SukanyaMondal – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 31 Aug 2022 11:43:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg SukanyaMondal – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মমতার ‘উপকারি’ কেষ্টর পরিবার ও ঘনিষ্ঠদের ১৬১টি সম্পত্তি, তৃণমূল ক্ষমতায় আসার পরে https://thenewsbangla.com/anubrata-mondal-family-close-relatives-crores-of-property-161-property-claim-cbi/ Wed, 31 Aug 2022 11:43:02 +0000 https://thenewsbangla.com/?p=16551 মমতার ‘উপকারি’ কেষ্টর পরিবার ও ঘনিষ্ঠদের ১৬১টি সম্পত্তি তৃণমূল ক্ষমতায় আসার পরে। সিবিআই সূত্রে দাবি, অনুব্রত মণ্ডল ও তাঁর কয়েকজন ঘনিষ্ঠদের কয়েকশো কোটি টাকার ১৬১টি আইনি সম্পত্তির হদিশ পাওয়া গেছে। এর বাইরে বেনামে যে কত সম্পত্তি আছে, সেটাই খোঁজার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারি দল। কেষ্টর পরিবার ও ঘনিষ্ঠদের ১৬১টি সম্পত্তি হয়েছে, তৃণমূল ক্ষমতায় আসার পরে শেষ ৫ বছরে।

অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের নামে, ৪৭টি নথিভুক্ত সম্পত্তি রয়েছে। অনুব্রতর একার নামে ২৪টি, অনুব্রত কন্যা সুকন্যার নামে ২৬টি ও অনুব্রতর স্ত্রী ছবি মণ্ডলের নামে ১২টি জায়গায় নথিভুক্ত সম্পত্তি রয়েছে বলে দাবি সিবিআই সূত্রে। সিবিআই সূত্রের দাবি, অনুব্রত ঘনিষ্ঠ বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎবরণ গায়েনের নামে ৩২টি ও বিদ্যুতের স্ত্রী মহুয়া গায়েনের নামে ২টি জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে। আরেক অনুব্রত-ঘনিষ্ঠ কমলকান্তি ঘোষ ও তাঁর পরিবারের সদস্যদের নামেও, ১৮টি জায়গায় রেজিস্টার্ড সম্পত্তি মিলেছে বলে সিবিআই সূত্রে দাবি। আর সবটাই হয়েছে, তৃণমূল ক্ষমতায় আসার পরে।

আরও পড়ুন; তৃণমূল নেতা খু’নে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা, তৃণমূলেরই আট নেতাকে

সিবিআই সূত্রে দাবি, গরু-পাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডলের পরিবারের চালকল থেকে জমি, আরও বহু সম্পত্তির হদিশ মিলেছে। কালিকাপুর ও গয়েশপুর মৌজায়, একাধিক সম্পত্তির নথি মিলেছে। যেগুলির মালিকানা অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবি মণ্ডল ও মেয়ে সুকন্যা মণ্ডলের নামে। এর মধ্যে গয়েশপুর মৌজায় রয়েছে, ২৮টি জমি। যার ১৫টির মালিকানা অনুব্রতর স্ত্রীর নামে।

এই বিপুল সম্পত্তি কেনা হয়েছিল ২০১৪ থেকে ২০১৭, এই চার বছরে। সিবিআই সূত্রে দাবি, এছাড়াও মণ্ডল পরিবারের বীরভূম ও পুরুলিয়ায়, একাধিক চালকল রয়েছে। যেগুলিতে অংশীদারি রয়েছে অনুব্রত-কন্যা সুকন্যার নামে। সপ্তাহ খানেক আগেই, বেনামি সম্পত্তি থাকার অভিযোগ অস্বীকার করেন অনুব্রত মণ্ডল।

