MamataBanerjeeGovt – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 13 Oct 2022 05:24:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg MamataBanerjeeGovt – The News বাংলা https://thenewsbangla.com 32 32 তাজপুরে গভীর বন্দর তৈরির অনুমতিপত্র দেওয়া হল আদানি গ্রুপের হাতে https://thenewsbangla.com/tajpur-deep-sea-port-adani-group-gets-construction-permit-from-mamata-banerjee-govt/ Thu, 13 Oct 2022 05:13:09 +0000 https://thenewsbangla.com/?p=16954 তাজপুরে গভীর বন্দর তৈরির অনুমতিপত্র দেওয়া হল আদানি গ্রুপের হাতে। নিউটাউনের ইকো পার্কে বিজয়া সম্মিলনীতে, আনুষ্ঠানিকভাবে রাজ্য সরকারের তরফ থেকে তাজপুরে গভীর বন্দর তৈরির অনুমতিপত্র তুলে দেওয়া হল আদানি গ্রুপের হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির পুত্র আদানি পোর্টসের সিইও করণ আদানি। তাঁর হাতে অনুমতিপত্র তুলে দেন, রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবও।

তাজপুরে একটি গভীর সমুদ্র বন্দর তৈরির উদ্যোগ, নেওয়া হয়েছিল আগেই। ধাপে-ধাপে সেই কাজ এগিয়েছে। আগেই এই বন্দর তৈরিতে আগ্রহ দেখিয়েছিলেন, শিল্পপতি গৌতম আদানি। তাঁর সঙ্গে নবান্নে, বেশ কয়েকবার বৈঠকও করেন মুখ্যমন্ত্রী মমতা। পরে রাজ্য মন্ত্রিসভার সবুজ সংকেত পেয়ে, আদানি গোষ্ঠীর হাতেই তুলে দেওয়া হয় তাজপুর বন্দর নির্মাণের দায়িত্ব।

তাজপুর সমুদ্র বন্দর তৈরি হলে, যেমন জলপথে বাণিজ্যের পথ আরও প্রশস্ত হবে, কর্মসংস্থানও বৃদ্ধি পাবে, তেমনই হলদিয়া বন্দরের উপর থেকে চাপও অনেকটাই কমবে। তাই তাজপুর বন্দর ঘিরে আশা বাড়ছিল, এবার সেই চুক্তি সম্পূর্ণ হল। পূর্ব মেদিনীপুরের তাজপুরে, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর সমুদ্রবন্দর। এখন পর্যন্ত যা খবর, সব মিলিয়ে এতে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে আদানি গ্রুপ।

রাজ্য সরকারের দাবি, এই গভীর সমুদ্রবন্দর তৈরি হলে সরাসরি ২৫ হাজার কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যের মূল লক্ষ্য শিল্প ও কর্মসংস্থান, এই গভীর বন্দর তৈরি হলে কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে”।

]]>
চাকরির নামে ভুয়ো নিয়োগপত্র বিলি, স্বীকার করে নিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার https://thenewsbangla.com/mamata-banerjee-govt-admits-issuing-fake-employment-letters-in-the-name-of-job-offers/ Tue, 27 Sep 2022 03:52:57 +0000 https://thenewsbangla.com/?p=16862 চাকরির নামে ভুয়ো নিয়োগপত্র বিলি, স্বীকার করে নিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ভুয়ো নিয়োগপত্র বিলি বিভ্রান্তি বলে মেনে নিল রাজ্য সরকার। “এর পুনরাবৃত্তি হবে না”, আশ্বাস রাজ্যের মুখ্যসচিবের। The News বাংলায় দেখানো হয়েছিল, খবর করা হয়েছিল যে, চাকরির নিয়োগ দেওয়ার দেবার নামে কিভাবে ট্রেনিং নেবার কাগজ দেওয়া হচ্ছে। সেটাও আবার ফেক বা ভুয়ো। সেটাই এবার স্বীকার করে নিল রাজ্য সরকার।

একদিকে যখন শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে উত্তাল বাংলা। তার মধ্যেই ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পে, সরকারি উদ্যোগে দেওয়া বেসরকারি চাকরির নিয়োগপত্র নিয়েও উঠেছিল, রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। চাকরির ভুয়ো চিঠি দেওয়ার অভিযোগ করেছিলেন, চাকরিপ্রার্থীদের একাংশ। এবার সেই নিয়োগ-বিভ্রান্তির কথা স্বীকার করে নিল রাজ্য সরকারও।

