WestBengal – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 05 Sep 2022 06:53:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg WestBengal – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ক্ষুব্ধ মোদী-শাহ-নাড্ডা, জেলায় সংগঠনের হাল ফেরাতে জেলা সফরে সুনীল-সতীশ https://thenewsbangla.com/modi-shah-nadda-angry-with-bengal-bjp-leaders-districts-tour-by-sunil-bansal-satish-dhond/ Mon, 05 Sep 2022 06:53:09 +0000 https://thenewsbangla.com/?p=16646 ক্ষুব্ধ মোদী-শাহ-নাড্ডা, জেলায় সংগঠনের হাল ফেরাতে এবার জেলা সফরে সুনীল-সতীশ। একেবারে বুথস্তরে গিয়ে এবার কাজ করবেন, বঙ্গ বিজেপির নতুন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ও দলের নয়া যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন সতীশ ধন্দ। জেলায় জেলায় সংগঠনের দুর্বলতার ‘গোড়ায় গলদ’ ও বসে যাওয়া নেতা-কর্মীদের ক্ষোভের কারণ খুঁজতে, নবান্ন অভিযানের পরই জেলা সফর শুরু করবেন সুনীল বনসল ও সতীশ ধন্দরা। জেলার নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে, সংগঠনের ‘হাল-হকিকৎ’ নিয়ে তাঁরা সরাসরি রিপোর্ট দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে।

জেলায় জেলায় অযোগ্য ও কাছের লোকেদের, দায়িত্ব দেওয়া হয়েছে। দূরে সরিয়ে রাখা হয়েছে, এতদিন লড়াই করে আসা পুরনো ও যোগ্যদের। বঙ্গ বিজেপির ক্ষমতাসীন শিবিরের কিছু নেতার বিরুদ্ধে ওঠা এই স্বজনপোষণের অভিযোগ, এবার খতিয়ে দেখতে চায় দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্ব। বাদ পড়া যোগ্য পুরনো নেতা-কর্মীদের ক্ষোভের কথা শুনে, এবার তাদের মান ভাঙাতে উদ্যোগী কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুনঃ ‘মমতাকে তাড়াতে সাহায্য করবে অভিষেক’, শুভেন্দুর ‘লক্ষণ’ মন্তব্যে শোরগোল বাংলায়

আগেই দলের ৪২টি সাংগঠনিক জেলার সভাপতিদের নিয়ে বৈঠক করে, সতীশ বুঝিয়ে দিয়েছেন এবার কড়া হাতেই ধরবেন সংগঠনের রাশ। জেলা সভাপতিদের নিয়ে সেই বৈঠকে সতীশ স্পষ্ট করে দিয়েছেন, আট-দশমাস জেলা সভাপতির দায়িত্বে থাকা হয়ে গিয়েছে, এবার কাজ দেখাতে হবে। দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম-সহ একাধিক জেলায় দলের কয়েকটি সাংগঠনিক জেলার সভাপতিদের কাজে যে তিনি খুশি নন, তার ইঙ্গিত দিয়েছেন ওই বৈঠকে।

]]>
রাজ্যে ফের দুই আল কায়দা জ’ঙ্গির খোঁজ, বাংলায় কি করছে এই ভয়ঙ্কর জ’ঙ্গিরা https://thenewsbangla.com/al-qaeda-in-west-bengal-what-are-these-terrible-persons-doing-in-west-bengal/ Thu, 18 Aug 2022 05:02:34 +0000 https://thenewsbangla.com/?p=16211 রাজ্যে ফের দুই আল কায়দা জ’ঙ্গির খোঁজ, বাংলায় কি করছে এই ভয়ঙ্কর জ’ঙ্গিরা। রাজ্যে দুই আল কায়দা জ’ঙ্গির খোঁজ, শাসন থেকে গ্রেপ্তার ২ জন। রাজ্য পুলিশের এসটিএফের জালে, এই দুই আল কায়দা জ’ঙ্গি। উত্তর ২৪ পরগনার শাসনের খড়িবাড়ি এলাকা থেকে, গ্রেফতার করা হয়েছে তাদের। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ধারায়, বেশ কয়েকটি মামলা রুজু করেছে। বৃহস্পতিবার এই দুজনকে আদালতে তোলা হবে।

