MamataOfficial – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 18 Nov 2022 13:12:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg MamataOfficial – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিচারপতি যখন আমজনতার ভগবান, তখন ৪০ পেরোলেও শিক্ষকের চাকরি সম্ভব https://thenewsbangla.com/justice-abhijit-ganguly-ordered-primary-education-board-hold-interviews-of-92-tet-passed-candidates/ Fri, 18 Nov 2022 13:12:05 +0000 https://thenewsbangla.com/?p=16980 বিচারপতি যখন আমজনতার ভগবান, তখন ৪০ পেরোলেও শিক্ষকের চাকরি সম্ভব। চাকরিপ্রার্থীদের হাহাকারের মধ্যেই এবার স্বস্তির ছবি। হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে হয়ে গেল, ৯২ জন চাকরিপ্রার্থীর ইন্টারভিউ পর্ব। ৬ বছর পর হকের চাকরি মেলার একেবারে সামনে আসায়, আদালত ও বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যেন সাক্ষাৎ ভগবান তাদের কাছে।

একদিকে এখনও অনিশ্চয়তা, আরেকদিকে কিছুটা আশার আলো। একদিকে নিয়োগপত্রের জন্য অনন্ত অপেক্ষা, আরেকদিকে অপেক্ষার অবসান। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে হাইকোর্টের নির্দেশে, প্রাইমারি স্কুলে চাকরি পেতে চলেছেন, ২০১৪-র টেট উত্তীর্ণ ৯২ জন পরীক্ষার্থী।

শুক্রবার, প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে, তাঁদের ইন্টারভিউ ও ভেরিফিকেশন পর্ব হয়ে গেল। চাকরিপ্রার্থীরা একযোগে বলছেন, “ভুল প্রশ্নপত্র মামলায়, আমরা ৬ নম্বর পেয়েছি। পেয়ে আজ ইন্টারভিউ দিলাম। ৪০ বছর পেরিয়ে যাবার পরেও, ইন্তারভিউ দিতে পারলাম, তার জন্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে প্রণাম। উনি না থাকলে এটা কোনদিন হতই না। উনি আমদের কাছে সাক্ষাৎ ভগবান”।

এই ৯২ জনের প্রত্যেকেই ২০১৪-র TET পরীক্ষার্থী। সেবারের পরীক্ষায়, ৬টি প্রশ্নে ভুল থাকা নিয়ে, কলকাতা হাইকোর্টে মামলা হয়। মামলায় বিশেষজ্ঞ কমিটি তাদের রিপোর্টে, ৬টি প্রশ্ন ভুল থাকার কথা জানায়। পরবর্তীকালে হাইকোর্ট নির্দেশ দেয়, যে পরীক্ষার্থীরা এই ৬টি প্রশ্নের উত্তর দিয়েছেন, ঠিক বা ভুল যাই হোক, তাঁদের ৬ নম্বর দিতে হবে। ৬ নম্বর বেড়ে যাওয়ায় অনেক চাকরিপ্রার্থীকেই, TET উত্তীর্ণ বলে ঘোষণা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

কিন্তু দেখা যায়, এই কবছরে অনেকেরই বয়স ৪০ পেরিয়ে গেছে। ফলে ইন্টারভিউতে বসার সুযোগ হারিয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে, চাকরিপ্রার্থীদের একাংশ ফের হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলায় বেশ কয়েকজন প্রশিক্ষিত চাকরিপ্রার্থীকে, ইন্টারভিউতে বসার ও নিয়োগের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

]]>
গরু পাচারের গেরো, সিবিআই-য়ের পর অনুব্রত মণ্ডলকে এবার গ্রেফতার করল ইডি https://thenewsbangla.com/cow-smuggling-case-enforcement-directorate-ed-arrest-anubrata-mondal-after-cbi/ Thu, 17 Nov 2022 12:21:03 +0000 https://thenewsbangla.com/?p=16973 গরু পাচারের গেরো, সিবিআই-য়ের পর অনুব্রত মণ্ডলকে এবার গ্রেফতার করল ইডি। গরুপাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে, গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। বুধবার সাড়ে ৫ ঘণ্টা ধরে জেরার পর, তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় এই সংস্থা। জেরায় কোন প্রশ্নের উত্তর দেননি তিনি, এমনটাই জানা যাচ্ছে। তাঁকে কি এবার দিল্লি নিয়ে যাওয়া হবে? এটাই এখন বড় প্রশ্ন।

