AnubrataMondalArrest – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 10 Sep 2022 04:05:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg AnubrataMondalArrest – The News বাংলা https://thenewsbangla.com 32 32 গরু চুরিতে অভিযুক্ত অনুব্রতকে ‘বীর’ বলে স্বীকৃতি মুখ্যমন্ত্রী মমতার, এটা ‘মিডিয়া ট্রায়াল’ নয় https://thenewsbangla.com/cm-mamata-banerjee-recognizes-anubrata-mondal-cow-theft-accused-as-hero-media-trial/ Sat, 10 Sep 2022 04:05:29 +0000 https://thenewsbangla.com/?p=16743 গরু চুরিতে অভিযুক্ত অনুব্রতকে ‘বীর’ বলে স্বীকৃতি মুখ্যমন্ত্রী মমতার, এটা ‘মিডিয়া ট্রায়াল’ নয়? উঠেছে প্রশ্ন। গরু পাচার মামলায় প্রধান অভিযুক্ত, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আদালতে বিচার চলছে। ঠিক সেই সময়েই, অনুব্রতকে ‘বীর’ সম্মান দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা বারবার বলেন, ‘মিডিয়া ট্রায়াল’ করবেন না। আর সেই মমতাই কিনা, অন্যব্রতকে বিচার হবার আগেই, ‘ক্লিনচিট’ দিয়ে দিলেন? মামলার রায় বেরোনোর আগেই বীরের সম্মান, এটাও কি ‘মিডিয়া ট্রায়াল’ নয়? উঠেছে প্রশ্ন।

“বিচারাধীন মামলায় মিডিয়া ট্রায়াল বন্ধ করুন”, বারবার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত চলছে, আদালতে মামলাও চলছে, তাও আগেভাগেই ‘রায়’ ঘোষণা করে দেওয়াটা, বাংলায় একটা পুরনো রোগ। যার নাম মিডিয়া ‘ট্রায়াল’। এর প্রতিবাদে বারবার মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার আরও একবার সেই তিনিই, অনুব্রত মণ্ডলকে ‘ক্লিনচিট’ দিয়ে বীরের সম্মান দিলেন।

আরও পড়ুনঃ এতকাণ্ডের পরেও কি, তৃণমূল নেতা মন্ত্রীদের ‘চাকরি চুরি’তে উৎসাহ দিলেন মমতা

এর আগেও পার্ক স্ট্রিট গণ’ধর্ষ’ন, দাঁড়িভিট হাইস্কুলে গু’লি, মাঝেরহাট ব্রিজ ভাঙা, বাদুড়িয়া, বসিরহাট সা’ম্প্রদা’য়িক উত্তেজনা,নারদ স্টিং অপারেশন, কামদুনি নৃ’শংস ধ’র্ষ’ণ কাণ্ড, বর্ধমানের কাটোয়ায় চলন্ত ট্রেনে মেয়ের সামনে মাকে ধ’র্ষ’ণ, শিলাদিত্য চৌধুরি, অম্বিকেশ মহাপাত্র, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা, এই সব ঘটনাতেই আগেভাগেই নিজের রায় ঘোষণা করে দিয়েছিলেন মমতা।

আর এবার অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দিয়ে, আদালতের রায়ের আগেই, মিডিয়া ট্রায়াল করে নিজের রায় জানিয়ে দিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়।

]]>
এ দুর্নীতির শেষ কোথায়, অনুব্রত-কন্যা সুকন্যার নামে ভারত সেবাশ্রমের জমি https://thenewsbangla.com/bharat-sevashram-sangh-land-transferred-in-anubrata-mondal-daughter-sukanya-mondal/ Mon, 29 Aug 2022 04:56:15 +0000 https://thenewsbangla.com/?p=16459 এ দুর্নীতির শেষ কোথায়, অনুব্রত-কন্যা সুকন্যার নামে ভারত সেবাশ্রমের জমি। কেষ্ট-কন্যা সুকন্যার নামে, ভারত সেবাশ্রমের দেড়-বিঘা জমি। তদন্তে নেমে পদে-পদে হতবাক হচ্ছে সিবিআই। সিবিআই এখনও বুঝতে পারছেনা, এই দুর্নীতি মামলার শেষ কোথায়। এবারে সিবিআইয়ের হাতে উঠে এল, আরও এক চাঞ্চল্যকর তথ্য। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অন্যান্য সম্পত্তির সঙ্গে, তাঁর মেয়ের নামে-বেনামে বিঘের পর বিঘে জমির হদিস পেয়েছে সিবিআই। এবার সেই তালিকায় অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের সঙ্গে নাম জড়াল ভারত সেবাশ্রম সঙ্ঘের। ভারত সেবাশ্রম সঙ্ঘের দেড়-বিঘা জমি, একটি সংস্থার নামে হস্তান্তর হয়েছে। যার অন্যতম ডিরেক্টর অনুব্রতের মেয়ে সুকন্যা।

