Politics – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 13 Oct 2022 06:43:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Politics – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “দলে এখন দুটো শ্রেণি, বাবু ও চাকর”, মমতার বিজয়া সম্মেলনীতে ডাক না পেয়ে ক্ষুব্ধ বিধায়ক https://thenewsbangla.com/tapas-chatterjee-tmc-mla-expressed-grief-for-not-invited-by-mamata-banerjee-in-bijaya-sammilani/ Thu, 13 Oct 2022 06:43:20 +0000 https://thenewsbangla.com/?p=16957 “দলে এখন দুটো শ্রেণি, বাবু ও চাকর”, মমতার বিজয়া সম্মেলনীতে ডাক না পেয়ে ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুজোর বিজয়া-সম্মিলনীতে ডাক পাননি, রাজারহাটের ‘দোর্দণ্ডপ্রতাপ’ নেতা তাপস চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, তাঁর বিধানসভা এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে, পরপর দুবার তিনি ব্রাত্য রইলেন। দলের বিজয়া সম্মিলনী-তে, তাঁকে ডাকাই হয়নি। ‘অভিমানী’ এই তৃণমূল নেতার আক্ষেপ, “হয়তো আমার কাজের স্ট্যাটাস-টা, ওই অনুষ্ঠানে যাওয়ার মতো নয়”।

তাপসবাবুর আরও কটাক্ষ, “দলে এখন দুটো শ্রেণি হয়েছে, বাবু শ্রেণি ও চাকর শ্রেণি। আমি দ্বিতীয় শ্রেণিতে পড়ি। আমি ভাল গাইতে পারি না, ভাল নাচতে পারি না, তাই হয়তো আমার বাড়ির পাশেই, এইসব অনুষ্ঠানে ডাক পাই না। যারা একুশের বিধানসভা নির্বাচনের আগে, মুখ্যমন্ত্রী মমতাকে কটূ কথা বলেছেন, তাঁরা এখন ডাক পান”।

নাম না করে বিজেপি থেকে ঘরে ফেরা, সব্যসাচী দত্ত-কেই তিনি নিশানা করেছেন, বুঝতে পেরেছে রাজনৈতিক মহল। রাজারহাট এলাকার পোড়খাওয়া রাজনীতিবিদ আক্ষেপ করে বলেন, “আমি সারা-বছর কাজ করি। কিন্তু আমার কাজ হয়তো, ঠিক জায়গায় পৌঁছয় না। যেখানে জানার সেখানে জানতে পারে না”। তাঁকে আমন্ত্রণ না করে, সমগ্র নিউটাউন-বাসীকে অপমান করা হয়েছে, দাবি বিধায়কের।

দলের প্রভাবশালি নেতার এই মন্তব্যর পর, বেজায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলীয় মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য বলেছেন, “তাপসদা মন দিয়ে তৃণমূল করছেন, উনি দক্ষ সংগঠক। ক্ষোভ থাকতেই পারে, আমি এনিয়ে কথা বলব”।

