BJP – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 14 Sep 2022 05:09:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BJP – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিজেপির নবান্ন অভিযান, ‘কত লোক’, মিলছে না মমতা ও অভিষেকের বক্তব্য https://thenewsbangla.com/bjp-nabanna-abhijaan-mamata-banerjee-and-abhishek-banerjee-statements-do-not-match/ Wed, 14 Sep 2022 05:08:51 +0000 https://thenewsbangla.com/?p=16779 বিজেপির নবান্ন অভিযান, ‘কত লোক’, মিলছে না মমতা ও অভিষেকের বক্তব্য। কে ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রসঙ্গ, বঙ্গ বিজেপির নবান্ন অভিযান। বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দেননি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি। বেলুন ফুটো হয়ে গেছে, গুরুত্ব দেওয়ার দরকার নেই”। অন্যদিকে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “শুধু বাংলা নয়, একঝলক বিজেপির গুন্ডামি দেখল গোটা দেশ, ওরা ক্ষমতায় এলে কী করত, ভেবেই কেঁপে উঠছি”।

কলকাতা ও হাওড়ার রাস্তায় যখন, বিজেপি কর্মী সমর্থকদের দাপাদাপি চলছে, তখন মঙ্গলবার পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির সঙ্গে মানুষ নেই। কোন লোক হয়নি, তাই বিজেপিকে গুরুত্ব দেওয়ার দরকার নেই”।

আরও পড়ুনঃ অবাক কাণ্ড, সরকারি প্রকল্পে বেসরকারি চাকরি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার

নবান্ন অভিযানকে কেন্দ্র করে, হাওড়া ও কলকাতায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। টুইটে তা নিয়ে বিজেপিকে তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “আজ শুধু বাংলা নয় গোটা দেশ দেখল, বিজেপির গুণ্ডাদের তাণ্ডব। ওরা ক্ষমতায় এলে কী করত”।

অন্যদিকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার ভিড়ের ছবি দিয়ে লেখেন, “যারা বলছে লোক হয়নি, তারা ছবি দেখেই ভয় পেয়েছে, তাই ভুল বকছে। তৃণমূল সরকারের শেষ সময় হাজির, মানুষ এই সরকারকে আর চায় না। সেটা তারা নবান্ন অভিযানেই প্রমাণ করে দিয়েছে”।

]]>
বিজেপির নবান্ন অভিযান, স্টেশনে ঢুকে বিজেপিকে আটকানোর চেষ্টা পুলিশের https://thenewsbangla.com/bjp-nabanna-avijaan-north-bengal-bjp-supporters-are-blocked-by-bengal-police-in-stations-platform/ Mon, 12 Sep 2022 15:56:04 +0000 https://thenewsbangla.com/?p=16761 বিজেপির নবান্ন অভিযান, স্টেশনে ঢুকে বিজেপিকে আটকানোর চেষ্টা পুলিশের। উত্তরবঙ্গে স্টেশনে ঢুকে, বিজেপি-কর্মীদের ট্রেনে উঠতে বাধা দেয় রাজ্য পুলিশ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই অভিযোগ উঠেছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর থেকে, বিজেপি-কর্মীরা নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য ট্রেন ধরতে স্টেশনে এসেছিলেন। সেখানেই বিজেপি কর্মীদের বাধা দেয়, বেশ কিছু পুলিশকর্মী। উত্তরবঙ্গ জুড়েই বাধা দেওয়ার এই ছবিটা, দেখা গিয়েছে সোমবার সারাদিন ধরে। স্টেশনে দাঁড়ানো বিজেপির স্পেশাল ট্রেনেও, উঠতে বাধা দেয় পুলিশ।

আলিপুরদুয়ার স্টেশনে ভিড় করেছিলেন, বিজেপি কর্মীরা। ট্রেন ধরে হাওড়া-কলকাতায়, আসার কথা ছিল তাঁদের। আলিপুরদুয়ার স্টেশনে ঢুকে, তাঁদের বাধা দেয় রাজ্য পুলিশ। যা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ আরপিএফ। আলিপুরদুয়ার থানার পুলিশ কীভাবে স্টেশনে ঢুকে বাধা দিতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আলিপুরদুয়ার থানার পুলিশের এক্তিয়ার নিয়েও, প্রশ্ন তুলেছে আরপিএফ অফিসাররা।

