DilipGhosh – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 15 Sep 2022 10:53:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg DilipGhosh – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “দিলীপের নখের যোগ্য নয় কেউ”, শুভেন্দু-সুকান্তকে কটাক্ষ কুণালের https://thenewsbangla.com/kunal-ghosh-on-dilip-ghosh-suvendu-adhikari-sukanta-majumder-bengal-bjp-leaders/ Thu, 15 Sep 2022 10:53:21 +0000 https://thenewsbangla.com/?p=16820 “দিলীপের নখের যোগ্য নয় কেউ”, শুভেন্দু-সুকান্তকে কটাক্ষ কুণালের। রাজনীতির এক ‘ঘোষ’কে দরাজ সার্টিফিকেট দিলেন আর এক ‘ঘোষ’। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে, গেরুয়া শিবিরের তিন নেতার মধ্যে সবচেয়ে এগিয়ে রাখলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকেই। বাকিদের নিয়ে তাঁর কটাক্ষ, “দিলীপের নখের যোগ্য নয় কেউ”। যদিও তাঁর এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ, বিজেপি শিবির এবং শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার।

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানের দিন, বাংলায় গেরুয়া ব্রিগেডের তিন নেতার উপর দায়িত্ব ছিল মিছিলে নেতৃত্ব দেওয়ার। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গ টেনেই এদিন কটাক্ষ করেন, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

আরও পড়ুন; “মমতার চাকরির অফার লেটার দুর্নীতি”, রাজ্য সরকার কোম্পানির লেটারহেড জাল করেছে

কুণাল আরও বলেন, নবান্ন অভিযান শুরু হওয়ার কয়েক মিনিটের মধেই, লড়াইয়ের ময়দান ছাড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, কলেজ স্ট্রিট চত্বরে একটি সভায় বক্তব্য রেখেই বাড়ি চলে যান। আর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, স্বেচ্ছায় গ্রেফতার হন।

তবে কুণাল ঘোষের বক্তব্য, গুরত্ব দিতে নারাজ বঙ্গ বিজেপি শিবির। শুভেন্দু অধিকারী বলেন, “মানুষের টাকা চুরির দায়ে জেল খাটা কয়েদির কথার, জবাব দেওয়ার কিছুই নেই”। সুকান্ত মজুমদার বলেন, “এইভাবে বিজেপিকে ভাঙা যাবে না”। অন্যদিকে দিলীপ ঘোষ বলেন, “গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের হয়, কুণাল বিজেপিতে সেটাই লাগাবার চেষ্টা করছেন, লাভ হবে না”?

]]>
“বিচারব্যবস্থার একাংশ বিজেপিকে সাহায্য করছে”, আদালতকেও দাগিয়ে দিলেন অভিষেক https://thenewsbangla.com/abhishek-banerjee-tmc-mp-said-part-of-judiciary-system-is-supporting-bjp-bengal/ Thu, 15 Sep 2022 04:17:24 +0000 https://thenewsbangla.com/?p=16808 “বিচারব্যবস্থার একাংশ বিজেপিকে সাহায্য করছে”, আদালতকেও দাগিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি, সিবিআই, বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির পর, এবার সরাসরি বিচারব্যবস্থার বিরুদ্ধে বিজেপির হয়ে পক্ষপাতিত্বের বি’স্ফোরক অভিযোগ আনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি দাবি করলেন, ‘বিচারব্যবস্থার একটা অংশের প্রছন্ন মদত রয়েছে বিজেপির উপর। সেই মদতের জোরেই বিজেপি নেতারা মনে করছেন, আমরা যা খুশি করতে পারি’। আদালতকেও কি দাগিয়ে দিলেন অভিষেক? উঠে গেছে প্রশ্ন।

বিজেপির নবান্ন অভিযানে আহত হওয়া কলকাতা পুলিশ আধিকারিককে দেখতে গিয়ে, এসএসকেএম হাসপাতালে রাজ্য বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে বি’স্ফোরক অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি, বিচারব্যবস্থা থাকতে এভাবে সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে কী করে? যাদের মদতে এই ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে হাইকোর্ট?