গরু পাচারের গেরো, সিবিআই-য়ের পর মণ্ডলবাবু এবার ইডির হাতে। তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হবে, জেরার জন্য। এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে। সিবিআই-র পর এবার ইডি। গরু পাচার মামলায় গ্রেফতার করা হল, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। শুক্রবার অনুব্রতকে আদালতে তোলা হবে ও দিল্লি নিয়ে যাবার অনুমতি নেওয়া হবে। ইডি সূত্রে খবর, তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন, বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হল।

গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে জেরা করতে, আজ আসানসোলের বিশেষ সংশোধনাগারে পৌঁছে যান এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি-র তিন প্রতিনিধি। এদিনই প্রথম এই মামলায় অনুব্রতকে জেরা করে ইডি। গরু পাচার মামলায়, ইতিমধ্যেই সায়গল হুসেনকে জেরা করেছে ইডি। তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করা হয়েছে। এবার তার সামনে হাজির করা হবে, আসল মাথা অনুব্রত মণ্ডলকে।

গরু পাচার মামলায় সিবিআই গ্রেফতার করেছিল অনুব্রত মণ্ডল ও তাঁর দেহ রক্ষী সায়গল হুসেনকে। এরপর সিবিআই তদন্তে উঠে আসে, একাধিক ব্যাঙ্কের অ্যাকাউন্টের হদিস মেলার পরও সাম্প্রতিক সময়ে আরও তিনটি অ্যাকাউন্টের হদিস পায় সিবিআই। তার মধ্যে একটি প্রাইভেট ব্যাঙ্ক, ২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এই তিনটি ব্যাঙ্কের মধ্যে রয়েছে আটটি অ্যাকাউন্ট। মোট ১৬.৪৫ কোটি টাকার হদিস রয়েছে বলে দাবি সিবিআইয়ের।

]]>
“দলে এখন দুটো শ্রেণি, বাবু ও চাকর”, মমতার বিজয়া সম্মেলনীতে ডাক না পেয়ে ক্ষুব্ধ বিধায়ক https://thenewsbangla.com/tapas-chatterjee-tmc-mla-expressed-grief-for-not-invited-by-mamata-banerjee-in-bijaya-sammilani/ Thu, 13 Oct 2022 06:43:20 +0000 https://thenewsbangla.com/?p=16957 “দলে এখন দুটো শ্রেণি, বাবু ও চাকর”, মমতার বিজয়া সম্মেলনীতে ডাক না পেয়ে ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুজোর বিজয়া-সম্মিলনীতে ডাক পাননি, রাজারহাটের ‘দোর্দণ্ডপ্রতাপ’ নেতা তাপস চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, তাঁর বিধানসভা এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে, পরপর দুবার তিনি ব্রাত্য রইলেন। দলের বিজয়া সম্মিলনী-তে, তাঁকে ডাকাই হয়নি। ‘অভিমানী’ এই তৃণমূল নেতার আক্ষেপ, “হয়তো আমার কাজের স্ট্যাটাস-টা, ওই অনুষ্ঠানে যাওয়ার মতো নয়”।

তাপসবাবুর আরও কটাক্ষ, “দলে এখন দুটো শ্রেণি হয়েছে, বাবু শ্রেণি ও চাকর শ্রেণি। আমি দ্বিতীয় শ্রেণিতে পড়ি। আমি ভাল গাইতে পারি না, ভাল নাচতে পারি না, তাই হয়তো আমার বাড়ির পাশেই, এইসব অনুষ্ঠানে ডাক পাই না। যারা একুশের বিধানসভা নির্বাচনের আগে, মুখ্যমন্ত্রী মমতাকে কটূ কথা বলেছেন, তাঁরা এখন ডাক পান”।