]]>
বিজেপির মুখে হাসি, শিবসেনার নির্বাচনী প্রতীক কেড়ে নিল নির্বাচন কমিশন https://thenewsbangla.com/udhav-thackeray-eknath-shindey-trouble-election-commission-freezes-shiv-sena-symbol/ Sun, 09 Oct 2022 07:30:36 +0000 https://thenewsbangla.com/?p=16918 বিজেপির মুখে হাসি, শিবসেনার নির্বাচনী প্রতীক কেড়ে নিল নির্বাচন কমিশন। উদ্ধব ঠাকরে-একনাথ শিন্ডে লড়াই, যার জেরে শিবসেনার দলীয় প্রতীক ‘তীর ধনুক’ বাজেয়াপ্ত করার ঘোষণা করল নির্বাচন কমিশন। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে গোষ্ঠী এবং একনাথ শিন্ডে গোষ্ঠীর মধ্যে, রাজনৈতিক লড়াই ও টানাপোড়েন এখনও অব্যহত। পুরো পরিস্থিতি দেখে এবার শিবসেনার দলীয় প্রতীক, বাজেয়াপ্ত করার নির্দেশ দিল, নির্বাচন কমিশন। ১০ অক্টোবর বেলা ১টার মধ্যে, দুই শিবিরকেই নিজেদের নিজস্ব দলীয় প্রতীক, জমা দিতে নির্দেশ দিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের অর্থ, রাজনৈতিক মহলে মোটামুটি স্পষ্ট। আগামী ৩ নভেম্বর অন্ধেরি পূর্ব নির্বাচনী কেন্দ্রে যে উপনির্বাচন হওয়ার কথা, তাতে ঠাকরে শিবির বা শিন্ডে শিবির কেউই শিবসেনার নিজস্ব ‘তীর-ধনুক’ প্রতীক ব্যবহার করতে পারবে না। মাসচারেক আগে তৎকালীন ক্ষমতাসীন শিবসেনা দল থেকে বেরিয়ে, বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন একনাথ শিন্ডে। বিজেপির সঙ্গে যৌথভাবে ক্ষমতায় আসে, একনাথ শিন্ডে-র দল। নতুন মুখ্যমন্ত্রী হন শিন্ডে।

তাঁর দাবি ছিল, তিনি-ই অকৃত্রিম শিবসেনা। যদিও সেই দাবি খারিজ করে দেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। শুরু হয় শিবসেনার দলীয় প্রতীক নিয়ে তরজা। এদিন অন্তর্বর্তী নির্দেশ দিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দেয়, “দুই শিবিরকেই উপ-নির্বাচনের জন্য আলাদা প্রতীক দেওয়া হবে”। নির্বাচন কমিশনের ঘোষিত ‘ফ্রি সিম্বল’-র তালিকা থেকে, দুই শিবিরকে প্রতীক দেওয়া হবে। সেই মর্মেই ১০ অক্টোবর বেলা ১টার মধ্যে, দু-পক্ষকেই নিজেদের প্রতীক জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

]]>
“দিলীপের নখের যোগ্য নয় কেউ”, শুভেন্দু-সুকান্তকে কটাক্ষ কুণালের https://thenewsbangla.com/kunal-ghosh-on-dilip-ghosh-suvendu-adhikari-sukanta-majumder-bengal-bjp-leaders/ Thu, 15 Sep 2022 10:53:21 +0000 https://thenewsbangla.com/?p=16820 “দিলীপের নখের যোগ্য নয় কেউ”, শুভেন্দু-সুকান্তকে কটাক্ষ কুণালের। রাজনীতির এক ‘ঘোষ’কে দরাজ সার্টিফিকেট দিলেন আর এক ‘ঘোষ’। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে, গেরুয়া শিবিরের তিন নেতার মধ্যে সবচেয়ে এগিয়ে রাখলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকেই। বাকিদের নিয়ে তাঁর কটাক্ষ, “দিলীপের নখের যোগ্য নয় কেউ”। যদিও তাঁর এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ, বিজেপি শিবির এবং শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার।

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানের দিন, বাংলায় গেরুয়া ব্রিগেডের তিন নেতার উপর দায়িত্ব ছিল মিছিলে নেতৃত্ব দেওয়ার। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গ টেনেই এদিন কটাক্ষ করেন, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

আরও পড়ুন; “মমতার চাকরির অফার লেটার দুর্নীতি”, রাজ্য সরকার কোম্পানির লেটারহেড জাল করেছে

কুণাল আরও বলেন, নবান্ন অভিযান শুরু হওয়ার কয়েক মিনিটের মধেই, লড়াইয়ের ময়দান ছাড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, কলেজ স্ট্রিট চত্বরে একটি সভায় বক্তব্য রেখেই বাড়ি চলে যান। আর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, স্বেচ্ছায় গ্রেফতার হন।

তবে কুণাল ঘোষের বক্তব্য, গুরত্ব দিতে নারাজ বঙ্গ বিজেপি শিবির। শুভেন্দু অধিকারী বলেন, “মানুষের টাকা চুরির দায়ে জেল খাটা কয়েদির কথার, জবাব দেওয়ার কিছুই নেই”। সুকান্ত মজুমদার বলেন, “এইভাবে বিজেপিকে ভাঙা যাবে না”। অন্যদিকে দিলীপ ঘোষ বলেন, “গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের হয়, কুণাল বিজেপিতে সেটাই লাগাবার চেষ্টা করছেন, লাভ হবে না”?

