Mamata Banerjee Official – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 12 Aug 2022 06:46:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Mamata Banerjee Official – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পার্থকে তাড়িয়েও, অনুব্রতকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারল না তৃণমূল শৃঙ্খলারক্ষা কমিটি https://thenewsbangla.com/tmc-chandrima-bhattacharya-opens-up-on-birbhum-district-chief-anubrata-mandal-arrest/ Fri, 12 Aug 2022 06:39:02 +0000 https://thenewsbangla.com/?p=16091 পার্থকে তাড়িয়েও, অনুব্রতকে নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নিতে পারল না তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। মাত্র কয়েকদিন ব্যবধানে গ্রেফতার, তৃণমূলের দুই দাপুটে নেতা পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল। পার্থ গ্রেফতার হবার পরেই, দল থেকে তাঁকে বহিষ্কার করে তৃণমূল নেতৃত্ব। সরিয়ে দেওয়া হয় রাজ্য মন্ত্রিসভা থেকে। তবে অনুব্রতকে নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নিতে পারেনি দল ও দলনেত্রি মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল শৃঙ্খলারক্ষা কমিটি।

গরু পাচার কাণ্ডে জড়িত সন্দেহে, সিবিআইয়ের হাতে গ্রেফতার বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বরাবরই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয়। গ্রেফতারির পরে কোথায় দাঁড়াবে সেই সম্পর্ক, এই নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি কি অবস্থান নেবে দিদির প্রিয় কেষ্টর বিরুদ্ধে, সেই দিকে লক্ষ্য রাজ্যবাসীরও।

আরও পড়ুনঃ চাকরি ও গরু চুরির দায়ে গ্রেফতার পার্থ অনুব্রত, প্রতিবাদে রাস্তায় তৃণমূল

অনুব্রত গ্রেফতারের পর বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, “দুর্নীতি হলে জিরো টলারেন্স নীতি নেবে দল। দল অন্যায়ের সঙ্গে আপস করে না। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, মানুষের কাছে ক্ষতিকর বা মানুষকে কেউ ঠকিয়েছে বলে মনে হলে দল তাঁকে সমর্থন করে না”। একই সঙ্গে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকেও, আক্রমণ করেছেন চন্দ্রিমা। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সংস্থাগুলির নিরপেক্ষ আচরণ করা উচিত। তবে অনুব্রতকে নিয়ে কি ভাবছে দল? এই বিষয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবী করেছে বিরোধীরা।

]]>
চাকরি ও গরু চুরির দায়ে গ্রেফতার পার্থ অনুব্রত, প্রতিবাদে রাস্তায় তৃণমূল https://thenewsbangla.com/trinamool-congress-portest-rally-in-west-bengal-against-ed-cbi/ Fri, 12 Aug 2022 05:24:52 +0000 https://thenewsbangla.com/?p=16085 চাকরি ও গরু চুরির দায়ে গ্রেফতার পার্থ অনুব্রত, প্রতিবাদে রাস্তায় তৃণমূল। প্রথমে পার্থ চট্টোপাধ্যায় তারপরেই অনুব্রত মণ্ডলকে, গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা ইডি-সিবিআই। পরপর দুই ‘হেভিওয়েট’ নেতার গ্রেফতারির পরে, অনেকটাই ব্যাকফুটে তৃণমূল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে, প্রশ্ন তুলেছে তৃণমূল। তদন্তে নিরপেক্ষতার প্রশ্ন তুলে, শুক্রবার থেকে দুদিনের প্রতিবাদ কর্মসূচী পালন করবে, দলের ছাত্র-যুব সংগঠন। তৃণমূলের ছাত্র-যুব সংগঠনের প্রতিবাদ কর্মসূচীর পরে, ১৪ অগাস্ট সভা করবেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই নেত্রী দলের পরবর্তী কর্মসূচী ঘোষণা করবেন।

