CoalSmugglingCase – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 07 Sep 2022 06:28:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg CoalSmugglingCase – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কয়লাপাচার কাণ্ডে, কলকাতায় মমতার মন্ত্রীদের আবাসনে হানা সিবিআই-য়ের https://thenewsbangla.com/coal-smuggling-case-cbi-raids-mamata-banerjee-ministers-residence-in-kolkata/ Wed, 07 Sep 2022 06:27:00 +0000 https://thenewsbangla.com/?p=16702 কয়লাপাচার কাণ্ডে, কলকাতায় মমতার মন্ত্রীদের আবাসনে হানা সিবিআই-য়ের। কলকাতায় মন্ত্রীদের আবাসনের বাইরে বিশাল কেন্দ্রীয়-বাহিনী, ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকেই। বুধবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায়, কয়লা-পাচার কাণ্ডে ফের সক্রিয় সিবিআই। আসানসোলে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের দুটি বাড়ি ও দফতরে তল্লাশি চলছে। কলকাতায় মন্ত্রীদের আবাসনেও পৌঁছল, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সেখানেই রয়েছেন মলয় ঘটক। কয়লা পাচার নিয়ে সেখানেই তাঁর সঙ্গে, কথা বলছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

কলকাতায় মমতার মন্ত্রীদের আবাসনে হানা সিবিআই-য়ের। রাজভবনের পাশে মন্ত্রীদের থাকার জায়গা ওই সরকারি আবাসন। বুধবার সকাল ৮টা নাগাদ সেখানে পৌঁছয়, সিবিআই আধিকারিকরা। মোট ছটি গাড়িতে চেপে সেখানে পৌঁছন গোয়েন্দারা, সঙ্গে রয়েছে সিআরপিএফ জওয়ানের বিশাল বাহিনী। সেই থেকে এখনও আবাসনের ভিতরেই রয়েছে সিবিআই আধিকারিকরা। ভিতরে রয়েছেন মলয় ঘটকও। সিবিআই গোয়েন্দারা তাঁর সঙ্গে কথা বলছেন।

আরও পড়ুনঃ কয়লাপাচার কাণ্ডে সাতসকালে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা

মন্ত্রীদের আবাসনের বাইরে, আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকেই। মলয় ঘটক, তাঁর নিরাপত্তারক্ষীরা এবং সিবিআই আধিকারিকরাই শুধু ভিতরে রয়েছেন। বাইরে মোতায়েন সিআরপিএফ জওয়ানের বিশাল দল। এর আগেও ইডি-র তরফে কয়লাপাচার কাণ্ডে, মলয়কে তলব করা হয়।

কয়লা পাচার মামলায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে, হেফাজতে নিয়েছে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়-কেও। এদিন আসানসোলে, মলয়ের দুটি বাড়িতে তল্লাশি শুরু হয় সকাল থেকেই। কলকাতার লেক গার্ডেন্সে মলয়ের বাড়িতেও তল্লাশি।

]]>
কয়লাপাচার কাণ্ডে সাতসকালে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা https://thenewsbangla.com/cbi-raid-mamata-banerjee-govt-minister-malay-ghataks-house-asansol-in-coal-smuggling-case/ Wed, 07 Sep 2022 04:16:33 +0000 https://thenewsbangla.com/?p=16694 কয়লাপাচার কাণ্ডে সাতসকালে মন্ত্রী মলয় ঘটকের তিনটি বাড়িতে একযোগে সিবিআই হানা। কয়লাপাচার মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকা ঘিরে, চলছে চিরুনি তল্লাশি। শুধুমাত্র আসানসোলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রীর বাড়িতে নয়, সিবিআই হানা দিয়েছে কলকাতার আরও তিন জায়গাতেও। সূত্রের খবর, কয়লা পাচার সংক্রান্ত আর্থিক লেনদেনের হদিশ পেতেই, সিবিআই এর এই অভিযান। আপার চেলিডাঙা, আপকার গার্ডেন ও কলকাতায়, আইনমন্ত্রীর তিনটি বাড়িতে চলছে সিবিআই অভিযান।

