BengaliWebNews – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 15 Sep 2022 08:34:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BengaliWebNews – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রাজ্যে হানা দিয়েছে ডেঙ্গি থ্রি, আক্রান্ত খোদ আমাদের রক্ষাকর্তা নগরপাল https://thenewsbangla.com/dengue-3-attacked-state-affected-vineet-goyal-kolkata-police-commissioner/ Thu, 15 Sep 2022 08:28:36 +0000 https://thenewsbangla.com/?p=16817 রাজ্যে হানা দিয়েছে ডেঙ্গি-থ্রি, আক্রান্ত খোদ আমাদের রক্ষাকর্তা নগরপাল। ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তবে তাঁর অবস্থা স্থিতিশীল, বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, জ্বর হয়েছিল কলকাতার নগরপালের। রক্ত পরীক্ষা করাতে, রিপোর্টে ডেঙ্গি উঠে আসে। তারপরই বুধবার সকালে বিনীত গোয়েল-কে হাসপাতালে ভর্তি করানো হয়। এই মুহূর্তে বেলভিউ নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

ডেঙ্গির প্রকোপের মধ্যেই, এবার রাজ্যে হানা ডেঙ্গি-থ্রির। বিভিন্ন হাসপাতাল থেকে নাইসেডে, ডেঙ্গি আক্রান্তদের নমুনা পরীক্ষা করা চলছে। চলতি-মাসে পাঠানো ৫০টি নমুনার মধ্যে, ৩৫টিতেই ডেঙ্গি-থ্রি ধরা পরেছে। গতমাসে পাঠানো ৫০টি নমুনার মধ্যে, ২০টিতেই ডেঙ্গি-থ্রি ধরা পরেছিল। আক্রান্তদের বেশিরভাগই, ডেঙ্গি-থ্রি ভাইরাসের কবলে পড়েছেন।

আরও পড়ুন; “মমতার চাকরির অফার লেটার দুর্নীতি”, রাজ্য সরকার কোম্পানির লেটারহেড জাল করেছে

রাজ্যে ডেঙ্গি-থ্রি-র দাপট বাড়ছে, সংক্রমণ লাগামছাড়া। কিছুদিন ধরেই কলকাতায় ও রাজ্য জুড়ে ডেঙ্গির সংক্রমণ ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য-দফতরের তরফে ইতিমধ্যেই, কড়া সতর্কতা জারি হয়েছে। নির্দেশে বলা হয়েছে, ডেঙ্গি আক্রান্তের প্লেটলেট না কমলেও, সতর্ক থাকতে হবে। আটদিন পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের প্লেটলেটের দিকে, কড়া নজর রাখার নির্দেশ।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, সামান্য বমি, মাথা-ঘোরার উপসর্গ দেখলেই, সঙ্গে-সঙ্গে রক্তচাপ পরীক্ষা করতে হবে। প্রয়োজনে হাসপাতালে ভর্তি করতে হবে। দক্ষিণ দমদম, কামারহাটি, শ্রীরামপুর, বিধাননগর, বালি, হাওড়া-তেও নজরদারি চলছে। নতুন করে ৫৩৭জন ডেঙ্গি-আক্রান্ত, সরকারি হাসপাতালে ভর্তি ৪৮৫জন, জানিয়েছে স্বাস্থ্য দফতর।

]]>
“সংখ্যালঘু মহিলা পুলিশ দিয়ে আমাকে ফাঁসানোর পিসি-ভাইপোর চক্রান্ত ফাঁস” https://thenewsbangla.com/kolkata-police-plot-by-order-of-mamata-abhishek-to-frame-me-with-minority-women-police-exposed-said-suvendu-adhikari/ Thu, 15 Sep 2022 04:59:21 +0000 https://thenewsbangla.com/?p=16811 “সংখ্যালঘু মহিলা পুলিশ দিয়ে আমাকে ফাঁসানোর পিসি-ভাইপোর চক্রান্ত ফাঁস”। এমনটাই দাবি করলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্ফোরক অভিযোগ করলেন, শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে ফাঁসানোর ব্যাপারে, ‘প্লট’ সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশ কর্তাদের। মহিলা পুলিশ অফিসার, তারপরে আবার সংখ্যালঘু, এমন পুলিশ অফিসারকেই পাঠানো হয়েছিল শুভেন্দুকে গায়ে হাত দিয়ে বিরক্ত করতে। যাতে রেগে গিয়ে কোন ভুল করে ফেলেন তিনি। কিন্তু পিসি-ভাইপোর চক্রান্ত তিনি আগেই ধরে ফেলেছিলেন বলেই দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