শুক্রবার প্রতিবাদ কর্মসূচী নিয়ে তৎপরতা, শুরু হয়ে গেছে তৃণমূল ছাত্র পরিষদে। এই প্রতিবাদ কর্মসূচীর নির্দেশ দিয়েছেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যান ক্লাবের পক্ষ থেকে জানান হয়েছে, কেন্দ্রীয় সরকার বাংলাকে বারবার লাঞ্ছিত ও অপমানিত করেছে। রাজনৈতিক স্বার্থে বারবার এই দুই কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে, ব্যবহার করেছে কেন্দ্র। রাজ্য সরকার তদন্তের স্বার্থে সবরকম সহযোগিতা করার পরেও ইডি-সিবিআই-কে ব্যবহার করছে কেন্দ্র।

আরও পড়ুনঃ তৃণমূল কি স্বীকার করেই নিল, “আমরা সবাই চোর”

তৃণমূল ছাত্র পরিষদের ডাকে বাংলার সমস্ত ব্লক, টাউন ও বিধানসভায় মিটিং মিছিলের আয়োজন করা হবে। শুক্রবার দুপুর ১টা নাগাদ তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের কর্মী-সমর্থকরা, জমায়েত করবেন আমহার্স্ট স্ট্রিট মোড়ে। সংগঠনের সমস্ত নেতৃত্বকে পূর্ণ শক্তি নিয়ে, সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। চুরির দায়ে ধরা পরা দুই নেতার জন্য রাস্তায় নামছে তৃণমূল।

]]>
“পার্থ চোর হলেও, তৃণমূল কিন্তু চোর নয়”, জানিয়ে দিলেন ফিরহাদ https://thenewsbangla.com/tmc-leader-minister-firhad-hakim-and-bratya-basu-comments-on-partha-chatterjee/ Wed, 10 Aug 2022 13:26:57 +0000 https://thenewsbangla.com/?p=16018 “পার্থ চোর হলেও, তৃণমূল কিন্তু চোর নয়”, জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম। অবশেষে পার্থ চট্টোপাধ্য়ায় গ্রেফতারি নিয়ে, বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার সাংবাদিকদের সামনে তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্যায় অপরাধ করেছে মানে, আমরা সবাই চোর এমনটা নয়”। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে ইডি টাকা উদ্ধার করার পর, যত দিন গেছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তত দূরত্ব বাড়িয়েছে তৃণমূল। এবার দলের প্রাক্তন মহাসচিবকে নিয়ে, ফের বিস্ফোরক জোড়াফুল শিবির। পার্থর কলঙ্কের ছোঁয়া থেকে দলকে বাঁচাতে, মাঠে নেমেছেন ফিরহাদ হাকিম ও ব্রাত্য বসু।

“প্রাক্তন সহকর্মীর কর্মকাণ্ডের জন্য লজ্জিত”, কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বুধবার জানান; “পার্থ যা করেছে, তাতে আমি লজ্জিত। আমি এই পার্থকে চিনি না”। নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে ফিরহাদ হাকিম এও জানান, “তৃণমূল করি বলে এই না, যে আমরা সবাই চোর। মানুষের জন্য কাজ করার পরও এসব শুনতে হচ্ছে। সবটাই চক্রান্ত। অপমান করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হচ্ছে। আমরা আয়কর দিই। যদি কোনও গোলমাল থাকে, আয়কর দফতর বলবে”।

আরও পড়ুনঃ শিক্ষকের চাকরি চুরি কাণ্ডে, গ্রেফতার স্কুল সার্ভিস কমিশনের দুই প্রাক্তন উপদেষ্টা

কিন্তু তৃণমূল মন্ত্রীদের এই সাংবাদিক সম্মেলনের পরে বিরোধীদের প্রশ্ন, তাহলে কি তৃণমূল মেনে নিচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত পার্থ চট্টোপাধ্যায়? স্বাভাবিক-ভাবেই কলকাতার মেয়রের মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে বঙ্গ রাজনীতিতে। ‘পার্থ চোর’ স্বীকার করে নিল তৃণমূল?

