KolkataTrafficPolice – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 10 Oct 2022 08:14:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg KolkataTrafficPolice – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, একবালপুর দেখাতে পারে না https://thenewsbangla.com/bengal-media-silent-in-mominpur-ekbalpur-metiabruz-incidents-at-kolkata/ Mon, 10 Oct 2022 03:24:57 +0000 https://thenewsbangla.com/?p=16921 কি হচ্ছে দফায় দফায় গত দুদিন ধরে মোমিনপুরে? কি হয়েছে রবিবার একবালপুর থানাতে? কি চলছে দুদিন মোমিনপুরে? কোন মিডিয়ায় কোন খবর নেই। পুলিশ প্রশাসনের কোন খবর নেই। যেন কিছুই হয়নি। ঠিক কি হচ্ছে এই দুটি এলাকায়? স্থানীয় বাসিন্দারা কি বলছেন? কি হল লক্ষ্মীপুজোর রাতে, এই বাংলায়? বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, মেটিয়াবুরুজ দেখাতে পারে না। কি আশ্চর্য, তাই না?

মোমিনপুর, একবালপুর থানায় চলল, একটি বিশেষ ধর্মের মানুষের তাণ্ডব। ভাঙা হল হিন্দুদের গাড়ির দোকান। ভাঙা হল দুর্গা পুজো শেষ হয়ে যাবার পরে, রয়ে যাওয়া প্যান্ডেলের বাঁশের কাঠামো। শনিবারের হামলার পরে, রবিবার সন্ধ্যার পর থেকে ফের চলল তাণ্ডব। বাংলার কোন মিডিয়া, সে খবর দেখায়নি। এই তিন এলাকায় কোন রিপোর্টার পাঠাবার সাহস দেখায়নি, বাংলার কোন মিডিয়া। ইউক্রেনে প্রতিনিধি পাঠাতে পারলেও, অফিসের কাছে ঢিল ছোঁড়া দুরত্বে কোন প্রতিনিধি পাঠাবার সাহস কেউ দেখায়নি।

আরও পড়ুনঃ অক্টোবর ১০, লক্ষ্মী পুজোর দিন শুরু হয়েছিল নোয়াখালীর ‘হিন্দু নি’ধন’ যজ্ঞ

মোমিনপুর এলাকায়, একবালপুর থানায় তাণ্ডবের ঘটনায়, ব্যবস্থা নিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যের রাজ্যপালকে অনুরোধ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, সৈয়দ ইশতিয়াক আলম টুইট করে জানাচ্ছেন, এইসব হামলার পিছনে কারা আছে, এই নামগুলো নিয়ে তদন্ত করুক কলকাতা পুলিশ ও রাজ্য প্রশাসন।

বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, মেটিয়াবুরুজ দেখাতে পারে না
বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, মেটিয়াবুরুজ দেখাতে পারে না

সৈয়দ ইশতিয়াক আলম নিজের টুইটে অভিযোগ করেছেন, ১। গোলাম আশরফ, Phoenix Group এর মালিক ২। রেহান খান, তৃণমূল কাউন্সিলর সামস ইকবালের জামাই ও ৩। শাহবাজ আলম, ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ, এই তিনজন এই পরিকল্পনার তাণ্ডবে জড়িত। তিনি নিজের অভিযোগ টুইটে জানিয়ে ট্যাগ করেছেন, কলকাতার পুলিশ কমিশনারকে।

কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে, আদৌ কোন তদন্ত হবে কি? নাকি মোমিনপুর এলাকায়, একবালপুর থানায়, এইভাবেই ছিটেফোঁটা টিকে থাকা হিন্দুদের বারবার ভয় দেখানো হবে? তাদের উপর তাণ্ডব হবে বারবার? লক্ষ্মীপুজোর সময় কি নোয়াখালীর ঘটনা আর একবার স্মরণ করিয়ে দেওয়া হল হিন্দুদের? এটাই এখন বড় প্রশ্ন।

]]>
খাস কলকাতায় জালনোট ছাপার আস্ত কারখানা, চক্ষু চড়কগাছ পুলিশের https://thenewsbangla.com/fake-currency-factory-at-kolkata-kolkata-police-stf-raids-two-arrest/ Thu, 25 Aug 2022 09:54:44 +0000 https://thenewsbangla.com/?p=16444 খাস কলকাতায় জালনোট ছাপার আস্ত কারখানা, চক্ষু চড়কগাছ পুলিশের। শহরে জালনোট পাচার করতে এসে, পুলিশের হাতে গ্রেফতার ২ যুবক। আর ধৃতদের জেরা করে মিলল, জালনোট ছাপার কারখানার হদিশ, তাও আবার শহর কলকাতায়। বড়সড় সাফল্য পেল, কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতদের কাছে মিলেছে ৭০ হাজার ৫০০ টাকার জালনোট। জালনোট-গুলি ৫০০ ও ১০০ টাকার নোট বলে জানা গিয়েছে। ধৃতদের জেরা করে বুধবার হাতিয়ারাটে তল্লাশি চালিয়ে, একটা জালনোট ছাপানোর কারখানার হদিশ মিলেছে। জানা যাচ্ছে, এই কারখানায় জালনোট ছাপিয়েছিল ধৃতরা।