]]>
“সংখ্যালঘু মহিলা পুলিশ দিয়ে আমাকে ফাঁসানোর পিসি-ভাইপোর চক্রান্ত ফাঁস” https://thenewsbangla.com/kolkata-police-plot-by-order-of-mamata-abhishek-to-frame-me-with-minority-women-police-exposed-said-suvendu-adhikari/ Thu, 15 Sep 2022 04:59:21 +0000 https://thenewsbangla.com/?p=16811 “সংখ্যালঘু মহিলা পুলিশ দিয়ে আমাকে ফাঁসানোর পিসি-ভাইপোর চক্রান্ত ফাঁস”। এমনটাই দাবি করলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্ফোরক অভিযোগ করলেন, শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে ফাঁসানোর ব্যাপারে, ‘প্লট’ সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশ কর্তাদের। মহিলা পুলিশ অফিসার, তারপরে আবার সংখ্যালঘু, এমন পুলিশ অফিসারকেই পাঠানো হয়েছিল শুভেন্দুকে গায়ে হাত দিয়ে বিরক্ত করতে। যাতে রেগে গিয়ে কোন ভুল করে ফেলেন তিনি। কিন্তু পিসি-ভাইপোর চক্রান্ত তিনি আগেই ধরে ফেলেছিলেন বলেই দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

বিস্ফোরক অভিযোগ করলেন, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, নানানভাবে শুভেন্দুকে শায়েস্তা করতেই বিভিন্ন ব্যবস্থা নিয়েছে পুলিশ, নবান্ন অভিযানে গতকালের পুলিশের প্ল্যানটা তারই অঙ্গ। ঠিক ছিল শুভেন্দুকে বিদ্যাসাগর সেতুর আগেই আটকাতে হবে। তাঁকে মহিলা পুলিশ দিয়ে ঘিরে রাখা হবে। ‘প্রভোক’ করা হবে যাতে শুভেন্দু উত্তেজিত হয়ে, হাত চালান। উত্তেজিত হয়ে হাত চালালেই, ৩৫৪ ধারায় অভিযুক্ত করে এফআইআর করা হবে।

আরও পড়ুন; “বিচারব্যবস্থার একাংশ বিজেপিকে সাহায্য করছে”, আদালতকেও দাগিয়ে দিলেন অভিষেক

অভিযোগ, পুরো দায়িত্বে রাখা ছিল, এক সংখ্যালঘু মহিলা আইপিএস-কে। সঙ্গে প্রায় ২০ জন মহিলা কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ার ছিলেন প্রথম বৃত্তে। তারপরে জেনারেল পুলিশ, পরের বৃত্তে ছিলেন আরও মহিলা পুলিশ। পুরো এলাকা কর্ডন করে ছিল, তিনটি থানার পুলিশ। শুভেন্দু স্পটে এলেই, তাঁকে বৃত্তে বন্দী করবেন মহিলা বাহিনী। ঠিক সেই মাফিক পুরো অপারেশন, অপারেট শুরু করেন ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। শুভেন্দুর হাত ধরে টানাটানি শুরু করেন, এক মহিলা পুলিশ অফিসার। সেই ছবিও মিডিয়ার ভিডিও ফুটেজে দেখা গেছে।