আরও পড়ুনঃ গাড়ি পোড়ালে যদি মাথায় গুলি করতেন, তাহলে মানুষ ও পুলিশ হত্যায় কি করা উচিত

এরপরেই অভিষেক বপ্লেন, “অনেকে ভাবছে আমরা বিজেপি করি মানে, যা খুশি করতে পারি, কারণ বিচারব্যবস্থার একাংশের হাত আমাদের মাথায় আছে। তারা বিজেপিকে সুবিধা পাইয়ে দিচ্ছে। আমি সত্যিটা বলতে বাধ্য হচ্ছি। হয়তো এখনও অনেকে বিচারব্যবস্থায় আছেন, যারা মেরুদণ্ড সোজা রেখে কাজ করে চলেছেন। কিন্তু এখন আর বিচারব্যবস্থার উপর মানুষের আস্থা নেই। সেটা থাকলে কেউ এভাবে, আইন হাতে তুলে নিতে পারত না”। আর এই মন্তব্যের পরেই, শুরু হয়েছে জোর বিতর্ক।

]]>
ক্ষুব্ধ মোদী-শাহ-নাড্ডা, জেলায় সংগঠনের হাল ফেরাতে জেলা সফরে সুনীল-সতীশ https://thenewsbangla.com/modi-shah-nadda-angry-with-bengal-bjp-leaders-districts-tour-by-sunil-bansal-satish-dhond/ Mon, 05 Sep 2022 06:53:09 +0000 https://thenewsbangla.com/?p=16646 ক্ষুব্ধ মোদী-শাহ-নাড্ডা, জেলায় সংগঠনের হাল ফেরাতে এবার জেলা সফরে সুনীল-সতীশ। একেবারে বুথস্তরে গিয়ে এবার কাজ করবেন, বঙ্গ বিজেপির নতুন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ও দলের নয়া যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন সতীশ ধন্দ। জেলায় জেলায় সংগঠনের দুর্বলতার ‘গোড়ায় গলদ’ ও বসে যাওয়া নেতা-কর্মীদের ক্ষোভের কারণ খুঁজতে, নবান্ন অভিযানের পরই জেলা সফর শুরু করবেন সুনীল বনসল ও সতীশ ধন্দরা। জেলার নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে, সংগঠনের ‘হাল-হকিকৎ’ নিয়ে তাঁরা সরাসরি রিপোর্ট দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে।

জেলায় জেলায় অযোগ্য ও কাছের লোকেদের, দায়িত্ব দেওয়া হয়েছে। দূরে সরিয়ে রাখা হয়েছে, এতদিন লড়াই করে আসা পুরনো ও যোগ্যদের। বঙ্গ বিজেপির ক্ষমতাসীন শিবিরের কিছু নেতার বিরুদ্ধে ওঠা এই স্বজনপোষণের অভিযোগ, এবার খতিয়ে দেখতে চায় দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্ব। বাদ পড়া যোগ্য পুরনো নেতা-কর্মীদের ক্ষোভের কথা শুনে, এবার তাদের মান ভাঙাতে উদ্যোগী কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুনঃ ‘মমতাকে তাড়াতে সাহায্য করবে অভিষেক’, শুভেন্দুর ‘লক্ষণ’ মন্তব্যে শোরগোল বাংলায়

আগেই দলের ৪২টি সাংগঠনিক জেলার সভাপতিদের নিয়ে বৈঠক করে, সতীশ বুঝিয়ে দিয়েছেন এবার কড়া হাতেই ধরবেন সংগঠনের রাশ। জেলা সভাপতিদের নিয়ে সেই বৈঠকে সতীশ স্পষ্ট করে দিয়েছেন, আট-দশমাস জেলা সভাপতির দায়িত্বে থাকা হয়ে গিয়েছে, এবার কাজ দেখাতে হবে। দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম-সহ একাধিক জেলায় দলের কয়েকটি সাংগঠনিক জেলার সভাপতিদের কাজে যে তিনি খুশি নন, তার ইঙ্গিত দিয়েছেন ওই বৈঠকে।