আরও পড়ুনঃ প্রতারণা মামলায় আমির খানের সঙ্গে যোগ, তৃণমূলের এক মন্ত্রী এবং এক কাউন্সিলরের

নেতাজি ইনডোর স্টেডিয়ামে কয়েক-হাজার বেসরকারি চাকরি বিলি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে জানা যায়, অনেক চাকরি ফেক। চাকরি তো নয়ই, সেগুলো ছিল ট্রেনিং নেবার কাগজ তাও ফেক। গত কয়েকদিনে বেশ কয়েকজন চাকরিপ্রার্থী ভুয়ো নিয়োগপত্র পেয়েছেন, বলে অভিযোগ করেন। শুরু হয় জোর বিতর্ক।

এবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সেই অভিযোগ স্বীকার করে নিয়ে বলেন, “একটা দুর্ভাগ্যজনক ঘটনা হুগলিতে ঘটেছে। ১০৭ জনকে যে জব অফার করা হয়েছিল, সেটা নিয়ে বিভ্রান্তি হয়েছিল। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা ঠিক করেছি, এবার থেকে ডবল চেকিং করা হবে”।

]]>
আমলার মামলা লড়তে রাজ্যের খরচা কোটি কোটি টাকা, মমতার গোঁয়ার্তুমি https://thenewsbangla.com/mamata-banerjee-govt-spends-crores-of-rupees-to-fight-alapan-banerjee-case-against-central-govt/ Mon, 26 Sep 2022 04:18:25 +0000 https://thenewsbangla.com/?p=16842 আমলার মামলা লড়তে রাজ্যের খরচা কোটি কোটি টাকা। “মমতার গোঁয়ার্তুমির ফল ভোগ করছে, রাজ্যের মানুষ”, অভিযোগ বিজেপি ও বামেদের। কেন্দ্র সরকারের আমলা হয়েও, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না করায়, কেন্দ্রীয় সরকারের প্রাক্তন আমলা আলাপন বন্দ্যোপাধ্যায় যে মামলা লড়ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের বিরুদ্ধে, তার মাত্র একটি ধাপে রাজ্য সরকার শুধু একজন আইনজীবী ও কংগ্রেস নেতা (অভিষেক মনু সিংভি) কে বিল মেটাচ্ছে ২৫ লক্ষ টাকা। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

রাজ্য সরকার রীতিমতো নির্দেশনামা দিয়ে জানিয়ে দিয়েছে, মাত্র একবার আদালতে আসায় আইনজীবী অভিষেক মনু সিংভি-কে রাজ্য সরকার দিচ্ছে ২৫ লক্ষ টাকা। নির্দেশনামার Memo No. 1081-H(Law)- Sanc,/ HHA-35011(99)/34/2022

২০ সেপ্টেম্বর নবান্নের সচিব শ্রী এন ঘোষাল, সিনিয়র স্পেশ্যাল সেক্রেটারি রাজ্যের পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার কলকাতাকে নির্দেশ দিচ্ছেন –
The undersigned is directed to state that sanction of an ammount of Rs 25 lakhs only is accorded towards payment of professional fees in favour of Dr. Abhishek Manu Singhvi, St. Advocate in connection with Civil Appeal No. 197 of 2022 in WPCT No. 1028 of 2021 ( Alapan Bandyopadhyay vs State of West Bengal).
This order is issued with the concurrence of Finance Department vide their Group NUO of 2573 dated 12.9.22.

নীচে সই সচিবের। তারও তলায় লেখাঃ
কপি along with Bills in duplicate from Dr. Abhishek Manu Singhvi duly passed for payment. This amount may please be paid to Dr. Abhishek Manu Singhvi, Sr. Advocate. তারিখ 20.09.2022

আলাপন বন্দ্যোপাধ্যায় যে মামলা লড়ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের বিরুদ্ধে, তার মাত্র একটি ধাপে রাজ্য সরকার শুধু একজন আইনজীবী ও কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি-কে বিল মেটাচ্ছেন ২৫ লক্ষ টাকা। এটি তারই সরকারি মেমো। যত মামলার ডেট পড়বে, তত টাকা যাবে রাজ্য সরকারের কোষাগার থেকে।

