AnubrataMondal – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 10 Sep 2022 04:05:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg AnubrataMondal – The News বাংলা https://thenewsbangla.com 32 32 গরু চুরিতে অভিযুক্ত অনুব্রতকে ‘বীর’ বলে স্বীকৃতি মুখ্যমন্ত্রী মমতার, এটা ‘মিডিয়া ট্রায়াল’ নয় https://thenewsbangla.com/cm-mamata-banerjee-recognizes-anubrata-mondal-cow-theft-accused-as-hero-media-trial/ Sat, 10 Sep 2022 04:05:29 +0000 https://thenewsbangla.com/?p=16743 গরু চুরিতে অভিযুক্ত অনুব্রতকে ‘বীর’ বলে স্বীকৃতি মুখ্যমন্ত্রী মমতার, এটা ‘মিডিয়া ট্রায়াল’ নয়? উঠেছে প্রশ্ন। গরু পাচার মামলায় প্রধান অভিযুক্ত, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আদালতে বিচার চলছে। ঠিক সেই সময়েই, অনুব্রতকে ‘বীর’ সম্মান দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা বারবার বলেন, ‘মিডিয়া ট্রায়াল’ করবেন না। আর সেই মমতাই কিনা, অন্যব্রতকে বিচার হবার আগেই, ‘ক্লিনচিট’ দিয়ে দিলেন? মামলার রায় বেরোনোর আগেই বীরের সম্মান, এটাও কি ‘মিডিয়া ট্রায়াল’ নয়? উঠেছে প্রশ্ন।

“বিচারাধীন মামলায় মিডিয়া ট্রায়াল বন্ধ করুন”, বারবার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত চলছে, আদালতে মামলাও চলছে, তাও আগেভাগেই ‘রায়’ ঘোষণা করে দেওয়াটা, বাংলায় একটা পুরনো রোগ। যার নাম মিডিয়া ‘ট্রায়াল’। এর প্রতিবাদে বারবার মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার আরও একবার সেই তিনিই, অনুব্রত মণ্ডলকে ‘ক্লিনচিট’ দিয়ে বীরের সম্মান দিলেন।

আরও পড়ুনঃ এতকাণ্ডের পরেও কি, তৃণমূল নেতা মন্ত্রীদের ‘চাকরি চুরি’তে উৎসাহ দিলেন মমতা

এর আগেও পার্ক স্ট্রিট গণ’ধর্ষ’ন, দাঁড়িভিট হাইস্কুলে গু’লি, মাঝেরহাট ব্রিজ ভাঙা, বাদুড়িয়া, বসিরহাট সা’ম্প্রদা’য়িক উত্তেজনা,নারদ স্টিং অপারেশন, কামদুনি নৃ’শংস ধ’র্ষ’ণ কাণ্ড, বর্ধমানের কাটোয়ায় চলন্ত ট্রেনে মেয়ের সামনে মাকে ধ’র্ষ’ণ, শিলাদিত্য চৌধুরি, অম্বিকেশ মহাপাত্র, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা, এই সব ঘটনাতেই আগেভাগেই নিজের রায় ঘোষণা করে দিয়েছিলেন মমতা।

আর এবার অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দিয়ে, আদালতের রায়ের আগেই, মিডিয়া ট্রায়াল করে নিজের রায় জানিয়ে দিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়।

]]>
তথ্যপ্রমাণের অভাবে বেকসুর খালাস পেলেন অনুব্রত মণ্ডল https://thenewsbangla.com/anubrata-mondal-acquitted-for-lack-of-evidence-in-mangalkote-incident/ Fri, 09 Sep 2022 07:19:17 +0000 https://thenewsbangla.com/?p=16726 তথ্যপ্রমাণের অভাবে মঙ্গলকোট হিং’সা মামলায়, বেকসুর খালাস পেলেন অনুব্রত মণ্ডল। চার্জশিটে নাম থাকা অনুব্রত-সহ ১৫ জন খালাস পেলেন। স্বস্তির ছায়া তৃণমূল শিবিরে। ২০১০ সালে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে, অ’শান্তি সৃষ্টির অভিযোগ সহ একাধিক ধারায় মামলা হয় অনুব্রত মণ্ডল, কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ সহ ১৪ জনের বিরুদ্ধে। বাম জমানার শেষলগ্নে, মঙ্গলকোটে অশান্তির ঘটনা ঘটে। এই মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন, বীরভূম জেলা তৃণমূল সভাপতি ও তৎকালীন মঙ্গলকোটের দায়িত্বপ্রাপ্ত অনুব্রত মণ্ডল। এই ঘটনায় আজ তথ্যপ্রমাণের অভাবে, বেকসুর খালাস পেলেন অনুব্রত মণ্ডল।