এদিন অনুব্রত ঘনিষ্ঠ মোট ৪ জনের বাড়িতে হানা দেয় সিবিআই। তাঁর মধ্যে রয়েছেন সুদীপ রায়, দোলনকুমার দে। এর পাশাপাশি অনুব্রতর অ্যাকাউন্ট্যান্ট, মনীশ কোঠারির বাড়িতেও পৌঁছেছে সিবিআই। বাড়িতে খানাতল্লাশির পর ‘আটক’, অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই শুরু হয়েছে জেরা পর্ব। তদন্তকারীদের অনুমান, বোলপুরের অনুব্রত ঘনিষ্ঠ এই নেতাদের জেরা করা হলেই, প্রকাশ্যে আসবে বহু অজানা তথ্য, যা তদন্তে সহযোগিতা করবে।

]]>
এ দুর্নীতির শেষ কোথায়, অনুব্রত-কন্যা সুকন্যার নামে ভারত সেবাশ্রমের জমি https://thenewsbangla.com/bharat-sevashram-sangh-land-transferred-in-anubrata-mondal-daughter-sukanya-mondal/ Mon, 29 Aug 2022 04:56:15 +0000 https://thenewsbangla.com/?p=16459 এ দুর্নীতির শেষ কোথায়, অনুব্রত-কন্যা সুকন্যার নামে ভারত সেবাশ্রমের জমি। কেষ্ট-কন্যা সুকন্যার নামে, ভারত সেবাশ্রমের দেড়-বিঘা জমি। তদন্তে নেমে পদে-পদে হতবাক হচ্ছে সিবিআই। সিবিআই এখনও বুঝতে পারছেনা, এই দুর্নীতি মামলার শেষ কোথায়। এবারে সিবিআইয়ের হাতে উঠে এল, আরও এক চাঞ্চল্যকর তথ্য। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অন্যান্য সম্পত্তির সঙ্গে, তাঁর মেয়ের নামে-বেনামে বিঘের পর বিঘে জমির হদিস পেয়েছে সিবিআই। এবার সেই তালিকায় অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের সঙ্গে নাম জড়াল ভারত সেবাশ্রম সঙ্ঘের। ভারত সেবাশ্রম সঙ্ঘের দেড়-বিঘা জমি, একটি সংস্থার নামে হস্তান্তর হয়েছে। যার অন্যতম ডিরেক্টর অনুব্রতের মেয়ে সুকন্যা।

সিবিআই তদন্তে উঠে এসেছে, ভারত সেবাশ্রম সঙ্ঘকে, সুচিন্ত্য চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি দেড়-বিঘা জমি দান করেন সমাজসেবা মূলক কাজের জন্য। কিন্তু ভারত সেবাশ্রম সঙ্ঘ সেই জমি ব্যবহার না করে, বিক্রি করে দিয়েছেন এক সংস্থার কাছে, এই সংস্থার ডিরেক্টর অনুব্রত মণ্ডলের কন্যা শিক্ষিকা সুকন্যা মণ্ডল।

আরও পড়ুনঃ মিডিয়া ট্রায়াল, তদন্তের আগেই নিজের রায় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই

প্রশ্ন উঠেছে সমাজসেবা মূলক কাজের জন্য ট্রাস্টিকে দান করা জমি, কিভাবে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিক্রি হল? প্রশ্নের উত্তর খুঁজতে ভারত সেবাশ্রম সংঘের সংশ্লিষ্ট শাখার সঙ্গেও, যোগাযোগ করছেন সিবিআই আধিকারিকরা। তদন্তে জানা গেছে জমি বিক্রির দলিলে, ভারত সেবাশ্রমের পক্ষে সই রয়েছে শাখার সভাপতি স্বামী সঙ্ঘমিত্রানন্দের এবং এএনএম অ্যাগ্রোকেমের পক্ষে সই রয়েছে বিদ্যুৎবরণ গায়েনের।