বুদ্ধিমান শুভেন্দু অধিকারী যে ছকটা ধরে ফেলবেন, সেটা বোঝেনি কলকাতা পুলিশ। পুলিশের পরিকল্পনা সফল হবার আগেই, সেটা নিয়ে চিৎকার করেন শুভেন্দু নিজেই। তখনই তিনি বলেন, “আমার গায়ে হাত দেবেন না। আপনি মহিলা, আমি পুরুষ”। শুভেন্দুকে এইভাবে ফাঁসানোর পরিকল্পনা, ফেল করে কলকাতা পুলিশের। ফাঁসাতে না পেরে শুভেন্দুকে, শেষপর্যন্ত অ্যারেস্ট করা হয়। শুভেন্দুর কথায় সায় দিয়ে, সব বিজেপি নেতাই এখন এই অভিযোগ করছেন। তবে রাজ্য প্রশাসন বা কলকাতা পুলিশের তরফ থেকে, এখনও এই নিয়ে কোন মন্তব্য করা হয়নি। তবে তৃণমূল নেতারা বলেছেন, “মনগড়া গল্প বলছেন, শুভেন্দু অধিকারী”।

]]>
গাড়ি পোড়ালে যদি মাথায় গুলি করতেন, তাহলে মানুষ ও পুলিশ হত্যায় কি করা উচিত https://thenewsbangla.com/abhishek-banerjee-what-about-bimal-gurung-chhatradhar-mahato/ Wed, 14 Sep 2022 15:39:06 +0000 https://thenewsbangla.com/?p=16801 গাড়ি পোড়ালে যদি মাথায় গুলি করতেন, তাহলে মানুষ ও পুলিশ হত্যায় কি করা উচিত? উঠে গেল প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুললেন, বাংলার সাধারণ মানুষ। ‘পুলিশকে যারা লাঠি দিয়ে মেরেছে, গাড়ি পুড়িয়েছে, তিনি থাকলে মাথার মাঝে গুলি করতেন, দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই সোশ্যাল মিডিয়ায় মানুষ প্রশ্ন তুলেছেন, “বিমল গুরুং ও ছত্রধর মাহাতো-কে কি করেছেন”।

২০১৭ অক্টোবর, উত্তরবঙ্গের লেবং সংলগ্ন টুকভার জঙ্গলে বিমল গুরুং-এর লুকিয়ে থাকার খবর পেয়ে, ভোরে অভিযান শুরু করে পশ্চিমবঙ্গ পুলিশ এর একটি দল। জঙ্গলে পুলিশ দেখে পাল্টা গুলি চালায়, গুরুং-এর সঙ্গে থাকা দলবল। ঘটনাস্থলেই গুলি লেগে, মারা যান পুলিশের এসআই অমিতাভ মালিক। ঘটনার পরেই এলাকায় পাঠানো হয় আরও পুলিশ বাহিনী। তল্লাশি উদ্ধার হয় বেশ কয়েকটি একে ৪৭ রাইফেল, বিস্ফোরক। সেই বিমল গুরুং কলকাতায় বসে, পুলিশের নাকের ডগায় বসে সাংবাদিক সম্মেলন করে গেছে। আর এখন তৃণমূলের সহযোগী, রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে সব মামলাই তুলে নিয়েছে।

আরও পড়ুন; “আমি থাকলে মাথায় গুলি করতাম, পুলিশ সংযম দেখিয়েছে”, অভিষেক বন্দ্যোপাধ্যায়

অন্যদিকে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের, সদস্য হয়েছেন ছত্রধর মাহাতোর স্ত্রী নিয়তি মাহাতো। আর তৃণমূলের রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন ছত্রধর মাহাতো। তৃণমূলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক, হয়েছেন ছত্রধর মাহাতো। লালগড়ে সিপিএম কর্মী প্রবীর মাহাতো খুন ও ঝাড়গ্রামের বাঁশতলায় ভুবনেশ্বর-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস আটক ও হামলার ঘটনার তিনিই প্রধান অভিযুক্ত।

