ParthaChatterjee – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 14 Sep 2022 14:59:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg ParthaChatterjee – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “আমাকে বাঁচতে দিন, দয়া করে জামিন দিন”, আদালতে কেঁদে ভাসালেন পার্থ https://thenewsbangla.com/partha-chatterjee-cried-at-court-for-bail-after-ed-lawyers-present-evidence/ Wed, 14 Sep 2022 14:54:18 +0000 https://thenewsbangla.com/?p=16798 “আমাকে বাঁচতে দিন, দয়া করে জামিন দিন”, আদালতে কেঁদে ভাসালেন পার্থ। এবার শুনানি চলাকালিন আদালতে কেঁদে ফেললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কান্নাভেজা গলায় আদালতে বিচারপতির কাছে তিনি জানান, “আমাকে ছেড়ে দিন। আমাকে বাঁচতে দিন। প্রয়োজনে আমাকে ঘরবন্দি করে রাখুন কিন্তু জামিন দিন”। বুধবার ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়েছিল, এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। সেখানেই নিজের জামিনের জন্য, কাতর আর্জি জানান পার্থ। একইসঙ্গে উদ্ধার হওয়া সম্পত্তির সঙ্গে, তাঁর কোনও যোগ নেই বলেও এদিন দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়।

বুধবার আদালতে ইডির আইনজীবীরা জানান, ‘পার্থ-অর্পিতার প্রায় ১০০ কোটি টাকার, সম্পত্তির হদিশ মিলেছে’। কিন্তু এই সম্পত্তির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই, বলে দাবি করেছেন পার্থ। তিনি বলেছেন, “ইডি আধিকারিকরা আমার বিধানসভা কেন্দ্রে এসে দেখুন, আমি কে, আমার পরিবার কী, এত টাকা নিয়ে আমি কী করব? কোথা থেকে আসবে এত টাকা?” এরপরই আদালতে কেঁদে ফেলেন, তৃণমূলের প্রাক্তন মহাসচিব। ধরা-ধরা গলায় তিনি বলেন, “প্রয়োজনে আমাকে ঘরে আটকে রাখুন। বাড়িতে বন্ধ করে রাখুন। কিন্তু আমাকে বাঁচতে দিন। আমাকে জামিন দিন”।

আরও পড়ুন; “আমি থাকলে মাথায় গুলি করতাম, পুলিশ সংযম দেখিয়েছে”, অভিষেক বন্দ্যোপাধ্যায়

তবে বিচারপতি জানান, “আপনার পরিচিতের ফ্লাট থেকে নগদ ৫০ কোটি টাকা পাওয়া গেল, আপনাদের দুজনের নামে যৌথ সম্পত্তি উদ্ধার হচ্ছে একের পর এক, আর আপনি কিছুই জানেন না, এটা বিশ্বাস করা যায়”?

]]>
শিক্ষক দিবস, টাকা দিয়ে কেনা পেশায় শ্রদ্ধা থাকে না, লজ্জার অন্ধকারে বাংলার শিক্ষা https://thenewsbangla.com/teachers-day-no-respect-for-teacher-professions-bengal-education-in-darkness-of-shame/ Mon, 05 Sep 2022 05:19:13 +0000 https://thenewsbangla.com/?p=16642 শিক্ষক দিবস, টাকা দিয়ে কেনা পেশায় শ্রদ্ধা থাকে না, লজ্জার অন্ধকারে বাংলার শিক্ষা। আমাদের বাংলায় এখন টাকা দিলেই, শিক্ষকের চাকরি কিনতে পাওয়া যায়। নেতার পরিবারের কেউ হলেই চাকরি পাওয়া যায়, যোগ্যতা না থাকলেও। এমনকি নেতাদের দেহরক্ষীদের চেনা হলেও, শিক্ষকতা করা যায় সরকারি স্কুলে। এমনকি অন্য দেশ থেকে এসে টাকা দিয়ে ভোটার আধার কার্ড বানিয়ে, আমার রাজ্যে শিক্ষকের চাকরি কেনা যায়। বাংলায় শিক্ষকের চাকরি এখন ইলিশ-পমফ্রেট মাছের বাজার, ‘ফেল কড়ি মাখ তেল’। টাকা দাও চাকরি নাও। ফলে যা হবার তাই হয়েছে। টাকা দিয়ে কেনা পেশায়, আর যাই হোক শ্রদ্ধা থাকে না। আর এর জেরেই পুলিশ, সাংবাদিক ও বুদ্ধিজীবীর মত শিক্ষকও, একটা হাসির ও ব্যঙ্গের ‘জাত’ হয়ে গেছে।

