JusticeGanguly – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 28 Sep 2022 16:20:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg JusticeGanguly – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘দুর্নীতি করে চাকরি’, তাড়াতে চায় না রাজ্য, “চাকরি যাবেই”, বিচারপতি গাঙ্গুলি https://thenewsbangla.com/ssc-scam-state-govt-dont-want-terminate-corrupt-teachers-job-dismiss-justice-ganguly/ Wed, 28 Sep 2022 16:14:47 +0000 https://thenewsbangla.com/?p=16885 ‘দুর্নীতি করে চাকরি’, তাড়াতে চায় না রাজ্য, “চাকরি যাবেই”, বিচারপতি গাঙ্গুলি। অবিশ্বাস্য ঘটনা আমাদের বাংলায়। দুর্নীতি করে যারা চাকরি পেয়েছেন, তাদের চাকরি যাবে না। অবিশ্বাস্য কথা বলছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বাসু ও রাজ্য সরকার। “অবৈধভাবে নিযুক্তরা নিজেরাই চাকরি ছাড়ুন”, চাইছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। “নাহলে কড়া ব্যবস্থা নেবে আদালত”। অন্যদিকে, দুর্নীতি করে চাকরি পেলেও, কারোর চাকরি যাক, সেটা চায় না রাজ্য। অবৈধভাবে নিযুক্তদের বহাল রেখেই, যোগ্যদের নিয়োগ করার পক্ষে জোর সওয়াল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।

এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল গোটা রাজ্য। দুর্নীতি করে চাকরি পাওয়া শিক্ষকদের, ৯ নভেম্বরের মধ্যে চাকরি ছাড়ার পরামর্শ দিয়েছে হাইকোর্ট। না হলে বড় পদক্ষেপ করা হবে বলেও, হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। অন্যদিকে, দুর্নীতি করে চাকরি পেলেও, তাদের ছাঁটাই করতে চায় না রাজ্য।

আরও পড়ুনঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দুয়ারে রেশন’ প্রকল্প, বেআইনি বলে বাতিল

বুধবার সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, “মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার কারোর চাকরি খেতে চায় না। কারণ তাঁদের চাকরির সঙ্গে, পরিবারের সদস্যদের আবেগ জড়িয়ে আছে। যে সমস্ত নিয়োগ নিয়ে সমস্যা রয়েছে, বিতর্ক রয়েছে সেই চাকরিও রক্ষা করতে চাই। অতীতে গোলমাল করেও যদি কেউ চাকরি পেয়ে থাকেন, তাঁদেরও চাকরিও রক্ষা করতে চায় রাজ্য”।

স্বাভাবিকভাবেই শিক্ষামন্ত্রীর এই বক্তব্যে, চাঞ্চল্য ছড়িয়েছে। “কেন দুর্নীতিবাজ শিক্ষকদের চাকরি থেকে ছাঁটাই করতে চায় না রাজ্য সরকার”? প্রশ্ন বিরোধীদের।

]]>
রাজ্যের ভুলে নষ্ট ৫ বছর, ২৩ জন টেট উত্তীর্ণকে নিয়োগের নির্দেশ বিচারপতি গাঙ্গুলির https://thenewsbangla.com/justice-abhijit-ganguly-ordered-the-appointment-of-23-tet-passers-5-years-wasted-by-wb-govt/ Tue, 06 Sep 2022 04:20:06 +0000 https://thenewsbangla.com/?p=16666 রাজ্যের ভুলে নষ্ট ৫ বছর, ২৩ জন টেট উত্তীর্ণকে নিয়োগের নির্দেশ বিচারপতি গাঙ্গুলির। বড় ভুল করেছিল রাজ্য সরকারের প্রাথমিক শিক্ষা পর্ষদ। অথচ গত ৫ বছর যাবৎ সেই ভুলের খেসারত দিচ্ছেন, বাংলার ২৩ জন চাকরিপ্রার্থী। এবার সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে, প্রাথমিক শিক্ষা পর্ষদকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, এই ২৩ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে, আগামী ২৩ দিনের মধ্যে। শূন্যপদ না থাকলে, তা তৈরি করে চাকরি দিতে হবে। চাকরিপ্রার্থীরা চাকরি পেলেন কি না, তা আগামী শুনানিতে আদালতকে জানাতে হবে।