কেতুগ্রামের বর্তমান তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ তাঁর ভাই ও নানুরের তৃণমূল নেতা কাজল শেখ-সহ, মোট ১৫ জনও বেকসুর খালাস পেয়ে গেলেন। আগেই এক অভিযুক্তর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার ১৪ জনের বয়ান নেওয়া হয়। অনুব্রত মণ্ডল দাবি করেন, তিনি নির্দোষ। শুক্রবার সবাইকে আদালতে পেশ করা হলে, তথ্য-প্রমাণের অভাবে খালাস হয়ে যান অনুব্রত সহ ১৫ জন। এর জন্য আসানসোল জেল থেকে, ৯ সেপ্টেম্বর বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে নিয়ে আসা হয় বিধাননগরে।

আরও পড়ুনঃ এতকাণ্ডের পরেও কি, তৃণমূল নেতা মন্ত্রীদের ‘চাকরি চুরি’তে উৎসাহ দিলেন মমতা

২০১০ সালের ৫ মার্চ মঙ্গলকোটের লাখুরিয়ার মল্লিকপুর গ্রামে, ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। এই ঘটনায় চার্জশিট দেয় মঙ্গলকোট থানা। তাতেই অনুব্রত মণ্ডল কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাওয়াজ, নানুরের তৃণমূল নেতা কাজল শেখ-সহ ১৫ জনের নাম ছিল। এই মামলাতেই রায় দিল, এমপি-এমএলএ আদালত।

]]>
মমতার ‘উপকারি’ কেষ্টর পরিবার ও ঘনিষ্ঠদের ১৬১টি সম্পত্তি, তৃণমূল ক্ষমতায় আসার পরে https://thenewsbangla.com/anubrata-mondal-family-close-relatives-crores-of-property-161-property-claim-cbi/ Wed, 31 Aug 2022 11:43:02 +0000 https://thenewsbangla.com/?p=16551 মমতার ‘উপকারি’ কেষ্টর পরিবার ও ঘনিষ্ঠদের ১৬১টি সম্পত্তি তৃণমূল ক্ষমতায় আসার পরে। সিবিআই সূত্রে দাবি, অনুব্রত মণ্ডল ও তাঁর কয়েকজন ঘনিষ্ঠদের কয়েকশো কোটি টাকার ১৬১টি আইনি সম্পত্তির হদিশ পাওয়া গেছে। এর বাইরে বেনামে যে কত সম্পত্তি আছে, সেটাই খোঁজার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারি দল। কেষ্টর পরিবার ও ঘনিষ্ঠদের ১৬১টি সম্পত্তি হয়েছে, তৃণমূল ক্ষমতায় আসার পরে শেষ ৫ বছরে।

অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের নামে, ৪৭টি নথিভুক্ত সম্পত্তি রয়েছে। অনুব্রতর একার নামে ২৪টি, অনুব্রত কন্যা সুকন্যার নামে ২৬টি ও অনুব্রতর স্ত্রী ছবি মণ্ডলের নামে ১২টি জায়গায় নথিভুক্ত সম্পত্তি রয়েছে বলে দাবি সিবিআই সূত্রে। সিবিআই সূত্রের দাবি, অনুব্রত ঘনিষ্ঠ বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎবরণ গায়েনের নামে ৩২টি ও বিদ্যুতের স্ত্রী মহুয়া গায়েনের নামে ২টি জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে। আরেক অনুব্রত-ঘনিষ্ঠ কমলকান্তি ঘোষ ও তাঁর পরিবারের সদস্যদের নামেও, ১৮টি জায়গায় রেজিস্টার্ড সম্পত্তি মিলেছে বলে সিবিআই সূত্রে দাবি। আর সবটাই হয়েছে, তৃণমূল ক্ষমতায় আসার পরে।

আরও পড়ুন; তৃণমূল নেতা খু’নে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা, তৃণমূলেরই আট নেতাকে

সিবিআই সূত্রে দাবি, গরু-পাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডলের পরিবারের চালকল থেকে জমি, আরও বহু সম্পত্তির হদিশ মিলেছে। কালিকাপুর ও গয়েশপুর মৌজায়, একাধিক সম্পত্তির নথি মিলেছে। যেগুলির মালিকানা অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবি মণ্ডল ও মেয়ে সুকন্যা মণ্ডলের নামে। এর মধ্যে গয়েশপুর মৌজায় রয়েছে, ২৮টি জমি। যার ১৫টির মালিকানা অনুব্রতর স্ত্রীর নামে।

