NabannaAbhijaan – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 15 Sep 2022 05:00:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg NabannaAbhijaan – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “সংখ্যালঘু মহিলা পুলিশ দিয়ে আমাকে ফাঁসানোর পিসি-ভাইপোর চক্রান্ত ফাঁস” https://thenewsbangla.com/kolkata-police-plot-by-order-of-mamata-abhishek-to-frame-me-with-minority-women-police-exposed-said-suvendu-adhikari/ Thu, 15 Sep 2022 04:59:21 +0000 https://thenewsbangla.com/?p=16811 “সংখ্যালঘু মহিলা পুলিশ দিয়ে আমাকে ফাঁসানোর পিসি-ভাইপোর চক্রান্ত ফাঁস”। এমনটাই দাবি করলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্ফোরক অভিযোগ করলেন, শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে ফাঁসানোর ব্যাপারে, ‘প্লট’ সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশ কর্তাদের। মহিলা পুলিশ অফিসার, তারপরে আবার সংখ্যালঘু, এমন পুলিশ অফিসারকেই পাঠানো হয়েছিল শুভেন্দুকে গায়ে হাত দিয়ে বিরক্ত করতে। যাতে রেগে গিয়ে কোন ভুল করে ফেলেন তিনি। কিন্তু পিসি-ভাইপোর চক্রান্ত তিনি আগেই ধরে ফেলেছিলেন বলেই দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

বিস্ফোরক অভিযোগ করলেন, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, নানানভাবে শুভেন্দুকে শায়েস্তা করতেই বিভিন্ন ব্যবস্থা নিয়েছে পুলিশ, নবান্ন অভিযানে গতকালের পুলিশের প্ল্যানটা তারই অঙ্গ। ঠিক ছিল শুভেন্দুকে বিদ্যাসাগর সেতুর আগেই আটকাতে হবে। তাঁকে মহিলা পুলিশ দিয়ে ঘিরে রাখা হবে। ‘প্রভোক’ করা হবে যাতে শুভেন্দু উত্তেজিত হয়ে, হাত চালান। উত্তেজিত হয়ে হাত চালালেই, ৩৫৪ ধারায় অভিযুক্ত করে এফআইআর করা হবে।

আরও পড়ুন; “বিচারব্যবস্থার একাংশ বিজেপিকে সাহায্য করছে”, আদালতকেও দাগিয়ে দিলেন অভিষেক

অভিযোগ, পুরো দায়িত্বে রাখা ছিল, এক সংখ্যালঘু মহিলা আইপিএস-কে। সঙ্গে প্রায় ২০ জন মহিলা কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ার ছিলেন প্রথম বৃত্তে। তারপরে জেনারেল পুলিশ, পরের বৃত্তে ছিলেন আরও মহিলা পুলিশ। পুরো এলাকা কর্ডন করে ছিল, তিনটি থানার পুলিশ। শুভেন্দু স্পটে এলেই, তাঁকে বৃত্তে বন্দী করবেন মহিলা বাহিনী। ঠিক সেই মাফিক পুরো অপারেশন, অপারেট শুরু করেন ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। শুভেন্দুর হাত ধরে টানাটানি শুরু করেন, এক মহিলা পুলিশ অফিসার। সেই ছবিও মিডিয়ার ভিডিও ফুটেজে দেখা গেছে।

বুদ্ধিমান শুভেন্দু অধিকারী যে ছকটা ধরে ফেলবেন, সেটা বোঝেনি কলকাতা পুলিশ। পুলিশের পরিকল্পনা সফল হবার আগেই, সেটা নিয়ে চিৎকার করেন শুভেন্দু নিজেই। তখনই তিনি বলেন, “আমার গায়ে হাত দেবেন না। আপনি মহিলা, আমি পুরুষ”। শুভেন্দুকে এইভাবে ফাঁসানোর পরিকল্পনা, ফেল করে কলকাতা পুলিশের। ফাঁসাতে না পেরে শুভেন্দুকে, শেষপর্যন্ত অ্যারেস্ট করা হয়। শুভেন্দুর কথায় সায় দিয়ে, সব বিজেপি নেতাই এখন এই অভিযোগ করছেন। তবে রাজ্য প্রশাসন বা কলকাতা পুলিশের তরফ থেকে, এখনও এই নিয়ে কোন মন্তব্য করা হয়নি। তবে তৃণমূল নেতারা বলেছেন, “মনগড়া গল্প বলছেন, শুভেন্দু অধিকারী”।