বুধবার রাত ৯ টা নাগাদ শাসন থানার অন্তর্গত, খড়িবাড়ি এলাকা থেকে নির্দিষ্ট সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে দাবি, ধৃত আব্দুর রকিব সরকার এবং কাজি আহসানউল্লাহ নি’ষিদ্ধ জ’ঙ্গি সংগঠন, ‘আল কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট’-এর সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত। এই দুজনকে জেরা করে, আরও মোট ১৭ জনের নাম সামনে এসেছে বলেই খবর।

আরও পড়ুনঃ শিক্ষকতা পরে করবেন, আগে কাগজপত্র নিয়ে আদালতে আসুন, ‘দুর্নীতিবাজ শিক্ষক’দের নির্দেশ

ধৃতদের বিরুদ্ধে একাধিক নাশ’কতামূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে এবং তার ভিত্তিতেই এদের দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের দাবি। ধৃতরা হল আব্দুর রকিব সরকার ওরফে হাবিবুল্লা ওরফে হারিফ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা সে। অপর ধৃত কাজি আহসান উল্লাহ ওরফে হাসান। সে হুগলির আরামবাগের বাসিন্দা।

আব্দুর রকিবকে প্রথমে গ্রেফতার করে এসটিএফ। তারপর তাকে জেরা করে কাজি আহসান উল্লাহর খোঁজ মেলে। ধৃত দুজনেই আল কায়দা জ’ঙ্গি, নি’ষিদ্ধ জ’ঙ্গিগোষ্ঠীর হয়ে তারা বহুদিন ধরে কাজ করছে।

]]>
‘উন্নততর বামফ্রন্ট’ আর ‘নতুন তৃণমূল’, দুটোকেই ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলার মানুষ https://thenewsbangla.com/better-left-front-new-tmc-both-have-been-thrown-away-by-bengal-people-said-suvendu-adhikari/ Wed, 17 Aug 2022 06:28:31 +0000 https://thenewsbangla.com/?p=16174 ‘উন্নততর বামফ্রন্ট’ আর ‘নতুন তৃণমূল’, দুটোকেই ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলার মানুষ। এমনটাই দাবি করলেন বিজেপি নেতা ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০১১ সালের বিধানসভা নির্বাচনের আগে,’উন্নততর বামফ্রন্ট’ এর ডাক দেন বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে সিপিএম। কিন্তু বাংলার মানুষ সেই ‘উন্নততর বামফ্রন্ট’-কে আর সুযোগ দেয়নি, ছুঁড়ে ফেলে দিয়েছিল সিপিএম-কে। এবার চাকরি ও গরু চুরি কাণ্ডে দুই নেতা জেলে যাওয়ায়, একের পর এক দুর্নীতি সামনে আসায়, এবার বাজারে এল ‘নতুন তৃণমূল’ শব্দবন্ধ। ঠিক ‘উন্নততর বামফ্রন্ট’ এর মত। এরপরেই শুভেন্দু অধিকারী বলেছেন, “উন্নততর বামফ্রন্ট-কে ছুঁড়ে ফেলে দিয়েছে মানুষ, নতুন তৃণমূল-কেও মানুষ ছুঁড়ে ফেলে দেবে। মানুষকে টানা বোকা বানানো সম্ভব নয়”।

বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, “বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট”। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন, “উন্নততর তৃণমূল সরকার”। এবার এল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নতুন তৃণমূল’। ‘নতুন তৃণমূল’, দক্ষিণ কলকাতা জুড়ে অভিষেকের ছবি দিয়ে রহস্যময় হোর্ডিং, মমতা বাদ। আর তারপরেই শুরু হয়েছে জোর জল্পনা।

আরও পড়ুনঃ গরুতে কাঁপছে অনেকেই, এনামুল, লতিফ, সায়গলের ফোন কললিস্ট সিবিআই হাতে

চাকরি চুরি কাণ্ডে বা এসএসসি দুর্নীতি কাণ্ডে ইডি’র হাতে গ্রেফতার হয়ে, এখন জেলে রয়েছেন তৃণমূলের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় আরেক ‘হেভিওয়েট’ নেতা, বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এখন গরু চুরি মামলায় সিবিআই হেফাজতে। বিরোধীরা তৃণমূলের এই দুর্নীতি ইস্যুতে, তৃণমূলকে প্রতিদিন সমালোচনা করছে, ‘তৃণমূলের সবাই চোর’ বলে। আর এই সময়েই, দক্ষিণ কলকাতা জুড়ে এই অদ্ভুত হোর্ডিং।

