SSCRecruitmentScam – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 15 Sep 2022 14:39:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg SSCRecruitmentScam – The News বাংলা https://thenewsbangla.com 32 32 লজ্জায় শিক্ষা, ভুয়ো নিয়োগপত্রে সই করতেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় https://thenewsbangla.com/kalyanmoy-ganguly-arraested-by-cbi-in-ssc-teachers-recruitment-scam/ Thu, 15 Sep 2022 14:38:52 +0000 https://thenewsbangla.com/?p=16824 লজ্জায় শিক্ষা, ভুয়ো নিয়োগপত্রে সই করতেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময়। ভুয়ো নিয়োগপত্রে সই করতেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়, দুর্নীতিতে তার নামও ছিল কলকাতা হাইকোর্ট নিযুক্ত বাগ কমিটির রিপোর্টেও। শেষ পর্যন্ত শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই।

চাকরি চুরি কাণ্ডে বা এসএসসি নিয়োগে দুর্নীতিকাণ্ডে, এবার গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়। চাকরি নিয়োগ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ছিলেন কল্যাণময়। দুই প্রাক্তন এসএসসি কর্তার পরে, চাকরি চুরি কাণ্ডে এবার কল্যাণময়কে গ্রেফতার করল সিবিআই। ভুয়ো নিয়োগপত্রে সই করতেন কল্যাণময়, এমনটাই অভিযোগ তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন; “মমতার চাকরির অফার লেটার দুর্নীতি”, রাজ্য সরকার কোম্পানির লেটারহেড জাল করেছে

চাকরি চুরি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, উপদেষ্টা কমিটির শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহার পরে এবার গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শান্তিপ্রসাদের সঙ্গে, কল্যাণময়ের সরাসরি যোগের অভিযোগ সিবিআইয়ের। ভুয়ো নিয়োগপত্রে সই করতেন কল্যাণময়, নাম ছিল হাইকোর্ট নিযুক্ত বাগ কমিটির রিপোর্টেও।

মূল চক্রী কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এফআইআর করা উচিত, রিপোর্ট ছিল বাগ কমিটির। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এর আগে চলতি বছরে, একাধিকবার কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই। জুন মাসে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে, বাড়ি থেকে ডেকে আনা হয় সিবিআইয়ের তরফে। এবার ৬ ঘণ্টা জেরার পর, কল্যাণময়কে গ্রেফতার করল সিবিআই। একে একে সামনে আসছে বাংলায় লক্ষ-লক্ষ টাকা নিয়ে, যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্যদের চাকরি দেবার দুর্নীতি।

]]>
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরাতে ‘চক্রান্ত’ https://thenewsbangla.com/justice-abhijit-ganguly-calcutta-high-court-conspiracy-to-remove-from-ssc-recruitment-scam-case/ Tue, 30 Aug 2022 05:16:58 +0000 https://thenewsbangla.com/?p=16493 বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরাতে ‘চক্রান্ত’ শুরু। এমনটাই বলছেন বাংলার সাধারণ মানুষ। একের পর এক চাকরি দুর্নীতি মামলায়, যুগান্তকারী রায় দিচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য সরকার চরম ফ্যাসাদে। বাংলার একজন প্রিয় মানুষ হয়ে উঠেছেন তিনি। আর তাতেই নড়েচড়ে বসেছে অনেকেই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরাতে তৎপর, তৃণমূলের আইনজীবীরা, অভিযোগ অনেকেরই। এবার সেই ‘চক্রান্ত’ এর এখন নেতৃত্ব দিচ্ছেন, বর্ষীয়ান আইনজীবী অরুনাভ ঘোষ, এমনটাই অভিযোগ সাধারণ মানুষের।

