AmitShah – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 28 Sep 2022 03:29:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg AmitShah – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘অপারেশন অক্টোপাস’, দেশের ভিতরে থাকা জঞ্জাল সাফ ভারত সরকারের https://thenewsbangla.com/indian-govt-bans-pfi-popular-front-of-india-for-five-years-under-uapa-operation-octopus/ Wed, 28 Sep 2022 03:28:48 +0000 https://thenewsbangla.com/?p=16873 ‘অপারেশন অক্টোপাস’, দেশের ভিতরে থাকা জঞ্জাল সাফ ভারত সরকারের। দফায় দফায় তল্লাশি, হানা চলছিলই। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, মুস’লিম মৌল’বাদী সংগঠন-টিকে নিয়ে এবার আরও কঠোর অবস্থান নিল কেন্দ্র সরকার। পাঁচ বছরের জন্য দেশে নিষিদ্ধ হল PFI, নিষিদ্ধ করা হল তাদের সহযোগী এবং শাখা সংগঠনগুলিকেও। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা UAPA-তে ওই সংগঠনকে নিষিদ্ধ করা হল। শুধু তাই নয়, UAPA-র ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী, দেশে নিষিদ্ধ ৪২টি জ’ঙ্গি সংগঠনের অন্তর্ভুক্তও করা হয়েছে PFI-কে।

সিঁদুরে মেঘ দেখতে পেয়েছে ভারত সরকার। ‘অপারেশন অক্টোপাস’, দেশজুড়ে পিএফআই এর দফতরে ফের হানা দিল এনআইএ। ২২শে সেপ্টেম্বর ও ২৭শে সেপ্টেম্বর, দেশ জুড়ে ১৫-১৭টি রাজ্যে এদের দফতরে হানা দেয় এনআইএ। দুদিন দেশজুড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআই বা PFI এর নানান দফতরে তল্লাশি চালায় এনআইএ বা ন্যাশান্যাল ইন্টলিজেন্স এজেন্সি বা NIA।

এই বিষয়ে আরও পড়ুনঃ ‘অপারেশন অক্টোপাস’, দেশজুড়ে পিএফআই এর দফতরে ফের হানা দিল এনআইএ

মঙ্গলবার দিল্লি থেকে আটক করা হয়েছে, সমাজকর্মী শাহিন কওসরকে। শাহিনবাগে সিএএ বিরোধী আন্দোলনের, অন্যতম প্রধান মুখ ছিলেন এই কওসর। দিল্লি বিধানসভা নির্বাচনেও, তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক, অসম, গোয়া, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশের নানা জায়গায় তল্লাশি চলেছে। ইতিমধ্যেই প্রায় ৭৫০ জনকে আটক করা হয়েছে, এই দুদিনের রেডে।

এই বিষয়ে আরও পড়ুনঃ ২০৪৭ সালের মধ্যে ভারতকে ইসলামিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে পিএফআই

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, PFI-এর শাখা সংগঠন, রেহাব ইন্ডিয়া ফাউন্ডেশন (RIF), ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়া (CFI), অল ইন্ডিয়া ইমামস কাউন্সিল (AIIC), ন্যাশনাল কনফেডারেশন অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন (NCHRO), ন্যাশনাল উইমেন্স ফ্রন্ট, জুনিয়র ফ্রন্ট, এমপাওয়ার ইন্ডিয়া ফাউন্ডেশন এবং রেহাব ফাউন্ডেশন কেরলকেও নিষিদ্ধ করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, PFI এবং তার সহযোগী ও শাখা সংগঠনগুলিকে বেআইনি ঘোষণা করা হল। UAPA-র আওতায়, ‘বেআইনি’ ঘোষিত হল ওই সংস্থা। কেন্দ্রের দাবি, PFI ও সহযোগী সংগঠনগুলি বেআইনি কাজকর্মে যুক্ত ছিল, যা দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য ক্ষতিকর। তাদের দ্বারা দেশের অন্দরে শান্তি এবং সা’ম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সিদ্ধান্ত।