বিস্ফোরক অভিযোগ করলেন, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, নানানভাবে শুভেন্দুকে শায়েস্তা করতেই বিভিন্ন ব্যবস্থা নিয়েছে পুলিশ, নবান্ন অভিযানে গতকালের পুলিশের প্ল্যানটা তারই অঙ্গ। ঠিক ছিল শুভেন্দুকে বিদ্যাসাগর সেতুর আগেই আটকাতে হবে। তাঁকে মহিলা পুলিশ দিয়ে ঘিরে রাখা হবে। ‘প্রভোক’ করা হবে যাতে শুভেন্দু উত্তেজিত হয়ে, হাত চালান। উত্তেজিত হয়ে হাত চালালেই, ৩৫৪ ধারায় অভিযুক্ত করে এফআইআর করা হবে।

আরও পড়ুন; “বিচারব্যবস্থার একাংশ বিজেপিকে সাহায্য করছে”, আদালতকেও দাগিয়ে দিলেন অভিষেক

অভিযোগ, পুরো দায়িত্বে রাখা ছিল, এক সংখ্যালঘু মহিলা আইপিএস-কে। সঙ্গে প্রায় ২০ জন মহিলা কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ার ছিলেন প্রথম বৃত্তে। তারপরে জেনারেল পুলিশ, পরের বৃত্তে ছিলেন আরও মহিলা পুলিশ। পুরো এলাকা কর্ডন করে ছিল, তিনটি থানার পুলিশ। শুভেন্দু স্পটে এলেই, তাঁকে বৃত্তে বন্দী করবেন মহিলা বাহিনী। ঠিক সেই মাফিক পুরো অপারেশন, অপারেট শুরু করেন ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। শুভেন্দুর হাত ধরে টানাটানি শুরু করেন, এক মহিলা পুলিশ অফিসার। সেই ছবিও মিডিয়ার ভিডিও ফুটেজে দেখা গেছে।

বুদ্ধিমান শুভেন্দু অধিকারী যে ছকটা ধরে ফেলবেন, সেটা বোঝেনি কলকাতা পুলিশ। পুলিশের পরিকল্পনা সফল হবার আগেই, সেটা নিয়ে চিৎকার করেন শুভেন্দু নিজেই। তখনই তিনি বলেন, “আমার গায়ে হাত দেবেন না। আপনি মহিলা, আমি পুরুষ”। শুভেন্দুকে এইভাবে ফাঁসানোর পরিকল্পনা, ফেল করে কলকাতা পুলিশের। ফাঁসাতে না পেরে শুভেন্দুকে, শেষপর্যন্ত অ্যারেস্ট করা হয়। শুভেন্দুর কথায় সায় দিয়ে, সব বিজেপি নেতাই এখন এই অভিযোগ করছেন। তবে রাজ্য প্রশাসন বা কলকাতা পুলিশের তরফ থেকে, এখনও এই নিয়ে কোন মন্তব্য করা হয়নি। তবে তৃণমূল নেতারা বলেছেন, “মনগড়া গল্প বলছেন, শুভেন্দু অধিকারী”।

