Narendra Modi – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 09 Aug 2022 08:50:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Narendra Modi – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিহারে ‘সত্ত্বাবদল’, জেডিইউ-বিজেপি জোটে ভাঙন, লালুর ছেলে তেজস্বীর হাত ধরলেন নীতীশ https://thenewsbangla.com/bihar-govt-change-jdu-bjp-alliance-brake-nitish-kumar-tejashwi-yadav-alliance/ Tue, 09 Aug 2022 08:49:35 +0000 https://thenewsbangla.com/?p=15982 বিহারে ‘সত্ত্বা বদল’, জেডিইউ-বিজেপি জোটে ভাঙন, একজোট নীতীশ-তেজস্বী। পুরনো সঙ্গী আরজেডির সঙ্গেই ফের হাত মেলাল নীতীশের দল, বিকেল ৪টেয় বিহারের রাজ্যপালের সাক্ষাতের জন্য সময় চাইলেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন নীতীশ। মঙ্গলবার দলীয় সাংসদ এবং বিধায়কদের নিয়ে, বৈঠকে বসেছিলেন তিনি। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, বিজেপির সঙ্গে জোট ভেঙে বেরিয়ে আসবে জেডিইউ। বৈঠকের আগেই, অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে ফোনে কথা হয় নীতীশের। তবে তাতেও কোন ফল হয়নি।

কয়েকদিন ধরেই বিজেপি বিরোধী মন্তব্য করছিলেন নীতীশ। এনডিএ জোট ভেঙে বেরিয়ে আসবে জেডিইউ, এমনটাই অনুমান করেছিলেন বিশেষজ্ঞরা। আর সেটাই হল। মহারাষ্ট্রের উলটপুরাণ বিহারে, জোর ধাক্কা খেল বিজেপি। বিহারে এনডিএ ছাড়ল নীতীশের জেডিইউ। বিহারে রাজনৈতিক পটে, ফের পরিবর্তন। আশঙ্কা সত্যি করেই জেডিইউ-বিজেপি জোটে ভাঙন। এদিন নীতীশের ঘরে হওয়া এই বৈঠকে, বড় সিদ্ধান্ত নিল দল। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিচ্ছেন নীতীশ কুমার। ফের আরজেডির সমর্থনে মুখ্যমন্ত্রী হবেন নীতীশ, উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন লালু-পুত্র তেজস্বী যাদব।

আরও পড়ুন; ভক্তের সঙ্গে ভগবান, গোপাল হাতে পদক জেতার মঞ্চে প্রিয়াঙ্কা

রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাওয়ার সময়ে, নীতীশের সঙ্গে থাকবেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সূত্র মারফত জানা গিয়েছে, বিহার মন্ত্রিসভা থেকে ইস্তফা দেবেন ১৬ জন বিজেপি মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব নিতে পারেন তেজস্বী, এমনটাই জানা গিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিল্লিতে নীতি আয়োগের বৈঠকেও, গরহাজির ছিলেন নীতীশ।

]]>
ভারতের চাপে, চিনে তৈরি পাকিস্তানের ‘যু’দ্ধজাহাজ’কে নোঙর ফেলতে দিল না বাংলাদেশ https://thenewsbangla.com/indian-pressure-bangladesh-not-allow-pakistan-warship-made-in-china-to-anchor/ Mon, 08 Aug 2022 15:35:25 +0000 https://thenewsbangla.com/?p=15951 ভারতের চাপে, চিনে তৈরি পাকিস্তানের ‘যু’দ্ধজাহাজ’কে; নোঙর ফেলতে দিল না বাংলাদেশ। এটাকে কূটনৈতিক জয় বলছে; ভারতের বিদেশমন্ত্রক। পাকিস্তানি র’ণতরীকে নোঙর ফেলতে দিল না বাংলাদেশ। পা’ক নৌ’সেনার কোনও ‘যু’দ্ধজাহাজ’কে বাংলাদেশের বন্দরে জায়গা দেওয়া হবে না; পরিস্কার জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ সরকার। এর ফলে অর্থনৈতিক ভাবে ভেঙে পরা শ্রীলঙ্কায়; নোঙর ফেলতে বাধ্য হবে পাকিস্তানের এই র’ণতরী।