]]>
‘অপারেশন অক্টোপাস’, দেশজুড়ে পিএফআই এর দফতরে ফের হানা দিল এনআইএ https://thenewsbangla.com/operation-octopus-nia-raid-again-at-pfi-offices-across-the-country/ Tue, 27 Sep 2022 07:44:41 +0000 https://thenewsbangla.com/?p=16867 ‘অপারেশন অক্টোপাস’, দেশজুড়ে পিএফআই এর দফতরে ফের হানা দিল এনআইএ। মঙ্গলবার ফের দেশজুড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআইয় বা PFI এর নানান দফতরে তল্লাশি চালাচ্ছে এনআইএ বা ন্যাশান্যাল ইন্টলিজেন্স এজেন্সি বা NIA। ইতিমধ্যেই দিল্লি থেকে আটক করা হয়েছে, সমাজকর্মী শাহিন কওসরকে। শাহিনবাগে সিএএ বিরোধী আন্দোলনের, অন্যতম প্রধান মুখ ছিলেন এই কওসর। দিল্লি বিধানসভা নির্বাচনেও, তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক, অসম, উত্তরপ্রদেশের নানা জায়গায় তল্লাশি চলছে। ইতিমধ্যেই প্রায় ২৫০ জনকে আটক করা হয়েছে। কারফিউ জারি করা হয়েছে দিল্লির একাংশে।

২০৪৭ সালের মধ্যে ভারতকে ইসলামিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে, এগোচ্ছিল পিএফআই বা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া(PFI)। এবার কেন্দ্র সরকার, তদের নিষিদ্ধ করতে উদ্যোগ নিল। মুস’লিম মৌল’বাদী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (PFI), জ’ঙ্গি গোষ্ঠীর তালিকাভুক্ত করতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, ইউএপিএ (UAPA) আইনের আওতায় এনে, এবার নিষিদ্ধ করা হতে পারে এই সংগঠনটিকে।

আরও পড়ুনঃ ২০৪৭ সালের মধ্যে ভারতকে ইসলামিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে পিএফআই

গত ২২ সেপ্টেম্বরও দেশজুড়ে পিএফআইয়ের বিভিন্ন দফতরে, তল্লাশি চালিয়েছিল এনআইএ ও ইডি। সেইদিনও প্রচুর পিএফআই কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। এই সংগঠনের বিরুদ্ধে, কড়া ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। পিএফআইকে যদি জ’ঙ্গি-গোষ্ঠীর তালিকাভুক্ত করা হয়, তাহলে আল-কায়দা, জইশ-ই-মহম্মদের মতো সংগঠনের সঙ্গে এক তালিকায় আসবে এই সংগঠন। সংগঠনের কার্যকলাপ দেশবিরোধী, এমনটাই তথ্য-প্রমানে উঠে এসেছে।

]]>
২০৪৭ সালের মধ্যে ভারতকে ইসলামিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে পিএফআই https://thenewsbangla.com/pfi-aims-to-make-india-an-islamic-country-by-2047-india-govt-took-steps/ Tue, 27 Sep 2022 05:27:54 +0000 https://thenewsbangla.com/?p=16864 ২০৪৭ সালের মধ্যে ভারতকে ইসলামিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যেও এগোচ্ছিল পিএফআই বা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া(PFI)। এবার কেন্দ্র সরকার তদের নিষিদ্ধ করতে উদ্যোগ নিল। মুস’লিম মৌল’বাদী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (PFI), এবার জ’ঙ্গি গোষ্ঠীর তালিকাভুক্ত করতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, ইউএপিএ (UAPA) আইনের আওতায় এনে, এবার নিষিদ্ধ করা হতে পারে এই সংগঠনটিকে।

কিছুদিন আগেই দেশ জুড়ে পিএফআইয়ের নানা দফতরে, তল্লাশি চালানো হয়েছিল। সংগঠনের নানা কাগজপত্র থেকে জানা গিয়েছিল, গত জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে, হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল এই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। সেই সঙ্গে ২০৪৭ সালের মধ্যে ভারতকে, ইসলামিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যেও এগোচ্ছিল তারা।

আরও পড়ুনঃ চাকরির নামে ভুয়ো নিয়োগপত্র বিলি, স্বীকার করে নিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার

গত ২২ সেপ্টেম্বর ১৫টি রাজ্যের বিভিন্ন জায়গায়, পিএফআইয়ের ডেরায় তল্লাশি চালায় এনআইএ ও ইডি। তল্লাশি চলাকালীনই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে, গোপন বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশেষজ্ঞদের অনুমান, সম্ভবত সেখানেই এই মৌল’বাদী সংগঠনটিকে, নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী কার্যক্রম কী হবে,তা নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে।

পিএফআইকে যদি জ’ঙ্গি গোষ্ঠীর তালিকাভুক্ত করা হয়, তাহলে আল কায়দা,জইশ-ই-মহম্মদের মতো সংগঠনের সঙ্গে, একাসনে বসে যাবে এই সংগঠন। ভারতে বিছিন্ন’তাবাদি ও সন্ত্রা’সবাদি আক্র’মণ করাই, এই মুসলিম সংগঠন-টির কাজ। তাই একে নিষিদ্ধ করা হবে।

]]>
কলকাতা বন্দরে ২০০ কোটি টাকার মাদক উদ্ধার করল গুজরাত পুলিশ https://thenewsbangla.com/gujarat-police-dri-recovered-huge-drugs-worth-200-crore-from-kolkata-port/ Sat, 10 Sep 2022 05:54:10 +0000 https://thenewsbangla.com/?p=16749 কলকাতা বন্দরে ২০০ কোটি টাকার মাদক উদ্ধার করল গুজরাত পুলিশ। ২০০ কোটি টাকার মাদক উদ্ধার কলকাতা বন্দরে! গুজরাত পুলিশের এটিএসের অভিযানে বড়সড় সাফল্য। গুজরাত পুলিশের সন্ত্রাসবিরোধী শাখা বা এটিএস এবং ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, কলকাতা বন্দরে যৌথ অভিযান চালায়। কলকাতা বন্দর থেকে উদ্ধার করা হয়, প্রায় ২০০ কোটি টাকার হেরোইন।

কলকাতা বন্দরে একটি যন্ত্রাংশের কন্টেনারের মধ্যে পাওয়া যায় এই বিপুল অর্থমূল্যের মাদক। বন্দরে বাতিল জিনিসপত্রের একটি কন্টেনার থেকে, প্রায় ৪০ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয়, বলে সূত্ৰর খবর। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দুবাই থেকে এই মাদক আমদানি করা হয়েছিল, বলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ গরু চুরিতে অভিযুক্ত অনুব্রতকে ‘বীর’ বলে স্বীকৃতি মুখ্যমন্ত্রী মমতার, এটা ‘মিডিয়া ট্রায়াল’ নয়

গুজরাত পুলিশের ATS এবং ভারত সরকারের DRI, কলকাতায় একটি বড় অভিযান চালিয়ে, এই ২০০ কোটি টাকার মাদক উদ্ধার করেছে। গুজরাত এটিএসের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আবর্জনার ভেতর থেকে একটি কন্টেনারে ৪০ কেজি নেশার দ্রব্য পাওয়া গিয়েছে, যার বাজার মূল্য ২০০ কোটি টাকা বলে গুজরাত এটিএস সূত্রে জানানো হয়েছে।

গুজরাত পুলিশের ডিজিপি আশিস ভাটিয়া জানান, “চলতি বছরের ফেব্রুয়ারিতে দুবাই থেকে আসে, এই বিপুল পরিমানের মাদক”। গোপন সূত্রে সে খবর পান গুজরাত পুলিশের তদন্তকারী অফিসাররা। মাদক পাচার রুখতে নেওয়া হয় পদক্ষেপ, তার ফলেই উদ্ধার হয়েছে এই বিশাল পরিমাণ মাদক দ্রব্য।