আরও পড়ুনঃ “ভিতরে ভিতরে শিল্প হয়ে গেছে, কেউ বুঝতেই পারেনি”, বড় ঘোষণা মমতার

জেলা পুলিশের দাবি, ‘প্ল্যাটফর্মে যাঁরা জমায়েত করেছিলেন, তাঁরা সরকার-বিরোধী স্লোগান দিচ্ছিলেন। চোর বলা হচ্ছিল, রাজ্য সরকারকে। সেই কারণেই বাধা দেওয়া হয়েছে’। বিজেপি কর্মীদের আটকাতে, স্টেশনে-স্টেশনে টহল দিতে দেখা যায় জেলা-পুলিশকে। বিজেপির অভিযোগ, পুলিশের বাধায় অনেকেই ট্রেনে উঠতে পারেননি।

কামাখ্যাগুড়ি-আলিপুরদুয়ার জংশন স্টেশনে, কোচবিহারেও ট্রেনে উঠতে, স্পেশাল-ট্রেনে উঠতে বিজেপি-কর্মীদের বাধা দেওয়া হয়। পদ্ম শিবিরের দাবি, বিজেপি কর্মীরা যাতে কলকাতায় না আসতে পারেন, সেই কারণেই চক্রান্ত করে এই কাজ করা হয়েছে।

]]>
ক্ষুব্ধ মোদী-শাহ-নাড্ডা, জেলায় সংগঠনের হাল ফেরাতে জেলা সফরে সুনীল-সতীশ https://thenewsbangla.com/modi-shah-nadda-angry-with-bengal-bjp-leaders-districts-tour-by-sunil-bansal-satish-dhond/ Mon, 05 Sep 2022 06:53:09 +0000 https://thenewsbangla.com/?p=16646 ক্ষুব্ধ মোদী-শাহ-নাড্ডা, জেলায় সংগঠনের হাল ফেরাতে এবার জেলা সফরে সুনীল-সতীশ। একেবারে বুথস্তরে গিয়ে এবার কাজ করবেন, বঙ্গ বিজেপির নতুন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ও দলের নয়া যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন সতীশ ধন্দ। জেলায় জেলায় সংগঠনের দুর্বলতার ‘গোড়ায় গলদ’ ও বসে যাওয়া নেতা-কর্মীদের ক্ষোভের কারণ খুঁজতে, নবান্ন অভিযানের পরই জেলা সফর শুরু করবেন সুনীল বনসল ও সতীশ ধন্দরা। জেলার নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে, সংগঠনের ‘হাল-হকিকৎ’ নিয়ে তাঁরা সরাসরি রিপোর্ট দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে।

জেলায় জেলায় অযোগ্য ও কাছের লোকেদের, দায়িত্ব দেওয়া হয়েছে। দূরে সরিয়ে রাখা হয়েছে, এতদিন লড়াই করে আসা পুরনো ও যোগ্যদের। বঙ্গ বিজেপির ক্ষমতাসীন শিবিরের কিছু নেতার বিরুদ্ধে ওঠা এই স্বজনপোষণের অভিযোগ, এবার খতিয়ে দেখতে চায় দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্ব। বাদ পড়া যোগ্য পুরনো নেতা-কর্মীদের ক্ষোভের কথা শুনে, এবার তাদের মান ভাঙাতে উদ্যোগী কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুনঃ ‘মমতাকে তাড়াতে সাহায্য করবে অভিষেক’, শুভেন্দুর ‘লক্ষণ’ মন্তব্যে শোরগোল বাংলায়

আগেই দলের ৪২টি সাংগঠনিক জেলার সভাপতিদের নিয়ে বৈঠক করে, সতীশ বুঝিয়ে দিয়েছেন এবার কড়া হাতেই ধরবেন সংগঠনের রাশ। জেলা সভাপতিদের নিয়ে সেই বৈঠকে সতীশ স্পষ্ট করে দিয়েছেন, আট-দশমাস জেলা সভাপতির দায়িত্বে থাকা হয়ে গিয়েছে, এবার কাজ দেখাতে হবে। দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম-সহ একাধিক জেলায় দলের কয়েকটি সাংগঠনিক জেলার সভাপতিদের কাজে যে তিনি খুশি নন, তার ইঙ্গিত দিয়েছেন ওই বৈঠকে।