সিবিআই তদন্তে উঠে এসেছে, ভারত সেবাশ্রম সঙ্ঘকে, সুচিন্ত্য চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি দেড়-বিঘা জমি দান করেন সমাজসেবা মূলক কাজের জন্য। কিন্তু ভারত সেবাশ্রম সঙ্ঘ সেই জমি ব্যবহার না করে, বিক্রি করে দিয়েছেন এক সংস্থার কাছে, এই সংস্থার ডিরেক্টর অনুব্রত মণ্ডলের কন্যা শিক্ষিকা সুকন্যা মণ্ডল।

আরও পড়ুনঃ মিডিয়া ট্রায়াল, তদন্তের আগেই নিজের রায় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই

প্রশ্ন উঠেছে সমাজসেবা মূলক কাজের জন্য ট্রাস্টিকে দান করা জমি, কিভাবে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিক্রি হল? প্রশ্নের উত্তর খুঁজতে ভারত সেবাশ্রম সংঘের সংশ্লিষ্ট শাখার সঙ্গেও, যোগাযোগ করছেন সিবিআই আধিকারিকরা। তদন্তে জানা গেছে জমি বিক্রির দলিলে, ভারত সেবাশ্রমের পক্ষে সই রয়েছে শাখার সভাপতি স্বামী সঙ্ঘমিত্রানন্দের এবং এএনএম অ্যাগ্রোকেমের পক্ষে সই রয়েছে বিদ্যুৎবরণ গায়েনের।

]]>
কলকাতার বেসরকারি হাসপাতালে লুকিয়ে বিদ্যুৎবরণ, খুঁজে বের করল সিবিআই https://thenewsbangla.com/anubrata-mondal-sukanya-mondal-close-bidyut-baran-gayen-in-cbi-custody/ Wed, 24 Aug 2022 13:49:31 +0000 https://thenewsbangla.com/?p=16415 অনুব্রত ঘনিষ্ঠ, সুকন্যার ‘ওড়না মাথায়’ গ্রেফতার বিদ্যুৎবরণ। কলকাতার বেসরকারি হাসপাতালে লুকিয়ে বিদ্যুৎবরণ, খুঁজে বের করল সিবিআই। সিবিআইয়ের হাতে গরুপাচার কাণ্ডে, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই, বেশ কয়েকটি নাম উঠে এসেছে গোয়েন্দাদের সামনে। তার মধ্যে অন্যতম বিদ্যুৎবরণ গায়েন। অনুব্রতকে গ্রেফতার করে একেবারেই থেমে নেই, সিবিআই আধিকারিকরা। একের পর এক জায়গায়, হানা দিচ্ছেন তাঁরা। অনুব্রত ঘনিষ্ঠ এবং তাঁর সঙ্গে সম্পর্ক-যুক্ত ব্যক্তিদের সম্পর্কে খোঁজখবরে, উঠে এসেছে বেশ কিছু নাম। যার মধ্যে অন্যতম অনুব্রত ও তার মেয়ে সুকন্যা ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ।

বিদ্যুবরণ গায়েন আসলে কে? তাঁর সঙ্গে অনুব্রতর পরিচয়-ঘনিষ্ঠতা হল কীভাবে? এইসব অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিদ্যুৎবরণের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল, সিবিআই আধিকারিকেরা। বুধবার কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে, অনুব্রত ও সুকন্যা ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনকে আটক করেছে সিবিআই। ইতিমধ্যেই বিদ্যুৎবরণের বাড়ি সহ বিভিন্ন জায়গায়, তল্লাশি চালিয়েছে সিবিআই। তাদের হাতে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।