আগেই এসএসসি মামলা থেকে সরানো হয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। নতুন করে দায়ের হওয়া এসএসসি মামলা, শিক্ষকদের বদলি মামলা, শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত এবং শিক্ষক বদলি সংক্রান্ত দুর্নীতি মামলার, আর শুনানি করতে পারছেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরিবর্তে এখন প্রাথমিক শিক্ষা, মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত যাবতীয় মামলার বিচারের দায়িত্ব দেওয়া হয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। ৬ জুন থেকেই এই ব্যবস্থা কার্যকর হয়েছে, কলকাতা হাইকোর্টে।

আরও পড়ুনঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, চাকরি নিয়োগ মামলা থেকে সরানোর চেষ্টা

এবার প্রাথমিক শিক্ষা, মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত নিয়োগ দুর্নীতির যাবতীয় মামলার বিচারের দায়িত্ব থেকেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরাতে উদ্যোগী আইনজীবী অরুনাভ ঘোষের নেতৃত্বে তৃণমূলের আইনজীবীরা। সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে, অভিযোগ জানিয়েছেন অরুনাভ ঘোষের নেতৃত্বে কিছু আইনজীবী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয়, মামলার বিষয় বদলেরও আবেদন জানিয়েছেন তাঁরা। আর এতেই ক্ষুব্ধ বাংলার সাধারণ মানুষ।

]]>
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, চাকরি নিয়োগ মামলা থেকে সরানোর চেষ্টা https://thenewsbangla.com/justice-abhijit-ganguly-attempted-to-remove-ssc-recruitment-scam-case-by-arunava-ghosh-other-lawyers/ Mon, 29 Aug 2022 13:45:39 +0000 https://thenewsbangla.com/?p=16472 বাংলার মানুষের ‘প্রিয় বিচারপতি’ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে, প্রধান বিচারপতিকে নালিশ কংগ্রেস নেতা-আইনজীবী অরুণাভ ঘোষের। “বিচারপতি অভিজিৎ দেখাতে চান তিনিই মানুষের পক্ষে”! নাম না করেই হাইকোর্টে নালিশ অরুণাভর। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নাম না করেই, নজিরবিহীন আক্রমণ কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশের। প্রধান বিচারপতির এজলাসে জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে নালিশ করলেন, হাইকোর্টের আইনজীবী অরুণাভ ঘোষ-সহ একাধিক আইনজীবী।

তাঁদের দাবি, “কয়েকটি বিশেষ মামলায় রায় দিয়ে একজন বিচারপতি দেখাচ্ছেন একমাত্র উনিই মানুষের পক্ষে, বাকি বিচারপতিরা মানুষের বিপক্ষে”। বিচারপতির বিচার্য বিষয় বদলেরও দাবি জানিয়েছেন আইনজীবীরা। বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, চাকরি নিয়োগ মামলা থেকে সরানোর চেষ্টা করছেন অরুণাভর নেতৃত্বে কয়েকজন আইনজীবী? কিন্তু কেন?

আরও পড়ুনঃ এ দুর্নীতির শেষ কোথায়, অনুব্রত-কন্যা সুকন্যার নামে ভারত সেবাশ্রমের জমি

সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে, অভিযোগ জানিয়েছেন অরুনাভের নেতৃত্বে কিছু আইনজীবী। নাম না করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয়, বদলেরও আবেদন জানিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, কোর্টরুমের প্রসিডিং ভিডিওগ্রাফি করছে সংবাদমাধ্যম। বিচার্য মামলার তালিকা মেনে, বিচারের কাজ হচ্ছে না।

সংশ্লিষ্ট বিচারপতির বেঞ্চে সংবাদমাধ্যমের প্রবেশ নিয়ন্ত্রণ করারও, আবেদন জানিয়েছেন আইনজীবীরা। তাঁদের আবেদন ভেবে দেখার আশ্বাস দিয়েছেন, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। প্রধান বিচারপতি এদিন বলেন, “আদালতের গরিমা রক্ষার দায়-দায়িত্ব আইনজীবী এবং বিচারপতি, উভয়েরই। আপনি বললেন, দেখব বিষয়টি”। কিন্তু বাংলার মানুষের চোখে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন ‘ভগবান’।

]]>