MamataBanerjeeSupport – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 02 Sep 2022 06:14:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg MamataBanerjeeSupport – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “নিঃসন্দেহে বন্ধ হওয়া দরকার”, গরু পাচার নিয়ে মুখ খুললেন আরেক তৃণমূল বিধায়ক https://thenewsbangla.com/tmc-mla-shahnawaz-sheikh-speaks-against-cow-smuggling/ Fri, 02 Sep 2022 05:43:07 +0000 https://thenewsbangla.com/?p=16579 “নিঃসন্দেহে বন্ধ হওয়া দরকার”, গরু পাচার নিয়ে মুখ খুললেন আরেক তৃণমূল বিধায়ক। গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে, আপাতত আসানসোল জেলে রয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তার মাঝেই বেআইনি ভাবে গরু পাচার নিয়ে মুখ খুললেন, পূর্ব বর্ধমানের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ। তিনি বলেন, “গরু পাচার কীভাবে হয়েছে সেটা আইন অনুযায়ী তদন্ত হবে, বেআইনি কাজ হয়ে থাকলে, সেটা নিঃসন্দেহে বন্ধ হওয়া দরকার”।

গরু পাচার নিয়ে তিনি আরও বলেন, “গরু পাচার সারা পশ্চিমবঙ্গে তো এই প্রথম হয়নি! ব্রিটিশ আমল থেকে বাম আমল সব সময়েই বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সব বিভিন্ন জায়গা পেরিয়ে পাচার হয়েছে। যেখানে যেখানে হচ্ছে, তার নির্দিষ্ট প্রমাণপত্র থাকলে সেই অনুযায়ী আইনি ব্যবস্থা হবে। প্রশাসন, পুলিশ, রাজনীতিক, বিএসএফ জড়িত না থাকলে গরু পাচার সম্ভব হত না”।

আরও পড়ুনঃ ‘ভয়ঙ্কর কাণ্ড’ শিক্ষক নিয়োগে, টাকা নিয়ে বাংলাদেশিদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে

২০১০ সালে মঙ্গলকোট বিস্ফোরণে, অনুব্রত মণ্ডলের সঙ্গে নাম জড়িয়েছিল এই শেখ শাহনওয়াজের। বৃহস্পতিবার সেই কারণেই তিনি, বিশেষ আদালতে হাজিরা দিতে আসেন। এই একই মামলায় আসানসোল জেল থেকে অনুব্রতকেও, বৃহস্পতিবার কলকাতায় আনা হয়। সেখানেই শাহনওয়াজ শেখ মুখ খোলেন গরু পাচার নিয়ে।

ইতিমধ্যেই তৃণমূল সাংসদ জহর সরকার ও বিধায়ক শ্রীকান্ত মাহাত, দলের নেতা-নেত্রীদের দুর্নীতি নিয়ে মুখ খুলে তৃণমূল নেতৃত্বের বিরাগভাজন হয়েছেন। বিধায়ক শ্রীকান্ত মাহাতকে, ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

]]>
“আক্রমন করলে পাল্টা হবে, আমরাও বাঁশ ঝাড় চিনি”, ঠাণ্ডা গলায় ‘শা’সানি’ তৃণমূল বিধায়কের https://thenewsbangla.com/tmc-leader-udayan-guha-warns-bengal-bjp/ Tue, 30 Aug 2022 06:52:38 +0000 https://thenewsbangla.com/?p=16508 “আক্রমন করলে পাল্টা হবে, আমরাও বাঁশ ঝাড় চিনি”, ঠাণ্ডা গলায় ‘শা’সানি’ তৃণমূল বিধায়কের। এই ভাষাতেই বিজেপিকে বেনজির আক্রমন করলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সোমবার কোচবিহার শহরে তৃণমূলের এক সভা থেকে, বিরোধী দলকে এক হাত নেন তিনি। সম্প্রতি কেএলও প্রধান, পৃথক কোচবিহার রাজ্য গড়ার ডাক দিয়েছেন। আবার অনন্ত মহারাজও এক সভায় দাবি করেছেন, কোচবিহার শীঘ্রই কেন্দ্রশাসিত অঞ্চল হবে। সেই সভায় উত্তরবঙ্গের কয়েকজন বিজেপি বিধায়ক হাজির ছিলেন বলে অভিযোগ ওঠার পরেই, রক্ত দিয়ে বাংলা বিভাজন রোখার ডাক দেন উদয়ন গুহ।