আগস্টের ৭ থেকে ১০ তারিখ পর্যন্ত, বাংলাদেশের চট্টগ্রাম নৌ-বন্দরে নোঙর ফেলার অনুমতি চেয়েছিল; পা’ক নৌ’বাহিনীর র’ণতরী ‘পিএনএস তৈমুর’। কিন্তু সেই আবেদন; পত্রপাথ খারিজ করে দেয় ঢাকা। তাৎপর্যের বিষয় হল এটাই; আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু মুজিবর রহমানের মৃ’ত্যুদিন। ১৯৭৫ সালে ওইদিনই ঢাকার ধানমান্ডিতে, পাকিস্তানের মদতে মুজিবকে খু’ন করে; বাংলাদেশ ফৌ’জের কিছু সেনা আধিকারিক ও সেনা। জাতির এই শো’কদিবসে পাকিস্তানের ‘যু’দ্ধজাহাজ’কে নোঙর ফেলতে দেওয়া; বঙ্গবন্ধুকে অসম্মান করার শামিল বলেই মনে করছে ঢাকা। তাছাড়া, শেখ হাসিনার আওয়ামি লিগ ও বাংলাদেশ সরকারের সঙ্গে; ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি দলের সম্পর্ক অত্যন্ত মজবুত। তাই ঢাকার এই পদক্ষেপকে; নয়াদিল্লির কূটনৈতিক জয় বলেই মনে করছেন অনেকেই।

আরও পড়ুন; বাংলায় আওয়াজ উঠে গেল, ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’

র’ণতরী ‘পিএনএস তৈমুর’ চিনে নির্মিত। চিনের সাংহাই বন্দর থেকে, পা’ক নৌ’সেনায় যোগ দিতে; করাচির উদ্দেশে রওনা দিয়েছে টাইপ ০৫৪ এ/পি ফ্রিগেটটি। মাঝপথে কম্বোডিয়া ও মালয়েশিয়ার সঙ্গে; মহড়া সেরেছে তৈমুর যু’দ্ধজাহাজ। সেখান থেকেই চট্টগ্রাম হয়ে করাচি যাওয়ার কথা ছিল জাহাজটির। কিন্তু বাংলাদেশ অনুমতি না দেওয়ায়; এবার শ্রীলঙ্কার কলম্বো বন্দরে নোঙর করবে পিএনএস তৈমুর। আগস্টের ১২ তারিখ; কলম্বো বন্দরে পৌঁছবে পাক ‘যু’দ্ধজাহাজ’টি।

পা’কিস্তান নৌ’বাহিনীর জন্য; চারটি টাইপ ০৫৪ এ/পি ফ্রিগেট তৈরি করছে চিন। এই শ্রেণির দ্বিতীয় জাহাজ হচ্ছে ‘তৈমুর’। জুনের ২৩ তারিখ পা’ক নৌ’সেনায়; আনুষ্ঠানিকভাবে শামিল হয় জাহাজটি। এর আগে জানুয়ারিতে, পা’ক নৌ’সেনার হাতে এসেছে; এই ক্লাসের প্রথম ফ্রিগেট ‘পিএনএস তুঘরিল’। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, আরব সাগর ও ভারত মহাসাগরে ভারতীয় নৌ’সেনাকে ঘিরে ফেলতে; পা’কিস্তানের হাত মজবুত করছে চিন। বাংলাদেশ ও শ্রীলঙ্কাকেও দলে টানার চেষ্টা করছে; কমিউনিস্ট দেশটির লাল ফৌজ। কড়া নজর রাখছে ভারতও।

]]>
মোদীর হাতে ঘুরছে দেশের চাকা, ভারতের কাছে হাত পাতল আমেরিকা https://thenewsbangla.com/aatma-nirbhar-bharat-by-narendra-modi-got-great-success-on-tejas-fighter-jet/ Mon, 08 Aug 2022 07:39:03 +0000 https://thenewsbangla.com/?p=15921 মোদীর হাতে ঘুরছে দেশের চাকা; এবার ভারতের কাছে হাত পাতল আমেরিকা। অবিশ্বাস্য বললেও কম বলা হয়। ভারতীয় সেনার জন্য, সামরিক সরঞ্জামের ক্ষেত্রে; দেশ এতদিন পুরোটাই বিদেশ-নির্ভর ছিল। কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের হাত ধরে; সেই প্রবণতা আগেই ত্যাগ করেছে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র-প্রতিরক্ষা সরঞ্জাম; এবার বিদেশে রফতানিতেও জোর দেওয়া হচ্ছে। তার সুফলও পাওয়া যাচ্ছে। চিন-রাশিয়ার যুদ্ধবিমান ছেড়ে, ভারতের তেজস ফাইটার-জেট কিনতে; আগ্রহী একাধিক দেশ। মালেশিয়া, অস্ট্রেলিয়া, মিশর, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, কাতার, সিঙ্গাপুরের পর; সেই তালিকায় এবার নতুনভাবে সংযোজন হল আমেরিকা।