এই বিপুল সম্পত্তি কেনা হয়েছিল ২০১৪ থেকে ২০১৭, এই চার বছরে। সিবিআই সূত্রে দাবি, এছাড়াও মণ্ডল পরিবারের বীরভূম ও পুরুলিয়ায়, একাধিক চালকল রয়েছে। যেগুলিতে অংশীদারি রয়েছে অনুব্রত-কন্যা সুকন্যার নামে। সপ্তাহ খানেক আগেই, বেনামি সম্পত্তি থাকার অভিযোগ অস্বীকার করেন অনুব্রত মণ্ডল।

এদিন অনুব্রত ঘনিষ্ঠ মোট ৪ জনের বাড়িতে হানা দেয় সিবিআই। তাঁর মধ্যে রয়েছেন সুদীপ রায়, দোলনকুমার দে। এর পাশাপাশি অনুব্রতর অ্যাকাউন্ট্যান্ট, মনীশ কোঠারির বাড়িতেও পৌঁছেছে সিবিআই। বাড়িতে খানাতল্লাশির পর ‘আটক’, অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই শুরু হয়েছে জেরা পর্ব। তদন্তকারীদের অনুমান, বোলপুরের অনুব্রত ঘনিষ্ঠ এই নেতাদের জেরা করা হলেই, প্রকাশ্যে আসবে বহু অজানা তথ্য, যা তদন্তে সহযোগিতা করবে।

]]>
বোলপুরে ‘খেলছে’ সিবিআই, তৃণমূল কাউন্সিলর সহ অনুব্রত ঘনিষ্ঠর বাড়িতে অভিযান https://thenewsbangla.com/cbi-raid-in-anubrata-mondal-close-tmc-leaders-at-bolpur-on-cow-smuggling-case/ Wed, 31 Aug 2022 05:22:24 +0000 https://thenewsbangla.com/?p=16542 বোলপুরে ‘খেলছে’ সিবিআই, তৃণমূল কাউন্সিলর সহ অনুব্রত ঘনিষ্ঠর বাড়িতে অভিযান। গরুপাচার কাণ্ডে ফের সিবিআই তল্লাশি বোলপুরে। বোলপুরে একযোগে তৃণমূল কাউন্সিলর-সহ তিন অনুব্রত ঘনিষ্ঠের বাড়িতে, সাত-সকালে হানা সিবিআইয়ের। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বোলপুরের শুঁড়িপাড়ায়, ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা চার সিবিআই অফিসারের। কাউন্সিলরের বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী, চলছে তল্লাশি।

কাউন্সিলরের বাড়ির কিছুটা দূরে তৃণমূল কর্মী সুদীপ রায় ও বোলপুরের উকিল-পট্টিতে অনুব্রত ঘনিষ্ঠ দোলনকুমার দে-র বাড়িতেও চলছে সিবিআই অভিযান। সিবিআই সূত্রে দাবি, গরুপাচার মামলার তদন্তে উঠে এসেছে, অনুব্রত-ঘনিষ্ঠ এই তিনজনের নাম। সেই কারণেই এই তল্লাশি, দাবি সিবিআই সূত্রে। তিনজনকে গ্রেফতারও করা হতে পারে, বলেই খবর। টানা ২ঘণ্টা তল্লাশির পর বাড়ি থেকে ‘আটক’, অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন; খেলা হচ্ছে হাইকোর্টে, তৃণমূল আমলের সব প্রাথমিক শিক্ষক নিয়োগের তথ্য তলব

পাশাপাশি এদিন অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট্যান্ট মনীশ কোঠারির বাড়ি-সহ, মোট ৪ জায়গায় একসঙ্গে হানা দিয়েছে সিবিআই। অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পর থেকেই গরু পাচার কাণ্ডের মূল শিকড়ে পৌঁছতে মরিয়া তদন্তকারী সিবিআই অফিসাররা। কেষ্ট ঘনিষ্ঠ একাধিক প্রভাবশালী, এই মামলায় সিবিআইয়ের নজরে।

তদন্তকারীদের হাতে এসেছে বহু ব্যাংক অ্যাকাউন্ট, সেই সব কিছুর ভিত্তিতেই চলছে এই তল্লাশি। এই পরিস্থিতিতেই বুধবার সাত-সকালে, বোলপুরে পৌঁছয় সিবিআইয়ের প্রতিনিধিদের চারটি দল। অনুব্রতকে গ্রেফতারের পর যে ১৭টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে, তার মধ্যে রয়েছে বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টও।

