তির হদিশ মিলেছে। কালিকাপুর ও গয়েশপুর মৌজায়, একাধিক সম্পত্তির নথি মিলেছে। যেগুলির মালিকানা অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবি মণ্ডল ও মেয়ে সুকন্যা মণ্ডলের নামে। এর মধ্যে গয়েশপুর মৌজায় রয়েছে, ২৮টি জমি। যার ১৫টির মালিকানা অনুব্রতর স্ত্রীর নামে।

এই বিপুল সম্পত্তি কেনা হয়েছিল ২০১৪ থেকে ২০১৭, এই চার বছরে। সিবিআই সূত্রে দাবি, এছাড়াও মণ্ডল পরিবারের বীরভূম ও পুরুলিয়ায়, একাধিক চালকল রয়েছে। যেগুলিতে অংশীদারি রয়েছে অনুব্রত-কন্যা সুকন্যার নামে। সপ্তাহ খানেক আগেই, বেনামি সম্পত্তি থাকার অভিযোগ অস্বীকার করেন অনুব্রত মণ্ডল।

এদিন অনুব্রত ঘনিষ্ঠ মোট ৪ জনের বাড়িতে হানা দেয় সিবিআই। তাঁর মধ্যে রয়েছেন সুদীপ রায়, দোলনকুমার দে। এর পাশাপাশি অনুব্রতর অ্যাকাউন্ট্যান্ট, মনীশ কোঠারির বাড়িতেও পৌঁছেছে সিবিআই। বাড়িতে খানাতল্লাশির পর ‘আটক’, অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই শুরু হয়েছে জেরা পর্ব। তদন্তকারীদের অনুমান, বোলপুরের অনুব্রত ঘনিষ্ঠ এই নেতাদের জেরা করা হলেই, প্রকাশ্যে আসবে বহু অজানা তথ্য, যা তদন্তে সহযোগিতা করবে।

]]>
বোলপুরে ‘খেলছে’ সিবিআই, তৃণমূল কাউন্সিলর সহ অনুব্রত ঘনিষ্ঠর বাড়িতে অভিযান https://thenewsbangla.com/cbi-raid-in-anubrata-mondal-close-tmc-leaders-at-bolpur-on-cow-smuggling-case/ Wed, 31 Aug 2022 05:22:24 +0000 https://thenewsbangla.com/?p=16542 বোলপুরে ‘খেলছে’ সিবিআই, তৃণমূল কাউন্সিলর সহ অনুব্রত ঘনিষ্ঠর বাড়িতে অভিযান। গরুপাচার কাণ্ডে ফের সিবিআই তল্লাশি বোলপুরে। বোলপুরে একযোগে তৃণমূল কাউন্সিলর-সহ তিন অনুব্রত ঘনিষ্ঠের বাড়িতে, সাত-সকালে হানা সিবিআইয়ের। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বোলপুরের শুঁড়িপাড়ায়, ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা চার সিবিআই অফিসারের। কাউন্সিলরের বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী, চলছে তল্লাশি।

কাউন্সিলরের বাড়ির কিছুটা দূরে তৃণমূল কর্মী সুদীপ রায় ও বোলপুরের উকিল-পট্টিতে অনুব্রত ঘনিষ্ঠ দোলনকুমার দে-র বাড়িতেও চলছে সিবিআই অভিযান। সিবিআই সূত্রে দাবি, গরুপাচার মামলার তদন্তে উঠে এসেছে, অনুব্রত-ঘনিষ্ঠ এই তিনজনের নাম। সেই কারণেই এই তল্লাশি, দাবি সিবিআই সূত্রে। তিনজনকে গ্রেফতারও করা হতে পারে, বলেই খবর। টানা ২ঘণ্টা তল্লাশির পর বাড়ি থেকে ‘আটক’, অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন; খেলা হচ্ছে হাইকোর্টে, তৃণমূল আমলের সব প্রাথমিক শিক্ষক নিয়োগের তথ্য তলব

পাশাপাশি এদিন অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট্যান্ট মনীশ কোঠারির বাড়ি-সহ, মোট ৪ জায়গায় একসঙ্গে হানা দিয়েছে সিবিআই। অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পর থেকেই গরু পাচার কাণ্ডের মূল শিকড়ে পৌঁছতে মরিয়া তদন্তকারী সিবিআই অফিসাররা। কেষ্ট ঘনিষ্ঠ একাধিক প্রভাবশালী, এই মামলায় সিবিআইয়ের নজরে।

তদন্তকারীদের হাতে এসেছে বহু ব্যাংক অ্যাকাউন্ট, সেই সব কিছুর ভিত্তিতেই চলছে এই তল্লাশি। এই পরিস্থিতিতেই বুধবার সাত-সকালে, বোলপুরে পৌঁছয় সিবিআইয়ের প্রতিনিধিদের চারটি দল। অনুব্রতকে গ্রেফতারের পর যে ১৭টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে, তার মধ্যে রয়েছে বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টও।