]]>
“আমাকে বাঁচতে দিন, দয়া করে জামিন দিন”, আদালতে কেঁদে ভাসালেন পার্থ https://thenewsbangla.com/partha-chatterjee-cried-at-court-for-bail-after-ed-lawyers-present-evidence/ Wed, 14 Sep 2022 14:54:18 +0000 https://thenewsbangla.com/?p=16798 “আমাকে বাঁচতে দিন, দয়া করে জামিন দিন”, আদালতে কেঁদে ভাসালেন পার্থ। এবার শুনানি চলাকালিন আদালতে কেঁদে ফেললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কান্নাভেজা গলায় আদালতে বিচারপতির কাছে তিনি জানান, “আমাকে ছেড়ে দিন। আমাকে বাঁচতে দিন। প্রয়োজনে আমাকে ঘরবন্দি করে রাখুন কিন্তু জামিন দিন”। বুধবার ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়েছিল, এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। সেখানেই নিজের জামিনের জন্য, কাতর আর্জি জানান পার্থ। একইসঙ্গে উদ্ধার হওয়া সম্পত্তির সঙ্গে, তাঁর কোনও যোগ নেই বলেও এদিন দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়।

বুধবার আদালতে ইডির আইনজীবীরা জানান, ‘পার্থ-অর্পিতার প্রায় ১০০ কোটি টাকার, সম্পত্তির হদিশ মিলেছে’। কিন্তু এই সম্পত্তির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই, বলে দাবি করেছেন পার্থ। তিনি বলেছেন, “ইডি আধিকারিকরা আমার বিধানসভা কেন্দ্রে এসে দেখুন, আমি কে, আমার পরিবার কী, এত টাকা নিয়ে আমি কী করব? কোথা থেকে আসবে এত টাকা?” এরপরই আদালতে কেঁদে ফেলেন, তৃণমূলের প্রাক্তন মহাসচিব। ধরা-ধরা গলায় তিনি বলেন, “প্রয়োজনে আমাকে ঘরে আটকে রাখুন। বাড়িতে বন্ধ করে রাখুন। কিন্তু আমাকে বাঁচতে দিন। আমাকে জামিন দিন”।

আরও পড়ুন; “আমি থাকলে মাথায় গুলি করতাম, পুলিশ সংযম দেখিয়েছে”, অভিষেক বন্দ্যোপাধ্যায়

তবে বিচারপতি জানান, “আপনার পরিচিতের ফ্লাট থেকে নগদ ৫০ কোটি টাকা পাওয়া গেল, আপনাদের দুজনের নামে যৌথ সম্পত্তি উদ্ধার হচ্ছে একের পর এক, আর আপনি কিছুই জানেন না, এটা বিশ্বাস করা যায়”?

]]>
“আমি থাকলে মাথায় গুলি করতাম, পুলিশ সংযম দেখিয়েছে”, অভিষেক বন্দ্যোপাধ্যায় https://thenewsbangla.com/abhishek-banerjee-i-would-have-shot-in-the-head-police-showed-restraint/ Wed, 14 Sep 2022 12:24:17 +0000 https://thenewsbangla.com/?p=16795 “আমি থাকলে মাথায় গুলি করতাম, পুলিশ সংযম দেখিয়েছে”, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত এসিপিকে দেখতে, এসএসকেএম গেলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন, কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়। মঙ্গলবার বড়বাজারে বিজেপি-র নবান্ন অভিযানে আক্রান্ত হন তিনি। বুধবার তাঁকে দেখে হাসপাতাল থেকে বেরিয়েই, বিজেপি-কে তীব্র আক্রমণ করলেন অভিষেক।

পরিস্কার বলেন, “আমি ওখানে থাকলে মাথায় গুলি করতাম, পুলিশ সংযম দেখিয়েছে”। নবান্ন অভিযান, “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, এদিন একযোগে বললেন মমতা অভিষেক। বিজেপির নবান্ন নিয়ে একযোগে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, বিজেপির নবান্ন অভিযান নিয়ে বুধবার পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে এমনই মন্তব্য করলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহত পুলিশ কর্মীদের দেখে এসে, সেই একই মন্তব্য করলেন, তৃণমূল সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন; নবান্ন অভিযান, “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, একযোগে মমতা অভিষেক