]]>
এ দুর্নীতির শেষ কোথায়, অনুব্রত-কন্যা সুকন্যার নামে ভারত সেবাশ্রমের জমি https://thenewsbangla.com/bharat-sevashram-sangh-land-transferred-in-anubrata-mondal-daughter-sukanya-mondal/ Mon, 29 Aug 2022 04:56:15 +0000 https://thenewsbangla.com/?p=16459 এ দুর্নীতির শেষ কোথায়, অনুব্রত-কন্যা সুকন্যার নামে ভারত সেবাশ্রমের জমি। কেষ্ট-কন্যা সুকন্যার নামে, ভারত সেবাশ্রমের দেড়-বিঘা জমি। তদন্তে নেমে পদে-পদে হতবাক হচ্ছে সিবিআই। সিবিআই এখনও বুঝতে পারছেনা, এই দুর্নীতি মামলার শেষ কোথায়। এবারে সিবিআইয়ের হাতে উঠে এল, আরও এক চাঞ্চল্যকর তথ্য। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অন্যান্য সম্পত্তির সঙ্গে, তাঁর মেয়ের নামে-বেনামে বিঘের পর বিঘে জমির হদিস পেয়েছে সিবিআই। এবার সেই তালিকায় অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের সঙ্গে নাম জড়াল ভারত সেবাশ্রম সঙ্ঘের। ভারত সেবাশ্রম সঙ্ঘের দেড়-বিঘা জমি, একটি সংস্থার নামে হস্তান্তর হয়েছে। যার অন্যতম ডিরেক্টর অনুব্রতের মেয়ে সুকন্যা।

সিবিআই তদন্তে উঠে এসেছে, ভারত সেবাশ্রম সঙ্ঘকে, সুচিন্ত্য চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি দেড়-বিঘা জমি দান করেন সমাজসেবা মূলক কাজের জন্য। কিন্তু ভারত সেবাশ্রম সঙ্ঘ সেই জমি ব্যবহার না করে, বিক্রি করে দিয়েছেন এক সংস্থার কাছে, এই সংস্থার ডিরেক্টর অনুব্রত মণ্ডলের কন্যা শিক্ষিকা সুকন্যা মণ্ডল।

আরও পড়ুনঃ মিডিয়া ট্রায়াল, তদন্তের আগেই নিজের রায় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই

প্রশ্ন উঠেছে সমাজসেবা মূলক কাজের জন্য ট্রাস্টিকে দান করা জমি, কিভাবে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিক্রি হল? প্রশ্নের উত্তর খুঁজতে ভারত সেবাশ্রম সংঘের সংশ্লিষ্ট শাখার সঙ্গেও, যোগাযোগ করছেন সিবিআই আধিকারিকরা। তদন্তে জানা গেছে জমি বিক্রির দলিলে, ভারত সেবাশ্রমের পক্ষে সই রয়েছে শাখার সভাপতি স্বামী সঙ্ঘমিত্রানন্দের এবং এএনএম অ্যাগ্রোকেমের পক্ষে সই রয়েছে বিদ্যুৎবরণ গায়েনের।

]]>
মিডিয়া ট্রায়াল, তদন্তের আগেই নিজের রায় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই https://thenewsbangla.com/media-trial-cm-mamata-banerjee-herself-announced-her-verdict-before-investigations/ Fri, 26 Aug 2022 04:26:45 +0000 https://thenewsbangla.com/?p=16451 মিডিয়া ট্রায়াল, তদন্তের আগেই নিজের রায় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। “বিচারাধীন মামলায় মিডিয়া ট্রায়াল বন্ধ করুন”, বলেছেন মুখ্যমন্ত্রী মমতা। সত্যি বাংলায় এত ‘ট্রায়াল’ হয়, যে বলার নয়। একটার পর একটা ঘটনার কথা বলতে গেলে রাত কাবার হয়ে যাবে, তবু শেষ হবে না। আজ প্রথমবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। তদন্ত চলছে, আদালতে মামলা চলছে, তাও আগেভাগেই ‘রায়’ ঘোষণা করে দেওয়াটা বাংলায় একটা পুরনো রোগ। যার নাম ‘ট্রায়াল।

১. ফেব্রুয়ারি ২০১২, পার্ক স্ট্রিট গণ’ধর্ষ’ন। কলকাতা পুলিশের রিপোর্টেই ছিল, পার্ক স্ট্রিটে ধ’র্ষ’ণ হয়েছিল। খোদ কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান, সেই রিপোর্ট জানিয়েছিলেন। দিন দশেক পর পুলিশি তদন্ত চলাকালীন, কে যেন মহাকরণে দাঁড়িয়ে ‘ট্রায়াল’ করে দিল, ‘‘সাজানো ঘটনা। সরকারকে ম্যালা’ইন করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। সব বের হবে”। অন্যদিকে সেদিনই কলকাতা পুলিশের তৎকালীন যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দময়ন্তী সেন বলেছিলেন, “ধ’র্ষ’ণ হয়েছে”। দময়ন্তী সেনকে তাঁর পদ থেকে সরিয়ে, পাঠানো হয়েছিল গুরুত্বহীন পদে। কারণ সেদিন ‘পুলিশের রিপোর্ট’ আর ‘ট্রায়াল রিপোর্ট’ মেলেনি।