]]>
রাজ্যপালের কাছে তৃণমূল প্রতিনিধি দল, ‘আবদার’ শুনে হতবাক ধনকড় https://thenewsbangla.com/tmc-leaders-meet-governor-jagdeep-dhankar-demand-of-arrest-suvendu-adhikari-in-sarada-case/ Tue, 28 Jun 2022 06:47:21 +0000 https://www.thenewsbangla.com/?p=15733 রাজ্যপালের কাছে তৃণমূল প্রতিনিধি দল; আবদার শুনে হতবাক ধনকড়। শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে; এটাই এখন দাবি তৃণমূলের। সারদা দুর্নীতিতে শুভেন্দুকে গ্রেফতারের দাবী নিয়ে; ব্রাত্য বসুর নেতৃতে রাজভবনে হাজির হলেন সায়নী ঘোষ, তাপস রায়, শশী পাঁজা ও কুণাল ঘোষ। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে; সোমবার থেকেই তৎপর তৃণমূল। শুভেন্দু গ্রেফতারের দাবিতে সোমবার সিজিও কমপ্লেক্সের সামনে ধর্নায় বসেন; কুণাল ঘোষ, সায়নী ঘোষ, বাবুল সুপ্রিয়, তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ অন্যরা তৃণমূল নেতা নেত্রীরা।

শুভেন্দু গ্রেফতারের দাবীতে শুধু আন্দোলনই নয়; তাকে গ্রেফতারের দাবি তুলেছে ঘাসফুল শিবির। এই ইস্যুতে মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দল। শুক্রবার বিধাননগর কোর্টে হাজিরা দিয়ে সারদা-কর্তা সুদীপ্ত সেন সাংবাদিকদের কাছে বলেন; তার কাছ থেকে টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী। এমন কী তাকে ব্ল্যাকমেলও করা হত; বলে জানান সারদা কর্ণধার। এর আগেও, জেল থেকে লেখা চিঠিতেও; শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন সুদীপ্ত সেন। শুক্রবার সারদা কর্তার এহেন মন্তব্যের পরই; শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবীতে ময়দানে নেমে পরেছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুনঃ “প্রধানমন্ত্রী নয়, বাংলা আবাস যোজনাই থাকবে”, শুভেন্দুকে ‘ওপেন চ্যালেঞ্জ’ মমতার

সুদীপ্ত সেনের এই অভিযোগের পরেই, রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করার কর্মসূচী; নেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। শুধু রাজভবনেই নয়, শুভেন্দুকে গ্রেফতারের দাবীতে; কাঁথি হলদিয়ায় প্রতিবাদ মিছিল করে শাসক দল। সাংবাদিকের মুখমুখি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান; “শুভেন্দু অধিকারী পুরোপুরি সারদাকাণ্ডে জড়িত; তাঁকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করতে হবে”।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা পাচ্ছেন, ৩৩০০০ ‘মৃত’ কৃষক ও ৫১০০০ ‘ভুয়ো’ কৃষক

ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর ওপর; চাপ বাড়াতে পথে নেমেছে তৃণমূল। সিজিও কমপ্লেক্সের বাইরে থেকে জেলায় জেলায়, এমনকি শুভেন্দুর খাসতালুক বলে পরিচিত কাঁথিতেও; বিরোধী দলনেতাকে গ্রেফতারের দাবিতে অবস্থান-বিক্ষোভ করছে তারা। কোচবিহার স্টেশন মোড়ে শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান দেয়; তৃণমূল কর্মীরা।

যদিও এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবী; ‘সবটাই তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র। তৃণমূল যাই করুক না কেন; তাঁর বিরুদ্ধে কোন কিছুই প্রমান করতে পারবে না’। তবে এই ইস্যুতে সরগরম; রাজ্যের রাজনৈতিক মহল।