যে সলিসিটর ফার্মের মাধ্যমে লড়ছেন তার ফিজ আলাদা। সেখানেও আলাদা টাকা যাচ্ছে। জলের মত বাংলার মানুষের হকের টাকা বেরিয়ে যাচ্ছে। এরপরেই উঠেছে, বেশ কিছু প্রশ্ন।

১. যে সরকারের ভাঁড়ারে টাকা নেই, সেই সরকার সাধারণ মানুষের করে টাকায় এই বিলাসিতা করছে কি করে ? কেন করছে?
২. শুধুমাত্র একজনের গোয়ার্তুমির জন্য, কেন্দ্রের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে লড়তে রাজ্যের কোষাগার থেকে গলে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। কিন্তু সবাই নির্বিকার কেন?
৩. এবার নিজের সরকারি কর্মীদের ডিএ না দিতেও, সুপ্রিম কোর্টে যাবে সরকার। সেখানেও গলে যাবে লক্ষ লক্ষ টাকা।
৪. যেঁ সমস্ত সরকারি শিক্ষক ডিএ, পেনশন পাননি অবসরের পর, তাঁদের সবার মামলা লড়ার খরচ রাজ্য সরকার দেবে তো।

নাকি মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাননি বলেই, শুধু আলাপন বন্দ্যোপাধ্যায়ের মামলার সন খরচা দেবে রাজ্য? কোন আইনে একজন আমলার মামলার খরচা দিচ্ছে রাজ্য সরকার? খুব শীঘ্রই এই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হতে চলেছে।

]]>
অবাক কাণ্ড, সরকারি প্রকল্পে বেসরকারি চাকরি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার https://thenewsbangla.com/cm-mamata-banerjee-give-appointment-letter-to-10-thousand-aspirants/ Tue, 13 Sep 2022 05:49:45 +0000 https://thenewsbangla.com/?p=16769 অবাক কাণ্ড, সরকারী নয়, ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পে বেসরকারি চাকরি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কারিগরি দক্ষতার মাধ্যমে যুবক, যুবতীদের চাকরির ব্যবস্থা করল রাজ্য। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা, ১০ হাজার নিয়োগপত্র তুলে দিলেন। আরও কয়েক হাজার যুবক-যুবতীকে এই প্রকল্পেই চাকরিতে নিয়োগ করা হবে বলে, সোমবার জানান তিনি। ধাপে-ধাপে এই নিয়োগপত্র পাঠানো হবে তাঁদের। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, স্কিল ডেভলপমেন্ট বা দক্ষতা বৃদ্ধির নিরিখে মোট ৩০ হাজার চাকরি দেওয়া হবে। প্রথম-ধাপ হিসেবে সোমবার ১০ হাজার নিয়োগপত্র পাঠানো হল বিভিন্ন জেলার যোগ্য প্রার্থীদের।

কিন্তু এই নিয়োগ নিয়ে, শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের দাবী, সরকারি অনুষ্ঠানে বেসরকারি চাকরি, এরই নাম ‘বাংলায় কর্মসংস্থান’। সরকারি উদ্যোগে বেসরকারি-চাকরি বিলি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের দাবী, নেতাজি ইনডোরে, হাওড়া, হুগলী, কলকাতা, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার সব আইটিআই কলেজ থেকে সেকেন্ড ইয়ারের পড়ুয়াদের বাস ভর্তি করে আনা হয়েছিল। যাদের সঙ্গে চাকরির কোন সম্পর্ক নেই। আইটিআই কলেজ থেকে ২০-২১ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের নিয়ে আসা হয়েছিল নেতাজী ইন্ডোরে। এরা প্রত্যেকেই ভোটার।

আরও পড়ুনঃ বিজেপির নবান্ন অভিযান, স্টেশনে ঢুকে বিজেপিকে আটকানোর চেষ্টা পুলিশের

বিরোধীদের অভিযোগ, ভলভো বাসে সরকারি খরচে ছাত্র-ছাত্রীদের এনে, দামী খাবারের বাক্স, ব্যাজ, আই কার্ড, টুপি দিয়ে বোঝানো হল, রাজ্য সরকার তোমাদের চাকরির ব্যাপারে ভাবে। অর্থাৎ সরকারি উদ্যোগে বেসরকারি চাকরি দেওয়ার শো বিজনেস করল রাজ্য, অভিযোগ বিজেপি ও বাম নেতাদের।