২. সেপ্টেম্বর ২০১৮, উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাঁড়িভিট হাইস্কুলে গু’লি চলে। মা’রা যায় রাজেশ সরকার নামে এক ছাত্র। পড়ুয়াদের অভিযোগ ছিল, স্কুলে বিভিন্ন বিভাগে শিক্ষকের অভাব রয়েছে। কিন্তু নবনিযুক্ত শিক্ষকরা সব উর্দু ভাষার। পড়ুয়াদের দাবি ছিল, ওই স্কুলে উর্দুর ছাত্র-ছাত্রীই নেই। স্কুল চত্বরে পুলিশ এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রবল সং’ঘর্ষে গু’লিবিদ্ধ হয়ে মৃত্যু রাজেশের। তদন্ত চলাকালীন কে যেন ‘ট্রায়াল’ করে দিল, “পুলিশ গুলি চালায়নি”।

৩. সেপ্টেম্বর ২০১৮, ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ। তিনজনের মৃত্যু। পরেরদিন ঘটনাস্থলে পৌঁছেই হয়ে গেল ‘ট্রায়াল’, “দায়ী মেট্রো রেলের কাজ”। অনেক পরে নবান্নে সাংবাদিক সম্মেলনে জানা জয়, “ট্রায়াল ভুল ছিল, গাফিলতি পূর্ত দফতরের। তদন্তের ঘোষণা হল। তদন্ত শেষ হবার আগেই আবার ‘ট্রায়াল’, “পূর্তমন্ত্রীর কাছে কোনও ফাইলই পাঠানো হত না, মেট্রোর তরফে”।

৪. জুলাই, ২০১৭, বাদুড়িয়া, বসিরহাট লাগোয়া বিস্তীর্ণ জায়গায় সা’ম্প্রদা’য়িক উত্তেজনা। তদন্ত, পুলিশের রিপোর্ট পৌঁছানোর আগেই ‘ট্রায়াল’, “একটা ছোট জায়গায় গোলমাল হয়েছে। এত ভাববার কিছু নেই। ২-৩টি ছোট ব্লক এলাকার গোলমাল”।

৫. জুন ২০১৬, নারদ স্টিং অপারেশনের তদন্ত কলকাতা পুলিশকে দিয়ে করানোর সিদ্ধান্ত ঘোষণা। পরের দিন প্রকাশ্যে ‘ট্রায়াল’, “সব চক্রান্ত, আমার সঙ্গে দেখা করতে চাইলে, টেবিলে টাকা রেখে ছবি তুলে বলছ ঘুষ নিয়েছে। তাহলে কী কারও সঙ্গে দেখা করা যাবে না? এই ভাবে ব্ল্যাক’মেলের চেষ্টা চলছে”।

৬. জুন ২০১৩, কামদুনি নৃ’শংস ধ’র্ষ’ণ, এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। চাকরির প্রতিশ্রুতি দিতে গিয়েও বিক্ষোভে ফেঁসে সেই ‘ট্রায়াল’, ‘‘চোপ। সব সিপিএম, সব মাও’বাদী, আমাকে খু’ন করার চক্রান্ত হয়েছিল”। ‘ট্রায়ালে’ প্রতিবাদী গ্রামবাসীরা হয়েছিলেন, ‘সিপিএম’ এবং ‘মা’ওবাদী’।

৭. ফেব্রুয়ারি ২০১২, বর্ধমানের কাটোয়ায় চলন্ত ট্রেনে কিশোরী মেয়ের সামনে এক মহিলাকে গণ’ধর্ষ’ণের ঘটনা। সেদিনই ‘ট্রায়াল’, ‘ছোট ঘটনা, এতকিছু হয়নি’।

৮. আগস্ট ২০১২, বেলপাহাড়িতে জনসভা। সভায় যোগ দিয়েছিলেন শিলাদিত্য চৌধুরি। ফসলের দাম নিয়ে অভিযোগ জানানোয়, ‘ট্রায়ালে’ তাঁকে ‘মাও’বাদী’ বলে চিহ্নিত করা হয়েছিল। পুলিশের হাতে গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজত। পরে হাইকোর্টে তাঁকে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় রাজ্য সরকার।

৯. এপ্রিল ২০১২, কার্টুন কান্ড। অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র ফেসবুকে একটি কার্টুন পোস্ট করায়, তা ‘খু’নের চক্রান্ত’ হিসাবে বর্ণনা করে হয়েছিল ‘ট্রায়াল’। অধ্যাপকের বাড়ি আক্র’মণ করে শাসক দল। পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন অধ্যাপক। বহু বছর পরে, হাইকোর্টের নির্দেশে তাঁকে ক্ষতিপূরণ দিয়ে, মুখ পুড়িয়েছিল রাজ্য সরকার। সঙ্গে দুই পুলিশ কর্তা সাসপেন্ড। সব ওই ‘ট্রায়াল’ শুনে কাজ করতে যাওয়ার ফল।