নাম না করে বিজেপি থেকে ঘরে ফেরা, সব্যসাচী দত্ত-কেই তিনি নিশানা করেছেন, বুঝতে পেরেছে রাজনৈতিক মহল। রাজারহাট এলাকার পোড়খাওয়া রাজনীতিবিদ আক্ষেপ করে বলেন, “আমি সারা-বছর কাজ করি। কিন্তু আমার কাজ হয়তো, ঠিক জায়গায় পৌঁছয় না। যেখানে জানার সেখানে জানতে পারে না”। তাঁকে আমন্ত্রণ না করে, সমগ্র নিউটাউন-বাসীকে অপমান করা হয়েছে, দাবি বিধায়কের।

দলের প্রভাবশালি নেতার এই মন্তব্যর পর, বেজায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলীয় মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য বলেছেন, “তাপসদা মন দিয়ে তৃণমূল করছেন, উনি দক্ষ সংগঠক। ক্ষোভ থাকতেই পারে, আমি এনিয়ে কথা বলব”।

]]>
তাজপুরে গভীর বন্দর তৈরির অনুমতিপত্র দেওয়া হল আদানি গ্রুপের হাতে https://thenewsbangla.com/tajpur-deep-sea-port-adani-group-gets-construction-permit-from-mamata-banerjee-govt/ Thu, 13 Oct 2022 05:13:09 +0000 https://thenewsbangla.com/?p=16954 তাজপুরে গভীর বন্দর তৈরির অনুমতিপত্র দেওয়া হল আদানি গ্রুপের হাতে। নিউটাউনের ইকো পার্কে বিজয়া সম্মিলনীতে, আনুষ্ঠানিকভাবে রাজ্য সরকারের তরফ থেকে তাজপুরে গভীর বন্দর তৈরির অনুমতিপত্র তুলে দেওয়া হল আদানি গ্রুপের হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির পুত্র আদানি পোর্টসের সিইও করণ আদানি। তাঁর হাতে অনুমতিপত্র তুলে দেন, রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবও।

তাজপুরে একটি গভীর সমুদ্র বন্দর তৈরির উদ্যোগ, নেওয়া হয়েছিল আগেই। ধাপে-ধাপে সেই কাজ এগিয়েছে। আগেই এই বন্দর তৈরিতে আগ্রহ দেখিয়েছিলেন, শিল্পপতি গৌতম আদানি। তাঁর সঙ্গে নবান্নে, বেশ কয়েকবার বৈঠকও করেন মুখ্যমন্ত্রী মমতা। পরে রাজ্য মন্ত্রিসভার সবুজ সংকেত পেয়ে, আদানি গোষ্ঠীর হাতেই তুলে দেওয়া হয় তাজপুর বন্দর নির্মাণের দায়িত্ব।

তাজপুর সমুদ্র বন্দর তৈরি হলে, যেমন জলপথে বাণিজ্যের পথ আরও প্রশস্ত হবে, কর্মসংস্থানও বৃদ্ধি পাবে, তেমনই হলদিয়া বন্দরের উপর থেকে চাপও অনেকটাই কমবে। তাই তাজপুর বন্দর ঘিরে আশা বাড়ছিল, এবার সেই চুক্তি সম্পূর্ণ হল। পূর্ব মেদিনীপুরের তাজপুরে, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর সমুদ্রবন্দর। এখন পর্যন্ত যা খবর, সব মিলিয়ে এতে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে আদানি গ্রুপ।

রাজ্য সরকারের দাবি, এই গভীর সমুদ্রবন্দর তৈরি হলে সরাসরি ২৫ হাজার কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যের মূল লক্ষ্য শিল্প ও কর্মসংস্থান, এই গভীর বন্দর তৈরি হলে কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে”।

]]>
“১১ বছরে ৫৮ হাজারের বেশি নিয়োগ দুর্নীতি, মানিক ভট্টাচার্যই চাকরি বিক্রির মাথা” https://thenewsbangla.com/manik-bhattacharya-tmc-mla-main-accused-on-school-jobs-scam-by-ed/ Wed, 12 Oct 2022 13:02:20 +0000 https://thenewsbangla.com/?p=16949 “১১ বছরে ৫৮ হাজারের বেশি নিয়োগ দুর্নীতি, মানিক ভট্টাচার্যই চাকরি বিক্রির মাথা”, আদালতে এমনটাই জানাল ইডি। ৫৮ হাজারের বেশি নিয়োগ দুর্নীতিতে, জড়িত মানিক ভট্টাচার্য, এমনই দাবি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। আদালতে হেফাজত পাওয়ার পর, রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। তারপর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে মানিককে নিয়ে।