]]>
শুরুর আগেই ‘সুপারহিট’ বিজেপির নবান্ন অভিযান, সৌজন্যে মমতার পুলিশ https://thenewsbangla.com/nabanna-avijaan-by-bengal-bjp-makes-super-hit-by-mamata-banerjee-govt-bengal-police/ Tue, 13 Sep 2022 05:34:14 +0000 https://thenewsbangla.com/?p=16765 রাজ্যের সর্বত্র বিজেপি কর্মীদের আটকে, নবান্ন অভিযান শুরুর আগেই ‘সুপারহিট’ করে দিল মমতার পুলিশ। গতকাল বিকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে ঢুকে, বিজেপি কর্মীদের আটকে দেয় রাজ্যের পুলিশ। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন স্টেশনে, আটকানো হচ্ছে, বিজেপি কর্মী সমর্থকদের। আর এইভাবে নবান্ন অভিযান শুরুর আগেই, বিজেপিকে খবরে এনে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। রাজ্য জুড়ে বিজেপিকে আটকে, নবান্ন-অভিযান শুরু আগেই ‘হিট’ করে দিল পুলিশ।

নিম্নচাপের জেরে একটানা বৃষ্টি চলছে, গোটা রাজ্য জুড়ে। বৃষ্টি হচ্ছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে। কোথাও একনাগাড়ে বৃষ্টির পর, জল জমেছে। যান চলাচল ব্যহত হাওড়া-কলকাতা শহর জুড়ে। বিরূপ প্রকৃতি, প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করেই নবান্ন অভিযান সফল করতে মরিয়া বাংলার গেরুয়া শিবির। ঝড়বৃষ্টি উপেক্ষা করেই, রাত থেকেই শহরের বিভিন্ন-প্রান্তে জমায়েত হয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন; বিজেপির নবান্ন অভিযান, স্টেশনে ঢুকে বিজেপিকে আটকানোর চেষ্টা পুলিশের

হাওড়া, শিয়ালদহ স্টেশনে উত্তরবঙ্গ থেকে আসা ট্রেনগুলির, যাত্রীদের বেশিরভাগই এসেছেন বিজেপির নবান্ন অভিযানে যোগ দিতে। এছাড়া বর্ধমান, হুগলী, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকেও, ট্রেন, বাস, গাড়ি করে কলকাতা-মুখী বিজেপি সমর্থকরা। পাল্টা বিজেপির নবান্ন অভিযান রুখতে মরিয়া পুলিশও। রাজ্যের মূল প্রশাসনিক ভবন নবান্নের সামনে, কড়া পুলিশি প্রহরা।

তবে যেভাবে সোমবার বিকাল থেকে ও মঙ্গলবার সকাল থেকেই, বিভিন্ন স্টেশনে ঢুকে বিজেপি-কর্মীদের কোথাও আটকানো হল, কোথাও গ্রেফতার করা হল, তাতে শুরু আগেই ‘সুপারহিট’ বিজেপির নবান্ন অভিযান।

]]>
এতকাণ্ডের পরেও কি, তৃণমূল নেতা মন্ত্রীদের ‘চাকরি চুরি’তে উৎসাহ দিলেন মমতা https://thenewsbangla.com/mamata-banerjee-encourages-tmc-leaders-ministers-to-steal-jobs-after-ssc-scam-said-opposition-leaders/ Fri, 09 Sep 2022 05:25:39 +0000 https://thenewsbangla.com/?p=16717 এতকাণ্ডের পরেও কি, তৃণমূল নেতা-মন্ত্রীদের ‘চাকরি চুরি’তে উৎসাহ দিলেন মমতা? দলের প্রকাশ্য সমাবেশে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে উঠেছে বিতর্কের ঝড়। কি বলেছেন মমতা? বৃহস্পতিবার দলের সম্মেলনে মমতা বলেন, “কোন বিধায়ক, মন্ত্রী নিজেদের লেটারহেডে চাকরির অনুরোধ করবেন না। মুখে কথা বলুন। ফোনেও সব বলবেন না! হোয়াটস্অ্যাপও সব তুলে নিচ্ছে”। মমতার বক্তব্য, “জেলায় জেলায় আইবি-র লোকেরা বিজেপির। বিধায়কদের তো বিধানসভায় দেখা হচ্ছে। সাংসদদের সঙ্গেও মোটামুটি যোগাযোগ আছেই”।