]]>
‘মমতাকে তাড়াতে সাহায্য করবে অভিষেক’, শুভেন্দুর ‘লক্ষণ’ মন্তব্যে শোরগোল বাংলায় https://thenewsbangla.com/suvendu-adhikari-said-abhishek-banerjee-is-tmc-partys-lakshman-seth/ Mon, 05 Sep 2022 04:11:09 +0000 https://thenewsbangla.com/?p=16639 ‘মমতাকে তাড়াতে সাহায্য করবে অভিষেক’, শুভেন্দুর ‘লক্ষণ’ মন্তব্যে শোরগোল বাংলায়। “তৃণমূলেও একটা লক্ষ্মণ শেঠ আছে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়” মন্তব্য শুভেন্দু অধিকারীর। “সিপিএমকে তাড়িয়েছিলাম, লক্ষ্মণ শেঠ সুবিধা করে দিয়েছিল। সুকান্ত, দিলীপকে নিয়ে আমরা তৃণমূলকে তাড়াব। তৃণমূলেও একটা লক্ষ্মণ শেঠ আছে। তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়”। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে, অদ্ভুত মন্তব্য বিজেপি নেতা ও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

বাংলার রাজনৈতিক অতীত টেনে আনেন, শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “২০০৭-এ নবান্ন অভিযান করে, আমরা সিপিএমকে তাড়িয়ে ছিলাম। লক্ষ্মণ শেঠ সাহায্য করেছিল। এবার আমি সুকান্ত মজুমদার, দিলীপদারা মিলে তৃণমূলকে তাড়াব। এবারও লক্ষ্মণ শেঠ সাহায্য করবে। তৃণমূলের ‘লক্ষ্মণ শেঠ’ অভিষেক বন্দ্যোপাধ্যায়”। নবান্ন অভিযানকে সামনে রেখে হাওড়ার উলুবেড়িয়ার সমাবেশে, এমনই বি’স্ফোরক মন্তব্য শুভেন্দুর।

আরও পড়ুনঃ লজ্জার বাংলা, সাড়ে ৭ লাখ টাকায় টেট ফেল করাকে স্কুল শিক্ষিকার চাকরি বিক্রি

গত শনিবারই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, এফআইআর দায়ের করা হয় হুগলির কামারকুন্ডু সাইবার-ক্রাইম থানায়। তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক কুৎসা রটানো হচ্ছে, এই অভিযোগ তুলে অভিযোগ হয়েছে শুভেন্দুর বিরুদ্ধে।

তৃণমূলের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, এই এফআইআর দায়ের করেন। তাঁর দাবি, শুভেন্দু অধিকারী তৃণমূল নেতাদের বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচার করছেন। এর জেরে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। এই মর্মে তিনি সাইবার ক্রাইম থানায়, অভিযোগ দায়ের করেন। এই পরিস্থিতিতেই ফের একবার তৃণমূলের শীর্ষ নেতাকে বিঁ’ধলেন শুভেন্দু।

]]>
মানুষের সঞ্চিত টাকা ধার নিয়ে গৌতম আদানি, আজ বিশ্বের তৃতীয় ধনী https://thenewsbangla.com/gautam-adani-business-tycoon-borrowing-crores-bank-loan-is-the-third-richest-person-in-the-world/ Tue, 30 Aug 2022 10:27:17 +0000 https://thenewsbangla.com/?p=16523 মানুষের সঞ্চিত টাকা ধার নিয়ে গৌতম আদানি, আজ বিশ্বের তৃতীয় ধনী। গৌতম আদানি এখন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি। সামনে শুধু আমেরিকার টেসলা মালিক ইলন মাস্ক আর আমাজনের জেফ বেজোস। গৌতম আদানি এশিয়ায় ১ নম্বর ধনী ব্যক্তি, সেখানে মুকেশ আম্বানি ১১ তম। রকেটের গতিতে উত্থান। কি করে হল? আপনার আমার ব্যাঙ্কে সঞ্চিত টাকা নিয়ে।

ব্যাঙ্ক থেকে কত টাকা ঋণ নিয়েছেন, বিশ্বের তৃতীয় ধনী গৌতম আদানি? ২ লক্ষ ২০ হাজার কোটি টাকা। এটা কয়েকমাস আগের হিসাব, সেটা এখন আরও কয়েকশ কোটি বেড়েছে। এই গৌতম আদানি দেশ ছেড়ে পালালে, ধপাস করে পড়বে ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। শ্রীলঙ্কার মত পথে বসে কাঁদবে ভারতের অর্থনীতি।