মানিকের আমলে প্রাথমিকে, ৫৮ হাজারের বেশি নিয়োগ হয়েছে বলে দাবি ইডি-র। জেনেশুনেই মানিক বেআইনি ভাবে চাকরি দেওয়ার দুর্নীতির সঙ্গে, প্রতি ধাপে যুক্ত ছিলেন বলেও দাবি করা হয় ইডি-এ তরফে। চাকরি চুরি দুর্নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর, নির্দেশও দিতেন তিনিই। তাঁর পরিবারের সদস্যদের, ব্যাঙ্ক অ্যাকাউন্টেও প্রচুর টাকা জমা হয়েছে।

আদালতে ইডি-র আরও জানায়, গত ২৭ জুলাই মানিকের বাড়ি থেকে যে সমস্ত নথি ও ডিজিটাল তথ্যপ্রমাণ বাজেয়াপ্ত হয়েছে, সেই সব পরীক্ষা করে মিলেছে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে বিপুল পরিমাণ টাকা নয়ছয় হয়েছে। টাকার বিনিময়ে চাকরি বিক্রির মাথা, এই মানিকই, এমনটাই অভিযোগ। ৫৮ হাজার নিয়োগেই দুর্নীতি, এমনটাই অভিযোগ।

ইডি সূত্রে দাবি, নিয়োগ নিয়ে পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও বিভিন্ন জেলার নিয়োগকারীদের সঙ্গে, মেসেজ আদানপ্রদান হয়েছে মানিকের। প্রার্থী তালিকা তৈরি নিয়েও, চলেছে টেক্সট। সমস্ত তথ্যপ্রমাণ সামনে রেখেই, এদিন মানিককে জেরা করে ইডি। এমনটাই ইডি সূত্রের খবর। পাশাপাশি, মানিকের মোবাইল ফোনে, হোয়াটস অ্যাপে মেলা সন্দেহজনক দুটি নাম DD ও RK-র পরিচয় সম্পর্কেও জানতে চায় ইডি।

]]>
মোমিনপুর কাণ্ডে পুলিশের ভূমিকায় অসন্তোষ হাইকোর্টের, সিট গঠনের নির্দেশ https://thenewsbangla.com/mominpur-violence-case-calcutta-high-court-order-to-constitutes-sit-under-dgp-cp/ Wed, 12 Oct 2022 12:21:00 +0000 https://thenewsbangla.com/?p=16946 মোমিনপুর কাণ্ডে পুলিশের ভূমিকায় অসন্তোষ হাইকোর্টের, সিট গঠনের নির্দেশ। এদিন মোমিনপুর কাণ্ডে একটি জনস্বার্থ মামলায়, পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। এই ধরণের কাণ্ডে কি এনআইএ আইনের ৬ নম্বর ধারা কার্যকর করেছে পুলিশ? জানতে চাইল আদালত। ঘটনার পর স্থানীয় থানা কি, রাজ্যকে রিপোর্ট পাঠিয়েছে? প্রশ্ন আদালতের। পাঠালে সেই রিপোর্ট কি কেন্দ্রকে পাঠিয়েছে রাজ্য? জানতে চাইল কলকাতা হাইকোর্ট।

না হলে এদিন দুপুর দু’টোর মধ্যে রিপোর্ট পাঠানোর প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয় আদালত। কলকাতার পুলিশ কমিশনারকে এই বিষয়ে জানানোর নির্দেশ বিচারপতির। নির্দেশ কার্যকর না হলে ডেকে পাঠানো হতে পারে কলকাতা পুলিশ কমিশনারকে, জানাল হাইকোর্ট। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে, এই সিট গঠন করতে হবে।