নকল টাকা ছাপার কারখানায় হানা দিয়ে, চক্ষু চড়কগাছ হয়ে যায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসারদের। তাঁর দেখেন, সেখানে জালনোট ছাপাচ্ছেন একাধিক কর্মী, রয়েছে বড়-বড় মেশিন ৷ রীতিমতো গান চালিয়ে টাকা ছাপানো হচ্ছে সেখানে, ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে। উদ্ধার হয়েছে প্রচুর জালনোট। উদ্ধার হয়েছে একাধিক ল্যাপটপ, পেনড্রাইভ, কালার প্রিন্টার, কাঠের একাধিক মেশিন।

আরও পড়ুনঃ তৃণমূল আমলে বাংলার শিক্ষা, ‘চাকরি চুরি’ কাণ্ডে বিশ্ববিদ্যালয়, উপাচার্যর বাড়িতে সিবিআই হানা

ধৃতরা বড়সড় জালনোট পাচার চক্রের সঙ্গে যুক্ত, বলে মনে করছে কলকাতা পুলিশের এসটিএফ। সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে জালনোট পাচারের, নতুন একটি রুট সম্পর্কে তথ্য এসেছে। বাংলাদেশ থেকে এই নতুন রুটে, কলকাতায় জালনোট আসছে। নেপাল থেকে পানিট্যাঙ্কি-সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গা থেকে, চোরাপথে জালনোট ঢুকছে। তবে খাস কলকাতায় এরকম জালনোট ছাপানোর কারখানা, চমকে দিয়েছে পুলিশ আমজনতা সবাইকেই।

]]>
প্রোমোটিং সংক্রান্ত ঝামেলায় অন্তঃসত্ত্বাকে লাথি, ফের আঙুল পরেশ স্বপনের দিকে https://thenewsbangla.com/tmc-workers-of-mla-paresh-paul-councilor-swapan-samaddar-allegedly-hit-pregnant-woman-in-narkeldanga/ Mon, 22 Aug 2022 05:39:42 +0000 https://thenewsbangla.com/?p=16283 প্রোমোটিং সংক্রান্ত ঝামেলায় অন্তঃসত্ত্বাকে লাথি, ফের আঙুল পরেশ স্বপনের দিকে। বাড়ি ভেঙে প্রোমোটিং সংক্রান্ত বিবাদ, তার জেরেই নারকেলডাঙায় এক ৮মাসের অন্তঃসত্ত্বাকে লাথি মারার অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক পরেশ পাল ও তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার অনুগতদের বিরুদ্ধে। অভিযোগ তৃণমূলের হাতে আক্রান্ত যুবতী, কিরণ দেবীর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে, ভর্তি করা হয়েছে। অভিযুক্ত বিধায়ক ও কাউন্সিলর অবশ্য সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

নারকেলডাঙায় শরিকের সঙ্গে থাকে, শিবশংকর দাসের পরিবার। তাঁর দাবি, চারজনের মধ্যে একজন ছাড়া বাকিরা, তাঁদের বাড়ি প্রোমোটারের হাতে দিতে রাজি। কিন্তু যাঁর নামে চুক্তি, তিনি ব্যক্তিগত কারণে বাড়ি থেকে চলে যান। এর মধ্যে প্রোমোটার তাঁর লোকজন নিয়ে বাড়ি তৈরির ব্যাপারে, চাপ দিতে থাকেন। কিন্তু এক শরিক না থাকার ফলে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে বলে, শিবশংকর প্রোমোটিংয়ের কাজ শুরুর আগেই বাধা দেন।

আরও পড়ুনঃ “পঞ্চায়েতে দুর্নীতিতে জড়িতদের কাছ থেকে টাকা উদ্ধার করতে হবে”, মমতা বন্দ্যোপাধ্যায়