]]>
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত-কে ‘গৃহবন্দী’ করল মমতার পুলিশ https://thenewsbangla.com/bjp-state-president-sukanta-majumdar-house-arrest-by-wb-police/ Sat, 11 Jun 2022 07:49:54 +0000 https://www.thenewsbangla.com/?p=15401 বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে; ‘গৃহবন্দী’ করল মমতার পুলিশ। গত দুদিন ধরে রাজ্যে চলা ক্রমাগত হিং’সার জেরে; হাওড়ার উলুবেড়িয়া মহকুমার বিস্তীর্ণ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১০ জুন থেকে ১৫ জুন পর্যন্ত; সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। এরই মধ্যে, দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে; শনিবার উলুবেড়িয়া যাবার কথা ছিল সুকান্ত মজুমদারের। কিন্তু শনিবার সকাল থেকেই দেখা যায়; সুকান্তর নিউটাউনের বাড়ি ঘিরে ফেলেছে কলকাতা পুলিশ। বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, বিনা কারণে কোন কাগজ ছাড়াই; তাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না।

বাড়িতেই আটকে থেকে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার; পুলিশের সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পরেন। বিজেপির প্রাক্তন মুখপাত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে; বৃহস্পতি ও শুক্রবার উ’ত্তপ্ত হয়ে ওঠে হাওড়া জেলা। বৃহস্পতিবার বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে; ডোমজুড়ের অঙ্কুরহাটি থেকে ধূলাগড় মোড়। যানজট ছড়িয়ে পড়ে কোনা এক্সপ্রেসওয়েতে। প্রায় ১১ ঘণ্টা ধরে চলে অবরোধ। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় ব়্যাফ; পাশাপাশি আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ে রেলপথেও। রেললাইনে নেমে টায়ার জ্বা’লিয়ে; বি’ক্ষোভ দেখান আন্দোলনকারীরা। জ্বা’লিয়ে দেওয়া হয় বিজেপি পার্টি অফিস।

আরও পড়ুন; দুদিন ‘তা’ণ্ডব’ করেও কারোর শাস্তি হল না, নিরীহ পোস্ট করে গারদে ঐশ্বানী

শনিবার উলুবেড়িয়ার মনসাতলায় অগ্নি’দগ্ধ বিজেপি কার্যালয়; পরিদর্শন করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন; রাজ্যের আইনশৃঙ্খলার ক্রমশ অবনতি হচ্ছে। অন্যদিকে উলুবেড়িয়া যাবার রাস্তাতেই; আটকে দেওয়া হয় বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এর গাড়ি। অন্যদিকে পুলিশি নিরাপত্তার জেরে, নিউটাউনের বাড়ি থেকে; বেরতেই পারলেন না বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন; জাতীয় সড়ক অবরোধে প্রশাসন চুপ, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

এদিন সুকান্ত মজুমদার অভিযোগ করেন; মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাঁকে কার্যত ‘গৃহবন্দী’ করে রেখেছে। তাঁর বক্তব্য, ১৪৪ ধারা যে অঞ্চলে লাগু আছে; সেখানে তাঁকে আটকালে তাও মেনে নেওয়া যেত। কিন্তু পুলিশ অনৈতিক ভাবে, তাঁকে গৃহবন্দী করেছে; বলে অভিযোগ সুকান্ত মজুমদারের। শনিবার সকালে গার্ডরেল দিয়ে; বিজেপি রাজ্য সভাপতির বাড়ি ঘিরে দেওয়া হয় পুলিশের তরফে। ফলে উপ’দ্রুত এলাকাতে যাওয়া তো দূরের কথা; নিজের বাড়ি থেকে বেরতেই পারলেন না রাজ্যের বিজেপি সভাপতি।