মালয়েশিয়াকে দেশীয় প্রযুক্তিতে তৈরি, তেজস যুদ্ধবিমান বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়; গতবছরেই মালয়েশিয়ার বায়ুসেনা মোট ১৮টি তেজস বিমান ভারতের কাছ থেকে কিনতে চেয়েছিল। সেইমতই ভারতে তৈরি এই যুদ্ধবিমান; মালয়েশিয়াকে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার তেজস কেনার জন্য; ভারতকে অনুরোধ করল আমেরিকা। এই খবর সামনে এনেছে প্রতিরক্ষা মন্ত্রক।

আরও পড়ুন; চিনের ভয় উড়িয়ে, সীমান্তে ৬০০ গ্রাম ফের গড়ে দিচ্ছে কেন্দ্র সরকার

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফট; একাধিক পরীক্ষায় নিজের শক্তি-প্রদর্শনের পাশাপাশি; নির্ভুল নিশানা দেখিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছে। হালকা ওজনের তেজস যুদ্ধবিমান; শক্তিশালী ক্ষেপণাস্ত্র বয়ে নিয়ে যেতে সক্ষম। বিপক্ষের যুদ্ধবিমানকে ধ্বংস করার পাশাপাশি, শত্রুপক্ষের নজরের বাইরে থেকেও; নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে আঘাত হানতে পারে তেজস।

]]>
চিনের ভয় উড়িয়ে, সীমান্তে ৬০০ গ্রাম ফের গড়ে দিচ্ছে কেন্দ্র সরকার https://thenewsbangla.com/india-govt-made-vibrant-villages-at-lac-china-border/ Sat, 06 Aug 2022 11:30:14 +0000 https://thenewsbangla.com/?p=15870 চিনের ভয় উড়িয়ে, সীমান্তে ৬০০ গ্রাম; ফের গড়ে দিচ্ছে কেন্দ্র সরকার। চিন সীমান্তে শত শত গ্রাম রয়েছে যেখানে কেউ বাস করে না। এই গ্রামগুলিকে পুনরায় বাঁচিয়ে তুলতে; মোদী সরকার পরিকল্পনা গ্রহন করেছে। ভারত ও চিন সীমান্তের কাছে; এমন ৫০০ থেকে ৬০০ গ্রাম রয়েছে যেখানে বর্তমানে কেউ বাস করে না। বছরে একবার সেখানকার বাসিন্দারা গ্রামে যান; পারিবারিক দেবতার পূজা করতে। চিনের সীমান্তবর্তী তেমনই ১০০ গ্রামকে ভাইব্রেন্ট ভিলেজ করার; মেগা পরিকল্পন নিয়েছে কেন্দ্র। শুধু তাই নয়, একই সঙ্গে উত্তরাখণ্ডের সীমান্তবর্তী ১১৫টিরও বেশি গ্রামকে; আধুনিক গ্রাম করা হবে।

চিন সীমান্তবর্তী এই ভুতুড়ে গ্রামগুলোতে, যাতে শহরের মত সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়; সেদিকে নজর দেবে কেন্দ্র সরকার। পাশাপাশি এখানে বসবাসকারী লোকজনকে, গ্রামের আশেপাশেই চাকরি বা জীবিকার বন্দোবস্ত করে দেওয়া হবে; যাতে তারা বাইরে পাড়ি না জমায়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বহুদিন আগে থেকেই এই বিষয়ে জোর দেবার কথা জানিয়েছেন; এবার সেই পরিকল্পনা বাস্তবে রূপ দিতে বদ্ধপরিকর মোদী সরকার।

আরও পড়ুনঃ লাদাখ সীমান্তে বারবার আকাশসীমা লঙ্ঘন চিনের, ব্যবস্থা নেওয়ার ‘হুঁশিয়ারি’ দিল ভারত

সীমান্তের গ্রামে জনবসতি বৃদ্ধি পেলে; চিনের পক্ষে ভারতকে সহজেই কাবু করা সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মানুষের মনে চিন সেনার ভয় দূর করাই এখন; কেন্দ্র সরকারের আসল কাজ। সেই কাজে মোদী সরকার অনেকটাই সফল গ্রাম ফের গড়ে দিয়ে, বলছে সীমান্তের আমজনতা।