কর্মী সম্মেলনে এমন কথাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসি দুর্নীতি প্রকাশ্যে আসার পরেও কি, ফের ‘চাকরি-চুরি’তে উৎসাহ দিলেন মমতা? মমতার এই বক্তব্যের পরেই প্রশ্ন তুলেছে বিজেপি ও বাম নেতারা। কেন তৃণমূলের কোন বিধায়ক-মন্ত্রী, চাকরির জন্য চিঠি দেবেন? যাদের যোগ্যতা আছে, তারা পরীক্ষা দিয়ে চাকরি পাবে! নেতারা বলবে কেন? উঠেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে

নিজেদের মধ্যে ফোনে কথা বলার বিষয়ে, দলের বিধায়ক-মন্ত্রীদের আরও বেশি সতর্ক হতে বললেন তৃণমূল-নেত্রী। সেই সঙ্গে নিজেদের লেটারহেডে কোনওরকম চাকরির সুপারিশের ক্ষেত্রেও, এবার নিষেধাজ্ঞা জারি করলেন তিনি। মমতা কি এটাই প্রমাণ করে দিলেন, এতদিন তৃণমূল বিধায়ক-মন্ত্রীদের লেটারহেডেও চাকরি হয়েছে?

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “তাহলে মমতা নিজেই স্বীকার করে নিলেন, তৃণমূল বিধায়ক-মন্ত্রীদের লেটারহেডেও চাকরি হয়েছে”। সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, “মমতা নিজেই ‘চাকরি-চুরি’র কথা স্বীকার করে, আরও চুরি করতে প্রশ্রয় দিলেন”।

]]>
কয়লাপাচার কাণ্ডে, কলকাতায় মমতার মন্ত্রীদের আবাসনে হানা সিবিআই-য়ের https://thenewsbangla.com/coal-smuggling-case-cbi-raids-mamata-banerjee-ministers-residence-in-kolkata/ Wed, 07 Sep 2022 06:27:00 +0000 https://thenewsbangla.com/?p=16702 কয়লাপাচার কাণ্ডে, কলকাতায় মমতার মন্ত্রীদের আবাসনে হানা সিবিআই-য়ের। কলকাতায় মন্ত্রীদের আবাসনের বাইরে বিশাল কেন্দ্রীয়-বাহিনী, ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকেই। বুধবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায়, কয়লা-পাচার কাণ্ডে ফের সক্রিয় সিবিআই। আসানসোলে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের দুটি বাড়ি ও দফতরে তল্লাশি চলছে। কলকাতায় মন্ত্রীদের আবাসনেও পৌঁছল, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সেখানেই রয়েছেন মলয় ঘটক। কয়লা পাচার নিয়ে সেখানেই তাঁর সঙ্গে, কথা বলছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

কলকাতায় মমতার মন্ত্রীদের আবাসনে হানা সিবিআই-য়ের। রাজভবনের পাশে মন্ত্রীদের থাকার জায়গা ওই সরকারি আবাসন। বুধবার সকাল ৮টা নাগাদ সেখানে পৌঁছয়, সিবিআই আধিকারিকরা। মোট ছটি গাড়িতে চেপে সেখানে পৌঁছন গোয়েন্দারা, সঙ্গে রয়েছে সিআরপিএফ জওয়ানের বিশাল বাহিনী। সেই থেকে এখনও আবাসনের ভিতরেই রয়েছে সিবিআই আধিকারিকরা। ভিতরে রয়েছেন মলয় ঘটকও। সিবিআই গোয়েন্দারা তাঁর সঙ্গে কথা বলছেন।

আরও পড়ুনঃ কয়লাপাচার কাণ্ডে সাতসকালে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা

মন্ত্রীদের আবাসনের বাইরে, আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকেই। মলয় ঘটক, তাঁর নিরাপত্তারক্ষীরা এবং সিবিআই আধিকারিকরাই শুধু ভিতরে রয়েছেন। বাইরে মোতায়েন সিআরপিএফ জওয়ানের বিশাল দল। এর আগেও ইডি-র তরফে কয়লাপাচার কাণ্ডে, মলয়কে তলব করা হয়।

