YogiAdityanath – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 15 Sep 2022 03:53:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg YogiAdityanath – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বদায়ুঁর পর লখিমপুর খেরি, যোগী রাজ্যে ফের দলিত কিশোরীদের অ’পহ’রণ ধ’র্ষ’ণ হ’ত্যা https://thenewsbangla.com/lakhimpur-kheri-yogi-adityanath-up-2-minor-girls-found-hanging-from-tree-after-kidnapping/ Thu, 15 Sep 2022 03:51:52 +0000 https://thenewsbangla.com/?p=16805 বদায়ুঁর পর লখিমপুর খেরি, যোগী রাজ্যে ফের দলিত কিশোরীদের অ’পহ’রণ ধ’র্ষ’ণ হ’ত্যা। প্রকাণ্ড গাছের দুই দিকের দুটি ডালে ঝুলছে, দুই কিশোরীর ধ’র্ষি’ত দেহ। দুটি ডালে মুখোমুখি ঝুলছে, দুই কিশোরীর নিথর দেহ। আট বছর আগেও এক ভোরে এই একই দৃশ্য দেখে, শিউরে উঠেছিল বদায়ুঁ। সেই ভয়াবহতা ফের ফিরে এল উত্তরপ্রদেশে। এবারের ঘটনাস্থল লখিমপুর খেরি। সেখানে গোধূলি বেলায় গাছের ডালে, ঝুলন্ত অবস্থায় দেখা গেল দুই কিশোরী বোনের দে’হ। ফের শিউরে উঠল দেশ।

উত্তর প্রদেশ পুলিশের বিরুদ্ধে পরিবারের অনুমতি ছাড়াই, ময়নাতদন্ত করে দেবার অভিযোগ উঠছে। পুলিশ জানিয়েছে, দুই কিশোরীই দলিত পরিবারেরর মেয়ে। দুই বোনই নাবালিকা। মোটর সাইকেলে চেপে কয়েকজন দুষ্কৃতী, তাদের অপহরণ করে নিয়ে গিয়েছিল বলে জানিয়েছেন মেয়ে দু’টির মা। মেয়ে দু’টির বাবা আবার, উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুনঃ লজ্জায় বাংলার শিক্ষা, তৃণমূল আমলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগও বেআইনি

তাঁদের দাবি, পরিবারের অনুমতি ছাড়াই, দেহ দু’টি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। খবর পেয়েই দেহ দু’টি উদ্ধার করে, নিয়ে যায় নিঘাসন থানার পুলিশ। পাঠায় ময়নাতদন্তের জন্য। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

স্থানীয় পুলিশের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে, রাজ্য প্রশাসন ও জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখছেন। দোষীরা অবশ্যই শাস্তি পাবে। বারবার দলিত মেয়েদের ক্ষেত্রে যোগী রাজ্যে এই ধরণের ঘটনা ঘটছে, যা কিছুতেই আটকানো যাচ্ছে না।

]]>
দরজি কানহাইয়ালালের দোকানের কাছে, মহরমের তাজিয়ায় আগুন নেভাল হিন্দু পরিবার https://thenewsbangla.com/hindu-family-save-muharram-tajiya-procession-near-udaipur-kanhaiya-lal-tailor-shop/ Thu, 11 Aug 2022 07:31:14 +0000 https://thenewsbangla.com/?p=16055 দরজি কানহাইয়ালালের দোকানের কাছে, মহরমের তাজিয়ায় আগুন নেভাল হিন্দু পরিবার। বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের পর, উদয়পুরে খু’ন হন দরজি কানহাইয়ালাল। এবার উদয়পুরের সেই এলাকাতেই দেখা গেল, হিন্দুদের সম্প্রীতির ছবি। মুসলিম সম্প্রদায়ের মহরমের শোভাযাত্রায় ঘটতে পারত, একটা বড়সড় দুর্ঘটনা। আগুন লেগে যায় মহরমের তাজিয়ায়, আর তা নেভাতে ঝাঁপিয়ে পড়ল স্থানীয় হিন্দুরা। রুখে দিল বড়সড় দুর্ঘটনা। বুঝিয়ে দিল, শান্তির বাণী কিভাবে ছড়িয়ে দিতে হয়।