]]>
লাদাখ সীমান্তে বারবার আকাশসীমা লঙ্ঘন চিনের, ব্যবস্থা নেওয়ার ‘হুঁশিয়ারি’ দিল ভারত https://thenewsbangla.com/china-violates-airspace-on-ladakh-border-india-gives-warning-to-take-action/ Sat, 06 Aug 2022 10:37:26 +0000 https://thenewsbangla.com/?p=15859 লাদাখ সীমান্তে বারবার আকাশসীমা লঙ্ঘন চিনের; এবার রীতিমত হুঁশিয়ারি দিল ভারত। ২০২০ সালে যখন চিনের পিপলস লিবারেশন আর্মি দলে দলে তাদের সেনা, সীমান্ত সংলগ্ন এলাকায় মোতায়েন করা শুরু করেছিল; তখন থেকেই সীমান্তের পরিবেশ ক্রমেই ঘোরালো হতে শুরু করেছিল। তবে বারবার চিনের বিমানের সীমান্ত দিয়ে উড়ে যাওয়ার ঘটনা উদ্বেগজনক; আগামী-দিনে এটা যাতে না হয় সেটা নিশ্চিত করতে চিনকে সতর্ক করল ভারত।

সীমান্তে আকাশসীমা লঙ্ঘন এবং প্ররোচনা দেওয়ার ঘটনা নিয়ে; ফের এক দফা বৈঠক সারলেন ভারত-চিন সামরিক পর্যায়ের কর্তারা। গত ২রা অগস্ট এই বৈঠক হয়; পূর্ব লাদাখের চুশুল-মোন্ডো সীমান্ত এলাকায়। চিন সেনা যেভাবে ভারতের আকাশ সীমা লঙ্ঘন করছে; তা নিয়ে সরব হয় ভারত। এই ধরনের ঘটনায় যাতে ভবিষ্যতে না ঘটে; বৈঠকে তার বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ইতিহাসে চেপে দেওয়া ঘটনা, পাঠান ও সুলতান রাজত্বের যম বাংলার ‘রায়বাঘিনী’

গত একমাসের বেশি সময় ধরে পূর্ব লাদাখ এলাকায়; চিনের বিমানবাহিনীর আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে তীব্র আপত্তি জানায় ভারত। এই ধরনের উস্কা’নিমূলক কার্যকলাপ যাতে আর না হয়; সেই ব্যাপারে নয়াদিল্লির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। চিন-বাহিনী তাদের যুদ্ধবিমানের মহড়া; পূর্ব লাদাখের সীমান্ত ঘেঁষা এলাকাতেও চালাচ্ছে। সেই সময়ই চিনা বিমানের উপস্থিতিকে ঘিরে; ভারত প্রশ্ন তুলেছে। এরপর কিছু ঘটলে, ভারতীয় বায়ুসেনাও নিয়ম মেনেই পদক্ষেপ নেবে; পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে চিনকে। বৈঠকে উভয়পক্ষের বিমানবাহিনী ও সেনাকর্তারা উপস্থিত ছিলেন।

]]>
বাংলার নেতাদের মতই, এবার ‘পাল্টি’ খেলেন নোবেলজয়ী অমর্ত্য সেন https://thenewsbangla.com/nobel-laureate-amartya-sen-acts-like-bengal-politician-regarding-tmc-cpm-bjp-congress/ Sat, 06 Aug 2022 10:08:01 +0000 https://thenewsbangla.com/?p=15855 বাংলার নেতাদের মতই, এবার ‘পাল্টি’ খেলেন; নোবেলজয়ী অমর্ত্য সেন। ঠিক বাংলার ‘গদিপ্রিয়’ রাজনৈতিক নেতাদের মতই; এবার ‘পাল্টি’ খেলেন নোবেলজয়ীও। তৃণমূল শিবির ছেড়ে ফের; সিপিএম শিবিরে ফিরে গেলেন অমর্ত্য সেন।

যতদিন রাজ্যে বাম শাসন ছিল; ততদিন তিনি তাদের বিরুদ্ধে কিছু বলেছেন বলে কেউ দেখেনি। উল্টে, বাম সরকারের ‘নীতিগত সমর্থক’ ছিলেন অমর্ত্য সেন। আবার তৃণমূল আসার পরে; তাদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। বিভিন্ন ক্ষেত্রে ‘মা মাটি মানুষের সরকার’ এর পরামর্শদাতাও ছিলেন। লক্ষ্মীর ভান্ডার ও বিভিন্ন ভাতা নিয়ে যখন সমালোচনার পাহাড় উঠেছিল; তখনও তিনি ছিলেন সম্পূর্ণ মমতার সমর্থক। মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রশংসা করেছেন সব সময়।