পরীক্ষায় পাশ করেও, গান্ধীর পায়ের নিচে টানা দু বছর ধরে বসে, যোগ্য শিক্ষকরা। তাদের ন্যায্য চাকরি কবেই চোখ-কান-মুখ বুজে, লাখ লাখ টাকায় বিক্রি করে দিয়েছে শাসক দলের ‘দুষ্টুমিষ্টি ভালো’ বাঁদররা। স্কুল কলেজে দাপাচ্ছে, অশিক্ষিত-অর্ধশিক্ষিত ‘বুড়ো ধামড়া’ ছাত্র নেতা। আঙুল তুলে শাসাচ্ছে শিক্ষকদের, বংশ পরম্পরার ধারা বজায় রেখে। তাদের বড় দাদাদের, ‘বুল স্টাইলে’ শিক্ষিকাকে জগ ছুঁড়ে মারার ঐতিহ্য আছে যে। শুধু কি তাই, অন্য ধর্মের শিক্ষিকা, মেয়ের গায়ে হাত দেওয়ায়, স্কুলে ঢুকে সবার সামনে শিক্ষিকার শাড়ি খুলে দেবার নজিরও ঘটিয়েছে, পরিবর্তনের বাংলা।

আরও পড়ুনঃ ‘মমতাকে তাড়াতে সাহায্য করবে অভিষেক’, শুভেন্দুর ‘লক্ষণ’ মন্তব্যে শোরগোল বাংলায়

একটা সময় বেত হাতে, স্কুল ঘুরতেন আমাদের শিক্ষকরা। ছাত্র আর নেতা তো অনেক দূরের কথা, অভিভাবকরাও রীতিমত ভয় পেতেন এই শিক্ষকদের। তারপর হঠাৎ একদিন, বাবা-মায়েদের অতিরিক্ত আদর, আদালতে শিক্ষকদের হাত থেকে বেত কেড়ে নিল। ছাত্রদের কান থেকে নিষিদ্ধ করে দিল, শিক্ষকদের তর্জনী ও বুড়ো আঙুল। আর ‘লালের শাসন’ তাদের স্কুল ছেড়ে, সম্পূর্ণ রাজনীতিতে নামিয়ে দিল। শিক্ষার কবর তখনই খোঁড়া হয়ে গিয়েছিল। ‘মা মাটি মানুষ’ সেই কবরে শিক্ষাকে ঢুকিয়ে, উপরে ‘ঘাসফুল’ গজিয়ে দিয়েছে। ‘শিক্ষার ষোলকলা’ পূর্ণ হয়েছে।

আমাদের দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি, পেশায় শিক্ষক, সর্বপল্লী রাধাকৃষ্ণান। ভারতের এই বিশিষ্ট শিক্ষাবিদের জন্মতিথিতে, আজ সর্বত্র এই দিনটি পালিত হচ্ছে তাঁর ছবি ও মূর্তিতে মালা দিয়ে। বুঝিয়ে দেওয়া, মালা দিয়ে অতীত বরণ করলাম। ব্যাস…তারপরেই কলেজে যাব অনার্সের সিট-গুলো বেচার জন্য। দাদারা শিক্ষকের চাকরি বিক্রি করছে, আর ভাইরা ছাত্রদের আসন বিক্রি করছে। আমার বাংলায় শিক্ষা এখন, বাজারে নিলাম হচ্ছে।

যারা এই বাজারের বাইরে থেকে, নিজেদের যোগ্যতা প্রমাণ করে শিক্ষক-শিক্ষিকা হয়েছেন, আর এটাকে শুধুই পেশা আর ‘আয়ের উৎস’ বলে ভাবেন না, আজও আশা করেন পরিবর্তন আসবে, সব অন্যায় ও দুর্নীতির অবসান হবে, সেই সব ব্যতিক্রমি শিক্ষক-শিক্ষিকাদের জানাই, শিক্ষক দিবসের শুভেচ্ছা, শ্রদ্ধা। (লিখলেন মানব গুহ)

]]>
লজ্জার বাংলা, সাড়ে ৭ লাখ টাকায় টেট ফেল করাকে স্কুল শিক্ষিকার চাকরি বিক্রি https://thenewsbangla.com/shame-bengal-tet-fail-gets-school-teacher-job-for-seven-and-half-lakhs-tet-scam/ Sat, 03 Sep 2022 04:41:26 +0000 https://thenewsbangla.com/?p=16620 লজ্জার বাংলা, সাড়ে ৭ লাখ টাকায় টেট ফেল করাকে, স্কুল শিক্ষিকার চাকরি বিক্রি। টাকা দিয়েই শিক্ষকের চাকরি, স্বীকার খোদ শিক্ষিকার স্বামীর। শুধু তৃণমূলের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের অভিযোগ নয়, টাকা দিয়ে চাকরি পাওয়ার ব্যাপারে এবার স্বীকারোক্তিও মিলল এক শিক্ষিকার স্বামীর কাছ থেকেই। বাগদার চন্দন মণ্ডল ওরফে ‘সৎ রঞ্জনের’ বিরুদ্ধে, টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ তুলেছিলেন উপেন বিশ্বাস। ‘টাকা দিয়ে চাকরি পাওয়া’ ওই শিক্ষিকার স্বামী, এবার সেটাই জানাল সিবিআই-কে।