১০. মে ২০১০, বাম শাসন। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা। ১৪৯ জনের মৃত্যু। পরেরদিন ‘ট্রায়াল’, “গভীর ষড়’যন্ত্র, সিপিএমের হাত আছে”। জ্ঞানেশ্বরী ‘ষড়’যন্ত্রের’ সিবিআই তদন্ত করিয়েছিল বামফ্রন্ট সরকার। সিবিআই চার্জশিটে ‘স্যবোটাজ’ বলা হলেও, ‘সিপিএম-র চক্রান্ত’-র তত্ত্বকে উড়িয়ে দিয়েছিল সিবিআই। নৃশং’স সেই ঘটনার পান্ডা বলে যারা চিহ্নিত হয়েছিল, তাদের বেশ কয়েকজন ছিল বর্তমান শাসক দলের কর্মী, যেমন উমাকান্ত মাহাতো।
আরও কত কত ‘ট্রায়ালের’ স্বাক্ষী এই বাংলা। বলেছিলাম না, তদন্ত চলাকালিন ‘ট্রায়ালের’ কথা বলতে গেলে রাত কাবার হয়ে যাবে…১০টা নয় এমন ১০০টা ‘ট্রায়ালের’ খবর লিখতে পারি। তাই বলি, কখনও বিচারের আগেই ‘ট্রায়াল’ করাটা একদম ঠিক নয়…একদম ঠিক কথা বলেছেন আমাদের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, “মিডিয়া ট্রায়াল বন্ধ করুন”।

]]>
পার্থ, পরেশ, অনুব্রতর পর অরূপ, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মমতার আরেক মন্ত্রী https://thenewsbangla.com/partha-paresh-anubrata-now-arup-another-mamata-banerjee-minister-accused-of-corruption/ Thu, 25 Aug 2022 10:53:58 +0000 https://thenewsbangla.com/?p=16447 পার্থ, পরেশ, অনুব্রতর পর অরূপ, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মমতার আরেক মন্ত্রী। পার্থ, পরেশ, অনুব্রত’র পর এবার অরূপ রায়! রাজ্যের সমবায় মন্ত্রীর ঘনিষ্ট এক ব্যক্তির বোনের, সমবায়ে চাকরি পাওয়ার অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাংকে নিয়োগ দুর্নীতি নিয়ে, মামলা করা হল কলকাতা হাইকোর্টে। অভিযোগ, শূন্য পদের থেকে দ্বিগুন লোক নিয়োগ করা হয়েছে। আদালতে জমা দেওয়া অতিরিক্ত হলফনামায়, বিস্ফোরক অভিযোগ মামলাকারিদের। ওই হলফনামায় সমবায় মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে, একাধিক ব্যক্তির ঘনিষ্ঠদের চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে।

হলফনামায় উল্লেখ করা হয়েছে একাধিক ব্যক্তির নাম, অভিযোগ যাঁদের চাকরি পাইয়ে দিয়েছেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তাঁর মধ্যে মন্ত্রী-ঘনিষ্ট সত্য সামন্তের বোন চাকরি পেয়েছেন বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি, প্রয়াত দেবব্রত দাসের ভাইপো, ব্যাংকের চেয়ারম্যান গোপাল চন্দ্র মাইতির ভাইপো, ব্যাংকের তৎকালীন ভারপ্রাপ্ত সিইও বর্তমানে অবসরপ্রাপ্ত প্রণয় কুমার চক্রবর্তীর ভাইপো, ব্যাংকের সচিব কৌশিক কুলভির ভাইপো, ব্যাংকের অন্যতম অধিকর্তা নিমাই অধিকারীর মেয়ে, ব্যাংকের অন্যতম অধিকর্তা তপন কুমার কুলিয়ার ছেলে, এরা সবাই দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে অভিযোগ।

আরও পড়ুনঃ তৃণমূল আমলে বাংলার শিক্ষা, ‘চাকরি চুরি’ কাণ্ডে বিশ্ববিদ্যালয়, উপাচার্যর বাড়িতে সিবিআই হানা