অন্যদিকে কেন্দ্রে আবার কংগ্রেস সরকারের সমর্থক ছিলেন, এখনও আছেন। বিজেপি আসার পরে সরিয়ে দেওয়া হয় নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে। তারপর থেকেই তিনি বিজেপি বিরোধী; ইস্যু যাই হোক না কেন, নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক।

‘নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য থাকাকালীন বিপুল আর্থিক দুর্নীতি এবং স্বজনপোষণে যুক্ত ছিলেন; নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ২০১৪ সালে মোদী ক্ষমতায় এসে; হাতেনাতে ধরে ফেলেন তাঁর সমস্ত দুর্নীতি। নালন্দা থেকে সরিয়ে দেওয়া হয় অমর্ত্য-কে। তারপর থেকেই মোদীকে অকারণ সমালোচনায় বিদ্ধ করছেন অমর্ত্য’। এমনটাই বিজেপির অভিযোগ; বাংলার নোবেল জয়ী-কে নিয়ে।

সেই অমর্ত্য সেন, আবার ‘দলবদল’ করলেন। নেতাদের মতই নীতি-আদর্শ চুলোয় দিয়ে। মমতার ‘বিভূষণ’ ফিরিয়ে; সিপিএমের ‘পুরষ্কার’ নিলেন অমর্ত্য। তৃণমূলের চুরি আর দুর্নীতি দেখেই কি, এই ‘দলবদল’? তাঁকে সম্মানিত করতে চেয়েছিল; মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মা মাটি মানুষের সরকার’। কিন্তু প্রস্তাব পাওয়া মাত্রই দেরি না করে; তা ফিরিয়ে দিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। সেই অর্মত্য সেনই এবার পুরষ্কার নিলেন সিপিএমের কাছ থেকে! সেদিন পর্যন্ত মমতার সঙ্গে থাকা অমর্ত্য; কেন হঠাৎ দলবদল করলেন?

কিছুদিন আগেই রাজ্য সরকারের তরফে কৃতী এবং গুণীজনদের; বঙ্গ সম্মানে সংবর্ধিত করা হয়। অর্মত্য সেনকে সম্মান জানাতে চেয়েছিলেন; মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পত্রপাঠ তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন; অপমানিত হয়েও চুপ, ঘাসফুল সরকার।

আরও পড়ুনঃ চুরি দেখেই ‘দলবদল’, মমতার ‘বিভূষণ’ ফিরিয়ে সিপিএমের পুরষ্কার নিচ্ছেন অমর্ত্য সেন

এরপরেই গত ৫ আগস্ট, প্রয়াত কমরেড মুজফফর আহমেদের জন্মদিনে; মুজফফর আহমেদ ট্রাস্ট স্মৃতি পুরস্কার নিলেন অমর্ত্য। যে পুরস্কারের দায়িত্বে রয়েছে সিপিএম দল। ‘হোম ইন দ্য ওয়ার্ল্ড: আ মেমোয়ার’ বা ‘জগৎকুটির’ বইটির জন্য; সম্মানিত করা হল অমর্ত্য সেনকে। “পুরস্কার নেব না”, বলেননি অমর্ত্য।

পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ পুরস্কার নেননি অমর্ত্য। তাঁর তরফ থেকে তাঁর পরিবার জানিয়ে দেয়; তিনি অনেক পুরস্কার পেয়েছেন। অন্য কাউকে এই পুরষ্কার দেওয়া হোক’। কয়েকদিনের মধ্যে কি এমন ঘটল; যে সিদ্ধান্ত পরিবর্তন করলেন নোবেলজয়ী? কেন মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত ছাড়লেন; অমর্ত্য সেন?

চারপাশে তৃণমূল নেতাদের এত দুর্নীতি দেখেই কি, এই সিদ্ধান্ত? এটাই এখন বড় প্রশ্ন। আর এটা শুনেই সদ্য মমতার মন্ত্রীসভায় স্থান পাওয়া বাবুল সুপ্রিয়; কড়া সমালোচনা করেছেন এই অর্থনীতিবিদের। বাবুলের দাবি, “অমর্ত্য সেন তো একজন পর্যটক; একটি রাজনৈতিক রঙের বাইরে বেরতে পারেননি”। এক ‘পর্যটক’ যে দুদিন আগেও বিজেপিতে ছিল; সে কিনা আর এক ‘দলবদলু’-কে ‘পর্যটক’ বলছে! ভাবা যায়!

তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে; আর কিছুই পাবার নেই অমর্ত্য সেনের? তাই কি আবার সিপিএম ও পুরনো দল কংগ্রেস এর হাত ধরা? দেখি অমর্ত্য সেন কি বলেন? হাজার হোক তিনি আবার আমাদের ভারতরত্নও; জনগণের টাকায় তাঁর বিমানভাড়া একেবারে ফ্রি। একমাত্র ভারতরত্ন, যিনি টাকার অভাব না হওয়া সত্ত্বেও এই সুবিধা নেন।

লিখলেন মানব গুহ।

]]>
উপরাষ্ট্রপতি নির্বাচন, বিজেপি প্রার্থী জগদীপ ধনকড়ের বিরুদ্ধে ভোট দিচ্ছে না তৃণমূল https://thenewsbangla.com/vice-president-election-tmc-will-not-vote-against-bjp-candidate-jagdeep-dhankhar/ Sat, 06 Aug 2022 07:32:31 +0000 https://thenewsbangla.com/?p=15852 শনিবার উপরাষ্ট্রপতি নির্বাচন; তবে বিজেপি-প্রার্থী জগদীপ ধনকড়ের বিরুদ্ধে ভোট দিচ্ছে না তৃণমূল। ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে লোকসভা ও রাজ্যসভার সব সাংসদকে। এমনকি তৃণমূলের টিকিটে জেতা শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকেও; চিঠি দিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

কাঁথি ও তমলুকের দুই সাংসদকে বলা হয়েছে; উপরাষ্ট্রপতি পদে ভোটদানে বিরত থাকছে তৃণমূল। কেন চিঠি দিয়ে জানানো হল; এই দুজনকে? কারণ, আগেই এনডিএ প্রার্থী জগদীপ ধনকড়ের পক্ষে; সওয়াল করেন শিশির অধিকারী। তৃণমূলের অনুমান, ধনকড়কেই ভোট দেবেন অধিকারী পরিবারের দুই সাংসদ শিশির ও দিব্যেন্দু। সেই কারণেই দলের অবস্থান জানিয়ে দুই সাংসদকে চিঠি।

আরও পড়ুনঃ চুরি দেখেই ‘দলবদল’, মমতার ‘বিভূষণ’ ফিরিয়ে সিপিএমের পুরষ্কার নিচ্ছেন অমর্ত্য সেন

কেন বিরোধীদের মহিলা প্রার্থী মার্গারেট আলভা-কে; ভোট দিচ্ছে না মমতার তৃণমূল? কেন এতদিন তুমুল বিরোধিতা করা ধনকড়ের বিরুদ্ধে ভোট দেবে না ঘাসফুল? উপরাষ্ট্রপতি হিসেবে বেঙ্কাইয়া নাইড়ুর মেয়াদ; শেষ হচ্ছে শনিবার; তাই নয়া উপরাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনডিএ পক্ষের প্রার্থী জগদীপ ধনখড় এবং অ-বিজেপি জোট প্রার্থী মার্গারেট আলভা।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন; “শেষ-মুহূর্তে মার্গারেট আলভার নাম বিরোধীপক্ষের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। যে দলের ৩৫ জন সাংসদ রয়েছে; সেই দলের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত হয়েছে”। তাই প্রতিবাদ-স্বরূপ সর্বসম্মতিক্রমে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায়; অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।

]]>
পার্থর জেলে যাবার দিনেই, দিল্লিতে মোদী-মমতা ৪৫ মিনিট বৈঠক https://thenewsbangla.com/partha-chaterjee-in-jail-mamata-banerjee-meets-pm-narendra-modi-at-delhi/ Fri, 05 Aug 2022 14:03:06 +0000 https://thenewsbangla.com/?p=15844 পার্থর জেলে যাবার দিনেই; দিল্লিতে মোদী-মমতা ৪৫ মিনিট বৈঠক। এই মুহূর্তে বিভিন্ন প্রকল্প বাবদ, কেন্দ্রের কাছে প্রায় ৯৭ হাজার কোটি টাকা পাওনা রয়েছে বলে; বারবার দাবি জানিয়ে আসছে রাজ্য। পাশাপাশি, বিভিন্ন প্রকল্পের নামকরণ নিয়েও; কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত চলছে। তার জেরে থমকে বাংলা আবাস যোজনা ও সড়ক যোজনার কাজ। এমনই অভিযোগ রাজ্যের। এই আবহেই শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে; মোদীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, পাওনা অর্থ আদায়; কেন্দ্রীয় এজেন্সির ‘অতিসক্রিয়তা’-সহ একাধিক ইস্য়ু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা সারলেন; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে রাজ্যের বকেয়া বাবদ প্রায় ১ লক্ষ ৯৮৬ কোটি টাকার হিসেব; লিখিত আকারে মোদীকে দিলেন মমতা।