]]>
ক্ষুব্ধ মোদী-শাহ-নাড্ডা, জেলায় সংগঠনের হাল ফেরাতে জেলা সফরে সুনীল-সতীশ https://thenewsbangla.com/modi-shah-nadda-angry-with-bengal-bjp-leaders-districts-tour-by-sunil-bansal-satish-dhond/ Mon, 05 Sep 2022 06:53:09 +0000 https://thenewsbangla.com/?p=16646 ক্ষুব্ধ মোদী-শাহ-নাড্ডা, জেলায় সংগঠনের হাল ফেরাতে এবার জেলা সফরে সুনীল-সতীশ। একেবারে বুথস্তরে গিয়ে এবার কাজ করবেন, বঙ্গ বিজেপির নতুন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ও দলের নয়া যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন সতীশ ধন্দ। জেলায় জেলায় সংগঠনের দুর্বলতার ‘গোড়ায় গলদ’ ও বসে যাওয়া নেতা-কর্মীদের ক্ষোভের কারণ খুঁজতে, নবান্ন অভিযানের পরই জেলা সফর শুরু করবেন সুনীল বনসল ও সতীশ ধন্দরা। জেলার নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে, সংগঠনের ‘হাল-হকিকৎ’ নিয়ে তাঁরা সরাসরি রিপোর্ট দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে।

জেলায় জেলায় অযোগ্য ও কাছের লোকেদের, দায়িত্ব দেওয়া হয়েছে। দূরে সরিয়ে রাখা হয়েছে, এতদিন লড়াই করে আসা পুরনো ও যোগ্যদের। বঙ্গ বিজেপির ক্ষমতাসীন শিবিরের কিছু নেতার বিরুদ্ধে ওঠা এই স্বজনপোষণের অভিযোগ, এবার খতিয়ে দেখতে চায় দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্ব। বাদ পড়া যোগ্য পুরনো নেতা-কর্মীদের ক্ষোভের কথা শুনে, এবার তাদের মান ভাঙাতে উদ্যোগী কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুনঃ ‘মমতাকে তাড়াতে সাহায্য করবে অভিষেক’, শুভেন্দুর ‘লক্ষণ’ মন্তব্যে শোরগোল বাংলায়

আগেই দলের ৪২টি সাংগঠনিক জেলার সভাপতিদের নিয়ে বৈঠক করে, সতীশ বুঝিয়ে দিয়েছেন এবার কড়া হাতেই ধরবেন সংগঠনের রাশ। জেলা সভাপতিদের নিয়ে সেই বৈঠকে সতীশ স্পষ্ট করে দিয়েছেন, আট-দশমাস জেলা সভাপতির দায়িত্বে থাকা হয়ে গিয়েছে, এবার কাজ দেখাতে হবে। দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম-সহ একাধিক জেলায় দলের কয়েকটি সাংগঠনিক জেলার সভাপতিদের কাজে যে তিনি খুশি নন, তার ইঙ্গিত দিয়েছেন ওই বৈঠকে।

]]>
কিছুই না জেনে, ‘মূর্খ’র মত অমিত শাহের ছেলে জয়কে আক্র’মণ কংগ্রেস তৃণমূলের https://thenewsbangla.com/jay-shah-slams-by-abhishek-banerjee-congress-leaders-in-indian-national-flag-issue/ Tue, 30 Aug 2022 07:57:19 +0000 https://thenewsbangla.com/?p=16520 কিছুই না জেনে, ‘মূর্খ’র মত অমিত শাহের ছেলে জয়কে আক্র’মণ কংগ্রেস ও তৃণমূলের। দুবাইয়ে ভারত-পাক ম্যাচের পর, ভারতের পতাকা হাতে নিতে চাননি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ। বিসিসিআই সচিব জয় শাহর এই আচরণ সোশ্যাল মিডিয়ায়, নেটিজেনদের তোপের মুখে। রবিবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায়, জয় শাহর জাতীয় পতাকা ধরতে না-চাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। নেটিজেনদের সঙ্গে মিলে শাহর বিরুদ্ধে তোপ দেগেছেন, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

সোমবার কলকাতার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা-বার্ষিকী জনসভায়, এই আচরণের জন্য জয় শাহর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। কিন্তু কেন ভারতের জাতীয় পতাকা, নিজের হাতে নেননি জয় শাহ?

