RahulGandhi – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 09 Sep 2022 16:39:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg RahulGandhi – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ৪১ হাজার টাকার টি-শার্ট পরে, ‘ভারত জোড়ো যাত্রা’য় হাঁটছেন রাহুল, ব্যঙ্গ বিজেপির https://thenewsbangla.com/rahul-gandhi-bharat-jodo-yatra-wearing-a-41-thousand-price-t-shirt/ Fri, 09 Sep 2022 16:39:03 +0000 https://thenewsbangla.com/?p=16739 ৪১ হাজার টাকার টি-শার্ট পরে, ‘ভারত জোড়ো যাত্রা’য় হাঁটছেন রাহুল, ব্যঙ্গ বিজেপির। মোদী বনাম রাহুল, ফের পোশাকের দাম নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। ২০১৫-তে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে, একটি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১১ লাখ টাকার একটি স্যুট পরেন বলে সরব হয় কংগ্রেস। ওই ঘটনাকে কটাক্ষ করে তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, কেন্দ্রীয় সরকারকে ‘স্যুট-বুটের সরকার’ বলে একাধিক জনসভা থেকে আ’ক্রমণ করেন। আর এবার সেই রাহুল গান্ধীই নাকি ৪১ হাজার টাকা দামের টি-শার্ট পরে ভারত জোড়ো আন্দোলনে নেমেছেন, এমনটাই অভিযোগ তুলে সরগরম বিজেপি নেতারা।

পদ্ম-শিবিরের টুইটার হ্যান্ডলে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর, সেই টি-শার্ট পরা ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘ভারত দেখো যাত্রা’। বিজেপির দাবি, এক বিশ্ববিখ্যাত পোশাক সংস্থার ছাপ জানিয়ে দিচ্ছে, ‘ভারত জোড়ো’ যাত্রায় অংশ নেওয়া রাহুলের সাদা টি-শার্টটির দাম ৪১ হাজার ২১৫ টাকা। বুধবার তামিলনাড়ুর শ্রীপেরম্বুদুরে বাবা রাজীব গান্ধীর স্মৃতিস্থলে, শ্রদ্ধা নিবেদনের পর কন্যাকুমারী থেকে ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছেন রাহুল গান্ধী।

আরও পড়ুন; অত্যাচারী শাসকের রাণীর জন্য, ভারতে একদিনের রাষ্ট্রীয় শোক কেন, প্রশ্ন দেশবাসীর

এর দ্রুত জবাব এসেছে কংগ্রেসের তরফেও। রাহুল গান্ধীর দল মনে করিয়ে দিয়েছে, মোদীর পরনের সেই ১১ লক্ষ টাকার স্যুটের আর দেড় লক্ষ টাকার রোদ-চশমার কথা। কংগ্রেসের টুইটার হ্যান্ডলে বিজেপির উদ্দেশে লেখা হয়েছে, “ভারত জোড়ো যাত্রায়, এত ভিড় দেখে ভয় পেয়ে গিয়েছেন”?

]]>
‘ফোনে আড়ি পাতছে কেন্দ্র’, মমতা ও বিরোধীদের ‘পেগাসাস বিতর্ক’ খারিজ সুপ্রিম কোর্টে https://thenewsbangla.com/pegasus-spyware-case-supreme-court-says-no-conclusive-proof-against-modi-govt/ Thu, 25 Aug 2022 07:13:16 +0000 https://thenewsbangla.com/?p=16439 ‘ফোনে আড়ি পাতছে কেন্দ্র’, মমতা ও বিরোধীদের ‘পেগাসাস বিতর্ক’ খারিজ সুপ্রিম কোর্টে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল গান্ধী, মোদী সরকারের বিরুদ্ধে ফোনে আড়ি পাতা নিয়ে সোচ্চার হয়েছিলেন বিরোধীরা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সেই পেগাসাস অভিযোগ খারিজ করে দিল। “এমন কোন প্রমাণ পাওয়া যায়নি, যে কেন্দ্র পেগাসাস দিয়ে বিরোধীদের ফোনে আড়ি পাতছে”, পরিস্কার জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত।

পেগাসাস-কাণ্ডে বিজেপি বিরোধীদের প্রধান দাবি ছিল, ‘মোদী সরকার ইজরায়েল থেকে ফোনে আড়ি পাতার পেগাসাস স্পাইওয়্যার কিনেছে কি না, তা প্রকাশ্যে জানাতে হবে। কেন্দ্র পেগাসাস নিয়ে সংসদে বিবৃতি দিলেও, এই প্রশ্নের উত্তর দেয়নি। এরপর পেগাসাস-কাণ্ডের তদন্তের দাবিতে দায়ের হওয়া, একটি জনস্বার্থ মামলার জেরে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু ইজরায়েল থেকে স্পাইওয়্যার কেনা হয়েছিল কি না, তা খোলসা করা হয়নি সেই হফলনামায়। সেই নিয়েই শুরু হয় বিতর্ক।

ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস-কাণ্ডের তদন্তে, একটি বিশেষজ্ঞ দল গঠন করতে চেয়েছিল কেন্দ্র। কিন্তু তা খারিজ করে বিশেষ তদন্তকারী দল বা সিট তৈরি করে সুপ্রিম কোর্ট ৷ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আরভি রবীন্দ্রনের নেতৃত্ব গঠিত তিন সদস্যের এই দলে ছিলেন, আইপিএস অলোক জোশী ও টেকনিক্যাল বিশেষজ্ঞ সন্দীপ ওবেরয়। তাদের রিপোর্ট জমা পরে সুপ্রিম কোর্টে।

আরও পড়ুনঃ মানবিক কারণে একবার ফিরিয়ে দেওয়া পা’কিস্তানি, জ’ঙ্গি হয়ে ওড়াতে এল সেনা ক্যাম্প

পাশাপাশি সাইবার সিকিওরিটি বিশেষজ্ঞদের নিয়ে, ৩ সদস্যের আর একটি টেকনিক্যাল কমিটি তৈরি করে দেশের সর্বোচ্চ আদালত। ডঃ নবীন কুমার চৌধুরী, ডঃ প্রবাহরণ পি ও ডঃ অশ্বিন অনিল গুমস্তে-কে নিয়ে তৈরি হয় এই কমিটি। দুটি কমিটির রিপোর্ট পাবার পরেই, রায় জানাল সুপ্রিম কোর্ট।

তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি হিমা কোহলি-র বেঞ্চ কেন্দ্রের সমালোচনা করে জানায়, আদালত কেন্দ্রকে পেগাসাসে আড়ি পাতার অভিযোগ নিয়ে সব রিপোর্ট জমা দেবার যথেষ্ট সময় দিয়েছিল, কিন্তু কেন্দ্র তা পুরোপুরি না দেওয়ায় এই দুটি কমিটি গড়ে তদন্ত হবে।

এদিন সুপ্রিম কোর্ট সব রিপোর্ট খতিয়ে দেখে জানায়, “২৯টি মোবাইল পরীক্ষা করা হয়েছিল, কিন্তু তাতে পেগাসাসের কোন অস্তিত্ব আছে কিনা তা প্রমাণ হয়নি”।

]]>
Big Breaking News, নেহরু-গান্ধি পরিবারের ‘শাসনমুক্ত’ হতে চলেছে কংগ্রেস https://thenewsbangla.com/congress-is-about-to-be-nehru-gandhi-family-rule-free-ashok-gehlot-may-be-congress-president/ Wed, 24 Aug 2022 15:47:21 +0000 https://thenewsbangla.com/?p=16430 দীর্ঘ প্রায় আড়াই দশক পরে, নেহরু-গান্ধি পরিবারের শাসনমুক্ত হতে চলেছে কংগ্রেস। সহসা কোনও বড় ধরণের বিপর্যয় না হলে, সনিয়া গাঁধির উত্তরসূরি হতে চলেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। আগামী রবিবার কংগ্রেস ওয়ার্কিং বৈঠকে নতুন সভাপতি নির্বাচনের নির্ঘন্ট, নিয়মকানুন চূড়ান্ত হতে চলেছে। সনিয়া ও তাঁর পুত্র-কন্যা, নিউইয়র্ক থেকে ভার্চুয়ালি এই সভায় যোগ দেবেন। মেডিকেল পরীক্ষা করাতে, নিউইয়র্কে গিয়েছেন কংগ্রেস সভানেত্রী।

হিন্দি বলয়ে কংগ্রেসের অবশিষ্ট প্রথম সারির নেতাদের মধ্যে, অশোক গেহলট অবশ্যই হেভিওয়েট, প্রশাসন ও সংগঠন দু’য়েতেই তিনি অভিজ্ঞ, ভাবমূর্তি স্বচ্ছ্ব, নরেন্দ্র মোদির মতো তিনিও ওবিসি সম্প্রদায়ভূক্ত। সর্বোপরি তিনি দশ নম্বর জনপথের বিশেষ অনুগত, বলা যায় পরিবারের রিটেইনার। ৭১ বছরের প্রবীণ এই নেতা সেদিক থেকে দেখলে, কংগ্রেসের সভাপতি হওয়ার যোগ্য প্রার্থী বটেই।

এই সেদিন স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে, প্রধানমন্ত্রী রাজনীতি থেকে ভাই-ভাতিজা-তন্ত্র নির্মূল করার দর্পিত আহ্বান জানিয়েছিলেন। অবশ্যই তাঁর মূল লক্ষ্য ছিল, নেহরু-গান্ধি পরিবার। কংগ্রেসের নেতৃত্বে এমন অর্থবহ পরিবর্তনের পরে, সেই অস্ত্র কিঞ্চিৎ ভোঁতা হয়ে যাওয়া স্বাভাবিক। এমনও হতে পারে বিজেপি নেতৃত্বকে পরিবারবাদের কথা বলার সুযোগ দেবেননা বলেই, রাহুল গান্ধি নিজেকে সরিয়ে রাখার কৌশলী সিদ্ধান্ত নিয়েছেন।