আরও পড়ুনঃ গরু পাচারের পর, কয়লা কাণ্ডেও জুড়ল অনুব্রত মণ্ডলের নাম

২০১১ সালের আগে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসা পর্যন্ত, এই বিদ্যুৎবরণ গায়েন বোলপুর পুরসভায় একজন অস্থায়ী কর্মী ছিল। পুরসভার গাড়ির খালাসির কাজ করত সে। তৃণমূল ক্ষমতায় আসার পরেই, বাড়তে থাকে তার প্রতিপত্তি। বিভিন্ন সময়ে অনুব্রত ও সুকন্যার সঙ্গে ঘনিষ্ঠ-ভাবে দেখা গেছে তাকে। বোলপুরের তৃণমূল দলীয় কার্যালয়ে, অনুব্রত মণ্ডলের ঠিক পাশেই বসত এই বিদ্যুৎবরণ গায়েন।

]]>
গরু পাচারের পর, কয়লা কাণ্ডেও জুড়ল অনুব্রত মণ্ডলের নাম https://thenewsbangla.com/anubrata-mondals-name-in-the-coal-scam-case-after-cow-smuggling/ Wed, 24 Aug 2022 12:18:32 +0000 https://thenewsbangla.com/?p=16403 গরু পাচারের পর, কয়লা কাণ্ডেও জুড়ল অনুব্রত মণ্ডলের নাম। বুধবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সিবিআই বিশেষ আদালত। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। অনুব্রতর আইনজীবী তাঁর মক্কেলের শারীরিক অবস্থার দোহাই দিয়ে, জামিনের আবেদন করেছিলেন। তবে সরকারি আইনজীবী দাবি করেন, অনুব্রত মণ্ডল প্রভাবশালী। তিনি বাইরে থাকা মানে তদন্তে প্রভাব পড়বে। আসানসোল বিশেষ সিবিআই আদালত জামিনের আবেদন খারিজ করে, অনুব্রত মণ্ডলকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যাচ্ছে, ‘গরু পাচারের পর এবার কয়লা কাণ্ডেও, নাম জড়িয়েছে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। বীরভূমের অন্যতম কয়লা মা’ফিয়া, শরাফত হোসেনের নাম প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। খয়রাশোলের বাসিন্দা শরাফত, কয়লা পাচার বাবদ কেষ্টকে মাসে ৫ কোটি টাকা নজরানা দিত বলে জানা গিয়েছে। কয়লা ছেড়ে যখন সে বালির অবৈধ ব্যবসা শুরু করে শরাফত, তখনও সে মোটা অঙ্কের টাকা কেষ্টকে দিত বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ গরু পাচার মামলায়, জেল হেফাজতে পাঠানো হল অনুব্রত মণ্ডলকে

বুধবার আদালত অনুব্রতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আসানসোলের জেলেই থাকতে হবে তাঁকে। গরু পাচারের পর এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের নজর অনুব্রত মণ্ডলের কয়লা পাচারের আয়ের দিকে। গরুর পর গোয়েন্দাদের নজর এখন ফের কয়লার দিকে। এখানেও কি যুক্ত ছিলেন কেষ্ট?

]]>
গরু পাচার মামলায়, জেল হেফাজতে পাঠানো হল অনুব্রত মণ্ডলকে https://thenewsbangla.com/anubrata-mondal-gets-14-days-jail-custody-in-cbi-court/ Wed, 24 Aug 2022 11:20:02 +0000 https://thenewsbangla.com/?p=16393 গরু পাচার মামলায়, জেল হেফাজতে পাঠানো হল অনুব্রত মণ্ডলকে। ১৪ দিনের জেল হেফাজত হল অনুব্রত মণ্ডলের, অসুস্থতার যুক্তি খারিজ করল আদালত। সিবিআই হেফাজতের মেয়াদ শেষ, এবার বিচারবিভাগীয় হেফাজতে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ধোপে টিকল না অনুব্রত মণ্ডলের অসুস্থতার তত্ত্ব। আসানসোল বিশেষ সিবিআই আদালতে, আবারও খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। এবার আর সিবিআই নয়, থাকতে হবে জেল হেফাজতে। আদালত অনুব্রতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। অর্থাৎ ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে।

বুধবারই শেষ হয়েছে, অনুব্রত মণ্ডলের সিবিআই হেফাজতের মেয়াদ। এই দিনেই তাঁকে আসানসোল বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। সেখানেই এক ঘণ্টা দীর্ঘ সওয়াল জবাব চলার পর, তাঁর জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এ দিন মূলত প্রভাবশালী তত্ত্বে জামিনের বিরোধিতা করেছিল সিবিআই। পাশাপাশি, অনুব্রতর বেআইনি সম্পত্তির কথাও জানানো হয়েছে আদালতে।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টে ফের লজ্জায় রাজ্য সরকার, তীব্র ভর্ৎসনা, ১০ হাজার টাকা জরিমানা