তাহলে কি চুরি ও দুর্নীতি কাণ্ড থেকে, ইস্যু ঘোরাতে চাইছে তৃণমূল? এমনটাই দাবি বিরোধী বিজেপি ও বাম নেতাদের। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, “অভিষেকের কোনও বক্তব্যকে সামনে রেখেই, কেউ এই হোর্ডিং দিয়েছেন। এটা খুব স্বাভাবিক বিষয়”। শুভেন্দু অধিকারী বলেছেন, “দুর্নীতি থেকে মানুষের নজর ঘোরাতেই, এটা পিসি-ভাইপোর চাল।’উন্নততর বামফ্রন্ট’ আর ‘নতুন তৃণমূল’, দুটোকেই ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলার মানুষ।

]]>
বাংলায় আওয়াজ উঠে গেল, ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’ https://thenewsbangla.com/west-bengal-people-voice-went-up-cow-thief-job-thief-tmc-leaders-in-problem/ Mon, 08 Aug 2022 14:15:38 +0000 https://thenewsbangla.com/?p=15944 বাংলায় আওয়াজ উঠে গেল; ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’। ২০২১ মে, সবে একবছর বয়স হয়েছে; ২১১ আসন নিয়ে ক্ষমতায় আসা একটা দলের সরকারের। এক-বছরের মধ্যে সেই দলটার দোর্দণ্ডপ্রতাপ দুই নেতাকে; এই বাংলার মানুষই চিৎকার করে ডাকছে, ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’। অবিশ্বাস্য, ভাবা যায়!?

বাংলার মানুষকে, ভোটারদের যারা ‘গাধা’ ভাবেন; তারা এখনও শুধরে যান। এসএসকেএম হাসপাতালে কিছু সাধারণ মানুষ আজ চিৎকার করে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রিয় নেতা অনুব্রত মণ্ডলকে রীতিমতো আওয়াজ দিল, “এই গরু চোর”। দুদিন আগেই আলিপুর জেলে, কিছুদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী থাকা পার্থ চট্টোপাধ্যায়-কে; আওয়াজ দিয়েছে “এই চাকরি চোর” বলে।

দুদিন আগেই জোকা ইএসআই হাসপাতালে, বাংলার এক সাধারণ নারী, জুতো ছুঁড়ে মেরেছে পার্থ চট্টোপাধ্যায়-কে। পুলিশ কোন ব্যবস্থা নেয়নি; মহিলার বাড়িতেও তৃণমূলের হা’মলা হয়নি। ওই মহিলা, ভাণ্ডার ও ভাতা পান বলেই জানা গেছে। অর্থাৎ ভাণ্ডার-ভাতা দিয়ে, আর বাংলার মানুষের মুখ বন্ধ করা যাচ্ছে না।

আরও পড়ুনঃ পাঁচ বছরে উনিশজন তৃণমূল নেতার অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি, ইডিকে পার্টি করল হাইকোর্ট

২০০৬ সালে ২৩৫ আসন পাবার পরে, রাইটার্সে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিরোধীদের ব্যঙ্গ করে সাংবাদিকদের বলেছিলেন; “আমরা ২৩৫, ওরা শুধু ৩৫”। ২০১১ সালে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছিল; সিপিএম সহ বামেদের। আর ২০১৬তে ২১১ আসন দিয়ে ক্ষমতায় আনা তৃণমূলের দুই বড় নেতাকে, প্রকাশ্যে ‘চোর’ বলছে বাংলার মানুষ।

বাংলার আমজনতা-কে ‘Taken For Granted’ করে ডুবেছিল বামেরা। সেই এক জিনিস করল তৃণমূল। ভাণ্ডার আর ভাতায় মানুষকে ভিক্ষা দিয়ে যারা ভেবেছিল, যত খুশি দুর্নীতি করা যাবে; আজ তাদের আওয়াজ দিচ্ছে সাধারণ মানুষ। ‘চোর-চোর’ বলে। বাংলার মানুষের ধৈর্য বেশি, তাঁরা যাদের নির্বাচন করেন, তাদের সময় দিতে পছন্দ করেন। তাই বাম ৩৪ বছর, তৃণমূল ১৫ বছর। কিন্তু জল মাথার উপর উঠলে, কিভাবে ‘খাল কেটে’ জল-জঞ্জাল সাফ করতে হয়, সেটাও তাঁরা বিলক্ষণ জানেন।

আওয়াজ কিন্তু উঠে গেছে; ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’। অপেক্ষা করুন, দুদিন বাদেই আরও শুনতে পাবেন, ‘এই কয়লা চোর’, ‘এই বালি চোর’……
(সম্পাদকীয় লিখলেন, মানব গুহ)

]]>