সেই আদানি ধার করেই, বিশ্বের তৃতীয় ধনী। আর গরীব সীমারেখার মধ্যে নেমে যাচ্ছে, ভারতের কোটি কোটি মানুষ। কোন ব্যাংকের সাধ্য আছে, আদানি কাছে টাকা চাওয়ার? নেই। কেন নেই? বিরোধীদের অভিযোগ, গৌতম আদানির মাথায় প্রধানমন্ত্রী মোদীর হাত। আদানির ব্যক্তিগত বিমানেই তো ভোটের প্রচার সারেন, বিজেপির ভোটের মুখ নরেন্দ্র মোদী।

আজ সব মিডিয়ায় বড় বড় করে খবর, বিশ্বের তৃতীয় ধনী ভারতের গৌতম আদানি। যেন কত গর্বের বিষয়! মানুষের টাকা ধার নিয়ে শোধ না দিয়ে, এই কৃতিত্ব যে কেন লেখে না ভারতের মিডিয়া, সেটাও বোঝা যায় না। চলুন আনন্দ করি, আমাদের দেশের ব্যবসায়ী বিশ্বের তিন নম্বর ধনী।

]]>
‘সুরবদল’, মমতার পর তৃণমূলের দায়িত্বে অভিষেকেই ‘আস্থা’ ফিরহাদের https://thenewsbangla.com/after-mamata-banerjee-tmc-in-charge-will-be-abhishek-banerjee-said-firhad-hakim/ Tue, 30 Aug 2022 06:38:44 +0000 https://thenewsbangla.com/?p=16505 ছাত্র পরিষদের মঞ্চে ঘোষণা, মমতার পর তৃণমূলের দায়িত্বে অভিষেকেই ‘আস্থা’ ফিরহাদের। “ভবিষ্যত প্রজন্মকে নেতৃত্ব দেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে এগিয়ে নিয়ে যাবেন তিনি”। মেয়ো রোডের জনসভা থেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন, রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে, তাঁর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বাংলার রাজনৈতিক মহল।

তাঁকে মমতা শিবিরের বলেই জানে সবাই, আর অভিষেক খুব একটা পছন্দ করেন না তাঁকে, এরকমটাই রাজনৈতিক জল্পনা। তাই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেকাছি আসার প্রচেষ্টা শুরু করলেন ফিরহাদ হাকিম? উঠে গেছে প্রশ্ন। রবিবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে সোমবার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে জনসভা আয়োজন করেছিল তৃণমূল ছাত্র সংগঠন। সেই সভামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শা’নানোর পাশাপাশি, অভিষেকের নেতৃত্ব নিয়েও মুখ খোলেন ফিরহাদ।

আরও পড়ুন; আশঙ্কা সত্যি হল অভিষেকের, কয়লা পাচার কাণ্ডে এবার ‘ভাইপো’কে তলব

তাঁর মিনিট তিনেকের বক্তব্যে বার তিনেক উঠে এসেছে অভিষেকের নাম। “ভবিষ্যতে মমতার আদর্শে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে, সাধারণ মানুষকে নেতৃত্ব দেবেন অভিষেক”, এমন বার্তাই দিয়েছেন ফিরহাদ। বক্তব্যের শুরুতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে, ‘ছাত্র-যুব নয়নের মণি’ বলে উল্লেখ করেন কলকাতার মেয়র।

এরপর ফিরহাদ বলেন, “যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, যে ভিত তিনি তৈরি করেছেন, সাধারণ মানুষের স্বার্থে অভিষেকের নেতৃত্বে সেই লড়াই আপনারা এগিয়ে নিয়ে যাবেন। এটা আমাদের বিশ্বাস”।