সোমবার কোচবিহারে তৃণমূলের সভা থেকে, বিভাজন রাজনীতির প্রতিবাদে এক মিছিলের ডাক দেওয়া হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর কোচবিহার শহরে, এই প্রতিবাদ মিছিল করবে তৃণমূল। এদিন উদয়ন গুহ বলেন, “বিজেপি বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছে। বাংলা ভাগ করতে চাইছে বিজেপি। ওরা বাঁশ নিয়ে আক্রমণ করলে, আমরা রজনীগন্ধা দিয়ে অভ্যর্থনা করব না। বিজেপি যেন তা মনে রাখে। ওরা যেমন বাঁশঝাড় চেনে, আমরাও তেমন বাঁশঝাড় চিনি”।

আরও পড়ুন; আশঙ্কা সত্যি হল অভিষেকের, কয়লা পাচার কাণ্ডে এবার ‘ভাইপো’কে তলব

পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “বাংলা ভাগ হতে দেব না, আমাদের ছাড়াও প্রয়োজনে অন্যের রক্তও ঝরবে। বাংলা ভাগকে রুখতে গিয়ে শুধুমাত্র আমার শরীরের রক্ত যাবে, আর তোমার শরীরের রক্ত বের হবে না, এটা হতে দেব না। রক্ত গেলে দু’জনের রক্তই যাবে। কারণ আমরা কেউ চুরি পরে বসে নেই”।

]]>
“ফিরহাদ হাকিমের অতিরিক্ত সম্পত্তি পাওয়া গেলে জানবেন সাজানো”, রায় দিলেন মমতা https://thenewsbangla.com/cm-mamata-banerjee-defend-firhad-hakim-conspiracy-by-bjp/ Mon, 29 Aug 2022 13:42:27 +0000 https://thenewsbangla.com/?p=16473 “ফিরহাদ হাকিমের অতিরিক্ত সম্পত্তি পাওয়া গেলে জানবেন সাজানো”, রায় দিলেন মমতা। আরও একবার কেন্দ্রীয় তদন্ত সংস্থার ভুমিকা নিয়ে, প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সভামঞ্চ থেকে তিনি বার্তা দিলেন, “ববিকে গ্রেফতার করলে বুঝবেন, সবটা সাজানো”। দলের নেতা-মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সংস্থা তথা বিজেপি সরকারকে, একহাত নিলেন তিনি। সিবিআই ও ইডির গ্রেফতারিকে, সরাসরি ষড়যন্ত্রের তকমা দিলেন তৃণমূল সুপ্রিমো।

এদিন তৃণমূল ছাত্র পরিষদের ২৪তম প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে, বিরোধীদের উদ্দেশ্যে একের পর এক কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে বিরোধীদের আক্রমণের সুরে মমতা বলেন, ‘পার্থ-কেষ্ট-ফিরহাদ, আমরা সবাই চোর। তাহলে আপনারা কি? সাধু’। এদিন মঞ্চে হাজির ছিলেন ফিরহাদ হাকিম থেকে শুরু করে তৃণমূলের হেভিওয়েট নেতারা।

আরও পড়ুনঃ সম্পত্তি বৃদ্ধি মামলা, “এখানে কেন হবে আন্তর্জাতিক কোর্টে হবে”, দাবি মমতার

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সভামঞ্চ থেকে মমতা আশঙ্কা প্রকাশ করেন, ‘সরকার ফেলতে ষড়যন্ত্র করে আগামী দিনে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়দেরও গ্রেফতার করা হতে পারে’। মমতা এও বলেন, ‘সংবাদমাধ্যমের সঙ্গেও বিজেপির বোঝাপড়া হয়েছে’।

নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে, গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এরপরই গরু-পাচার মামলায় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে, গ্রেফতার করে সিবিআই। দুই কেন্দ্রীয় সংস্থার নজরে রয়েছেন তৃণমূলের আরও নেতা-মন্ত্রীরা। সেই প্রসঙ্গ টেনে এনে, এবার ‘ষড়যন্ত্রের তত্ত্ব’ তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

]]>
আদালত অবমাননার মামলা, পুজোতে টাকা, ডিএ মেটাবার দায় নেই রাজ্যের https://thenewsbangla.com/contempt-of-court-case-against-chief-secretary-hari-krishan-dwivedi-da-issue-calcutta-high-court/ Tue, 23 Aug 2022 06:11:02 +0000 https://thenewsbangla.com/?p=16332 আদালত অবমাননার মামলা, পুজোতে টাকা, ডিএ মেটাবার দায় নেই রাজ্যের। ডিএ নিয়ে আদালত অবমাননার অভিযোগে, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করল সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরাম। বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকার, আদালতের নির্দেশ মানেনি বলে অভিযোগ। আদালতের তরফে নির্দেশ দেওয়ার পরও, নির্ধারিত সময়ে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানো হয়নি। আদালতের নির্দেশ মতো, গত ১৯ অগাস্ট শেষ হয়েছে সেই সময়সীমা। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে, রাজ্য সরকার ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করেনি।

এদিকে পুজো উপলক্ষে রাজ্যে মোট ৪০ হাজার ৯২ টি ক্লাবকে ২৪০ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা, অনুদান দিচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকারের আর্থিক অবস্থা যে বর্তমানে খুব একটা ভাল নয়, তা সোমবার বিকেলে নিজেই স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও জানিয়েছেন, রাজ্যের “ভাঁড়ার শূন্য”। তারপরেও সরকারী কর্মীদের প্রাপ্য বকেয়া না মিটিয়ে, ক্লাবগুলিকে টাকা অনুদান দেওয়া মেনে নিতে পারছে না সরকারী কর্মচারী থেকে সাধারন রাজ্যবাসী।

আরও পড়ুনঃ পুজো অনুদান বাড়িয়ে, মিছিল করে, তৃণমূলের দুর্নীতি কি চাপা দিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

সরকারি কর্মীদের বকেয়া ডিএ ৩ মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার জন্য, রাজ্য সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু অগাস্ট শেষ হতে চললেও, এখনও বকেয়া ডিএ হাতে পাননি সরকারি কর্মীরা। তার উপরে ক্লাবগুলিকে ২৪০ কোটি টাকার অনুদান ঘোষণা, সেই ক্ষো’ভের আগুনকে আরও উসকে দিয়েছে।

]]>
বাড়ল পুজোর অনুদান, রাজ্য জুড়ে ইউনেস্কোর জন্য র‍্যালি, স্কুল অফিস ছুটি https://thenewsbangla.com/cm-mamata-banerjee-announces-special-rally-for-thank-unesco/ Mon, 22 Aug 2022 12:30:25 +0000 https://thenewsbangla.com/?p=16318 বাড়ল পুজোর অনুদান, রাজ্য জুড়ে ইউনেস্কোর জন্য র‍্যালি। কলকাতার দুর্গাপুজোকে বিশেষ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সেই স্বীকৃতি উদ্বোধন করতে ও ইউনেস্কোকে সংবর্ধনা জানাতে, কলকাতার রাজপথে বিশাল শোভাযাত্রার আয়োজন করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর কলকাতায় একমাস আগে থেকেই, শুরু হয়ে যাচ্ছে দুর্গোৎসব। আগামী ১ সেপ্টেম্বর ইউনেস্কোকে সংবর্ধনা জানাতে, রাজপথে দুর্গাপুজোর কাঠামো নিয়ে মিছিল হবে। মিছিলে অংশ নেওয়ার জন্য, প্রায় ১০ হাজার ছাত্রছাত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। দুপুর ২টোয় মিছিল শুরু হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে। মিছিল শেষে ধর্মতলার অনুষ্ঠানে থাকবেন, ইউনেস্কোর প্রতিনিধি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