অপরাধীদের চিহ্নিত করা, অশান্তির নেপথ্যে তাদের উদ্দেশ্য কি সেটা জানা এবং এলাকায় শান্তি বজায় রাখতে পদক্ষেপ করবে সিট। বুধবার এই সংক্রান্ত মামলায় এমনই নির্দেশ দিল আদালত। কলকাতা হাইকোর্ট পরিস্কার জানিয়ে দিল, এই মুহূর্তে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর কোনও প্রয়োজন নেই। রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের দায়িত্ব অনেকটা বাড়ানো হয়েছে।

ভিডিও ফুটেজ সংগ্রহ এবং সংরক্ষণের কাজ করতে হবে তদন্তকারি দলকে। মোমিনপুরে বহাল থাকবে পুলিশ পিকেট। এছাড়া এলাকায় শান্তি পুনঃপ্রতিষ্ঠা করতে, প্রয়োজনীয় পদক্ষেপ করবে রাজ্য প্রশাসন। অশান্তির জেরে কেউ যদি ঘরছাড়া হয়ে থাকেন, তাহলে তাঁদের ঘরে ফেরানোর ব্যবস্থাও করতে হবে রাজ্য সরকারকে।

]]>
মোমিনপুর ঢুকতে দেওয়া হবে না, পথেই গ্রেফতার বিজেপি রাজ্য সভাপতি https://thenewsbangla.com/mominpur-clash-sukanta-majumdar-arrested-for-trying-to-go-mominpur/ Mon, 10 Oct 2022 07:21:45 +0000 https://thenewsbangla.com/?p=16933 মোমিনপুর ঢুকতে দেওয়া হবে না, পথেই গ্রেফতার বিজেপি রাজ্য সভাপতি। মোমিনপুরে অশান্তির ঘটনায়, সরেজমিনে দেখতে, ঘটনাস্থলে যেতে চাওয়ায় সুকান্ত মজুমদারকে আটক করল কলকাতা পুলিশ। এদিন চিংড়িঘাটা মোড়েই আটকানো হয়, বিজেপি রাজ্য সভাপতিকে। ডিসি ইস্ট গৌরব লালের সঙ্গে কথা হয় সুকান্ত মজুমদারের। শেষে বিজেপি রাজ্য সভাপতি ও তাঁর দুই সঙ্গীকে আটক করে, নিয়ে যাওয়া হয় লালবাজারে। কিন্তু কেন কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না মোমিনপুরে? কি এমন হয়েছে যে, সুকান্তকে আটকানো হল মোমিনপুর ঢোকার অনেক আগেই? ওখানে তো ১৪৪ ধারাও নেই। তাহলে? এটাই এখন প্রশ্ন।

আরও পড়ুনঃ বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, মেটিয়াবুরুজ দেখাতে পারে না

কেন সুকান্তকে আটকানো হল মোমিনপুর ঢোকার আগেই? এটাই এখন বড় প্রশ্ন। তবে কলকাতা পুলিশের তরফ থেকে, এই নিয়ে কিছুই বলা হয়নি।

এদিকে মোমিনপুরে সংঘর্ষের ঘটনায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। অমিত শা-র কাছে, অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। চিঠিতে একবালপুর থানায় তাণ্ডবের অভিযোগ পর্যন্ত রয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে, বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে লেখা চিঠিতে অভিযোগ শুভেন্দু অধিকারীর।

]]>
বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, একবালপুর দেখাতে পারে না https://thenewsbangla.com/bengal-media-silent-in-mominpur-ekbalpur-metiabruz-incidents-at-kolkata/ Mon, 10 Oct 2022 03:24:57 +0000 https://thenewsbangla.com/?p=16921 কি হচ্ছে দফায় দফায় গত দুদিন ধরে মোমিনপুরে? কি হয়েছে রবিবার একবালপুর থানাতে? কি চলছে দুদিন মোমিনপুরে? কোন মিডিয়ায় কোন খবর নেই। পুলিশ প্রশাসনের কোন খবর নেই। যেন কিছুই হয়নি। ঠিক কি হচ্ছে এই দুটি এলাকায়? স্থানীয় বাসিন্দারা কি বলছেন? কি হল লক্ষ্মীপুজোর রাতে, এই বাংলায়? বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, মেটিয়াবুরুজ দেখাতে পারে না। কি আশ্চর্য, তাই না?