আরও পড়ুনঃ বিশ্বকে চমকে দিয়ে জলে নামছে ভারতের আইএনএস বিক্রান্ত, কাঁপছে চিন পাকিস্তান

আসলে জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট। দুবাইয়ে এশিয়া কাপের, উদ্যোক্তা এশিয়ান ক্রিকেট কাউন্সিল। যার প্রধান হিসাবে এই টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা জয় শাহ। তাই নিজে এশিয়া কাপের উদ্যোক্তা হিসাবে, শুধু ভারতের পতাকা নিয়ে আনন্দ করা তাঁর পক্ষে বেশ সমস্যার। আর এটা প্রোটোকল বিরোধী।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসাবে, এশিয়া কাপের প্রধান উদ্যোক্তা হিসাবে তাঁর পক্ষে শুধু ভারতের পতাকা হাতে নেওয়া প্রোটোকল বিরোধী। তিনি এখন ভারত, পাকিস্থান, বাংলাদেশ, আফগানিস্থান, শ্রীলঙ্কা, হংকং, সব টিমের দায়িত্বে। তাই কিছুই না জেনে, কংগ্রেস ও তৃণমূল নেতারা জয় শাহের বিরোধিতায় নেমেছেন।

]]>
রাশিয়ায় ধৃত আইএসআইএস জ’ঙ্গির টার্গেটে ছিলেন মোদী-শাহ https://thenewsbangla.com/russia-federal-security-service-detains-isis-plans-against-india/ Mon, 22 Aug 2022 11:34:17 +0000 https://thenewsbangla.com/?p=16309 রাশিয়ায় ধৃত আইএসআইএস জ’ঙ্গির টার্গেটে ছিলেন মোদী-শাহ। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, রাশিয়ায় ধৃত এক আইএসআইএস জ’ঙ্গিকে জেরা করে। রুশ গোয়েন্দাদের দাবি, ভারতের ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্বের উপর, হামলার পরিকল্পনা করছিল ধৃত স’ন্ত্রাস’বাদী। ভারতে আ’ত্মঘা’তী হামলার বি’স্ফোর’ক তথ্যও সামনে উঠে এসেছে। রাশিয়ার ফেডেরাল সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, তাদের আধিকারিকরা ই’সলা’মিক স’ন্ত্রাস’বাদী গোষ্ঠীর এক সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদের জেনেছে, এই ধৃত জ’ঙ্গি ভারতের কোনও এক বড় নেতার উপর হা’মলার ছক কষছিল। মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ ও আরএসএস নেতৃত্ব ওই স’ন্ত্রাস’বাদীর হি’টলিস্টে রয়েছে।

রুশ গোয়েন্দা সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, আটক ব্যক্তিকে তুরস্কের এক আইএস নেতা নিয়োগ করেছিল। আ’ত্মঘা’তী হা’মলাকা’রী হিসেবেই নিয়োগ করা হয়েছিল তাকে। আটক জ’ঙ্গি ই’সলা’মিক স্টেটের নেতার প্রতি তার আনুগত্য প্রকাশ করেছিল। তাকে রাশিয়ায় আসতে নির্দেশ দেওয়া হয়েছিল। রাশিয়া থেকে ভারতের উদ্দেশ্যে, উড়ে যাওয়ার কথা ছিল এই আ’ত্মঘা’তী জ’ঙ্গির।

আরও পড়ুনঃ চিনের গুপ্তচর-গিরি কৌশলকে, ‘নাস্তানাবুদ’ করল ভারতের মহাকাশ বিজ্ঞানীরা

ধৃত এই ব্যক্তির সঙ্গে আরও কেউ আছে কিনা, তা খতিয়ে দেখছে রুশ গোয়েন্দারা। তবে কেন্দ্রের ক্ষমতাসীন কোন নেতাকে হ’ত্যার ছক কষা হয়েছিল, তা এখনও নিশ্চিত নন রাশিয়ান গোয়েন্দারা। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের কোনও বড় রাজনৈতিক দলের এক বিখ্যাত প্রতিনিধির উপর হা’মলা চালানোর ছক কষেছিল এই আইসিস জ’ঙ্গি। রাশিয়ার রিপোর্ট খতিয়ে দেখছে ভারত।