]]>
কলকাতার বেসরকারি হাসপাতালে লুকিয়ে বিদ্যুৎবরণ, খুঁজে বের করল সিবিআই https://thenewsbangla.com/anubrata-mondal-sukanya-mondal-close-bidyut-baran-gayen-in-cbi-custody/ Wed, 24 Aug 2022 13:49:31 +0000 https://thenewsbangla.com/?p=16415 অনুব্রত ঘনিষ্ঠ, সুকন্যার ‘ওড়না মাথায়’ গ্রেফতার বিদ্যুৎবরণ। কলকাতার বেসরকারি হাসপাতালে লুকিয়ে বিদ্যুৎবরণ, খুঁজে বের করল সিবিআই। সিবিআইয়ের হাতে গরুপাচার কাণ্ডে, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই, বেশ কয়েকটি নাম উঠে এসেছে গোয়েন্দাদের সামনে। তার মধ্যে অন্যতম বিদ্যুৎবরণ গায়েন। অনুব্রতকে গ্রেফতার করে একেবারেই থেমে নেই, সিবিআই আধিকারিকরা। একের পর এক জায়গায়, হানা দিচ্ছেন তাঁরা। অনুব্রত ঘনিষ্ঠ এবং তাঁর সঙ্গে সম্পর্ক-যুক্ত ব্যক্তিদের সম্পর্কে খোঁজখবরে, উঠে এসেছে বেশ কিছু নাম। যার মধ্যে অন্যতম অনুব্রত ও তার মেয়ে সুকন্যা ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ।

বিদ্যুবরণ গায়েন আসলে কে? তাঁর সঙ্গে অনুব্রতর পরিচয়-ঘনিষ্ঠতা হল কীভাবে? এইসব অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিদ্যুৎবরণের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল, সিবিআই আধিকারিকেরা। বুধবার কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে, অনুব্রত ও সুকন্যা ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনকে আটক করেছে সিবিআই। ইতিমধ্যেই বিদ্যুৎবরণের বাড়ি সহ বিভিন্ন জায়গায়, তল্লাশি চালিয়েছে সিবিআই। তাদের হাতে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।

আরও পড়ুনঃ গরু পাচারের পর, কয়লা কাণ্ডেও জুড়ল অনুব্রত মণ্ডলের নাম

২০১১ সালের আগে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসা পর্যন্ত, এই বিদ্যুৎবরণ গায়েন বোলপুর পুরসভায় একজন অস্থায়ী কর্মী ছিল। পুরসভার গাড়ির খালাসির কাজ করত সে। তৃণমূল ক্ষমতায় আসার পরেই, বাড়তে থাকে তার প্রতিপত্তি। বিভিন্ন সময়ে অনুব্রত ও সুকন্যার সঙ্গে ঘনিষ্ঠ-ভাবে দেখা গেছে তাকে। বোলপুরের তৃণমূল দলীয় কার্যালয়ে, অনুব্রত মণ্ডলের ঠিক পাশেই বসত এই বিদ্যুৎবরণ গায়েন।

]]>
স্ত্রী ও মেয়ের নামে কোটি-কোটি টাকার সম্পত্তির হদিশ, ‘বেনামি সম্পত্তি নেই’, সাফাই অনুব্রতর https://thenewsbangla.com/crore-rupees-property-in-the-name-of-wife-and-daughter-no-anonymous-property-said-anubrata-mondal/ Sat, 20 Aug 2022 10:53:05 +0000 https://thenewsbangla.com/?p=16266 স্ত্রী ও মেয়ের নামে কোটি-কোটি টাকার সম্পত্তির হদিশ, ‘আমার সম্পত্তি নেই’, সাফাই অনুব্রত মণ্ডলের। নামে, বেনামে প্রয়াত স্ত্রীর নামে, মেয়ের নামে অনুব্রতর কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে বলে জানা যাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই সূত্রে। কিন্তু যাবতীয় অভিযোগ খারিজ করে দিলেন, বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। শনিবার সকালে স্বাস্থ্যপরীক্ষার জন্য যাওয়ার সময় অনুব্রত জানিয়ে দিলেন, ‘তাঁর কোনও বেনামি সম্পত্তি নেই’। তবে সিবিআই-য়ের হাতে আসা তথ্য কিন্তু টা বলছে না।

শুক্রবার বোলপুরের কালিকাপুরে ৭০ বিঘা জমির উপর তৈরি, অনুব্রত মণ্ডলের ‘ভোলে ব্যোম’ রাইস মিলে হানা দেয় সিবিআই আধিকারিকরা। ভোলে ব্যোম রাইস মিল থেকে একটি মোটর বাইক-সহ, ৬টি দামি গাড়ির খোঁজ পান সিবিআই আধিকারিকরা। প্রায় ৬ ঘণ্টারও বেশি তল্লাশি চালিয়ে, সেখান থেকে বেশ কিছু নথিপত্রও পেয়েছেন তদন্তকারীরা।