কংগ্রেসের সভাপতি হলে গেহলট আর রাজস্থানের মুখ্যমন্ত্রী থাকবেননা। তাঁর শূন্যস্থান পূরণ করবেন, কংগ্রেসের সম্ভাবনাময় যুবনেতা শচীন পাইলট। মুখ্যমন্ত্রিত্ব নিয়ে অশোক বনাম শচীনের যে সম্মুখ সমর চলছিল, এই সুযোগে তাতেও যবনিকাপাত হবে। কংগ্রেসের কাছে সেটা স্বস্তিদায়ক ঘটনা।

গেহলট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবেন না জি-টুয়েন্টি থ্রির বিক্ষুব্ধ শিবির তাদের কোনও প্রার্থী দেবে, তা এখনও পরিষ্কার নয়। দিলে সমানে-সমানে টক্কর হবে না, বরং বিক্ষুব্ধদের মুখেই চুনকালি পড়বে। পরিবারের প্রার্থীর বিরুদ্ধে, কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করার অন্যনাম হারাকিরি। ২০০১ সালে জিতেন্দ্র প্রসাদ এবং তারও চার বছর আগে, শরদ পাওয়ার ও রাজেশ পাইলট তা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন।

সভাপতি বদল হওয়া মানে কংগ্রেস সংগঠনে অভ্যন্তরীণ গণতন্ত্র ফিরে আসবে, একথা মনে করার কোনও কারণ নেই কেননা দল থাকবে দশ নম্বর জনপথের ছায়াতেই। গেহলটও এমন কোনও কাজ করবেননা, যাতে মাই-বাপেরা ক্ষুব্ধ হন। তবু নেই মামার চেয়ে তো, কানা মামা ভাল।

সোশ্যাল মিডিয়ায় লিখলেন, সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়।

]]>
তাঁবুতে বসবাসকারী ১১০০ রোহিঙ্গা শরণার্থীকে দিল্লিতে ফ্ল্যাট দিচ্ছে মোদী সরকার https://thenewsbangla.com/modi-govt-giving-flats-to-1100-rohingya-refugees-in-delhi-hardeep-singh-puri-calls-it-landmark-decision/ Wed, 17 Aug 2022 07:31:04 +0000 https://thenewsbangla.com/?p=16177 তাঁবুতে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থী-দের দিল্লিতে ফ্ল্যাট দিচ্ছে মোদী সরকার। এই ঘোষণার পরেই প্রশ্ন উঠেছে, তাহলে CAA-NRC কি বাতিল করে দিল কেন্দ্র? তাঁবুতে থাকা প্রায় ১১০০ রোহিঙ্গা শরণার্থী, দিল্লিতে মৌলিক সুযোগ-সুবিধা এবং দিল্লি পুলিশের সর্বক্ষণ নিরাপত্তার সঙ্গে সজ্জিত, একটি ছাদ পাবেন। মোদী সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করে, টুইট করেছেন কেন্দ্রের আবাসন মন্ত্রী হরদিপ সিং পুরি। রোহিঙ্গাদের আবাসন নিয়ে, দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দিল্লির মুখ্যসচিবের সভাপতিত্বে বৈঠকে দিল্লি সরকার, দিল্লি পুলিশ এবং কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের উচ্চপর্যায়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই রোহিঙ্গা উদ্বাস্তুদের শীঘ্রই আউটার দিল্লির বক্করওয়ালা গ্রামে, নতুন দিল্লি মিউনিসিপ্যাল ​​কাউন্সিল (NDMC) ফ্ল্যাটে স্থানান্তরিত করা হবে। অর্থনৈতিক দুর্বল বিভাগ (EWS) বিভাগের অন্তর্গত, মোট ২৫০টি ফ্ল্যাট রয়েছে। যেখানে এই ১১০০ জন রোহিঙ্গার থাকার ব্যবস্থা করা হয়েছে, যারা এখন মদনপুর বস্তিতে বসবাস করছে। আর এরপরেই শুরু হয়েছে, জোর বিতর্ক। তাহলে কি কেন্দ্র সরকার CAA বাতিল করে দিল? প্রশ্ন তুলেছেন অনেকেই।

আরও পড়ুনঃ ‘উন্নততর বামফ্রন্ট’ আর ‘নতুন তৃণমূল’, দুটোকেই ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলার মানুষ

কেন্দ্রীয় আবাসন ও নগর-উন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরি এই সিদ্ধান্তের প্রশংসা করে, এটিকে ‘ল্যান্ডমার্ক সিদ্ধান্ত’ বলে ঘোষণা করেছেন। ইতিমধ্যেই দিল্লি সরকারকে ফ্ল্যাটগুলিতে মৌলিক সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এটি ‘ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’-এর আন্ডারে দেওয়া হয়েছে, যাতে এইসব ফ্ল্যাটে রোহিঙ্গা শরণার্থীদের স্থানান্তরকে সহজ করবে।

]]>