ঠিক কি হয়েছিল? ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের টেটের পরীক্ষায়, ৬টি প্রশ্ন ভুল ছিল। সেবছরই পরীক্ষা দিয়েছিলেন, এই ২৩ জন পরীক্ষার্থী। কিন্তু ২০১৬ সালে ফল প্রকাশ হলে দেখা যায়, তাঁরা টেট পাশ করেননি। স্বাভাবিকভাবেই সেই সময় চাকরি পাননি তাঁরা। ওই পরীক্ষার্থীদের অভিযোগ ছিল, পর্ষদের প্রশ্নে ভুল ছিল, ওই ছনম্বরের জন্য চাকরি পাননি তাঁরা।

আরও পড়ুনঃ বাংলার ডাক, ৫ই সেপ্টেম্বর নয়, ২৬শে সেপ্টেম্বর পালন করুন জাতীয় শিক্ষক দিবস

অন্য একটি মামলায় দেখা যায়, ভুল প্রশ্ন থাকায় চাকরিপ্রার্থীদের নম্বর বাড়িয়েছে পর্ষদ। তারপরই হাইকোর্টের দ্বারস্থ হন এই ২৩ টেট পরীক্ষার্থী। পর্ষদকে বিচার করতে বলে হাইকোর্ট, নিজেদের ভুল স্বীকার করে নম্বর বাড়িয়ে দেয় পর্ষদ। ফলে টেট পাশ করে যান ওই ২৩ জন। এরপরই শুরু বিপত্তি। মামলাকারীদের অভিযোগ, তাঁরা নম্বর পাবে কিনা তা বিচারাধীন থাকা অবস্থায়, ২০২০ সালে নতুন নিয়োগ করে পর্ষদ। এমনকী, প্রশিক্ষণহীনরাও চাকরি করছেন।

এদিকে আদালতে পর্ষদ জানিয়েছে, আপাতত কোনও শূন্যপদ নেই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “বোর্ডের ভুলে পাঁচ বছর চাকরি পাননি ওঁরা, আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে এদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে”। একইসঙ্গে তিনি জানান, এই ধরনের যত মামলা আসবে তিনি সেগুলি বিবেচনা করবেন। ফের একবার কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল, রাজ্য সরকারের।

]]>
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরাতে ‘চক্রান্ত’ https://thenewsbangla.com/justice-abhijit-ganguly-calcutta-high-court-conspiracy-to-remove-from-ssc-recruitment-scam-case/ Tue, 30 Aug 2022 05:16:58 +0000 https://thenewsbangla.com/?p=16493 বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরাতে ‘চক্রান্ত’ শুরু। এমনটাই বলছেন বাংলার সাধারণ মানুষ। একের পর এক চাকরি দুর্নীতি মামলায়, যুগান্তকারী রায় দিচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য সরকার চরম ফ্যাসাদে। বাংলার একজন প্রিয় মানুষ হয়ে উঠেছেন তিনি। আর তাতেই নড়েচড়ে বসেছে অনেকেই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরাতে তৎপর, তৃণমূলের আইনজীবীরা, অভিযোগ অনেকেরই। এবার সেই ‘চক্রান্ত’ এর এখন নেতৃত্ব দিচ্ছেন, বর্ষীয়ান আইনজীবী অরুনাভ ঘোষ, এমনটাই অভিযোগ সাধারণ মানুষের।

আগেই এসএসসি মামলা থেকে সরানো হয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। নতুন করে দায়ের হওয়া এসএসসি মামলা, শিক্ষকদের বদলি মামলা, শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত এবং শিক্ষক বদলি সংক্রান্ত দুর্নীতি মামলার, আর শুনানি করতে পারছেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরিবর্তে এখন প্রাথমিক শিক্ষা, মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত যাবতীয় মামলার বিচারের দায়িত্ব দেওয়া হয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। ৬ জুন থেকেই এই ব্যবস্থা কার্যকর হয়েছে, কলকাতা হাইকোর্টে।

আরও পড়ুনঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, চাকরি নিয়োগ মামলা থেকে সরানোর চেষ্টা