সাড়ে ৭ লক্ষ টাকায় স্কুলের চাকরি বিক্রির অভিযোগ উঠল, বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের বিরুদ্ধে। টাকা দিয়ে বেআইনিভাবে চাকরি পাওয়ার কথা স্বীকার করল, নদিয়ার কল্যাণীর বাসিন্দা পাপিয়া মুখোপাধ্যায়ের স্বামী জয়ন্ত বিশ্বাস। ২০১৭-য় নদিয়ার হবিবপুরের পানপাড়ার রাঘবপুর কনভার্টেড জুনিয়র প্রাইমারি স্কুলে, শিক্ষিকার চাকরি পায় কল্যাণীর বাসিন্দা পাপিয়া মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য, ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল

তার স্বামী জয়ন্ত বিশ্বাস সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে জানায়, বাগদার মামা-ভাগিনা গ্রামে তাঁর পৈতৃক বাড়ি রয়েছে। সেই সূত্রে বাগদার রঞ্জন ওরফে চন্দনের সঙ্গে তার চেনাজানা। জয়ন্তর দাবি, ২০১৫-য় চন্দনকে সাড়ে ৭ লক্ষ টাকা দেওয়ার পর, ২০১৭-য় চাকরি পায় তাঁর স্ত্রী। সেই সংক্রান্ত তথ্য এবং বক্তব্য শুক্রবার প্রাথমিক নিয়োগ মামলায়, বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের রায়ে উল্লেখও করা হয়েছে।

তাতে বলা হয়েছে, পাপিয়া মুখোপাধ্যায় ২০১৪ সালে ‘টেট’ বা শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা না-দিয়ে, নগদ সাড়ে সাত লক্ষ টাকার বিনিময়ে প্রাথমিক শিক্ষিকার চাকরি পায়। টাকা নিয়েছিল, বাগদার মামাভাগিনা গ্রামের বাসিন্দা চন্দন মণ্ডল। পাপিয়া ২০১২ সালে টেট পাশ করতে পারেনি, ২০১৪-য় টেটে বসেনি। ২০১৫-র অগস্টে জয়ন্তের বাবা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী দীননাথ বিশ্বাসের পেনশন অ্যাকাউন্ট থেকে, সাড়ে সাত লক্ষ টাকা তুলে চন্দন মণ্ডলকে দেওয়া হয়। তার বিনিময়েই ২০১৭ সালে, প্রাইমারি স্কুলে চাকরি পায় পাপিয়া।

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একের পর ঘটনা সামনে আসছে, যা চমকে দিচ্ছে রাজ্যের মানুষকে। গান্ধী মূর্তির নিচে, ৫৫০ দিন ধরে বসে যোগ্য চাকরি প্রার্থীরা, যাদের চাকরি গিয়েছে চুরি। আমাদের বাংলায় শিক্ষকের চাকরি গিয়েছে চুরি। লজ্জার অন্ধকারে ডুবেছে, বাংলার শিক্ষা ব্যবস্থা।

]]>
মিডিয়া ট্রায়াল, তদন্তের আগেই নিজের রায় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই https://thenewsbangla.com/media-trial-cm-mamata-banerjee-herself-announced-her-verdict-before-investigations/ Fri, 26 Aug 2022 04:26:45 +0000 https://thenewsbangla.com/?p=16451 মিডিয়া ট্রায়াল, তদন্তের আগেই নিজের রায় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। “বিচারাধীন মামলায় মিডিয়া ট্রায়াল বন্ধ করুন”, বলেছেন মুখ্যমন্ত্রী মমতা। সত্যি বাংলায় এত ‘ট্রায়াল’ হয়, যে বলার নয়। একটার পর একটা ঘটনার কথা বলতে গেলে রাত কাবার হয়ে যাবে, তবু শেষ হবে না। আজ প্রথমবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। তদন্ত চলছে, আদালতে মামলা চলছে, তাও আগেভাগেই ‘রায়’ ঘোষণা করে দেওয়াটা বাংলায় একটা পুরনো রোগ। যার নাম ‘ট্রায়াল।

১. ফেব্রুয়ারি ২০১২, পার্ক স্ট্রিট গণ’ধর্ষ’ন। কলকাতা পুলিশের রিপোর্টেই ছিল, পার্ক স্ট্রিটে ধ’র্ষ’ণ হয়েছিল। খোদ কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান, সেই রিপোর্ট জানিয়েছিলেন। দিন দশেক পর পুলিশি তদন্ত চলাকালীন, কে যেন মহাকরণে দাঁড়িয়ে ‘ট্রায়াল’ করে দিল, ‘‘সাজানো ঘটনা। সরকারকে ম্যালা’ইন করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। সব বের হবে”। অন্যদিকে সেদিনই কলকাতা পুলিশের তৎকালীন যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দময়ন্তী সেন বলেছিলেন, “ধ’র্ষ’ণ হয়েছে”। দময়ন্তী সেনকে তাঁর পদ থেকে সরিয়ে, পাঠানো হয়েছিল গুরুত্বহীন পদে। কারণ সেদিন ‘পুলিশের রিপোর্ট’ আর ‘ট্রায়াল রিপোর্ট’ মেলেনি।