কয়লা পাচার মামলায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে, হেফাজতে নিয়েছে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়-কেও। এদিন আসানসোলে, মলয়ের দুটি বাড়িতে তল্লাশি শুরু হয় সকাল থেকেই। কলকাতার লেক গার্ডেন্সে মলয়ের বাড়িতেও তল্লাশি।

]]>
কয়লাপাচার কাণ্ডে সাতসকালে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা https://thenewsbangla.com/cbi-raid-mamata-banerjee-govt-minister-malay-ghataks-house-asansol-in-coal-smuggling-case/ Wed, 07 Sep 2022 04:16:33 +0000 https://thenewsbangla.com/?p=16694 কয়লাপাচার কাণ্ডে সাতসকালে মন্ত্রী মলয় ঘটকের তিনটি বাড়িতে একযোগে সিবিআই হানা। কয়লাপাচার মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকা ঘিরে, চলছে চিরুনি তল্লাশি। শুধুমাত্র আসানসোলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রীর বাড়িতে নয়, সিবিআই হানা দিয়েছে কলকাতার আরও তিন জায়গাতেও। সূত্রের খবর, কয়লা পাচার সংক্রান্ত আর্থিক লেনদেনের হদিশ পেতেই, সিবিআই এর এই অভিযান। আপার চেলিডাঙা, আপকার গার্ডেন ও কলকাতায়, আইনমন্ত্রীর তিনটি বাড়িতে চলছে সিবিআই অভিযান।

এদিন সকাল ৮টা নাগাদ মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের দুটি বাড়িতে ও কলকাতার বাড়িতে পৌঁছে যায়, সিবিআই ও সিআরপিএফ আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ি ঘিরে ফেলে, বাড়ির ভিতরে তল্লাশি শুরু করে সিবিআই আধিকারিকরা। কয়লা পাচারের তদন্তে নেমে, একাধিক ব্যক্তিকে, ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই। তাদের লাগাতার জেরা করে, নিত্যনতুন তথ্য উঠে আসছে বলেই দাবি তদন্তকারীদের। সেই সূত্রে ধরেই, রাজ্যের আইনমন্ত্রীর নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই নথির খোঁজে এবার মলয় ঘটকের তিনটি বাড়িতে হানা দিল, কেন্দ্রীয় তদন্তকারীরা।

আরও পড়ুনঃ “কোনও DA বকেয়া নেই”, আদালতে জানাল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার

কয়লা পাচার মামলায় তাঁকে একাধিকবার তলব করেছিল ইডি। এদিকে কলকাতার ব্যবসায়ী প্রতীক দিওয়ানের, নিউ আলিপুরের বাড়ি-সহ মোট তিনটি জায়গায় চলছে সিবিআই তল্লাশি। এই মামলায় ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়-কেও। বাংলায় কয়লা পাচার মামলায় এবার জাল গুটিয়ে আনছে সিবিআই।

]]>
“কোনও DA বকেয়া নেই”, আদালতে জানাল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার https://thenewsbangla.com/no-da-due-mamata-banerjee-govt-told-the-calcutta-high-court-in-puja-grant-case/ Tue, 06 Sep 2022 14:45:28 +0000 https://thenewsbangla.com/?p=16681 “কোনও DA বকেয়া নেই”, পুজোর অনুদান মামলায় আদালতে জানাল রাজ্য সরকার। হ্যাঁ, এই মর্মেই হলফনামা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। “রাজ্য সরকারি কর্মীদের, কোনও DA বকেয়া নেই”, পুজো অনুদান মামলায় হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল রাজ্য। পুজোর অনুদান সংক্রান্ত মামলাটির কোনও গ্রহণযোগ্যতা নেই, বলে দাবি করে তা খারিজেরও দাবি জানিয়েছে রাজ্য। একইসঙ্গে মামলাকারী-দের বিরুদ্ধে বিপুল অঙ্কের জরিমানা করার, আর্জিও জানিয়েছে রাজ্য সরকার।