অন্যদিকে অনুব্রত মণ্ডলের অসুস্থতার কথা বলে, জামিনের আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী। অনুব্রতের আইনজীবী এও দাবী করেন, অনুব্রত কোনও ভাবেই গরু পাচারের সঙ্গে যুক্ত নয়, শুধুমাত্র রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে তাঁকে। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায়। গরু পাচার মামলায় সেই জেলেই যেতে হচ্ছে, তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে।

]]>
গরু চুরি কাণ্ডে, অনুব্রতর মেয়ে, নেতা ও পুলিসের দিকেও নজর সিবিআইয়ের https://thenewsbangla.com/cbi-find-company-in-the-name-of-anubrata-mondals-daughter-sukanya-mondal/ Tue, 16 Aug 2022 05:25:49 +0000 https://thenewsbangla.com/?p=16130 গরু চুরি কাণ্ডে, অনুব্রতর মেয়ে, নেতা ও পুলিসের দিকেও নজর সিবিআইয়ের। সিবিআইয়ের রাডারে এবার অনুব্রত মণ্ডলের মেয়ে। ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের একাধিক সম্পত্তির হদিস পেতে গিয়ে, তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে থাকা দুটি কোম্পানির একাধিক নথিপত্র পেয়েছেন দাবি তদন্তকারী আধিকারিকদের। অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের নামেও, তৈরি হয়েছিল কোম্পানি। অন্তত দুটি কোম্পানি রয়েছে অনুব্রতর মেয়ের নামে। একটি কোম্পানি অ্য়াগ্রো কেমিক্যাল সংক্রান্ত। সেই কোম্পানিতে অনুব্রতর নামে শেয়ার রয়েছে ২৫ শতাংশ। বাকি শেয়ার তার কন্যার নামে। প্রশ্ন উঠছে এই কোম্পানি দুটিতে কি পাচারের টাকা বিনিয়োগ হত?

সিবিআইয়ের তদন্তে উঠে এসেছে, এই দুই কোম্পানি থেকে প্রভাবশালীদের ঋণ দিতেন এনামুল হক ও তার সহযোগীরা। কাদের ও কেন দেওয়া হত ঋণ? প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গরু পাচারে বেআইনিভাবে ওঠা টাকার একাংশ কালো থেকে সাদা করতেই, ঋণ দেওয়ার পরিকল্পনা করেছিল পাচারের মূল মাথারা।

আরও পড়ুনঃ দাদা গরু চুরি কেসে সিবাআই হেফাজতে গেলেও, হু’মকি দেওয়া কমছে না তৃণমূল নেতাদের

এই বিষয়ে অনুব্রতকে জেরা করবে তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা। প্রয়োজনে আগামী সপ্তাহে বীরভূমে অনুব্রতের বাড়ি গিয়ে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও জেরা করতে পারে সিবিআই। গরু, কয়লা, বালি খাদানের বিপুল টাকা জমা হত অনুব্রতের কোষাগারে। সেই টাকাই কি বিনিয়োগ হয়ে যেত সুকন্যা মণ্ডলের কোম্পানিতে? অনুব্রতের মেয়ের কোম্পানির আড়ালে একের পর এক রাইস মিল কেনা হত বলেও অভিযোগ উঠেছে।

]]>
“তৃণমূল কোনওরকম দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, অনুব্রত নিয়ে সিদ্ধান্ত নেবে দল” https://thenewsbangla.com/anubrata-mondal-arrest-tmc-takes-decision-on-birbhum-tmc-president/ Thu, 11 Aug 2022 12:03:10 +0000 https://thenewsbangla.com/?p=16075 “তৃণমূল কোনওরকম দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, অনুব্রত নিয়ে সিদ্ধান্ত নেবে দল”। জানিয়ে দেওয়া হল, তৃণমূলের তরফ থেকে। গরু পাচার মামলায়, সিবিআই হাতে গ্রেফতার হয়ে, বিপাকে অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার সকালেই তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে, গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, দাপুটে তৃণমূল নেতাকে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে গত একমাসের মধ্যে প্রথমসারির দু-দুজন তৃণমূল নেতা গ্রেফতার হলেন। চরম লজ্জায় ও সমস্যায়, রাজ্যের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল।