]]>
“গাছের তলায় তুলে এনে কাপড় খুলে নেব”, কার ‘কাপড়’ খুলতে চাইলেন দিলীপ ঘোষ https://thenewsbangla.com/bjp-mp-dilip-ghosh-speaks-tmc-leader-saugata-roy/ Fri, 02 Sep 2022 07:36:18 +0000 https://thenewsbangla.com/?p=16603 “গাছের তলায় তুলে এনে কাপড় খুলে নেব”, কার ‘কাপড়’ খুলতে চাইলেন দিলীপ ঘোষ? বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের দাঁতনের এক সভায়, দিলীপ ঘোষ এমনই বিতর্কিত মন্তব্য করেন। নাম না করে তৃণমূল সাংসদ সৌগত রায়ের উদ্দেশ্যে তিনি বলেন, “ওই মোটা, কালো, ধুমসো একটা এমপি আছে টিএমসির। খালি বলে জুতো মারবে। কিছুই করতে পারবি না। তোর কাপড় খুলে নেবে এখানকার মানুষ। আমি বলছি, কলার ধরে নিয়ে এসে এখানে গাছের নীচে জুতো মারব। কোনও বাপের ব্যাটার হিম্মত নেই আটকে রাখার”। রাজনৈতিক প্রতিপক্ষের আক্রমণের জবাব দিতে গিয়ে, ফের অশালীন মন্তব্য করে বসেন দিলীপ ঘোষ।

দিন কয়েক আগে বিজেপির নেতা-কর্মীদের জুতোপেটা করার নিদান দিয়েছিলেন, পদার্থবিদ্যার অবসরপ্রাপ্ত অধ্যাপক তথা দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। একজন বরিষ্ঠ সাংসদের মুখে এই কুকথা নিয়ে, আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকেই। এদিন তারই পাল্টা জবাবে দিলীপ ঘোষ, বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের কাপড় খুলে নেবার কথা বলেন।

আরও পড়ুনঃ ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য, ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল

দাঁতনের সভা থেকে প্রকাশ্যে হুঁ’শিয়ারি দেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, “চিরদিন সমান কারও যায় না। সাবধানে কথা বলো। আমরা কি মায়ের দুধ খাইনি? জল খেয়ে বড় হয়েছি নাকি”? তবে বর্ষীয়ান দুই রাজনৈতিক নেতার কুকথার যুদ্ধে বাংলার রাজনীতি কোন দিকে যাচ্ছে, এই বিয়ে বিতর্ক উঠেছে বিভিন্ন মহলে। রাজনীতিতে এত বয়স্ক দুই নেতার মুখে কেন কু-কথা?

]]>
অনুব্রতর অবর্তমানে বীরভূমে জায়গা নিতে পারতেন দুধকুমার, সুযোগ দেয়নি বিজেপি https://thenewsbangla.com/dudhkumar-mondal-can-take-place-in-birbhum-politics-in-anubrata-mondal-absence/ Fri, 12 Aug 2022 08:15:42 +0000 https://thenewsbangla.com/?p=16101 অনুব্রতর অবর্তমানে বীরভূমে জায়গা নিতে পারতেন দুধকুমার, কিন্তু সেই সুযোগ দেয়নি বঙ্গ বিজেপি। অনুব্রত মণ্ডল আর দুধকুমার মণ্ডল। একজন তৃণমূলের দাপুটে নেতা, অন্যজন বিজেপির। তবে বীরভূমে দুই মণ্ডলের সম্পর্ক, প্রথম থেকেই একেবারে ‘সাপে-নেউলে’। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও মন্তব্য করতে, কখনও পিছপা হননি রাজ্য বিজেপির বিদ্রোহী নেতা দুধকুমার মণ্ডল। বীরভূমে প্রথম অনুব্রতর বিরুদ্ধে, সুর চড়াতে দেখা গিয়েছিল তাঁকে। বীরভূমের একমাত্র বিরোধী নেতা, যিনি অনুব্রতকে হু’মকি দেবার সাহস রাখেন।