২. সেপ্টেম্বর ২০১৮, উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাঁড়িভিট হাইস্কুলে গু’লি চলে। মা’রা যায় রাজেশ সরকার নামে এক ছাত্র। পড়ুয়াদের অভিযোগ ছিল, স্কুলে বিভিন্ন বিভাগে শিক্ষকের অভাব রয়েছে। কিন্তু নবনিযুক্ত শিক্ষকরা সব উর্দু ভাষার। পড়ুয়াদের দাবি ছিল, ওই স্কুলে উর্দুর ছাত্র-ছাত্রীই নেই। স্কুল চত্বরে পুলিশ এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রবল সং’ঘর্ষে গু’লিবিদ্ধ হয়ে মৃত্যু রাজেশের। তদন্ত চলাকালীন কে যেন ‘ট্রায়াল’ করে দিল, “পুলিশ গুলি চালায়নি”।

৩. সেপ্টেম্বর ২০১৮, ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ। তিনজনের মৃত্যু। পরেরদিন ঘটনাস্থলে পৌঁছেই হয়ে গেল ‘ট্রায়াল’, “দায়ী মেট্রো রেলের কাজ”। অনেক পরে নবান্নে সাংবাদিক সম্মেলনে জানা জয়, “ট্রায়াল ভুল ছিল, গাফিলতি পূর্ত দফতরের। তদন্তের ঘোষণা হল। তদন্ত শেষ হবার আগেই আবার ‘ট্রায়াল’, “পূর্তমন্ত্রীর কাছে কোনও ফাইলই পাঠানো হত না, মেট্রোর তরফে”।

৪. জুলাই, ২০১৭, বাদুড়িয়া, বসিরহাট লাগোয়া বিস্তীর্ণ জায়গায় সা’ম্প্রদা’য়িক উত্তেজনা। তদন্ত, পুলিশের রিপোর্ট পৌঁছানোর আগেই ‘ট্রায়াল’, “একটা ছোট জায়গায় গোলমাল হয়েছে। এত ভাববার কিছু নেই। ২-৩টি ছোট ব্লক এলাকার গোলমাল”।

৫. জুন ২০১৬, নারদ স্টিং অপারেশনের তদন্ত কলকাতা পুলিশকে দিয়ে করানোর সিদ্ধান্ত ঘোষণা। পরের দিন প্রকাশ্যে ‘ট্রায়াল’, “সব চক্রান্ত, আমার সঙ্গে দেখা করতে চাইলে, টেবিলে টাকা রেখে ছবি তুলে বলছ ঘুষ নিয়েছে। তাহলে কী কারও সঙ্গে দেখা করা যাবে না? এই ভাবে ব্ল্যাক’মেলের চেষ্টা চলছে”।

৬. জুন ২০১৩, কামদুনি নৃ’শংস ধ’র্ষ’ণ, এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। চাকরির প্রতিশ্রুতি দিতে গিয়েও বিক্ষোভে ফেঁসে সেই ‘ট্রায়াল’, ‘‘চোপ। সব সিপিএম, সব মাও’বাদী, আমাকে খু’ন করার চক্রান্ত হয়েছিল”। ‘ট্রায়ালে’ প্রতিবাদী গ্রামবাসীরা হয়েছিলেন, ‘সিপিএম’ এবং ‘মা’ওবাদী’।

৭. ফেব্রুয়ারি ২০১২, বর্ধমানের কাটোয়ায় চলন্ত ট্রেনে কিশোরী মেয়ের সামনে এক মহিলাকে গণ’ধর্ষ’ণের ঘটনা। সেদিনই ‘ট্রায়াল’, ‘ছোট ঘটনা, এতকিছু হয়নি’।

৮. আগস্ট ২০১২, বেলপাহাড়িতে জনসভা। সভায় যোগ দিয়েছিলেন শিলাদিত্য চৌধুরি। ফসলের দাম নিয়ে অভিযোগ জানানোয়, ‘ট্রায়ালে’ তাঁকে ‘মাও’বাদী’ বলে চিহ্নিত করা হয়েছিল। পুলিশের হাতে গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজত। পরে হাইকোর্টে তাঁকে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় রাজ্য সরকার।

৯. এপ্রিল ২০১২, কার্টুন কান্ড। অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র ফেসবুকে একটি কার্টুন পোস্ট করায়, তা ‘খু’নের চক্রান্ত’ হিসাবে বর্ণনা করে হয়েছিল ‘ট্রায়াল’। অধ্যাপকের বাড়ি আক্র’মণ করে শাসক দল। পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন অধ্যাপক। বহু বছর পরে, হাইকোর্টের নির্দেশে তাঁকে ক্ষতিপূরণ দিয়ে, মুখ পুড়িয়েছিল রাজ্য সরকার। সঙ্গে দুই পুলিশ কর্তা সাসপেন্ড। সব ওই ‘ট্রায়াল’ শুনে কাজ করতে যাওয়ার ফল।