শিবশঙ্কর দাস ও তাঁর ছেলে দীপক দাসের অভিযোগ, প্রোমোটিং সংক্রান্ত এই বিষয় নিয়েই কথা বলার জন্য তাঁদের দেখা করতে ডেকেছিলেন, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও বিধায়ক পরেশ পাল। তাঁদের দলের ‘ছেলেরা’ এসে, ‘তলব’ করে যায়। কিন্তু বাবা-ছেলে কেউই যেতে রাজি হননি। এরপরই চলে তাণ্ডব। অভিযোগ, শ-খানেক ছেলে এসে আচমকাই তাঁদের বাড়িতে চড়াও হয়। বেধড়ক মারধর করা হয় দীপককে। কোনও মতে প্রাণ বাঁচিয়ে, তিনি নারকেলডাঙা থানায় যান।

কিন্তু সেখানে আরও সমস্যা অপেক্ষা করে ছিল বলেই দাবি, শিবশঙ্কর-দীপকের। তাঁদের বক্তব্য, থানায় কোন অভিযোগ তো নেওয়া হয়নি। উল্টে তাঁদের দুজনকেই গ্রেফতার করে পুলিশ। শিয়ালদহ আদালত থেকে জামিন পেয়ে বাড়ি ফিরলে দেখেন, বাড়িতে তাণ্ডব হয়ে গেছে। দীপকের দাবি, তাঁর ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মেরেছে হা’মলাকারীরা, যার জেরে তাঁর অবস্থা এখন আশঙ্কাজনক।

মারধর করা হয়েছে বাড়ির শিশুদেরও। দীপকের মা ও আক্রান্তের শাশুড়ির এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি। অভিযোগ, টাকাপয়সাও লুঠ করা হয়েছে। সব কিছু ভাঙচুর করে দিয়েছে হামলাকারীরা। গোটা ঘটনায় অভিযোগের দিকে তৃণমূল বিধায়ক ও কাউন্সিলরের দিকে। তবে অভিযুক্ত বিধায়ক ও কাউন্সিলর অবশ্য, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

]]>
তৃণমূল নেতা-মন্ত্রীদের পর, সিবিআই ইডির নজরে বাংলার আইপিএস-আইএএস https://thenewsbangla.com/after-tmc-leaders-ministers-ips-ias-of-bengal-under-cbi-ed-scanner/ Thu, 11 Aug 2022 13:28:31 +0000 https://thenewsbangla.com/?p=16078 তৃণমূল নেতা-মন্ত্রীদের পর এবার, সিবিআই-ইডির নজরে রাজ্যের বেশ কিছু আইপিএস-আইএএস অফিসার। নেতা-মন্ত্রীদের পর কয়লা-কেলেঙ্কারি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে, রাজ্যের ১৭জন আইপিএস-আইএএস অফিসার। এদের মধ্যে ১২জন আইপিএস ও ৫জন আইএএস অফিসার। এরা প্রত্যেকেই কয়লা-বেল্টের জেলাগুলিতে, কোন না কোন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। প্রাথমিক-ভাবে ৭জন আইপিএস-কে চলতি মাসেই তলব করা হয়েছে, তাঁদের দিল্লি গিয়ে ইডি সদর দফতরে হাজিরা দিতে হবে।

আইপিএসদের তলব তালিকায় রয়েছেন, রাজ্য পুলিশের ডিজি জ্ঞানবন্ত সিং। তাঁকে ডাকা হয়েছে, আগামী ২২শে আগস্ট। আইপিএস কোটেশ্বর রাওকে ডাকা হয়েছে ২৩শে আগস্ট। শ্যাম সিংকে ২৪শে আগস্ট। এলএম মিনাকে ২৫শে আগস্ট। সেলভা মুরুগনকে ২৬শে আগস্ট। সুকেশ জৈনকে ২৯শে আগস্ট। ভাস্কর মুখোপাধ্যায়-কে ডাকা হয়েছে ৩১শে আগস্ট। তাঁদের কাছে পৌঁছে গেছে নোটিস।

আরও পড়ুনঃ “তৃণমূল কোনওরকম দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, অনুব্রত নিয়ে সিদ্ধান্ত নেবে দল”

কয়লা পাচার-কাণ্ডে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল ইডি। যে সময় কয়লা-পাচারের ঘটনা বৃদ্ধি পেয়েছিল, সেই সময় এই পুলিশ আধিকারিকরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। যে সাত পুলিশকর্তাকে কয়লা-পাচার মামলার তদন্তে দিল্লিতে তলব করেছে ইডি, তাঁরা সকলেই কোনও না কোনও সময়ে আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় কর্মরত ছিলেন। বাংলার কয়লাপাচার মামলার, মূল জায়গা এই অঞ্চলগুলিই।

কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, একাধিক-বার দিল্লি ও কলকাতায় তলব করেছে ইডি। এখন দেখার পুলিশ আধিকারিকদের পর, অভিষেক-কে আবার ডাক পাঠায় কিনা।

]]>