]]>
নবান্ন অভিযান, “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, একযোগে মমতা অভিষেক https://thenewsbangla.com/nabanna-abhjaan-police-could-have-opened-fire-if-they-wanted-said-mamata-abhishek/ Wed, 14 Sep 2022 12:06:51 +0000 https://thenewsbangla.com/?p=16792 নবান্ন অভিযান, “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, একযোগে বললেন মমতা অভিষেক। বিজেপির নবান্ন নিয়ে একযোগে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, বিজেপির নবান্ন অভিযান নিয়ে বুধবার পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে এমনই মন্তব্য করলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহত পুলিশ কর্মীদের দেখে এসে, সেই একই মন্তব্য করলেন, তৃণমূল সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে, রণক্ষেত্রে পরিণত হয় কলকাতা, হাওড়া। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়, আন্দোলনরত বিজেপি কর্মীদের। তাঁরা ব্যারিকেড ভেঙে ফেলে, পুলিশের গাড়িতে আগুনও ধরিয়ে দেয়। সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশকর্মী ও বিজেপি কর্মী-সমর্থক আহত হয়েছেন। সেই নবান্ন অভিযান নিয়েই, এদিন বিজেপিকে নিশানা করেন মমতা। তিনি বলেন, “বিজেপির নবান্ন অভিযানে মানুষের ভোগান্তি হয়েছে, সমাজবিরোধী কাজ রাজনীতিতে খাপ খায় না। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ চাইলেই গুলি চালাতে পারত, কিন্তু এটা কাম্য নয়। শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে”।

আরও পড়ুন; বিজেপির নবান্ন অভিযান, ‘কত লোক’, মিলছে না মমতা ও অভিষেকের বক্তব্য

একই কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে আহত পুলিশ কর্মীদের দেখে বেরিয়ে এসে অভিষেক বলেন, “পুলিশকে কুর্নিশ, তারা অত্যন্ত সংযম দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। তারা চাইলেই গুলি চালাতে পারত। পুলিশ অত্যন্ত ধৈর্যর পরিচয় দিয়েছে”। “গাড়ি পোড়াবার পেট্রোল কোথা থেকে পেল, লোহার রড নিয়ে পুলিশের উপর হামলা হয়েছে”, সাংবাদিকদের বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

]]>
বিজেপির নবান্ন অভিযান, ‘লোকসংখ্যা’ নিয়ে দুই মত ফিরহাদ কুণালের https://thenewsbangla.com/bjp-nabanna-abhijaan-how-many-people-firhad-hakim-kunal-ghosh-on-different-views/ Wed, 14 Sep 2022 10:45:01 +0000 https://thenewsbangla.com/?p=16789 বিজেপির নবান্ন অভিযান, ‘লোকসংখ্যা’ নিয়ে দুই মত ফিরহাদ কুণালের। বিজেপির নবান্ন অভিযান, কত লোক হয়েছিল? সেই নিয়ে ভিন্ন মত বিভিন্ন তৃণমূল নেতাদের। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ‘বিহার উত্তরপ্রদেশ থেকে গু’ন্ডা নিয়ে এসেছিল বিজেপি’। আবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, “বিজেপির নবান্ন অভিযান ব্যর্থ, লোকই হয়নি”।
তাহলে কোনটা ঠিক, প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা।

বিজেপির নবান্ন অভিযান, ‘কত লোক’, মিলছে না মমতা ও অভিষেকের বক্তব্যও। কে ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রসঙ্গ, বঙ্গ বিজেপির নবান্ন অভিযান। বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দেননি, মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, “বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি। বেলুন ফুটো হয়ে গেছে, গুরুত্ব দেওয়ার দরকার নেই”। অন্যদিকে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “শুধু বাংলা নয়, বিজেপির গুন্ডামি দেখল গোটা দেশ, ক্ষমতায় এলে কী করত, ভেবেই কেঁপে উঠছি”।

আরও পড়ুনঃ লজ্জায় বাংলার শিক্ষা, তৃণমূল আমলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগও বেআইনি

দুরকম বক্তব্য ফিরহাদ হাকিম ও কুণাল ঘোষেরও। একজন বলেছেন, “লোক হয়নি”। অন্যজন বলেছেন, “বাইরের রাজ্য থেকে গু’ন্ডা আনা হয়েছিল”। নবান্ন অভিযান নিয়ে, ভিন্ন মত তৃণমূল নেতাদের।

অন্যদিকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার ভিড়ের ছবি দিয়ে লেখেন, “যারা বলছে লোক হয়নি, তারা ছবি দেখেই ভয় পেয়েছে, তাই ভুল বকছে। তৃণমূল সরকারের শেষ সময় হাজির, মানুষ এই সরকারকে আর চায় না। সেটা নবান্ন অভিযানেই প্রমাণ হয়ে গেছে”।