মঙ্গলবার উদয়পুর শহরে বেরয়, মহরমের একাধিক শোভাযাত্রা। দরজি কানহাইয়ালালের দোকানের কাছে, মোছিওয়াড়া স্ট্রিটেও বের হয় একটি ধর্মীয় শোভাযাত্রা। তাতে ছিল ২৫ ফুট উঁচু তাজিয়া। বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষজনও, উপভোগ করছিলেন সেই ধর্মীয় উৎসব। কিন্তু কোনওভাবে হঠাৎই, ওই তাজিয়াতে আগুন ধরে যায়। নিচে শোভাযাত্রায় যাঁরা ছিলেন তাঁরা কেউই তা টের পাননি, ব্যালকনিতে দাঁড়িয়ে শোভাযাত্রা দেখা হিন্দু পরিবারের চোখে পড়ে। তাঁরা চিৎকার করে অগুন লাগার কথা জানান। এবং সময় নষ্ট না করে উপর থেকেই, বালতি-বালতি জল ছুঁড়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।

আরও পড়ুনঃ পয়গম্বর বিতর্ক, সুপ্রিম কোর্ট বড়সড় স্বস্তি দিল বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মাকে

পুলিশ-প্রশাসন জানিয়েছে, “আগুন লাগার ব্যাপারটা টের পাননি শোভাযাত্রায় অংশ নেওয়া মুসলিম সম্প্রদায়ের মানুষ। ব্যালকনি থেকে হিন্দু পরিবারটি, জল ঢেলে আগুন নেভান। স্থানীয় হিন্দুদের উদ্যোগে দুর্ঘটনা এড়ানো গেছে। তারচেয়ে বড় কথা, এই ঘটনা সা’ম্প্রদায়িক সম্প্রীতির নজির”।

]]>
উত্তরপ্রদেশে যোগীকে জেতানোর কারিগর, এবার বাংলা বিজেপির দায়িত্বে https://thenewsbangla.com/sunil-bansal-helps-yogi-adityanath-win-in-charge-of-bengal-bjp-instead-of-kailash-vijayvargiya/ Wed, 10 Aug 2022 14:02:53 +0000 https://thenewsbangla.com/?p=16023 উত্তরপ্রদেশে যোগীকে জেতানোর কারিগর, এবার বাংলা বিজেপির দায়িত্বে। সরানো হল, বহুদিন বাংলার দায়িত্বে থাকা কৈলাস বিজয়বর্গীয়কে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে ভোটে জেতানোর পিছনে বড় ভূমিকা ছিল তাঁর, সেই বিজেপি কেন্দ্রীয় নেতা সুনীল বনশল এবার হলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁকে এই পদে নিযুক্ত করলেন, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। একই সঙ্গে তাঁকে বাংলার পর্যবেক্ষক নিয়োগ করা হল, দেওয়া হল ওড়িশা এবং তেলঙ্গানার দায়িত্বও। বুধবার সুনীলের নিযুক্তির ঘোষণা করে বিজেপি।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে, বিজেপি-তে উত্থান ঘটে সুনীলের। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার পরেই, অমিত শাহের নেকনজরে পড়েন সুনীল বনশল। উত্তরপ্রদেশে ‘আপনা দলের’ মতো আঞ্চলিক দলগুলিকে, একজোট করে বিজেপি-র ভিত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সুনীলের। কৈলাস বিজয়বর্গীয়র পরিবর্তে, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বাংলা বিজেপির ভার এবার দেওয়া হল সুনীলের বুদ্ধিমান হাতে।

আরও পড়ুনঃ “পার্থ চোর হলেও, তৃণমূল কিন্তু চোর নয়”, জানিয়ে দিলেন ফিরহাদ

বাংলায় বিজেপির বৈতরণী পার করতে কৈলাস শুধু ব্যর্থই হননি, তাঁর আমলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরও বেড়েছে। মুকুল রায়-সহ তৃণমূল থেকে দলে-দলে লোকজনকে বিজেপি-তে এনে, পুরনো সৈনিকদের বিরাগভাজন হয়েছিলেন কৈলাস। বাংলায় তাঁর কর্মকাণ্ড নিয়েও, প্রশ্ন তোলেন অনেকে। এবার তাই বেছে বেছে তাঁর জায়গায় সুনীলকে তুলে আনায়, কৈলাসের রাজনৈতিক ভবিষ্যতের উপরও নেতিবাচক প্রভাব পড়ল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সুনীল বনশলের হাত ধরে, বঙ্গ বিজেপি কি করে, সেটাই এখন দেখার।

]]>