মোমিনপুর, একবালপুর থানায় চলল, একটি বিশেষ ধর্মের মানুষের তাণ্ডব। ভাঙা হল হিন্দুদের গাড়ির দোকান। ভাঙা হল দুর্গা পুজো শেষ হয়ে যাবার পরে, রয়ে যাওয়া প্যান্ডেলের বাঁশের কাঠামো। শনিবারের হামলার পরে, রবিবার সন্ধ্যার পর থেকে ফের চলল তাণ্ডব। বাংলার কোন মিডিয়া, সে খবর দেখায়নি। এই তিন এলাকায় কোন রিপোর্টার পাঠাবার সাহস দেখায়নি, বাংলার কোন মিডিয়া। ইউক্রেনে প্রতিনিধি পাঠাতে পারলেও, অফিসের কাছে ঢিল ছোঁড়া দুরত্বে কোন প্রতিনিধি পাঠাবার সাহস কেউ দেখায়নি।

আরও পড়ুনঃ অক্টোবর ১০, লক্ষ্মী পুজোর দিন শুরু হয়েছিল নোয়াখালীর ‘হিন্দু নি’ধন’ যজ্ঞ

মোমিনপুর এলাকায়, একবালপুর থানায় তাণ্ডবের ঘটনায়, ব্যবস্থা নিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যের রাজ্যপালকে অনুরোধ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, সৈয়দ ইশতিয়াক আলম টুইট করে জানাচ্ছেন, এইসব হামলার পিছনে কারা আছে, এই নামগুলো নিয়ে তদন্ত করুক কলকাতা পুলিশ ও রাজ্য প্রশাসন।

বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, মেটিয়াবুরুজ দেখাতে পারে না
বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, মেটিয়াবুরুজ দেখাতে পারে না

সৈয়দ ইশতিয়াক আলম নিজের টুইটে অভিযোগ করেছেন, ১। গোলাম আশরফ, Phoenix Group এর মালিক ২। রেহান খান, তৃণমূল কাউন্সিলর সামস ইকবালের জামাই ও ৩। শাহবাজ আলম, ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ, এই তিনজন এই পরিকল্পনার তাণ্ডবে জড়িত। তিনি নিজের অভিযোগ টুইটে জানিয়ে ট্যাগ করেছেন, কলকাতার পুলিশ কমিশনারকে।

কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে, আদৌ কোন তদন্ত হবে কি? নাকি মোমিনপুর এলাকায়, একবালপুর থানায়, এইভাবেই ছিটেফোঁটা টিকে থাকা হিন্দুদের বারবার ভয় দেখানো হবে? তাদের উপর তাণ্ডব হবে বারবার? লক্ষ্মীপুজোর সময় কি নোয়াখালীর ঘটনা আর একবার স্মরণ করিয়ে দেওয়া হল হিন্দুদের? এটাই এখন বড় প্রশ্ন।

]]>
অক্টোবর ১০, লক্ষ্মী পুজোর দিন শুরু হয়েছিল নোয়াখালীর ‘হিন্দু নি’ধন’ যজ্ঞ https://thenewsbangla.com/october-10-lakshmi-puja-day-noakhali-hindu-incidents-began-in-bangladesh/ Sun, 09 Oct 2022 06:29:46 +0000 https://thenewsbangla.com/?p=16915 অক্টোবর ১০, লক্ষ্মী-পুজোর দিনই শুরু হয়েছিল নোয়াখালীর ‘হিন্দু-নি’ধন’ যজ্ঞ। সেদিন-টাও ছিল কোজাগরী-লক্ষীপূজা, অবিভক্ত বাংলার হিন্দুরা ছিলেন, মা-লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত। অবিভক্ত-বাংলার দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত, নোয়াখালী জেলার সংখ্যালঘু-হিন্দুরাও ছিলেন পুজা-অর্চনায় ব্যস্ত। হঠাৎই রাত্রির নিস্তব্ধতা খান-খান করে ধেয়ে এল, কাশেমের ফৌজ। মুসলিম লীগের নোয়াখালী অঞ্চলের নেতা, কাশেম আলীর আদেশে শুরু হল হিন্দু-সং’হার। সঙ্গে ছিল গোলাম সারওয়ারর নিজস্ব-বাহিনী। উদ্দেশ্য একটাই, সমূলে হিন্দু-না’শ।