সমবায় ব্যাংকে ৫২টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলেও, মোট ১৩৪ জন নিযুক্ত হয়েছেন বলেই অভিযোগ। মামালাকারীদের আরও অভিযোগ, নিয়ম বহির্ভূত-ভাবে নিয়োগের জন্য, দু-দফায় অনুমতি দিয়েছেন মন্ত্রী অরূপ রায়। কো-অপারেটিভ সার্ভিস কমিশন ছাড়াই, নিয়োগ করতে পারবে ব্যাংক, এই মর্মে দুবার অনুমোদন দিয়েছিলেন সমবায় মন্ত্রী অরূপ রায়। মামলাকারিদের আরও দাবি, কো-অপারেটিভ সার্ভিস কমিশন ছাড়া, চাকরিতে নিয়োগ করা আইনবিরুদ্ধ কাজ।

মোট ২০৩৫ জন আবেদন করেছিলেন এবং ব্যাংকের নির্দিষ্ট অ্যাকাউন্টে ফি জমা দিয়েছিলেন। কিন্তু ফি জমা দেওয়ার এই তালিকায়, ১০০টির বেশি নাম ফাঁকা রয়েছে বলে অভিযোগ। আবেদন না করেও, অনেকেই চাকরি পেয়েছেন। এমনকি মেধাতালিকায় নাম না থাকা সত্ত্বেও, অনেকেই চাকরি পেয়েছেন বলে ওই হলফনামায় জানিয়েছেন মামলাকারিরা। ২০১৯ সালের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে, সমবায় ব্যাংকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ২০২১ সালে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই জনস্বার্থ মামলাতেই অতিরিক্ত হলফনামা দাখিল করে, নতুন এইসব অভিযোগ নাম দিয়ে জানানো হয়েছে।

]]>
দেহরক্ষীর পরে স্বয়ং ‘দেহ’ও গেল সেই একই জেলে, পাশাপাশি সায়গল-অনুব্রত https://thenewsbangla.com/anubrata-mondal-sehgal-hossain-in-same-asansol-jail-in-cow-smuggling-case/ Wed, 24 Aug 2022 14:24:44 +0000 https://thenewsbangla.com/?p=16412 দেহরক্ষীর পরে স্বয়ং ‘দেহ’ও গেল সেই একই জেলে, পাশাপাশি সায়গল-অনুব্রত। সিবিআই বিশেষ আদালতের নির্দেশে, ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হল অনুব্রত মণ্ডলকে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত, তাঁকে আসানসোল জেলেই থাকতে হবে। এদিকে গরু পাচার কাণ্ডে অভিযুক্ত, অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনও রয়েছে এই আসানসোল জেলেই।

অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার আগেই, গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে। তাঁকে জেরা করে ইতিমধ্যেই পাচার সংক্রান্ত, বেশ কিছু তথ্য সামনে এসেছে। তাঁর প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে। আদালতে চার্জশিটে, সেই তথ্য পেশ করেছে সিবিআই। সায়গলের বয়ানেই অনুব্রতর যোগসূত্র পাওয়া গিয়েছে, বলেই দাবি সিবিআই-এর। কিন্তু সিবিআই সূত্রে খবর, জেরায় সায়গলের দুর্নীতির দায় নিতে অস্বীকার করেছেন অনুব্রত।

আরও পড়ুনঃ কলকাতার বেসরকারি হাসপাতালে লুকিয়ে বিদ্যুৎবরণ, খুঁজে বের করল সিবিআই

চার্জশিটে সিবিআই যে তথ্য পেশ করেছে তাতে উল্লেখ করা হয়েছে, সায়গল হোসেন অনুব্রতর হয়ে ঘুষ নিতেন। সায়গলের আগে এই মামলায় ধরা পড়েছেন, গরু পাচারের ‘কিং-পিন’ এনামুল হক। এনামুল আর সায়গলের বয়ান মিলে গিয়েছে। তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, এনামুলকে পাচারের জন্য প্রোটেকশন মানি হিসেবে, দিতে হত বছরে প্রায় ২৪ কোটি টাকা।

সায়গলের মাধ্য়েই নাকি সেই টাকা, পৌঁছে যেত অনুব্রতর কাছে। ২০১১ সাল থেকে অনুব্রতর দেহরক্ষী হিসেবে, কাজ করেন কনস্টেবল সায়গল হোসেন। এবার দেহরক্ষী সায়গল হোসেন ও অনুব্রত মণ্ডল দুজনেই একই জেলে।