এবছর ৪৩ হাজার ক্লাবকে দুর্গাপুজোর অনুদান হিসেবে, ৬০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তের পরই কলকাতা হাইকোর্টে, বেশ কয়েকটি মামলা হয়েছে এর বিরুদ্ধে। মামলাকারী-দের তরফে অভিযোগ করা হয়, বকেয়া DA বা মহার্ঘভাতা বাকি রয়েছে। আদালতের নির্দেশ সত্ত্বেও সরকারি কর্মীদের তা না দিয়ে, পুজোয় টাকা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ ‘ব্যপক সম্পত্তি বৃদ্ধি’, মমতার পরিবারের বিরুদ্ধে তরুণজ্যোতির মামলায় ‘পার্টি’ কুণাল

এরপরই রাজ্য়ের কাছে, হলফনামা চেয়ে পাঠায় হাইকোর্ট। এদিন সেই হলফনামা পেশ করে রাজ্য সরকার। রাজ্যের তরফে জানানো হয়, পুজোর অনুদান ও DA সম্পূর্ণ আলাদা বিষয়। হলফনামায় একথাও জানানো হয়, রাজ্যের কাছে কর্মচারীদের কোনও DA বকেয়া নেই। সেই কারণেই আদালতের রায়কে পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে। এটি এখন আদালতের বিচার্য বিষয়।

তাই আদালতের নির্দেশের পরে, রাজ্য তার কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে উদাসীন, এই বক্তব্য যুক্তিসঙ্গত নয়। কর্মীদের মহার্ঘ ভাতা এবং পুজোর অনুদান দু’টি সম্পূর্ণ আলাদা বিষয়।

]]>
রাজ্য শিক্ষা পর্ষদের অপদার্থতা, পুজোর আগে আরও ৫৪ জনকে নিয়োগের নির্দেশ https://thenewsbangla.com/calcutta-high-court-orders-recruit-primary-tet-qualified-before-durga-puja/ Tue, 06 Sep 2022 14:38:08 +0000 https://thenewsbangla.com/?p=16682 রাজ্য শিক্ষা পর্ষদের অপদার্থতা, পুজোর আগে আরও ৫৪ জনকে নিয়োগের নির্দেশ। পুজোর আগে টেট উত্তীর্ণ, আরও ৫৪ জনকে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০১৪ সালে টেট পরীক্ষা দেন, ওই ৫৪ জন পরীক্ষার্থী। টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি বলে, প্রাথমিকভাবে জানতে পারেন তাঁরা। পরে জানান যায়, প্রাইমারিতে নিয়োগ প্রক্রিয়ায় প্রশ্নপত্রে ভুল ছিল। তার ফলে ওই ৫৪ জন পরীক্ষায় পাশ করতে পারেননি। এনিয়ে মামলা করেন পরীক্ষার্থীরা। হাইকোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বীকার করে নেয়, প্রশ্নপত্রে ভুল ছিল। এরই প্রেক্ষিতে সেই ৫৪ জনকে, পুজোর আগে নিয়োগের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যেই ওই ৫৪ জনকে চাকরিতে বহাল করতে হবে। এর আগেও আরও ২৩ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফলে পুজোর আগেই, রাজ্যকে সারতে হবে মোট ৭৭ জনের নিয়োগ প্রক্রিয়া। ভবিষ্যতের জন্য রাখা শূন্যপদ থেকে নিয়োগ করতে হবে, নিয়োগের সময়সীমাও বেঁধে দিল আদালত।

আরও পড়ুনঃ শিউরে উঠল বাংলা, অপহরণের পরে ২ মাধ্যমিক পরীক্ষার্থীকে নৃ’শংসভাবে খু’ন

বাঙালির শ্রেষ্ঠ উৎসব পুজোর আগেই আদালত নিয়োগের নির্দেশ দেওয়ায়, স্বাভাবিকভাবেই খুশি চাকরিপ্রার্থীরা। তাঁরা জানান, তাঁদের একটাই ভয় ছিল, বয়স পার হয়ে যাবে। অবশেষে কিছুটা হলেও স্বস্তি মিলেছে মামলাকারীদের। পাঁচ বছর লড়াই করার পরে, চাকরি পাবেন এই যোগ্য চাকরিপ্রার্থীরা। ফের লজ্জার অন্ধকারে ডুবল রাজ্য, সামনে এল রাজ্য সরকারের চূড়ান্ত অপদার্থতার নজির।

]]>