মহামিছিলের কারনে, ওই দিন যাতে অফিসকর্মীরা দুপুর একটার মধ্যে ছুটি পেতে পারেন, সোমবার ভার্চুয়াল সভা থেকে সেই বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি স্কুলগুলিকেও যাতে ওইদিন ১২টার মধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়, সেই ব্যবস্থা করার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী মমতা।

আরও পড়ুনঃ রাজ্যে সিবিআই-ইডি, বীরভূমে পাথর বোঝাই লরি থেকে তোলাবাজি রমরমিয়ে চলছে

একই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই বছর ক্লাব পিছু অনুদান গতবারের দেওয়া ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে স্টেট ইলেক্ট্রিসিটি বোর্ডকে অনুরোধ করা হয়েছে, পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে যেন ৬০ শতাংশ ছাড় দেওয়া হয়।

১ সেপ্টেম্বর মহামিছিলের মধ্যে দিয়েই, শুরু হবে পুজোর প্রস্তুতি। আর মহালয়ার আগের দিন থেকে শুরু পুজো। ৮ সেপ্টেম্বর হবে কলকাতার পুজো কার্নিভ্যাল।

]]>
‘গরু চুরি’ কাণ্ডে ফাঁসা কেষ্টর মাথায় মমতার হাত, স্বস্তি অনুব্রতর https://thenewsbangla.com/tmc-leader-anubrata-mandal-happy-to-know-mamata-banerjee-support-him/ Tue, 16 Aug 2022 06:33:17 +0000 https://thenewsbangla.com/?p=16139 ‘গরু চুরি’ কাণ্ডে ফাঁসা কেষ্টর মাথায় মমতার হাত, স্বস্তি অনুব্রতর। বেহালার সভা থেকে অনুব্রত গ্রেফতারি নিয়ে মুখ খুলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের হাতে ‘গরু চুরি’ কাণ্ডে ফাঁসা, তৃণমূল নেতার পাশে দাঁড়ানোর ইঙ্গিতই দিয়েছেন তিনি। পার্থ চট্টোপাধ্য়ায়ের ক্ষেত্রে দলের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হলেও, অনুব্রত মণ্ডলের প্রতি ঘাসফুল শিবিরের সুর যে নরম, তা স্পষ্ট হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতার বক্তব্যে। সরাসরি নাম করে অনুব্রতকে কেন গ্রেফতার করা হল, সেই প্রশ্নই তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাোপাধ্যায়।

আর মমতার সেই বার্তার পেয়েই, আত্মবিশ্বাসী অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা জানান, অনুব্রত তাঁকে বলেছেন, জানতাম দিদি পাশে থাকবেন। রবিবার ইঙ্গিতে দলের অবস্থান বুঝিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে তিনি প্রশ্ন তোলেন, কী করেছিল কেষ্ট? কেন গ্রেফতার করা হল ওকে?

আরও পড়ুনঃ গরু চুরি কাণ্ডে, অনুব্রতর মেয়ে, নেতা ও পুলিসের দিকেও নজর সিবিআইয়ের

সিবিআয়ের হেফাজতে, বর্তমানে নিজাম প্যালেসই ঠিকানা অনুব্রত মণ্ডলের। সোমবার অনুব্রতের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা জানান, মমতার বার্তা আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী করেছে অনুব্রতকে। মমতার বার্তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার তিনি বলেন, “কোনও প্রভাবশালীকে ছাড় দেওয়া হবে না। তুমি দেখবে তোমার কথাতে তোমার ববি, অরূপ থাকবে না। তোমার পিছনে কেউ থাকবে না। সেই দিনটা আসছে”।

]]>