১০. মে ২০১০, বাম শাসন। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা। ১৪৯ জনের মৃত্যু। পরেরদিন ‘ট্রায়াল’, “গভীর ষড়’যন্ত্র, সিপিএমের হাত আছে”। জ্ঞানেশ্বরী ‘ষড়’যন্ত্রের’ সিবিআই তদন্ত করিয়েছিল বামফ্রন্ট সরকার। সিবিআই চার্জশিটে ‘স্যবোটাজ’ বলা হলেও, ‘সিপিএম-র চক্রান্ত’-র তত্ত্বকে উড়িয়ে দিয়েছিল সিবিআই। নৃশং’স সেই ঘটনার পান্ডা বলে যারা চিহ্নিত হয়েছিল, তাদের বেশ কয়েকজন ছিল বর্তমান শাসক দলের কর্মী, যেমন উমাকান্ত মাহাতো।
আরও কত কত ‘ট্রায়ালের’ স্বাক্ষী এই বাংলা। বলেছিলাম না, তদন্ত চলাকালিন ‘ট্রায়ালের’ কথা বলতে গেলে রাত কাবার হয়ে যাবে…১০টা নয় এমন ১০০টা ‘ট্রায়ালের’ খবর লিখতে পারি। তাই বলি, কখনও বিচারের আগেই ‘ট্রায়াল’ করাটা একদম ঠিক নয়…একদম ঠিক কথা বলেছেন আমাদের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, “মিডিয়া ট্রায়াল বন্ধ করুন”।

]]>
পার্থ, পরেশ, অনুব্রতর পর অরূপ, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মমতার আরেক মন্ত্রী https://thenewsbangla.com/partha-paresh-anubrata-now-arup-another-mamata-banerjee-minister-accused-of-corruption/ Thu, 25 Aug 2022 10:53:58 +0000 https://thenewsbangla.com/?p=16447 পার্থ, পরেশ, অনুব্রতর পর অরূপ, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মমতার আরেক মন্ত্রী। পার্থ, পরেশ, অনুব্রত’র পর এবার অরূপ রায়! রাজ্যের সমবায় মন্ত্রীর ঘনিষ্ট এক ব্যক্তির বোনের, সমবায়ে চাকরি পাওয়ার অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাংকে নিয়োগ দুর্নীতি নিয়ে, মামলা করা হল কলকাতা হাইকোর্টে। অভিযোগ, শূন্য পদের থেকে দ্বিগুন লোক নিয়োগ করা হয়েছে। আদালতে জমা দেওয়া অতিরিক্ত হলফনামায়, বিস্ফোরক অভিযোগ মামলাকারিদের। ওই হলফনামায় সমবায় মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে, একাধিক ব্যক্তির ঘনিষ্ঠদের চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে।

হলফনামায় উল্লেখ করা হয়েছে একাধিক ব্যক্তির নাম, অভিযোগ যাঁদের চাকরি পাইয়ে দিয়েছেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তাঁর মধ্যে মন্ত্রী-ঘনিষ্ট সত্য সামন্তের বোন চাকরি পেয়েছেন বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি, প্রয়াত দেবব্রত দাসের ভাইপো, ব্যাংকের চেয়ারম্যান গোপাল চন্দ্র মাইতির ভাইপো, ব্যাংকের তৎকালীন ভারপ্রাপ্ত সিইও বর্তমানে অবসরপ্রাপ্ত প্রণয় কুমার চক্রবর্তীর ভাইপো, ব্যাংকের সচিব কৌশিক কুলভির ভাইপো, ব্যাংকের অন্যতম অধিকর্তা নিমাই অধিকারীর মেয়ে, ব্যাংকের অন্যতম অধিকর্তা তপন কুমার কুলিয়ার ছেলে, এরা সবাই দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে অভিযোগ।

আরও পড়ুনঃ তৃণমূল আমলে বাংলার শিক্ষা, ‘চাকরি চুরি’ কাণ্ডে বিশ্ববিদ্যালয়, উপাচার্যর বাড়িতে সিবিআই হানা

সমবায় ব্যাংকে ৫২টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলেও, মোট ১৩৪ জন নিযুক্ত হয়েছেন বলেই অভিযোগ। মামালাকারীদের আরও অভিযোগ, নিয়ম বহির্ভূত-ভাবে নিয়োগের জন্য, দু-দফায় অনুমতি দিয়েছেন মন্ত্রী অরূপ রায়। কো-অপারেটিভ সার্ভিস কমিশন ছাড়াই, নিয়োগ করতে পারবে ব্যাংক, এই মর্মে দুবার অনুমোদন দিয়েছিলেন সমবায় মন্ত্রী অরূপ রায়। মামলাকারিদের আরও দাবি, কো-অপারেটিভ সার্ভিস কমিশন ছাড়া, চাকরিতে নিয়োগ করা আইনবিরুদ্ধ কাজ।

মোট ২০৩৫ জন আবেদন করেছিলেন এবং ব্যাংকের নির্দিষ্ট অ্যাকাউন্টে ফি জমা দিয়েছিলেন। কিন্তু ফি জমা দেওয়ার এই তালিকায়, ১০০টির বেশি নাম ফাঁকা রয়েছে বলে অভিযোগ। আবেদন না করেও, অনেকেই চাকরি পেয়েছেন। এমনকি মেধাতালিকায় নাম না থাকা সত্ত্বেও, অনেকেই চাকরি পেয়েছেন বলে ওই হলফনামায় জানিয়েছেন মামলাকারিরা। ২০১৯ সালের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে, সমবায় ব্যাংকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ২০২১ সালে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই জনস্বার্থ মামলাতেই অতিরিক্ত হলফনামা দাখিল করে, নতুন এইসব অভিযোগ নাম দিয়ে জানানো হয়েছে।