অনুব্রতর নকুলদানার পাল্টা, তিনি অনুব্রতকে ‘নির্বাচন কমিশনের নকুলদানা খাওয়া’-র হুমকি দিয়েছিলেন। আবার কখনও অনুব্রতর ‘তৃণমূলের কর্মীদের হাত কেটে নেওয়া’-র, হুমকি দিয়েছিলেন দুধকুমার। দুধকুমারের সঙ্গে অনুব্রতর বাকবিতণ্ডা, বারবারই শিরোনামে উঠে এসেছিল। এবার অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পরও, তা নিয়ে মুখ খুলতে পিছপা হলেন না তিনি। অনুব্রতকে ‘বাজে লোক’ বলে উল্লেখ করে বলেন, সঠিক কাজ হয়েছে আরও অনেক আগে হওয়া দরকার ছিল”।

আরও পড়ুনঃ বাবাকে মেরেছিল ‘অনুব্রতর দল’, কেষ্টদার জন্য চোখে জল তৃণমূলে ‘গদি’ পাওয়া হৃদয়ের

একটা সময় বীরভূম বিজেপির জেলা সভাপতি ছিলেন, এই দুধকুমার মণ্ডল। তখন অনুব্রতর সঙ্গে তাঁর টক্কর, দেখার মত ছিল। আজও মনে করা হয়, বীরভূমে বিজেপিকে দাঁড় করাতে পারেন, একমাত্র দুধকুমারই। কিন্তু দলের গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি, আজও দুধকুমারকে সেই সুযোগ দেয়নি। জুনেই দুধকুমার তাঁর ফেসবুক পেজে লিখেছেন, “জেলা থেকে ব্লক কমিটি, আমার সাথে আলোচনা না করে কমিটি গঠন করেছে। তাই ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং কার্যকর্তাগণ আমাকে যারা ভালোবাসেন তার চুপচাপ বসে যান”।

এরপরেই তাঁকে শোকজ করে বিজেপি। জানা যায়, ব্লক কমিটি ও বুথ কমিটি গড়ার ব্যাপারে দুধকুমারের কোন প্রস্তাব মানেনই, দলেরই প্রাক্তন জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। পরে দেখা যায় বুথ কমিটিতে দুধকুমার অনুগামীদের জায়গাই দেওয়া হয়নি। তারপরেই ওই ফেসবুক পোস্ট করেন, বিরক্ত দুধকুমার মণ্ডল। ঘটনায় দুধকুমারের পাশেই দাঁড়ান তথাগত রায় থেকে অনুপম হাজরা।

বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা, দুধকুমারের ফেসবুক পোস্টের ‘স্ক্রিনশট’-সহ ট্যুইট করেন। তিনি লেখেন, “বর্তমানে যাঁরা সংগঠনে আছেন, তাঁদের উচিত দুধকুমার মণ্ডলের মতো পুরনো মানুষ, যাঁরা সাংগঠনিকভাবে বলিষ্ঠ, তাঁদের অভিজ্ঞতা এবং পরামর্শকে যথাযথ সম্মান-গুরুত্ব দিয়ে সংগঠনের সামনের সারিতে আনা।