তার দুমাস আগেই কলকাতায় যে হ’ত্যা-যজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল, ১৬ই আগস্ট ১৯৪৬, যা শুরু হয়েছিল মুসলমান-দের নৃশং’সতম আক্র’মণে, কিন্তু শেষ হয়েছিল হিন্দুদের ভয়’ঙ্কর-প্রত্যুত্তরে। তার প্রতিশোধ নিতে, বন্য-আনন্দে হিন্দু-দের উপর ঝাঁ’পিয়ে পড়েছিল ইস’লামিক-নেতৃত্ব। মুহূর্তের মধ্যে নোয়াখালী জেলার রামগঞ্জ, বেগমগঞ্জ, রায়পুর, লক্ষীপুর, ছাগলনাইয়া, স্বন্দীপ এলাকা হল হিন্দুদের র’ক্তে-র’ক্তাক্ত। পাশের টিপেরা জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, চাঁদপুর, লক্ষম-চৌদ্দগ্রাম অঞ্চলগুলো হল, হিন্দুদের ‘যমলোক’। আটঘাট বেঁধে, পরিকল্পনা করে মা’রা হয়, হাজার-হাজার হিন্দুকে।

সার্বিক হিন্দু-গ’ণহ’ত্যায় কতজন যে প্রাণ হা’রালেন, কত হিন্দু-নারী হলেন ধ’র্ষি’তা, কতজনকে জোর করে গ’রুর মাংস খাওয়ানো হল, কতজন পুরুষকে জোর করে সু’ন্নত করে মা’রা হল, কতজন হিন্দু নারীকে গ’ণ-ধ’র্ষণ করে মাথার সিঁদুর মুছিয়ে দেওয়া হল, কতজন হিন্দু-নারী এক লহমায় গৃহবধূ থেকে বে’শ্যায় রূপান্তরিত হলেন, তার হিসেবে গত ৭৫ বছরেও পাওয়া যায়নি।

আনুমানিক ৫০০০ হিন্দু খু’ন হন নোয়াখালি গ’ণ-হ’ত্যায়। লাখখানেক হিন্দু ঘর ছেড়ে, আশ্রয় নেন পার্শ্ববর্তী কুমিল্লা, চাঁদপুর, আগরতলার রিলিফ-ক্যাম্পে। অক্টোবর ১১, গোলাম সারওয়ারের ফৌজ আক্র’মণ করে, নোয়াখালী বার-এসোসিয়েশন সভাপতি ও হিন্দু-মহাসভার জেলা সভাপতি রাজেন্দ্রলাল রায়চৌধুরীর বাড়ি। সারাদিন রাজেনবাবু রাইফেলের সাহায্যে, আ’গ্রাসী-বাহিনীর মোকাবিলা করেন।

পরেরদিন, ১২ই অক্টোবর, আরও বিশাল-বাহিনী, রায়চৌধুরী বাড়ি আক্রমণ করে পরিবারের ২২জন সদস্যকে হ’ত্যা করে। তাঁদের মধ্যে ছিলেন রাজেন্দ্রলাল রায়চৌধুরী, চিন্তাচরণ রায়চৌধুরী ও সতীশচন্দ্র রায়চৌধুরী। রাজেনবাবুর মাথা কে’টে একটি থালায় করে, গোলাম সারওয়ার-কে উপহার দেওয়া হয়। রায়চৌধুরী পরিবারের নারী’দের, ভাগ-বাঁটোয়ারা করে নেয় ইস’লামিক-বাহিনী। এইরকম ঘটনা ঘটে, হাজার-হাজার।

এটাই ছিল বর্তমান বাংলাদেশে, বাঙালি হিন্দুর শে’ষ যাত্রার শুরু। পরবর্তীকালে বরিশাল গ’ণ-হ’ত্যা, ভৈরব ব্রীজ গ’ণ-হ’ত্যা, ১৯৬৪র গ’ণ-হ’ত্যা, গোলাঘাট, নাড়িয়া, শাঁখারিকাঠি, ঈশানগোপালপুর, ডাকরা, জাটিভাঙা, মাকালকান্দি, শতনিখিল, গালিমপুর, আদিত্যপুর, সুত্রপুর, সেন্ডিয়া, কালীগঞ্জ, কড়াই কাদিপুর গ’ণ-হ’ত্যা, চুকনগর গ’ণ-হ’ত্যা। যা এখনও চলছে বাংলাদেশে।