এদিন অভিষেক কপালের মাঝখান দেখিয়ে পরিস্কার বলেন, “আমি থাকলে ঠিক মাথায় গুলি করতাম”। অভিষেক আরও বলেন, “গায়ের জোরে গুন্ডামি, মস্তানি করেছে বিজেপি। পুলিশকে স্যালুট। যে ধৈর্য, সংবেদনশীলতা এবং সংযমের পরিচয় দিয়েছেন ওঁরা, তার জন্য কুর্নিশ জানাই। ওঁদের নিরলস পরিশ্রমের জন্যই, আজ বাংলা সুরক্ষিত। ওদের জন্যই দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। সংবাদমাধ্যমকে ধন্যবাদ, কাল প্রকৃত সত্য তুলে ধরেছেন”। অভিষেকের বক্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

]]>
নবান্ন অভিযান, “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, একযোগে মমতা অভিষেক https://thenewsbangla.com/nabanna-abhjaan-police-could-have-opened-fire-if-they-wanted-said-mamata-abhishek/ Wed, 14 Sep 2022 12:06:51 +0000 https://thenewsbangla.com/?p=16792 নবান্ন অভিযান, “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, একযোগে বললেন মমতা অভিষেক। বিজেপির নবান্ন নিয়ে একযোগে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, বিজেপির নবান্ন অভিযান নিয়ে বুধবার পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে এমনই মন্তব্য করলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহত পুলিশ কর্মীদের দেখে এসে, সেই একই মন্তব্য করলেন, তৃণমূল সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে, রণক্ষেত্রে পরিণত হয় কলকাতা, হাওড়া। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়, আন্দোলনরত বিজেপি কর্মীদের। তাঁরা ব্যারিকেড ভেঙে ফেলে, পুলিশের গাড়িতে আগুনও ধরিয়ে দেয়। সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশকর্মী ও বিজেপি কর্মী-সমর্থক আহত হয়েছেন। সেই নবান্ন অভিযান নিয়েই, এদিন বিজেপিকে নিশানা করেন মমতা। তিনি বলেন, “বিজেপির নবান্ন অভিযানে মানুষের ভোগান্তি হয়েছে, সমাজবিরোধী কাজ রাজনীতিতে খাপ খায় না। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ চাইলেই গুলি চালাতে পারত, কিন্তু এটা কাম্য নয়। শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে”।

আরও পড়ুন; বিজেপির নবান্ন অভিযান, ‘কত লোক’, মিলছে না মমতা ও অভিষেকের বক্তব্য

একই কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে আহত পুলিশ কর্মীদের দেখে বেরিয়ে এসে অভিষেক বলেন, “পুলিশকে কুর্নিশ, তারা অত্যন্ত সংযম দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। তারা চাইলেই গুলি চালাতে পারত। পুলিশ অত্যন্ত ধৈর্যর পরিচয় দিয়েছে”। “গাড়ি পোড়াবার পেট্রোল কোথা থেকে পেল, লোহার রড নিয়ে পুলিশের উপর হামলা হয়েছে”, সাংবাদিকদের বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

]]>
বিজেপির নবান্ন অভিযান, ‘লোকসংখ্যা’ নিয়ে দুই মত ফিরহাদ কুণালের https://thenewsbangla.com/bjp-nabanna-abhijaan-how-many-people-firhad-hakim-kunal-ghosh-on-different-views/ Wed, 14 Sep 2022 10:45:01 +0000 https://thenewsbangla.com/?p=16789 বিজেপির নবান্ন অভিযান, ‘লোকসংখ্যা’ নিয়ে দুই মত ফিরহাদ কুণালের। বিজেপির নবান্ন অভিযান, কত লোক হয়েছিল? সেই নিয়ে ভিন্ন মত বিভিন্ন তৃণমূল নেতাদের। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ‘বিহার উত্তরপ্রদেশ থেকে গু’ন্ডা নিয়ে এসেছিল বিজেপি’। আবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, “বিজেপির নবান্ন অভিযান ব্যর্থ, লোকই হয়নি”।
তাহলে কোনটা ঠিক, প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা।

