BengalSSCScam – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 12 Oct 2022 13:04:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BengalSSCScam – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “১১ বছরে ৫৮ হাজারের বেশি নিয়োগ দুর্নীতি, মানিক ভট্টাচার্যই চাকরি বিক্রির মাথা” https://thenewsbangla.com/manik-bhattacharya-tmc-mla-main-accused-on-school-jobs-scam-by-ed/ Wed, 12 Oct 2022 13:02:20 +0000 https://thenewsbangla.com/?p=16949 “১১ বছরে ৫৮ হাজারের বেশি নিয়োগ দুর্নীতি, মানিক ভট্টাচার্যই চাকরি বিক্রির মাথা”, আদালতে এমনটাই জানাল ইডি। ৫৮ হাজারের বেশি নিয়োগ দুর্নীতিতে, জড়িত মানিক ভট্টাচার্য, এমনই দাবি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। আদালতে হেফাজত পাওয়ার পর, রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। তারপর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে মানিককে নিয়ে।

মানিকের আমলে প্রাথমিকে, ৫৮ হাজারের বেশি নিয়োগ হয়েছে বলে দাবি ইডি-র। জেনেশুনেই মানিক বেআইনি ভাবে চাকরি দেওয়ার দুর্নীতির সঙ্গে, প্রতি ধাপে যুক্ত ছিলেন বলেও দাবি করা হয় ইডি-এ তরফে। চাকরি চুরি দুর্নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর, নির্দেশও দিতেন তিনিই। তাঁর পরিবারের সদস্যদের, ব্যাঙ্ক অ্যাকাউন্টেও প্রচুর টাকা জমা হয়েছে।

আদালতে ইডি-র আরও জানায়, গত ২৭ জুলাই মানিকের বাড়ি থেকে যে সমস্ত নথি ও ডিজিটাল তথ্যপ্রমাণ বাজেয়াপ্ত হয়েছে, সেই সব পরীক্ষা করে মিলেছে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে বিপুল পরিমাণ টাকা নয়ছয় হয়েছে। টাকার বিনিময়ে চাকরি বিক্রির মাথা, এই মানিকই, এমনটাই অভিযোগ। ৫৮ হাজার নিয়োগেই দুর্নীতি, এমনটাই অভিযোগ।

ইডি সূত্রে দাবি, নিয়োগ নিয়ে পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও বিভিন্ন জেলার নিয়োগকারীদের সঙ্গে, মেসেজ আদানপ্রদান হয়েছে মানিকের। প্রার্থী তালিকা তৈরি নিয়েও, চলেছে টেক্সট। সমস্ত তথ্যপ্রমাণ সামনে রেখেই, এদিন মানিককে জেরা করে ইডি। এমনটাই ইডি সূত্রের খবর। পাশাপাশি, মানিকের মোবাইল ফোনে, হোয়াটস অ্যাপে মেলা সন্দেহজনক দুটি নাম DD ও RK-র পরিচয় সম্পর্কেও জানতে চায় ইডি।

]]>
‘দুর্নীতি করে চাকরি’, তাড়াতে চায় না রাজ্য, “চাকরি যাবেই”, বিচারপতি গাঙ্গুলি https://thenewsbangla.com/ssc-scam-state-govt-dont-want-terminate-corrupt-teachers-job-dismiss-justice-ganguly/ Wed, 28 Sep 2022 16:14:47 +0000 https://thenewsbangla.com/?p=16885 ‘দুর্নীতি করে চাকরি’, তাড়াতে চায় না রাজ্য, “চাকরি যাবেই”, বিচারপতি গাঙ্গুলি। অবিশ্বাস্য ঘটনা আমাদের বাংলায়। দুর্নীতি করে যারা চাকরি পেয়েছেন, তাদের চাকরি যাবে না। অবিশ্বাস্য কথা বলছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বাসু ও রাজ্য সরকার। “অবৈধভাবে নিযুক্তরা নিজেরাই চাকরি ছাড়ুন”, চাইছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। “নাহলে কড়া ব্যবস্থা নেবে আদালত”। অন্যদিকে, দুর্নীতি করে চাকরি পেলেও, কারোর চাকরি যাক, সেটা চায় না রাজ্য। অবৈধভাবে নিযুক্তদের বহাল রেখেই, যোগ্যদের নিয়োগ করার পক্ষে জোর সওয়াল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।

এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল গোটা রাজ্য। দুর্নীতি করে চাকরি পাওয়া শিক্ষকদের, ৯ নভেম্বরের মধ্যে চাকরি ছাড়ার পরামর্শ দিয়েছে হাইকোর্ট। না হলে বড় পদক্ষেপ করা হবে বলেও, হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। অন্যদিকে, দুর্নীতি করে চাকরি পেলেও, তাদের ছাঁটাই করতে চায় না রাজ্য।

আরও পড়ুনঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দুয়ারে রেশন’ প্রকল্প, বেআইনি বলে বাতিল

বুধবার সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, “মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার কারোর চাকরি খেতে চায় না। কারণ তাঁদের চাকরির সঙ্গে, পরিবারের সদস্যদের আবেগ জড়িয়ে আছে। যে সমস্ত নিয়োগ নিয়ে সমস্যা রয়েছে, বিতর্ক রয়েছে সেই চাকরিও রক্ষা করতে চাই। অতীতে গোলমাল করেও যদি কেউ চাকরি পেয়ে থাকেন, তাঁদেরও চাকরিও রক্ষা করতে চায় রাজ্য”।

স্বাভাবিকভাবেই শিক্ষামন্ত্রীর এই বক্তব্যে, চাঞ্চল্য ছড়িয়েছে। “কেন দুর্নীতিবাজ শিক্ষকদের চাকরি থেকে ছাঁটাই করতে চায় না রাজ্য সরকার”? প্রশ্ন বিরোধীদের।

]]>
লজ্জায় শিক্ষা, ভুয়ো নিয়োগপত্রে সই করতেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় https://thenewsbangla.com/kalyanmoy-ganguly-arraested-by-cbi-in-ssc-teachers-recruitment-scam/ Thu, 15 Sep 2022 14:38:52 +0000 https://thenewsbangla.com/?p=16824 লজ্জায় শিক্ষা, ভুয়ো নিয়োগপত্রে সই করতেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময়। ভুয়ো নিয়োগপত্রে সই করতেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়, দুর্নীতিতে তার নামও ছিল কলকাতা হাইকোর্ট নিযুক্ত বাগ কমিটির রিপোর্টেও। শেষ পর্যন্ত শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই।

চাকরি চুরি কাণ্ডে বা এসএসসি নিয়োগে দুর্নীতিকাণ্ডে, এবার গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়। চাকরি নিয়োগ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ছিলেন কল্যাণময়। দুই প্রাক্তন এসএসসি কর্তার পরে, চাকরি চুরি কাণ্ডে এবার কল্যাণময়কে গ্রেফতার করল সিবিআই। ভুয়ো নিয়োগপত্রে সই করতেন কল্যাণময়, এমনটাই অভিযোগ তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন; “মমতার চাকরির অফার লেটার দুর্নীতি”, রাজ্য সরকার কোম্পানির লেটারহেড জাল করেছে

চাকরি চুরি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, উপদেষ্টা কমিটির শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহার পরে এবার গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শান্তিপ্রসাদের সঙ্গে, কল্যাণময়ের সরাসরি যোগের অভিযোগ সিবিআইয়ের। ভুয়ো নিয়োগপত্রে সই করতেন কল্যাণময়, নাম ছিল হাইকোর্ট নিযুক্ত বাগ কমিটির রিপোর্টেও।

মূল চক্রী কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এফআইআর করা উচিত, রিপোর্ট ছিল বাগ কমিটির। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এর আগে চলতি বছরে, একাধিকবার কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই। জুন মাসে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে, বাড়ি থেকে ডেকে আনা হয় সিবিআইয়ের তরফে। এবার ৬ ঘণ্টা জেরার পর, কল্যাণময়কে গ্রেফতার করল সিবিআই। একে একে সামনে আসছে বাংলায় লক্ষ-লক্ষ টাকা নিয়ে, যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্যদের চাকরি দেবার দুর্নীতি।