এবার প্রাথমিক শিক্ষা, মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত নিয়োগ দুর্নীতির যাবতীয় মামলার বিচারের দায়িত্ব থেকেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরাতে উদ্যোগী আইনজীবী অরুনাভ ঘোষের নেতৃত্বে তৃণমূলের আইনজীবীরা। সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে, অভিযোগ জানিয়েছেন অরুনাভ ঘোষের নেতৃত্বে কিছু আইনজীবী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয়, মামলার বিষয় বদলেরও আবেদন জানিয়েছেন তাঁরা। আর এতেই ক্ষুব্ধ বাংলার সাধারণ মানুষ।

]]>
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, চাকরি নিয়োগ মামলা থেকে সরানোর চেষ্টা https://thenewsbangla.com/justice-abhijit-ganguly-attempted-to-remove-ssc-recruitment-scam-case-by-arunava-ghosh-other-lawyers/ Mon, 29 Aug 2022 13:45:39 +0000 https://thenewsbangla.com/?p=16472 বাংলার মানুষের ‘প্রিয় বিচারপতি’ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে, প্রধান বিচারপতিকে নালিশ কংগ্রেস নেতা-আইনজীবী অরুণাভ ঘোষের। “বিচারপতি অভিজিৎ দেখাতে চান তিনিই মানুষের পক্ষে”! নাম না করেই হাইকোর্টে নালিশ অরুণাভর। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নাম না করেই, নজিরবিহীন আক্রমণ কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশের। প্রধান বিচারপতির এজলাসে জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে নালিশ করলেন, হাইকোর্টের আইনজীবী অরুণাভ ঘোষ-সহ একাধিক আইনজীবী।

তাঁদের দাবি, “কয়েকটি বিশেষ মামলায় রায় দিয়ে একজন বিচারপতি দেখাচ্ছেন একমাত্র উনিই মানুষের পক্ষে, বাকি বিচারপতিরা মানুষের বিপক্ষে”। বিচারপতির বিচার্য বিষয় বদলেরও দাবি জানিয়েছেন আইনজীবীরা। বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, চাকরি নিয়োগ মামলা থেকে সরানোর চেষ্টা করছেন অরুণাভর নেতৃত্বে কয়েকজন আইনজীবী? কিন্তু কেন?

আরও পড়ুনঃ এ দুর্নীতির শেষ কোথায়, অনুব্রত-কন্যা সুকন্যার নামে ভারত সেবাশ্রমের জমি

সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে, অভিযোগ জানিয়েছেন অরুনাভের নেতৃত্বে কিছু আইনজীবী। নাম না করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয়, বদলেরও আবেদন জানিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, কোর্টরুমের প্রসিডিং ভিডিওগ্রাফি করছে সংবাদমাধ্যম। বিচার্য মামলার তালিকা মেনে, বিচারের কাজ হচ্ছে না।

সংশ্লিষ্ট বিচারপতির বেঞ্চে সংবাদমাধ্যমের প্রবেশ নিয়ন্ত্রণ করারও, আবেদন জানিয়েছেন আইনজীবীরা। তাঁদের আবেদন ভেবে দেখার আশ্বাস দিয়েছেন, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। প্রধান বিচারপতি এদিন বলেন, “আদালতের গরিমা রক্ষার দায়-দায়িত্ব আইনজীবী এবং বিচারপতি, উভয়েরই। আপনি বললেন, দেখব বিষয়টি”। কিন্তু বাংলার মানুষের চোখে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন ‘ভগবান’।

]]>
“আপনি আইন জানেন না”, নিজের এজলাসেই আইনজীবীর আ’ক্রমণের মুখে বিচারপতি গাঙ্গুলি https://thenewsbangla.com/justice-abhijit-ganguly-advocate-arunabh-ghosh-in-calcutta-high-court/ Thu, 18 Aug 2022 12:43:37 +0000 https://thenewsbangla.com/?p=16238 “আপনি আইন জানেন না”, নিজের এজলাসেই আইনজীবী অরুনাভ ঘোষের আ’ক্রমণের মুখে পড়লেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। টেট মামলার শুনানিতে বিচারপতি এবং আইনজীবীর এই বাকবিতণ্ডা ঘিরে, তীব্র উত্তেজনা তৈরি হল কলকাতা হাইকোর্টের এজলাসে। যা নজিরবিহীন। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ছিল এই মামলার শুনানি। আর সেখানেই চরম বাদানুবাদে জড়ালেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আইনজীবী অরুনাভ ঘোষ।