এদিন সকাল ৮টা নাগাদ মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের দুটি বাড়িতে ও কলকাতার বাড়িতে পৌঁছে যায়, সিবিআই ও সিআরপিএফ আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ি ঘিরে ফেলে, বাড়ির ভিতরে তল্লাশি শুরু করে সিবিআই আধিকারিকরা। কয়লা পাচারের তদন্তে নেমে, একাধিক ব্যক্তিকে, ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই। তাদের লাগাতার জেরা করে, নিত্যনতুন তথ্য উঠে আসছে বলেই দাবি তদন্তকারীদের। সেই সূত্রে ধরেই, রাজ্যের আইনমন্ত্রীর নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই নথির খোঁজে এবার মলয় ঘটকের তিনটি বাড়িতে হানা দিল, কেন্দ্রীয় তদন্তকারীরা।

আরও পড়ুনঃ “কোনও DA বকেয়া নেই”, আদালতে জানাল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার

কয়লা পাচার মামলায় তাঁকে একাধিকবার তলব করেছিল ইডি। এদিকে কলকাতার ব্যবসায়ী প্রতীক দিওয়ানের, নিউ আলিপুরের বাড়ি-সহ মোট তিনটি জায়গায় চলছে সিবিআই তল্লাশি। এই মামলায় ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়-কেও। বাংলায় কয়লা পাচার মামলায় এবার জাল গুটিয়ে আনছে সিবিআই।

]]>
ডাক পড়ল, কয়লা পাচার কাণ্ডে এবার কোন তৃণমূল নেতাকে তলব করল ইডি https://thenewsbangla.com/ed-called-mamata-banerjee-minister-tmc-leader-moloy-ghatak-in-coal-smuggling-case/ Wed, 31 Aug 2022 13:49:47 +0000 https://thenewsbangla.com/?p=16555 ডাক পড়ল, কয়লা পাচার কাণ্ডে এবার কোন তৃণমূল নেতাকে তলব করল ইডি? এবার আইনমন্ত্রী মলয় ঘটক-কে ডেকে পাঠাল ইডি। গত ২০২১ সালের অক্টোবর মাসে কয়লা কাণ্ডের তদন্তে, ইডির সদর দফতরে হাজিরা দিয়েছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। সে সময় একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। এরপর আবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য, দিল্লিতে তলব করা হয়েছিল গত ২ ফেব্রুয়ারি।

কয়লা পাচারকাণ্ডে মলয় ঘটকের বিরুদ্ধে, বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। তাই ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই খবর সূত্রের। ইডির তরফ থেকে বলা হচ্ছে, মলয়বাবুকে জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মলয় ঘটকের তরফ থেকে, ইডির ডাক নিয়ে এখনও কিছুই বলা হয়নি। তাকে কবে ডাকা হয়েছে, তাও তিনি জানাননি। তবে ইডি সূত্রে জানানো হয়েছে, মমতার মন্ত্রীকে ফের তলব করা হয়েছে।

আরও পড়ুনঃ মমতার ‘উপকারি’ কেষ্টর পরিবার ও ঘনিষ্ঠদের ১৬১টি সম্পত্তি, তৃণমূল ক্ষমতায় আসার পরে

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কয়লাপাচার কাণ্ডে মন্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখতে মলয়বাবুর বয়ানও রেকর্ড করা হবে। চলবে জিজ্ঞাসাবাদ। যদি, মলয় হাজিরা না দেন সেক্ষেত্রে কড়া পদক্ষেপ করতে, পিছপা হবে না ইডি। যদিও, এখনও এ নিয়ে মলয় ঘটকের তরফে, কোনও প্রতিক্রিয়া মেলেনি। জানা যাচ্ছে, কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে মলয় ঘটককে দিল্লিতে ডেকেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে, তিনি দিল্লি যাচ্ছেন কিনা তাও স্পষ্ট নয়।