আরও পড়ুন; ইতিহাসে চেপে দেওয়া ঘটনা, পাঠান ও সুলতান রাজত্বের যম বাংলার ‘রায়বাঘিনী’

পূর্বপরিকল্পনা মতো শুক্রবার বিকেল সাড়ে চারটেয়; প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর সাক্ষাতের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই; প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানান মোদী। প্রধানমন্ত্রীকে হলুদ গোলাপের তোড়া ও মিষ্টি উপহার দেন মমতা। দেওয়া হয় বাটিকের নকশা করা একটি উত্তরীয়ও। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের দিকেই নজর ছিল সকলের। জানা গেছে, বৈঠকে দ্রুত রাজ্যের বকেয়া টাকা মেটানোর দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রবিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠকে; অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার তিনদিন আগে বৃহস্পতিবারই দিল্লি পৌঁছে যান তিনি; তাঁর এই দিল্লি-যাত্রা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। আক্রমণ শানিয়েছে বিরোধীরা। কারণ, নিয়োগ-দুর্নীতির মামলায়; ইডি তদন্ত নিয়ে রাজ্য রাজনীতি এখন সরগরম। পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়; আজই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ পেয়েছেন।। এই প্রেক্ষাপটে দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠকের নেপথ্যে; অশুভ আঁতাঁতের অভিযোগ তুলেছে সিপিএম।

আগামীকাল ৬ অগাস্ট উপ-রাষ্ট্রপতি নির্বাচনের আগে; মমতার সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড়, বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের ঠিক আগে অমিত শাহের সঙ্গে; বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন; সুকান্ত মজুমদার। দিল্লিতে শুক্রবার মমতা-মোদীর সাক্ষাতের পর; প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চেয়েছে বঙ্গ বিজেপি।

]]>
“ভয় দেখিয়ে লাভ নেই, যা করার করে নিন”, দুর্নীতি মামলায় মোদীকে হুঁশিয়ারি রাহুলের https://thenewsbangla.com/rahul-gandhi-slams-narendra-modi-bjp-on-national-herald-scam-case/ Thu, 04 Aug 2022 10:51:31 +0000 https://thenewsbangla.com/?p=15806 ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায়, ইয়ং ইন্ডিয়ান লিমিটেডের অফিস কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিল করে দেওয়ার পর; বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত সংসদের দুই কক্ষ। বিজেপি বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহারের অভিযোগে সরব; কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। হট্টগোলের জেরে বেলা ১২টা পর্যন্ত রাজ্যসভা; ও লোকসভা দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়। ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে অপব্যবহারের অভিযোগে; প্রতিবাদ করেছেন কংগ্রেস সাংসদরা। ন্যাশনাল হেরাল্ড মামলায় একাধিক-বার রাহুল গান্ধী এবং সনিয়া গান্ধীকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যা নিয়ে আগে পথে নেমেছিলেন কংগ্রেস নেতা-কর্মীরা। এবার “ভয় দেখিয়ে লাভ নেই, যা করার করে নিন”; দুর্নীতি মামলায় বিজেপি ও মোদীকে হুঁশিয়ারি দিলেন রাহুল গান্ধী।

রাহুল গাঁধী এদিন বলেন, “ভেবেছে চাপ দিয়ে চুপ করিয়ে দেবে; আমরা চুপ করব না। নরেন্দ্র মোদীকে ভয় পাই না; যা করার করে নিক। আমাদের কাজ দেশকে রক্ষা করা, গণতন্ত্রকে রক্ষা করা; দেশের ঐক্য রক্ষা করা। আমরা সেটা করে যাব”।

আরও পড়ুনঃ “উনি কিছু খাননি”? ইডি হেফাজতেও পার্থর শরীর নিয়ে চিন্তায় অর্পিতা

“চোরের মায়ের বড় গলা”; বলেছেন বিজেপি নেতারা। বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন; “এই বিষয়টি নিয়ে আদালতের কাছে যাচ্ছেন না কেন? এর আগেও তো কোর্টে গিয়েছেন ওঁরা, সেখানে ওঁরা হেরেছেন”। রাহুলকে পাল্টা ‘পার্টটাইম রাজনীতিবিদ’ বলেও কটাক্ষ বিজেপির। সবমিলিয়ে দিল্লির রাজনীতি; ন্যাশান্যাল হেরাল্ড দুর্নীতি মামলা নিয়েই সরগরম।