]]>
চাকরি ও গরু চুরির দায়ে গ্রেফতার পার্থ অনুব্রত, প্রতিবাদে রাস্তায় তৃণমূল https://thenewsbangla.com/trinamool-congress-portest-rally-in-west-bengal-against-ed-cbi/ Fri, 12 Aug 2022 05:24:52 +0000 https://thenewsbangla.com/?p=16085 চাকরি ও গরু চুরির দায়ে গ্রেফতার পার্থ অনুব্রত, প্রতিবাদে রাস্তায় তৃণমূল। প্রথমে পার্থ চট্টোপাধ্যায় তারপরেই অনুব্রত মণ্ডলকে, গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা ইডি-সিবিআই। পরপর দুই ‘হেভিওয়েট’ নেতার গ্রেফতারির পরে, অনেকটাই ব্যাকফুটে তৃণমূল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে, প্রশ্ন তুলেছে তৃণমূল। তদন্তে নিরপেক্ষতার প্রশ্ন তুলে, শুক্রবার থেকে দুদিনের প্রতিবাদ কর্মসূচী পালন করবে, দলের ছাত্র-যুব সংগঠন। তৃণমূলের ছাত্র-যুব সংগঠনের প্রতিবাদ কর্মসূচীর পরে, ১৪ অগাস্ট সভা করবেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই নেত্রী দলের পরবর্তী কর্মসূচী ঘোষণা করবেন।

শুক্রবার প্রতিবাদ কর্মসূচী নিয়ে তৎপরতা, শুরু হয়ে গেছে তৃণমূল ছাত্র পরিষদে। এই প্রতিবাদ কর্মসূচীর নির্দেশ দিয়েছেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যান ক্লাবের পক্ষ থেকে জানান হয়েছে, কেন্দ্রীয় সরকার বাংলাকে বারবার লাঞ্ছিত ও অপমানিত করেছে। রাজনৈতিক স্বার্থে বারবার এই দুই কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে, ব্যবহার করেছে কেন্দ্র। রাজ্য সরকার তদন্তের স্বার্থে সবরকম সহযোগিতা করার পরেও ইডি-সিবিআই-কে ব্যবহার করছে কেন্দ্র।

আরও পড়ুনঃ তৃণমূল কি স্বীকার করেই নিল, “আমরা সবাই চোর”

তৃণমূল ছাত্র পরিষদের ডাকে বাংলার সমস্ত ব্লক, টাউন ও বিধানসভায় মিটিং মিছিলের আয়োজন করা হবে। শুক্রবার দুপুর ১টা নাগাদ তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের কর্মী-সমর্থকরা, জমায়েত করবেন আমহার্স্ট স্ট্রিট মোড়ে। সংগঠনের সমস্ত নেতৃত্বকে পূর্ণ শক্তি নিয়ে, সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। চুরির দায়ে ধরা পরা দুই নেতার জন্য রাস্তায় নামছে তৃণমূল।

]]>
উত্তরপ্রদেশে যোগীকে জেতানোর কারিগর, এবার বাংলা বিজেপির দায়িত্বে https://thenewsbangla.com/sunil-bansal-helps-yogi-adityanath-win-in-charge-of-bengal-bjp-instead-of-kailash-vijayvargiya/ Wed, 10 Aug 2022 14:02:53 +0000 https://thenewsbangla.com/?p=16023 উত্তরপ্রদেশে যোগীকে জেতানোর কারিগর, এবার বাংলা বিজেপির দায়িত্বে। সরানো হল, বহুদিন বাংলার দায়িত্বে থাকা কৈলাস বিজয়বর্গীয়কে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে ভোটে জেতানোর পিছনে বড় ভূমিকা ছিল তাঁর, সেই বিজেপি কেন্দ্রীয় নেতা সুনীল বনশল এবার হলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁকে এই পদে নিযুক্ত করলেন, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। একই সঙ্গে তাঁকে বাংলার পর্যবেক্ষক নিয়োগ করা হল, দেওয়া হল ওড়িশা এবং তেলঙ্গানার দায়িত্বও। বুধবার সুনীলের নিযুক্তির ঘোষণা করে বিজেপি।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে, বিজেপি-তে উত্থান ঘটে সুনীলের। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার পরেই, অমিত শাহের নেকনজরে পড়েন সুনীল বনশল। উত্তরপ্রদেশে ‘আপনা দলের’ মতো আঞ্চলিক দলগুলিকে, একজোট করে বিজেপি-র ভিত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সুনীলের। কৈলাস বিজয়বর্গীয়র পরিবর্তে, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বাংলা বিজেপির ভার এবার দেওয়া হল সুনীলের বুদ্ধিমান হাতে।