বিচারপতির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান, আইনজীবী অরুণাভ ঘোষ। গোড়া থেকে কার্যত আক্রমণের ভঙ্গিতেই, আজ ছিলেন তিনি। বিচারপতির উদ্দেশ্যে আইনজীবী অরুণাভর বক্তব্য, “আপনি আইন জানেন না। আপনাকে কী করে ডিল করতে হয় জানি। কোর্টকে বাজার করবেন না”। পালটা অরুণাভর উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আপনার বিরুদ্ধে রুল ইস্যু করে, আপনাকে জেলে পাঠাব”।

আরও পড়ুনঃ ‘কেউ ছাড় পাবে না’, আদালতেও কি হাত জোড় করে হু’মকি দিলেন পার্থ চট্টোপাধ্যায়

শেষে অবশ্য বর্ষীয়ান দুজনেই, ঝামেলা মিটিয়ে নেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আপনি বর্ষীয়ান আইনজীবী। যা হয়েছে ভুলে যান। আমি কিছু মন্তব্য করেছি। ভুলে যান। আমি তুলে নিচ্ছি”। অরুণাভ বলেন, “আমি কিছু মনে রাখি না”।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন, “আমি আমার মন্তব্য তুলে নিচ্ছি। কল্যাণদার (কল্যাণ বন্দ্যোপাধ্যায়) কাছেও বলেছি। ভালবাসা থাকুক। ক্ষোভ রাখবেন না। যা হয়েছে ভুলে যান। আমিও ভুলে যাচ্ছি”। শেষে বিচারপতি হেসে অরুণাভকে দেখে হাতজোড় করেন। অরুণাভ ঘোষও উঠে দাঁড়িয়ে হাসেন, বিচারপতি গাঙ্গুলির দিকে তাকিয়ে। হাঁফ ছেড়ে বাঁচেন, আদালতের সবাই।

]]>
রাজ্য সরকারের কেড়ে নেওয়া চাকরি, এবার ফেরালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় https://thenewsbangla.com/justice-avijit-ganguly-returned-teacher-job-taken-away-by-state-govt/ Tue, 16 Aug 2022 13:30:47 +0000 https://thenewsbangla.com/?p=16161 রাজ্য সরকারের কেড়ে নেওয়া চাকরি, এবার ফেরালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এতদিন দুর্নীতির দায়ে, চাকরি কেড়ে নিচ্ছিলেন। এবার রাজ্য সরকারের কেড়ে নেওয়া চাকরি, ফিরিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বাংলার এক শিক্ষককে ৬ মাস পরে, পুনর্বহালের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বেজায় সমস্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদ। কখনও কোন শিক্ষকের চাকরি কেড়ে নেন, দুর্নীতি করে চাকরি পাওয়ায়। আর এবার মা মাটি সরকারের কেড়ে নেওয়া চাকরি, ফেরত দিতে নির্দেশ দিলেন তিনি।

ডিসেম্বর, ২০২১-এ মুর্শিদাবাদে, প্রাথমিক শিক্ষকের চাকরি পান মিরাজ শেখ। চার মাস পরে সার্ভিস বুক তৈরির সময়, তাঁর চাকরি বাতিল করে দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। বলা হয়, এই চাকরি করার জন্য যে যোগ্যতামানের প্রয়োজন তা তাঁর নেই। চাকরি পাওয়ার ৪ মাস পরে, হঠাৎ কর্মহীন হয়ে পড়েন মিরাজ শেখ। এরপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশকে চ্যালেঞ্জ করে, কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তিনি। ওই চাকরি করার সব যোগ্যতা তাঁর আছে বলে, মিরাজ শেখকে চাকরি ফেরত দিতে নির্দেশ দিয়েছেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ “ইডি-সিবিআই-কে তথ্য দিয়েছেন কুণাল ঘোষ”, বিস্ফোরক দাবি বিজেপি নেতার

মঙ্গলবার সেই মামলার রায়দানে, শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির মন্তব্য, “পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য হয়ে দাঁড়িয়েছে, যেখানে টাকা না দিলে চাকরি মেলে না। মানিক ভট্টাচার্যকে টাকা দেয়নি, তাই হয়তো মামলাকারীর চাকরি বাতিল হয়েছে”।

]]>