]]>
‘লকডাউনে ভারতের ২০ শতাংশ মানুষ খাবার পায়নি’, অমর্ত্য সেনের প্রতীচী ট্রাস্টের রিপোর্ট https://thenewsbangla.com/amartya-sen-pratichi-trust-report-20-per-cent-indians-suffer-food-crisis-in-lockdown/ Sat, 02 Jul 2022 13:59:26 +0000 https://www.thenewsbangla.com/?p=15781 ‘লকডাউনে ভারতের ২০ শতাংশ মানুষ খাবার পায়নি’; অমর্ত্য সেনের প্রতীচী ট্রাস্টের রিপোর্ট সামনে এল। লকডাউনে ২০ শতাংশ ভারতীয় খাদ্য সংকটে ভুগেছেন; এমনই তথ্য প্রকাশ করা হয়েছে, অমর্ত্য সেনের প্রতীচী ট্রাস্টের রিপোর্টে। অর্থাৎ, দেশে প্রতি ৫ জন মানুষের মধ্যে; ১ জন ব্যক্তি খাদ্য সংকটে ভুগেছেন। বিজেপির তরফ থেকে এই রিপোর্ট উড়িয়ে দেওয়া হয়েছে। তবে তৃণমূলের তরফ থেকে এই রিপোর্ট নিয়ে; এখনও কিছু বলা হয়নি।

২০২০ সালের অগস্ট থেকে নভেম্বর পর্যন্ত; দেশে একটা সমীক্ষা চালিয়েছিল অমর্ত্য সেনের প্রতীচী ট্রাস্ট। ওই সমীক্ষায় আড়াই হাজার মানুষের সঙ্গে; কথা বলা হয়, বলে জানা গেছে। সমীক্ষার সেই রিপোর্টে বলা হয়েছে, “করোনা কালে প্রান্তিক মানুষদের মধ্যে; ৮৭.৮০ শতাংশ মানুষ তাদের কাজ হারিয়েছেন। বাংলা থেকে কাজের খোঁজে, অন্য রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিকদের মধ্যে; ৯৩.২০ শতাংশই কাজ হারিয়েছেন।

আরও পড়ুনঃ বিজেপি লোকসভায় কটা আসন জিতলে, কান ধরে ওঠবস করার চ্যালেঞ্জ ছুঁড়লেন ফিরহাদ হাকিম

এই রাজ্যে জব কার্ডধারী-দের মধ্যে; ১০০ দিনের কাজ পেয়েছিলেন মাত্র ৫৫ শতাংশ মানুষ। রিপোর্টে এও বলা হয়েছে, লকডাউনের সময় সর্বাধিক ২৪০ দিন পর্যন্ত খাদ্য সংকট চলেছে। প্রতি ৫ জন মানুষের মধ্যে ১ জন ব্যক্তি অর্থাৎ, ২০ শতাংশ মানুষ খাদ্য সংকটে ভুগেছেন। তবে, সবচেয়ে বেশি ভুক্তভোগী সেই সব নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তরা; যাঁদের রেশন কার্ড নেই।

আরও পড়ুনঃ ‘নুপূর শর্মা’ নামের আড়ালে পা’ক জ’ঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে কারা, খুঁজে বের করবে এনআইএ

২০২১ সালে অমর্ত্য সেনের প্রতীচী ট্রাস্টের রিপোর্টে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি প্রকল্পের; ঢালাও প্রশংসা করা হয়। তার মধ্যে একটি হল, ‘দিদিকে বলো’ এবং অন্যটি ‘দুয়ারে সরকার’। প্রতীচী ট্রাস্ট তাদের সমীক্ষার রিপোর্টে দাবি করে; ‘দিদিকে বলো’ প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিপুল সংখ্যক মানুষ, যেমন তাঁদের অভাব অভিযোগ সরকারের কাছে তুলে ধরতে পেরেছেন; তেমনই ‘দুয়ারে সরকার’-এর মাধ্যমে প্রায় পৌনে তিন কোটি মানুষ উপকৃত হয়েছেন।

শুধু তাই নয়, এই দুটি প্রকল্পের মাধ্যমে যত অভিযোগ জমা পড়েছিল; তার ৯৫ শতাংশই সমাধান করা হয়েছে। ওই রিপোর্টে আরও দাবি করা হয়ে, ‘দিদিকে বলো’ প্রকল্পের মাধ্যমে; অনলাইনে ১০ লক্ষেরও বেশি অভিযোগ নিয়ে কাজ হয়েছে।

]]>