]]>
মানিক ভট্টাচার্যর জায়গায় প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি, নতুন কমিটি https://thenewsbangla.com/manik-bhattacharya-replaced-by-gautam-paul-as-new-president-of-the-primary-education-board/ Tue, 23 Aug 2022 15:31:11 +0000 https://thenewsbangla.com/?p=16360 মানিক ভট্টাচার্যর জায়গায় এলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি, নতুন কমিটি। স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। সেখান থেকে বেশ কিছু তথ্য পায় তদন্তকারী সংস্থা, সেই তথ্যকে সামনে রেখেই চলে জিজ্ঞাসাবাদ। নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসতেই, নিজের পদ থেকে সরানো হয়েছিল মানিক ভট্টাচার্যকে। মঙ্গলবার তাঁর জায়গায় নতুন সভাপতি হিসাবে দায়িত্ব পেলেন গৌতম পাল, তিনি এখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্যের দায়িত্বে রয়েছেন। রাজ্য শিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এক বছরের জন্য পর্ষদের নতুন সভাপতি হলেন গৌতম পাল।

নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই, প্রাথমিকে রদবদল। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হলেন, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য। সরিয়ে দেওয়া হল প্রাথমিক শিক্ষা পর্ষদের সদস্যদেরও। সরকার তৈরি করল ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি। নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, অভীক মজুমদাররা এবার প্রাথমিকের পরিচালন ব্যবস্থায় এলেন।

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই, প্রাথমিক শিক্ষা পর্ষদে সভাপতি পরিবর্তন করা হল। মানিক ভট্টাচার্যকে অপসারণ করেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন, প্রাক্তন অধ্যাপক তথা পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, ভাষা শিক্ষাবিদ স্বাতী গুহ, স্কুল শিক্ষা বিশেষজ্ঞ কমিটির চেয়্যারম্যান অভীক মজুমদার, অধ্যাপক রঞ্জন চক্রবর্তীরা।

পাশাপাশি, রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা, মাধ্যমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান এবং উচ্চ শিক্ষা সংসদের চেয়ারম্যানকেও, এই অ্য়াড হক কমিটির সদস্য করা হয়েছে। রাজ্যের তিনটি স্কুলের তিন শিক্ষক-শিক্ষিকাও, নতুন এই কমিটিতে স্থান পেয়েছেন।

]]>
চাপ বাড়ল পার্থ ও তৃণমূলের, চাকরি চুরি মামলায় ‘গোপন জবানবন্দি’ দেবেন অর্পিতা https://thenewsbangla.com/arpita-mukherjee-may-record-secret-statement-in-court-in-ssc-scam-case-according-to-ed/ Tue, 23 Aug 2022 05:56:56 +0000 https://thenewsbangla.com/?p=16330 চাপ বাড়ল পার্থ ও তৃণমূলের, চাকরি চুরি মামলায় ‘গোপন জবানবন্দি’ দেবেন অর্পিতা। এসএসসি দুর্নীতি মামলায় আদালতে কি গোপন জবানবন্দি দেবেন অর্পিতা? জোর চর্চা এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি’র অন্দরে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি’র হাতে গ্রেফতার হয়ে আলিপুর সেন্ট্রাল জেলে থাকা অর্পিতা মুখোপাধ্যায় বিচারপতির কাছে, ১৬৪ ধারায় গোপন জবানবন্দি দিতে পারেন। তবে বিষয়টি নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

যাঁর দুটি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা, সোনা ও জমির দলিল নিয়ে আরও ৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে, সেই অর্পিতার জবানবন্দি ঘিরে ইতিমধ্যে ইডি’তে জোর আইনি চর্চা শুরু হয়েছে। কারণ, অন্যতম অভিযুক্ত অর্পিতার গোপন জবানবন্দি বা স্বীকারোক্তি পরবর্তীকালে মামলার শুনানিতে কতটা প্রভাব ফেলবে তা জানতে ইডির লিগ্যাল সেলের আইনি বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছেন তদন্তকারী অফিসাররা।

যদি শেষ পর্যন্ত অর্পিতার জবানবন্দি রেকর্ড হয়, তবে এই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও রাজ্য সরকারের উপর চাপ যে আরও বাড়বে, সে নিয়ে কোন সন্দেহ নেই। ইডি সূত্রে খবর, গত কয়েকদিনে জেল হেফাজতে একাধিক চাঞ্চল্যকর তথ্য, তদন্তকারী ইডি অফিসারদের জানিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর বয়ান শোনার পর ইডির অফিসাররা তাঁর কাছে জানতে চেয়েছিলেন, এই কথা তিনি সরাসরি বিচারপতি-কে বলতে পারবেন কিনা। অর্পিতা নাকি তাদের বলেন, “আমি প্রস্তুত আছি”।