]]>
“ফিরহাদ হাকিমের অতিরিক্ত সম্পত্তি পাওয়া গেলে জানবেন সাজানো”, রায় দিলেন মমতা https://thenewsbangla.com/cm-mamata-banerjee-defend-firhad-hakim-conspiracy-by-bjp/ Mon, 29 Aug 2022 13:42:27 +0000 https://thenewsbangla.com/?p=16473 “ফিরহাদ হাকিমের অতিরিক্ত সম্পত্তি পাওয়া গেলে জানবেন সাজানো”, রায় দিলেন মমতা। আরও একবার কেন্দ্রীয় তদন্ত সংস্থার ভুমিকা নিয়ে, প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সভামঞ্চ থেকে তিনি বার্তা দিলেন, “ববিকে গ্রেফতার করলে বুঝবেন, সবটা সাজানো”। দলের নেতা-মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সংস্থা তথা বিজেপি সরকারকে, একহাত নিলেন তিনি। সিবিআই ও ইডির গ্রেফতারিকে, সরাসরি ষড়যন্ত্রের তকমা দিলেন তৃণমূল সুপ্রিমো।

এদিন তৃণমূল ছাত্র পরিষদের ২৪তম প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে, বিরোধীদের উদ্দেশ্যে একের পর এক কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে বিরোধীদের আক্রমণের সুরে মমতা বলেন, ‘পার্থ-কেষ্ট-ফিরহাদ, আমরা সবাই চোর। তাহলে আপনারা কি? সাধু’। এদিন মঞ্চে হাজির ছিলেন ফিরহাদ হাকিম থেকে শুরু করে তৃণমূলের হেভিওয়েট নেতারা।

আরও পড়ুনঃ সম্পত্তি বৃদ্ধি মামলা, “এখানে কেন হবে আন্তর্জাতিক কোর্টে হবে”, দাবি মমতার

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সভামঞ্চ থেকে মমতা আশঙ্কা প্রকাশ করেন, ‘সরকার ফেলতে ষড়যন্ত্র করে আগামী দিনে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়দেরও গ্রেফতার করা হতে পারে’। মমতা এও বলেন, ‘সংবাদমাধ্যমের সঙ্গেও বিজেপির বোঝাপড়া হয়েছে’।

নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে, গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এরপরই গরু-পাচার মামলায় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে, গ্রেফতার করে সিবিআই। দুই কেন্দ্রীয় সংস্থার নজরে রয়েছেন তৃণমূলের আরও নেতা-মন্ত্রীরা। সেই প্রসঙ্গ টেনে এনে, এবার ‘ষড়যন্ত্রের তত্ত্ব’ তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

]]>
প্রোমোটিং সংক্রান্ত ঝামেলায় অন্তঃসত্ত্বাকে লাথি, ফের আঙুল পরেশ স্বপনের দিকে https://thenewsbangla.com/tmc-workers-of-mla-paresh-paul-councilor-swapan-samaddar-allegedly-hit-pregnant-woman-in-narkeldanga/ Mon, 22 Aug 2022 05:39:42 +0000 https://thenewsbangla.com/?p=16283 প্রোমোটিং সংক্রান্ত ঝামেলায় অন্তঃসত্ত্বাকে লাথি, ফের আঙুল পরেশ স্বপনের দিকে। বাড়ি ভেঙে প্রোমোটিং সংক্রান্ত বিবাদ, তার জেরেই নারকেলডাঙায় এক ৮মাসের অন্তঃসত্ত্বাকে লাথি মারার অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক পরেশ পাল ও তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার অনুগতদের বিরুদ্ধে। অভিযোগ তৃণমূলের হাতে আক্রান্ত যুবতী, কিরণ দেবীর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে, ভর্তি করা হয়েছে। অভিযুক্ত বিধায়ক ও কাউন্সিলর অবশ্য সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

নারকেলডাঙায় শরিকের সঙ্গে থাকে, শিবশংকর দাসের পরিবার। তাঁর দাবি, চারজনের মধ্যে একজন ছাড়া বাকিরা, তাঁদের বাড়ি প্রোমোটারের হাতে দিতে রাজি। কিন্তু যাঁর নামে চুক্তি, তিনি ব্যক্তিগত কারণে বাড়ি থেকে চলে যান। এর মধ্যে প্রোমোটার তাঁর লোকজন নিয়ে বাড়ি তৈরির ব্যাপারে, চাপ দিতে থাকেন। কিন্তু এক শরিক না থাকার ফলে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে বলে, শিবশংকর প্রোমোটিংয়ের কাজ শুরুর আগেই বাধা দেন।