]]>
যশবন্ত সিনহার পরে কি সুব্রহ্মণ্যম স্বামী, মোদীর ছাঁটাই করা নেতারা মমতার তৃণমূলে https://thenewsbangla.com/yashwant-sinha-now-subramanian-swamy-may-join-mamata-banerjee-tmc-leaving-bjp/ Thu, 18 Aug 2022 14:14:51 +0000 https://thenewsbangla.com/?p=16241 যশবন্ত সিনহার পরে কি সুব্রহ্মণ্যম স্বামী, মোদীর ছাঁটাই করা নেতারা মমতার তৃণমূলে। বৃহস্পতিবার কলকাতা এসে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সুব্রহ্মণ্যম স্বামী, তারপরেই তৃণমূলে যোগদান নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। এদিন নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। বিজেপিতে মোদী-শাহর কড়া সমালোচক বলেই পরিচিত সুব্রহ্মণ্য়মের সঙ্গে, আধঘণ্টা কথা হয় মুখ্যমন্ত্রী মমতার। তবে কী নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে, এদিন জানা যায়নি। কিন্তু রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে, তাহলে কি বিজেপি ছেড়ে এবার তৃণমূলের পথে বিক্ষুব্ধ এই বিজেপি সাংসদ?

বিজেপি-তে থাকলেও, বরাবরই তৃণমূল নেত্রীর ভূয়সী প্রশংসা করতে দেখা গিয়েছে এই বর্ষীয়ান বিজেপি নেতাকে। এদিন নবান্নের বৈঠকের পর, তাই তাঁর ঘাসফুল শিবিরে যোগদান করার সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে। মোদী-শাহর আর এক কড়া সমালোচক, প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা অনেকদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন। সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরোধীদের প্রার্থীও ছিলেন যশবন্ত।

আরও পড়ুনঃ ভূমিপুত্র না হলেও মিলবে ভোটাধিকার, জম্মু কাশ্মীরে বড় ঘোষণা নির্বাচন কমিশনের

দুবার বিজেপি মন্ত্রিসভার দায়িত্ব পেলেও, মোদীর নতুন মন্ত্রিসভায় ঠাঁই হয়নি সুব্রহ্মণ্যম স্বামীর। সমালোচকদের দাবি, সেই কারণেই তিনি এভাবে সরব মোদী ও কেন্দ্রের বিরুদ্ধে। এর আগেও পছন্দের মন্ত্রক না পেয়ে, সরকারের সমালোচনা করতে দেখা গিয়েছিল তাঁকে। গতবছর দলের জাতীয় কার্যসমিতির কমিটি থেকেও বাদ পড়তে হয়েছে ‘বিদ্রোহী’ সুব্রহ্মণ্যমকে। তারপর থেকেই বিরোধিতার সুর আরও চড়িয়েছেন তিনি।

]]>
তাঁবুতে বসবাসকারী ১১০০ রোহিঙ্গা শরণার্থীকে দিল্লিতে ফ্ল্যাট দিচ্ছে মোদী সরকার https://thenewsbangla.com/modi-govt-giving-flats-to-1100-rohingya-refugees-in-delhi-hardeep-singh-puri-calls-it-landmark-decision/ Wed, 17 Aug 2022 07:31:04 +0000 https://thenewsbangla.com/?p=16177 তাঁবুতে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থী-দের দিল্লিতে ফ্ল্যাট দিচ্ছে মোদী সরকার। এই ঘোষণার পরেই প্রশ্ন উঠেছে, তাহলে CAA-NRC কি বাতিল করে দিল কেন্দ্র? তাঁবুতে থাকা প্রায় ১১০০ রোহিঙ্গা শরণার্থী, দিল্লিতে মৌলিক সুযোগ-সুবিধা এবং দিল্লি পুলিশের সর্বক্ষণ নিরাপত্তার সঙ্গে সজ্জিত, একটি ছাদ পাবেন। মোদী সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করে, টুইট করেছেন কেন্দ্রের আবাসন মন্ত্রী হরদিপ সিং পুরি। রোহিঙ্গাদের আবাসন নিয়ে, দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দিল্লির মুখ্যসচিবের সভাপতিত্বে বৈঠকে দিল্লি সরকার, দিল্লি পুলিশ এবং কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের উচ্চপর্যায়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই রোহিঙ্গা উদ্বাস্তুদের শীঘ্রই আউটার দিল্লির বক্করওয়ালা গ্রামে, নতুন দিল্লি মিউনিসিপ্যাল ​​কাউন্সিল (NDMC) ফ্ল্যাটে স্থানান্তরিত করা হবে। অর্থনৈতিক দুর্বল বিভাগ (EWS) বিভাগের অন্তর্গত, মোট ২৫০টি ফ্ল্যাট রয়েছে। যেখানে এই ১১০০ জন রোহিঙ্গার থাকার ব্যবস্থা করা হয়েছে, যারা এখন মদনপুর বস্তিতে বসবাস করছে। আর এরপরেই শুরু হয়েছে, জোর বিতর্ক। তাহলে কি কেন্দ্র সরকার CAA বাতিল করে দিল? প্রশ্ন তুলেছেন অনেকেই।