]]>
রাজ্য বিধানসভায় ঘুরে বেড়াচ্ছেন, সিবিআই-য়ের চোখে ফেরার তৃণমূল নেতা মানিক ভট্টাচার্য https://thenewsbangla.com/manik-bhattacharya-tmc-mla-in-bengal-assembly-but-cbi-look-out-notice-in-ssc-scam/ Tue, 30 Aug 2022 11:23:10 +0000 https://thenewsbangla.com/?p=16530 রাজ্য বিধানসভায় ঘুরে বেড়াচ্ছেন, সিবিআই-য়ের চোখে ফেরার তৃণমূল নেতা মানিক ভট্টাচার্য। তাঁকে না পেয়ে, লুক আউট নোটিশ জারি করেছে সিবিআই। সেই মানিক ভট্টাচার্য মঙ্গলবার দিব্যি ঘুরে বেড়াচ্ছেন বিধানসভায়। তাঁকে এদিন বিধানসভায় দেখে চমকে যান, বিজেপি ও তৃণমূল বিধায়করা। সবাই দেখতে পাচ্ছে, আর সিবিআই পাচ্ছে না? প্রশ্ন বাংলার মানুষের।

এদিন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, কেন তাঁর বিরুদ্ধে সিবিআই লুক আউট নোটিশ জারি করল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন। ঘনিষ্ঠমহলে তিনি বলেছেন, “আমি তো সিবিআই যতবার ডেকেছে, ততবার ওদের দফতরে গিয়েছি। তদন্তে সমস্তরকম সাহায্য করেছি। তারপরেও কেন আমার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হল জানি না”।

আরও পড়ুনঃ কয়লা পাচার মামলায় ডাক মেনকার, অভিষেকের শ্যালিকাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ

সিবিআইয়ের খাতায় তিনি ফেরার। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে সিবিআই। সেই মানিক ভট্টাচার্যই, সবাইকে চমকে দিয়ে হাজির বিধানসভায়। বিধায়ক হিসাবে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে, মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় যান তিনি। সেখানেও কেন তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি।

এদিন দুপুরে নিজের সরকারি গাড়িতে, বিধানসভায় পৌঁছন মানিকবাবু। এদিন বিধানসভায় ছিল উচ্চশিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক। সেই বৈঠকে অংশগ্রহণ করেন মানিক ভট্টাচার্য। এরপর তাপস রায়ের ঘরে বসে বেশ কিছুক্ষণ গল্পগুজব করেন, কিন্তু সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি। বিধানসভায় ২টি স্ট্যান্ডিং কমিটির সদস্য মানিকবাবু।

]]>
বাংলায় স্কুল শিক্ষক নিয়োগে ঘোটালা, একের পর এক ‘মিডলম্যানের’ খোঁজ https://thenewsbangla.com/ssc-school-teachers-recruitment-scam-in-west-bengal-cbi-searching-middleman/ Mon, 29 Aug 2022 08:02:52 +0000 https://thenewsbangla.com/?p=16464 বাংলায় স্কুল শিক্ষক নিয়োগে ঘোটালা, একের পর এক ‘মিডলম্যানের’ খোঁজ। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়, সিবিআই-র হাতে গ্রেফতার হয়েছে, ২ জন মিডলম্যান। কয়েকদিন আগেই প্রদীপ সিং বলে, এক মিডলম্যানকে গ্রেফতার করেন তদন্তকারী আধিকারিকরা। তাঁকে জেরা করেই, প্রসন্নকুমারের নাম পায় সিবিআই। এই প্রসন্নকুমার গ্রেফতারের পর ইতিমধ্যেই বেরিয়ে এসেছে, একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

সিবিআই সূত্রে দাবি, প্রসন্নকুমারের একাধিক ফ্ল্যাটের হদিস মিলেছে। যেমন রয়েছে ‘আইডিয়াল ভিলা’তেও। নিউটাউনে ফ্ল্যাটের পাশাপাশি, প্রকাশ্যে এসেছে হাওড়ায় ‘চলন্তিকা’ নামে হোটেলের নামও। তবে এর পাশাপাশিই এসেছে, আরও চাঞ্চল্যকর তথ্য। সিবিআই-র হাতে গ্রেফতার হওয়া দুই মিডলম্যানই ছিলেন একে অন্যের প্রতিবেশি।

প্রসন্নকুমার রায় প্রভাবশালীদের সঙ্গে, অযোগ্য প্রার্থীদের যোগাযোগ করিয়ে দেওয়ার কাজ করত। এভাবেই মোটা অঙ্কের রোজগার প্রসন্ন করত, বলে সিবিআই-য়ের অভিযোগ। এই সংক্রান্ত বেশ কিছু তথ্য, ইতিমধ্যে সিবিআইয়ের কাছে এসেছে। তবে প্রসন্নের সঙ্গে ‘প্রভাবশালী’ কার কার যোগাযোগ রয়েছে, সেটিই এখন খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। ধৃত প্রসন্নর সল্টলেক অঞ্চলে গাড়ি ভাড়ার দেওয়ার একটি সংস্থা রয়েছে, সেই সংস্থাতেই কাজ করত প্রদীপও। আর সেই সংস্থার আড়ালেই, চলত এই নিয়োগ দুর্নীতি।

ইতিমধ্যে প্রদীপের সঙ্গে শান্তিপ্রসাদ সিনহার, সরাসরি যোগাযোগের প্রমাণ পেয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরা। দুজনের ফোনে দুজনের নাম সেভ রয়েছে, হয়েছে হোয়াটস অ্যাপ কল ও চ্যাট। শিক্ষক নিয়োগ দুর্নীতি-তে আরও অনেক প্রভাবশালী জড়িত, বলেও সিবিআই-য়ের দাবি। একে-একে সেই সব ‘রাঘববোয়াল’দের সামনে আনবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি।

]]>