]]>
“আমাকে বাঁচতে দিন, দয়া করে জামিন দিন”, আদালতে কেঁদে ভাসালেন পার্থ https://thenewsbangla.com/partha-chatterjee-cried-at-court-for-bail-after-ed-lawyers-present-evidence/ Wed, 14 Sep 2022 14:54:18 +0000 https://thenewsbangla.com/?p=16798 “আমাকে বাঁচতে দিন, দয়া করে জামিন দিন”, আদালতে কেঁদে ভাসালেন পার্থ। এবার শুনানি চলাকালিন আদালতে কেঁদে ফেললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কান্নাভেজা গলায় আদালতে বিচারপতির কাছে তিনি জানান, “আমাকে ছেড়ে দিন। আমাকে বাঁচতে দিন। প্রয়োজনে আমাকে ঘরবন্দি করে রাখুন কিন্তু জামিন দিন”। বুধবার ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়েছিল, এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। সেখানেই নিজের জামিনের জন্য, কাতর আর্জি জানান পার্থ। একইসঙ্গে উদ্ধার হওয়া সম্পত্তির সঙ্গে, তাঁর কোনও যোগ নেই বলেও এদিন দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়।

বুধবার আদালতে ইডির আইনজীবীরা জানান, ‘পার্থ-অর্পিতার প্রায় ১০০ কোটি টাকার, সম্পত্তির হদিশ মিলেছে’। কিন্তু এই সম্পত্তির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই, বলে দাবি করেছেন পার্থ। তিনি বলেছেন, “ইডি আধিকারিকরা আমার বিধানসভা কেন্দ্রে এসে দেখুন, আমি কে, আমার পরিবার কী, এত টাকা নিয়ে আমি কী করব? কোথা থেকে আসবে এত টাকা?” এরপরই আদালতে কেঁদে ফেলেন, তৃণমূলের প্রাক্তন মহাসচিব। ধরা-ধরা গলায় তিনি বলেন, “প্রয়োজনে আমাকে ঘরে আটকে রাখুন। বাড়িতে বন্ধ করে রাখুন। কিন্তু আমাকে বাঁচতে দিন। আমাকে জামিন দিন”।

আরও পড়ুন; “আমি থাকলে মাথায় গুলি করতাম, পুলিশ সংযম দেখিয়েছে”, অভিষেক বন্দ্যোপাধ্যায়

তবে বিচারপতি জানান, “আপনার পরিচিতের ফ্লাট থেকে নগদ ৫০ কোটি টাকা পাওয়া গেল, আপনাদের দুজনের নামে যৌথ সম্পত্তি উদ্ধার হচ্ছে একের পর এক, আর আপনি কিছুই জানেন না, এটা বিশ্বাস করা যায়”?

]]>
“রাজ্যে শীঘ্রই ৮৯ হাজার শিক্ষক নিয়োগ”, শিক্ষারত্ন প্রদান অনুষ্ঠানে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার https://thenewsbangla.com/mamata-banerjee-announces-89-thousand-teachers-recruitment-very-soon/ Mon, 05 Sep 2022 15:08:45 +0000 https://thenewsbangla.com/?p=16659 “রাজ্যে শীঘ্রই ৮৯ হাজার শিক্ষক নিয়োগ”, শিক্ষারত্ন প্রদান অনুষ্ঠানে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার। শিক্ষারত্ন প্রদান অনুষ্ঠানেই, বড় ঘোষণা মমতার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, “শীঘ্র রাজ্যে ৮৯ হাজার শিক্ষক নিয়োগ করা হবে”। শিক্ষক দিবসে শিক্ষারত্ন প্রদান অনুষ্ঠানে, এবার নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে যোগ্য চাকরিপ্রার্থীদের শীঘ্রই নিয়োগের প্রতিশ্রুতি, দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণা, “আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যের স্কিল ডিপার্টমেন্টের ট্রেনিং সহ, ৩০ হাজার ছেলেমেয়ের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে”। সোমবার মুখ্যমন্ত্রী বলেন, “শিক্ষকরাই দেশে সমাজ গড়ার কারিগর। সমস্ত শিক্ষকদের সালাম জানাচ্ছি। তাঁদের অনুরোধ করব ছাত্র-ছাত্রীদের নৈতিক চরিত্র গঠনের দায়িত্ব নিন”।

আরও পড়ুনঃ বাংলার ডাক, ৫ই সেপ্টেম্বর নয়, ২৬শে সেপ্টেম্বর পালন করুন জাতীয় শিক্ষক দিবস

এদিন টেট আন্দোলনকারীদেরও কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কয়েকটা ছেলেমেয়ে বসেছিল রাস্তায়, আমার সঙ্গে দেখা হয়েছিল। আমি বলেছিলাম করে দিন। তখনকার শিক্ষামন্ত্রী বলেছিলেন, এদের নম্বর পারমিট করছে না। তবুও আমি বলেছিলাম করে দিন”। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “কাজ করতে গেলে ভুল হবেই, সরকার থাকলেই কেলেঙ্কারি হবে”।