]]>
“আমাকে বাঁচতে দিন, দয়া করে জামিন দিন”, আদালতে কেঁদে ভাসালেন পার্থ https://thenewsbangla.com/partha-chatterjee-cried-at-court-for-bail-after-ed-lawyers-present-evidence/ Wed, 14 Sep 2022 14:54:18 +0000 https://thenewsbangla.com/?p=16798 “আমাকে বাঁচতে দিন, দয়া করে জামিন দিন”, আদালতে কেঁদে ভাসালেন পার্থ। এবার শুনানি চলাকালিন আদালতে কেঁদে ফেললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কান্নাভেজা গলায় আদালতে বিচারপতির কাছে তিনি জানান, “আমাকে ছেড়ে দিন। আমাকে বাঁচতে দিন। প্রয়োজনে আমাকে ঘরবন্দি করে রাখুন কিন্তু জামিন দিন”। বুধবার ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়েছিল, এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। সেখানেই নিজের জামিনের জন্য, কাতর আর্জি জানান পার্থ। একইসঙ্গে উদ্ধার হওয়া সম্পত্তির সঙ্গে, তাঁর কোনও যোগ নেই বলেও এদিন দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়।

বুধবার আদালতে ইডির আইনজীবীরা জানান, ‘পার্থ-অর্পিতার প্রায় ১০০ কোটি টাকার, সম্পত্তির হদিশ মিলেছে’। কিন্তু এই সম্পত্তির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই, বলে দাবি করেছেন পার্থ। তিনি বলেছেন, “ইডি আধিকারিকরা আমার বিধানসভা কেন্দ্রে এসে দেখুন, আমি কে, আমার পরিবার কী, এত টাকা নিয়ে আমি কী করব? কোথা থেকে আসবে এত টাকা?” এরপরই আদালতে কেঁদে ফেলেন, তৃণমূলের প্রাক্তন মহাসচিব। ধরা-ধরা গলায় তিনি বলেন, “প্রয়োজনে আমাকে ঘরে আটকে রাখুন। বাড়িতে বন্ধ করে রাখুন। কিন্তু আমাকে বাঁচতে দিন। আমাকে জামিন দিন”।

আরও পড়ুন; “আমি থাকলে মাথায় গুলি করতাম, পুলিশ সংযম দেখিয়েছে”, অভিষেক বন্দ্যোপাধ্যায়

তবে বিচারপতি জানান, “আপনার পরিচিতের ফ্লাট থেকে নগদ ৫০ কোটি টাকা পাওয়া গেল, আপনাদের দুজনের নামে যৌথ সম্পত্তি উদ্ধার হচ্ছে একের পর এক, আর আপনি কিছুই জানেন না, এটা বিশ্বাস করা যায়”?

]]>
“আমি থাকলে মাথায় গুলি করতাম, পুলিশ সংযম দেখিয়েছে”, অভিষেক বন্দ্যোপাধ্যায় https://thenewsbangla.com/abhishek-banerjee-i-would-have-shot-in-the-head-police-showed-restraint/ Wed, 14 Sep 2022 12:24:17 +0000 https://thenewsbangla.com/?p=16795 “আমি থাকলে মাথায় গুলি করতাম, পুলিশ সংযম দেখিয়েছে”, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত এসিপিকে দেখতে, এসএসকেএম গেলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন, কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়। মঙ্গলবার বড়বাজারে বিজেপি-র নবান্ন অভিযানে আক্রান্ত হন তিনি। বুধবার তাঁকে দেখে হাসপাতাল থেকে বেরিয়েই, বিজেপি-কে তীব্র আক্রমণ করলেন অভিষেক।

