KunalGhosh – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 15 Sep 2022 10:53:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg KunalGhosh – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “দিলীপের নখের যোগ্য নয় কেউ”, শুভেন্দু-সুকান্তকে কটাক্ষ কুণালের https://thenewsbangla.com/kunal-ghosh-on-dilip-ghosh-suvendu-adhikari-sukanta-majumder-bengal-bjp-leaders/ Thu, 15 Sep 2022 10:53:21 +0000 https://thenewsbangla.com/?p=16820 “দিলীপের নখের যোগ্য নয় কেউ”, শুভেন্দু-সুকান্তকে কটাক্ষ কুণালের। রাজনীতির এক ‘ঘোষ’কে দরাজ সার্টিফিকেট দিলেন আর এক ‘ঘোষ’। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে, গেরুয়া শিবিরের তিন নেতার মধ্যে সবচেয়ে এগিয়ে রাখলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকেই। বাকিদের নিয়ে তাঁর কটাক্ষ, “দিলীপের নখের যোগ্য নয় কেউ”। যদিও তাঁর এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ, বিজেপি শিবির এবং শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার।

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানের দিন, বাংলায় গেরুয়া ব্রিগেডের তিন নেতার উপর দায়িত্ব ছিল মিছিলে নেতৃত্ব দেওয়ার। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গ টেনেই এদিন কটাক্ষ করেন, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

আরও পড়ুন; “মমতার চাকরির অফার লেটার দুর্নীতি”, রাজ্য সরকার কোম্পানির লেটারহেড জাল করেছে

কুণাল আরও বলেন, নবান্ন অভিযান শুরু হওয়ার কয়েক মিনিটের মধেই, লড়াইয়ের ময়দান ছাড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, কলেজ স্ট্রিট চত্বরে একটি সভায় বক্তব্য রেখেই বাড়ি চলে যান। আর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, স্বেচ্ছায় গ্রেফতার হন।

তবে কুণাল ঘোষের বক্তব্য, গুরত্ব দিতে নারাজ বঙ্গ বিজেপি শিবির। শুভেন্দু অধিকারী বলেন, “মানুষের টাকা চুরির দায়ে জেল খাটা কয়েদির কথার, জবাব দেওয়ার কিছুই নেই”। সুকান্ত মজুমদার বলেন, “এইভাবে বিজেপিকে ভাঙা যাবে না”। অন্যদিকে দিলীপ ঘোষ বলেন, “গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের হয়, কুণাল বিজেপিতে সেটাই লাগাবার চেষ্টা করছেন, লাভ হবে না”?

]]>
বিজেপির নবান্ন অভিযান, ‘লোকসংখ্যা’ নিয়ে দুই মত ফিরহাদ কুণালের https://thenewsbangla.com/bjp-nabanna-abhijaan-how-many-people-firhad-hakim-kunal-ghosh-on-different-views/ Wed, 14 Sep 2022 10:45:01 +0000 https://thenewsbangla.com/?p=16789 বিজেপির নবান্ন অভিযান, ‘লোকসংখ্যা’ নিয়ে দুই মত ফিরহাদ কুণালের। বিজেপির নবান্ন অভিযান, কত লোক হয়েছিল? সেই নিয়ে ভিন্ন মত বিভিন্ন তৃণমূল নেতাদের। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ‘বিহার উত্তরপ্রদেশ থেকে গু’ন্ডা নিয়ে এসেছিল বিজেপি’। আবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, “বিজেপির নবান্ন অভিযান ব্যর্থ, লোকই হয়নি”।
তাহলে কোনটা ঠিক, প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা।

বিজেপির নবান্ন অভিযান, ‘কত লোক’, মিলছে না মমতা ও অভিষেকের বক্তব্যও। কে ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রসঙ্গ, বঙ্গ বিজেপির নবান্ন অভিযান। বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দেননি, মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, “বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি। বেলুন ফুটো হয়ে গেছে, গুরুত্ব দেওয়ার দরকার নেই”। অন্যদিকে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “শুধু বাংলা নয়, বিজেপির গুন্ডামি দেখল গোটা দেশ, ক্ষমতায় এলে কী করত, ভেবেই কেঁপে উঠছি”।

আরও পড়ুনঃ লজ্জায় বাংলার শিক্ষা, তৃণমূল আমলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগও বেআইনি

দুরকম বক্তব্য ফিরহাদ হাকিম ও কুণাল ঘোষেরও। একজন বলেছেন, “লোক হয়নি”। অন্যজন বলেছেন, “বাইরের রাজ্য থেকে গু’ন্ডা আনা হয়েছিল”। নবান্ন অভিযান নিয়ে, ভিন্ন মত তৃণমূল নেতাদের।