আরও পড়ুনঃ ‘উন্নততর বামফ্রন্ট’ আর ‘নতুন তৃণমূল’, দুটোকেই ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলার মানুষ

কেন্দ্রীয় আবাসন ও নগর-উন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরি এই সিদ্ধান্তের প্রশংসা করে, এটিকে ‘ল্যান্ডমার্ক সিদ্ধান্ত’ বলে ঘোষণা করেছেন। ইতিমধ্যেই দিল্লি সরকারকে ফ্ল্যাটগুলিতে মৌলিক সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এটি ‘ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’-এর আন্ডারে দেওয়া হয়েছে, যাতে এইসব ফ্ল্যাটে রোহিঙ্গা শরণার্থীদের স্থানান্তরকে সহজ করবে।

]]>
শুধু বিরোধী নেতা নয়, এবার কি বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী https://thenewsbangla.com/opposition-leader-suvendu-adhikari-may-be-the-bengal-bjp-state-president/ Tue, 09 Aug 2022 09:49:14 +0000 https://thenewsbangla.com/?p=15990 শুধু বিরোধী নেতা নয়, এবার কি বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী? রাজ্য রাজনীতিতে উঠে গেছে প্রশ্ন। বর্তমানে বঙ্গ বিজেপিতে একাধিক গোষ্ঠী। সুকান্ত, অমিতাভ, শুভেন্দু, দিলীপ, রাহুল নানা শিবিরে বিভক্ত রাজ্য বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে এই গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিয়ে, বাংলায় পার্টিকে শক্তিশালী করতে। ২০১৯—এর লোকসভা ভোটে যে টিমটা বাংলা থেকে ১৮টি আসন দিয়েছিল, সেই সফল টিমকেই ২০২৪-এ বেশি করে কাজে লাগাতে চাইছেন শাহ-নাড্ডারা। তাই ফের বঙ্গ বিজেপির সংগঠনে, বড়সড় রদবদল হতে পারে বলেই জোর জল্পনা শুরু গেরুয়া শিবিরে।

বাংলার নেতাদের উপর চরম অসন্তুষ্ট, বিজেপির কেন্দ্রীয় নেতারা। তাই বঙ্গ বিজেপিতে বড়সড় সাংগঠনিক রদবদল করবে দিল্লির নেতারা। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে, দিল্লিতে বৈঠক করেছেন অমিত শাহ, জেপি নাড্ডা। বৃহস্পতিবার ফের দিল্লিতে তলব করা হয়েছে শুভেন্দুকে। এরপরই বঙ্গ বিজেপিতে, সাংগঠনিক রদবদলের জল্পনা আরও তীব্র হয়েছে।

আরও পড়ুন; চাকরি চুরির পর গরু চুরি, পার্থর পর এবার কি জেলে ঢোকার পালা অনুব্রতর

বিজেপি সূত্রে কানাঘুষো চলছে, রাজ্যে সাংগঠনিক রদবদল হলে রাজ্য সভাপতি হতে পারেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদারকে সেক্ষেত্রে, সংসদীয় দলের কোনও দায়িত্বে আনা হতে পারে। পাশাপাশি রাজ্য বিজেপিতে গুরুত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও লকেট চট্টোপাধ্যায়ের। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন), অমিতাভ চক্রবর্তীর ক্ষমতা আরও খর্ব করা হতে পারে।

]]>