]]>
বিজেপির নবান্ন অভিযান, ‘কত লোক’, মিলছে না মমতা ও অভিষেকের বক্তব্য https://thenewsbangla.com/bjp-nabanna-abhijaan-mamata-banerjee-and-abhishek-banerjee-statements-do-not-match/ Wed, 14 Sep 2022 05:08:51 +0000 https://thenewsbangla.com/?p=16779 বিজেপির নবান্ন অভিযান, ‘কত লোক’, মিলছে না মমতা ও অভিষেকের বক্তব্য। কে ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রসঙ্গ, বঙ্গ বিজেপির নবান্ন অভিযান। বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দেননি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি। বেলুন ফুটো হয়ে গেছে, গুরুত্ব দেওয়ার দরকার নেই”। অন্যদিকে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “শুধু বাংলা নয়, একঝলক বিজেপির গুন্ডামি দেখল গোটা দেশ, ওরা ক্ষমতায় এলে কী করত, ভেবেই কেঁপে উঠছি”।

কলকাতা ও হাওড়ার রাস্তায় যখন, বিজেপি কর্মী সমর্থকদের দাপাদাপি চলছে, তখন মঙ্গলবার পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির সঙ্গে মানুষ নেই। কোন লোক হয়নি, তাই বিজেপিকে গুরুত্ব দেওয়ার দরকার নেই”।

আরও পড়ুনঃ অবাক কাণ্ড, সরকারি প্রকল্পে বেসরকারি চাকরি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার

নবান্ন অভিযানকে কেন্দ্র করে, হাওড়া ও কলকাতায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। টুইটে তা নিয়ে বিজেপিকে তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “আজ শুধু বাংলা নয় গোটা দেশ দেখল, বিজেপির গুণ্ডাদের তাণ্ডব। ওরা ক্ষমতায় এলে কী করত”।

অন্যদিকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার ভিড়ের ছবি দিয়ে লেখেন, “যারা বলছে লোক হয়নি, তারা ছবি দেখেই ভয় পেয়েছে, তাই ভুল বকছে। তৃণমূল সরকারের শেষ সময় হাজির, মানুষ এই সরকারকে আর চায় না। সেটা তারা নবান্ন অভিযানেই প্রমাণ করে দিয়েছে”।

]]>
“মুখে বলে প্রমাণ করতে হল তিনি পুরুষ”, শুভেন্দুকে ‘আলুভাতে’ কটাক্ষ কুণালের https://thenewsbangla.com/kunal-ghosh-on-suvendu-adhikari-on-bengal-bjp-nabanna-abhijaan/ Tue, 13 Sep 2022 16:56:38 +0000 https://thenewsbangla.com/?p=16776 “মুখে বলে প্রমাণ করতে হল তিনি পুরুষ”, শুভেন্দুকে ‘আলুভাতে’ কটাক্ষ কুণালের। “পুলিশের সামনে দাঁড়াতেই পারেননি ভয়ে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানের আগেই একপ্রকার ‘আত্মসমর্পণ’ করে দেন”, এমনটাই দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। এদিন নবান্ন অভিযান নিয়ে বলতে গিয়ে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পাল্টা শুভেন্দু বলেছেন, “আমি কোন জেলখাটা আসামির কথার উত্তর দি না”।

এদিন কুণাল ঘোষ দাবি করেন, শুভেন্দু অধিকারী নবান্ন অভিযান শুরুর আগেই পুলিশের হাতে ধরা দেন। কুণাল বলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানের আগেই একপ্রকার পুলিশের কাছে ‘আত্মসমর্পণ’ করে দেন। এদিন সকাল থেকেই শুভেন্দুর উদ্দেশ্যে একের পর এক কটাক্ষ আসা শুরু হয়, কুণাল ঘোষ এর তরফ থেকে।

আরও পড়ুনঃ অবাক কাণ্ড, সরকারি প্রকল্পে বেসরকারি চাকরি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার

কুণাল ঘোষের কটাক্ষ, “রাজ্যের বিরোধী দলনেতার দিকে যতগুলি ক্যামেরা তাক করা ছিল, তত মিনিটও পুলিশের সামনে দাঁড়াতে পারল না। পুলিশের সামনে দাড়িয়ে থাকার নার্ভ ওর নেই”। পরে কটাক্ষের সুর আরও চড়ান কুণাল। এবার একেবারে ব্যক্তিগত স্তরে গিয়ে, আক্রমণ করেন শুভেন্দুকে।

বলেন, “আজ শুভেন্দুকে মুখে বলে প্রমাণ করতে হল তিনি পুরুষ”। বিখ্যাত বাংলা ছবি সপ্তপদীর প্রসঙ্গ টেনে এনে, তৃণমূল মুখপাত্র বলেন, “এ যেন সপ্তপদী রিভিজিটেড। সেদিন রিনা ব্রাউন বলেছিলেন, আমায় টাচ করবে না। আর আজ শুভেন্দু অধিকারী বললেন”।

]]>
গার্ডেনরিচে উদ্ধার ১৫ কোটি, “বাংলার অর্থনীতি ভাঙার চেষ্টা ইডির” সরব ফিরহাদ https://thenewsbangla.com/ed-seizes-15-crores-from-kolkata-businessman-house-firhad-hakim-says-conspiracy/ Sat, 10 Sep 2022 11:49:28 +0000 https://thenewsbangla.com/?p=16755 গার্ডেনরিচে উদ্ধার ১৫ কোটি, “বাংলার অর্থনীতি ভাঙার চেষ্টা ইডির” সরব ফিরহাদ হাকিম। গার্ডেনরিচে পরিবহন ব্যবসায়ীর বাড়িতে খাটের নিচে, হাঁড়ির ভিতরে টাকার পাহাড়। ইডির অভিযানে উদ্ধার, ১৫ কোটির বেশি নগদ, মিলেছে অনেক সোনার গয়নাও। উদ্ধার হওয়া নোটের তাড়া, এখনও মেশিনে গোনা চলছে। ফলে উদ্ধার হওয়া টাকার অঙ্কটা আরও বাড়তে পারে, বলে মনে করছে ইডি কর্তারা। এদিকে কলকাতার একাধিক এলাকায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা নিয়ে, এবার মুখ খুলেছেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। “বাংলার অর্থনীতি ভাঙার চেষ্টা ইডির” সরব ফিরহাদ হাকিম।

শনিবার ‘টক টু মেয়র’ কর্মসূচিতে, ইডির হানা প্রসঙ্গে মুখ খোলেন ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় সংস্থার তৎপরতার পিছনে, প্রধানত দু’টি কারণ আছে বলে দাবি ফিরহাদের। তিনি বলেন, “কলকাতার বিভিন্ন প্রান্তে ইডির হানার পিছনে, দু’টি কারণ রয়েছে। এক, আমাদের ভয় পাওয়ানোর চেষ্টা। এসব করে তৃণমূল দলকে বার্তা দেওয়া হচ্ছে। যাতে তারা আর বিজেপির বিরুদ্ধে, রাজনৈতিক লড়াই না করে। আর দুই, বাংলার ব্যবসায়ীদের ভয় পাইয়ে দেওয়া। যাতে তারা বাংলায় ব্যবসা না করে, ওদের রাজ্যে গিয়ে ব্যবসা করে। বাংলার অর্থনীতিকে ভেঙে দেওয়ার চেষ্টা”।

আরও পড়ুনঃ ফের কোটি কোটি টাকার পাহাড়ের খোঁজ, কলকাতায় ফের ইডির অভিযান

শনিবার কলকাতার তিন জায়গায়, ইডি তল্লাশি চালায়। পার্ক স্ট্রিট, মোমিনপুর ও গার্ডেনরিচে। গার্ডেনরিচে হওয়া তল্লাশি অভিযানে, পরিবহন ব্যবসায়ি মহম্মদ নিসার খানের খাটের তলা থেকে ১৫ কোটি টাকা উদ্ধার হয়েছে।

]]>