পরিস্কার বলেন, “আমি ওখানে থাকলে মাথায় গুলি করতাম, পুলিশ সংযম দেখিয়েছে”। নবান্ন অভিযান, “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, এদিন একযোগে বললেন মমতা অভিষেক। বিজেপির নবান্ন নিয়ে একযোগে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, বিজেপির নবান্ন অভিযান নিয়ে বুধবার পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে এমনই মন্তব্য করলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহত পুলিশ কর্মীদের দেখে এসে, সেই একই মন্তব্য করলেন, তৃণমূল সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন; নবান্ন অভিযান, “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, একযোগে মমতা অভিষেক

এদিন অভিষেক কপালের মাঝখান দেখিয়ে পরিস্কার বলেন, “আমি থাকলে ঠিক মাথায় গুলি করতাম”। অভিষেক আরও বলেন, “গায়ের জোরে গুন্ডামি, মস্তানি করেছে বিজেপি। পুলিশকে স্যালুট। যে ধৈর্য, সংবেদনশীলতা এবং সংযমের পরিচয় দিয়েছেন ওঁরা, তার জন্য কুর্নিশ জানাই। ওঁদের নিরলস পরিশ্রমের জন্যই, আজ বাংলা সুরক্ষিত। ওদের জন্যই দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। সংবাদমাধ্যমকে ধন্যবাদ, কাল প্রকৃত সত্য তুলে ধরেছেন”। অভিষেকের বক্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

]]>
বিজেপির নবান্ন অভিযান, ‘লোকসংখ্যা’ নিয়ে দুই মত ফিরহাদ কুণালের https://thenewsbangla.com/bjp-nabanna-abhijaan-how-many-people-firhad-hakim-kunal-ghosh-on-different-views/ Wed, 14 Sep 2022 10:45:01 +0000 https://thenewsbangla.com/?p=16789 বিজেপির নবান্ন অভিযান, ‘লোকসংখ্যা’ নিয়ে দুই মত ফিরহাদ কুণালের। বিজেপির নবান্ন অভিযান, কত লোক হয়েছিল? সেই নিয়ে ভিন্ন মত বিভিন্ন তৃণমূল নেতাদের। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ‘বিহার উত্তরপ্রদেশ থেকে গু’ন্ডা নিয়ে এসেছিল বিজেপি’। আবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, “বিজেপির নবান্ন অভিযান ব্যর্থ, লোকই হয়নি”।
তাহলে কোনটা ঠিক, প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা।

বিজেপির নবান্ন অভিযান, ‘কত লোক’, মিলছে না মমতা ও অভিষেকের বক্তব্যও। কে ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রসঙ্গ, বঙ্গ বিজেপির নবান্ন অভিযান। বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দেননি, মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, “বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি। বেলুন ফুটো হয়ে গেছে, গুরুত্ব দেওয়ার দরকার নেই”। অন্যদিকে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “শুধু বাংলা নয়, বিজেপির গুন্ডামি দেখল গোটা দেশ, ক্ষমতায় এলে কী করত, ভেবেই কেঁপে উঠছি”।

আরও পড়ুনঃ লজ্জায় বাংলার শিক্ষা, তৃণমূল আমলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগও বেআইনি

দুরকম বক্তব্য ফিরহাদ হাকিম ও কুণাল ঘোষেরও। একজন বলেছেন, “লোক হয়নি”। অন্যজন বলেছেন, “বাইরের রাজ্য থেকে গু’ন্ডা আনা হয়েছিল”। নবান্ন অভিযান নিয়ে, ভিন্ন মত তৃণমূল নেতাদের।