]]>
কয়লা পাচার মামলায় ডাক মেনকার, অভিষেকের শ্যালিকাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ https://thenewsbangla.com/abhishek-banerjee-sister-in-law-menka-gombhir-interrogated-in-kolkata-ordered-calcutta-high-court/ Tue, 30 Aug 2022 10:58:22 +0000 https://thenewsbangla.com/?p=16526 কয়লা পাচার মামলায় স্বস্তি মেনকার, অভিষেকের শ্যালিকাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদের নির্দেশ হাইকোর্টের। কয়লা পাচার মামলায়, এর আগেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও, বারবার হাজিরা এড়িয়ে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। মঙ্গলবার অভিষেকের পাশাপাশি মেনকা-কেও, ফের নোটিস দেওয়া হলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। শেষে কয়লা পাচার মামলায় কিছুটা স্বস্তি পেলেন মেনকা। তাঁকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন নেই বলে, জানাল কলকাতা হাইকোর্ট।

ইডি-র সমনকে পাল্টা চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন মেনকা। মঙ্গলবার বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনও কড়া পদক্ষেপ করা না হয়। জিজ্ঞাসাবাদ যেন কলকাতাতেই হয়। অভিষেকের শ্যালিকা মেনকার লন্ডনের ব্যাঙ্ক আকাউন্টে, কিসের টাকা পাচার? এটাই জানতে চায় ইডি।

আরও পড়ুনঃ ‘সুরবদল’, মমতার পর তৃণমূলের দায়িত্বে অভিষেকেই ‘আস্থা’ ফিরহাদের

কয়লা পাচার মামলাতেই অভিষেককে, কলকাতায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি। কিন্তু মেনকাকে দিল্লিতে হাজিরার নোটিস দেওয়া হয়েছে। আদালতে মেনকা গম্ভীরের আইনজীবী অয়ন ভট্টাচার্য সওয়াল করেন, অভিষেক ও রুজিরা কলকাতায় তদন্তে যোগ দিচ্ছেন, তাহলে মেনকার ক্ষেত্রে অসুবিধা কোথায়? ইডির সমন খারিজ করার আর্জি জানাননি মেনকা। শুধু প্রশ্ন তুলেছিলেন, কলকাতার বদলে দিল্লিতে ডেকে পাঠানো হল কেন?

অন্যদিকে ইডি-র আইনজীবী ফিরোজ এডুলজি আদালতে জানান, পুরো মামলা দিল্লিতে হয়েছে। কয়লা আর গরু নিয়ে শুধু কলকাতায় মামলা হয়নি, গোটা দেশ জুড়ে মামলা চলছে। তাঁর দাবি, এমন কিছু নথি রয়েছে, যেগুলো দিল্লি থেকে কলকাতায় পাঠানো সম্ভব নয়, সেই কারণেই দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হচ্ছে মেনকাকে। তবে ইডির দাবি মানেনি বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। শেষে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের শ্যালিকা মেনকা গম্ভীর-কেও কলকাতাতেই জেরা করার নির্দেশ দেন বিচারপতি।

]]>
আশঙ্কা সত্যি হল অভিষেকের, কয়লা পাচার কাণ্ডে এবার ‘ভাইপো’কে তলব https://thenewsbangla.com/abhishek-banerjee-summons-by-ed-at-kolkata-cgo-complex-office-in-coal-cow-smuggling-case/ Tue, 30 Aug 2022 05:46:41 +0000 https://thenewsbangla.com/?p=16496 আশঙ্কা সত্যি হল অভিষেকের, কয়লা-পাচার কাণ্ডে ‘ভাইপো’কে তলব। গরু কয়লা পাচার কাণ্ডে, অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে হাজিরার নির্দেশ দিল ইডি। আগামী ২রা সেপ্টেম্বর, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে হবে কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে। ইডি সূত্রে জানা যাচ্ছে আগামী ২রা সেপ্টেম্বর, কয়লা-পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে, ডেকে পাঠানো হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে। তবে অভিষেক বা তৃণমূল সূত্রে এই নিয়ে, এখনও কিছু জানানো হয়নি।