ওই নথিপত্রে পাওয়া তথ্য অনুযায়ী, কালিকাপুরে একাধিক এবং গয়েশপুর মৌজায়, মোট ২৮টি জমির খোঁজ পেয়েছে সিবিআই। তার মধ্যে ১৫টি জমির মালিক হিসাবে নাম রয়েছে, অনুব্রতর প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের। বাকি ১৩টি জমির মালিক, অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল। ওই জমিগুলি ২০১৪-২০১৭ সালের মধ্যেই, কেনা হয়েছিল।

সূত্রের খবর, বীরভূম, পুরুলিয়ার চালকলেও, লগ্নি করেছিলেন অনুব্রত মণ্ডল। গরু পাচারের টাকাতেই এই জমিগুলি কেনা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। এদিকে বেনামি সম্পত্তির অভিযোগ নিয়ে প্রশ্ন করলে অনুব্রত বলেন, “আমার কোনও বেনামি সম্পত্তি নেই, সিবিআই-কে সহযোগিতা করছি”।

]]>
পুরসভার ময়লাফেলার গাড়ির খালাসিও, তৃণমূল আমলে কোটি কোটি টাকার মালিক https://thenewsbangla.com/anubrata-mondal-close-bidyut-baran-gayen-under-cbi-scanner-for-huge-property/ Fri, 19 Aug 2022 05:52:02 +0000 https://thenewsbangla.com/?p=16248 পুরসভার ময়লাফেলার গাড়ির খালাসিও, তৃণমূল আমলে কোটি-কোটি টাকার মালিক। গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছে, তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তার নিজের ও ঘনিষ্ঠদের নামে, প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড-ডিপোজিট বাজেয়াপ্ত হয়েছে। সেই সূত্র ধরে সিবিআই স্ক্যানারে এসেছেন, তাঁর একাধিক ঘনিষ্ঠরা। তাঁদেরই একজন বিদ্যুৎবরণ গায়েন, সিবিআই সূত্রে খবর। অনুব্রত ধরা পড়ার পর থেকেই, বিদ্যুৎবরণের নাম ও সম্পত্তি বৃদ্ধি নিয়ে জোর চর্চা বোলপুরে।

কে এই বিদ্যুৎবরণ গায়েন? জানা গেছে, বোলপুরের ২২ নম্বর ওয়ার্ডের কালিকাপুরের বাসিন্দা বিদ্যুৎবরণ। একটা সময়ে বোলপুর পুরসভার ময়লা-ফেলার গাড়ির খালাসি হিসেবে কাজ করতেন। ওই ওয়ার্ডেরই নিচুপট্টি এলাকার বাসিন্দা অনুব্রতের পরিবারের সঙ্গে, ২০১১ সালের আগে থেকেই তাঁর ঘনিষ্ঠতা। রাজ্যে পালাবদলের পরেই বিদ্যুতবরণের জীবনযাত্রাও, ‘বিদ্যুৎগতিতে’ বদলে গিয়েছে বলে এলাকার বাসিন্দারা জানাচ্ছেন।

২০১১ সালেই বোলপুর পুরসভায় বিদ্যুৎবরণের চাকরি হয়। অভিযোগ, যত দিন গড়িয়েছে তাঁর সম্পত্তিও তত বেড়েছে। এলাকার বাসিন্দাদের দাবি, কালিকাপুরে তার তিনটি বাড়ি, একটি দামি গাড়ির পাশাপাশি রয়েছে আরও একাধিক সম্পত্তি ও জমি। অনুব্রত তো বটেই, তাঁর মেয়ে সুকন্যার সঙ্গেও বিদ্যুৎবরণের ‘ঘনিষ্ঠতা’ ছিল বলে, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। বহু ছবিতে এক-ফ্রেমে বিদ্যুৎ-সুকন্যাকে দেখা যাচ্ছে।