আরও পড়ুনঃ “পার্থ চোর হলেও, তৃণমূল কিন্তু চোর নয়”, জানিয়ে দিলেন ফিরহাদ

বাংলায় বিজেপির বৈতরণী পার করতে কৈলাস শুধু ব্যর্থই হননি, তাঁর আমলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরও বেড়েছে। মুকুল রায়-সহ তৃণমূল থেকে দলে-দলে লোকজনকে বিজেপি-তে এনে, পুরনো সৈনিকদের বিরাগভাজন হয়েছিলেন কৈলাস। বাংলায় তাঁর কর্মকাণ্ড নিয়েও, প্রশ্ন তোলেন অনেকে। এবার তাই বেছে বেছে তাঁর জায়গায় সুনীলকে তুলে আনায়, কৈলাসের রাজনৈতিক ভবিষ্যতের উপরও নেতিবাচক প্রভাব পড়ল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সুনীল বনশলের হাত ধরে, বঙ্গ বিজেপি কি করে, সেটাই এখন দেখার।

]]>
শুধু বিরোধী নেতা নয়, এবার কি বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী https://thenewsbangla.com/opposition-leader-suvendu-adhikari-may-be-the-bengal-bjp-state-president/ Tue, 09 Aug 2022 09:49:14 +0000 https://thenewsbangla.com/?p=15990 শুধু বিরোধী নেতা নয়, এবার কি বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী? রাজ্য রাজনীতিতে উঠে গেছে প্রশ্ন। বর্তমানে বঙ্গ বিজেপিতে একাধিক গোষ্ঠী। সুকান্ত, অমিতাভ, শুভেন্দু, দিলীপ, রাহুল নানা শিবিরে বিভক্ত রাজ্য বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে এই গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিয়ে, বাংলায় পার্টিকে শক্তিশালী করতে। ২০১৯—এর লোকসভা ভোটে যে টিমটা বাংলা থেকে ১৮টি আসন দিয়েছিল, সেই সফল টিমকেই ২০২৪-এ বেশি করে কাজে লাগাতে চাইছেন শাহ-নাড্ডারা। তাই ফের বঙ্গ বিজেপির সংগঠনে, বড়সড় রদবদল হতে পারে বলেই জোর জল্পনা শুরু গেরুয়া শিবিরে।

বাংলার নেতাদের উপর চরম অসন্তুষ্ট, বিজেপির কেন্দ্রীয় নেতারা। তাই বঙ্গ বিজেপিতে বড়সড় সাংগঠনিক রদবদল করবে দিল্লির নেতারা। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে, দিল্লিতে বৈঠক করেছেন অমিত শাহ, জেপি নাড্ডা। বৃহস্পতিবার ফের দিল্লিতে তলব করা হয়েছে শুভেন্দুকে। এরপরই বঙ্গ বিজেপিতে, সাংগঠনিক রদবদলের জল্পনা আরও তীব্র হয়েছে।

আরও পড়ুন; চাকরি চুরির পর গরু চুরি, পার্থর পর এবার কি জেলে ঢোকার পালা অনুব্রতর

বিজেপি সূত্রে কানাঘুষো চলছে, রাজ্যে সাংগঠনিক রদবদল হলে রাজ্য সভাপতি হতে পারেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদারকে সেক্ষেত্রে, সংসদীয় দলের কোনও দায়িত্বে আনা হতে পারে। পাশাপাশি রাজ্য বিজেপিতে গুরুত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও লকেট চট্টোপাধ্যায়ের। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন), অমিতাভ চক্রবর্তীর ক্ষমতা আরও খর্ব করা হতে পারে।

]]>