বিজেপির নবান্ন অভিযান, ‘কত লোক’, মিলছে না মমতা ও অভিষেকের বক্তব্যও। কে ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রসঙ্গ, বঙ্গ বিজেপির নবান্ন অভিযান। বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দেননি, মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, “বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি। বেলুন ফুটো হয়ে গেছে, গুরুত্ব দেওয়ার দরকার নেই”। অন্যদিকে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “শুধু বাংলা নয়, বিজেপির গুন্ডামি দেখল গোটা দেশ, ক্ষমতায় এলে কী করত, ভেবেই কেঁপে উঠছি”।

আরও পড়ুনঃ লজ্জায় বাংলার শিক্ষা, তৃণমূল আমলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগও বেআইনি

দুরকম বক্তব্য ফিরহাদ হাকিম ও কুণাল ঘোষেরও। একজন বলেছেন, “লোক হয়নি”। অন্যজন বলেছেন, “বাইরের রাজ্য থেকে গু’ন্ডা আনা হয়েছিল”। নবান্ন অভিযান নিয়ে, ভিন্ন মত তৃণমূল নেতাদের।

অন্যদিকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার ভিড়ের ছবি দিয়ে লেখেন, “যারা বলছে লোক হয়নি, তারা ছবি দেখেই ভয় পেয়েছে, তাই ভুল বকছে। তৃণমূল সরকারের শেষ সময় হাজির, মানুষ এই সরকারকে আর চায় না। সেটা নবান্ন অভিযানেই প্রমাণ হয়ে গেছে”।

]]>
লজ্জায় বাংলার শিক্ষা, তৃণমূল আমলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগও বেআইনি https://thenewsbangla.com/shame-bengal-education-university-vice-chancellor-appointment-is-also-illegal-during-tmc-era/ Wed, 14 Sep 2022 08:23:21 +0000 https://thenewsbangla.com/?p=16785 লজ্জায় বাংলার শিক্ষা, তৃণমূল আমলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগও বেআইনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে, রাজ্য সরকারের পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পুনর্বহালের সিদ্ধান্ত খারিজ করল কলকাতা হাইকোর্ট। রাজ্যের নেওয়া সিদ্ধান্ত খারিজ করার নির্দেশ দিল, হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নিতে পারে না রাজ্য সরকার, পর্যবেক্ষণ আদালতের।

সচিব হিসেবে এখন আর নবান্নে কাজ করেন না আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতার সৌজন্যে, আলাপন এখন মাসে আড়াই লাখ টাকা মাইনের রাজ্য সরকারের পরামর্শদাতা। তাঁর স্ত্রী সোনালি বন্দ্যোপাধ্যায়ের কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগও বেআইনি, ঘোষণা করে দিল হাইকোর্ট।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবার পরে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট দিয়েছিলেন এই সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, ‘কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে, পুনর্নিয়োগের এক্তিয়ার রাজ্য সরকারের নেই’। সেই সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে, সোনালি বন্দ্যোপাধ্যায়কে অপসারণের নির্দেশ দিল হাইকোর্ট।

গত বছর ২৭ অগাস্ট সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনর্বহালের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। মঙ্গলবার সেই বিজ্ঞপ্তিই খারিজ করে দিয়েছে হাইকোর্ট। রাজভবনের সিলমোহর ছাড়াই বেআইনি-ভাবে, ২৫টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের অভিযোগ করেন রাজ্যপাল জগদিপ ধনকড়। কোনওরকম বাছাই ছাড়াই, সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের পুনর্নিয়োগকে স্বজনপোষণের ‘অনন্য নজির’ বলে উল্লেখ করেন তিনি। এই নিয়োগকে বেআইনি দাবি করে, কলকাতা হাইকোর্টে এই জনস্বার্থ মামলাটি দায়ের হয়।