সুকন্যার নামে দুটি কোম্পানির হদিস পেয়েছে সিবিআই। সেই দুটিতেই সুকন্যার পাশাপাশি যুগ্ম ডিরেক্টর হিসেবে রয়েছে বিদ্যুৎবরণের নাম। তাঁর সঙ্গে অনুব্রতের ঘনিষ্ঠতা কতটা, ব্যবসায়িক সম্পর্কই বা কী—এ সবই খতিয়ে দেখেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

]]>
“গরু চোরের মেয়ে”, আদালত চত্বরে অনুব্রত-কন্যা সুকন্যাকে ধুয়ে দিলেন আরতি https://thenewsbangla.com/anubrata-mondal-daughter-sukanya-mondal-welcomed-in-high-court-as-daughter-of-a-cow-thief/ Thu, 18 Aug 2022 11:51:14 +0000 https://thenewsbangla.com/?p=16235 “গরু চোরের মেয়ে”, আদালত চত্বরে অনুব্রত-কন্যা সুকন্যাকে ধুয়ে দিলেন আরতি। ‘গরু চোরের মেয়ে’, আদালতে ঢোকার মুখে অনুব্রত-কন্যা সুকন্যার উদ্দেশ্যে চলল স্লোগান। যার নেতৃত্ব দিলেন, অন্য একটি মামলার কারণে আদালতে আসা, বাংলার এক সাধারণ মহিলা আরতি মিত্র। অনুব্রত মণ্ডলকে যখন তাঁর বোলপুরের বাড়ি থেকে আটক করে আসানসোলে নিয়ে যাচ্ছিল সিবিআই, তখন সাধারন মানুষের তরফ থেকে ধেয়ে এসেছিল ‘গরু চোর’ স্লোগান। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল হাইকোর্টে। বাবার মতো মেয়েকেও শুনতে হল, ‘গরু চোরের মেয়ে’ স্লোগান।

নিয়োগে-দুর্নীতি কাণ্ডে, বৃহস্পতিবার অনুব্রতের মেয়েকে তলব করা হয়েছিল হাইকোর্টে। সুকন্যা মণ্ডল যখন আদালত চত্বরে আসেন, তখন তাঁর দিকে ধেয়ে এল স্লোগান, ‘গরু চোরের মেয়ে’। মাস্ক-ঢাকা মুখ অবশ্য খোলেননি সুকন্যা, সোজা হেঁটে ঢুকে যান আদালতের অন্দরে। সুকন্যাকে ঘিরে সাংবাদিক ও পুলিশের ধাক্কাধাক্কি যখন চলছে, তখনই এক মহিলা চিৎকার করে স্লোগান দিয়ে ওঠেন, “গরু চোরের মেয়ে”।

পরে জানা যায়, তাঁর নাম নাম আরতি মিত্র। তিনি অন্য একটি মামলায়, হাইকোর্টে এসেছিলেন। আরতি নামের ওই মহিলা বলেন, “ওঁর বাপের কুকীর্তির কথা জানেন না? একজন এইট পাশ করা লোক, মাছের ব্যবসায়ী ছিলেন। আজ কোটি কোটি টাকার মালিক। আর আমরা গরিব মানুষ না খেয়ে মরছি”। আরতি জানিয়েছেন, “ন্যায়বিচার চাই। কোর্ট রয়েছে, বিচারপতিরা রয়েছেন বলে আমরা বেঁচে আছি। সাধারণের টাকা নয়ছয় হচ্ছে”। এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশংসা করে আরতি বলেন, “উনি ভগবান”।

]]>
কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের https://thenewsbangla.com/calcutta-high-court-withdraws-order-of-anubrata-mondal-daughter-sukanya-mondal-court-presence/ Thu, 18 Aug 2022 10:43:18 +0000 https://thenewsbangla.com/?p=16229 কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন, অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। তাঁর বিরুদ্ধে জমা পড়া অতিরিক্ত হলফনামা, প্রত্যাহার করে নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অতিরিক্ত হলফনামায় অভিযোগ করা হয়েছিল যে, সুকন্যা মণ্ডল-সহ অনুব্রত ঘনিষ্ঠ ৬ শিক্ষক টেট পাস নন। যার ভিত্তিতে এদের টেট সার্টিফিকেট-সহ, চাকরির নিয়োগপত্র নিয়ে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সেই হাজিরার নির্দেশ প্রত্যাহার করলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যার ফলে সুকন্যা মণ্ডলকে, এদিন টেট সার্টিফিকেট জমা করতে হয়নি। দিতে হয়নি অন্যান্য কাগজপত্র।