মূলত তিনটি বিষয়কে সামনে রেখেই, অর্পিতাকে ১৬৪ ধারায় গোপন জবানবন্দি দেওয়াতে চাইছে ইডি। অর্পিতা তাঁর বয়ানে জানিয়েছেন, বিপুল পরিমাণ নগদ অর্থ, সোনাদানা এবং সম্পত্তি উদ্ধার হয়েছে তা কাজের মাধ্যমে উপার্জিত নয়। শুধুমাত্র ঘনিষ্ঠতার কারণেই তাঁকে এই টাকা ও সোনা-দানা, রাখতে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর অবর্তমানে তাঁর দুই ফ্ল্যাটে, পার্থের লোকজনই বিপুল টাকা ও সোনা রেখেছে। এটাই অর্পিতার মুখ থেকে বিচারপতির কাছে, জবানবন্দিতে নথিভুক্ত করতে চায় ইডি।

পার্থর সঙ্গে ঘনিষ্ঠতার কারণে গত কয়েকবছরে, অর্পিতা টাকা লেনদেন সংক্রান্ত যা-যা শুনেছেন, কার-কার কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে তার তালিকা জানতে চায় ইডি। বিভিন্ন জেলা থেকে আসা টাকার জোগান দেওয়া ব্যক্তিদের নাম-ঠিকানা ও পার্থর কাছে টাকা আসার পর প্রভাবশালী কাদের কাছে পৌঁছত, তাও ১৬৪ ধারায় গোপন স্বীকারোক্তিতে রেকর্ড করাতে চাইছেন তদন্তকারীরা।

]]>
পুজো অনুদান বাড়িয়ে, মিছিল করে, তৃণমূলের দুর্নীতি কি চাপা দিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় https://thenewsbangla.com/mamata-banerjee-suppress-tmc-corruption-by-increasing-puja-donations-rally/ Mon, 22 Aug 2022 13:30:26 +0000 https://thenewsbangla.com/?p=16319 পুজোর অনুদান বাড়িয়ে ও মিছিল করে, তৃণমূলের দুর্নীতি কি চাপা দিতে পারবেন মমতা? এটাই এখন বড় প্রশ্ন। ৫০ হাজার থেকে বেড়ে ৬০ হাজার হল এবারের দুর্গা পুজোর অনুদান। রাজ্য জুড়ে হবে ইউনেস্কোর জন্য র‍্যালি। কলকাতার দুর্গাপুজোকে বিশেষ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো, সেই স্বীকৃতি উদ্বোধন করতে ও ইউনেস্কোকে সংবর্ধনা জানাতে, কলকাতার রাজপথে বিশাল শোভাযাত্রার আয়োজন করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলেছে, এতে করে কি তৃণমূলের দুর্নীতি ঢাকা যাবে?

মহামিছিলের কারনে, ওই দিন যাতে অফিসকর্মীরা দুপুর একটার মধ্যে ছুটি পেতে পারেন, সোমবার ভার্চুয়াল সভা থেকে সেই বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি স্কুলগুলিকেও যাতে ওইদিন ১২টার মধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়, সেই ব্যবস্থা করার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী মমতা। এদিকে রাজ্য জুড়ে পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের জন্য, তৃণমূলকে শুনতে হচ্ছে চোর চোর শব্দ। চাকরি, গরু, কয়লা, বালি, পাথর সহ বিভিন্ন চুরি ও দুর্নীতিতে জড়িত নেতারা এখন সিবিআই ও ইডির নজরে। দুই হেভিওয়েট নেতা পার্থ ও অনুব্রত, ইতিমধ্যেই জেলে। চরম অস্বস্তিতে তৃণমূল ও রাজ্য সরকার।

সেই সময় পুজো উদ্যোক্তা-দের ও বিভিন্ন ক্লাবকে রাস্তায় মিছিলে নামিয়ে বাংলার মানুষের দৃষ্টি ঘোরাবার কি চেষ্টা করছেন মমতা? পুজোর অজুহাতে কি দুর্নীতির দৃষ্টি ঘোরাবার চেষ্টা? বিরোধীদের অভিযোগ সেরকমই। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল ও রাজ্য সরকার। পুজোয় রাজনীতি নয়, জানিয়েছেন তৃণমূল নেতারা।

]]>
জেলে আচমকা অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়, নিয়ে যাওয়া হল সেই এসএসকেএম হাসপাতালে https://thenewsbangla.com/partha-chatterjee-suddenly-fell-ill-in-presidency-jail-taken-to-sskm-hospital/ Sat, 20 Aug 2022 11:44:16 +0000 https://thenewsbangla.com/?p=16269 জেলে আচমকা অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়, নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে। শনিবার প্রেসিডেন্সি জেলে আচমকা অসুস্থ হয়ে পড়লেন, চাকরি চুরি বা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবার দুপুরে জেলের সেলের ভিতরে তিনি হঠাৎ অসুস্থ বোধ করায়, তড়িঘড়ি নিরাপত্তার ঘেরাটোপে তাঁকে নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা।