]]>
বিজেপির নবান্ন অভিযান, ‘কত লোক’, মিলছে না মমতা ও অভিষেকের বক্তব্য https://thenewsbangla.com/bjp-nabanna-abhijaan-mamata-banerjee-and-abhishek-banerjee-statements-do-not-match/ Wed, 14 Sep 2022 05:08:51 +0000 https://thenewsbangla.com/?p=16779 বিজেপির নবান্ন অভিযান, ‘কত লোক’, মিলছে না মমতা ও অভিষেকের বক্তব্য। কে ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রসঙ্গ, বঙ্গ বিজেপির নবান্ন অভিযান। বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দেননি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি। বেলুন ফুটো হয়ে গেছে, গুরুত্ব দেওয়ার দরকার নেই”। অন্যদিকে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “শুধু বাংলা নয়, একঝলক বিজেপির গুন্ডামি দেখল গোটা দেশ, ওরা ক্ষমতায় এলে কী করত, ভেবেই কেঁপে উঠছি”।

কলকাতা ও হাওড়ার রাস্তায় যখন, বিজেপি কর্মী সমর্থকদের দাপাদাপি চলছে, তখন মঙ্গলবার পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির সঙ্গে মানুষ নেই। কোন লোক হয়নি, তাই বিজেপিকে গুরুত্ব দেওয়ার দরকার নেই”।

আরও পড়ুনঃ অবাক কাণ্ড, সরকারি প্রকল্পে বেসরকারি চাকরি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার

নবান্ন অভিযানকে কেন্দ্র করে, হাওড়া ও কলকাতায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। টুইটে তা নিয়ে বিজেপিকে তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “আজ শুধু বাংলা নয় গোটা দেশ দেখল, বিজেপির গুণ্ডাদের তাণ্ডব। ওরা ক্ষমতায় এলে কী করত”।

অন্যদিকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার ভিড়ের ছবি দিয়ে লেখেন, “যারা বলছে লোক হয়নি, তারা ছবি দেখেই ভয় পেয়েছে, তাই ভুল বকছে। তৃণমূল সরকারের শেষ সময় হাজির, মানুষ এই সরকারকে আর চায় না। সেটা তারা নবান্ন অভিযানেই প্রমাণ করে দিয়েছে”।

]]>
বিজেপির নবান্ন অভিযান, স্টেশনে ঢুকে বিজেপিকে আটকানোর চেষ্টা পুলিশের https://thenewsbangla.com/bjp-nabanna-avijaan-north-bengal-bjp-supporters-are-blocked-by-bengal-police-in-stations-platform/ Mon, 12 Sep 2022 15:56:04 +0000 https://thenewsbangla.com/?p=16761 বিজেপির নবান্ন অভিযান, স্টেশনে ঢুকে বিজেপিকে আটকানোর চেষ্টা পুলিশের। উত্তরবঙ্গে স্টেশনে ঢুকে, বিজেপি-কর্মীদের ট্রেনে উঠতে বাধা দেয় রাজ্য পুলিশ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই অভিযোগ উঠেছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর থেকে, বিজেপি-কর্মীরা নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য ট্রেন ধরতে স্টেশনে এসেছিলেন। সেখানেই বিজেপি কর্মীদের বাধা দেয়, বেশ কিছু পুলিশকর্মী। উত্তরবঙ্গ জুড়েই বাধা দেওয়ার এই ছবিটা, দেখা গিয়েছে সোমবার সারাদিন ধরে। স্টেশনে দাঁড়ানো বিজেপির স্পেশাল ট্রেনেও, উঠতে বাধা দেয় পুলিশ।

আলিপুরদুয়ার স্টেশনে ভিড় করেছিলেন, বিজেপি কর্মীরা। ট্রেন ধরে হাওড়া-কলকাতায়, আসার কথা ছিল তাঁদের। আলিপুরদুয়ার স্টেশনে ঢুকে, তাঁদের বাধা দেয় রাজ্য পুলিশ। যা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ আরপিএফ। আলিপুরদুয়ার থানার পুলিশ কীভাবে স্টেশনে ঢুকে বাধা দিতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আলিপুরদুয়ার থানার পুলিশের এক্তিয়ার নিয়েও, প্রশ্ন তুলেছে আরপিএফ অফিসাররা।