]]>
দশমীতে নিখোঁজ কিশোরীর দেহ উদ্ধার, ধ-র্ষ-ণ করে খু’ন অভিযোগ পরিবারের https://thenewsbangla.com/minor-girl-body-recovered-from-hooghly-jangipara-pond-missing-from-vijaya-dasami/ Sun, 09 Oct 2022 05:34:46 +0000 https://thenewsbangla.com/?p=16910 দশমীতে নিখোঁজ কিশোরীর দেহ উদ্ধার, ধ-র্ষ-ণ করে খু’ন অভিযোগ পরিবারের। দশমীর রাত থেকেই নিখোঁজ ছিল কিশোরী। তিনদিন পরে তার দেহ পাওয়া গেল, হুগলির জাঙ্গিপাড়ার একটি ঝিলে। নাবালিকা ওই কিশোরীর পরিবারের অভিযোগ, তাকে ধ-র্ষ-ণ করে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পরই বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। এমনকী, সপ্তম শ্রেণীর ছাত্রীর মৃতদেহ উদ্ধারেও, পুলিশকে বাধা দেন পরিবারের সদস্যরা। কোনওরকমে দেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

দশমীর রাতে ভাই-বোনদের সঙ্গে নিয়ে, ঠাকুর দেখতে বেরিয়েছিল ওই নাবালিকা কিশোরী। ভাই-বোন বাড়ি ফিরলেও, সেই ক্লাস সেভেনে পড়া ওই কিশোরী আর বাড়ি ফেরেনি। রাতে মেয়েকে বাড়িতে ফিরতে না দেখে, চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। আশপাশের এলাকায় খোঁজাখুঁজিও করেন তাঁরা। কিন্তু, কিশোরীর কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপর তাঁরা নিখোঁজ অভিযোগ দায়ের করেন থানায়। তবে পরিবারের অভিযোগ, পুলিশ তাঁদের সঙ্গে কোনও সহযোগিতা করেনি।

আরও পড়ুনঃ অজয় দেবগণের ফিল্ম দৃশ্যম, বাস্তবে সত্যি হল বাংলার হরিদেবপুর মা’র্ডারে

অবশেষে তিনদিন পর শনিবার, বাড়ি থেকে এক-কিলোমিটার দূরে খালের জলে ওই কিশোরীর নিথর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন এসে, কিশোরীর জামাকাপড় দেখে দেহ শনাক্ত করেন। ঝিলের পাশে পুরুষদের এক জোড়া জুতো, পড়ে থাকতে দেখেন তাঁরা।

আরও পড়ুনঃ বাংলার ‘যমালয়ে জীবন্ত মানুষ’, পুজো কার্নিভালে গরুর গুঁতোয় মৃত এক আহত অনেক

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে বাধা দেন, ওই কিশোরীর পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিবারের অভিযোগ, থানায় অভিযোগ জানালেও পুলিশ সময়মত কোনও ব্যবস্থা নেয়নি। পরিবারের অভিযোগ, তাকে ধ-র্ষ-ণ করে খুন করা হয়েছে।

অ্যাডিশনাল পুলিশ লাল্টু হালদার বলেছেন, “স্থানীয় বাসিন্দাদের সাহায্যে, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত হলে বোঝা যাবে, ঠিক কী কারণে মৃত্যু হয়েছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলে, সেটারও আমরা তদন্ত করে দেখব। অভিযোগ সত্যি প্রমাণ হলে, আইনত ব্যবস্থা নেওয়া হবে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হবে এবং গোটা বিষয়টি ভিডিওগ্রাফি করা হবে”।

তবে যেভাবে বাংলায় একের পর এক খু’নের ঘটনা ঘটছে, তাতে পুলিশ-প্রশাসনের উপর থেকে ভরসা উঠে গেছে মানুষের।

]]>