এদিন হাসপাতালের সামনে গাড়ি থেকে নেমে অসুস্থ অবস্থাতেই, প্রাক্তন মন্ত্রী সাংবাদিক-দের জানান, “শরীরটা ভাল নেই”। কদিন নিজের সেলেই থাকছিলেন পার্থ, খুব একটা বেরচ্ছিলেন না। হঠাৎই প্রেসিডেন্সি জেলে শনিবার দুপুরে, আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানেই তাঁকে চিকিৎসকরা দেখেন। কিন্তু, অসুস্থতা বেশি দেখেই, পার্থকে এসএসকেএমে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় জেল কর্তৃপক্ষ। বিকেল চারটে-নাগাদ পার্থকে আনা হয় এসএসকেএমে।

আরও পড়ুনঃ স্ত্রী ও মেয়ের নামে কোটি-কোটি টাকার সম্পত্তির হদিশ, ‘বেনামি সম্পত্তি নেই’, সাফাই অনুব্রতর

কড়া নিরাপত্তায় ৩টি গাড়ির কনভয় করে, এসএসসি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএমে আনা হয়। প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, প্রাক্তন তৃণমূল মহাসচিবের শরীরের ক্রিয়েটিন বেড়েছে। স্বাভাবিকের চেয়ে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বেশ কম। পা ফুলেছে তাঁর, শরীরে অস্বস্তি রয়েছে।

হাসপাতালে পার্থর প্রাথমিক শারীরিক পরীক্ষা করে চিকিৎসকরা জানাচ্ছেন, নার্ভাস ব্রেকডাউন হচ্ছিল তাঁর। তবে এখনই হাসপাতালে ভর্তি হওয়ার কোনও দরকার নেই, জানান চিকিৎসকরা। স্বাস্থ্যপরীক্ষার পর ফের প্রেসিডেন্সি জেলে ফিরে, বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

]]>
প্রচুর টাকা নিয়ে ‘সরকারি গাড়িতে’ ঝাড়খণ্ডে পার্থ-ঘনিষ্ঠ, অভিযান আয়কর দফতরের https://thenewsbangla.com/partha-chatterjee-close-in-jharkhand-in-govt-vehicle-with-lots-of-money-raid-by-income-tax-department/ Sat, 20 Aug 2022 08:12:13 +0000 https://thenewsbangla.com/?p=16263 প্রচুর টাকা নিয়ে ‘সরকারি গাড়িতে’ ঝাড়খণ্ডে পার্থ-ঘনিষ্ঠ, অভিযান আয়কর দফতরের। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে, চাকরি চুরি বা এসএসসি নিয়োগ দুর্নীতি বা পার্থ চট্টোপাধ্যায় মামলায় ইডি-র কাছ থেকে নির্দিষ্ট তথ্য পেয়ে ঝাড়খণ্ডে অভিযান করল আয়কর দফতর। দুর্নীতির জাল ছড়িয়ে বাংলার বাইরেও? এসএসসি নিয়োগ দুর্নীতিতে ধৃত, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের সন্ধানে ভিনরাজ্যে হানা আয়কর দপ্তরের আধিকারিকদের।

ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি হোটেলে হানা দেন, আয়কর দফতরের আধিকারিকরা। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ওই হোটেলে যান আয়কর আধিকারিকরা। তবে তদন্তকারীরা পৌঁছনোর আগেই হোটেল ছাড়েন পার্থ ঘনিষ্ঠ ওই ব্যক্তি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে দাবি, প্রচুর টাকা নিয়ে ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি হোটেলে ওঠেন পার্থ-ঘনিষ্ঠ এক ব্যক্তি।

আরও পড়ুন; পুরসভার ময়লাফেলার গাড়ির খালাসিও, তৃণমূল আমলে কোটি কোটি টাকার মালিক

ইডি-র কাছ থেকে এই তথ্য পেয়েই, ওই হোটেলে হানা দেন আয়কর দফতরের অফিসাররা। পিটিআই সূত্রে দাবি, হোটেলের কর্মীরা আয়কর দফতরের অফিসারদের জানান, কলকাতা থেকে সরকারি গাড়ি চড়ে, বড় ব্যাগ নিয়ে হোটেলে উঠেছিলেন ওই ব্যক্তি। তবে আয়কর আধিকারিকরা হোটেলে পৌঁছনোর আগেই, তিনি হোটেল ছেড়ে বেরিয়ে যান। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর।

ইডি আয়কর দফতর-কে জানায়, সরকারি গাড়িতে চড়ে পার্থ ঘনিষ্ঠ হাজারিবাগের হোটেলে যান। অনেকগুলি ব্যাগ নিয়ে হোটেলে ওঠেন ওই ব্যক্তি। তার ব্যাগে প্রচুর পরিমাণ নগদ টাকা রয়েছে বলেই অনুমান। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর কাছ থেকেই, ওই টাকা তিনি দিয়েছিলেন বলেই জানা গিয়েছে। তবে হোটেলে আয়কর দফতর হানা দিতে পারে বলে আগেভাগেই জেনে যায় ওই ব্যক্তি। আধিকারিকরা হোটেলে পৌঁছনোর আগে ব্যাগ নিয়ে বেরিয়ে যান পার্থ ঘনিষ্ঠ।

]]>