অন্যদিকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার ভিড়ের ছবি দিয়ে লেখেন, “যারা বলছে লোক হয়নি, তারা ছবি দেখেই ভয় পেয়েছে, তাই ভুল বকছে। তৃণমূল সরকারের শেষ সময় হাজির, মানুষ এই সরকারকে আর চায় না। সেটা নবান্ন অভিযানেই প্রমাণ হয়ে গেছে”।

]]>
মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কালি, মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনেই https://thenewsbangla.com/cm-mamata-banerjee-face-covered-with-black-ink-on-the-day-of-cms-district-visit/ Wed, 14 Sep 2022 06:05:57 +0000 https://thenewsbangla.com/?p=16782 মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কালি, মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনেই। মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনেই, রাতের অন্ধকারে মমতা বন্দোপাধ্যায়ের ছবিতে আলকাতরার কালো কালি লাগানোর ঘটনায় চাঞ্চল্য! মমতার বেশ কিছু ছবিতে, তাঁর মুখেতে কালো কালি লেপে দেওয়া হয়েছে। এই ঘটনার জন্য বিজেপির দিকেই, আঙুল তুলেছে তৃণমূল নেতারা। যদিও বিজেপির দাবি, তৃণমুলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং গোষ্ঠী কোন্দলের ফল এই ঘটনা!

অভিযোগ, রাতের অন্ধকারে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে লাগানো, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের একের পর এক ছবিতে, ব্যানারে, পোস্টারে কালো কালি লেপে দেওয়া হয়েছে। ছিঁড়েও দেওয়া হয়েছে, মমতা বন্দোপাধ্যায়ের বেশ কিছু ছবি, পোস্টার। এদিকে আজ বুধবার পুর্ব মেদিনীপুর জেলা সফরে, প্রশাসনিক বৈঠকে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

আরও পড়ুনঃ বিজেপির নবান্ন অভিযান, ‘কত লোক’, মিলছে না মমতা ও অভিষেকের বক্তব্য

মুখ্যমন্ত্রী মমতা বৈঠক করবেন, নিমতৌড়িতে জেলাশাসক ভবনের কনফারেন্স হলে। তাঁর আসার পথেই পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ার রাতুলিয়া থেকে নিমতৌড়ি পর্যন্ত, রাস্তার দু’ধারে তৃণমূলের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে পোস্টার-ব্যানার লাগানো হয়েছে। অভিযোগ গভীর রাতে দেখা যায়, মুখ্যমন্ত্রীর ছবিতে তাঁর মুখে কালো আলকাতরা মাখিয়ে দেওয়া হয়েছে।

কিছু কিছু পোস্টার আবার ছুরি দিয়ে ফালাফালা করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী যে পথ দিয়ে আসবেন সেই রাস্তায় লাগানো, মুখ্যমন্ত্রীর হোডিংয়ে কালো আলকাতরা লাগানো এবং ছিঁড়ে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে, তৃণমূলের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করছে বিজেপি।

]]>
বিজেপির নবান্ন অভিযান, ‘কত লোক’, মিলছে না মমতা ও অভিষেকের বক্তব্য https://thenewsbangla.com/bjp-nabanna-abhijaan-mamata-banerjee-and-abhishek-banerjee-statements-do-not-match/ Wed, 14 Sep 2022 05:08:51 +0000 https://thenewsbangla.com/?p=16779 বিজেপির নবান্ন অভিযান, ‘কত লোক’, মিলছে না মমতা ও অভিষেকের বক্তব্য। কে ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রসঙ্গ, বঙ্গ বিজেপির নবান্ন অভিযান। বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দেননি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি। বেলুন ফুটো হয়ে গেছে, গুরুত্ব দেওয়ার দরকার নেই”। অন্যদিকে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “শুধু বাংলা নয়, একঝলক বিজেপির গুন্ডামি দেখল গোটা দেশ, ওরা ক্ষমতায় এলে কী করত, ভেবেই কেঁপে উঠছি”।