]]>
কলকাতার বেসরকারি হাসপাতালে লুকিয়ে বিদ্যুৎবরণ, খুঁজে বের করল সিবিআই https://thenewsbangla.com/anubrata-mondal-sukanya-mondal-close-bidyut-baran-gayen-in-cbi-custody/ Wed, 24 Aug 2022 13:49:31 +0000 https://thenewsbangla.com/?p=16415 অনুব্রত ঘনিষ্ঠ, সুকন্যার ‘ওড়না মাথায়’ গ্রেফতার বিদ্যুৎবরণ। কলকাতার বেসরকারি হাসপাতালে লুকিয়ে বিদ্যুৎবরণ, খুঁজে বের করল সিবিআই। সিবিআইয়ের হাতে গরুপাচার কাণ্ডে, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই, বেশ কয়েকটি নাম উঠে এসেছে গোয়েন্দাদের সামনে। তার মধ্যে অন্যতম বিদ্যুৎবরণ গায়েন। অনুব্রতকে গ্রেফতার করে একেবারেই থেমে নেই, সিবিআই আধিকারিকরা। একের পর এক জায়গায়, হানা দিচ্ছেন তাঁরা। অনুব্রত ঘনিষ্ঠ এবং তাঁর সঙ্গে সম্পর্ক-যুক্ত ব্যক্তিদের সম্পর্কে খোঁজখবরে, উঠে এসেছে বেশ কিছু নাম। যার মধ্যে অন্যতম অনুব্রত ও তার মেয়ে সুকন্যা ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ।

বিদ্যুবরণ গায়েন আসলে কে? তাঁর সঙ্গে অনুব্রতর পরিচয়-ঘনিষ্ঠতা হল কীভাবে? এইসব অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিদ্যুৎবরণের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল, সিবিআই আধিকারিকেরা। বুধবার কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে, অনুব্রত ও সুকন্যা ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনকে আটক করেছে সিবিআই। ইতিমধ্যেই বিদ্যুৎবরণের বাড়ি সহ বিভিন্ন জায়গায়, তল্লাশি চালিয়েছে সিবিআই। তাদের হাতে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।

আরও পড়ুনঃ গরু পাচারের পর, কয়লা কাণ্ডেও জুড়ল অনুব্রত মণ্ডলের নাম

২০১১ সালের আগে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসা পর্যন্ত, এই বিদ্যুৎবরণ গায়েন বোলপুর পুরসভায় একজন অস্থায়ী কর্মী ছিল। পুরসভার গাড়ির খালাসির কাজ করত সে। তৃণমূল ক্ষমতায় আসার পরেই, বাড়তে থাকে তার প্রতিপত্তি। বিভিন্ন সময়ে অনুব্রত ও সুকন্যার সঙ্গে ঘনিষ্ঠ-ভাবে দেখা গেছে তাকে। বোলপুরের তৃণমূল দলীয় কার্যালয়ে, অনুব্রত মণ্ডলের ঠিক পাশেই বসত এই বিদ্যুৎবরণ গায়েন।

]]>
গরু পাচারের পর, কয়লা কাণ্ডেও জুড়ল অনুব্রত মণ্ডলের নাম https://thenewsbangla.com/anubrata-mondals-name-in-the-coal-scam-case-after-cow-smuggling/ Wed, 24 Aug 2022 12:18:32 +0000 https://thenewsbangla.com/?p=16403 গরু পাচারের পর, কয়লা কাণ্ডেও জুড়ল অনুব্রত মণ্ডলের নাম। বুধবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সিবিআই বিশেষ আদালত। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। অনুব্রতর আইনজীবী তাঁর মক্কেলের শারীরিক অবস্থার দোহাই দিয়ে, জামিনের আবেদন করেছিলেন। তবে সরকারি আইনজীবী দাবি করেন, অনুব্রত মণ্ডল প্রভাবশালী। তিনি বাইরে থাকা মানে তদন্তে প্রভাব পড়বে। আসানসোল বিশেষ সিবিআই আদালত জামিনের আবেদন খারিজ করে, অনুব্রত মণ্ডলকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যাচ্ছে, ‘গরু পাচারের পর এবার কয়লা কাণ্ডেও, নাম জড়িয়েছে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। বীরভূমের অন্যতম কয়লা মা’ফিয়া, শরাফত হোসেনের নাম প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। খয়রাশোলের বাসিন্দা শরাফত, কয়লা পাচার বাবদ কেষ্টকে মাসে ৫ কোটি টাকা নজরানা দিত বলে জানা গিয়েছে। কয়লা ছেড়ে যখন সে বালির অবৈধ ব্যবসা শুরু করে শরাফত, তখনও সে মোটা অঙ্কের টাকা কেষ্টকে দিত বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ গরু পাচার মামলায়, জেল হেফাজতে পাঠানো হল অনুব্রত মণ্ডলকে

বুধবার আদালত অনুব্রতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আসানসোলের জেলেই থাকতে হবে তাঁকে। গরু পাচারের পর এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের নজর অনুব্রত মণ্ডলের কয়লা পাচারের আয়ের দিকে। গরুর পর গোয়েন্দাদের নজর এখন ফের কয়লার দিকে। এখানেও কি যুক্ত ছিলেন কেষ্ট?

]]>