এখানেই শেষ নয় মুখ্যমন্ত্রী মমতা জানান, “গত ৬৫-৬৬ বছরে মাত্র ১২টি বিশ্ববিদ্যালয় ছিল। আমাদের সরকারের ১১ বছরে, আরও ৩০টি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। ৫১টি কলেজও তৈরি হয়েছে। সারা ভারতবর্ষে শিক্ষার মেধার বিচারে যাদবপুর আর কলকাতা বিশ্ববিদ্যালয় এগিয়ে রয়েছে। দুর্নীতি নিয়ন্ত্রণের পুরো ক্ষমতা আমার নেই, ভগবানেরও থাকে না”।

]]>
ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য, ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল https://thenewsbangla.com/division-bench-retained-justice-abhijit-ganguly-order-canceled-269-teachers-job-for-corruption/ Fri, 02 Sep 2022 06:27:35 +0000 https://thenewsbangla.com/?p=16589 ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য, ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল। প্রাথমিকে দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল থাকল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও। বহাল থাকল ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল এর নির্দেশও। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে, মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ বহাল থাকল। বহাল থাকল মানিক ভট্টাচার্য ও তাঁর পরিবারের সম্পত্তির হিসাব পেশের নির্দেশও। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকেই, মান্যতা দিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। মান্যতা দিলেন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লপিতা বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল। TET বা প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-ই। শুক্রবার এমনই রায় দিল কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেল রাজ্যের আবেদন। এদিন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লপিতা বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ টেট মামলার তদন্তে, সিবিআইয়ের উপরই ভরসা রাখল।

আরও পড়ুন; ‘ভয়ঙ্কর কাণ্ড’ শিক্ষক নিয়োগে, টাকা নিয়ে বাংলাদেশিদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে

২০১৪ সালের টেট নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার, প্রাথমিক শিক্ষা পর্ষদ, সভাপতি মানিক ভট্টাচার্য এবং চাকরি বাতিল হওয়া ব্যক্তিরা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকেই, মান্যতা দিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। এই তদন্ত কোনও কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে হোক, তা চায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, বহাল রাখল সিঙ্গল বেঞ্চের রায়কেই।

]]>
রাজ্য বিধানসভায় ঘুরে বেড়াচ্ছেন, সিবিআই-য়ের চোখে ফেরার তৃণমূল নেতা মানিক ভট্টাচার্য https://thenewsbangla.com/manik-bhattacharya-tmc-mla-in-bengal-assembly-but-cbi-look-out-notice-in-ssc-scam/ Tue, 30 Aug 2022 11:23:10 +0000 https://thenewsbangla.com/?p=16530 রাজ্য বিধানসভায় ঘুরে বেড়াচ্ছেন, সিবিআই-য়ের চোখে ফেরার তৃণমূল নেতা মানিক ভট্টাচার্য। তাঁকে না পেয়ে, লুক আউট নোটিশ জারি করেছে সিবিআই। সেই মানিক ভট্টাচার্য মঙ্গলবার দিব্যি ঘুরে বেড়াচ্ছেন বিধানসভায়। তাঁকে এদিন বিধানসভায় দেখে চমকে যান, বিজেপি ও তৃণমূল বিধায়করা। সবাই দেখতে পাচ্ছে, আর সিবিআই পাচ্ছে না? প্রশ্ন বাংলার মানুষের।

এদিন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, কেন তাঁর বিরুদ্ধে সিবিআই লুক আউট নোটিশ জারি করল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন। ঘনিষ্ঠমহলে তিনি বলেছেন, “আমি তো সিবিআই যতবার ডেকেছে, ততবার ওদের দফতরে গিয়েছি। তদন্তে সমস্তরকম সাহায্য করেছি। তারপরেও কেন আমার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হল জানি না”।

আরও পড়ুনঃ কয়লা পাচার মামলায় ডাক মেনকার, অভিষেকের শ্যালিকাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ

সিবিআইয়ের খাতায় তিনি ফেরার। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে সিবিআই। সেই মানিক ভট্টাচার্যই, সবাইকে চমকে দিয়ে হাজির বিধানসভায়। বিধায়ক হিসাবে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে, মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় যান তিনি। সেখানেও কেন তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি।