কলকাতা ও হাওড়ার রাস্তায় যখন, বিজেপি কর্মী সমর্থকদের দাপাদাপি চলছে, তখন মঙ্গলবার পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির সঙ্গে মানুষ নেই। কোন লোক হয়নি, তাই বিজেপিকে গুরুত্ব দেওয়ার দরকার নেই”।

আরও পড়ুনঃ অবাক কাণ্ড, সরকারি প্রকল্পে বেসরকারি চাকরি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার

নবান্ন অভিযানকে কেন্দ্র করে, হাওড়া ও কলকাতায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। টুইটে তা নিয়ে বিজেপিকে তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “আজ শুধু বাংলা নয় গোটা দেশ দেখল, বিজেপির গুণ্ডাদের তাণ্ডব। ওরা ক্ষমতায় এলে কী করত”।

অন্যদিকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার ভিড়ের ছবি দিয়ে লেখেন, “যারা বলছে লোক হয়নি, তারা ছবি দেখেই ভয় পেয়েছে, তাই ভুল বকছে। তৃণমূল সরকারের শেষ সময় হাজির, মানুষ এই সরকারকে আর চায় না। সেটা তারা নবান্ন অভিযানেই প্রমাণ করে দিয়েছে”।

]]>
“মুখে বলে প্রমাণ করতে হল তিনি পুরুষ”, শুভেন্দুকে ‘আলুভাতে’ কটাক্ষ কুণালের https://thenewsbangla.com/kunal-ghosh-on-suvendu-adhikari-on-bengal-bjp-nabanna-abhijaan/ Tue, 13 Sep 2022 16:56:38 +0000 https://thenewsbangla.com/?p=16776 “মুখে বলে প্রমাণ করতে হল তিনি পুরুষ”, শুভেন্দুকে ‘আলুভাতে’ কটাক্ষ কুণালের। “পুলিশের সামনে দাঁড়াতেই পারেননি ভয়ে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানের আগেই একপ্রকার ‘আত্মসমর্পণ’ করে দেন”, এমনটাই দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। এদিন নবান্ন অভিযান নিয়ে বলতে গিয়ে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পাল্টা শুভেন্দু বলেছেন, “আমি কোন জেলখাটা আসামির কথার উত্তর দি না”।

এদিন কুণাল ঘোষ দাবি করেন, শুভেন্দু অধিকারী নবান্ন অভিযান শুরুর আগেই পুলিশের হাতে ধরা দেন। কুণাল বলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানের আগেই একপ্রকার পুলিশের কাছে ‘আত্মসমর্পণ’ করে দেন। এদিন সকাল থেকেই শুভেন্দুর উদ্দেশ্যে একের পর এক কটাক্ষ আসা শুরু হয়, কুণাল ঘোষ এর তরফ থেকে।

আরও পড়ুনঃ অবাক কাণ্ড, সরকারি প্রকল্পে বেসরকারি চাকরি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার

কুণাল ঘোষের কটাক্ষ, “রাজ্যের বিরোধী দলনেতার দিকে যতগুলি ক্যামেরা তাক করা ছিল, তত মিনিটও পুলিশের সামনে দাঁড়াতে পারল না। পুলিশের সামনে দাড়িয়ে থাকার নার্ভ ওর নেই”। পরে কটাক্ষের সুর আরও চড়ান কুণাল। এবার একেবারে ব্যক্তিগত স্তরে গিয়ে, আক্রমণ করেন শুভেন্দুকে।

বলেন, “আজ শুভেন্দুকে মুখে বলে প্রমাণ করতে হল তিনি পুরুষ”। বিখ্যাত বাংলা ছবি সপ্তপদীর প্রসঙ্গ টেনে এনে, তৃণমূল মুখপাত্র বলেন, “এ যেন সপ্তপদী রিভিজিটেড। সেদিন রিনা ব্রাউন বলেছিলেন, আমায় টাচ করবে না। আর আজ শুভেন্দু অধিকারী বললেন”।

]]>