অন্যদিকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার ভিড়ের ছবি দিয়ে লেখেন, “যারা বলছে লোক হয়নি, তারা ছবি দেখেই ভয় পেয়েছে, তাই ভুল বকছে। তৃণমূল সরকারের শেষ সময় হাজির, মানুষ এই সরকারকে আর চায় না। সেটা নবান্ন অভিযানেই প্রমাণ হয়ে গেছে”।

]]>
“মুখে বলে প্রমাণ করতে হল তিনি পুরুষ”, শুভেন্দুকে ‘আলুভাতে’ কটাক্ষ কুণালের https://thenewsbangla.com/kunal-ghosh-on-suvendu-adhikari-on-bengal-bjp-nabanna-abhijaan/ Tue, 13 Sep 2022 16:56:38 +0000 https://thenewsbangla.com/?p=16776 “মুখে বলে প্রমাণ করতে হল তিনি পুরুষ”, শুভেন্দুকে ‘আলুভাতে’ কটাক্ষ কুণালের। “পুলিশের সামনে দাঁড়াতেই পারেননি ভয়ে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানের আগেই একপ্রকার ‘আত্মসমর্পণ’ করে দেন”, এমনটাই দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। এদিন নবান্ন অভিযান নিয়ে বলতে গিয়ে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পাল্টা শুভেন্দু বলেছেন, “আমি কোন জেলখাটা আসামির কথার উত্তর দি না”।

এদিন কুণাল ঘোষ দাবি করেন, শুভেন্দু অধিকারী নবান্ন অভিযান শুরুর আগেই পুলিশের হাতে ধরা দেন। কুণাল বলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানের আগেই একপ্রকার পুলিশের কাছে ‘আত্মসমর্পণ’ করে দেন। এদিন সকাল থেকেই শুভেন্দুর উদ্দেশ্যে একের পর এক কটাক্ষ আসা শুরু হয়, কুণাল ঘোষ এর তরফ থেকে।

আরও পড়ুনঃ অবাক কাণ্ড, সরকারি প্রকল্পে বেসরকারি চাকরি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার

কুণাল ঘোষের কটাক্ষ, “রাজ্যের বিরোধী দলনেতার দিকে যতগুলি ক্যামেরা তাক করা ছিল, তত মিনিটও পুলিশের সামনে দাঁড়াতে পারল না। পুলিশের সামনে দাড়িয়ে থাকার নার্ভ ওর নেই”। পরে কটাক্ষের সুর আরও চড়ান কুণাল। এবার একেবারে ব্যক্তিগত স্তরে গিয়ে, আক্রমণ করেন শুভেন্দুকে।

বলেন, “আজ শুভেন্দুকে মুখে বলে প্রমাণ করতে হল তিনি পুরুষ”। বিখ্যাত বাংলা ছবি সপ্তপদীর প্রসঙ্গ টেনে এনে, তৃণমূল মুখপাত্র বলেন, “এ যেন সপ্তপদী রিভিজিটেড। সেদিন রিনা ব্রাউন বলেছিলেন, আমায় টাচ করবে না। আর আজ শুভেন্দু অধিকারী বললেন”।

]]>
‘ব্যপক সম্পত্তি বৃদ্ধি’, মমতার পরিবারের বিরুদ্ধে তরুণজ্যোতির মামলায় ‘পার্টি’ কুণাল https://thenewsbangla.com/massive-property-increase-kunal-ghosh-party-in-tarunjyoti-tewari-case-against-mamata-banerjee-family/ Tue, 06 Sep 2022 05:00:28 +0000 https://thenewsbangla.com/?p=16669 ‘ব্যপক সম্পত্তি বৃদ্ধি’, মমতার পরিবারের বিরুদ্ধে তরুণজ্যোতির মামলায় ‘পার্টি’ কুণাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে, সম্পত্তি বৃদ্ধির অভিযোগে মামলা। বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি এই মামলা করেছেন কলকাতা হাইকোর্টে। মমতার পরিবারের অমিত বন্দ্যোপাধ্য়ায়, অজিত বন্দ্যোপাধ্য়ায়, সমীর বন্দ্যোপাধ্য়ায়, স্বপন বন্দ্যোপাধ্য়ায়, গণেশ বন্দ্যোপাধ্য়ায় ও কাজরী বন্দ্যোপাধ্য়ায়ের নামে সম্পত্তি বৃদ্ধির মামলা হয়েছে। এই মামলায় সাক্ষী হিসেবে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে পার্টি করা হয়েছে।

এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের ৬ সদস্যের সম্পত্তি বৃদ্ধি নিয়ে, হাইকোর্টে মামলা করলেন বিজেপি নেতা-আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। মামলায় মমতা নিজে পার্টি না হলেও, পার্টি করা হয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষকে। সিবিআই ডিরেক্টর, আয়কর দফতরের ডিরেক্টরকেও, পার্টি করা হয়েছে এই মামলায়। মামলা সংক্রান্ত নোটিশ পাওয়ার কথা, স্বীকারও করে নিয়েছেন কুণাল ঘোষ।

আরও পড়ুনঃ রাজ্যের ভুলে নষ্ট ৫ বছর, ২৩ জন টেট উত্তীর্ণকে নিয়োগের নির্দেশ বিচারপতি গাঙ্গুলির

চিটফান্ড কেলেঙ্কারি কেসে, যখন কুণালকে গ্রেফতার করা হয়েছিল, তখন তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর নামে বি’স্ফোরক মন্তব্য করেছিলেন। তবে কুণাল ঘোষ জেল খেটে এসে, ফের তৃণমূলে সক্রিয় হয়েছেন। দলের গুরুত্বপূর্ণ পদও পেয়েছে। এই পরিস্থিতিতে কুণাল বলেন, “আইনি পথে লড়াই হবে, আমার আইনজীবীরা দেখছেন”।

আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খবর আমি জানি না, তবে তাঁর বাবার চারটি কোম্পানি আছে। ২০১৩ সাল থেকেই, মুখ্যমন্ত্রীর ভাইপোর বাবা-মা সহ বাকি সদস্যদের সম্পত্তি বৃদ্ধি শুরু হয়েছে”।

]]>
“ইডি-সিবিআই-কে তথ্য দিয়েছেন কুণাল ঘোষ”, বিস্ফোরক দাবি বিজেপি নেতার https://thenewsbangla.com/kunal-ghosh-gave-information-to-ed-cbi-claims-bjp-leader-soumitra-khan/ Tue, 16 Aug 2022 07:15:57 +0000 https://thenewsbangla.com/?p=16140 “ইডি-সিবিআই-কে তথ্য দিয়েছেন কুণাল ঘোষ”, বিস্ফোরক দাবি বিজেপি নেতার। “কেন্দ্রীয় দুই গোয়েন্দা সংস্থাকে সব তথ্য দিয়েছেন কুণাল ঘোষ”, এবার বিস্ফোরক দাবি করলেন সৌমিত্র খাঁ। সৌমিত্র বলেছেন, “তৃণমূলের সর্ষের মধ্যেই ভূত রয়েছে। ইডি-সিবিআই-কে তথ্য পৌঁছে দিয়েছেন কুণাল নিজেই। জেলে থাকাকালীন, যেখানে খবর দেওয়ার দিয়ে দিয়েছেন। তৃণমূলের আরও অনেকে তথ্য পৌঁছে দিচ্ছেন, সিবিআই-ইডিকে। “পার্থ-র টাকা কোথায় আছে, সেই তথ্যও পৌঁছে গেছে এইভাবেই”, দাবি বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র।

সৌমিত্র খাঁ-র কথা শুনে, কুণাল ঘোষও পাল্টা দিয়েছেন। কুণাল বলেছেন, “সার্কাসের জোকারের কোনও গুরুত্ব আছে! আমার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে, দলনেত্রীকে অভিযোগ জানান”। কুণাল আরও বলেন, “সৌমিত্রর স্ত্রী সুজাতা, যার জন্য সৌমিত্র জিততে পেরেছে। কী দারুণ লড়ে, মেয়েটি জিতিয়েছিল সৌমিত্রকে। সে বিজেপিতে বিরক্ত ছিল। খবরটা পেয়ে আমি নেতৃত্বকে জানিয়েছিলাম। সুজাতা তৃণমূলে চলে আসে। সেই রাগ থেকে আমার বিরুদ্ধে, এই ধরণের ছেলেমানুষি কাণ্ডকারখানা করছে”।

আরও পড়ুনঃ ‘গরু চুরি’ কাণ্ডে ফাঁসা কেষ্টর মাথায় মমতার হাত, স্বস্তি অনুব্রতর

একদিকে চাকরি-চুরি বা এসএসসি-নিয়োগ দুর্নীতি মামলায়, ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫০কোটি নগদ টাকা, ৫কোটির সোনা, কোটি-কোটি টাকার সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে। অন্যদিকে গরু-পাচার মামলায় সিবিআই-য়ের হাতে, বীরভূমের হেভিওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছেন। আর এবার, খবর দেবার জন্য কুণাল ঘোষের দিকেই, আঙুল তুলে অন্যরকম বিতর্ক উসকে দিলেন সৌমিত্র খাঁ।

]]>