আদালতে সুকন্যার হাজিরা, টেট পাসের শংসাপত্র জমা দেওয়ার নির্দেশ প্রত্যাহার। নির্দেশ প্রত্যাহার করলেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। অনুব্রতর মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল-সহ ছ-জনেরই হাজিরার নির্দেশ প্রত্যাহার। প্রত্যাহার টেট পাস সার্টিফিকেট পেশ করার নির্দেশও। নির্দেশ প্রত্যাহার করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় নিজেই।

আরও পড়ুনঃ ‘কেউ ছাড় পাবে না’, আদালতেও কি হাত জোড় করে হু’মকি দিলেন পার্থ চট্টোপাধ্যায়

গরুপাচার মামলায় অনুব্রত গ্রেফতার হওয়ার পরই, তাঁর মেয়ের আয় বহির্ভূত সম্পত্তি ও বাড়ির পাশে স্কুলে চাকরি পাওয়া নিয়ে প্রশ্ন ওঠে। তিনি টেট পরীক্ষায় উত্তীর্ণ না হয়েই, প্রাথমিক স্কুলে চাকরি পেয়ে গিয়েছেন, স্কুলেও যান না, বাডি়তে হাজিরার খাতা এসে পৌঁছয়, এমন নানা অভিযোগ সামনে আসে। এসএসসি নিয়ে আগেই, মামলা চলছিল আদালতে। তাতে সুকন্যাকে নিয়ে, নতুন হলফনামা জমা পড়ে। অনুব্রতর আরও পাঁচ আত্মীয় এবং ঘনিষ্ঠদের চাকরি পাওয়া নিয়েও প্রশ্ন ওঠে।

]]>
“মা-কে হারিয়েছি, বাবা হেফাজতে”, সিবিআই-য়ের সঙ্গে কথা বললেন না অনুব্রত-কন্যা https://thenewsbangla.com/anubrata-mondal-daughter-sukanya-mondal-refuse-cbi-to-answer-questions/ Wed, 17 Aug 2022 09:29:51 +0000 https://thenewsbangla.com/?p=16181 “মা-কে হারিয়েছি, বাবা হেফাজতে”, সিবিআই-য়ের সঙ্গে কথা বললেন না অনুব্রত-কন্যা। এত সম্পত্তি তোমার নামে কি করে হল? এই প্রশ্ন নিয়ে অনুব্রত মণ্ডলের বাড়িতে, তাঁর মেয়ের কাছে গিয়েছিল সিবিআই আধিকারিকরা। কিন্তু বুধবার সিবিআই-য়ের সঙ্গে কথা বলতে চাইলেন না, অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। এক মহিলা-সহ ৪ সিবিআই অফিসার, অনুব্রত মণ্ডলের বোলপুরের নীচুপট্টির বাড়িতে যান। তার আগেই অনুব্রতর বাড়িতে পৌঁছে যান, আইনজীবী সঞ্জীব দাঁ। মিনিট দশেক পরই, অনুব্রতর বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা।

সিবিআই তদন্তে উঠে এসেছে, অনুব্রত কন্যা সুকন্যার নামে, বোলপুরে কেনা হয়েছে জমি, চালকল-সহ একাধিক সম্পত্তি। বেনামে কোম্পানিও খোলা হয়েছে তাঁর নামে, যার শেয়ার ভ্যালু কোটি-কোটি টাকা। অথচ অনুব্রত-কন্যা সুকন্যা পেশায়, সরকারি স্কুল শিক্ষিকা। তাঁর নামে এত সম্পত্তি কীভাবে হল, সেটাই জানতে চান সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুনঃ ‘উন্নততর বামফ্রন্ট’ আর ‘নতুন তৃণমূল’, দুটোকেই ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলার মানুষ