আরও পড়ুনঃ “পঞ্চায়েতে দুর্নীতিতে জড়িতদের কাছ থেকে টাকা উদ্ধার করতে হবে”, মমতা বন্দ্যোপাধ্যায়

শিবশঙ্কর দাস ও তাঁর ছেলে দীপক দাসের অভিযোগ, প্রোমোটিং সংক্রান্ত এই বিষয় নিয়েই কথা বলার জন্য তাঁদের দেখা করতে ডেকেছিলেন, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও বিধায়ক পরেশ পাল। তাঁদের দলের ‘ছেলেরা’ এসে, ‘তলব’ করে যায়। কিন্তু বাবা-ছেলে কেউই যেতে রাজি হননি। এরপরই চলে তাণ্ডব। অভিযোগ, শ-খানেক ছেলে এসে আচমকাই তাঁদের বাড়িতে চড়াও হয়। বেধড়ক মারধর করা হয় দীপককে। কোনও মতে প্রাণ বাঁচিয়ে, তিনি নারকেলডাঙা থানায় যান।

কিন্তু সেখানে আরও সমস্যা অপেক্ষা করে ছিল বলেই দাবি, শিবশঙ্কর-দীপকের। তাঁদের বক্তব্য, থানায় কোন অভিযোগ তো নেওয়া হয়নি। উল্টে তাঁদের দুজনকেই গ্রেফতার করে পুলিশ। শিয়ালদহ আদালত থেকে জামিন পেয়ে বাড়ি ফিরলে দেখেন, বাড়িতে তাণ্ডব হয়ে গেছে। দীপকের দাবি, তাঁর ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মেরেছে হা’মলাকারীরা, যার জেরে তাঁর অবস্থা এখন আশঙ্কাজনক।

মারধর করা হয়েছে বাড়ির শিশুদেরও। দীপকের মা ও আক্রান্তের শাশুড়ির এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি। অভিযোগ, টাকাপয়সাও লুঠ করা হয়েছে। সব কিছু ভাঙচুর করে দিয়েছে হামলাকারীরা। গোটা ঘটনায় অভিযোগের দিকে তৃণমূল বিধায়ক ও কাউন্সিলরের দিকে। তবে অভিযুক্ত বিধায়ক ও কাউন্সিলর অবশ্য, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

]]>
দিল্লিতে ম’দ কে’লেঙ্কারির আসল পান্ডা কেজরি-সিসোদিয়া, কড়া নিশানা বিজেপির https://thenewsbangla.com/kejriwal-sisodia-real-culprit-of-delhi-liquor-scam-target-by-bjp-anurag-thakur/ Sat, 20 Aug 2022 12:46:06 +0000 https://thenewsbangla.com/?p=16272 দিল্লিতে ম’দ কে’লেঙ্কারির আসল পান্ডা কেজরি-সিসোদিয়া, এবার কড়া নি’শানা বিজেপির। দিল্লির ম’দ নীতি কে’লেঙ্কারির মাধ্যমে, অর্থ সংগ্রহ করেছিলেন মণীশ সিসোদিয়া। সেই সংগৃহীত অর্থই ব্যয় হয়েছে, পঞ্জাব বিধানসভা নির্বাচনে। এমন বি’স্ফোরক দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-য়ের। এই দুর্নীতির এফআইআরে নাম আছে, দিল্লির আপ সরকারের উপমন্ত্রী মণীশ সিসোদিয়ার। দিল্লির উপমুখ্যমন্ত্রীকে ম’দ কে’লেঙ্কারিতে অভিযুক্ত করেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। যদিও আম আদমি পার্টির তরফ থেকে, এটাকে প্র’তিহিং’সা-মূলক রাজনীতি বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা-র অভিযোগ, দিল্লির ম’দ-নীতি কে’লেঙ্কারির মাধ্যমে অর্থ সংগ্রহ করেছিলেন সিসোদিয়া। সংগৃহীত অর্থই ব্যয় হয়েছে, পঞ্জাব বিধানসভা নির্বাচনে। সিবিআই-য়ের অভিযোগকে সামনে রেখেই, বিজেপি নেতা-কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের অভিযোগ, “দিল্লি সরকারের এই ম’দ নীতি কে’লেঙ্কারির দুর্নীতির শিকড় শুধু দিল্লিতেই নয়, পঞ্জাবে পর্যন্ত রয়েছে। পাঞ্জাবে আম আদমি পার্টির সরকার, আসলে মা’তালদের সরকার। যেখানে প্রধান অভিযুক্তের তালিকায় রয়েছেন মণীশ সিসোদিয়া। সেই কেলেঙ্কারির মূল হিসেবে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুখ”।