অনুব্রত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি হওয়ার পাশাপাশি, তৃণমূলের জাতীয় কর্মসমিতিতেও রয়েছেন। স্বাভাবিকভাবেই পার্থর পর অনুব্রতর গ্রেফতারিতে, বেশ কিছুটা অস্বস্তিতে রাজ্যের শাসকদল তৃণমূল। যদিও এখনই এই নিয়ে দলের কোনও সিদ্ধান্ত বা অবস্থান জানাতে নারাজ তৃণমূল নেতারা। তাঁরা বলছেন, তদন্ত চলুক আইন মেনে, সঠিক সময়ে দল সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুনঃ বাবার মুদির দোকানে কাজ করা কেষ্ট, কিভাবে হলেন বীরভূমের ‘বেতাজ বাদশা’

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের তরফ থেকে, সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। সেখানে কি অনুব্রতকে নিয়ে সিদ্ধান্ত জানাবে তৃণমূল? সেটাই এখন প্রশ্ন। অনুব্রত প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বৃহস্পতিবারই বলছেন, “তৃণমূল দল কোনওরকম দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। কিছুদিন আগেই নজিরবিহীনভাবে এক অভিযুক্ত নেতাকে দল ও মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেছে তৃণমূল। যেটা অন্য কোনও রাজ্যে হয় না, সেটা এরাজ্যে হয়েছে”। তাহলে কি পার্থর পর এবার অনুব্রত?

]]>
“গরু অনেক বড় ব্যাপার, ওটা কী করে কাঁধে তুলে পাচার করে আমার ধারণা নেই” https://thenewsbangla.com/madan-mitra-on-anubrata-mondal-arrest-by-cbi-in-cow-smuggling-case-birbhum/ Thu, 11 Aug 2022 11:13:48 +0000 https://thenewsbangla.com/?p=16071 “গরু অনেক বড় ব্যাপার, ওটা কী করে কাঁধে তুলে পাচার করে আমার ধারণা নেই”, অনুব্রত মণ্ডলের গ্রেফতার নিয়ে এমন মন্তব্যই করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। “ওজনের দিক দিয়ে পার্থ ও অনুব্রত দুইজনেই হেভিওয়েট। গরু অনেক বড় ব্যাপার। ওটা কী করে কাঁধে তুলে পাচার করে, তা নিয়ে আমার কোনও ধারণা নেই।” অনুব্রত মণ্ডলের গ্রেফতারি ইস্যুতে, এমনও মন্তব্য কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রের। গরুপাচার-কাণ্ডে আজ বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে গ্রেফতার করেছে সিবিআই। তোলা হয়েছে আসানসোল আদালতে।

এর আগেও এসএসকেএম হাসপাতালে ভর্তি নিয়ে, মদন মিত্র বলেছিলেন, “CBI যখন আসে, তখনই অনুব্রত মন্ডল অসুস্থ হয়ে যায়। আবার অনুব্রত মন্ডল অসুস্থ হলেই CBI আসে”। বলার অপেক্ষা রাখে না যে, তাঁর এই মন্তব্য ফের নতুন করে বিতর্ক উসকে দিয়েছিল। শুধু অনুব্রত মন্ডলের সিবিআই-এর তলব আর তাঁর হাজিরা দেওয়া বা না দেওয়া নিয়ে, ‘ইঙ্গিতপূর্ণ’ মন্তব্য করেই তিনি থেমে যাননি। এরপর তিনি আরও বলেছিলেন, “এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় ও CBI-এর মুখোমুখি হয়েছিলেন। অনুব্রত মন্ডলেরও উচিত CBI-কে ফেস করা”।

আরও পড়ুনঃ “একজন অসুস্থ মানুষকে এভাবে জোর করে নিয়ে যাওয়া ঠিক নয়”, প্রতিক্রিয়া সৌগত রায়ের

এদিন অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর, মদন মিত্র বলেন, “গরু অতবড় প্রাণী, তাকে কাঁধে করে কি করে পাচার করত”। তিনি মজা করে বলেন, “ওজনের দিক থেকে পার্থ ও অনুব্রত দুজনেই দারুণ হেভিওয়েট”।

]]>