২০০৬ সালে তৈরি হয়, নীড় ডেভেলপার প্রাইভেট লিমিটেড রিয়েল এস্টেট কোম্পানি, যার শেয়ার ক্যাপিটাল ছিল দেড় কোটি টাকা। এএনএম অ্যাগ্রোকেম লিমিটেড নামক কোম্পানির ঠিকানাতেই, নীড় ডেভেলপারের ঠিকানা। দুটি কোম্পানির ডিরেক্টরও সুকন্যা মণ্ডল ও বিদ্যুৎবরণ গায়েন, দাবি সিবিআই সূত্রের।

সিবিআই সূত্রে খবর, বাড়িতে যাওয়া সিবিআই আধিকারিকদের ফিরিয়ে দেন, সুকন্যা মণ্ডল। অনুব্রত কন্যার বিরুদ্ধে ইতিমধ্যেই, তদন্তে অসহযোগিতার অভিযোগ করেছে সিবিআই। তদন্তকারীদের সুকন্যা বলেন, “বাবা সিবিআই হেফাজতে, মা-কে সদ্য হারিয়েছি। এখন কোনও কথা বলব না”।

]]>
গরু চুরি কাণ্ডে, অনুব্রতর মেয়ে, নেতা ও পুলিসের দিকেও নজর সিবিআইয়ের https://thenewsbangla.com/cbi-find-company-in-the-name-of-anubrata-mondals-daughter-sukanya-mondal/ Tue, 16 Aug 2022 05:25:49 +0000 https://thenewsbangla.com/?p=16130 গরু চুরি কাণ্ডে, অনুব্রতর মেয়ে, নেতা ও পুলিসের দিকেও নজর সিবিআইয়ের। সিবিআইয়ের রাডারে এবার অনুব্রত মণ্ডলের মেয়ে। ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের একাধিক সম্পত্তির হদিস পেতে গিয়ে, তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে থাকা দুটি কোম্পানির একাধিক নথিপত্র পেয়েছেন দাবি তদন্তকারী আধিকারিকদের। অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের নামেও, তৈরি হয়েছিল কোম্পানি। অন্তত দুটি কোম্পানি রয়েছে অনুব্রতর মেয়ের নামে। একটি কোম্পানি অ্য়াগ্রো কেমিক্যাল সংক্রান্ত। সেই কোম্পানিতে অনুব্রতর নামে শেয়ার রয়েছে ২৫ শতাংশ। বাকি শেয়ার তার কন্যার নামে। প্রশ্ন উঠছে এই কোম্পানি দুটিতে কি পাচারের টাকা বিনিয়োগ হত?

সিবিআইয়ের তদন্তে উঠে এসেছে, এই দুই কোম্পানি থেকে প্রভাবশালীদের ঋণ দিতেন এনামুল হক ও তার সহযোগীরা। কাদের ও কেন দেওয়া হত ঋণ? প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গরু পাচারে বেআইনিভাবে ওঠা টাকার একাংশ কালো থেকে সাদা করতেই, ঋণ দেওয়ার পরিকল্পনা করেছিল পাচারের মূল মাথারা।

আরও পড়ুনঃ দাদা গরু চুরি কেসে সিবাআই হেফাজতে গেলেও, হু’মকি দেওয়া কমছে না তৃণমূল নেতাদের

এই বিষয়ে অনুব্রতকে জেরা করবে তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা। প্রয়োজনে আগামী সপ্তাহে বীরভূমে অনুব্রতের বাড়ি গিয়ে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও জেরা করতে পারে সিবিআই। গরু, কয়লা, বালি খাদানের বিপুল টাকা জমা হত অনুব্রতের কোষাগারে। সেই টাকাই কি বিনিয়োগ হয়ে যেত সুকন্যা মণ্ডলের কোম্পানিতে? অনুব্রতের মেয়ের কোম্পানির আড়ালে একের পর এক রাইস মিল কেনা হত বলেও অভিযোগ উঠেছে।

]]>