আরও পড়ুনঃ প্রচুর টাকা নিয়ে ‘সরকারি গাড়িতে’ ঝাড়খণ্ডে পার্থ-ঘনিষ্ঠ, অভিযান আয়কর দফতরের

সামনেই হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। পাঞ্জাবের মতোই সেখানে নির্বাচন লড়বে, আম আদমি পার্টি। তাই হিমাচল প্রদেশের ভূমিপুত্র অনুরাগ ঠাকুরকে, ম’দ-নীতি ইস্যুতে আপ-কেজরিওয়াল-কে নিশানা করতে এগিয়ে দিল বিজেপি। এমনটাই অভিযোগ করছেন, আম আদমি পার্টি নেতৃত্ব। তবে, “এভাবে সিবিআই-কে ব্যবহার করে আম আদমি পার্টিকে দমানো যাবে না”, বলেই জানিয়েছেন আপ নেতারা।

]]>
তাঁবুতে বসবাসকারী ১১০০ রোহিঙ্গা শরণার্থীকে দিল্লিতে ফ্ল্যাট দিচ্ছে মোদী সরকার https://thenewsbangla.com/modi-govt-giving-flats-to-1100-rohingya-refugees-in-delhi-hardeep-singh-puri-calls-it-landmark-decision/ Wed, 17 Aug 2022 07:31:04 +0000 https://thenewsbangla.com/?p=16177 তাঁবুতে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থী-দের দিল্লিতে ফ্ল্যাট দিচ্ছে মোদী সরকার। এই ঘোষণার পরেই প্রশ্ন উঠেছে, তাহলে CAA-NRC কি বাতিল করে দিল কেন্দ্র? তাঁবুতে থাকা প্রায় ১১০০ রোহিঙ্গা শরণার্থী, দিল্লিতে মৌলিক সুযোগ-সুবিধা এবং দিল্লি পুলিশের সর্বক্ষণ নিরাপত্তার সঙ্গে সজ্জিত, একটি ছাদ পাবেন। মোদী সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করে, টুইট করেছেন কেন্দ্রের আবাসন মন্ত্রী হরদিপ সিং পুরি। রোহিঙ্গাদের আবাসন নিয়ে, দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দিল্লির মুখ্যসচিবের সভাপতিত্বে বৈঠকে দিল্লি সরকার, দিল্লি পুলিশ এবং কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের উচ্চপর্যায়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই রোহিঙ্গা উদ্বাস্তুদের শীঘ্রই আউটার দিল্লির বক্করওয়ালা গ্রামে, নতুন দিল্লি মিউনিসিপ্যাল ​​কাউন্সিল (NDMC) ফ্ল্যাটে স্থানান্তরিত করা হবে। অর্থনৈতিক দুর্বল বিভাগ (EWS) বিভাগের অন্তর্গত, মোট ২৫০টি ফ্ল্যাট রয়েছে। যেখানে এই ১১০০ জন রোহিঙ্গার থাকার ব্যবস্থা করা হয়েছে, যারা এখন মদনপুর বস্তিতে বসবাস করছে। আর এরপরেই শুরু হয়েছে, জোর বিতর্ক। তাহলে কি কেন্দ্র সরকার CAA বাতিল করে দিল? প্রশ্ন তুলেছেন অনেকেই।

আরও পড়ুনঃ ‘উন্নততর বামফ্রন্ট’ আর ‘নতুন তৃণমূল’, দুটোকেই ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলার মানুষ

কেন্দ্রীয় আবাসন ও নগর-উন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরি এই সিদ্ধান্তের প্রশংসা করে, এটিকে ‘ল্যান্ডমার্ক সিদ্ধান্ত’ বলে ঘোষণা করেছেন। ইতিমধ্যেই দিল্লি সরকারকে ফ্ল্যাটগুলিতে মৌলিক সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এটি ‘ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’-এর আন্ডারে দেওয়া হয়েছে, যাতে এইসব ফ্ল্যাটে রোহিঙ্গা শরণার্থীদের স্থানান্তরকে সহজ করবে।

]]>