]]>
একা প্রায়শ্চিত্ত করছেন রাজীব, সব্যসাচীর পর অর্জুনকেও বড় দায়িত্ব অভিষেকের https://thenewsbangla.com/abhishek-banerjee-give-arjun-singh-big-responsibility-in-tmc/ Tue, 24 May 2022 08:11:26 +0000 https://www.thenewsbangla.com/?p=15175 একা প্রায়শ্চিত্ত করছেন রাজীব; অন্যদিকে সব্যসাচীর পর অর্জুনকেও বড় দায়িত্ব অভিষেকের। তিনি যে সত্যিই হেভিওয়েট রাজনীতিবিদ; সেটা আবার প্রমান করলেন অর্জুন সিং। দলবদলের পরদিনই তৃণমূলের মন্ত্রী, সাংসদ, বিধায়কদের সঙ্গে; বৈঠকে সারলেন অর্জুন। সেই বৈঠকের উদ্দেশ্য ছিল; দলের কোন দায়িত্ব দেওয়া হবে অর্জুনকে। আশঙ্কা ছিল, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত অন্য কোন রাজ্যে; নির্বাসনে না পাঠিয়ে দেওয়া হয় অর্জুনকেও। কিন্তু সেই আশঙ্কা ভুল প্রমাণিত হল। দলের বৈঠকে তৃণমূল বনগাঁ সাংগাঠনিক জেলার দায়িত্ব সামলানোর; দায়িত্ব দেওয়া হল অর্জুনকে। সরকারিভাবে সেই দায়িত্ব তাঁর হাতে তুলে দেওয়া না হলেও, দলীয় বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে; জানিয়ে দিয়েছেন সৌগত রায়।

“যারা দলের বিপদে দল ছেড়ে গেছেন; তাদের ফিরিয়ে নেওয়া হবে না। ফেরানো হলেও প্রায়শ্চিত্ত করে; তবেই ফিরতে হবে”। তৃণমূল কর্মীদের বার্তা দিয়েছিলেন; তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার জেরে, তৃণমূলে ফিরে আজও নিজের এলাকায়; রাজনীতি শুরু করতে পারেননি রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রায়শ্চিত্ত করছেন ত্রিপুরায় পরে থেকে। কিন্তু অর্জুন সিং-এর ক্ষেত্রে; সেই নিয়ম মানেননি স্বয়ং অভিষেক। টিটাগড়ের কার্যালয়ে বৈঠকে অর্জুনের উপরে আস্থা রেখে; তাকে গুরুদায়িত্বই দেওয়া হয়েছে। রাজনীতিবিদদের ধারনা, বনগাঁ লোকসভায় মতুয়া ভোট ব্যাংক, তৃণমূলের পক্ষে ফিরিয়ে আনতে; বিজেপি ফেরত অর্জুনের উপরেই ভরসা রাখল তৃণমূল।

আরও পড়ুন <a href=”https://www.thenewsbangla.com/mamata-banerjee-also-lying-about-reducing-petrol-diesel-price-said-tarunjyoti-tewari/”>“পেট্রোল ডিজেলের দাম কমানো নিয়েও মিথ্যা বলছেন মমতা”, বোঝালেন তরুণজ্যোতি

রবিবার তৃণমূলে যোগ দিয়েই অর্জুন অভিযোগ করেছিলেন, বিজেপিতে তাঁকে সাংগঠনিক পদ দেওয়া হলেও; কাজ করার সুযোগ দেওয়া হয়নি। তাঁর উপর বিশ্বাস ছিল না বিজেপি নেতৃত্বের। বৈঠক শেষে অর্জুনের দাবি; “আগামীদিনে বারাকপুর শিল্পাঞ্চলের ৯০ শতাংশ বিজেপি কর্মী-সমর্থক; তৃণমূলে যোগদান করবে”। তৃণমূলে যোগ দিয়ে, তিনি চাপমুক্ত হয়ে; মানুষের জন্য কাজ করতে পারবেন বলেও জানিয়েছেন অর্জুন। আগামী কয়েকদিনের মধ্যেই অফিসিয়ালি; অর্জুন সিংকে বনগাঁ অঞ্চলের দায়িত্ব দেওয়া হবে।

আরও পড়ুন বিপদে পার্থ পরেশ অনুব্রত, তৃণমূলের তিন নেতার সম্পত্তির দিকে নজর দিল সিবিআই

তৃণমূলে ‘কামব্যাক’ করেই, সল্টলেকের সব্যসাচী দত্তের মত বড় দায়িত্ব পেলেন; দাপুটে নেতা অর্জুন সিং। অন্যদিকে, দিদির ছবি বুকে নিয়ে কাঁদতে-কাঁদতে দল ছেড়েও; তৃণমূলে ফিরে এসে বড় শাস্তি জুটেছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের কপালে।

]]>