এর আগেও দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে, হাজিরা দিতে বলা হয়েছিল অভিষেক ও রুজিরাকে। কিন্তু সেই সময় সাংসদ ও তাঁর স্ত্রী ইডির পাঠানো নোটিসের বিরোধিতা করে, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা, দুজনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। কিন্তু তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে, ইডির অফিসে ডেকে পাঠানো হচ্ছে। ইডি যাতে কলকাতায় গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করে, সেই আবেদনও জানানো হয়েছিল। এবার কলকাতার অফিসেই, ডেকে পাঠাল ইডি।

আরও পড়ুনঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরাতে ‘চক্রান্ত’

সোমবারই তৃণমূলের ছাত্র পরিষদের জনসভা থেকে, অভিষেক বলেছিলেন, “৫ দিন পরেই, কোন কাণ্ড হবে”। দেখা গেল ৫দিন গেল না, তার আগেই অভিষেকের ডাক পরল ইডি দফতরে। কয়লা-পাচার কাণ্ডে কয়েক-হাজার কোটি টাকা, বউয়ের দুবাই আকাউন্টে ও শা’লির লন্ডন আকাউন্টে সরিয়েছেন বলেই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তার নির্দিষ্ট প্রমাণ পেয়েছে, ইডি ও সিবিআই।

]]>
তৃণমূল নেতা-মন্ত্রীদের পর, সিবিআই ইডির নজরে বাংলার আইপিএস-আইএএস https://thenewsbangla.com/after-tmc-leaders-ministers-ips-ias-of-bengal-under-cbi-ed-scanner/ Thu, 11 Aug 2022 13:28:31 +0000 https://thenewsbangla.com/?p=16078 তৃণমূল নেতা-মন্ত্রীদের পর এবার, সিবিআই-ইডির নজরে রাজ্যের বেশ কিছু আইপিএস-আইএএস অফিসার। নেতা-মন্ত্রীদের পর কয়লা-কেলেঙ্কারি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে, রাজ্যের ১৭জন আইপিএস-আইএএস অফিসার। এদের মধ্যে ১২জন আইপিএস ও ৫জন আইএএস অফিসার। এরা প্রত্যেকেই কয়লা-বেল্টের জেলাগুলিতে, কোন না কোন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। প্রাথমিক-ভাবে ৭জন আইপিএস-কে চলতি মাসেই তলব করা হয়েছে, তাঁদের দিল্লি গিয়ে ইডি সদর দফতরে হাজিরা দিতে হবে।

আইপিএসদের তলব তালিকায় রয়েছেন, রাজ্য পুলিশের ডিজি জ্ঞানবন্ত সিং। তাঁকে ডাকা হয়েছে, আগামী ২২শে আগস্ট। আইপিএস কোটেশ্বর রাওকে ডাকা হয়েছে ২৩শে আগস্ট। শ্যাম সিংকে ২৪শে আগস্ট। এলএম মিনাকে ২৫শে আগস্ট। সেলভা মুরুগনকে ২৬শে আগস্ট। সুকেশ জৈনকে ২৯শে আগস্ট। ভাস্কর মুখোপাধ্যায়-কে ডাকা হয়েছে ৩১শে আগস্ট। তাঁদের কাছে পৌঁছে গেছে নোটিস।

আরও পড়ুনঃ “তৃণমূল কোনওরকম দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, অনুব্রত নিয়ে সিদ্ধান্ত নেবে দল”

কয়লা পাচার-কাণ্ডে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল ইডি। যে সময় কয়লা-পাচারের ঘটনা বৃদ্ধি পেয়েছিল, সেই সময় এই পুলিশ আধিকারিকরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। যে সাত পুলিশকর্তাকে কয়লা-পাচার মামলার তদন্তে দিল্লিতে তলব করেছে ইডি, তাঁরা সকলেই কোনও না কোনও সময়ে আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় কর্মরত ছিলেন। বাংলার কয়লাপাচার মামলার, মূল জায়গা এই অঞ্চলগুলিই।

কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, একাধিক-বার দিল্লি ও কলকাতায় তলব করেছে ইডি। এখন দেখার পুলিশ আধিকারিকদের পর, অভিষেক-কে আবার ডাক পাঠায় কিনা।

]]>