এদিন দুপুরে নিজের সরকারি গাড়িতে, বিধানসভায় পৌঁছন মানিকবাবু। এদিন বিধানসভায় ছিল উচ্চশিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক। সেই বৈঠকে অংশগ্রহণ করেন মানিক ভট্টাচার্য। এরপর তাপস রায়ের ঘরে বসে বেশ কিছুক্ষণ গল্পগুজব করেন, কিন্তু সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি। বিধানসভায় ২টি স্ট্যান্ডিং কমিটির সদস্য মানিকবাবু।

]]>
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, চাকরি নিয়োগ মামলা থেকে সরানোর চেষ্টা https://thenewsbangla.com/justice-abhijit-ganguly-attempted-to-remove-ssc-recruitment-scam-case-by-arunava-ghosh-other-lawyers/ Mon, 29 Aug 2022 13:45:39 +0000 https://thenewsbangla.com/?p=16472 বাংলার মানুষের ‘প্রিয় বিচারপতি’ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে, প্রধান বিচারপতিকে নালিশ কংগ্রেস নেতা-আইনজীবী অরুণাভ ঘোষের। “বিচারপতি অভিজিৎ দেখাতে চান তিনিই মানুষের পক্ষে”! নাম না করেই হাইকোর্টে নালিশ অরুণাভর। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নাম না করেই, নজিরবিহীন আক্রমণ কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশের। প্রধান বিচারপতির এজলাসে জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে নালিশ করলেন, হাইকোর্টের আইনজীবী অরুণাভ ঘোষ-সহ একাধিক আইনজীবী।

তাঁদের দাবি, “কয়েকটি বিশেষ মামলায় রায় দিয়ে একজন বিচারপতি দেখাচ্ছেন একমাত্র উনিই মানুষের পক্ষে, বাকি বিচারপতিরা মানুষের বিপক্ষে”। বিচারপতির বিচার্য বিষয় বদলেরও দাবি জানিয়েছেন আইনজীবীরা। বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, চাকরি নিয়োগ মামলা থেকে সরানোর চেষ্টা করছেন অরুণাভর নেতৃত্বে কয়েকজন আইনজীবী? কিন্তু কেন?

আরও পড়ুনঃ এ দুর্নীতির শেষ কোথায়, অনুব্রত-কন্যা সুকন্যার নামে ভারত সেবাশ্রমের জমি

সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে, অভিযোগ জানিয়েছেন অরুনাভের নেতৃত্বে কিছু আইনজীবী। নাম না করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয়, বদলেরও আবেদন জানিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, কোর্টরুমের প্রসিডিং ভিডিওগ্রাফি করছে সংবাদমাধ্যম। বিচার্য মামলার তালিকা মেনে, বিচারের কাজ হচ্ছে না।

সংশ্লিষ্ট বিচারপতির বেঞ্চে সংবাদমাধ্যমের প্রবেশ নিয়ন্ত্রণ করারও, আবেদন জানিয়েছেন আইনজীবীরা। তাঁদের আবেদন ভেবে দেখার আশ্বাস দিয়েছেন, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। প্রধান বিচারপতি এদিন বলেন, “আদালতের গরিমা রক্ষার দায়-দায়িত্ব আইনজীবী এবং বিচারপতি, উভয়েরই। আপনি বললেন, দেখব বিষয়টি”। কিন্তু বাংলার মানুষের চোখে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন ‘ভগবান’।

]]>
তৃণমূল আমলে বাংলার শিক্ষা, ‘চাকরি চুরি’ কাণ্ডে বিশ্ববিদ্যালয়, উপাচার্যর বাড়িতে সিবিআই হানা https://thenewsbangla.com/bengal-education-in-tmc-era-sbi-raid-in-university-and-vice-chancellors-house/ Thu, 25 Aug 2022 05:57:51 +0000 https://thenewsbangla.com/?p=16436 তৃণমূল আমলে বাংলার শিক্ষা, ‘চাকরি চুরি’ কাণ্ডে বিশ্ববিদ্যালয়, উপাচার্যর বাড়িতে সিবিআই হানা। এটাই এখন বাংলার শিক্ষার হাল। এসএসসি দুর্নীতি কাণ্ড নিয়ে তদন্তের সূত্রে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের আবাসন ও চেম্বারে সিবিআই-য়ের যৌথ হানা। দক্ষিণবঙ্গ থেকে এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে, শিলিগুড়িতে সিবিআইয়ের টিম। দক্ষিণবঙ্গ ছাড়িয়ে এবার উত্তরবঙ্গেও হানা দিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআইয়ের প্রায় ১০-১২ জন সদস্য, শিলিগুড়িতে যান দুর্নীতি কাণ্ডের জাল খতিয়ে দেখতে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে ও অফিসে, আচমকাই হানা দেন সিবিআই অফিসাররা। এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে, এবার শিলিগুড়ি-তে অভিযান চালাচ্ছে সিবিআই। এদিকে আগেই এই দুর্নীতির তদন্তে নেমে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন; কলকাতার বেসরকারি হাসপাতালে লুকিয়ে বিদ্যুৎবরণ, খুঁজে বের করল সিবিআই

এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে, তাঁর আবাসনে ও অফিসে পৌঁছে যায় সিবিআইয়ের দল। তবে এক্ষেত্রে কোন কেন্দ্রীয়-বাহিনী যায়নি। সিবিআইয়ের আধিকারিকরাই পৌঁছে যান, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে। মূলত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য়ে তদন্ত চালাতে গিয়ে যাতে কোনও বিতর্ক না ছড়ায়, সেকারণে যাবতীয় পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নিয়েছে তদন্তকারী সংস্থা।

সিবিআই-য়ের একটি দল যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, অন্যটি উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের আবাসনে। সুবীরেশ ভট্টাচার্যের সঙ্গেও, তাঁরা কথা বলছেন। কলকাতার বাঁশদ্রোনীর ফ্ল্যাটেও, সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা গিয়ে ফ্ল্যাট সিল করে দেন। জেরা করা হবে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য-কে।

]]>
জেলে আচমকা অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়, নিয়ে যাওয়া হল সেই এসএসকেএম হাসপাতালে https://thenewsbangla.com/partha-chatterjee-suddenly-fell-ill-in-presidency-jail-taken-to-sskm-hospital/ Sat, 20 Aug 2022 11:44:16 +0000 https://thenewsbangla.com/?p=16269 জেলে আচমকা অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়, নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে। শনিবার প্রেসিডেন্সি জেলে আচমকা অসুস্থ হয়ে পড়লেন, চাকরি চুরি বা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবার দুপুরে জেলের সেলের ভিতরে তিনি হঠাৎ অসুস্থ বোধ করায়, তড়িঘড়ি নিরাপত্তার ঘেরাটোপে তাঁকে নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা।

এদিন হাসপাতালের সামনে গাড়ি থেকে নেমে অসুস্থ অবস্থাতেই, প্রাক্তন মন্ত্রী সাংবাদিক-দের জানান, “শরীরটা ভাল নেই”। কদিন নিজের সেলেই থাকছিলেন পার্থ, খুব একটা বেরচ্ছিলেন না। হঠাৎই প্রেসিডেন্সি জেলে শনিবার দুপুরে, আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানেই তাঁকে চিকিৎসকরা দেখেন। কিন্তু, অসুস্থতা বেশি দেখেই, পার্থকে এসএসকেএমে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় জেল কর্তৃপক্ষ। বিকেল চারটে-নাগাদ পার্থকে আনা হয় এসএসকেএমে।

আরও পড়ুনঃ স্ত্রী ও মেয়ের নামে কোটি-কোটি টাকার সম্পত্তির হদিশ, ‘বেনামি সম্পত্তি নেই’, সাফাই অনুব্রতর

কড়া নিরাপত্তায় ৩টি গাড়ির কনভয় করে, এসএসসি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএমে আনা হয়। প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, প্রাক্তন তৃণমূল মহাসচিবের শরীরের ক্রিয়েটিন বেড়েছে। স্বাভাবিকের চেয়ে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বেশ কম। পা ফুলেছে তাঁর, শরীরে অস্বস্তি রয়েছে।

হাসপাতালে পার্থর প্রাথমিক শারীরিক পরীক্ষা করে চিকিৎসকরা জানাচ্ছেন, নার্ভাস ব্রেকডাউন হচ্ছিল তাঁর। তবে এখনই হাসপাতালে ভর্তি হওয়ার কোনও দরকার নেই, জানান চিকিৎসকরা। স্বাস্থ্যপরীক্ষার পর ফের প্রেসিডেন্সি জেলে ফিরে, বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

]]>