আরও পড়ুনঃ “ভিতরে ভিতরে শিল্প হয়ে গেছে, কেউ বুঝতেই পারেনি”, বড় ঘোষণা মমতার

জেলা পুলিশের দাবি, ‘প্ল্যাটফর্মে যাঁরা জমায়েত করেছিলেন, তাঁরা সরকার-বিরোধী স্লোগান দিচ্ছিলেন। চোর বলা হচ্ছিল, রাজ্য সরকারকে। সেই কারণেই বাধা দেওয়া হয়েছে’। বিজেপি কর্মীদের আটকাতে, স্টেশনে-স্টেশনে টহল দিতে দেখা যায় জেলা-পুলিশকে। বিজেপির অভিযোগ, পুলিশের বাধায় অনেকেই ট্রেনে উঠতে পারেননি।

কামাখ্যাগুড়ি-আলিপুরদুয়ার জংশন স্টেশনে, কোচবিহারেও ট্রেনে উঠতে, স্পেশাল-ট্রেনে উঠতে বিজেপি-কর্মীদের বাধা দেওয়া হয়। পদ্ম শিবিরের দাবি, বিজেপি কর্মীরা যাতে কলকাতায় না আসতে পারেন, সেই কারণেই চক্রান্ত করে এই কাজ করা হয়েছে।

]]>
“ভিতরে ভিতরে শিল্প হয়ে গেছে, কেউ বুঝতেই পারেনি”, বড় ঘোষণা মমতার https://thenewsbangla.com/bengal-gots-industry-industrialized-inside-no-one-could-understand-mamata-banerjee/ Mon, 12 Sep 2022 15:10:16 +0000 https://thenewsbangla.com/?p=16758 “ভিতরে ভিতরে শিল্প হয়ে গেছে, কেউ বুঝতেই পারেনি”, বড় ঘোষণা মমতার। ১১ নভেম্বর ২০০৮, ক্ষমতায় আসার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, “ক্ষমতায় এলে ছ’মাসের মধ্যে শিল্প গড়ে দেখাব”। আর আজ ১২ সেপ্টেম্বর ২০২২, ২০১১ তে ক্ষমতায় আসার ১১ বছর পর, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন, “ভিতরে ভিতরে শিল্প হয়ে গেছে, কেউ বুঝতে পারেনি”।

নেতাজি ইনডোর স্টেডিয়ামে সোমবার উত্‍কর্ষ বাংলার কর্মসূচিতে, রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কর্মসংস্থানের একটি পরিসংখ্যান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এদিন বলেন, “এমএসএমই সেক্টরে ৯০ লক্ষ ক্ষুদ্র ইউনিট রয়েছে, সেখানে কাজ করছেন ১ কোটি ৩৬ লক্ষ লোক। লেদার ইন্ডাস্ট্রিতে কাজ করছে, ৫ লক্ষ লোক”।

আরও পড়ুনঃ এতকাণ্ডের পরেও কি, তৃণমূল নেতা মন্ত্রীদের ‘চাকরি চুরি’তে উৎসাহ দিলেন মমতা

মুখ্যমন্ত্রী মমতা এদিন বলেন, “ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এই ইউনিটগুলো, ১০ লক্ষ স্কুল ড্রেস তৈরি করে”। এই সময় এক সরকারি আধিকারিক মুখ্যমন্ত্রীকে জানান, “১০ লক্ষ নয়, আড়াই কোটি স্কুল ড্রেস তৈরি করে এমএসএমই ইউনিটগুলি”। তারপরেই মমতা বলেন, “আড়াই-কোটি স্কুল ড্রেস তৈরি করতে, কতলোকের কর্মসংস্থান হয়? এতে মানুষের দারিদ্র দূরীকরণ হয়। এভাবেই কর্মসংস্থান তৈরি হয়।

এরপরেই মুখ্যমন্ত্রী আরও বলেন, “ভিতরে ভিতরে হয়ে গেছে কেউ বুঝতে পারেনি। তার কারণটা কী, এখানে কিছু পলিটিক্যাল পার্টি আছে, কিছু মিডিয়া আছে, যারা কিছু একটা গণ্ডগোল হলেই সারাক্ষণ ইঁদুর কামড়েছে, ইঁদুর কামড়েছে বলে ঘুরে বেড়াচ্ছে”।

]]>